এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৪০১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 59.163.30.2 | ১১ মার্চ ২০১০ ১৪:৫৭445465
  • RS কে কিচ্ছু বলবো না, SINP, SNBCBS, IACS কে যিনি আঞ্চলিক প্রতিষ্ঠান বলেন -- তার সঙ্গে তক্কোও চলে না। অতএব : |

    সত্যিই তো পাতার পর পাতা তক্কের দরকার নেই -- যে inst. গুলোর নাম করেছি তাদের প্রত্যেকের ওয়েবসাইট আছে, ফ্যাকাল্টি আর স্টুডেন্টের নাম্বারের মধ্য ঠিক কয়েকজন বাঙালী আছে -- খুলে দেখলেই তো হয়! এই নিয়ে এতো সময় নষ্টের মানে হয় না!

    সত্যি কথাটা হলো এইদেশ থেকে যারা রেগুলার বিভিন্ন রকম সায়েন্টিফিক অ্যাকটিভিটিতে যোগ দেন -- কনফারেন্স, ওয়ার্কশপ, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, ইন্ডো-ইউএস/জার্মান/ফ্রান্স/সুইডিশ ইত্যাদী নানা অ্যাকটিভিটিতে জড়িত থাকেন --তারা ব্যাপারগুলো জানেন--- আমি জানিনা তাদের কেউ গুরুর পাতায় আসেন কিনা !

    আকাকে,
    বেশীর ভাগ institute phD student বিদেশে পো:ড: করতে যায় আর তারপর দেশে ফিরে ফ্যাক্যাল্টির চাকরি নেয় ন্যাশনাল ল্যাব/ইন্সটিট্যুটে। আমার চেনাজানা কেউ এখনো অব্দি বসে নেই চাকরী না পেয়ে।

    PT কি পুরুষোত্তম-বাবু?
  • de | 59.163.30.2 | ১১ মার্চ ২০১০ ১৫:০৬445467
  • *আমি আগের দিনের পোস্টে যেসব insT এর নাম করেছি--
  • Arijit | 121.242.15.238 | ১১ মার্চ ২০১০ ১৫:০৬445466
  • ন্যাশনাল ল্যাব/ইনস্টিট্যুটগুলো আর সেখানে কি ধরণের কাজকম্মো হয় তার একটা সামারি লিস্টি কোথায় পাবো? মানে কম্প সায়েন্সের বিভিন্ন এরিয়ায় কি ধরণের কাজ কোথায় হচ্ছে জানতে চাই।
  • kc | 194.126.37.5 | ১১ মার্চ ২০১০ ১৫:১৮445468
  • PT পাঠকবাবু নন?
  • de | 59.163.30.2 | ১১ মার্চ ২০১০ ১৫:২০445469
  • অরিজিত,
    ইউজ্যুয়ালি ন্যাশন্যাল ল্যাবগুলো সমস্ত information disclose করে না, insT. গুলোর ওয়েবসাইটে গেলে কিছু ডিটেলে জানা যেতে পারে তবে বেস্ট উপায় সংশ্লিষ্ট উচ্চতন আধিকারিককে মেল করে ল্যাবগুলো একে একে ভিজিট করা বা ওনার থেকেই ডিটেল চাওয়া -- বাকি কেউ মুখ খুলবে না!

  • Arijit | 121.242.15.238 | ১১ মার্চ ২০১০ ১৫:৩৩445470
  • মেলের উত্তর দেয় না তো - আইএসআই যেমন :-(
  • rokeyaa | 203.110.246.230 | ১১ মার্চ ২০১০ ১৫:৪৫445471
  • ফ্যাকাল্টি দের হোম্পেজ বা পাব্লিকেশন দেখতে পারো।
  • Arijit | 121.242.15.238 | ১১ মার্চ ২০১০ ১৫:৪৯445472
  • সেই দেখেই অল্প অল্প আইডিয়া করছিলুম - কিন্তু কষ্টকর পন্থা। এসব জায়গায় কারেন্ট থীমগুলোর বাইরে নতুন কিছু নিয়ে কাজ করে না? আর লোক নেয় কি ভাবে?
  • de | 59.163.30.2 | ১১ মার্চ ২০১০ ১৬:০৮445473
  • সোজাসুজি মেল করলে যদি উত্তর না দেয়, এট্টু আঙুল বাঁকাতে হবে :))-- নিউক্যাসলের মেল আইডিটা ইউজ করুন, আর লিখুন যে আপনি ল্যাব ভিজিট কত্তে চান -- শুনতে খারাপ লাগলেও বড়কত্তা দের জন্য এটা বেশী এফেক্টিভ ---
    আমি এট্টু পরে আপনাকে মেল করছি -- সেখানে আমাদের এখানে কম্পু-ডিভিশানের হেডের মেল-আইডিও দিয়ে দেবো।

    TIFR বা IISC তেও এভাবেই লিখতে পারেন।

    লোক নেওয়ার বিজ্ঞাপন প্রত্যেক ইন্সটিট্যুটের নিজস্ব ওয়েবপেজে থাকে -- How To Apply, or open position ইত্যাদী বলে। এছাড়াও বড়কত্তাদের লিখলে সেখানেও আপনার CV পাঠিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করা যায়!
  • Arijit | 121.242.15.238 | ১১ মার্চ ২০১০ ১৬:১২445475
  • হুঁ - বাইরের মেল আইডি হলে অনেক এফেক্টিভ হয়। নিউক্যাসল থেকে যখন মেল করেছিলুম তখন পটাং করে উত্তর এসেছিলো, এখন পাত্তা দেয় না। সেই মেল আইডি তো আর নেই - ছয়মাস পর ডিলিট হয়ে যায়...

    গেঁয়ো যোগীকে কেউ ভিখ্‌ দেয় না;-)
  • rokeyaa | 203.110.246.230 | ১১ মার্চ ২০১০ ১৬:১২445476
  • ইন্ডাস্ট্রি থেকে প্রোলেক্ট আনতে পারবে এরম লোক দেখলে (অন্তত:) অ্যাকা ইনস্টি তে নিয়ে নেবে, পয়সার যা আকাল :)
  • rokeyaa | 203.110.246.230 | ১১ মার্চ ২০১০ ১৬:১৩445477
  • *প্রোজেক্ট
  • de | 59.163.30.2 | ১১ মার্চ ২০১০ ১৬:১৪445478
  • ন্যাশন্যাল ল্যাবে ভিজিটিং সায়েন্টিস্ট হিসাবে একবছর থাকার পর একটা ইন্টার্ভিউ হয় তাতে পাস কল্লে পার্মানেন্ট -- যদি ভিজিটিং এ- ডাকে তবে ইউজ্যুয়ালি নেবে ধরেই নেওয়া যায়।
  • de | 59.163.30.2 | ১১ মার্চ ২০১০ ১৬:১৬445479
  • নিউক্যাসলে বলে আইডি রিনিউ করান :)), বা ওখানে একটা ভিজিট আগে সেরে আসুন!
  • aka | 168.26.215.13 | ১১ মার্চ ২০১০ ১৯:৪০445480
  • কয়েকটি কথা

    ১। উচ্চশিক্ষা বলতে আমি গবেষণা বোঝাই নি। গবেষণা অবশ্যই উচ্চশিক্ষা সে আল্পসের মাঝারি উচ্চতার পাহাড়ে বসেই করুন বা কলকাতায় বসেই করুন। কিন্তু উচ্চশিক্ষা শুরু হয় তারও অনেক আগে, ১২ ক্লাস শেষ হবার পরেই। তাই আমার লক্ষ্য ছিল আর একটু তৃণমূল স্তরে। এই বিভিন্ন কালেজের দিকে - ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য কলেজ।

    ২। কোন ব্যক্তিবিশেষ কোন এনভায়রনমেন্ট থেকে কি করেছে তাই দিয়ে কোন একটা সিস্টেমের এফিশিয়েন্সি বোঝা যায় না। সঠিক তথ্য আমার জানা নেই কিন্তু বাংলার ৫০-১০০ টি ছেলেমেয়ে প্রতিবছর ভারতের বিভিন্ন ইনস্টিটিউটে গবেষণা করতে যায় এটা কোন সাকসেস ইন্ডেক্স নয়। প্রথমত, অনুপাত নিলে এই সংখ্যা খুবই কম, দ্বিতীয়ত উচ্চশিক্ষার একটা উদ্দেশ্য গবেষণা হলেও অন্য উদ্দেশ্য হল চাকরি পাওয়া।

    ৩। শিক্ষক - প্রেসিডেন্সি, মৌলানা আজাদ, কৃষ্ণনগর কলেজ, বিধাননগর গভর্ণমেন্ট বিভিন্ন কলেজে প্রায় সমস্ত ডিপার্টমেন্টে কম শিক্ষক। কাজ চালানো হয় পার্টটাইম শিক্ষকদের দিয়ে। এতে দুটো অসুবিধা এক, ভাল শিক্ষক পাওয়া যায় না, দুই, ভবিষ্যতে অ্যাকাডেমিয়ার এই হালে বীতশ্রদ্ধ হয়ে বহু ভালো ছাত্ররা (যারা পরে ভাল টীচার হতে পারত) অন্য রাজ্যে চলে যায় বা ইন্ডাস্ট্রী জয়েন করে।

    ৪। সিলেবাস - আমি পড়েছি রাশিবিজ্ঞান, সেই ১৯৭২ সালে বোধহয় শেষ সিলেবাস আপডেট হয়েছিল তারপর থেকে কেউ এই নিয়ে মাথা ঘামায় না। এই কম্পিউটারের যুগেও লোকে আজও স্কারবরোর নিউমেরিকাল অ্যানালিসিস গাঁতিয়ে চলেছে। লোকজন পরীক্ষার হলে উগড়ে দিয়েই ভুলে যাবে।

    ৫। লাইব্রেরি - সেই মান্ধাতার আমলের বই পত্তর। আজকের যুগে যেখানে অনলাইন সমস্ত কিছু পাওয়া যায় সেখানে এখনো কোন কলেজে বিভিন্ন দেশ বিদেশের সাথে কোলাবরেশন,অন-লাইন রিসোর্সের সুযোগ সুবিধা নেওয়া এর কিছুই নেই।

    ৬। রিসার্চের পরিবেশ - এটা খানিকটা ৩ নং পয়েনের সাথে যুক্ত। টীচারদের ক্লাস লোড এতই বেশি যে রিসার্চ করার সময় থাকে না। আন্ডারগ্র্যাজুয়েট লেভেলেও ভাল রিসার্চ আরও উচ্চতর শিক্ষার জন্য কতটা প্রয়োজনীয় তাও নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। শুধু তাই নয় অনেকসময়েই ভাল রিসার্চ বা প্রোজেক্ট নতুন রেভিনিউ স্ট্রীম খোলে। যাদবপুর, শিবপুর, আইএসাআইতে অনেকেই এই জাতীয় রিসার্চ করে থাকে।

    ৭। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ - শিবপুর, যদুপুর বাদ দিলে এই যে ব্যাংয়ের ছাতার মতন ইঞ্জিনিয়ারিং কলেজ গড়ে উঠেছে তারা কি করছে না করছে সেই বিষয়ে রেগুলেশন যদি বামপন্থী সরকারের কাছেও এক্সপেক্ট না করি তাহলে আর কি। এই গুরুতেই এই নিয়ে একটা বুলবুলভাজা বেরিয়েছ, খুঁজে পেলে লিং দিয়ে দেব।

    এরপরেও বহু ছেলেমেয়ে এর ব্যবস্থা থেকে বেরিয়ে ভাল কিছু করে। সে তাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, সিস্টেমের সাকসেস নয়। তাই বলেছিলাম এইরকম সিস্টেম চাই না। বহু অনেক কিছুর মতই সরকারের এই নিয়েও কোন লংটার্ম পলিসি নেই, অন্তত চোখে পড়ে না। শর্টটার্ম ভোট বা অন্যান্য কিছু লক্ষ্যের দিকে তাকিয়ে নেওয়া সিদ্ধান্ত অনেকটা ওয়াল স্ট্রীটের সিইওদের মতন।
  • bitoshok | 128.101.220.108 | ১২ মার্চ ২০১০ ০২:৩২445481
  • আকার চার আর পাঁচ পয়েন্টের বক্তব্য টা ঠিক কি? ম্যাথেমেটিকা, ম্যাটলাব, মেপল দিয়ে স্কারবোর বই রিপ্লেস করতে হবে?
  • aka | 168.26.215.13 | ১২ মার্চ ২০১০ ০২:৪২445482
  • ইয়েস। বোধহয় ৫০-৫০ হলে ভাল হয়। দুই বছর ধরে পড়ার কোন মানেই হয় না।

    পাঁচে তো এসব কিছু বলি নাই। অনলাইনে দেশ-বিদেশের লাইব্রেরির সাথে যোগাযোগ রাখব ইত্যাদি।
  • bitoshok | 128.101.220.108 | ১২ মার্চ ২০১০ ০৩:৩৫445483
  • ইয়ে ব্যাপারটা বোধহয় ঠিক অতটা সরল নয়। গাঁত নির্ভর পরীক্ষা ব্যবস্থা থেকে বেরোতে গেলে শিক্ষন পদ্ধতির পরিবর্তন দরকার। সিলেবাস, প্রশ্নপত্রের ধরন ইত্যাদি পাল্টানো দরকার ঠিকই সাথে সাথে মাস্টারমশাই রা কিভাবে পড়াচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ।

    আর মান্ধাতা আমলে বেশ কিছু ভালো বই লেখা হয়েছিলো সেইগুলো কিন্ত এদেশেও এখনো পড়ানো হয় :)

  • aka | 168.26.215.13 | ১২ মার্চ ২০১০ ০৩:৫৫445484
  • সহজ তো বলি নাই, তাই তো লং টার্ম পলিসির কথা কয়েছি। এগুলো যে বদলের দরকার তার রিয়ালাইজেশন দরকার। আপাতত সেটা হলেই যথেষ্ট মনে করব। ;)

    আর ম্যাটল্যাব ইউজ করা মানেই ক্লাসিক দুরে সরিয়ে রাখা নয়। উল্টোদিকে স্ট্যাটিস্টিকসের মতন ব্যবহারিক সাবজেক্ট শুধুই পুঁথিগত বিদ্যা দিয়ে হয় না। এটারও আপাতত রিয়ালাইজেশন হলেই অনেক মনে করব। তবে এসবেরও আগে সমস্ত ডিপার্টমেন্টে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা দরকার। আপাতত সেটুকুই হোক না কেন। তবে তারও আগে সমস্যা আছে সেটা স্বীকার করতে হবে নইলে আর কিসের সমাধান। বাঙালী মাত্রই রিসার্চ করে ফাটিয়ে দিচ্ছে এটা মাটির কাছাকাছি চিন্তা নয়, সমস্যার সমাধান তো দুরের কথা সমস্যাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কেন্দ্রীয় চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।
  • aka | 168.26.215.13 | ১২ মার্চ ২০১০ ০৪:০০445486
  • আর অনলাইন লাইব্রেরি ইত্যাদির মূল পয়েন হল আধুনিক শিক্ষাব্যবস্থার জন্য উপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার তৈরি হোক। এও একদিনে হবার নয় কিন্তু পলিসি না থাকলে কোনদিনও হবার নয়। :)
  • kallol | 115.184.117.251 | ১২ মার্চ ২০১০ ০৬:৫২445487
  • উচ্চশিক্ষা নিয়ে পোস্টগুলো পড়তে পড়তে মনে হচ্ছে বিজ্ঞান ছাড়া অন্য কোন বিষয়ে উচ্চশিক্ষা বোধয় হয় না।
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ০৮:০২445489
  • *অবিশ্যি
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ০৮:০২445488
  • এক্কেবারে ঠিক কথা। ইতিহাস, বাংলা ইত্যাদি ছাগলেরা পড়ে। আর কয়েক বছর পরে ইংরিজি, বাংলা, ইতিহাস পড়ানোর লোক পাওয়া যাবে না!! লেখাপড়া চাকরীমুখী হলে এইরকমই হয়। অবিশ্য যারা ভারতে বিজ্ঞান চর্চার ইতিহাসে কলকতার IACS-এর ঐতিহাসিক ভুমিকা অস্বীকার করে তাদের ইতিহাস না পড়লেও চলে। বেচারা মহেন্দ্রলাল সরকার.......
  • aka | 24.42.203.194 | ১২ মার্চ ২০১০ ০৮:১২445490
  • না না মাইরি বলছি বাংলা, ইতিহাস, ভূগোল কোন ডিপার্টমেন্টেই পর্যাপ্ত শিক্ষক নেই। আমার নেট পাশ করা বন্ধুগুলো কখনো চন্দননগর কলেজে কখনো কৃষ্ণনগর কলেজে এই পার্টটাইম পড়িয়ে সাথে পিএইচডি করতে করতে বুড়ো হয়ে গেল। চাকরি আর পেল না, অথচ নেট পাশ করা কিন্তু। আর পড়াশুনো করে চাকরি না পেলে খাবে কি? বই, খাতা, পাতা ছগলে যা খায়?
  • aka | 24.42.203.194 | ১২ মার্চ ২০১০ ০৮:১৩445491
  • *ছাগলে
  • nyara | 203.110.238.16 | ১২ মার্চ ২০১০ ০৮:৩৮445492
  • বাঙালীর জ্ঞান পিপাসার কোন ডেমোগ্রাফিক স্টাডি আছে, নাকি শুধু CNR Rao আর অ্যানেকডোট ভরসা?

    যেগুলো পেতে উৎসাহী:

    - পিএইচডি, পোস্ট ডক লেভেলের ডেমোগ্রাফিক স্টাডি।

    - প্রফেশনাল স্টাডিজের (এম টেক, এম বি এ, এম ডি) ডেমোগ্রাফিক স্টাডি।

    - পাবলিক সার্ভিসের (I*S যথা IAS, IFS, IPS ইত্যাদি) ডেমোগ্রাফিক স্টাডি।
  • dipu | 61.12.12.83 | ১২ মার্চ ২০১০ ০৯:৩৪445493
  • একখান সার্ভে পাওয়া গেছে। তবে কিনা এত ছোট স্যাম্পল সাইজ থেকে কিছুই প্রমাণ হয় না।

    http://www.cse.iitd.ernet.in/~jalote/misc/phd_surveyIITK-D-B.pdf
  • dipu | 61.12.12.83 | ১২ মার্চ ২০১০ ০৯:৩৮445494
  • ইসে, বাঙালী-টাঙালী নিয়ে এতে কিছু নেই।
  • pi | 208.54.90.24 | ১২ মার্চ ২০১০ ০৯:৪৩445495
  • পিটি বাবুর পোস্ট গুলো পড়ে চোখে কেমন জল চলে আসে :(

    তা,এই রিপোর্টটা কি দেখেছেন পিটি বাবু ?
    http://www.telegraphindia.com/1060621/asp/careergraph/story_6376439.asp

    নেট , স্লেটে প:বঙ্গের কিরকম পারফরম্যান্স ?

    The National Eligibility Tests (NET) results are no better where just four to six per cent of the examinees make the grade each year.....while the pass percentage was 17.02 in 1994 and 11.5 per cent in 1997, since 2003, the results of SLET have been between four and five per cent. “In 2005, 7,213 students appeared for the exam and only 340 candidates were successful.....
    “Humanities students find it difficult to pass the general paper because of their non-familiarity with maths, data interpretation and logic


    আর, তার কিছু কারণের উল্লেখ ও আছে ওখেনেই ।
    “There is a lack of standardisation of syllabus and so, many students find it difficult to clear the NET as well as the SLET.”

    আরো কিছু কিছু কারণের উল্লেখ আছে। কয়েকটির সাথে সহমত, কয়েকটির সাথে নই, আমার নিজের এবং বন্ধুদের অভিজ্ঞতার ভিত্তিতে।
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ০৯:৫৮445497
  • "Humanities students find it difficult to pass the general paper because of their non-familiarity with maths, data interpretation and logic'

    এই পেপারটা কি GRE-টাইপ? তাহলে কিছু বলার নেই - GRE-র অ্যানালিটিক্যাল আর কোয়ান্টিটেটিভ পেপারদুটো ক্লিয়ার করতে গেলে ম্যাথস/সায়েন্স গ্র্যাজুয়েট হতে লাগে না। এই জেনারেল পেপারের লেভেলটা কি সেটা কেউ জানো?

    এই পরীক্ষাগুলোর মধ্যেও পোকা আছে। NET/SLET-এর কথা জানি না, তবে সেদিন লিখলাম যে - শিবিল সার্ভিসেস বা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস-এর পরীক্ষার স্ট্রাকচার প্রায় তিরিশ/চল্লিশ বছর আগের - অনেকে চাইলেও পরীক্ষা দিতে পারবে না কারণ তাদের সাবজেক্টগুলো নেই (যখন পরীক্ষার স্ট্রাকচার তৈরী হয়েছিলো তখন সেই সাবজেক্টগুলো জন্মায়নি)। এটা আরেকটা ইন্ডিকেটর - এই ধরণের ডিপার্টমেন্টের দায়িত্বে যেসব শিবিল সারভেন্ট রয়েছে তারা কতটা কোয়ালিফায়েড এই দায়িত্ব সামলানোর জন্যে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে মতামত দিন