এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃ-প-বু-ভু ৬

    Ishan
    অন্যান্য | ০২ মার্চ ২০১০ | ২১৭০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 203.91.201.56 | ০৯ মার্চ ২০১০ ১৫:১৯445199
  • তোমার কথা বলতে ফ্যাক্টটা সত্যি এ নিয়ে কোনো সন্দেহই নেই।

    তবে ইন্টারপ্রিটেশন নিয়ে একটু চাপ আছে :-)
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৫:২৫445200
  • ইয়ে - কমন শুধু কলকাতায় নয়। সম্ভবত: দিল্লীতেও তাই। তবে ট্রেন্ডটা খুবই খারাপ। যারা এটা বলে তারাই আবার নানা রকম নিয়ম ভেঙে সেটাকে ডিফেন্ড করে।
  • saikat | 202.54.74.119 | ০৯ মার্চ ২০১০ ১৫:২৭445201
  • স্টৈক-এর প্রশ্নটা আমারও যদিও বিদেশে থাকি না। অথচ উত্তর পাই না, ফলে ঘুম পায়।
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৫:২৮445202
  • আমার ইন্টারপ্রিটেশন হল "মব' ব্যাপারটা ইদানিং প্রচন্ড বেড়েছে। একটা ভেড়া নিয়ম ভেঙে এগিয়ে গেলো তো পিছন পিছন আরো একশোটা ভেড়া। কোনো ভেড়া যেতে না চাইলে তার পিছনেরগুলো এসে গুঁতোয়।

    পার্কস্ট্রীট মোড়ে বা রুবির মোড়ে এই ভেড়ার পালের সামনে লাঠি হাতে একটা হাবিলদারকে দেখলে মাঝে মাঝে মায়াই হয়।

    কখনো একটা বাসকে পুলিশে আটকালে দেখো বাসের যাত্রীরা কি বলে। আইটি দোকানের বাসের ক্ষেত্রেও দেখো। অনেক কিছু জানবে।
  • Arpan | 216.52.215.232 | ০৯ মার্চ ২০১০ ১৫:৩১445203
  • কিন্তু কেন? প্রশ্নটা ছিল 'কেন'?
  • SB | 114.31.249.105 | ০৯ মার্চ ২০১০ ১৫:৩২445204
  • গড়িয়া থেকে গড়িয়াহাট রুটে সবথেকে বেশী অটো চলে। গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ, তারপর গড়িয়াহাট পর্যন্ত কলকাতা পুলিশ। ফলে যেটা দেখা যায় তা হোল, অটোতে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত পাঁচজন যায়, সামনে বাঁদিকে একজন, তারপর গড়িয়াহাট পর্যন্ত বাকিটুকু চারজন বসে, সামনে বাঁদিকে কেউ বসে না। কলকাতা পুলিশ এনফোর্স করতে পেরেছে নিয়মটা, তাদের ট্র্যাফিক : ট্র্যাফিক পুলিশ রেশিও টা সাহায্য করেছে, বাকিটুকু তে ওই রেশিওটা সাহায্য করেনি বলে এনফোর্স করতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ।

    ওই রেশিও আর তার খরচটা ইম্পর্টেন্ট মনে হয়!
  • SB | 114.31.249.105 | ০৯ মার্চ ২০১০ ১৫:৩৪445205
  • * সামনে ডান দিকে হবে
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৫:৩৬445206
  • (১) নিয়ম ভাঙলে কিছু হবে না - যেমন ঘুষ দিলে পুলিশে ধরে না, অথচ কাজ তাড়াতাড়ি হয়, তাই লোকে দেয়।
    (২) peer-রা বাহবা দেবে।

    এগুলোর কোনোটাই প:ব:-কেন্দ্রিক সমস্যা নয়। বেপরোয়া গাড়ি/অটো-ওয়ালা দিল্লীতেও দেখেছি - এবং তারাও কিছু বল্লে চোপা করতো। যেটা আমার নতুন লেগেছে সেটা হল এদের সংখ্যার বাড়বাড়ন্ত। এবং অন্য যাত্রীদের ইনভলভমেন্ট। লোকজনের বড্ড তাড়া এখন।

  • . | 125.18.104.1 | ০৯ মার্চ ২০১০ ১৫:৩৭445207
  • আরে! বিপ্লব তো এসে গেছে। আজ সকালে। আপিস আসতে একফোঁটাও জ্যাম ছিল না। বাড়ি যাওয়ার সময় আবার চলে যাবে মনে হয়। গতকাল আপিস আসি নি। দিনের বেশির ভাগ সময়টাই ঘুমিয়ে ছিলাম। তাই বেশ বিপ্লব-বিপ্লব লাগছিল। কোথাও কোনো অন্যায়-অত্যাচার নেই, শুধু মেয়ের সাথে ইন্টারনেট আর টিভির দখল নিয়ে ঝগড়া ছাড়া। বিপ্লব মাঝে মাঝেই আসে, আবার মাঝে মাঝেই যায়। জাস্ট ভেবে নেওয়ার ব্যাপার। :-P
  • Blank | 170.153.65.102 | ০৯ মার্চ ২০১০ ১৫:৪০445209
  • আরে আম্রিগায় বেশীর ভাগ লোক নিয়ম মেনে গাড়ি চালায়। তাই ওখানে গিয়ে বঙ্গ সন্তান ও বাধ্য হয় চালাতে।
    ব্যাঙ্গালুরুতে নিশ্চয় লোকাল পাবলিকরা কেউ সামনে বসে না। তাই অল্প সংখ্যাক বঙ্গ সন্তান সামনে বসতে চায় না।
    কোলকেতায় এলেই সংখ্যা গুরু হয়ে যায় কিনা।
    'পুলিশ মাত্রই খচ্চর' সে তো নক্সাল হ্যাং ওভার
  • SB | 114.31.249.105 | ০৯ মার্চ ২০১০ ১৫:৫১445210
  • অরিজিৎ, তুমি শুধু কলকাতাতেই এই প্রবলেম দেখলে? আমি তো এই একই ব্যপার দেখি বোম্বে, দিল্লী, ম্যাড্রাস, হাইদ্রাবাদ সব জায়গাতেই। যেসব রাস্তাতে পুলিশের সংখ্যা বেশী, ভিআইপিদের জাতায়াত, সেসব জায়গাতে একটু আধটু নিয়ম মেনে চালায় জনতা, বাকি পুরোটাই রেসিং সার্কিট।

    আমার একটা ধারনা, ভুলই হবে হয়তো, যত দিন যাচ্ছে তত হাইফাই গাড়ি নামছে বাজারে, টিভির বিজ্ঞাপনেও দেখাচ্ছে সেসব গাড়ি কি মারাত্মক স্পিডে ছুটতে পারে। কিন্তু ভারতের বেশিরভাগ জায়গাতেই জোরে গাড়ি চালাবার সুযোগ নেই, হাইওয়ে ছারা। তাই শহরের মধ্যেই জনগণ রেস দেয়!

    এই ধরনের মানসিকতার আর কোন ব্যখ্যা আমি খুজে পাইনি।
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৫:৫৫445211
  • জোরে চালানোর জন্যে না। আমার ধারণা সবাই নিজের জায়গা নিয়ে চিন্তিত। এই অমুকে আমার জায়গাটা নিয়ে নেবে না তো? জন্ম থেকে সব জায়গায় লাইন দিতে দিতে এটা হয়েছে...আগে না পৌঁছলে যদি যা চাইছি সেটা অন্য কেউ নিয়ে নেয়...
  • Arpan | 204.138.240.254 | ০৯ মার্চ ২০১০ ১৫:৫৭445212
  • লুরুতে জোরে বেপরোয়া চালায় ক্যাব ড্রাইভারেরা। কারণ তাদের এসএলএ থাকে মনে হয়। তার উপরে শাটল মারার জন্য আরেকটা বেআইনি ট্রিপ। ক'দিন আগে আমার বউ আর মেয়ে চাপা পড়তে পড়তে বেঁচেছে।
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৫:৫৮445213
  • যাউগ্গা - মোদ্দা কথা হল আমি পুরোটাকেই প্রশাসনিক ফেইলিওর বলে নিজের/নিজেদের পোশাক সাদা/দাগহীন রাখতে রাজী নই। এবং একটা দেশ/রাজ্য/শহর শুধু প্রশাসন দিয়ে হয় না।
  • SB | 114.31.249.105 | ০৯ মার্চ ২০১০ ১৬:০০445215
  • হতে পারে, কিন্তু সে তো ইঁদুর দৌরের কনসেপ্ট। অথচ দেখবে এখানে বেশিরভার গাড়ি ড্রাইভারে চালায়, গাড়ির মালিক পিছনে বসে থাকে। তাই ড্রাইভারেরা সব্বাই হঠাৎ করে ইঁদুর দৌরে নাম লেখালো কেন সেটা ভেবে পাচ্ছিনা! তাদের জায়গা আর কেই বা নেবে, বাবু আপিসে ঢুকে গেলে সে বাকি সারথিদের সাথে আড্ডা মারবে, জায়গার অভাব তো নেই ....

    বিটিডাব্লিউ, এই নিজের গাড়ি নিজে না চালানো ব্যপারটা কেমন জানি :-(
  • Arpan | 204.138.240.254 | ০৯ মার্চ ২০১০ ১৬:০০445214
  • পুলিশ এসেছিল মিনিটখানেকের মধ্যে। বাইক নিয়ে সার্জেন্ট। ফর্মালি কমপ্লেন জমা নিয়ে চলে গেল। বলল দরকার পড়লে জানাবে। এখনো ডাকেনি। কী জানি, ভেতরে ভেতরে ব্যবস্থা হয়ে যেতেও পারে।
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৬:০৪445217
  • সে জোরে না চালালে তার পিছনে বসা বাবু বাম্বু দেবে...দশটায় আপিস, বাবু তো টালিগঞ্জের বাড়ি থেকে বেরিয়েছেন নটা উনত্রিশে... ;-)

    তবে যেভাবে লাইসেন্সিং হয় (ড্রাইভিং টেস্ট) তাতে রোজ হাজারখানেক করে এরকম ড্রাইভার রাস্তায় নামে। তবে এটাও কলকাতা-কেন্দ্রিক নয়। এই স্যানবিবিই লুরু-তে ড্রাইভিং শিখেছিলো - ওর ট্রেনার শিখিয়েছে - কোনোদিকে তাকাবে না, সোজা যাবে, আশেপাশে যা হচ্ছে সেটা অন্য গাড়ির লোকেরা সামলে নেবে...

    ;-)
  • Arpan | 204.138.240.254 | ০৯ মার্চ ২০১০ ১৬:০৪445216
  • শৈবাল। এইখানে ৯০% গাড়ি লোকে নিজেই চালায়। এইখানে ড্রাইভারের স্যালারি দিয়ে কলকাতা-লুরু একপিঠের প্লেনভাড়া হয়ে যায়। :)

    তবে তাড়া তো থাকে। প্রচন্ড তাড়া। অফিসে পৌঁছনোর। মিটিং মিস না করার। বাচ্চাকে স্কুলে পৌঁছে দেওয়ার।

    তবু অফিসের ক্যাব ড্রাইভাররা ছাড়া খুব বেপরোয়া কেউ চালায় না।

    এখন রিং রোডে ৬০-এর উপর স্পিড তুললেই এসে টিকিট ধরাচ্ছে।
  • san | 203.91.201.56 | ০৯ মার্চ ২০১০ ১৬:০৫445218
  • আর নিজের জামাকাপড় নিজের তাঁতে না বোনাটা কেমন জানি নয়? বা নিজের বাড়ি নিজে ইঁট গেঁথে না তোলাটা? :-)

    ডি:, ম:।
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৬:০৯445220
  • কলকাতার এই পাগলা গাড়ির ৫০% হল উইপ্রো বিপিওর।
  • san | 203.91.201.56 | ০৯ মার্চ ২০১০ ১৬:১০445221
  • খুবই ভুল শিখিয়েছিল। মোটেও অন্য সবাই সব সামলে নেয় না। কতবার কত গাছ পালা, পাথর, রাস্তার ডিভাইডার হুড়মুড়িয়ে আমার চালানো গাড়িতে এসে বাজেভাবে ধাক্কা খেয়েছে :-((
  • Arijit | 61.95.144.122 | ০৯ মার্চ ২০১০ ১৬:১২445223
  • আর ওই র-বাবু তকন আবাজ দে গেলো না - আমি কিন্তু কখনো নারাজ হব না। মুশকিল হল প্রায় সবার সঙ্গেই ডেইলি খটামটি লাগবে...
  • SB | 114.31.249.105 | ০৯ মার্চ ২০১০ ১৬:১২445222
  • তাইলে ঘরে ঘরে তাঁত বোনার যন্ত্র রাখতে হয়। যদিও গান্নিববাবা বাড়িতে বাড়িতে চরকার প্রচলন করেছিলেন, নট এ ব্যাড আইডিয়া!

    চোখ বন্ধের কথায় মনে পরল, আমার এক হোস্টেলের বন্ধু আমাকে শিখিয়েছিল, পার্ক স্ট্রিটের মত ভির রাস্তা পার হওয়াস সহজতম উপায় হোল গোরুর মতন সোজা, কোন দিকে না তাকিয়ে পার হওয়া, বাকিরা সামলে নেবে ;-)
  • Blank | 170.153.65.102 | ০৯ মার্চ ২০১০ ১৬:১৬445224
  • ইদিকে ফুটকি দা আমার গাড়িতে চড়তেই ভয় পায় :)
  • SB | 114.31.249.105 | ০৯ মার্চ ২০১০ ১৬:১৯445226
  • ওই উইপ্রো বিপিওর গাড়ি দিনের বেলা তে তো নস্যি। একটু রাতের দিকে কলকাতার রাস্তা পুরোপুরি ওদের দখলে চলে যায়, স্পেশালি বাইপাস!! এরা বেশিরভাগ সময়তেই শুনেছি ওভারটাইম করে, দিনেও চালায়, রাতেও, নেশা টেশাও করে কেউ কেউ।
  • san | 203.91.201.56 | ০৯ মার্চ ২০১০ ১৬:১৯445225
  • তোর গাড়িতে কখনও একবার আমার সামনে বসবার খুব ই ইচ্ছে রয়েছে
  • Arpan | 204.138.240.254 | ০৯ মার্চ ২০১০ ১৬:২১445227
  • কলকাতায় সিল্পায়ন হলে আরো দাপট বাড়বে! :-))
  • SB | 114.31.249.105 | ০৯ মার্চ ২০১০ ১৬:২৩445228
  • তা বটে :))

    কিন্তু ওদিকে বিপ্লব হলে কমে যাবে (ওভারটেইম থাকবে না)
  • de | 59.163.30.3 | ০৯ মার্চ ২০১০ ১৬:২৭445231
  • কলকাতার এই ট্রেন্ড টা আমারো কেমন-কেমন লাগে -- ৯০% এর ওপর লোকে ড্রাইভার রেখে গাড়ি চালায় -- বন্ধু-বান্ধবদের জিজ্ঞেস করলে বলে -- গাড়ি নিজে চালিয়ে আপিস গেলে নাকি আপিসে আর কাজ করা যাবে না -- বেশীর ভাগ সময়েই ড্রাইভারেরা সব ঘেঁটে দেয়!

    আর নিয়ম মেনে চলা লোকের সংখ্যা আর তাদের নিয়ম মানতে বাধ্য করা পুলিশের সংখ্যা বা সদিচ্ছা দুটোরই বড় অভাব!
  • kallol | 124.124.93.202 | ০৯ মার্চ ২০১০ ১৬:২৭445229
  • ব্যাঙ্গালুরুতে জোরে গাড়ি চালানোর যায়গা আছে ""রুরাল"" ব্যাঙ্গালোরে। আর রাত ২টোর পর প্রায় যে কোন রাস্তায়।
    গাড়ি যারা চালান তাদের অভিযোগ - অপিস থেকে গাড়ি চালিয়ে বাড়ি আসতে পায়ে খুব ব্যথা হয়।
    তবে সাংঘাতিক বাতকাম্মো করতে করতে সার্কাসের খেলা দেখানোর মতো চালায় কিছু বাইকওয়ালা।
    ব্যাঙ্গালুরুতে সব অটোরই মিটার আছে। তাতে কি হয় সেটা তর্ক সাপেক্ষ।
    অটোর সামনের সিটে যাত্রী নেওয়া হয় না। তবে পেছনের সিটে (আঁটলে) ছয়+এক চড়ে।
    অটোয়ালা খুব ভদ্রভাবে রিফিউজ করে। আমি রোজ অপিস যাবার সময় গড়ে ৮টা আর বাড়ি ফেরার সময় গড়ে ৬টা অটোর শীতল চাউনি পেয়ে থাকি। মাইরী, কৈশোর-যৌবনে ব্যাঙ্গালোরে এলে কি কাজে দিতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন