এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬২৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 70.7.225.56 | ১৮ মে ২০১০ ১১:৫৮447709
  • ঠিক কথা। কি যে সব হয়। টাটার জন্য অধিগ্রহন অন্যায়, কিন্তু ফ্ল্যাটবাড়ীর জন্য অধিগ্রহন অন্যায় নয় ...

    সব মাছেই গু খায়, নাম হয় পাঙ্গাইশার।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১২:০৪447710
  • আমি তো কই নাই ! সিপিএম কয়েছেন । ( প:বঙ্গ বাদে অন্যত্র) টাটার অধিগ্রহণ অন্যায় এবং ( প: বঙ্গে ) রিয়েল এস্টেটের জন্য ও অন্যায় নয় :)

  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১২:০৮447711
  • যাইহোক। ঘুমাতে যায়।
    গণউদ্যোগের এই লিফলেট খানি পড়বেন একটু। কেমন ?


    The West Bengal State Government sanctioned sale of 314 acres to Hindmotors at a throw-away price (Rs. 10.50 crores).

    13th September, 2006:

    The Land and Land Reforms Department in an approval order changes the nature of the land, so long ear-marked for industry, into “Industrial and Commercial”. Only 54 acres are to be used for an IT Park and auto-parts factory. The rest to be used for township/real estate purposes.

    19th September, 2007:

    (a) HindMotors sells 314 acres obtained at Rs.10.50 crores at a price of Rs. 295 crores to Shriram Properties, the real estate arm of Rs 25,000-crore Shriram Group (logo: “Empowering people through Prosperity”). Housing major HDFC (logo: I’m empowered to be with you”) had advised HindMotors on identifying prospective developers.

    (b) Shriram Properties embarks on partnership with two American private equity companies – Star Wood Capital and Walton Street Capital – in a real-estate business plan of Rs. 5,500 crores.

    http://sanhati.com/literature/798/
  • Sibu | 70.7.225.56 | ১৮ মে ২০১০ ১২:১৩447712
  • তাই তো দেখি। টাটার জন্যি জমি নিলে অন্যায়, কিন্তু জমি নিয়ে সেখানে ফ্ল্যাট হলে, সেই ফ্ল্যাট কেনা .. কে জানে কি?

    আবার এক জায়গায় ফ্ল্যাটের জমি ন্যায়, আবার অন্য জায়গায় অন্যায়। কিসে যে কি হয় ভগাই জানে।
  • Ishan | 122.161.63.148 | ১৮ মে ২০১০ ১২:১৮447713
  • সাতখানা কোচ্চেনের কি হল?
  • Sibu | 70.7.225.56 | ১৮ মে ২০১০ ১২:২০447714
  • যাউগ্গা, এইসব কথা মনে নিবেন না। হগ্গলেই জানে - কনসিসটেন্সি হইল লোয়ার লাইফের জইন্য। যাই, ঘুনু করি গিয়া। কাইল স্কালে শোষিত হইতে হইব।
  • Ishan | 122.161.63.148 | ১৮ মে ২০১০ ১২:৩৫447715
  • যারা বিজেপিকে ভোট দেয় তাদের পিটি ছাগল মনে করেন। ভালো কথা।

    যে সরকার তিরিশ বছর রাজত্ব করার পর ঐ সাতখানা পয়েন্টের জবাব দেবার ক্ষমতা রাখেনা তাদের আমি অপদার্থের অধম মনে করি।

    ছাগল হোক, পাগল হোক, দেখা যাক, লোকে কি মনে করে। :)
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১২:৩৭447716
  • @pi
    দু:খিত, ব্যবসা-বান্ধব তথ্যটি ন্যাড়ার দেওয়া। 18 May 2010 -- 08:50 AM

    আনন্দবাজার সম্পর্কে আমার বিশেষ কোন মন্তব্য নেই। আমার ছবি ছাপলে যদি তার ব্যবসা ভাল চলে এবং পুঁজিবাদি লাইন তোল্লাই পায় তাহলে সে আমার ছবিও ছাপবে। কিন্তু বুদ্ধবাবু আবাপর সম্পাদকের পিছনে পিছনে ঘুরে -- ""দাদা আমাকে নিয়ে দুকলম লিখুন"" -- এমন কিছু বলেছিলেন কিনা আমার জানা নেই। এবঁ আবাপ খুষে হবে বলে শিল্পায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটা ভাবারও কোন কারণ নেই।

    নন্দীগ্রামে যা ঘটেছে তার তীব্র নিন্দা করেও আমার বলতে দ্বিধা নেই যে নন্দীগ্রাম এবং সিঙ্গুরে অধিগ্রহণ করার সিদ্ধান্ত অবশ্যই ঠিক ছিল। এবং সিঙ্গুরে কারাখানা গড়তে না দেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত হঠকারী। তাত্বিক নিবন্ধ লিখতে একটি কলম আর দু টুকরো কাগজ লাগে। কিন্তু যাঁরা হাজার হাজার অল্প-শিক্ষিত বেকারদের জন্য কর্ম-সংস্থানের কথা ভাবেন তাঁদের সমস্যাটা বোধহয় আরো জটিল। এই যেমন দেখুন সিঙ্গুরে কারখানা হওয়া বন্ধ করে দিয়ে যে যার মত কেটে পড়েছে -- কিন্তু সেখানকার হাজার কুড়ি মানুষ তাঁদের নিজস্ব সমস্যা নিয়ে তৃশঙ্কুর মত ঝুলে আছেন।

    কিন্তু এই ফোরামের সমস্যাটি অন্য। যাঁরা সিঙ্গুরে কারখানা না হওয়ার সমর্থক তাঁরাই আবার প: বঙ্গের ব্যবসা-বান্ধব চরিত্রে ঘাটা পড়লে সংখ্যাতত্ব নিয়ে হাজির হয়ে যান। এইভাবে বোধহয় কোন সুস্থ আলোচনা চলেনা।
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১২:৪০447717
  • *এবং, খুশী
  • Ishan | 122.161.63.148 | ১৮ মে ২০১০ ১২:৪১447719
  • পিটির জন্য আরেকবার কপি পেস্ট:

    ১। বাবরি মসজিদের পর যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন না। কিন্তু সিপিএমকে ভোট দেয় (দিত) বলে পশ্চিমবঙ্গের জনতা খুব ভালো (ছাগল নয়)।

    উত্তর নাই।

    ২। মাথাপিছু বিদ্যুতে প:: কেন পিছিয়ে?

    উত্তর নাই।

    ৩। লিটারেসি রেটে প:: কেন পিছিয়ে?

    উত্তর নাই।

    ৪। NREGEA তে কেন পিছিয়ে?

    উত্তর নাই।

    ৫। নেট স্লেটে কেন পিছিয়ে?

    :: তে অনেক কম লোক আইটি দেয় বলে। (এই টা অপূর্ব)।

    :)
  • Ishan | 122.161.63.148 | ১৮ মে ২০১০ ১২:৪৩447720
  • এবং সঙ্গে নতুন একটা ফাউ।

    বিজেপিকে যারা ভোট দেয় তারা না হয় ছাগল। তাহলে এই অপদার্থ সরকারে পক্ষে যারা বলে চলে তারা কি?

    ৫ নম্বর।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১২:৪৭447722
  • এই যো মামু, আমার ৬, ৭ আবার বাদ গ্যালো ক্যানো !
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১২:৪৭447721
  • ও শিবুদা, আপনার লজিক টাই একটু এক্সটেন্ড করি। আমেরিকান ইন্ডিয়ানদের তাড়িয়ে যেভাবে এদেশের জমি অধিগ্রহণ হয়েছিল সেটাকে অন্যায় মনে করেন নিশ্চয়। কিন্তু কি কাণ্ড দেখুন দিকি, সেভাবে অধিগৃহীত জমির উপর গড়ে তোলা পরিকাঠামোতেই আবার কেউ কেউ ...... :)

    যাহোক, হিন্দমোটরটা নিয়ে কি বলেন ?
  • byaang | 59.93.210.202 | ১৮ মে ২০১০ ১২:৪৮447723
  • পাই? এখনো!!
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১২:৪৯447724
  • @ Ishan

    আপনি দয়া করে উত্তর গুলো পড়ার অভেস করুন। আপনার কয়েকটি প্রশ্নের উত্তর এই পোস্টিং-এ আছে। আপনার পছন্দ না হলে আমার করার কিছু নেই।

    Date:18 May 2010 -- 11:23 AM
  • nyara | 203.110.238.16 | ১৮ মে ২০১০ ১২:৫০447725
  • সিঙ্গুরে কারখানা করার বিরোধী সে আবার অংকবাবুকে কে বলল?

    তবে তিরিশ বছর পা নাচিয়ে, কারখানা-পর-কারখানা বন্ধ করে তারপ্রে সিঙ্গুরে জোর-জুলুম করে কারখানা করার চেষ্টায় বিফল হয়ে সেটাকে শিখন্ডি খাড়া করার বিপক্ষে।
  • Ishan | 122.161.63.148 | ১৮ মে ২০১০ ১২:৫৩447726
  • পিটি। আমার কোনো প্রশ্নের উত্তর আপনার পোস্টে নাই।

    দয়া করে একটু পয়েন্টে পয়েন্টে উত্তর লেখার অভ্যাস করুন। নইলে বুভর মতো আপনিও ক্রমাগত গোল্লা পাবেন।

    পু: এই সরকরকে যারা সমর্থন করে, তাদের কি ভাবব, সেটা জানা কিন্তু খুব জরুরি। :)
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১২:৫৫447727
  • সিঙ্গুর ও কর্মসংস্থান ?

    আগে বহুবার লিখেছি। আবার কে বসে বসে টাইপাবে ! ঘুম পাচ্ছে। এইটা পড়ে নেবেন খন।

    http://westbengalnews.googlepages.com/Singur-labhkhoti.pdf

    আর, ভাল কথা। তাহলে পস্কো বা কলিঙ্গনগর নয় কেন ? ওখানেও এক ই রকম কর্মসংস্থানের কথা তো। তাইলে ওখানে আপনার সিপিএম সিপিআই এমনি মমতাগিরি করছে, একটু বকবেন না ?

    ও হ্যাঁ, পিটি বাবু, বারবার আপনার পুরানো পোস্ট পড়তে বলছেন, আর বারবার এক ই কথা বলি, সেই পোস্টে কোশ্চেনগুলোর উত্তর নাই :(

    nrega, শিক্ষা তো সব এই পাতায় ই আছে। একটু বলুন না, প:বঙ্গ অন্য রাজ্যের 'তুলনায়' কিভাবে ভালো করেছে বা অন্যদের 'তুলনায়' খারাপ করেনি !!
  • Ishan | 122.161.63.148 | ১৮ মে ২০১০ ১৩:০১447730
  • পস্কোয় শিল্পায়ন মানে সাম্রাজ্যবাদের পা চাটা। পস্কোয় জমি দখল মানে জোর করে জমি দখল। পস্কোয় আন্দোলন মানে রক্তের রং লাল।

    নন্দীগ্রামে শিল্পায়ন মানে প্রগতির পথে উল্লম্ফন। নন্দীগ্রামে জমি দখল মানে উন্নয়নের জন্য স্বেচ্ছায় অধিগ্রহণ। নন্দীগ্রামে আন্দোলন মানে গুন্ডামি।

    পস্কোয় পুলিশ মানে রাষ্ট্রশক্তির কালো হাত। কালো গাড়ি, রাবার বুলেট আর জলকামান। নন্দীগ্রামে পুলিশ মানে শৃঙ্খলার প্রতিমূর্তি। বুলেটে মাখানো মধু, আর বন্দুকে ঝোলানো মার্কসের পুঁথিপত্র।

    ইত্যাদি। :)
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১৩:০১447728
  • লাস্ট একটা কোশ্চেন করে যাই।
    ২০০৬ সালে বু ভ বলেছিলেন ল্যাণ্ড ইউজ ম্যাপ হবে।
    যদিও সেটা ছাড়াই টাটা কোম্পানীর পছন্দের ল্যাণ্ড সরকারী ভাবে কয়েকমাস আগে বলা দু-তিনফসলী থেকে ওয়ান ফাইন মর্নিং একফসলি হয়ে গেছিলো । তা, সেই ম্যাপ ছাড়া কারখানা তৈরির নীতি নিয়ে আপনার কোনো আপত্তি নাই ! সে ম্যাপ অবিশ্যি আজ ও হয় নাই , বলাই বাহুল্য। অবিশ্যি আরো বাহুল্য, সেটা নিয়ে আপনি কিছু সমালোচনা করবেন, এটা আশা করা :(

    তবে, কর্মসংস্থান নিয়ে ঐ পিডিএফ টা আশা করি পড়বেন ও তার প্রেক্ষিতে আলোচনা করবেন :)
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১৩:০৩447731
  • আরো আছে।

    পস্কো কলিঙ্গনগর মানে কর্মসংস্থান নয়। কিন্তু নন্দীগ্রাম সিঙ্গুর মানে অবশ্য ই তাই :)
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১৩:০৬447732
  • আরো। আরো।
    কলিঙ্গনগরের টাটা আর সিঙ্গুরের টাটার মধ্যে তফাত আছে। সিঙ্গুরের টাটার শ্রেণীটা ভালো। কমরেড রতন টাটা লাল সেলাম ! :)
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১৩:০৭447733
  • এই উত্তরটা আগেও লিখেছি। পস্কো বা কলিঙ্গনগরে যদি ভুমিসংস্কার না হয়ে থাকে তা হলে আন্দোলনটি যথাযথ --কেননা জমি বিক্রী করে মাত্র কয়েকজন উপকৃত হবেন। ভুমি সংস্কারের পরে যদি কারখানা হয় তাহলে অনেক বেশী সংখ্যক মানুষ উপকৃত হতে পারেন -- যেমনটি কিনা সিঙ্গুরে হওয়ার সম্ভাবনা ছিল।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১৩:১১447735
  • ঠিক যেমন কোরিয়ান পস্কো আর ইন্দোনেশিয়ার সালেম গোষ্ঠীর শ্রেণী টাও আলাদা। :)

    তাই আর পস্কোর বিরোধিতা করলে সাম্রাজ্যবাদের কালো হাত গুঁড়িয়ে দেওয়া হয় কিন্তু নন্দীগ্রামের বিরোধিতা করলে উহা সিয়ার চক্রান্ত । :)
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১৩:১১447734
  • pi
    কর্মসংস্থানের লেখাটির (১) লেখকের রাজনৈতিক পরিচয়, (২) কোথায় লেখাটি ছাপা হয়েছে এবং (৩) প: বঙ্গের বেকার সমস্যা কি ভাবে কমানো যায় সেই প্রসঙ্গে লেখকের অভিমত এসব কিছু জানার পরে লেখাটি পড়ে দেখতে পারি।

  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১৩:১৩447737
  • PT বাবু,
    তাহলে আপনার সিভি না পেলে আপনার কোনো পোস্ট ই আর পড়া যাচ্ছে না।
  • Ishan | 122.161.63.148 | ১৮ মে ২০১০ ১৩:১৩447736
  • এর উত্তর চাইনি। আপনাকে করা প্রশ্ন গুলো লিস্ট করা আছে। সেগুলো আগে দিন। চাইলে আরেকবার পেস্ট করে দিতে পারি। :)
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১৩:২২447738
  • pi
    আপনি আমার পোস্টিং পড়তে বাধ্য নন। কিন্তু কারো লেখা যদি পড়তে বলেন তাহলে ethically লেখক এবং তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে পরিস্কার ধারণা থাকা জরুরী বলে মনে করি।

    Ishan
    লিটারেসি রেটের উত্তর এখানে পাবেন। Date:17 May 2010 -- 11:42 PM
  • lcm | 69.236.166.15 | ১৮ মে ২০১০ ১৩:৩১447739
  • PT, তোমার রাজনৈতিক অবস্থান কি?

    এই প্রসঙ্গে ছোট্ট করে আমার অবস্থানটা বলে রাখি -
    আমি সকালে সিপিএম, বেলা বাড়লে তৃণমূল, বিকেলে ওবামা, রাতে কংগ্রেস। বৃষ্টি হলে, আমার অবস্থান পাল্টায়। ঝড় উঠলে ঘন ঘন পাল্টায়।
  • PT | 203.110.247.221 | ১৮ মে ২০১০ ১৩:৩৪447742
  • lcm

    সিঙ্গুর, নন্দীগ্রাম দিয়ে যদি রাজনৈতিক অবস্থান মাপতে চান তাহলে এই পোস্টিং পড়ে নিজ সিদ্ধান্তে উপনীত হোন।
    18 May 2010 -- 12:37 PM
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন