এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৪০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৩:৪৫445532
  • ডিফেন্স রিসার্চের কেসটা আলাদা, কারণ সেটা ট্যাক্স পেয়ারদের পয়সাতে হয়।
    কিন্তু, এ ছাড়া, অন্য ইনোভেশনে বা r&d-তে টাকা লাগে। টাকা কে দেবে? কেনই বা দেবে?
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৩:৪৭445533
  • গাড়ির কথা কই নাই তো। কম্পু এরিয়ায় মৌলিক গবেষণা নিয়ে বলছিলুম।
  • . | 125.18.104.1 | ১২ মার্চ ২০১০ ১৩:৫১445534
  • আপনি মৌলিক গবেষণার কথা বলছেন। আমি তা বলছি না। টেকনোলজি প্রোডাকশনের কথা বলছি। ওষুধপত্রের ক্ষেত্রে যদি আমদানির জন্য অনেক বেশি দাম দিতে হয়, যা আমরা অনেক কম খরচে উৎপাদন করতে পারি, তাহলে অবশ্যই ওষুধপত্রের টেকনোলজি দেশে তৈরি করা উচিত। কিন্তু বিদেশে যা যা হচ্ছে, সেইসব কিছুই আমাদের দেশে করার যৌক্তিকতা কোথায়?

    আর, ঘাড়ে ভর তো দিতেই হবে। আমার কোনো আপত্তি নেই। যতক্ষণ টার্ম্‌স অফ ট্র্যানজ্যাকশন উইন-উইন থাকে।
  • . | 125.18.104.1 | ১২ মার্চ ২০১০ ১৩:৫৫445535
  • মৌলিক গবেষণা নিয়ে আলোচনা করে লাভ নেই, কারণ মৌলিক গবেষণা বাজারযোগ্য নয়, অতএব তার কোনো প্রাইস ট্যাগ নেই। ওটা "গবেষণার জন্য গবেষণা" হিসেবেই চালাতে হবে, এবং চালানো উচিত।

    কিন্তু, কম্পুতে প্রোডাক্ট ইনোভেশন। দেশেই করতে হবে কেন?
  • sda | 117.194.197.246 | ১২ মার্চ ২০১০ ১৪:০৮445536
  • entrance exam গুলো যে ভাবে হয় তাতে এর থেকে ভালো কিছু হবে না। steve wozniac আমাদের IIT Entrace টপ্‌কাতে পারতেন না। তাতে কি প্রমান হয় ?
    গীক বা টেকনোখ্যাপা লোকজন আমাদের দেশ এ engineering degree পায় না। আমার চেনা কিছু লোকজন JU r BESU তে গেছে কারন medical পায় নি।
    selection process না পালটালে এই জিনিস ই চলবে।
    আর ঐ যত্রতত্র গজিয়ে ওঠা engineering college এর student ra অনেকেই IIT ba JU student দের মত technically talented। এরা অনেকেই industry standard প্রজেক্ট করে without any guidence। আর বিশ্বকর্মা র জারজ সন্তান হওয়া র সুবাদে কোনো IT company তে Ctrl +C / Ctrl+V করার জব পায়।এই merit গুলো কে utilize করতে পারলে আজ হয় তো অন্য কিছু হলে ও হতে পারত।
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৪:১৬445537
  • কেডা কইলো কম্পুর মৌলিক গবেষণা বাজারযোগ্য নয়? গুগুল খায় কি কইরা? সান, ওর‌্যাকল এরা খায় কি কইরা? স্টোনব্রেকার কোন দু:খে সি-স্টোরের মৌলিক গবেষণাখান নিয়া ভার্টিকা বানাইলো?

    সিড্যাক এত কাজ করে, তার মধ্যে প্রোডাক্ট লেভেলে ভালো কাজ হয় - এরকম প্রচুর কাজ হতে পারে - যেগুলোর বাজার আছে।
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ১৪:১৮445538
  • এইটা একদম ভুল ধারণা। উচ্চমানের মৌলিক গবেষণা প্রকৃতই বাজারযোগ্য। এখন টাকা বানানোটাও knowledge-based technology-নির্ভর। এদেশে টাটা আর রেড্ডি ছাড়া এখনও কেউ ব্যাপারটা হৃদয়ঙ্গম করে উঠতে পারেনি।

    Grubbs ২০০৫ সালে নোবেল পান রসায়নে। নোবেল পাওয়ার বহু আগেই তার আবিষ্কার ইন্ডাস্ট্রিতে ব্যবহার হতে শুরু হয়ে গিয়েছিল।

    An interesting application of Grubbs' Catalyst is in the aerospace industry. A spaceship's hull is a necessarily very strong material, but over time microcracks in the structure can form. A new material, with potential application in the construction of spaceship hulls, contains Grubbs' Catalyst, as well as capsules of dicyclopentadiene, which can undergo ring opening metathesis polymerisation.
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৪:২১445539
  • বা ইউকে-তে রিসার্চ কাউন্সিলগুলো, ডিটিআই আর ইন্ডাস্ট্রীগুলোর জয়েন্ট ভেঞ্চারে যে গবেষণাগুলো হয় সেগুলো সবই মৌলিক - এবং ইন্ডাস্ট্রীগুলো পয়সা ঢালে এগুলো বাজারযোগ্য বলেই। কতদিন তো ওই কাজ করেই খেলাম।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৪:২৩445540
  • অরিজিৎ, হব হব সব হইব। টাকা লাগে তো, এই গুলান করতে। ঐ গুগল-ই করবে ব্যাঙ্গালোরে বইস্যা। মাইক্রোসফট/ওর‌্যাকল করবে হায়দ্রাবাদে। ওনাদের কত টাকা।
    আর, দ্যাশের ইঞ্জিনিয়ার-দের এত গাল পারে ক্যান লোকে। তারা তো বিশ্বমানের, বিশেষ কইর‌্যা কম্পুটার প্রযুক্তির লোকজন।
  • . | 125.18.104.1 | ১২ মার্চ ২০১০ ১৪:২৪445542
  • বাংলায় ভুল হয়েছে। মৌলিক না, তাঙ্কিÄক ও বিমূর্ত গবেষণা, যা করার সময় খাবে না মাথায় দেবে সেটা পরিষ্কার নয়।

    গুগল বা ওরাকল কি করবে সেটা তাদের ব্যবসায়িক সিদ্ধান্ত। আমাদের দেশে কোনো কোম্পানি যদি মনে করে লং টার্মে এই ব্যবসা করলে লাভ বেশি হবে তাহলে করবে। কিন্তু, সবাইকে করতেই হবে কেন? এবং, এর সাথে সরকারের বা দেশের অর্থনীতির সম্পর্ক কোথায়?
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৪:২৫445543
  • বা$@*&$-এর বিশ্বমানের। উহা একটি মিথ। আসল কথাটা হল শস্তা।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৪:২৭445545
  • কি যে কয় পিটি। টাটা-র tifr-এর সাথে তাদের নারকেল তেল ব্যব্‌সার সম্পর্ক নাই। গাড়ী ব্যবসার ও কোনো সম্বন্ধ নাই।
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৪:২৭445544
  • সেইটা কও।

    আর করতেই হবে নয় - কেউ কেউ করলে ভালোই হত। কিন্তু কেউ করে না।
  • . | 125.18.104.1 | ১২ মার্চ ২০১০ ১৪:৩০445546
  • যেটা একদমই পরিষ্কার নয়, কম্পু প্রোডাক্ট ইনোভেশন কেন অন্যান্য ব্যবসার মডেল থেকে সবসময়ই ভালো ১) কোম্পানি ২) সরকার ৩) অর্থনীতির জন্য।

    স্রেফ প্রোডাক্ট ইনোভেশন করতে গিয়ে কোনো কোম্পানি কিভাবে লাটে উঠতে গিয়েছিল, তার উদাহরণ নিয়ে বিরাট প্রবন্ধ লেখা যায়, কিন্তু আপাতত: তা লিখতে অপারগ। ;-)
  • Arpan | 216.52.215.232 | ১২ মার্চ ২০১০ ১৪:৩১445547
  • কী মুস্কিল। দুটোই চলুক না। আপত্তিটা কীসের সেইটা আজ অব্দি বুঝলাম না।

    বিশ্বমানের হওয়ার দরকার নেই। একচেটিয়া হলেই হল। না হলে যেটুকু কর্মসংস্থানও হয়েছে তার ১% কর্মসংস্থানও শুধু মৌলিক গবেষণা দিয়ে হত না।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৪:৩২445548
  • অরিজিৎ,
    না হে। শুধু শস্তা নয়।
    আজ আমেরিকা-তে আইটি ইন্ড্রাস্ট্রি-তে যদি রিক্রুট করতে চাও, মনস্টার/ডাইস..জব-ফাইন্ডার... সব অ্যাড দিয়ে দেখবে ... ৯০% রেজিউমে আসে ভারতীয় আর চাইনিজ-দের। ভারতীয়-দের বেশী। সুতরাং, তুমি যদি শস্তা নাও খোঁজো, তোমার অপশন কিন্তু ভারতীয়-দের মধ্যেই।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৪:৩৫445549
  • আর আগেই বলেছি। R&D করতে পয়সা লাগে, বাড়তি পয়সা। গুগল, মাইক্রোসফট, ওর‌্যাক্‌ল, আইবিএম-এর পয়সা আছে। তারা ধীরে ধীরে প্রোডাক্ট ডেভলপমেন্ট, R&D... ভারতে করবে এবং করতে শুরু করেছে।
  • Arpan | 216.52.215.232 | ১২ মার্চ ২০১০ ১৪:৩৬445550
  • একচেটিয়া! একচেটিয়া!!

    দেশ স্বাধীন হবার ষাট বছরের মধ্যে এই একটা ইন্ডাস্ট্রিতে একচেটিয়া অন্তত করা গেছে। মুকুট কতদিন থাকবে সেইটা অন্য ব্যপার। :-)
  • . | 122.248.163.1 | ১২ মার্চ ২০১০ ১৪:৩৭445551
  • হ্যাঁ, অজ্জিত এখন যদি বলে নিজের মনের মত কাজ খুঁজে পাচ্ছে না, তাহলে কিছু বলার নেই। কিন্তু সে তো বেশির ভাগ মানুষই পায় না। :-P

    আর জেনুইন রিসার্চ ইন্ডাস্ট্রিতে হয় না তাও নয়। দুটো কোম্পানির ভারতীয় রিসার্চ ল্যাবের কথা জানি যেখানে প্রচুর "মৌলিক গবেষণা" হচ্ছে। কোম্পানিগুলো ভারতীয় কোম্পানি নয়, কিন্তু কাজগুলো তো ভারতীয়রাই করছে।
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৪:৪৩445553
  • আমি শুরুতে যেটা বলেছিলুম সেটা হল সরকারের বকলমে ন্যাসকম এই প্রোডাক্ট বা r&d-কে এনকারেজ করে না। ন্যাসকম শুধু কনসাল্টেন্সীকেই তোল্লাই দেয় - স্টেটমেন্টগুলো দেখে তো তাই মনে হয়। সেটা আমার মতে লংটার্ম নয় - কারণ এই অপ্পনই স্বীকার করলো - যে একচেটিয়া কদ্দিন থাকবে সেটা জানা নেই। আজ যে যে কারণে একচেটিয়া (শস্তা, ইংরিজী জানা, গরুর মতন খাটতে পারে, ক্লায়েন্টকে মাথায় বসিয়ে রাখে - স্পেশ্যালি সাদা হলে) সেগুলো অন্য কেউ করতে শুরু করলেই আর একচেটিয়া থাকবে না।

    এলসিএম - সংখ্যা দিয়ে কোয়ালিটি কি করে প্রমাণ হল?
  • Arpan | 216.52.215.232 | ১২ মার্চ ২০১০ ১৪:৪৮445554
  • অপ্পন এমন কেউ হাতিঘোড়া নয় যে তার কথা কোট করতে হবে। :-)

    সে কোন ব্যবসাতেই মনোপলি কার কতদিন থাকবে কিছু বলা যায় না। বিশ্বায়নোত্তর যুগে তো আরো বলা যায় না। তবে নয় নয় করে আরো বছর দশেক তো দিব্যি কেটে যাবে।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৪:৪৯445555
  • অরিজিৎ,
    না না কোয়ালিটি-ও। যেমন ধরো, তুমি একজন দক্ষ জাভা ইঞ্জিনিয়ার খুঁজছো, বা, ধরো একজন এক্সপার্ট মোবাইল ডিভাইস প্রোগ্রামার। দক্ষ না অদক্ষ তো পরের কথা। তুমি ভারতীয় বাদ দিয়ে এইরকম স্কিল সেটের শপ চালাতে পারবে না। খুব মুশকিল।
    আমি মানছি, সব ভারতীয় ইঞ্জিনিয়ার তত দক্ষ নয়। সেটা তো ল অফ অ্যাভেরেজ। কিন্তু, অনেকেই বেশ ভালো মানের।
  • Arpan | 216.52.215.232 | ১২ মার্চ ২০১০ ১৪:৫০445556
  • আর কর্মসংস্থানের কথাটা ভুলে যেও না। 2:31-এর পোস্ট।
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ১৪:৫৪445557
  • এইজন্য বিজ্ঞানের সঙ্গে ইতিহাস পড়াটাও জরুরী। TIFR আর টাটার সম্পর্কের বহু আগে টাটা-দাদু IISc, bangalore- তৈরির জন্য অর্থব্যয় করেছিলেন। এই প্রসঙ্গে টাটার সঙ্গে বিবেকানন্দের পত্রালাপটিও পড়ে নিন। http://archives.iisc.ernet.in/iisc_history.htm
    (উ:! আবার বিজ্ঞানের আলোচনাতে একটা বাঙালীর নাম উঠে এল.....)
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৪:৫৫445558
  • কর্মসংস্থানের কথা ভুলিনি। সেইজন্যেই বলেছি কেউ কেউ একটু প্রোডাক্ট বা অন্য লাইনে গবেষণাধর্মী কাজ করলে ভালো হয়। "কেউ কেউ' কথাটা টু বি নোটেড মিলর্ড।
  • kc | 89.203.49.18 | ১২ মার্চ ২০১০ ১৪:৫৯445559
  • কিন্তু এসবের সঙ্গে তৃণমূলীদের কী সম্পক্ক?
  • Arpan | 216.52.215.232 | ১২ মার্চ ২০১০ ১৫:০০445560
  • আর কোয়ালিটি খারাপ এইটাও একটা মিথ। ভারতীয় কোম্পানিকে আউটসোর্স করার পরে প্রচুর জিরো ডিফেক্ট প্রোজেক্ট ইম্পলিমেন্ট হয়েছে এই উদাহরণ আমার নিজের কেরিয়ারে বহুবার দেখেছি। আমার নিজের প্রোজেক্ট ক্লায়েন্ট চাট্টে আমেরিকান ক¾ট্রাক্টর দিয়ে সামলাতো। বছরের আদ্ধেক দিন সিস্টেম আউটেজের ইন্ডিকেটার লাল দেখাত। কে কোন জিনিসে কবে কাজ করেছে কেউ আর্কাইভ ঘেঁটে দেখে না, কারণ টিকেট মেন্টেন করার কোন সিস্টেম নাই। কোন এস্টিমেশন নাই। লাস্ট দেড় বছরে সব পাল্টে গেছে। ক্লায়েন্ট এখন ডিডিআর আর ডিআইআর শুনে হাঁ করে তাকিয়ে থাকে না। এইরম সাক্ষেস স্টোরি কী কম! আর সবই টেকনোলজি নাকি? টেকনোলজি, ডোমেন আর প্রসেস ফ্রেমওয়ার্ক এই তিনটে জিনিস না ধরতে পারলে সব ওই হাওয়ায় খেলতে হবে।
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৫:০০445561
  • এগুলো তৃণমূল স্তরে আলোচনা;-)
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৫:০৩445562
  • আজ আর কিন্তু আইটি ইন্ডাস্ট্রি-তে ভারতেও ভূমিকা কিছু কাট-এন্ড-পেস্ট প্রোগ্রামার প্রোভাইড করা (যাকে তোমরা "কোড মজুর' বলছ) তা নয়। এখন পরিস্থিতি আলাদা।

    আমি ছোট্ট করে সিলিকন ভ্যালি-র কথা বলি। সিলিকন ভ্যালি-র প্রাণ হল - স্টার্ট আপ কোম্পানীগুলি। কম্পুটার টেকনলজি ইনোভেশনের স্বর্গরাজ্য। এখানে বিভিন্ন ছোট ছোট কোম্পানী ১০০% ইনোভেটিভ কাজ করে, নতুন প্রোডাক্ট বানায়। পৃথিবীর বিভিন্ন প্রান্তের ধনী ইনভেস্টর (অ্যাঞ্জেল ইনভেস্টর) এখানে টাকা ইনভেস্ট করে। বিভিন্ন ইউনি-র ট্যালেন্টেড কম্পু লোকজন এখানে কাজ করতে আসে। কিন্তু, ইদানীং এই ওয়ার্কফোর্স অ্যালাইনমেন্টে একটু শিফ্‌ট হয়েছে। এখন ২০ জনের কোম্পানীর, ১০ জন ব্যাঙ্গালোরে, ১০ জন এখানে। এটা কিন্তু পুরোটা জাস্ট শস্তা বলে নয়।
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ১৫:০৪445564
  • গবেষণার সময় সব কিছুই তাত্বিক এবং বিমুর্ত। যেমন কিনা লাইট বাল্ব আবিষ্কার..... ভাগ্যিস এই তাত্বিক এবং বিমুর্ত গবেষণাটি কেউ একজন করেছিলেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন