এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৪০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aka | 168.26.215.13 | ১২ মার্চ ২০১০ ১৯:১৫445598
  • ফুটকি,

    কিন্তু বিজনেস সলিউশন নলেজের দিক থেকে ''অবজারভেবল"" - প্রসেস দেখে রিপ্রোডিউসেবল। সেক্ষেত্রে কোন কোম্পানি ধরা যাক আইবিএম সলিড একখানা ফাইনান্স প্রোজেক্ট করল। কিন্তু ইউনিক খুব কিছু রইল না। কাল সিটিএস সেই প্রোজেক্টের দু একটি কি রিসোর্স ধরে সেই রকম প্রোজেক্ট নামানো খুব কষ্টের কিছু হবে না। আরও ইনোভেটিভ লোকজন কাউকে হায়ার না করেই হয়ত প্রোজেক্ট নামিয়ে দেবে। তাই কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য এমন কিছু দরকার যা কোম্পানিগুলোকে ইনোভেশনের জন্য মনোপলি দেবে- যেমন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট। বিজনেস সলিউশনের ক্ষেত্রে এই অ্যাক্টগুলো এখনো সেইভাবে ম্যাচিওর করে নি। আম্রিগার মতন দেশেও এই নিয়ে কোর্টে লড়ালড়ি চলছে। তাই শুধু বিজনেস সলিউশন দিয়ে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কতদিন ধরে রাখা যাবে সিওর নই। কোম্পানিদের খুব মাথা ব্যথা নেই। ভারত থেকে চীনে চলে যেতে খুব অসুবিধা হবে না। চেন্নাই টেকনলজি সলিউশন থেকে সেনজেন টেকনলজি সলিউশন হতে খুব বেশি সময় তাদের লাগবে না।

    বিজনেস সলিউশনের উদাহরণ হল অ্যামাজনের (আমাজন নয় :)) এর ওয়ান ক্লিক পার্চেজ। এক্ষেত্রে প্রোটেকশন যে পাচ্ছে না তা নয় কিন্তু পুরো ব্যপারটা এখনো ধোঁয়াটে। নীচের কেসটা পড়ে দেখতে পার।

    http://online.wsj.com/article/SB125777966165638699.html

    মূল বক্তব্য হল কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বজায় রাখতে হলে লো কস্ট ধরে রাখতে হবে নয়ত ইন্টেলেকচুয়াল অ্যাসেট ক্যাপিটাল করতে হবে।
  • aka | 168.26.215.13 | ১২ মার্চ ২০১০ ১৯:৩৯445599
  • দে, গাড়ি নিয়েও ইনোভেশন ভারতে হতেই পারে। যেমন টাটা ন্যনো। মূল কারণ মনে হয় দেশ থেকে দেশে চাহিদা বদলে যায়। জার্মানি অটোভানে গাড়ি চালিয়ে ন্যানো গাড়ির ইনোভেশনের কথা মাথায় আসবে কিনা বলা শক্ত। শ্যামনগরের রাস্তায় গাড়ি চালালেই ন্যানো গাড়ির কথা মাথায় আসবে। এই আমার মনে হয়। যা এক্সপোর্ট করা যায় করব বাকিটা নিজেদের ক্ষমতায় বের করে নেব।
  • Arpan | 216.52.215.232 | ১২ মার্চ ২০১০ ১৯:৪৯445600
  • অরিজিত, বাড়ি গিয়ে লিখব। আপাতত বাড়ি কাটি।
  • Du | 65.124.26.7 | ১২ মার্চ ২০১০ ২১:০৩445601
  • কিন্তু পিপুপল বের করলো সুইডেনে না সুইজারল্যান্ডে বসে? ;-)
  • aka | 168.26.215.13 | ১৩ মার্চ ২০১০ ০২:৩৪445605
  • কমরেড অপ্পন লিংটার জন্য ধইন্যযোগ। ভাল লিং। তখন পড়া হয় নি।
  • pinaki | 131.151.102.250 | ১৩ মার্চ ২০১০ ০৩:২০445606
  • সুতোটার জাত গেল গো। :(
    কেউ প্লিজ পথে আনুন। অনেক প্রায়শ্চিত্ত দরকার হবে এর পরে।
  • a x | 143.111.109.151 | ১৩ মার্চ ২০১০ ০৪:০৩445608
  • মাইরি ভাল্লাগেনা। সব স্পয়েল স্পোর্ট একেবারে। নিজেদের থ্রেড খোলোগেনা।
  • kallol | 115.184.49.82 | ১৩ মার্চ ২০১০ ০৬:৫২445609
  • বোঝাই যাচ্ছে - আসলে, বিষয়টারই জাত গিয়াছে। ২০১১, মাও, সিপিএম-তৃণমূল এসব নিয়ে আর কেউ ভাবিত নয়।
  • RS | 96.241.224.52 | ১৪ মার্চ ২০১০ ১০:১৬445610
  • দে র কথায় বার খেয়ে উইকএন্ডে বসে দু একটা Institute এর faculty list দেখেই ফেললাম। বাঙ্গালী faculty যা দেখলাম -
    IISc তে
    C N R Rao এর নিজের dept বা sscu - ১
    oragic chemistry - ২
    MCBL - ২
    MBU - ২
    TIFR/NCBS - ১
    IUCAA - ২
    NCL এর list দেখার কাজটা PT কে আউটসোর্স করে দিতে চাই। কিন্তু মনে হছে উনি কাজটা করবেন না। দে একটু কষ্ট করে দেখে নিতে পারেন।
    দে কে আরো একটা কথা বলার ছিল। স্টুডেন্ট থাকাকালীন সায়েন্স কলেজে একবার ইন্দো-US ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। আমার এবং আমার মত অনেক স্টুডেন্ট এর যে কোনো জ্ঞানবৃদ্ধি হয় নি সেটা গ্যারান্টি সহকারে বলতে পারি।

  • RS | 96.241.224.52 | ১৪ মার্চ ২০১০ ১০:১৯445611
  • *** organic chemistry
  • bitoshok | 69.180.128.132 | ১৪ মার্চ ২০১০ ১১:৪৮445612
  • হুম। আইউকা -৩। টি আই এফ আরের বাঙালি ফ্যাকাল্টি ১ নয় অবশ্যই, অনেক বেশি।
  • bitoshok | 69.180.128.132 | ১৪ মার্চ ২০১০ ১১:৫২445613
  • কিন্তু সিপিএম যে সাঁইবাড়ি নিয়ে প্রতিদিনের বিরুদ্ধে মানহানির মামলা করে নিজেরাই পিটটান দিলো, তার কোন ব্যবস্থা হবে না?
  • RS | 96.241.224.52 | ১৪ মার্চ ২০১০ ১৮:০৮445614
  • bitoshok
    আমি TIFR এর bangalore unit NCBS মানে national center for biological science এর কথা বলেছি।
  • PT | 203.110.246.230 | ১৪ মার্চ ২০১০ ১৮:২০445615
  • @ RS

    আপনার অবগতির জন্য আমার আগের পোস্টিং-এর লিস্ট পাঠালাম। ইচ্ছে হলে মিলিয়ে নিতে পারেন। ভারতের বিভিন্ন গবেষণাগারে বাঙালী বৈজ্ঞানিকের সংখ্যা নিয়ে কোন বক্তব্য আমি রাখিনি। PhD ছাত্রের সংখ্যা নিয়ে লিখেছিলাম। তক্ক করতে করতে গোলপোষ্টটাকে উঠিয়ে অন্য জায়গায় খাড়া করে দিলে চলবে?

    10 Mar 2010
    08:08 AM; 08:35 AM; 08:54 AM; 11:18 AM; 12:57 PM; 01:11 PM; 01:23 PM; 01:47 PM; 08:55 PM; 09:23 PM; 11:25 PM

    12 Mar 2010
    08:02 AM; 12 Mar 2010; 01:13 PM; 01:31 PM; 01:42 PM; 02:18 PM; 02:54 PM; 03:04 PM; 03:11 PM


  • a x | 99.165.171.34 | ১৪ মার্চ ২০১০ ২১:৪৯445616
  • কি সাংঘাতিক! :-|

    যাইহোক, নিজের এবং কাছাকাছি লোকজনের খবরের সূত্রে আমার ধারণা ভারতের প্রিমিয়ার ইনস্টিটিউটে চোখে পড়ার মত বাঙ্গালীর আধিক্য। কিন্তু এর সাথে প:ব:তে উচ্চশিক্ষার মানের সম্পর্ক নেই। এটা কালচারাল। বাঙ্গালী বেড়াতেও ভালোবাসে। নায়াগ্রা থেকে দার্জিলিং, দিলওয়াড়া থেকে মিলান, কেরালা ব্যাক ওয়াটার্স থেকে আঙ্কোরভটের মন্দির সর্বত্র প্রচুর পরিমানে বাঙ্গালী দেখা যায়। এর মানে এই নয় যে প:ব:র পর্যটন শিল্প ভয়ংকর রকম ভালো কোনো জায়গায়। এটাও কালচারাল।
  • bb | 117.195.176.170 | ১৪ মার্চ ২০১০ ২২:৫৬445617
  • ax এর সঙ্গে একমত হয়ে বলি যে শুধু উচ্চশিক্ষায় (গবেষনামূলক) বেশী বাঙ্গালী থাকার জন্যই এটা প্রমাণ হয় না পশ্চিমবঙ্গে পড়াশুনার হাল খুব উন্নত।
    আবার এটাও একটু অবাক লাগছে উচ্চশিক্ষায় বেশী বাঙ্গালী ছাত্র আছে এটা স্বীকার করতে কিছু লোকের এত অনীহা কেন??
  • nyara | 122.167.249.187 | ১৪ মার্চ ২০১০ ২৩:০১445619
  • উচ্চশিক্ষায় বেশি বাঙালী আছে কি নেই সেটা তো ওপিনিয়নের ব্যাপার নয়, হার্ড ফ্যাক্ট। CNR Rao আর অ্যানেকডোটের ওপর ভরসা না করে স্ট্যাটস দিলেই হয়। তখন আমরা বৃহত্তর আলোচনায় যেতে পারি যে পশ্চিমবঙ্গে ইনডাস্ট্রির এই হাল বলে লোকে ঠিকঠাক চাকরিবাকরি না পেয়ে উচ্চশিক্ষায় যাচ্ছে। আলোচনা ওখানে না নিয়ে যেতে পারলে এই থ্রেডে হাজার পুরতে অনেক সময় লাগবে।
  • RS | 96.241.224.52 | ১৪ মার্চ ২০১০ ২৩:৩০445620
  • আমি যেটা বলতে চাইছি nyara পরিষ্কার করে লিখে দিয়েছেন। উচ্চশিক্ষায় অনেক বাঙ্গালী ছাত্র দেখা যায় - তার কারণ কি এটা নিয়েই হল তক্কো। ফলাফল নিয়ে আমার দ্বিমত নেই। তবে কারণ নিয়ে আছে। এযাবৎ PT র পোস্ট পড়ে মনে হয়েছে উনি বলতে চান কারণ হল বাঙ্গালী বিজ্ঞানমনষ্ক এবং পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থা উচ্চশিক্ষার অনুকূল। আর আমি মনে করি কারণ হল পশ্চিমবঙ্গে চাকরির সুযোগের অভাব, কারিগরি শিক্ষার অভাব ইত্যদি। ধারণাটা আরো পোক্ত হয় যখন দেখি PhD student বেশি হলেও faculty বা independent researcher এর সংখ্যা অন্যপ্রদেশের লোকেদের সঙ্গে তুলনীয়। অর্থাৎ PhD করছে মানেই বাঙ্গালী বিজ্ঞানচর্চায় জীবন উৎসর্গ করছে এমন নয়। আর এটাও মনে করি চাকরির সুযোগ বাড়লে উচ্চশিক্ষায় বাঙ্গালী PhD student এর সংখ্যা অনেক কমে আসবে।
  • Sibu | 173.128.98.61 | ১৪ মার্চ ২০১০ ২৩:৫১445621
  • RS-এর সাথে একদম একমত। গুরুতে উচ্চশিক্ষিত বাঙালীদের স্যাম্পলের ভিত্তিতে RS-এর মতের যাথার্থ্য যাচাই করা যেতে পারে। অন্য কেউ স্ট্যাটিসটিক্যাল অ্যানালিসিস করুক, আমি ফুট কাটার বেলায় থাকব।
  • PT | 203.110.246.230 | ১৪ মার্চ ২০১০ ২৩:৫৫445622
  • যারা NET পরীক্ষা অর্গ্যানাইজ করে তারা যদি state-wise সংখ্যা-তত্ব দেয় তবেই ""স্ট্যাটস"" পাওয়া যাবে। না হলে এই পেশায় যুক্ত লোকেদের সঙ্গে কথা বলে জানতে হবে। কেউ আবার ""পুর্ব নির্ধারিত সিদ্ধান্ত"" নিয়ে তক্ক শুরু করলে আলোচনা চালানো সংকট-জনক হয়ে পড়ে।

    এই বিষয় গুলো নিয়েও যেমন দীর্ঘ তক্ক চালানো যায়:

    ১। পুণাতে মারাঠী PhD ছাত্রের সংখ্যা খুব কম।
    ২। মাড়োয়ারী PhD ছাত্র একটি অত্যাশ্চর্য স্পেসিমেন।
    ৩। সাধারণ ভাবে উত্তর-ভারতীয় PhD ছাত্রের সংখ্যা দক্ষিণের ছাত্রের থেকে কম।
    ৪। প:বঙ্গে শহর কলকাতার থেকে গ্রাম বা জেলার থেকে PhD করতে আসা ছাত্রের সংখ্যা তুলনামুলক ভাবে বেশী।

    কিন্তু এসব তো অন্দর কা বাত--একি আর অঙ্ক কষে জানা যায়?
  • rimi | 24.42.203.194 | ১৪ মার্চ ২০১০ ২৩:৫৮445624
  • অন্দর কা বাত মানে??? তপস্যালব্ধ জ্ঞান নাকি?? :o
  • Samik | 122.162.75.37 | ১৪ মার্চ ২০১০ ২৩:৫৮445623
  • অ্যা:, বাত-টা স্ত্রীলিঙ্গ। ওটা অন্দর কী বাত হবে :-)
  • PT | 203.110.246.230 | ১৪ মার্চ ২০১০ ২৩:৫৯445625
  • ধন্যবাদ!
  • PT | 203.110.246.230 | ১৫ মার্চ ২০১০ ০০:০৩445626
  • তপস্যালব্ধ জ্ঞান নয়। দেশে থেকে এই পেশার সঙ্গে যুক্ত থাকলেই জানা যাবে।

    আমি একটা ""স্ট্যাটস"" জানতে ইচ্ছুক। এই বিষয়ে যাঁরা গত দু-তিন দিন আলোচনা করেছেন তাঁদের মধ্যে কতজন প:বঙ্গে থাকেন?
  • nyara | 122.167.249.187 | ১৫ মার্চ ২০১০ ০০:০৫445627
  • "সব zআনতি পাবে Rao-এর কাসে ..."

    লোকে সব "পূর্বনির্দ্ধারিত সিদ্ধান্ত' নিয়ে তক্ক করে এক-দুই-তিন-চার-বাবুর সময় বরবাদ করছে। যত্ত সব! উনি কিরকম কোনরকম স্ট্যাটস ছাড়াই 'উত্তর-নির্দ্ধারিত সিদ্ধান্ত' করেছেন যে বাঙালি জ্ঞানতপস্বী!
  • PT | 203.110.246.230 | ১৫ মার্চ ২০১০ ০০:১০445628
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম! অনেকদিন প: বঙ্গ ছেড়ে ব্যঙ্গালুরুতে আছেন বোঝা যাচ্ছে।
  • aka | 24.42.203.194 | ১৫ মার্চ ২০১০ ০০:১৩445631
  • আইআইটিতে না থাকলে আর প:ব: সম্বন্ধে জানা যায়? কে কবে জেনেছে? প:ব: ও তার উচ্চশিক্ষা সম্বন্ধে জানতে খড়গপুর চলুন। ঐ দেখা যায় ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন