এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৩৯২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১০:০৩445498
  • আরেকটা কথা হল ফাঁকি মেরে পাশ করে যাওয়ার ইচ্ছেটা ক্রমবর্ধমান। আমি জীবনে শুনিনি বাপমায়েরা গিয়ে পরীক্ষা সেন্টারে হামলা করছে টুকতে দেওয়া হয়নি বলে। তো এদের মধ্যেই তো কেউ কেউ আল্টিমেটলি স্লেট দেবে...

    ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলে কলেজ গ্রান্টি চাকরি পাইয়ে দেবে এমনও তো কোথাও লেখা ছিলো না। এখন শুনছি কলেজগুলো এই কথাটা ফর্মে অফিশিয়ালি লিখে দেবে...
  • rokeyaa | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ১০:১২445499
  • ভর্তি করার সময় পিয়িসি গুলো এই লোভ দেখায় তো!
  • Blank | 170.153.65.102 | ১২ মার্চ ২০১০ ১১:৪৫445500
  • আমাদের সময়ে অন্তত বিভিন্ন সরকারী পরীক্ষাতে কম্পু সায়েন্সের নামে যে পেপার আসতো তার ৫০% এর বেশী থাকতো ইলেকট্রনিক্স বেসড জিনিস। তার সাথে সামান্য ডেটা স্ট্রাকচার, অল্প নেটওয়ার্কিং, অল্প OS
    আমি তো ইলেকট্রনিক্স আর সবুজ ডিজিটাল বই থেকে কিস্যু পারতুম না।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১১:৪৮445501
  • তাইলে, কি খাড়াইলো।

    প্র: মেরিটোরিয়াস স্টুডেন্টরা উচ্চশিক্ষার কোন শাখাতে "বেশী' যায়?
    উ: ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি

    প্র: "মেরিট' মাপে কি কইর‌্যা?
    উ: কোনো যন্ত্র নাই। তবে, স্টেট বোর্ড-এর বিভিন্ন পরীক্ষা (সেকেন্ডারী, হায়ার সেকেন্ডারী), কেন্দ্রীয় বোর্ডের পরীক্ষা (সিবিএসই), বিভিন্ন এ¾ট্রান্স পরীক্ষার ফলাফল - ইত্যাদিকে একটি মাপকাঠি ধরা হয়।

    প্র: তাইলে, ইঞ্জিনিয়ারিং-এর ছাত্ররা গবেষণায় ভাল (জগদীশ বসু-সুলভ!) কাজ করেন না ক্যান?
    উ: তারা খুব একটা গবেষণায় যান না তাই। চারটি বছর ইঞ্জিনিয়ারিং কলেজের পর, আরো পাঁচ-দশ বছর প্রচুর পড়াশোনায় মনোনিবেশের বদলে ওনারা চাকুরি-তে মনপ্রান দেন । ব্যতিক্রম আছে, এবং তারা অনেকে ভাল কাজই করেন।

    প্র: মেধাবী ছাত্রছাত্রী-রা নন-ইঞ্জিনিয়ারিং বিষয় পড়তে আসেন না - ইহা কি একটি অধুনাকালের প্রবনতা?
    উ: না। আগেও তাই তো ছিল। তবে আগে অন্তত আশির দশক পর্যন্ত, কিছু (সংখ্যালঘু) স্টুডেন্ট আইআইটি/শিবপুর/যাদবপুর ছাইড়া প্রেসিডেন্সি/জেভিয়ার্স/নরেন্দ্রপুরে কলেজে পড়তে আসত। তবে এই সংখ্যা চিরকালই কম ছিল।

    প্র: এ সবের সাথে সিপিএম বা কংগ্রেসে-এর কোনো সম্পর্ক কি?
    উ: কোনো সম্পর্ক নাই, কোনো কালেই ছিল না।

    প্র: এই প্রবনতা কি সমাজের পক্ষে ক্ষতিকারক?
    উ: অবশ্যই নহে। সকলেই ডক্টরেট করিলে, চাকুরি কে করিবে? ইহার সাথে মেধা বা পাটেকর - কাহারো সম্পর্ক নাই।
  • dipu | 61.12.12.83 | ১২ মার্চ ২০১০ ১১:৫১445502
  • Morris Mano? ভালনা।
  • Blank | 170.153.65.102 | ১২ মার্চ ২০১০ ১১:৫৯445503
  • অত্যন্ত অসহ্য এবং বাজে। কম্পু সায়েন্সের পরীক্ষায় কম্পুটেশানের নাম গন্ধ নাই, খালি ডিজিটাল ইলেকট্রনিক্স মাড়ানো ...x-(
  • dipu | 61.12.12.83 | ১২ মার্চ ২০১০ ১২:১৬445504
  • ডেটাস্ট্রাকচার, নেটওয়ার্কিং ইত্যাদিও অত্যন্ত বদ। একবার কুসঙ্গে পড়ে শেখার চেষ্টা করেছিলুম। টেনেনবম না কিযেন একটা বই থেকে। সব হিব্রু।
  • dipu | 61.12.12.83 | ১২ মার্চ ২০১০ ১২:১৮445505
  • তবে এসবের জন্য মনে হয় সি শিখতে হয়। সেটাই শিখতে পারেনি।
  • dipu | 61.12.12.83 | ১২ মার্চ ২০১০ ১২:১৯445506
  • *রি
  • de | 59.163.30.2 | ১২ মার্চ ২০১০ ১২:২৪445509
  • আমার এর আগের পোস্টটা উড়ে গেলো -- আর ডিটেলে পোস্ট করতে ইচ্ছা করছে না।

    আকার প্রত্যেকটা পয়েন্টে সহমত। ইনফ্রাস্ট্রাকচারে গলতি তো রয়েইছে, সেটা শুধু প:ব: র নয়, সারা ভারতের শিক্ষাব্যবস্থার ইনফ্রাস্ট্রাকচারে! তাই অনেক চেষ্টা, অনেক কাজ শুরুও হচ্ছে। তবে শুরুর দিকে এসব সুবিধা শুধু শহরেই সীমাবদ্ধ, যেমন, ফিজিক্সে আমি জানি -- গত কয়েক বছর ধরে insT. থেকে প্রফরা নিয়মিত C.U and J.U তে পড়াতে যাচ্ছেন -- আমাদের সময়েও আসতেন তবে সংখ্যায় অল্প। ডাইরেক্ট রিসার্চ ফিল্ডে জড়িত এমন মানুষদের সাহচর্য্যে ছাত্রদের উন্নতিই হওয়া উচিৎ। এছাড়াও insT. Lab Visit তো আছেই। এগুলোর ফ্রিকোয়েন্সি আরো বাড়াতে হবে -- আরো বেশী ইন্টার্ন্যাশন্যালি কানেক্টেড থাকতে হবে --এটার জন্য কিন্তু বেশ কিছু লোক ভাবনাচিন্তা করে চলেছেন প্রতিনিয়ত। তাই এক্কেবারে কিচ্ছু হচ্ছে না বললে -- কোথাও যেন সেই চেষ্টাটাকে সম্মান করা হয় না!

    শেষ একটা কথা কই -- এটার সঙ্গে অবশ্য আগের কথার কোন যোগ নাই --স্কারবরো ইনিশিয়ালি বেসিক ফান্ডার জন্য লোকে পড়বেই, তবে কাজ শুরু করে দেখেছি নিউমেরিক্যাল রেসিপি বেশী কাজে লেগেছে। তবে ফান্ডা না গেন করে ডাইরেক্ট ম্যাটল্যাবে জাম্প করলে একটু ব্যথা আছে --
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১২:২৪445508
  • গ্লোবসিনে নেটওয়ার্কিং ক্লাসটা শুরু করার আগে সিলেবাসটা চেয়েছিলুম। সেই সিলেবাসের সাথে যাদবপুরের ইউজি আর পিজি দুটো সিলেবাসই মিলিয়ে দেখলুম। সেই আমরা যা পড়েছি ১৯৯৪ সালে, বা আমার দিদি পড়েছে ১৯৮৬ সালে, একদম সেই এক জিনিস - কোথাও কোনো বদল নেই। অথচ, এর মধ্যে অনেক কিছু বদলে গেছে। আর মজা হল এই কোর্সে যারা আছে তারা সকলে আইটি বা কম্প সায়েন্স ব্যাকগ্রাউন্ডের - সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের কোর্সে সেই একই জিনিস ডুপ্লিকেট করার মানেটা কি সেটা আমার বোধগম্য হয়নি।

    আমি একটু অন্যরকমভাবে চালাই - কোর্সের ছেলেমেয়েগুলোকে সিলেবাসের মধ্যের টপিক দিয়ে দি সেমিনারের জন্যে। আমি গ্রিড/ক্লাউড/নেটওয়ার্ক প্রোগ্রামিং ইত্যাদি নিয়ে বকি। ওরাও দেখলাম এইটাকে বেশ পছন্দই করছে।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১২:৫৮445510
  • অরিজিৎ, অলরেডি না শুরু করে থাকলে, ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রোটোকল গুলো নিয়ে আলোচনা করতে পারো, নিত্য নতুন সব জিনিসপত্র আসছে, 3G, 3GPP, 4G... ইত্যাদি... সবাই উৎসাহ পাবে।
    অনেকে অবশ্য গাঁতিয়ে অংক কষান, সি-আর-সি অ্যালগো... এসেট্রা।
  • nyara | 216.145.54.158 | ১২ মার্চ ২০১০ ১৩:০৫445511
  • 3GPP ঠিক প্রোটোকল নয়, in strict technical sense, একটা স্পেসিফিকেশন। খুব মোটকা, আর বেশ প্যাঁচালো। ও পড়িয়ে কোন লাভ আছে বলে মনে হয়না।
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৩:০৬445512
  • আর দুটো মোটে কেলাস আছে - তাপ্পরেই সেমেস্টার। মোটে আটটা কেলাস দিয়েছিলো - কোনো মানে হয়? অবিশ্যি বলেছে এর পরের বার সিলেবাসটা নিয়ে বসবে।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৩:০৯445513
  • হ্যাঁ, ঠিক্ক, স্পেক।
    না আসলে অনেকেই ঐ - স্টেট অফ দ্য আর্ট... লেটেস্ট জিনিসপত্র শিখতে/জানতে চায়.... সে যতই গোবদা আর অকেজো হোক।
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ১৩:১৩445514
  • মেরিটোরিয়াস ইঞ্জিনিয়ার সকলেই চাকুরি করিলে নুতন নুতন টেকনোলজির উদ্ভাবন করিবে কে? সাহেবদের উচ্ছিষ্ট টেকনোলোজি লইয়াই যদি আমাদের বাঁচিয়া থাকিতে হয় তাহা হইলে কোটি কোটি সরকারী টাকা খরচা করিয়া এই সকল ইঞ্জিনিয়ার উৎপাদনের প্রয়োজন কি?
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৩:২১445516
  • এইটাতে আমি পিটি-র সাথে একমত। সরকরি পয়সায় ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট তৈরী বন্ধ করা উচিত। ফি বাড়িয়ে, ব্যাংক থেকে কম সুদে স্টুডেন্ট লোন-এর ব্যবস্থা করে দেওয়া উচিত। ইন ফ্যাক্ট, আইআইটি গুলো বোধ হয় করেছে।

    তবে, পিটি স্যর, আপনে সাহেবদের টেকনলজি-কে বাদ দিয়ে যাবেন কোথায়? উপায় নাই।
  • . | 125.18.104.1 | ১২ মার্চ ২০১০ ১৩:২১445515
  • এই সংক্ষিপ্ত নামটি কিন্তু সার্থক।
    সাবধান, ওয়ান টু থ্রি ফোর, ফাইভ সিক্স সেভেন এইট, আরাম..ওয়ান্স মোর, ওয়ান টু থ্রি ফোর, ফাইভ সিক্স সেভেন এইট, আরাম...ওয়ান্স.... ;-))
  • nyara | 216.145.54.158 | ১২ মার্চ ২০১০ ১৩:২২445517
  • গেল কুড়ি তিরিশ বছরের মধ্যে সাধারণ মানুষের ব্যবহারযোগ্য কখানি টেকনোলজি জ্ঞানপীঠ রিসার্চ ল্যাব হইতে বেরিয়েছে আর কটি ইন্ডাস্ট্রি থেকে বেরিয়েছে?

    পিটিবাবু, ডেমোগ্রাফিক স্টাডি পাওয়া যাবে?
  • Blank | 170.153.65.102 | ১২ মার্চ ২০১০ ১৩:২৪445521
  • যাদবপুরে PG করতে গিয়ে মনে বুঝলাম UG আর PG র মধ্যে কিস্যু পার্থক্য নেই। একটা ফোঁটা নতুন কিছু শিখিনি প্রথম ৬ মাসে। একে পড়াশুনো নিয়ে কোনোদিনই আমার গদগদ ভাব নেই।
    তারপর আমি চুড়ান্ত বিরক্ত হয়ে গেছিলাম। তাই চাকরী পেতেই ছেরে দিয়েছিলাম। ঐ ৬ মাস আমার যাদবপুরের কেলাশ লাইফ।
    তবে PG করলে পরে অনেক সুবিধে হয়। তখন সেসবে জ্ঞান দেওয়ার মতন কেউ ছিলো না :(
  • Rajdeep | 202.79.203.59 | ১২ মার্চ ২০১০ ১৩:২৪445520
  • ৫০০ !!! হাততালি
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৩:২৭445522
  • অন্য স্ট্রীমের কথা বলিতে পারি না, তবে সরকারে বকলমে ন্যাসকমের ঠেলা যতদিন আউটসোর্সিং এবং কনসালটেন্সীর পশ্চাতে থাকিবে ততদিন ইনোভেশনের আশা বৃথা।
  • . | 125.18.104.1 | ১২ মার্চ ২০১০ ১৩:৩০445523
  • একটা প্রশ্ন: দেশে যদি কোনো নতুন টেকনোলজি তৈরি করতে x টাকা লাগে এবং একই টেকনোলজি বিদেশ থেকে আমদানি করতে y টাকা লাগে যেখানে y<x, দেশে নতুন টেকনোলজি তৈরি করার যৌক্তিকতা কোথায়?
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ১৩:৩১445524
  • ১৯৯০ পর্যন্ত ব্যাপারটা একরকম ছিল। ১৯৯১-এ মুক্তবাজার আর ভুবনগ্রামের ধারনা চালু হওয়ার পর থেকে গপ্প বদলে গিয়েছে। সেটা লিখে লিখে আলোচনা করা খুব মুশকিল। তবে ""অরিজিনাল"" আবিষ্কার বলতে যা বোঝায় সেসব কিছু হয়নি।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৩:৩২445526
  • অরিজিৎ, না না। আই টি আউটসোর্সিং কনসাল্টেন্সি এবং বিপিও - এগুলো ভারতে আইটি ফিল্ডে ইনোভেশনের প্রতিবন্ধকতা নয়।
  • Blank | 170.153.65.102 | ১২ মার্চ ২০১০ ১৩:৩২445525
  • ঐ করেই তো চরকা আন্দোলন জলে গেলো
  • Arijit | 121.242.15.238 | ১২ মার্চ ২০১০ ১৩:৩৩445527
  • ফুটকি ইকনমিস্ট হয়ে এম্নি কোশ্চেন করলো? ইনিশিয়াল কস্ট বেশি হলেও বাজার তৈরী হবে না?
  • . | 125.18.104.1 | ১২ মার্চ ২০১০ ১৩:৩৯445528
  • কি বাজার? আমি মৌলিক তাঙ্কিÄক গবেষণার কথা বলছি না। তার অন্যান্য উপাদান রয়েছে। বাণিজ্যিকভাবে ব্যবহৃত টেকনোলজির কথা বলছি। আমার যদি গাড়ি বানাতে খরচা কম হয়, এবং দক্ষতা বেশি থাকে, কিংবা গাড়ি না বানানোর জন্য আমার দেশের স্ট্রাকচারাল অসুবিধে হয় (যেটা কৃষিজাত দ্রব্য রপ্তানি এবং শিল্পজাত দ্রব্য আমদানির ক্ষেত্রে হয়ে থাকে), তাহলেই আমি গাড়ি বানাবার কথা ভাবব। কিন্তু জাপান ভালো গাড়ি বানায় বলেই আমাকেও ভালো গাড়ি বানাতে হবে কেন? "জাতীয় গৌরব" টাইপের ভেগোলজি বাদ দিলে।
  • lcm | 69.236.164.146 | ১২ মার্চ ২০১০ ১৩:৪০445529
  • দেখো পিটি, অরিজিন্যাল আবিষ্কার, তার আগেও হয় নি। ১৬০০-২০০০ এই চারশো বছরে আবিষ্কার যা হবার তা ইউরোপ এবং পরে আমেরিকা (এক্সটেন্ডেড ইউরোপ) তে হয়েছে।

    আর, ইন্ডাস্ট্রি থেকে প্রচুর ইনোভেশন হয়। এই যেমন ২০০৯ এ ফিজিক্স-এ নোবেল পেয়েছেন যে দুজন - AT&T, USA আর Standard Telecom, UK
  • PT | 203.110.246.230 | ১২ মার্চ ২০১০ ১৩:৪২445531
  • @ .
    এখন সমরাস্ত্রও knowledge-based technology দিয়ে তৈরি হয়। তাই Physics আর Chemistry-তে দেশে উচ্চমানের গবেষণা না হলে পুতিন আর ওবামার ঘাড়ে ভড় দিয়ে যুদ্ধ করতে হবে। Biological-অস্ত্রের কথা তো ছেড়েই দিলাম। আসলে যে দেশে উচ্চমানের বিজ্ঞানচর্চা হয়না সেদেশে নতুন টেকনোলজির উদ্ভাবনের সম্ভাবনাও কম। আর ওষুধপত্র সংক্রান্ত ব্যাপারে y টাকা দিয়ে যে দেশ থেকে টেকনোলজি আনবেন তারা আমাদের টিকি ধরে রাখবে patent-এর খুড়োর কল দিয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন