এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬২৫৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ০৮:৩৭447676
  • তাও তো এটার কথা আসেই নি এতক্ষণ।

    Educational Development Index in India :

    In 2005-06, Bengal ranked an abysmal 32 out of 35 states and union territories, with Arunachal Pradesh, Jharkhand and Bihar behind it. Arunachal has now swapped places with Bengal while Uttar Pradesh -- that ranked 31, just ahead of Bengal last year -- has hoisted itself up to 26 in the rankings.

    http://www.digitallearning.in/articles/article-details.asp?articleid=1723&typ=COVER%20STORY


    অ্যাবসোলিউট র‌্যাংকিং এর কথা ( মানে এই ৩২,৩৩/৩৬) নাহয় ছেড়েই দিলাম ( উত্তর দিতে আরো কষ্ট হবে বলে) , কিন্তু এই বছর বছর ক্রমে খারাপ হওয়া,সেটাও প্রতি বছর, কেবম প:বঙ্গেই জনসংখ্যা বাড়তে থাকার জন্য ?
  • pinaki | 38.110.19.235 | ১৮ মে ২০১০ ০৮:৪৪447677
  • নব্বই এর দশকের শেষ দিকে বাম সরকার স্কুলে ছাত্র শিক্ষক অনুপাত ৪০:১ থেকে ৮০:১ করে দেয়।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ০৮:৪৭447678
  • আর হ্যাঁ, আপনার ঐ আজগুবি অঙ্কের জন্য চা খাওয়াতে পারলাম না। ঠিকঠাক করলেও অবশ্য খাওয়াতাম না। কারণ আমি ঠিকঠাক চা বানতেই পারিনা।
  • nyara | 203.110.238.16 | ১৮ মে ২০১০ ০৮:৫০447679
  • একটি সাম্রাজ্যবাদী স্টাডি। আনন্দবাজার থেকে রেফারেন্স পেলাম। এবার পিটিবাবু অংক কষে বলে দেবেন পশ্চিমবঙ্গ কত ভাল।

    http://www.doingbusiness.org/subnational/exploreeconomies/India2009.aspx
  • PT | 203.110.246.230 | ১৮ মে ২০১০ ০৮:৫১447680
  • @pi
    আপনার সব প্রশ্নের উত্তর দেওয়ার মত যোগ্যতা আছে বলে আমি মনে করিনা। বিশেষত: এই সারণী তৈরির পদ্ধতি নিয়েই আমার কোন ধারণা নেই। কিন্তু ইতিহাস, ভূগোল সব বাদ দিয়ে মিজোরাম (৮৮৮,৫৭৩) আর উ:প:(১৬৬,১৯৭,৯২১) কে একই সারণীতে ফেলে তুলনা করা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে আমার সন্দেহ আছে। তবে জনসংখ্যা বাড়তে থাকলে একই কাজ আরো জটিল আকার ধারণ করে। সেটা একটা ক্লাশে ২০ জনের জায়গাতে ৪০ জন ছাত্র আসলে সমস্যা কতগুণ বাড়ে সেটা রোজ টের পাই। কেবলমাত্র টাকা দ্বিগুণ করে সেই সমস্যার সমাধান করা যায় না।
  • PT | 203.110.246.230 | ১৮ মে ২০১০ ০৮:৫৭447681
  • @nyara
    না না আমার কিছু বলার নেই। সিঙ্গুরে ব্যবসা করতে এসে বিরোধীদের হাতে ব্যবসায়ীদের কি হালৎ হয়েছে সেটা সারা বিশ্ব জানে।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ০৮:৫৯447683
  • সিপিএম এর অন্ধ বিরোধিতা করি বলে অভিযোগ তোলেন না ? এই বুরা মত দেখনার ধৃতরাষ্ট্রীয় স্নেহ ও কিন্তু ভাল জিনিশ না। সন্তানের ক্ষতি ই করে।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ০৯:০২447684
  • আরে, আবাপ র বুদ্ধ-বন্দনা নিয়ে কোনো বক্তব্য নাই আপনার ? নাকি , ঐ ফেসটাতেই ঠিক তারা বামপন্থাকে ঘৃণা করা ছেড়ে নিকৃষ্‌ট্‌তম পুঁজিবাদকে ঘৃণা করা শুরু করেছিল ? কমরেড টাটা লাল সেলাম বলে? :)
  • nyara | 203.110.238.16 | ১৮ মে ২০১০ ০৯:০৪447686
  • শুধু সিঙ্গুরের জন্যে কলকাতা ১৭ নম্বরে চলে গেল। এসবের জন্যে গভীর আংকিক অন্তর্দৃষ্টি থাকতে হয়। ২০০৮ সালের আগে নিশ্চয়ই কলকাতা ১ কি ২ নম্বরে ছিল। ধরে নিতেই পারি।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ০৯:০৬447687
  • বন্ধ কারখানা নিয়ে শুরু করবো ? নাকি আজকের জন্য ওভারডোজ হয়ে যাবে ? :)
  • Samik | 122.162.75.48 | ১৮ মে ২০১০ ০৯:৫৩447688
  • :-)

    একটা বন্ধ কারখানার খুব কাছেই আমার বাড়ি। আজ অবশ্য কারখানাটা খুলেছে। যাই হোক। পেছনে ফিরে তাকাতে নেই। :-)))
  • PT | 203.110.246.230 | ১৮ মে ২০১০ ১০:৩৭447689
  • এই টইতে যাঁরা লেখেন তাঁদের অনেকের মত চট-জলদি সিদ্ধান্তে পৌঁছোনোর ক্ষমতা আমার নেই। এটা সেন্টু নয় -- সত্যি। সেইজন্য ভেবে ভেবে কোনই উত্তর পাচ্ছি না যে বিসনেস ক্যাপিটাল মুম্বাই কেন ১১ নম্বরে আর আইটির স্বর্গরাজ্য ব্যাঙ্গালুরু কি করে ১৩-তে চলে এল। এবং এই ভু-ভারতে কি এমন ঘটল যে ব্যবসার অতি উপযুক্ত জায়গা বলে কথিত তামিলনাডু পাটনারও নিচে চলে গেল!! এইগুলো যদি কেউ একটু ব্যাখ্যা করে দেন তাহলে বাকিটা ভেবে দেখতে পারি। আমার মনে হয় যে ১৪৮ পাতার রিপোর্টটি না পড়ে এই বিষয়ে আর মন্তব্য না করাই ভাল।

    যেমন ধরুন:
    Where is it easier to start a business—and where not?
    পাটনা ২ নম্বরে আর লুরু ১৭ নম্বরে।

    Where is it easy to pay taxes—and where not?
    রাঁচি ৫ নম্বরে তামিলনাদু ১৭-এ

    Where is it easy to export and import—and where not?
    ভুবনেশ্বর ১নম্বরে আর গুরগাঁও ১৭-এ।

    Where is it easy to enforce a contract-and where not?

    পাটনা ২ নম্বরে আর মুম্বাই ১৭-তে।

    ইত্যাদি....
    ইত্যাদি....

    খানিক্ষন পড়ার পরে মনে হবে যে আর দু-এক বছরের মধ্যেই পাটনা ভারতের বিসনেস ক্যাপিটাল হতে চলেছে।

    আমার মনে হয়না যে এই রিপোর্টটি আমাদের পাতি রাজনৈতিক আলোচনাতে ব্যবহার করার জন্য তৈরি হয়েছে।
  • PT | 203.110.246.230 | ১৮ মে ২০১০ ১০:৪২447690
  • According to the latest Business Confidence Index (BCI) by industry body Associated Chambers of Commerce and Industry of India (ASSOCHAM), West Bengal has scored 6.5 on a scale of 10.

    The score, while indicative of the state government’s industry-friendliness, is at par with investment destination states such as Gujarat, Maharasthra, Karnataka, Andhra Pradesh, Rajasthan and Himachal Pradesh, according to the report.

    As per chamber estimates, West Bengal has received investments of up to Rs 5.3 lakh crore till September 2009 over a 12-year period which indicates the investors' confidence on the State, said D S Rawat, secretary general, ASSOCHAM while releasing the Survey.

    http://www.business-standard.com/india/news/west-bengal-backinvestment-radar-says-assocham-survey/392324/

  • nyara | 203.110.238.16 | ১৮ মে ২০১০ ১০:৪৫447691
  • হ্যাঁ, হ্যাঁ। ডিসকোয়ালেফায়েড, ডিসকোয়ালেফায়েড। যে রিপোর্টে পশ্চিমবঙ্গ ওপরদিকে আসে, এই রিপোর্টটা মোটেই সেইগুলোর মতন প্রাঞ্জল, জলবত্তরলম করে লেখা নয়; কিচ্ছু বোঝা যায় না।

    এখন থেকে যে সব রিপোর্টে প্রথম পাঁচ র‌্যাংকিং-এ পশ্চিমবঙ্গ নেই, সেগুলো ডিসকোয়ালেফায়েড। সেগুলো রেফার করলে পোস্টগুলোও ডিসকোয়ালেফায়েড।
  • PT | 203.110.246.230 | ১৮ মে ২০১০ ১০:৪৭447693
  • এইবারে কে যেন সেন্টু দিতে শুরু করেছেন.....
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১০:৫৬447694
  • NREGA , বিদ্যুত, শিক্ষা এগুলো নিয়ে একটাও জবাব দিতে না পেরে এবার শিল্প টানলেন ? তা বেশ। এ নিয়েও আসা যাবে :)

    তবে , মনে থাকে যেন, ওগুলোর কোনো জবাব দিতে পারেন নি। আর আবাপ র বুদ্ধ ভজনার ও না। :)
  • Ishan | 122.163.79.55 | ১৮ মে ২০১০ ১০:৫৭447695
  • পিটির জন্য কোচ্চেনগুলো আরেকবার লিস্টি করে দিই। পুরো কোচ্চেন লিখছিনা, ছোটো করে বলছি।

    ১। বাবরি মসজিদের পর যারা বিজেপিকে ভোট দিয়েছিল তাদের সম্পর্কে উচ্চ ধারণা পোষণ করেন না। কিন্তু সিপিএমকে ভোট দেয় (দিত) বলে পশ্চিমবঙ্গের জনতা খুব ভালো (ছাগল নয়)।

    উত্তর নাই।

    ২। মাথাপিছু বিদ্যুতে প:ব: কেন পিছিয়ে?

    উত্তর নাই।

    ৩। লিটারেসি রেটে প:ব: কেন পিছিয়ে?

    উত্তর নাই।

    ৪। NREGEA তে কেন পিছিয়ে?

    উত্তর নাই।

    ৫। নেট স্লেটে কেন পিছিয়ে?

    প:ব: তে অনেক কম লোক আইটি দেয় বলে। (এই টা অপূর্ব)।

    ......

    স্টেপ জাম্প করে এখন উনি পড়েছেন বিজনেস নিয়ে। :)
  • Ishan | 122.163.79.55 | ১৮ মে ২০১০ ১০:৫৯447697
  • রাইট রাইট।

    ৬। আবাপ মমতার পক্ষে বললে সাম্রাজ্যবাদের দালাল হয়, কিন্তু বুদ্ধবাবুর স্তুতিতে ফাটিয়ে দিলে প্রগতিশীল হয়ে ওঠে কোন মন্ত্রবলে?

    হ্যায় কোই জবাব? :)
  • nyara | 203.110.238.16 | ১৮ মে ২০১০ ১১:০১447698
  • সবগুলোর কয়েকটা সাধারণ কারণ আছে -

    ১। দিল্লিতে বিপ্লব হয়না বলে
    ২। কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণের জন্যে
    ৩। মাশুল সমীকরণ নীতির জন্যে
    ৪। গ্রামোন্ননয়নে ব্যস্ত ছিলাম বলে
    ৫। অপারেশন বর্গা
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১১:১১447699
  • আরো আরো !
    ৭) এলিমেন্টারি এডুএকেশনে এত পিছিয়ে কেন ?

    ক)ছাত্র শিক্ষক অনুপার দেশে তিন নং ওয়ার্স্ট
    খ) প্রাইমারি থেকে সেকেন্ডারি তে ড্রপ রেট অন্য রাজ্য থেকে অনেক বেশি
    গ) স্কুল সংখ্যা অনেক কম। সবচে শেষ দুই য়ে।
    ঘ) পড়ার কোয়ালিটি সংক্রান্ত আরো তথ্য আছে, যেগুলো এখন ও দি নাই। সেখানেও পিছিয়ে।

    সব মিলিয়ে এডুকেশন ইন্ডেক্স =৩৩/৩৬ , এই র‌্যাংক ও আবার বছর বছর পিছোচ্ছে।
  • PT | 203.110.243.21 | ১৮ মে ২০১০ ১১:২৩447700
  • বন্ধুগণ ----

    এত ক্ষিপ্ত হওয়ার কোন কারণ নেই। আমি বামফ্রন্টের ওকালতি করার জন্য এখানে বসে নেই। শুধু যাঁরা পুর্ব নির্ধারিত সিদ্ধান্তের সঙ্গে ''ফিট'' করার মত করে সংখ্যা তত্ব বাছেন তাঁদের সঙ্গে তক্ক করি। তার ওপরে আপনারা অনেকে মিলে প্রশ্ন করে যাচ্ছেন -- আমি প্রায় একা অভিমন্যু। কাজেই সময় লাগবে। আর বিশ্বাস করুন আমি আপনাদের মত সংখ্যা দেখেই সিদ্ধান্তে পৌঁছতে পারিনা। অঙ্কে খারাপ ছিলাম বলে অরগানিক কেমিস্ট্রি পড়েছিলাম।

    আবাপ এবং বুদ্ধবাবু প্রসঙ্গে আমি একটি পোস্টিংও লিখিনি। এই প্রথম লিখছি। ""অমুকে ভাল কিন্তু তার দল খারাপ"" এই ধরণের সাংবাদিকতা আবাপ নতুন করেনি। আবাপ বুদ্ধবাবুকে প্রশংসা করাতে আমি কোন দিনই আপ্লুত হইনি।

    লিটারেসি রেট প্রসঙ্গে আমার ব্যাখ্যা দিয়েছি --Date:17 May 2010 -- 11:42 PM -- পড়ে নেবেন। আমার ব্যাখ্যা আপনাদের পছন্দ না হলে আমার করার কিছু নেই।

    বিজেপিকে যারা ভোট দেয় তাদেরকে আমি সত্যি ছাগল মনে করি। অন্য কিছু লিখে আপনাদের সুখী করতে পারলাম না বলে দু:খিত। অন্য কোন দলের ভোটারদের আপনারাও ছাগল কিংবা অন্য কিছু মনে করতে পারেন। কার সিদ্ধান্ত ঠিক সেটা বুঝতে অনেক সময় লাগবে। যেমন হিটলারকে যারা নির্বাচিত করেছিল তারা একটা বিশ্বমহাযুদ্ধের মধ্যে দিয়ে গিয়ে তাদের ভুল বুঝতে পেরেছিল।

    NREGEA আর নেট-স্লেটের সুতোগুলো আরেকবার দিলে দেখব।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১১:২৮447701
  • NREGA , প্রাইমারি এডুকেশন সব এ সুতোয় আছে।

    আর বুদ্ধবাবুর ঐ শিল্পনীতি তো দলের শিল্পনীতি ছিলো বলেই জানতাম। সবাই তাই জানেন বলেই জানি। :)
    তা, 'নিকৃষ্টতম পুঁজিবাদের সমর্থক' যদি তারা তখন ও থেকে থকে, তার মানে, সিপিএমের শিল্পনীতি ও 'নিকৃষ্টতম পুঁজিবাদের সমর্থক' । এটা মেনে নিচ্ছেন তো ? :)
  • Sibu | 70.7.225.56 | ১৮ মে ২০১০ ১১:৪০447702
  • ধুস্‌স্‌স্‌, যত্ত সব ভাটের ভাট। মমতাকে দিয়ে কি আর হবে? আসুন আমরা মোদীকে ডেকে আনি। আর সিঙ্গুরের জমিতে এনআরআই-দের জন্য ফ্ল্যাট বাড়ী বানাই।
  • PT | 203.110.243.21 | ১৮ মে ২০১০ ১১:৪১447703
  • @pi
    আপনি খুব একটা খবরের কাগজ-টাগজ পড়েন বলে মনে হয়না। বেশ কিছুদিন আগে বুদ্ধবাবু নিজেই বলেছিলেন যে তিনি এই কাঠামোর মধ্যে বসে সাম্যবাদী অর্থনীতি করতে পারছেন না বলে পুঁজিবাদী অর্থনীতি অনুসরন করছেন। আপনি যদি পুঁজিবাদের সমর্থক হন তাহলে তো আপনার আনন্দিত হওয়ার কথা। এমন হতেই পারে যে পুঁজিবাদি রাস্তা অনুসরণ করতে গিয়েই বামফ্রন্ট তার বিপদ ডেকে এনেছে। তাহলে চট-জলদি সিদ্ধান্ত এই যে -- সাম্যবাদই একমাত্র রাস্তা.....

    @Ishan
    আমার মত আপনার পছন্দ না হলেও আমার পোস্টিংগুলো পড়ে তারপরে আবার প্রশ্ন করুন। নেট-স্লেটের উত্তরে IITJEE-র সংখ্যাতত্ব দিইনি। আর স্টেপ জাম্প করে বিজে্‌নস নিয়ে পড়িনি। ব্যবসা প্রসঙ্গে pi-যে তথ্য দিয়েছিলেন তার উত্তরে অ্যাসকম-কে কোট করেছি।
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১১:৪৭447704
  • বিজানেস নিয়ে আমি আবার কি ডেটা দিলাম ?

    আর, আমি খবরের কাগজ পড়বো না ক্যানো !
    ঐজন্য ই তো আপনাকে এটা পড়তে বল্লাম, আপনার আবাপ নিয়ে মন্তব্যের পর।

    আবার পড়ে জানাবেন, কেমন ? :)

    http://www.guruchandali.com/?portletId=20&porletPage=1&pid=wpgc:///2009/06/14/1244956200000.html

    আবাপ র এই সময়ের এই লেখাগুলো আপনি সমর্থন করেন কিনা ?
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১১:৪৮447705
  • SB, হিন্দমোটরে র ফেলে রাখা জমিতে যেন কোন রোয়েল এস্টেট সেজ হচ্ছে ?
    হিন্দমোটর নিয়ে ডিটেইলস এ যাবো ? :)
  • Sibu | 70.7.225.56 | ১৮ মে ২০১০ ১১:৪৯447706
  • আমি একটা অন্য পোশ্নো নিয়ে খুব ভাবছি। চাষীর অমতে জমি অধিগ্রহন যদি অন্যায় হয়, তাহলে সেই অধিগৃহীত জমিতে তৈরী ফ্ল্যাটবাড়ীতে ফ্ল্যাট কেনা কি ন্যায়?
  • pi | 72.83.210.50 | ১৮ মে ২০১০ ১১:৫৬447708
  • আমি আসলে আবার অন্য একটা পোশ্নো নিয়ে খুব ভাবছি।
    পস্কো, কলিঙ্গনগরের অধিগ্রহণ যদি অন্যায় হয় তো সিঙ্গুর নন্দীগ্রামের অধিগ্রহণ চেষ্টা কেন অন্যায় ছিল না ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন