এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৩৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • stoic | 160.103.2.224 | ১০ মার্চ ২০১০ ১৪:৫৯445432
  • বা: এই টপিক টা কোয়াইট ক্লোজ টু মাই হার্ট। :-)
    যাকগে, প্রচুর পিছিয়ে পড়েছি, অ্যাজ ইউজুয়াল, তাই অনেক মনের কথাই অনেকে বলে দিয়েছেন।
    তবে একখান লিং দিয়ে যাই। লেখাটা পুরনো, তাই কিছু মাইনে পত্তরের ফিগার্স মিলবে না, তবে আজকের দিনেও লেখাটা আমার বেশ রেলেভ্যান্ট বলে মনে হয়। :-)
    http://wuphys.wustl.edu/~katz/scientist.html

    (ডি: আম্রিগার অ্যাকাডেমিয়ার ওপর লেখা। তবে দেশেও বোধহয় কিছু প্যারালাল ড্র করা যায়।)
  • pi | 208.54.90.23 | ১০ মার্চ ২০১০ ১৫:০৪445433
  • যাহোক, এই টইটার একটা সদ্‌গতি হয়েছে। :)

    ৩ নং ও বোধহয় এরম কিছুতে গিয়ে ঠেকেছিলো ।
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১৫:০৬445434
  • কিন্তু টইয়ের নামে যাঁদের কথা আছে তাঁরা নিজেদের বঞ্চিত মনে করবেন না?

    ;-)
  • de | 59.163.30.5 | ১০ মার্চ ২০১০ ১৫:০৮445435
  • আমি পিএইচডি করা কালীন কিছু জমাতে পারিনি -- প্রেম কত্তেই খচ্চা হয়ে যেতো :)), মানে বরকে ধার দিয়ে দিয়ে !
  • Arijit | 61.95.144.122 | ১০ মার্চ ২০১০ ১৫:১৩445436
  • ছয় বছর বিলেতে আমার জমানো নেগেটিভ। ওই অ্যাকাডেমিকসেই।
  • stoic | 160.103.2.224 | ১০ মার্চ ২০১০ ১৫:১৭445438
  • টাকা যাদের জমার তাদের জমে, আর যাদের জমার নয়, হাজার চেষ্টাতেও জমে না। এই হল আমার অবজার্ভেশান। আমার যেমন পিএইচডি কেন, পোস্ট ডক করার সময়ও কোনো টাকা জমে নি, ভালো মাইনে হওয়া সঙ্কেÄও।
    তাই এখন আর চেষ্টাও করি না। :-))
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৫:১৭445437
  • স্টৈক, এখন শুধু ঐ ফিজিক্স আর বায়োলজির টাকাটা উল্টে যাবে, মনে লয় :-)
  • de | 59.163.30.5 | ১০ মার্চ ২০১০ ১৫:২১445440
  • ইয়ে মানে সেটা আমার জন্যেও সত্যি, আমার কিছুতেই কিছু জমে না :)
  • stoic | 160.103.2.224 | ১০ মার্চ ২০১০ ১৫:২১445439
  • অক্ষ, এখন তো আপনাগো দ্যাশে পোস্ট-ডকে বেশ ভালো মাইনে দিচ্ছে বলে খবর পাই। আমার এক বন্ধু নেভাদায় 40k পাচ্ছিল, এখন ওরেগন যাবে বলছে, সেখানে 45K মত দেবে। এনভায়রনমেন্টাল সায়েন্সে।
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৫:২৪445442
  • হ্যাঁ ওটা স্ট্যান্ডার্ড - NIH গাইডলাইন অনুযায়ী। তবে ভালো আর কোথায়?
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৫:২৫445443
  • এদেশে হেল্‌থ ইন্সুরেন্সে ভালো টাকা যায়। আমার একার হলে আমাকে কিছু দিতে হত না নিজেকে। কিন্তু ডিপেন্ডেন্ট থাকলেই একগাদা। তারপর ডেন্টাল আর ভিশন নিলে তো কথাই নেই!
  • stoic | 160.103.2.224 | ১০ মার্চ ২০১০ ১৫:২৮445444
  • ভালো ইন দ্য সেন্স, সেই আমরা যখন পিএইচডি করছিলাম, সেই সময়ের তুলনায়। ;-)
    তবে চাকরি-বাকরিতে 90-100k র সঙ্গে কম্পেয়ার করলে ডেফিনিটলি ভালো নয়।
  • Blank | 170.153.65.102 | ১০ মার্চ ২০১০ ১৫:২৯445445
  • এগুলো কি মাসে !!!
  • a x | 99.165.171.34 | ১০ মার্চ ২০১০ ১৫:৩০445447
  • ব্ল্যাংক :-))
  • Blank | 170.153.65.102 | ১০ মার্চ ২০১০ ১৫:৩০445446
  • ওহ না
  • Blank | 170.153.65.102 | ১০ মার্চ ২০১০ ১৫:৩৩445448
  • এতক্ষন মাসের হিসেব চলছিলো তো। সেখান থেকে হঠাৎ ৪০K USD দেখে ঘাবড়ে ঘ হয়ে গেছিলুম
  • Arpan | 216.52.215.232 | ১০ মার্চ ২০১০ ১৭:৩৩445449
  • এ:। মাত্র ৪০-৪৫ k? বেশ কম তো!
  • aka | 24.42.203.194 | ১০ মার্চ ২০১০ ১৯:০৭445450
  • ১। আমার বউ যখন পিএইচডি করেছে তখন আমি সাবসিডি দিয়েছি ভারতীয় টাকা থেকে ডলারে কনভার্ট করে। তখন আমার মাইনে আজকের পিএইচডি স্কলারদের থেকে এট্টু বেশি ছিল। :(((

    ২। জ্ঞান তাপস কিছু লোকজন আমি দেখেছি। তারা কেউ কেউ অংকে পিএইচডি করেছে। সারাদিন কালোবোর্ডে চক দিয়ে বিভিন্ন আঁকিবুকি কাটে। কিছু বোঝা যায় না। ভয়ংকর শক্ত। আবার বেশি টাকার মাইনে ছেড়ে অ্যাকাডেমিয়ায় থাকবে বলে পিএইচডি করেছে এমন লোকজনও দেখেছি। তাদের ট্রেড অফ টা অন্য ছিল। সুখের জীবন ইত্যাদি ইত্যাদি।

    ৩। বাড়ির জন্য পিএইচডি করে নি এমন ছেলেও দেখেছি।

    ৪। আবার কিছুই না পেয়ে পিএইচডি করতে ঢুকে গেছে এও দেখেছি।

    দুটি প্রশ্ন, এই যে এত শত বাঙালী দে বা পিটি বর্ণিত বিভিন্ন ইনস্টিটিউটে পিএইচডি করছে সেই নিয়ে।

    ১। এই পিএইচডি কারিকুলামের এϾট্র ক্রাইটেরিয়া কি?

    ২। এরা পিএইচডি করে কি কাজ করে?
  • RS | 96.241.224.52 | ১০ মার্চ ২০১০ ২০:৫৪445453
  • ওরে বাবা! কাল রাতের পর হাজার হাজার পোস্ট। অনেক রকম মতামত শুনলাম- তবে আমি শুধু PT আর de এর আবেগতাড়িত পোস্ট এর জবাবে কয়েকটি কথা বলতে চাই।
    PT কে জানাই যে আমি US এর একটি ইউনিভার্সিটি থেকে সর্বোচ্চ ডিগ্রীপ্রাপ্ত এবং বর্তমানে রিসার্চ এর কাজ করে থাকি। এখানে আসার আগে দেশে কয়েকটি প্রতিষ্ঠানে সময় কাটিয়েছি। ইন ফ্যাক্ট কাঁকুড়গাছির বোস ইনস্টিটুটের রিসার্চ আমাকে GRE দেবার অনুপ্রেরনা দিয়েছিল।
    দে যে inst. গুলোর নাম করেছেন তার মধ্যে IICS, Bose inst. ইত্যাদি হল আঞ্চলিক প্রতিষ্ঠান, DST থেকে গ্রান্ট পেলেও। খুঁজলে অন্য রাজ্যেও এই রকম inst. পাওয়া যাবে যেখানে স্থানীয় লোকেদের ভীড় বেশি। কিন্তু IISc, TIFR, IIT ইত্যদির ফ্যকাল্টি তালিকা দেখে কখনই প্রমাণ করা যাবে না যে বাঙ্গালী তার কাঁধে ভারতের বিজ্ঞানচর্চার গুরুভার বহন করছে। আমি bangalore NCBS কিছুদিন কাটিয়েছিলাম আর তখন IISC তেও যাতয়াত করেছি। আমি তো দেখেছি চোখে পড়ার মত তামিল লোকজন আছেন। তাহলে কি আমি বলব IISc র রিসার্চ তামিল দের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছে ? আজ থেকে বছর দশেক আগে NCBS এ বাঙ্গালী ফ্যাকাল্টির সংখ্যা ছিল দুই।
    আর আমার আর একটা observation হল আর বছর দশেক পর রিসার্চ করবে এরকম বাঙ্গালীর সংখ্যা আরো কমবে এবং তার কারণ হল পশ্চিমবঙ্গের প্রাইভেট ইঞ্জিনিয়রিং কলেজ। আমার পরিবারেই অনেকে আছে যারা জয়েন্টে ৫০০০ ইত্যদি র‌্যাঙ্ক করে লিলুয়া, গড়িয়া ইত্যাদি কলেজে IT পড়ছে। বছর দশেক আগে হলে তারাই জেনেরাল সায়েন্স পড়ত এবং কেউ কেউ রিসার্চ করত। আর এই ট্রেন্ড টা শুধু আমাদের পরিবারের নয়।
    এই বিষয়ে আমি অর কিছু লিখব না। এর পরে PT র জবাব পড়ে একটু মুচকি হাসি !
  • SC | 128.2.55.50 | ১০ মার্চ ২০১০ ২০:৫৪445451
  • এই থ্রেডটারে দিলো রে।
    পি এইচ ডি, টাকাপয়সা এসব ঝামেলা থেকে বাঁচতেই তো ইদিকপানে এট্টু সিপিএম-টিমসি কত্তে আসা। ওমা, এখানেও সেই :(

    তবে বাঙ্গালী পি এইচ ডি, পোস্ট ডক দেখতে দেখতে হেজে গেলাম। এক এক জনার এক এক রকম সব গপ্প। পরে সময় করে বড় করে লিখব।

    বাঙ্গালী মেধাবী বলে পি এইচ ডি করে, কিংবা সিপিএমের শিক্ষা ব্যাবস্থা ভালো বলে, এই থিওরি একেবারে হেজাপচা।
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ২০:৫৫445454
  • ১। ক) NET পাশ করে নিজের scholarship নিয়ে কাজ করা। খ) GATE পাশ করে IIT-তে institute schloraship নিয়ে কাজ করা। গ) আরেকটা রাস্তা বোধহয় এখনও আছে: project assistant হয়ে কাজ শুরু করে দু বছরের মাথায় paper ছাপিয়ে senior research fellowship নিয়ে কাজ চালিয়ে যাওয়া।

    ২। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ানো, বিভিন্ন national institute-এ গবেষণা করা বা industry-তে চাকরী করা। তবে একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী PhD-র পরে post doctorate করতে বিদেশে চলে যায়। তার পরে এই সব বিভিন্ন ক্ষেত্রে চাকরী নিয়ে ফিরে আসে। এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে যারা ফিরে আসে তাদের গরিষ্ঠ সংখ্যকই (নাকি) বাঙালী!!
  • pi | 137.54.20.173 | ১০ মার্চ ২০১০ ২১:০০445455
  • IISc, TIFR-NCBS,JNCSR ইত্যাদি অনেক ইন্সটিটিউটের ই নিজস্ব লিখিত পরীক্ষা, পাশ করলে ইন্টার্ভিউ থাকে। CSIR ইন্সটিটিউটে এ ও নেট পাবার পর ইন্টার্ভিউ দিতে হয়।
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ২১:২৩445456
  • @ RS

    আমার ""আবেগতাড়িত"" উত্তরটি রিপিট করি:

    আপনি IICB ছাড়া প:বঙ্গের অন্য কোন CSIR institute-এর নাম জানতেন না -- সেটা আপনাকে জানিয়েছি।

    এবার বাকি যা লিখেছেন তার উত্তরে:

    আপনি নিশ্চিত ভাবে না জেনেও একটি ঠিককথা বলেছেন। তামিলরাও ভারতের বিজ্ঞানচর্চাতে বাঙালীদের মতই গুরুভার বহন করে। আমি ৪০-৫০% বাঙালী PhD ছাত্রর কথা আগে লিখেছি। বাকি ৫০-৬০% এর প্রধানতম অংশটাই তামিলদের দখলে।

    IACS -কে (IICS নয়) হেলাফেলা করবেন না। ভারতের বিজ্ঞানের একমাত্র নোবেলটি ঐ প্রতিষ্ঠানেরই নামের সঙ্গে জড়িয়ে আছে।

    আর আপনি মুচকি হাসার আগে আরেকবার IISc-তে গিয়ে Prof. CNR Rao -এর সঙ্গে দেখা করে বর্তমানে ভারতীয় বিজ্ঞানচর্চাতে প:বঙ্গের বাঙালীদের অবদান সম্পর্কে তাঁর মতামত জেনে নেবেন। ভদ্রলোকের সঙ্গে আলিমুদ্দিন স্ট্রীটের কোন যোগাযোগ নেই আর ভারতের প্রধানমন্ত্রী ওঁর কাছ থেকে ভারতীয় বিজ্ঞান সম্পর্কে উপদেশ নেন।

  • SC | 128.2.55.50 | ১০ মার্চ ২০১০ ২১:৪৭445457
  • পিটি বাবুর পোস্টটার জবাব না দিয়ে পারলাম না।
    IACS এর নোবেলের বড়াই কচ্ছেন, মশাই কদ্দিন আর উনিশশো ত্রিশের নোবেলের ঘি চাটবেন।
    বাই দি ওয়ে, নোবেল নিয়ে বাঙ্গালীর বিশেষ গব্ব না করাই ভালো।
    এত বছরের জ্ঞানতপস্যায় বঙ্গের বীরপুঙ্গবেরা আজ অবধি একপিস সায়েন্সে নোবেল আনতে পারেনি।
    স্ট্যাট দেখলে তামিলদের তিনখান, আর যে পাঞ্জাবীদের নিয়ে বিভিন্ন হ্যাটা ইত্যাদি দেওয়া হয়, তাদের ও দুইখান।অএতে অবশ্য কিছুই প্রুভ হয়না, নোবেল কখনৈ ত্রেন্ড বলে না, তবু স্ট্যাটটা দেওয়ার লোভ সামলাতে পারলাম না পোস্ট টা দেখে।

    আর সি এন আর রাও কে নিয়ে পড়েছেন কেনো খামোকা? ওনাকে নিয়ে আবার বাজারে অনেক গপ্পো আছে। যাইহোক।

  • bb | 122.172.110.64 | ১০ মার্চ ২০১০ ২২:১৪445458
  • দেশে PHD করলে যেহেতু কর্পোরেটের মত মাইনে পাওয়া যেত না, তাই আমাদের যুগে (যখন গেট দিলে ১৮০০ পাওয়া যেত)অনেকেই উচ্চশিক্ষায় না গিয়ে চাকরীতে যেত। যারা সত্যিই পড়াশুনা ভালবাসত, তারা, আর যারা চাকরী পেত না তারাই উচ্চশিক্ষায় যেত। এই পথে সফল হওয়া অনেক কঠিন এবং সময়সাপেক্ষ ছিল।

    আমার ধারণা, আমাদের মত পড়াশুনায় যারা মধ্যমমানের (পরীক্ষার রেজাল্টে নয়) তারাই ইঞ্জিনীয়ারিং বা ডাক্তারী পড়ত কেন চাকরী আর ভাল মাইনে বাঁধাধরা। যারা পড়াশুনায় ভীষণ ভালো বা জয়েণ্ট পেত না তারাই সাধারণ লাইনে পড়তে যেত। কিছু ব্যতিক্রম নিশ্চই আছে।
    ডি: এটি ব্যক্তিগত মতামত, কারুকে আঘাত হানার জন্য নয়।
  • PT | 203.110.246.230 | ১০ মার্চ ২০১০ ২৩:২৫445459
  • @ SC

    আপনার লেখা পড়ে বুঝলাম বাঙালী কারে কয়। আপনার মত বাঙালীদের নিয়েই ""চোখে আঙুল দাদা"" নাটকটি লেখা হয়েছিল। না দেখে থাকলে একবার দেখে নেবেন।

    আপনার বাকি বাক্যগুলো এত নিম্নরুচির আর অশিক্ষার পরিচায়ক, যে সেগুলো নিয়ে আলোচনা করতেও ঘৃণা বোধ হচ্ছে।
  • SC | 128.2.55.50 | ১০ মার্চ ২০১০ ২৩:৩৮445460
  • হুঁ, ঠিকই বুঝেছেন।
    রুচিবানদের ক্লাবের সভ্য হওয়ার আমার কোনো বাসনা নেই।
    আপাতত, আপনাকে নিয়ে বিশেষ কিছু লিখতে আমার নিজেরই রুচিতে বাঁধছে।

    আর বাঙ্গালী parochialism কিংবা ঐ কালচারাল (বা জ্ঞানতপস্বীর) কলারতোলার রুচিবোধ কোনোটাই আমার বিশেষ পোষায় না। আপনাদের মতো রুচিসম্পন্ন বাঙ্গালী জ্ঞানতপস্বীরা না হয় ক্ষমাঘেন্না করে দেবেন।
  • SC | 128.2.55.50 | ১০ মার্চ ২০১০ ২৩:৪০445461
  • তবে উনিশশো ত্রিশের নোবেলে IACS এর গৌরব নিয়ে আর কিন্তু রুচির দোহাই দিয়ে কাটিয়ে দিলেন।
  • aka | 24.42.203.194 | ১১ মার্চ ২০১০ ০০:২৮445462
  • পিটিরে কি বলব ভেবে পাই না। পিটি, আপনি আগে বলুন হায়ার এডুকেশন বলতে কি বোঝেন? তারপর কথা এগোনো যাবে।
  • Pintu | 77.58.128.96 | ১১ মার্চ ২০১০ ০৩:০৫445464
  • Ami majhe majhe Alps er majharee uchchhotar churay obosthankaree ekta Lab e "gobeshona" korte jai.

    Oi somoy amar education ta ki HIGHER EDUCATION hoy?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন