এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৭০০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manish | 117.241.229.5 | ০৯ মার্চ ২০১০ ১৭:৪৭445265
  • America র উদাহরণ দিতে হবে না,মেট্রো স্টেশনে যখন আমপাব্লিক দাড়িয়ে থাকে তখন কেউ থুকাথুকির মধ্যে যায় না কিন্তু উপরে উঠেই শুভ কাজটি শুরু করে দেয়।
  • Manish | 117.241.229.5 | ০৯ মার্চ ২০১০ ১৮:০১445266
  • সিধুবাবু দিকু দুলুবাবুকে ছারাইন দিছে।
  • Manish | 117.241.229.5 | ০৯ মার্চ ২০১০ ১৮:০৭445267
  • জওহর,সিধুবাবু।
  • Du | 71.252.209.231 | ০৯ মার্চ ২০১০ ২০:১৬445269
  • আবাপ কাল মহিলা বিল নিয়ে সামনের পাতার ছোট্ট অংশে ( ওটা বানায় সবাইকে পড়াবার জন্য) 'বাম বিজেপি মওকা বুঝে ধুয়া তুললো' টাইপের একটা লাইন লিখে দিয়েছে। অন্য সমস্ত পেপারগুলো পড়তে হল রাত্রে বসে। এত কাল্পনিক লেখা লিখে লিখে এই আবাপ চালিয়ে যাচ্ছে!
    পুরসভা থেকে শোভা সেন, সাবিত্রী, অমর পাল এঁদের নাগরিক সম্বর্ধনা দেওয়া হল। কাগজে না ছপলে যেকোন সম্বর্ধনাই কতটা গুরুত্ব রাখে? কলকাতার কাগজ ছাপবে এটা তো এক্সপেক্টেড। কিন্তু অপছন্দের সরকার দিল বলে সে খবরটা নেই ই। অনেক খবরই থাকে না - কিন্তু লোকগুলো তো তাদের প্রাপ্য সম্মানটা পেলেন না এই করতে গিয়ে।
    এই কাগজ নিয়ে লেখার কিছুই নেই, ধুস বলে ছেড়ে দিই রোজই - আজকে একটু লিখলাম।

  • PT | 203.110.246.230 | ০৯ মার্চ ২০১০ ২৩:০২445270
  • আগে একবার লিখেছিলাম আবার লিখছি। শুধু আবাপ নয় আরো অনেকে সরকারি দলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কখন যেন প: বঙ্গ আর বাঙালীকে টেনে নামাতে শুরু করেছে।
  • nyara | 122.172.156.183 | ০৯ মার্চ ২০১০ ২৩:২০445271
  • পশ্চিমবঙ্গকে টেনে তোলার মতন কী আর বাকি আছে? কলকাতার পরে ব্যাঙ্গালোরে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি কলকাতা কতটা অবাসযোগ্য হয়ে পড়েছে।

    কবে যে দিল্লিতে বিপ্লব আসবে!
  • Blank | 59.93.192.130 | ০৯ মার্চ ২০১০ ২৩:৩৬445272
  • মাঝ রাতে বড় খিল্লি পায় :(
  • lcm | 128.48.7.66 | ০৯ মার্চ ২০১০ ২৩:৪৬445273
  • ধুর! আনন্দবাজার, মহাশ্বেতা আর গুরুচন্ডালি - এরা সবাই মিলে একটা সাত কোটি মানুষের রাজ্যকে নীচে নামাতে বা ওপরে তুলতে পারে নাকি। এরা কি অ্যাটলাস না হারকিউলিস! এ সব ছেলেমানুষী কথা।
  • kc | 89.203.49.18 | ০৯ মার্চ ২০১০ ২৩:৪৯445276
  • ন্যাড়াদা, একদম ব্যক্তিগত লেভেলে অবাসযোগ্য পয়েন্টগুলো জানতে চাইছি।
  • aka | 168.26.215.13 | ০৯ মার্চ ২০১০ ২৩:৪৯445275
  • ধুর ল্যাদোষ-দা জানে না। এরা মিলেই সিপিএমকে হারিয়ে দিল , প:ব: তো কোন ছাড়।
  • aka | 168.26.215.13 | ০৯ মার্চ ২০১০ ২৩:৫১445277
  • থুক্কুড়ি এদের সাথে 'কামাওবাদী'রা রয়েছে। এর পর থেকে নতুন করে বলা হবে হারকিউলিস যে কিনা মহাশ্বেতার মতন শক্তিশালী। এইভাবেই একটি মিথ সরে গিয়ে নতুন মিথ তৈরি হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মাঝে মাঝে লেগেও থাকুন, ফেভিকল আজ পুরোন।
  • Arpan | 112.133.206.20 | ১০ মার্চ ২০১০ ০০:০০445278
  • হু।

    সাত জার্মান, জগাই একা, তবু জগাই লড়ে।
  • nyara | 122.172.156.183 | ১০ মার্চ ২০১০ ০০:০১445279
  • কেসি, অন্য কোন থ্রেডে লিখব।
  • kc | 89.203.49.18 | ১০ মার্চ ২০১০ ০০:০৩445280
  • তাড়াতাড়ি লিখো। ভুলে যেওনা।
  • aka | 168.26.215.13 | ১০ মার্চ ২০১০ ০০:১৩445281
  • কি চাই না বলব?

    ১। আজকের এনআরএস, আরজিকর চাই না
    ২। আজকের গ্রামবাংলা/মফস্বলের স্কুলগুলো চাই না
    ৩। পড়াশোনা নিয়ে পাইয়ে দেওয়া রাজনীতি বা যুগান্তকারী পরীক্ষা নিরীক্ষা চাই না
    ৪। স্বজন-পোষন চাই না
    ৫। পাড়ায় পাড়ায় দাদাগিরি চাই না
    ৬। ত্রিশ কিমি যেতে দুঘন্টা সময় ব্যয় করতে চাই না
    ৭। কেন্দ্র থেকে টাকা এলে সেই টাকা ফেরত যাক চাই না
    ৮। কথায় কথায় অধিকার রক্ষার নামে বনধ বা মিটিম মিছিল চাই না
    ৯। শালবনী চাই না
    ১০। আজকের উচ্চশিক্ষা চাই না

    ইত্যাদি ইত্যাদি (হেঁপিয়ে পড়লুম)

    কি চাই ও মানুষ থেকে মানুষে বদলাবে। এই লিস্টে অ্যাড হতে পারে কিন্তু দ্বিমত হওয়া মুশকিল।
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ০৮:০৮445282
  • ১০ নম্বর পয়েন্টটা দিয়ে শুরু করা যেতে পারে। সারা ভারতের বিজ্ঞানচর্চা অনেকটাই (to a great extent) প: বঙ্গে উচ্চশিক্ষা পাওয়া বাঙালীর ওপরে নির্ভর করে বেঁচে আছে। আর বেঙ্গালুরুকে স্থানীয় লোকেরা ""বেঙ্গল উরু"" না কি যেন বলে.....!?
  • kallol | 124.124.93.202 | ১০ মার্চ ২০১০ ০৮:২৫445283
  • ব্যাঙ্গালুরুতে চার না ছ লাখ বাঙ্গালী। এর মধ্যে কিন্তু পোচ্চুর নির্মান মজুর, নিরাপত্তা কর্মী, কল সেন্টার কর্মী, সাধারন ও নানান কর্পোরেটে উচ্চপদস্থ চাকুরে (আইটিসহ) আছে। এঁরা বোধহয় ""বিজ্ঞানচর্চা"" বলতে যা বোঝানো হয় - তার মধ্যে নেই। এই ধরো, আমি নিজেই কি নিজেকে ""বিজ্ঞানচর্চাকারী"" বলতে পারি?
  • kallol | 124.124.93.202 | ১০ মার্চ ২০১০ ০৮:২৭445284
  • * নানান কর্পোরেটে সাধারন ও উচ্চপদস্থ চাকুরে
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ০৮:৩৫445286
  • বিজ্ঞানচর্চা আর বেঙ্গল উরু শব্দদুটি দুটি আলাদা বাক্যে আছে। সিপিএম বিরোধীতার পুর্ব নির্ধারিত সিদ্ধান্ত থেকে বর্তমানে সারাদেশে উচ্চশিক্ষাকেন্দ্রগুলোতে বাঙালীদের অবদানকে জোর করে টেনে নামানোর কোন প্রয়োজন নেই। সময় থকলে পুণার National chemical laboratory আর হায়েদ্রাবাদের Indian Institute of Chemical Technology-তে গিয়ে দেখে আসতে পারেন যে প্রায় ৪০-৫০% PhD ছাত্র প:বঙ্গে উচ্চশিক্ষাপ্রাপ্ত। আরো যেটা উল্লেখযোগ্য সেটা হল যে এই ছাত্রদের বিরাট একটা অংশ জেলা বা গ্রাম থেকে এসেছে।
  • kallol | 124.124.93.202 | ১০ মার্চ ২০১০ ০৮:৪৩445287
  • তা হঠাৎ বিজ্ঞানচর্চায় বেঙ্গল উরু এলো কেন? আকার ১০টা পয়েনের কোত্থাও তো ব্যাঙ্গালুরুর উল্লেখ ছিলো না।
  • kallol | 124.124.93.202 | ১০ মার্চ ২০১০ ০৮:৫১445288
  • না, না। বিজ্ঞানচার্চায়/উচ্চশিক্ষায় বাঙ্গালী নিয়ে আমার কোন দ্বিমত নেই। বাঙ্গালী মূলত: জ্ঞানচর্চার জাত, এটা আমি সত্যি সত্যি বিশ্বাস করি। তার সাথে অবশ্য সবসময়ে উচ্চশিক্ষা বা বিজ্ঞানচর্চার কোন যোগ নেই।
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ০৮:৫৪445289
  • এইরে, আপনি এটা জানেন না যে বেঙ্গালুরুতে জগদ্বিখ্যাত Indian Institute of Science আছে? সেখানে গিয়েও ভারতে বিজ্ঞানচর্চায় বর্তমানে বাঙালীর অবদান সম্পর্কে খোঁজ খবর করতে পারেন। পারলে Prof. C.N.R. Rao-এর সঙ্গে দেখা করে এই বিষয়ে তাঁর মতামতও জেনে নিতে পারেন।
  • kallol | 124.124.93.202 | ১০ মার্চ ২০১০ ০৯:২১445291
  • হ্যাঁ, IISCতে পোচ্চুর বঙ্গসন্তান। কিন্তু তার সাথে ব্যাঙ্গালুরুর ব্যাঙ্গল উরু হওয়ার কোন যোগ নাই।
  • aka | 24.42.203.194 | ১০ মার্চ ২০১০ ১০:০৮445292
  • পিটি এরকম একটা বাজার চলতি কথা আছে

    পৃথিবীর ৯০ শতাংশ ইকনমিস্ট ভারতীয়

    সেই ৯০ শতাংশের ৯০ শতাংশ বাঙালী

    আবার সেই ৯০ শতাংশের ৯০ শতাংশ প্রেসিডেন্সির ইকনমিক্স ডিপার্টমেন্টের।

    এটা কথার কথা কিন্তু মূলত প্রেসিডেন্সির ইকনমিক্স ডিপার্টমেন্টের প্রাক্তনীদের গর্ব করে বলা। তাবলে কি আজকের প্রেসিডেন্সি সম্বন্ধেও একই কথা খাটে? কোন পঞ্চাশোর্ধ প্রফেসর এখনো আইআইএসসিতে পড়াচ্ছে দিয়ে প:ব:য়ের উচ্চশিক্ষায় সিপিএমের দান বিচার করলে হবে নাকি? গত ত্রিশ বছরের প্রোডাক্ট দেখুন, ক্রমশ ক্ষয়িষ্ণু সিস্টেম দেখুন, সিলেবাস দেখুন।

    আর দ্বিতীয় কথা হল দু একজন কোথায় কি করলেন দেখে হবে নাকি? তাহলে তো সবাইকার মণি ভৌমিকের মতন গ্রামে পড়াশুনো করতে যাওয়া উচিত। উল্টো দিক থেকে ভাবুন এই উচ্চশিক্ষার প্রোডাক্টের রেঞ্জ কি? একজন আইআইএসসির প্রফেসর তো অন্যজন কিছু না পেয়ে টিউশনি খুলে বসেছে হলে মুশকিল। এই ডেটা নেই, পাবেন ও না। তাই শিক্ষা ব্যবস্থার বেসিক গুলো দেখুন - যেমন কোন কলেজে কোন ডিপার্টেমেন্টে কতজন আছেন? কতজন থাকার কথা? সিলেবাস শেষ কবে বদলেছে? শিক্ষকরা কিভাবে ঢুকছেন? রিসার্চ ফান্ড কতটা? ইত্যাদি।
  • RS | 96.241.224.52 | ১০ মার্চ ২০১০ ১০:১৮445293
  • বাঙ্গালী বিজ্ঞানচর্চার জাতি - এটা আমেরিকানরা সবাই বোকা ধারণাটির মতই ভ্রান্ত। যেটা সত্যি সেটা হল বাঙ্গালির আই টি বা ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ কম তাই বাঙ্গালী বিজ্ঞানচর্চা করে - বকলমে কেমিস্ট্রি পড়ে। কেমিস্ট্রি পড়ে তাও ইন্ডাস্ট্রি তে চাকরি পাবার আশা থাকে। যারা চাকরি পায় না তার বছরের পর বছর নেট/গেট ইত্যাদি দিয়ে যায় - যদি কোনো inst. এ রিসার্চ এর সুযোগ পাওয়া যায়।
    গত শতাব্দির নব্বই এর দশকেই কর্নাটক ইত্যাদি রাজ্যে প্রইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের রমরমা। পশ্চিমবঙ্গে তখন সাকুল্যে চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ। স্বাভাবিক ভাবেই জেনেরাল সায়েন্স না পড়ে বাঙ্গালীর উপায় ছিল না। পিটির কাছে অনুরোধ - আর বছর দশেক পরে বাঙ্গালির বিজ্ঞানীর হিসাব করে দেখবেন - কাউকে খুঁজে পেলে হয়।
    অর একটা প্রশ্ন - বাঙ্গালী কে বিজ্ঞানচর্চা করতে পশ্চিমবঙ্গের বাইরে যেতে হয় কেন ? এখন পর্যন্ত IICB ছাড়া পশ্চিমবঙ্গে আর কোনো CSIR inst. নেই কেন ?
    আর NCL এর faculty লিস্ট দেখে বাঙ্গালীর বিজ্ঞানচর্চার ব্যাপারে খুব কিছু আশাপ্রদ হলাম না।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১০:৫৯445294
  • ছকে ফেলতে গিয়ে একটু অতিসরলীকরণ করলেন বোধহয়।
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১১:১০445295
  • দেশের হবু পিয়েচডি দের সরকার বড্ড কম পয়সা দ্যায়। নয়ত আরো অনেক লোক দেশে পিয়েচডি করত। কিন্তু আজ অব্দি বুঝতে পারলুম না অন্ধ্রপ্রদেশ থেকে লাখলাখ ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ে ক্যানো। ওখানে মনে হয় পাড়ায় পাড়ায় ইঞ্জিনিয়ারিং কলেজ।
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১১:১৫445299
  • ** টিচারদের ইভ্যালুয়েশন হয়... **
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন