এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৪০৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১২:৩৯445332
  • এই চরম দারিদ্র্যে থেকে লাখো টাকার হাতছানি ভুলে গবেষণা - ইত্যাদির মধ্যে একটা অদ্ভূত রোম্যান্টিক গ্লোরিফিকেশন রয়েছে - বেশ মহান একটা ব্যাপার যেন।
  • de | 59.163.30.2 | ১০ মার্চ ২০১০ ১২:৪২445333
  • শুধু রোমান্টিসিজম কেন, আরো অনেক কিছু রয়েছে যা দিয়ে গালভরা তর্ক হয়না -- যে করে সেই বোঝে !
  • Blank | 170.153.65.102 | ১০ মার্চ ২০১০ ১২:৪৭445335
  • আরে দুটো এক্সট্রীম এন্ড নিয়ে কথা হচ্ছে। একদল সত্যি পড়াশুনো করবে বলে পি এইচ ডি করে, একদল অনেক টাকা মাইনে পেয়ে পি এইচ ডি করে না।
    কিন্তু এই দুটো গ্রুপের বাইরে প্রচুর এবং একটা বিশাল সংখ্যা আছে, যাদের পক্ষে পি এইচ ডির টাকাটাও একটা বড় ফ্যাক্টর।
    তাও তো দীপু বললো ১৪, আগে তো আরো কম ছিলো।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১২:৪৭445334
  • টপ মেরিট - যায় ইঞ্জিনিয়ারিং, এইম্‌স-এ ডাক্তারি।
    ফার্স্ট টিয়ার আইআইটি, সেকেন্ড টিয়ার স্টেট স্কুল যাদবপুর/আন্না ইউনিভার্সিটি..
    শেষ হলে, কিছু আইআইএম-এ।
    এরপর, জে পি মর্গ্যান, মুম্বাই - শুরুতে ৩২ লাখ।

    বাদ বাকীরা, জেনারেল লাইন। সেখান থেকে বেরিয়ে চাকরি না হলে, বিদেশে মাস্টার্স বা পিএইচডি। নইলে, দেশে পিএইচডি। এর মধ্যে কোনো ভালো চাকরি পেলে ছেড়ে দিয়ে ছুট।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১২:৪৯445336
  • এই তো ব্ল্যাংক, হার্ড ট্রুথ-টা বলেছে। মাসে ১৪০০০ ইস নট ব্যাড। অ্যান অলটার্নেটিভ টু জব। টিল উই গেট এ জব।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১২:৫২445337
  • বুঝেই তো বলছি - জাস্ট অ্যানাদার জব। ভালোবেসে করলে সেই গ্লোরি সব প্রফেশনেই। না করলে নেই। গবেষণা বলে এক্সট্রা এক সেট দ্যুতি নেই।
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১২:৫৪445338
  • ব্ল্যাংকিদা ঠিক বলেছে।
  • de | 59.163.30.2 | ১০ মার্চ ২০১০ ১২:৫৬445339
  • ওভার সিম্পলিফিকেশন না করে লসাগু যদি এখনকার ট্রেন্ড টা নিয়ে একটু ভাবতেন :((

    IIT, জয়েন্ট পেলেই টপ ক্লাস মেরিট??????

    ওগুলো পেয়েও অনেকে ছেড়ে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি -তে অনার্স পড়তে আসে --

    তবে এসব তক্কো বৃথা!!
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১২:৫৭445342
  • না, না, দে। আমি জাস্ট স্ট্যাটিস্টিক্স। মেজরিটি, যা হয় আর কি।
    এক্সসেপশন তো আছেই, ছিল, থাকবে।

  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ১২:৫৭445340
  • @ aka

    আপনার সার্টিফিকেট দেখতে চাইনি। উচ্চশিক্ষার পেশার সঙ্গে জড়িত কিনা জানতে চেয়েছি। অনেক ক্ষেত্রে system-টাকে ভেতর থেকে না জানলে অনেক তথ্য জানা যায়না।

    যেমন ধরুন কথিত আছে যে প: বঙ্গের সব কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ানোর চাকরি পেতে গেলে সিপিএমের দুয়ারে ধরনা দিতে হয়। যিনি একথাটা বলেন তাকে বলুন ১০০ জনের নামের একটা লিস্ট বানাতে - তাতে খুঁজে দেখুন যে কতগুলো লোক দুয়ার ধরে চাকরি পেয়েছে। তার ওপরে অনেকদিন হল নিয়ম চালু আছে যে NET/SLATE পাশ না করলে লেকচারারের চাকরী পাওয়া যায় না। তার মানে সিপিএমের নেতা ধরার আগে কেন্দ্রীয় সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত অন্তত ঐ পরীক্ষাগুলোতে পাশ করতে হবে। এর সঙ্গে তুলনা করুন আগের অবস্থাটা। যখন কোন প্রতিষ্ঠানের শক্তিশালী প্রধান কেবল মাত্র তাঁর ছাত্র, অনুগত মানুষ, মেয়ে, জামাই ইত্যাদিদের বেছে বেছে চাকরি দিতেন।

    সত্তরের শেষ দিকে বা আশির শুরুতে School Service Commission বলে কিছু ছিলনা। এখন তবু যাহোক একটা পদ্ধতি আছে, পরীক্ষা হয়, প্যানেল তৈরি হয়। তবে ভারতবর্ষের অংশিদার একটি রাজ্যে কিছু দুর্নীতি থাকবে না সে কিকরে হয়?
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১২:৫৯445343
  • কিন্তু একটা গ্ল্যামার আছে। বিভিন্ন কনফারেন্সে গিয়ে বা কাজের সময়েই এমন এমন লোকের সাথে আলাপ হত যারা নিজের নিজের সাবজেক্টে এক নম্বর - যেমন ধরো জিম গ্রে বা বার্ট্রান্ড মেয়ার...

    কে জানে এটাও হয়তো ওই লোকে সেলিব্রিটিদের দেখলে যেমন বেভ্যুল হয়ে যায় সেরকমই কিনা।
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১৩:০০445344
  • আগেরটা অক্ষ-কে - গবেষণার দ্যুতি নিয়ে:-)
  • Arpan | 216.52.215.232 | ১০ মার্চ ২০১০ ১৩:০৩445345
  • সে তো কারো কারো সিএক্ষওদের দেখলেও হয়।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১৩:০৪445346
  • কেউ পিএইচ ডি করছে মানে, তার নিজের ইচ্ছেমতন কাজ করছে, যা নিয়ে গবেষণা করতে চায়, তার সাপোর্ট পাচ্ছে, নিজের পেপার করছে, নিজে ডিগ্রী পাচ্ছে,তাই সব পাওয়াটা ই টাকা পাওয়া দিয়ে হিসেব করতে হবে এমন টা বোধহয় না। ( এবার সত্যি সত্যি সেগুলো কতটা হয়, ভুলভাল গাইড, ভুলভাল প্রোজেক্ট হলে কি হয়, সেগুলো অন্য আলোচনার বিষয়) স্যাটিসফেকশন ইত্যাদি র কথা আনলাম ই না। জ্ঞানচচ্চা ফচ্চা তো না ই :) ।

    এবার আমার শুরুতে ঐ ৫০০০ খুব কম মনে হয়েছিল, ৯৫০০ এ অসুবিধে হয় নি, ১৪০০০ ভাল ই মনে হয়েছিল, ২০০০০ হলে খুব ভালো হবে মনে হয়েছিল :)

    ৯৫০০ তে অসুবিধে মনে হয়নি কেন একটু বলি? ঘর ভাড়া ছিল ৯০ টাকা, ম্যারেড অ্যাপার্টমেন্ট ২০০ না ৩০০। ক্যান্টিনে খেতে বড়জোর ১০০০-২০০০। মেডিক্যাল খচ্চা প্রায় লাগতো না। ট্যাক্স নামমাত্র। বছরে দশহাজার টাকার বই কিনতে পেতাম। হপ্তায় দু তিনখানা সিনেমা দেখানো হত। অডিটোরিয়ামে এক সে বঢ়কর এক অনুষ্ঠান দেখেছি, বিলকুল নিখচ্চায়। দেশে বিদেশে গুচ্ছ গুচ্ছ কনফারেন্সের যাওয়ার ট্রাভেল অ্যালাওয়েন্স পেতাম। এরপর বাড়িতে কিছু পাঠাতে চাইলে পাঠানো যাবেই না, এমন তো না।
    বেড়ে যখন ১৪০০০ হল আমরা বেরিয়ে আসছি, জুনিয়রদের তো রীতিমতন চিন্তা, হপ্তায় এবার তিন-চারদিন করে বাইরে না খেলেই না !
    হ্যাঁ, বাড়িতে ভীষণভাবে সাপোর্ট করতে চাইলে একটু চাপ। হাজার কুড়ি হয়ে গেলে তো ভাল ই ( অনেক জায়গায় হয়ে গেছেও বোধ্‌হয়)।
    বরং আমার জানতে ইচ্ছে হয়, মাসে এক দু লাখ টাকা যারা পান, তাঁদের খরচার হিসেবটা :)

    একজনকে এত্ত এত্ত টাকা না দিয়ে সে জায়গায় তিনজনকে নিয়ে, একটু কম খাটিয়ে, একটু কম টাকা দিলে কোন মহাভারত অশুদ্ধ হত অল্পবুদ্ধিতে বুঝে পাই নে :(
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১৩:০৬445347
  • ধুর, মা:স:-র সিএক্ষও-র সাথে আলাপ করা আর দাইক্সত্রা-র সাথে আলাপ করা এক হল?
  • dipu | 61.12.12.83 | ১০ মার্চ ২০১০ ১৩:০৮445348
  • তবে যেই পি এইচ ডি করুক, টাকা বাড়লে সবাই খুশি হবে। বেসিকালি সরকার হা:।
  • Arpan | 216.52.215.232 | ১০ মার্চ ২০১০ ১৩:০৯445350
  • এক কেন হবে। দ্যুতি। এইবার যার চোখে যেইটা ধরা দেয়।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৩:০৯445349
  • এটা তো TIFR-এ। CU, কল্যাণী, বর্ধমান?
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ১৩:১১445353
  • lcm এর যুক্তি অনুযায়ী ভারতবর্ষের সমস্ত বিজ্ঞান গবেষণার সঙ্গে যূক্ত সকলেই থার্ড রেট মাল কেননা তাঁরা engg আর medical- পড়েননি।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১৩:১১445351
  • অরিজিৎ, দুই দিকেই যারা আছেন তাদের আমার বেশ লাগে। যেমন, ধরো জেমস্‌ গসলিং। ভদ্রলোক কম্পুটার সায়েন্স নিয়ে বিএসসি করেছেন ক্যালগেরি থেকে, তারপর পিএইচডি করেছেন কার্নেগি মেলন থেকে। এরপর বহুদিন চাকরি করেছেন। এবং, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরী করেছেন। কোনো কনফারেন্সে একে ঘিরে থিক থিক করে প্রোগ্রামার ফ্যানদের দল।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১৩:১২445354
  • না, PT। ওপর দিকের মেরিটের বেশীর ভাগ স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পড়তে যায়। এটা হল ওপেন ট্রুথ।
  • lcm | 69.236.183.240 | ১০ মার্চ ২০১০ ১৩:১৪445356
  • আর, হ্যাঁ, একটা কথা ঠিক বলেছ, ভারতে গবেষনার মান উন্নত না হওয়ার একটা কারণ ভালো স্টুডেন্ট-দের এতে অনীহা। অনেক ইউনি-তে এ নিয়ে দু:খ প্রকাশ করে থাকেন বিভাগীয় প্রধান-রা। ।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৩:১৪445355
  • এদেশে যায় ডাক্তারি আর ল' পড়তে।
  • de | 59.163.30.2 | ১০ মার্চ ২০১০ ১৩:১৫445357
  • পাইকে ক্ক!

    এখন পুছিয়ে দেখলাম স্টুডেন্টেরে ১৭,০০০ take home, without I-tax, অনেকে আয় বাড়াতে বে'ও কচ্চে!
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৩:২০445358
  • কিন্তু এদেশে একটা জিনিস গুচ্ছের দেখি। ডাক্তারি পাস করে পিএইচডি করতে আসে। MD PhD হওয়া একটা বেশ ব্যপার। এবং ক্লিনিক ও ল্যাব দুইই চালায়। বেশ ভালোই চালায়।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১৩:২১445359
  • ৯৫০০ হতেই ফাস্ট সেকেন্ড ইয়ারের জনতা বিয়ে করতে শুরু করেছিল। ১৪০০০ এ তো রীতিমতন বিয়ের ঢল। নেমন্তন্নর চোটে আই ঢাই দশা ! :)
    তার আগে পাঁচহাজারী ক্লাবে ফার্স্ট ও সেকেন্ড ইয়ারের মধ্যে আমি ছিলুম একমাত্র বিবাহিত ফেলো :)

  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ১৩:২৩445360
  • এই মেরিট বস্তুটিকে নিয়ে বিস্তর আলোচনা করা যায়। সেটা বাদ দিয়ে গত চল্লিশ বছরে ভারতের যেকোন engineering কলেজ থেকে পাশ করা হাজার চল্লিশেক (বা ঐরকম কোন একটা সংখ্যা) engineerএর মধ্যে থেকে ছ'জনের নামের একটা তালিকা দিন যাঁদের (দেশের বা বিদেশের করা) আবিষ্কারের ভিত্তিতে জগদীশচন্দ্র বোস বা সত্যেন বোসের সমতুল্য বলে ভাবা যেতে পারে।
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১৩:২৬445361
  • অক্ষদা, সি এস আই আর, ইউ জি সি র ফেলোশিপ ও তো প্রায় কাছাকাছি। বর্ধমান, কল্যাণীতে ঐ ফেলোশিপ নিয়ে রিসার্চ করলে ঐ রকম ই পাবে !

    আর, ডাক্তারি করে পিএইচ ডি করা বা এম ডি করে পোস্ট ডক, দেশেও এর ভালো ট্রেন্ড আছে। অবশ্য তারা প্র্যাকটিস আর করে ই না।
    আর ইঞ্জিনীয়ারিং এর ও কিছু কম জনতা ছিল না। বেশিরভাগ ই আই আই টি র বিটেক । টেন পয়েন্টার টার ফার ও ছিল।

    এইসব বেচারা ডাক্তার এঞ্জিনীয়ারদের কেউ চাকরি বাকরি দিলো না বলেই কিনা অগতির গতি রিসার্চ করতে ঢুকলো ! :)

    কাটি। :)
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১৩:২৮445364
  • ভারতে গবেষণার মান ভালো না হওয়া নিয়ে আরো অনেক কথা বলা যায়। পরে কখনো বলবো খন।
    আপাতত কেবল এদেশে আর আমাদের দেশে গবেষণার জন্য ব্যয়িত টাকার পরিমাণ টাও একবার তুলনা করে দেখতে বলবো ।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৩:২৮445362
  • তার সাথে ঐ পার্ক্স গুলো? ঐ সিনেমা গুলো? ঐ হল? ঐ বিদেশে কনফারেন্সে যাওয়া? ঐ বিনামূল্যে চিকিৎসা এটসেটেরা এটসেটেরা?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন