এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬২৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.210.50 | ১৭ মে ২০১০ ২১:৪৬447643
  • ভালো কথা।
    গত কদিনে অনেককিছু নিয়ে কোশ্চেন করে টরে উত্তর পাইনি।

    কিছু বল্লেই অন্য রাজ্যের সাথে তুলনা আসে। ওদিকে সেই তুলনা র কিছু পরিসংখ্যান দিয়ে প্রশ্ন করলেই আর উত্তর আসেনা :(

    এই যেমন, বিভিন্ন রাজ্যের সঙ্গে জনপ্রতি বিদ্যুতের তুলনা, NREGA র পার্ফর্ম্যান্সের তুলনা, প :বঙ্গের তালিকার শেষের দিকে অবস্থান করা ইত্যাদি নিয়ে .....

    তাও ও শিক্ষা নিয়ে তুলনায় যাই ই নি ।

    এগুলো বলেছি কি ?
    For West Bengal, Chandigarh , Assam , Maharashtra and Goa , data suggests a sudden drop in enrolment after primary school. This drop is especially steep for West Bengal and Assam and deserves investigation, say experts.

    http://infochangeindia.org/200801306848/Education/Books-Reports/Elementary-education-Kerala-tops-Bihar-lags-Muslim-enrolment-poor.html


    এই তুলনাগুলো ও বোধহয় করি নি ।

    There is a marked improvement in the basic education scenario in the country as most children get access to schools with exceptions to states like Arunchal Pradesh and West Bengal, which are lagging behind, a government survey released Friday said.
    As per the survey, there is one upper primary school for every set of 2.27 primary schools as compared to 2.45 schools in 2006. In many states, the ratio is one each to two and all this “suggests that by and large schooling facilities have been created and are available across the country”.

    “Despite significant improvement in the ratio, there are a few states, such as Arunachal Pradesh (4.16) and West Bengal (5.48), where the ratio still needs to be improved significantly,” the survey conducted by the government-run National University of Educational Planning and Administration, said.
    http://www.thaindian.com/newsportal/uncategorized/west-bengal-arunachal-fair-poor-in-education-survey_100308313.html


    যাহোক,, আম্মো বুঝলাম। উত্তর না থাকলে সেন্টু দিতে হয় বা বয়কট করতে হয় কিম্বা 'তুলনা করলে বুঝতেন' এই জাতীয় কথাবার্তা বলে পার পাওয়ার চেষ্টা করতে হয় এবং তুলনা করা হলে সেটা করে কী বুঝছি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে হয় :)
  • Arpan | 122.252.231.10 | ১৭ মে ২০১০ ২১:৪৯447644
  • অক্ষ, তথাগত বলেছে।
  • Ishan | 122.161.165.221 | ১৭ মে ২০১০ ২২:১২447645
  • তথাগত বলেছেন, বিজেপি মমতার সঙ্গে জোট করতে রাজি ছিল, এমনকি সেই জোটে কংগ্রেস থাকলেও। কিন্তু মমতা পাত্তা দেননি।

    তারানন্দে সেদিন দেখলাম।
  • Arpan | 122.252.231.10 | ১৭ মে ২০১০ ২২:২১447647
  • হুঁ, এইটাই বলেছেন। এটাও বলেছেন সর্বভারতীয় পরিপ্রেক্ষিতের বিচারে কংগ্রেসও বোধহয় রাজি হত না।
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ২২:২১447646
  • অতি উৎফুল্ল হয়ে লেখা Organiser -এর নিবন্ধ:
    http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&
    pid=344&page=8


    তথাগত পরিষ্কার বলেছেন যে বাÇফ্রন্টকে সরানোর জন্য বিজেপি প: বঙ্গে কংগ্রেসের সঙ্গেও জোট বাঁধতে রাজী আছে (মাঝখানে অবশ্যি দিদির আঁচল থাকবে) -- সেটা নিশ্চয়ই মদন মিত্রকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখার জন্য নয়।
  • pi | 72.83.210.50 | ১৭ মে ২০১০ ২২:২৬447648
  • উত্তর আসবে না, পিটি আসবেন আমি জানি :(

    প্রসঙ্গত, মনে পড়লো, উচ্চশিক্ষার টই তেও নেট , স্লেট এ প:বঙ্গের তুলনামূলক পারফরম্যান্স নিয়ে কিছু পরিসংখ্যান দেওয়া হয়েছিল, তাই নিয়েও কোনো উত্তর পাওয়া যায় নি ।

    অমুক রাজ্য, তমুক পার্টিকে দেখে আসুন বলবেন, অথচ দেখে আসার পরে তা নিয়ে কোশ্চেন করলে উত্তর দেবেন না, ইয়ে বহুত না-ইনসাফি হ্যায় ! x-(

  • Ishan | 122.161.165.221 | ১৭ মে ২০১০ ২২:২৭447649
  • এ না বোঝার কি আছে? পরের বারের লোকসভার জন্য বিজেপির মমতাকে চাই। মমতা গুরুং এর থেকে বেশি সিট পাবেন ধরে নিয়ে অবশ্য।

    এ তো দিবালোকের মতো পোষ্কার।

    বুদ্ধবাবুকে আবাপ কেন সমর্থন করে সেটা অবশ্য কিলিয়ার না।
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ২২:২৯447650
  • @ax
    মোদীকে ভোট দেওয়া প্রসঙ্গে আপনার সাজিয়ে দেওয়া শব্দাবলী আমার অঙ্গুলিনি:সৃত নয়। আমার Date:15 May 2010 -- 11:35 AM-র পোস্টিংটি আরেকবার পড়ে নিন।
  • Ishan | 122.161.165.221 | ১৭ মে ২০১০ ২২:৩০447651
  • অ পিটি, এ কি বলছে দেখুন। তুলনামূলক বিচারেও নাকি প:ব: পিছিয়ে আছে। আর বুদ্ধবাবুর ভীষণ সমর্থক নাকি আবাপ।

    কিছু লিখবেন, নাকি আপনিও রিটায়ার করবেন? :)
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ২২:৩৮447654
  • @ pi

    শিক্ষা, ইংরাজী ইত্যাদি নিয়ে দীর্ঘদিন অসংখ্য পোস্টিং চালাচালি হয়েছে। এই বিষয় নিয়ে তক্কে কখনই রণে-ভঙ্গ দিইনি। একটু কষ্ট করে তৃ১-৮ পর্যন্ত পড়ে নিন। তবে এই বিষয়ে সব কিছু সংখ্যাতত্ব দিয়ে বোঝা যায় না। যেমন ধরুণ, ২০০৯-এ IITJEE-তে অন্ধ্রের ৪৬,০০০-এর মত পরীক্ষার্থীর তুলনাতে প: বঙ্গের মাত্র ১১,০০০ এর মত ছাত্র-ছাত্রী পরীক্ষাতে বসেছিল। আপনি বলতেই পারেন যে প: বঙ্গের সরকারের শিক্ষানীতির জন্যেই এটা হয়েছে। হয়ত তাই -- হয়ত নয়!!
  • Arpan | 122.252.231.10 | ১৭ মে ২০১০ ২২:৩৮447653
  • না বোঝার কী আছে। এই নিয়ে তো একাধিকবার আলোচনা হয়ে গেছে।

    ৯৪ সালে দাদুর আমলে নতুন শিল্পনীতি ঘোষণা হবার পরে আবাপ বেশ হাততালি দিয়েছিল কিছুদিন। সেই শিল্পনীতিতে মূষিকও প্রসব হয়নি সে অন্য বেত্তান্ত।

    সেই হাত্তালি আবার শোনা গেছিল বু ভ র ইন্দোনেশিয়া আর ইতালি সফরের পরে। ইতালি সফরের পরে তো বানতলায় গুচ্চি এই আসে কাল আসে।
  • Arpan | 122.252.231.10 | ১৭ মে ২০১০ ২২:৩৯447655
  • আজ আসে কাল আসে।
  • pi | 72.83.210.50 | ১৭ মে ২০১০ ২২:৪৫447657
  • আপেলের তুলনা করতে হলে কমলালেবু নিয়ে আসুন।

    নেট, স্লেট এর অত্যন্ত খারাপ পারফরম্যান্স নিয়ে আপনার কোন উত্তর পাই নি, আজ পেলাম। আই আই টি তে কম সংখ্যক পরীক্ষার্থী বসেন। বেশ :)

    প্রাইমারি আর আপার প্রাইমারি র এনরোলমেন্ট আর স্কুলের হিসেব নিয়ে বা NREGA নিয়ে প্রশ্নে কোন উত্তর পাবো ?
    একটু অনুমান করার চেষ্টা করছিলাম। পারলাম না। আপনি ই বলুন খন।

    ভাল কথা, পরিসংখ্যান দিয়ে তুলনা হয় না তো কি দিয়ে হয় ? 'আমি বলছি প: বঙ্গ অন্য রাজ্যের চেয়ে ভালো' এই স্টেটমেন্ট দিয়ে ?
  • Ishan | 122.161.165.221 | ১৭ মে ২০১০ ২২:৪৫447656
  • এই রে।
    মাথাপিছু বিদ্যুৎ, আর NREGEA পারফরম্যান্স বাদ গেল।

    পিটি বোধহয় দেখতে পাননি। তাই আরেকবার মনে করিয়ে দিলাম। :)
  • Ishan | 122.161.165.221 | ১৭ মে ২০১০ ২২:৪৬447658
  • আর ৯৪ সালে শিল্প? হতেই পারেনা। তখন তো কমরেডরা দলে দলে গ্রামে যাচ্ছিলেন। :)
  • Arpan | 122.252.231.10 | ১৭ মে ২০১০ ২২:৪৮447659
  • আহা, ভবিষ্যতের জন্য নীতি ঘোষণা করতে দোষ কী? যদিও তখন ভিত্তি (পড়ুন কৃষি) তৈরি হচ্ছিল। :-)
  • SC | 128.237.237.104 | ১৭ মে ২০১০ ২৩:০৫447661
  • এ এক্স এর প্রশ্ন আমারও। এই একটু আগেই পি টি লিখলেন যে যারা বাবরি মসজিদের পরেও বি যে পি কে ভোট দিয়েছিলো, তাদের সম্বন্ধে উচ্চ ধারণা পোষণ করেন না, আবার এখন বলছেন প: ব: জনগণ ছাগল নয়। :-০
  • pi | 72.83.210.50 | ১৭ মে ২০১০ ২৩:১৯447662
  • 'তুলনায়' প্রাইমারি শিক্ষায় এনরোলমেন্ট এ পিছিয়ে, আপার প্রাইমারি স্কুলের সংখ্যায় পিছিয়ে, এবার অন্য কিছু ও দেখা যাক।

    A single example would make the point. In 2002 there was an average of one teacher for 54 primary school children in West Bengal, placing it as the third worst state in an all-India pupil-to-teacher ratio ranking

    পরিসংখ্যান বলছে, 'থার্ড ওয়ার্স্ট'। হুম।
    পরিসংখ্যান তো আবার অনেক কিছু বলেনা । হতেই পারেন, এই চুয়ান্ন জন প্রতি এক্‌জন শিক্ষক/শিক্ষিকা একাই একশো। বলা যায় না। প: বঙ্গে সব ই সম্ভব।

    যাহোক, আপনার স্বান্ত্বনার্থে জানাই, এই তথ্যটি যেখান থেকে লিখলাম, তাঁরাও কিন্তু ঐ ল্যাণ্ড রিফর্মের কথা কয়েছেন।

    এই যে,The state has achieved remarkable progress in terms of radical pro-people agendas like land reform and decentralisation of power through local governments (panchayats). It has unquestionable political stability: the ruling coalition that assumed power in 1977 is still in office. West Bengal has a long history of leading political and social reform. It has made several advances in higher education. And yet, almost every third person in Bengal is denied the right to literacy.

    http://infochangeindia.org/200706056484/Agenda/Child-Rights-In-India/The-aspiration-for-education.html


  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ২৩:৪২447664
  • বেশ দেখলাম। কেরালা ১ নম্বরে আর প: বঙ্গ ১৬ নম্বরে -- অত:পর? প: বঙ্গ ১ নম্বরে থাকবে এই কথা কেউ বলেছিল বলে আমার জানা নেই। সে যাই হোক, জনসংখ্যার সারণীতে গিয়ে দেখছি যে প: বঙ্গ সেখানে ৪ নম্বরে (৮০,১৭৬,১৯৭) আর কেরালা ১২ নম্বরে (৩১,৮৪১,৩৭৪)। অ্যাবসলিউট সংখ্যাতে প: বঙ্গে শিক্ষিত মানুষের সংখ্যা, ৭১.৬%, অর্থাৎ ৫৭,৪০৬,১৫৭। অর্থাৎ একই টাইম ফ্রেমে প: বঙ্গে কেরালার প্রায় দ্বিগুণের কাছাকাছি মানুষ শিক্ষিত হয়েছেন। এই সংখ্যাটি শিক্ষাতে ১১ নম্বরে থাকা তামিলনাডুর মোট শিক্ষিত মানুষের (৬২,৪০৫,৬৭৯-এর ৭২.৪% = ৪৬৩০৫০১৪) থেকে প্রায় ১ কোটি বেশী। এই হিসেব অনুসারে ১-১৫ নম্বরে থাকা বেশীর ভাগ রাজ্যগুলোর থেকেই প: বঙ্গে অনেক বেশী মানুষকে শিক্ষিত করা হয়েছে। অর্থাৎ মাথাগুণতি শিক্ষিত মানুষের সংখ্যাতে প: বঙ্গ বোধহয় খুব একটা খারাপ জায়গাতে নেই--not bad, eh?

    সারণীতে উ:প:-র অবস্থান টা কেমন গোলমেলে লাগল।

    ** অঙ্কে ভুল হলে মাপ করে দেবেন। এই পোস্টিংটা তাহলে রেকর্ডে থাকবে না।
  • Suvajit | 59.177.199.161 | ১৭ মে ২০১০ ২৩:৪৬447665
  • 'আজকাল' তো দেখছি তারানন্দের টিআরপি বাড়ানোর ঠিকা নিয়েছে। http://www.aajkaal.net/cat.php?hidd_cat_id=5
  • a x | 143.111.109.95 | ১৮ মে ২০১০ ০০:১৪447666
  • "গুজরাটে মুসলমান-নিধনের পরে বা বাবরি মসজিদ ভাঙ্গার পরেও তো বিজেপিকে জণগণেশ সসম্মানে ভোট দিয়ে ক্ষমতাতে এনেছে .... তাতে কি সেইসব ভোটদাতাদের বিচারবুদ্ধির প্রতি আমরা কি খুব উচ্চধারণা পোষোণ করেছি?"

    ---
    পিটি তো এই কয়েকটা পোস্ট আগে বললেন মোদীকে ভোট দিয়ে এনেছে জনগণ, কাজেই ভোট থেকে কিছু বোঝা যায়না।

  • Sibu | 66.102.14.1 | ১৮ মে ২০১০ ০০:১৬447667

  • http://socialjustice.nic.in/pdf/tab16.pdf

    First row, difference in HDI, 1981
    Second row, difference in HDI, 2001

    Kerala Punjab Tamil Guj Mhrashtr Krntk
    0.195 0.106 0.038 0.055 0.058 0.041
    0.166 0.065 0.059 0.007 0.051 0.006


    কেউ একবার নাম্বারগুলো চেক করে নেবেন।

  • ranjan roy | 122.168.221.245 | ১৮ মে ২০১০ ০১:০৬447668
  • শিবুর ডেটাতে বঙ্গের নাম দেখি নাই। কেউ দেখলে জানাইবেন।
    এই ডেটাতে কেরালা সবচেয়ে আগে। হক কথা। আরে, আমিও তো তাই কই। কেরালা মডেল লাও। হেইখানেতো কংগ্রেস, বাম সবাই এক এক ইনিংস খেলে। কোন ফ্যাসিস্ত অন্ধকার রাত্রি নামে নাই। তাই প্রগতি। বঙ্গে বামেরা ৩২ বছর ধইর‌্যা আছে, মনোপলি!!!!
    তাই অন্ধকার। এই ডেটা কইত্যাছে-পকাবু দর্শন জিন্দাবাদ।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ০১:১৮447670
  • শিবুদার পোস্টটার মানে বুঝলাম না।
    তবে লিং টা দেখালো প:বঙ্গ আছে ৮ নং এ, ১৫ টা রাজ্যের মধ্যে। ৮১ থেকে ৯১ হয়ে ২০০১ সেই ৮। কোনো পরিবর্তন নাই !! :)
    এরপর ও পরিবর্তন চাইলে দোষ ? :p
  • ranjan roy | 122.168.221.245 | ১৮ মে ২০১০ ০১:১৮447669
  • PT,
    মহায়, কেডা কইসে মমতা আইলে কিসানের ক্ষেতে এক বিঘায় একশ'মণ ধান ফলব, মুচির ছেলে মাছভাত খাইব আর হরিদাস পাল স্টেজে উইঠ্যা প্যাচাল পাড়ব? আমি কই নাই, কোন হালার পকাবু কয় নাই।
    কইলাম তো,--পকাবু দর্শন একটি সিনিক দর্শন। কিন্তু মজাটা দেখেন।
    আরে আমরাও চাই "আরও ভালো বাম''। কিন্তু তার জন্য দরকার ৩২বছরের মনোপলি থেইক্যা সরানো।
    যেমন সত্তরের কংগ্রেস দুই-দুইবার ধরাশায়ী হইয়া অনেক সাব্যস্তের হইছে।
    আগে ইন্দিরামাঈ আদালতে হাইর‌্যা অর্ডিনান্স জারি কইর‌্যা হগ্গলডিরে জেলে ভরলেন-- গদি বাঁচাইতে।
    কিন্তু গতবার সোনিয়াবৌদি সবাই কইলেও
    গদিতে বইলেন না। ক্ষমতা ধইর‌্যা রাখছেন ঠিকই, কিন্তু একটু সূক্ষ্ম ভাবে। ঔদ্ধত্য কম।
    তেমনি মমতা আইলে আবার দুইদিনে যাইব। তখন আবার বাম আইব, অনেক শুদ্ধ বাম। গদিতে বেহি্‌সদিন থাকলে আরও খারাপ বাম হইব। ভুল কইলাম?
    একটা কথা। বামেরে হারাইতে সবাই একজোট কইতাছেন গলা ফাটাইয়া! গত মাসে যে সীতারাম ইয়েচুরি সোনিয়ারে কইলো--- মমতা ছাড়লে আমরা আছি আপনার সঙ্গে। তখন তো কন নাই যে মমতারে হারাইতে সিপিএম সত্তরের ফ্যাশিস্ত দ্‌ল কংগ্রেসের সঙ্গে হাত মিলাইতে রাজি!
  • Sibu | 66.102.14.1 | ১৮ মে ২০১০ ০৩:১৮447671

  • First row is computed as follows:

    HDI for the state on the column - HDI for WB 1981.

    Second row is computed as follows:

    HDI for the state on the column - HDI for WB 2001.

  • PT | 203.110.246.230 | ১৮ মে ২০১০ ০৭:৪২447672
  • @pi
    আমার পোস্টিংটা দেখেছেন আশা করি। আপনার জন্য এত কষ্ট করে রাত-দুপুরে অঙ্ক কষলাম -- এককাপ চা খাওয়ানোরও প্রস্তাব দিলেন না!!

    @RR
    কংগ্রেস কালে কালে ঠেকে শিখে আরো ধূর্ত হয়েছে। যদি সত্যি বদলাত তাহলে তার দলের আর্থ-সামাজিক নীতিতে তার প্রতিফলন হত। আর বাবরি-ধ্বংস ভারতের রাজনীতির প্রেক্ষাপটকেই বদলে দিয়েছে। সেখানে ৭০-এর বামেদের কট্টর কংগ্রেস-বিরোধিতার অবস্থান বদলানোটাই যুক্তিযুক্ত। সেই কারণে বিজেপি-কে ঠেকাতে কংগ্রেসকে সমর্থন দেওয়ার যুক্তিকে অস্বীকার করে লাভ নেই। তবে এই মুহূর্তে কংগ্রেসের বামেদের দরকার নেই, বোধহয় তৃণমূলকেও নেই। যাদব বন্ধুরা কেন্দ্রের সরকারকে পতনের হাত থেকে রক্ষা করার কথা ঘোষণা করে দিয়েছে।
  • nyara | 203.110.238.16 | ১৮ মে ২০১০ ০৮:১৪447673
  • পিটিবাবু অংকে অসম্ভব ভাল। ডেটার নর্মালাইজেশনের আস্থা নেই। আপাতত:। C N Rao ঠিকই বলেন।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ০৮:২৬447675
  • আরে পিটি বাবু, জনসংখ্যার হিসেব করে বাজেট অ্যালোকেশন ও তো হয়। স্কুল , শিক্ষক সেই সংখ্যা অনুযায়ী ই বাড়া উচিত। কেন্দ্র থেকে টাকা দেবার সময় জনসংখ্যা টা দেখা হয় না ? আর রাজ্যের জনসংখ্যা বেশি হলে তো ট্যাক্স ও বেশি হবে !

    এই অবস্থার জন্য ছাত্র শিক্ষকের এত খারাপ অনুপাত কতটা দায়ী, আর তার জন্য শিক্ষকদের পদের শূন্যটা কতটা দয়ী সেই হিসেবটা একটু দেখবেন ? নাকি, জনসংখ্যা বেশি বলে বেশি লোককে শিক্ষিত করা যায়নি আর তাই বেশি শিক্ষক নেই ? :)

    বিভিন্ন জনসংখ্যার রাজ্য বা দেশ ভিত্তিক তুলনা করার সময় এই জনসংখ্যা র ব্যাপারটা কোথাও নিশ্চয় নর্মালাইজ করা হয়।

    জনসংখ্যা বেশি বলে তো তালে বাই ডিফল্ট চীন আর ভারতের সর্বত্র সব শেষে নাম থাকা উচিত তালে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন