এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬৩৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 115.184.105.213 | ১৭ মে ২০১০ ১০:৩০447576
  • তারও বিরোধীতা করতে হবে। যেমন আমি এই টইতে করেছি। ক্ষমতায় নেই আবার কি? দিব্যি তো কেন্দ্রে ক্ষমতার সাথে আছেন। তৃনমূল-সিপিএম বাদ দিয়ে জোট। বলেছি তো।

    কাকে কে কখন মঞ্চে ডাকবে। মাথার দিব্যি দিয়ে বলতে পারবেন তো? কখন কংগ্রেস প্রগতিশীল হবে, কখন বিজেপি স্বৈরতন্ত্রবিরোধী বন্ধু হবে..... ?? কখন মুসলীম লীগ ""মুসলমান জাতির"" আত্মনিয়ন্ত্রনের প্রবক্তা হবে, কখন মায়াবতী দলিতের প্রধানমন্ত্রী হয়ে উঠবেন? কখন জয়লালিতা তামিল মানুষের আশা-আকঙ্খার প্রতীক হবেন, কখন চন্দ্রবাবু প্রগতিশীল থেকে সাম্প্রদায়িক হয়ে আবার প্রগতিশীল বনে যাবেন!!!
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ১০:৪৯447577
  • মনে হচ্ছে কারো কারো চাঁদে বা মঙ্গল গ্রহে গিয়ে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে শুরুর থেকে শুরু করতে হবে।
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ১০:৫৯447578
  • প:বঙ্গে তৃণ-সিপিএম বাদ দিয়ে জোট -- অর্থাৎ কং-সুসি-মাও-ফব-আরেসপি ইত্যাদির জোট। তখন কেন্দ্রে কে রে? কংগ্রেস কি এখনো যথেষ্ট উদ্ধত হয়েছে -- তাহলে তাদের বাদ দিয়ে বিজেপি-তৃণ-বাইরে থেকে সিপিএমের সাপোর্ট? আর যদি কং যথেষ্ট উদ্ধত না হয়ে থাকে তাহলে কং-ই থাকবে -- মানে যারা ৬২ বছরের মধ্যে ৫৫ বছর ধরে জনগণের উন্নতির জন্য প্রকৃত জনমুখী আর্থ-সামাজিক অবস্থা তৈরি করে রেখেছে!!
  • SC | 67.186.56.191 | ১৭ মে ২০১০ ১১:২৩447579
  • রুচি নিয়ে আলোচনার অনেক জায়গাতেই বেশ মধ্যবিত্ত ভদ্রলোক গন্ধ পাই।
    এখানে অবশ্যই একটা ধোঁয়াশা রয়ে গেছে যে রুচি মানে কি? সেটা কেউই ঠিক ডিফাইন করেননি আলোচনায়।
    সুদীপকে নিয়ে অনেক কথা হয়েছে। শ্রদ্ধেয় এক সাংসদকে "মাদার..." বলেছেন বলে খবরে পড়লাম।

    প্রশ্ন হচ্ছে এমন তো নয়, যে জীবনে প্রথমবার কাউকে এরকম ভাষা ব্যবহার করতে শুনলাম।অছোটবেলায় বস্তির ছেলেদের মুখে খুব রুচিবান ভাষা শুনেছি বলে তো মনে পড়ে না, বড়বেলায় ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে অনেক ভদ্রঘরের ছেলের মুখেও দিন রাত এই একই ভাষা শুনেছি।

    আমার কাছে এই ভাষার ব্যবহার নিন্দনীয়, কারণ সেক্সিস্ট।

    কিন্তু জানতে ইচ্ছে করে যে যে স্বল্পশিক্ষিত নিম্নবিত্ত পরিবার থেকে যদি আমাদের নেতারা উঠে আসেন, তাহলে তাদের ভাষা ইত্যাদি দিয়ে তাদের রুচিকে "জাজ" করা কি একটা মধ্যবিত্ত অবসেসন হয়ে যাচ্ছে না?
    বস্তি থেকে উঠে আসা রাজনীতির লোকের কাছে কি আশা করব, পরিচ্ছন্ন ভাষা? আর না পেলে তাকে রুচিহীন বলে সাইডলাইন করলে সামনে কারা আসবে, শুধুই এলিট কলেজে পড়া ভদ্রলোক? সেটা কি ডেমোক্‌র্‌যাসি হবে?

    শুনেছি নেহেরু লোহিয়াকে মেঠো হিন্দীতে পার্লামেন্টে বক্তৃতা করতে বারণ করেছিলেন। এই নিয়ে নেহরু এলিটিস্ট বলে সোশালিস্টদের কাছ থেকে প্রচুর গাল খান।
  • bokachoda sadharan manush | 69.175.35.66 | ১৭ মে ২০১০ ১১:২৭447580
  • খান্‌কির ছেলে সিপিএম, নাকি, গুদমারানি তৃণমূল - কাদের বাছব পাঁচ বছর আমাদের গাঁড় মারবার জন্য। তেত্রিশ বছর সিপিএম মেরেছে, ওরা খারাপ মারে নি। কিন্তু, তৃণমূল ও ভালই মারবে।
  • SC | 67.186.56.191 | ১৭ মে ২০১০ ১১:২৮447581
  • প্রসঙ্গত বলে রাখি, সুদীপবাবুর ডিফেন্স দেওয়াটা উদ্দেশ্য নয়। শ্রদ্ধেয় শ্রী বিনয় কোঙ্গারের কথাতেও সেই বর্ধমানের মেঠো গন্ধ, এবং বহু সমালোচনা করেছেন পকাবুরা। তাই পার্টিলাইন নির্বিশেষেই মনেহয় আমার প্রশ্নটা
  • Ishan | 125.18.17.16 | ১৭ মে ২০১০ ১১:৪৬447582
  • সুদীপের কথা টিভিতে দেখিয়েছে। অনেকবার। উনি ঐ শব্দটা বলেননি। চোপ চোপ বলেছেন কবার।

    কিন্তু তারপরে ভদ্রলোক বাইরে বেরিয়ে টিভির সামনে যা বললেন। উফ। থ্রোয়িং এর সঙ্গে পাড়ার জগাই মস্তানের কোনো তফাত খুঁজে পেলাম না।
  • SB | 114.31.249.105 | ১৭ মে ২০১০ ১১:৪৮447583
  • কালকে তারানন্দে সুমন তৃণমূলের ইয়ে মারলো।
  • . | 125.18.104.1 | ১৭ মে ২০১০ ১১:৫৩447584
  • রুচি নিয়ে মধ্যবিত্ত অবসেশনের বিরুদ্ধে এবং গণতন্ত্রের সপক্ষে দাঁড়িয়ে স্বচ্ছন্দে গাঁড় শব্দটি ব্যবহার করতে পারেন। :-P
  • SB | 114.31.249.105 | ১৭ মে ২০১০ ১১:৫৬447586
  • কিছুটা অন্তত ম্যঙ্গো জনতার কল্পনার ওপর ছেড়ে দেওয়াটা গণতান্ত্রিক রুচিসম্মত নয় বলছেন? :P
  • Ishan | 125.18.17.16 | ১৭ মে ২০১০ ১১:৫৯447587
  • যাউগ্গা। আদার কারবারে ফিরে আসি। কে যেন বললেন, জল এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন ঘটনা। আমার আবাসনে কোনো কারণে ওটা হচ্ছে। ঐ এলাকাতেই অন্য জায়গায় এসব হয়না। আর আমি খামোখা বামফ্রন্টের ঘাড়ে দোষ চাপাচ্ছি।

    ছোট্টো করে বলে দিই। বিদ্যুতের অবস্থাটা রাজ্যজুড়েই শোচনীয়। আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। যদিও বলতে নেই, এই শনি-রোব্বার তুলনায় ভালো ছিল। :)

    জলের অবস্থা রাজ্যজুড়ে কেমন জানিনা। তবে রাজারহাট নিউটাউনে খুব খারাপ।

    এই নিয়ে বড়ো উন্নততর আবাসনগুলোতে অবশ্য কোনো কমপ্লেন শুনতে পাবেন না। আগেও বলেছি, আবারও বলছি, তার কৃতিত্ব বামফ্রন্ট সরকারের না। প্রতিটি উন্নততর আবাসনে এখন জেনারেটর আর ডিপ টিউবওয়েল মাস্ট। (সরকার কিকরে অবশ্য তার পারমিশন দেয় জানিনা।) ফলে উন্নততর আবাসনগুলিতে জল এবং বিদ্যুৎ নিয়ে কোনো কমপ্লেনই শুনতে পাবেন না। যাদের এই "উন্নততর' "বিকল্প' ব্যবস্থা নেই, তারাই চিল্লাবে। চিল্লায়।

    আমি এখন ভুগছি বলে চিল্লাচ্ছি। আমাদের আবাসনেও এখন ডিপ টিউবওয়েল বসছে। আর কদিন পরে আমিও চিল্লাবোনা। উন্নততর বামফ্রন্টের আমলে উন্নততর বিকল্প ব্যবস্থায় সুখে বসবাস করব।

    তার বাইরে যে লোকগুলি রইল, তাদের নিয়ে আর কি যায় আসে বলুন। :)
  • Arijit | 61.95.144.122 | ১৭ মে ২০১০ ১২:১৬447588
  • সকালের দুধ আনতে গেছি।

    গলির মোড় থেকে সিপিএমের পতাকা নিয়ে কয়েকজন বেরলো - রাস্তার ধারে ধারে পতাকা লাগাবে। ঠিক সেই সময় পাশের একটা দোকান থেকে আরেকটা ছেলে (উঠতি তিনোমূল নেতা) বেরিয়ে এসে উল্টোদিকের দোকানের বৌদিকে কর্পোরেশনের লোকেদের কিভাবে রাস্তা পরিস্কার করা উচিত সেই সংক্রান্ত উপদেশ দিতে শুরু করলো। বেশ জোরে জোরেই, চোখটা ওই পতাকা লাগানো ছেলেগুলোর দিকে রেখে - এই কর্পোরেশনের লোকগুলো কোনো কাজের নয়, বৌদি তোমার বলা উচিত - কেন বলবে না, এটা তো অধিকার...ইত্যাদি। পতাকা লাগানো শেষ হতেই ওরা ক্লাবঘরে ঢুকে গেলো, আর বক্তৃতাকারী ছেলেটাও সোজা পিছন ফিরে দোকানের মধ্যে:-)
  • SB | 114.31.249.105 | ১৭ মে ২০১০ ১২:৪১447589
  • ইশান কদিন আগে আবপ'র (:P) কি একটা লিং দিয়ে leftfrontwb.in এ দেওয়া তথ্য ভূল প্রমাণ করার একটা চেষ্টা করলেন মনে হোল, কিন্তু ওই তথ্য কিভাবে ভুল প্রমানিত হোল সেটা বুঝলাম না :(

    তথ্য ভূল প্রমানিত করতে হলে পাল্টা তথ্য দেওয়াটাই গণতান্ত্রিক রুচিসম্মত নয় কি? ;-)
  • arindam | 121.242.12.24 | ১৭ মে ২০১০ ১২:৪৮447590
  • অরিজিত
    বনফুলের পরে এত ভাল অণু গল্প বা পরমাণু গল্প আর পড়িনি
    :)
  • . | 125.18.104.1 | ১৭ মে ২০১০ ১২:৫০447591
  • লোকসভা এলে লোকসভায় কাকে ভোট দেওয়া উচিত ভাবা যাবে না হয়। গুড। ঠিক আছে। ;-)

    কিন্তু এই মাসের পৌরসভা নির্বাচনে যে পৌরসভাগুলো কংগ্রেস বা তৃণমূলের দখলে সেগুলোতে কাকে ভোট দেওয়া উচিত?
  • Ishan | 125.18.17.16 | ১৭ মে ২০১০ ১৩:০৯447593
  • ভুল প্রমাণ করার চেষ্টা করিনি তো। বললাম কর্পোরেশন নিকাশি ব্যবস্থা নিয়ে পোচ্চুর কাজ করেছে। তাতেও বিষ্টি এলেই কলকাতা জলে ভাসে। কাজের প্রমাণ। :)

    একই ভাবে বিদ্যুৎ হিয়েও হেব্বি কাজ করেছে, কিন্তু তাতেও সব অন্ধকার।

    একই ভাবে ...

  • Rajdeep | 202.79.203.59 | ১৭ মে ২০১০ ১৩:১২447594
  • কাঁথি পৌরসভায় একটি দল বলাটা ভুল হবে .... একটি পরিবার ক্ষমতায় আছে গত ৩৫ বছর, বাবা - মেজছেলে- ছোট ছেলে - এইরূপ

    পকারা অবশ্যই তেনাদেরি ভোট দিতে বলবেন এই যুক্তিতে যে বৃহত্তর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ঐ অধিকারী পরিবারতন্ত্রের গুরুত্বপূর্ণ ভুমিকার জন্য ;-)
  • Ishan | 125.18.17.16 | ১৭ মে ২০১০ ১৩:১৫447595
  • এ নিয়ে কোনো সন্দেহ নেই তো, যে, আগামী বিধানসভায় ২৩০ টা বামফ্রন্টের সিট বিরোধীদের আর ৩৫ টা বিরোধী সিট সিপিএমের পাওয়া উচিত। টোটাল পরিবর্তন। :)
  • Arijit | 61.95.144.122 | ১৭ মে ২০১০ ১৩:১৯447597
  • কলকাতা লন্ডন হবে কি - লন্ডন হতে গিয়েই তো এই হাল। বিষ্টি এলে কলকাতা কেন ভাসে তাজ্জন্যে আবাপ এবং টেলিগ্রাফ লন্ডনকে দোষ দিয়েছিলো। এটাও বলেছিলো গোটা কলকাতা খুঁড়ে তলার সিউয়েজ না বদলালে সমস্যা যাবার নয়। আর এই লন্ডনের নদ্দমা যে এই প্রথম পোস্কার হল সেটাও টেলিগ্রাফের বক্তব্য।

    অবিশ্যি হাতুড়ে ডাক্তাররা কখনোই কারণ খোঁজেন না। টোট্‌কা দিয়েই খালাস। রেজিস্টার্ড নন কিনা...চাঁটিবাটি গুটিয়ে অন্য ছাতার তলায় ঢুকতে সেকেন্ডখানেকও লাগে না;-)
  • Ishan | 125.18.17.16 | ১৭ মে ২০১০ ১৩:২২447598
  • হ্যা:। ইশতেহারে গত ৩০ বছর ধরে এই কথা লেখা হচ্ছে। এখন লেখা হয় "কলিকাতার নিকাশি ব্যবস্থা ১০০ বছরের পুরোনো'। কিন্তু কমরেডরা ভুলে যান, যখন ইনিংস শুরু করেছিলেন, তখন ১০০ নয়, ওটা সত্তর বছরের পুরোনো ছিল। ৩০ বছর ধরে এত্তো কাজ এত্তো কাজ করেছেন, যে, সেই তিরিশ বছর আগের ঢেয়ো ঢাকনা এখনও শুনিয়ে যাচ্ছেন, আর অনুগত অনুচরবৃন্দ তালে তালে জল কি উঁচু বাবা জল কিউঁচু বলে সঙ্গত দিচ্ছেন। :)
  • Arijit | 61.95.144.122 | ১৭ মে ২০১০ ১৩:২৫447599
  • হচ্ছে বুঝি? তা হবে। সেই জন্যেই এদ্দিনে (মানে এই ২০১০-এ) বেদেও সেটা স্বীকার করা হল।
  • SB | 114.31.249.105 | ১৭ মে ২০১০ ১৩:২৭447600
  • প্রথম তিন দশকে গ্রামের দিকে নজর দেওয়া হয়েছিল, সিঙ্গুরে ১০ ফশলা (বিখ্যাত নাট্যকর্মী উবাচ) জমি না হলে হোল কি করে? :)
  • PT | 203.110.247.221 | ১৭ মে ২০১০ ১৩:২৮447601
  • মুম্বাই শহরটাও গত তিরিশ বছর বামফ্রন্টের শাসনাধীন ছিল বলে বৃষ্টি হলে রেললাইনও ডুবে যায়!!
  • . | 125.18.104.1 | ১৭ মে ২০১০ ১৩:৩৩447602
  • দশ নয়, বাইশ। বাইশ। ("বর্ষপূর্তি নয়, ভরসাফূর্তি"-র টোনে) :-P
  • Arijit | 61.95.144.122 | ১৭ মে ২০১০ ১৩:৩৪447603
  • ১০ না। ২২।

    এবং সেটা সত্যি বলে মেনে নেওয়াই দস্তুর। কারণ নতুন নিয়মে সবাই সব ব্যাপারে বিশেষজ্ঞ;-)
  • arindam | 121.242.12.24 | ১৭ মে ২০১০ ১৩:৪৫447604
  • কত বৃষ্টিতে কতটা জল জমবে - বিকাশ দাদার বই আছে। পড়ে নেবেন।।।
    কলকাতার রাস্তায় সব তৃণমূলী পাগল ওরা ইচ্ছে করে ম্যানহোলে পড়ে যায়।
    সিপিএমের ক্যাডররা সব জানে। গণশক্তি, আসলে একটা এনসাইক্লোপিডিয়া।
    গণশক্তি পড়লেই সব জানা হয়ে যায়...

  • SB | 114.31.249.105 | ১৭ মে ২০১০ ১৩:৪৭447605
  • বাইশ???!!!! ক্ষি ক্ষান্ড!!! :-)))))
  • Arijit | 61.95.144.122 | ১৭ মে ২০১০ ১৩:৫১447606
  • তোমরা অঙ্কই জানো না। কেন বাইশ সেটা বুঝবে কি করে?
  • Ishan | 125.18.17.16 | ১৭ মে ২০১০ ১৩:৫২447608
  • আহারে। তিরিশ বছর ধরে গ্রামে এত কাজ করেছেন, এত কাজ করেছেন, যে, শহরের দিকে নজর দিতেই পারেননি। শহর থেকে দলে দলে কমরেড সব্বাই গ্রামে গিয়ে পড়ে থেকেছেন। প্রোমোটারি শিল্পটার বিকাশ তাহলে কারা করল কে জানে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন