এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬৫৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajdeep | 202.79.203.59 | ১৪ মে ২০১০ ১৬:৪০448114
  • যাউগ্গা কাটান দিই ! ফালতো আড্ডা বরবাদ করে দিয়ে লাভ নেই
  • Ishan | 125.18.17.16 | ১৪ মে ২০১০ ১৬:৪১448115
  • ওগুলো নতুন কিছু নয়। অ্যাদ্দিন যাঁরা সিপিএম করেছেন তাঁদের শোনা অভ্যেস নেই। আমাদের সিপিএম রাজত্বেই শোনা অভ্যেস আছে।
  • Arijit | 61.95.144.122 | ১৪ মে ২০১০ ১৬:৪৭448116
  • গ্রেট। এগুলোকে ডিফেন্ড করতে করতে এর পর পরিবত্তনপন্থীরা কতদূর যায় সেটা দেখার ইচ্ছে রইলো।
  • Ishan | 125.18.17.16 | ১৪ মে ২০১০ ১৬:৫০448117
  • ডিফেন্ড? নানা ডিফেন্ড কে করেছে? কালকে এরা তো আমাকেই ক্যালাতে আসতে পারে।

    কিন্তু এটাও ফ্যাক্ট, যে, পাড়ায় নতুন গেলে স্টোনচিপস/বালি/সিমেন্ট আমাদের নেবেন, দশ হাজার টাকা চাঁদা দেবেন থেকে শুরু করে অনেক হুমকির মধ্যে লোককে এমনিই বাস করতে হয়। এখনই। সেটাই স্টেট করছিলাম।
  • Arijit | 61.95.144.122 | ১৪ মে ২০১০ ১৬:৫৭448118
  • জানি, এটাও জানি যে সেখানে কেউ একচেটিয়া নয়। তার প্রমাণও আছে - অভিজ্ঞতা থেকে।

    সিপিএম ভোটের প্রচারে ওয়ার্ডে গিয়ে বলে আসছে যে এই ওয়ার্ডে জল দেওয়া হবে না - এটা মনে হয় প্রতিদিনও লিখতে পারবে না। মুশকিল হল আমাদের বঙ্গীয় ম্যাঙ্গো-পাবলিক তো - নইলে ওই প্রচারের পর তৃণমূলের একটাও ভোট পাওয়ার কথা নয়। অন্যান্য যে কোনো দেশে তো বটেই, ইভেন ভারতের অন্য অনেক রাজ্যেই এটা পলিটিক্যাল সুইসাইড হত। এখানে হবে না। লোকসভায় সুদীপের ব্যবহার দেখলে ধারণাটা আরো পোক্ত হয়। পরিবত্তনপন্থীরা এখনো সেটা নিয়ে মুখ ফুটে কিছু বলতে পারেননি। যদিও হাই চান্স আছে কেউ কেউ খুব শিগ্গিরি ওই কার হোটেল বিল টিল নিয়ে যেমন ডিফেন্ড করতে নেমেছিলেন তেম্নি নেমে পড়বেন।
  • Ishan | 125.18.17.16 | ১৪ মে ২০১০ ১৬:৫৯448119
  • সুদীপটা টোটাল জালি। দেখলেই গা চিড়বিড় করে।

    তাও বুদ্ধবাবু -১। :)

    না: শরীলটা ভালো নেই। বাড়ি যাই।
  • aka | 168.26.215.13 | ১৪ মে ২০১০ ১৮:২৪448120
  • বিলেতে 'ঔদ্ধত্য হঠানোর' ধুয়ো তুলে ভোট হয় না, কারণ বিদেশে এইরকম ঔদ্ধত্যই দেখা যায় না। কারণ না থাকিলে কার্য্যও নাই। সিম্পুল।
  • Du | 65.124.26.7 | ১৪ মে ২০১০ ১৯:৩৮448121
  • আকা, পরের ঔদ্ধত্বটার দুদিকে কোট দিতে ভুলে গেছ :)
  • PT | 203.110.247.221 | ১৪ মে ২০১০ ১৯:৪৯448122
  • বালি, স্টোনচিপস জোর করে গছানোর জন্য সরকারী পক্ষের বেকারের প্রয়োজন নেই, মা-মাটি-মানুষ পক্ষীয় বেকারেরা দিদি ক্ষমতাতে আসার বহু আগেই আমাকে ঐসব গছিয়েছে।
  • SB | 114.31.249.105 | ১৪ মে ২০১০ ২০:১৭447520
  • ঈশানের পোস্ট দেখে পোস্নো পেল, "সুদীপটা টোটাল জালি" - তা উনি কি রাবীন্দ্রিক জালি না অরাবীন্দ্রিক জালি?
  • arindam | 59.93.203.19 | ১৪ মে ২০১০ ২১:৫৮447522
  • KMCএর ভোটে বিকাশ চাই কিন্তু সঙ্গে রঞ্জনের দরকার নেই।
    এখন আর অপদার্থ বলে কেউ কাউকে গাল দেয়না, বলে তুই একটা বু ভ। ব্যস্‌ লোকে বুঝে যায়।
    সিপিএম এত বোকা নয় প্রচারে গিয়ে বলবে জল দেব না, ওরা কাজে করে দেখায়।
  • Du | 65.124.26.7 | ১৪ মে ২০১০ ২২:১২447523
  • না না রঞ্জনটা শিলিগুড়ি থেকে নিয়ে আসবো।
  • Arpan | 122.252.231.10 | ১৪ মে ২০১০ ২২:২০447524
  • বিকাশটা একটু পরে হলেও চলবে, আগে নিকাশ চাই। :-)
  • Arpan | 122.252.231.10 | ১৪ মে ২০১০ ২২:৫৩447525
  • শিলিগুড়ি মডেলটা এই বাজারে আবার কাজে লেগে যেতেই পারে। ইউপিএ-১ সরকারকে বাইরে থেকে সমর্থন দেবার মডেল। পুরভোট, কাজেই পরমাণু নীতির বালাই না থাকলেও চলবে!
  • bb | 117.195.161.97 | ১৪ মে ২০১০ ২৩:১৬447526
  • arindam বাবু ক্ষমতারও দরকার নেই মমতা হলেই চলবে কি বলেন :)
  • arindam | 59.93.195.193 | ১৫ মে ২০১০ ০৭:১৪447527
  • bb
    মমতা হলে চলবে না চলবে না, ক্ষমতায় না আসলে বোঝা যাবেনা, ঠিক যেরকম চেয়ারে বসার পরই বোঝা গেল বু ভ একটি অচল মাল।
  • Sibu | 174.145.147.241 | ১৫ মে ২০১০ ১০:০৩447528
  • বুভ তো চলবেই না। এমন অভদ্র লোক যে একবার মঞ্চে বসতেও ডাকে না। সেদিকে দেখুন তো মমতাকে। মঞ্চে তো বসালই, আবার বক্তৃতাও করতে দিল। বলা যায় না, মায়ের দয়া হলে আবার গোটা কতক পঞ্চাশ হাজারী মনসবও তৈরী হতে পারে। তেমন হলে কি আর তার দু-একটা এদিকে আসবে না।

    কি বললেন? মা বিদ্যুত দিতে পারবেন কি না? হু কেয়ারস। মায়ের দয়াতে বক্তিমে মারাই, কাগজে বিবৃতি ছাপাই। এসব ছেঁড়া কথা বললে সুদীপের দলবল লেলিয়ে দেব, তখন দেখবি শা...
  • PT | 203.110.246.230 | ১৫ মে ২০১০ ১০:১২447529
  • মমতা যে অচল তা তিনি নিজেই প্রমাণ করে ছেড়েছেন -- ক্ষমতায় আসার আগেই। কেননা একজন রাজনীতিবিদকে তাঁর প্রতিশ্রুতি এবং এবং সেই প্রতিশ্রুতি পালনের ক্ষমতা/অক্ষমতার মাধ্যমে বিচার করতে হবে। মমতা কালকে প্রকাশ্য জনসভাতে বলেছেন যে তিনি কলকাতাকে লন্ডণ বানিয়ে দেবেন। কলকাতাকে যেহেতু মমতার জীবতকালে লন্ডণ বানানো যাবেনা তাই মমতা পরীক্ষা শুরুর আগেই ডাঁহা ফেল!! সেই ভাবে দীঘা-গোয়া, উত্তরবঙ্গ-সুইৎজারল্যান্ড, হাওড়া বিশ্বমানের স্টেশন ইত্যাদি ইত্যাদি। গত একবছরে নতুন রেলমন্ত্রীর রাজত্বকালে হাওড়ার ১২-১৫ নম্বর প্ল্যাটফর্মের সামনের ডিজিটাল বোর্ডগুলো খারাপ হয়ে পড়ে রয়েছে। আর দুরন্ত ট্রেন নিয়ে অনেক নাটকের পরে প্যাসেনজার ট্রেনের অবস্থা নাম বদলে নিভন্ত রাখার সময় হয়েছে.......
  • SC | 67.186.56.191 | ১৫ মে ২০১০ ১০:৪০447531
  • এ ওর রাজনৈতিক কালচারকে গাল দেবেন। তা বেশ তো, কিন্তু আয়নাতে নিজের দলেরটা দেখে নিলেও তো কাজ দেয়। এই যেমন বুভ কি প্রতিশ্রুতি পালন করেছেন, পিটি বাবু যদি আলোকপাত করেন।
    আবারও বলছি, মমতা এলে বিপ্লব হবে, এমন আশা এখানে সি পি এম বিরোধীরা কেউই করছেন বলে মনে হয়না।

    তবে ভেবে দেখবেন, মমতা, সুদীপ, মদন মিত্রদের শত দোষ সত্বেও মানুষ ভোট দিয়ে কেন জেতাচ্ছে। মানুষকে বোঝাতে পারিনি, কিংবা মানুষ নিজের ভালো বুঝতে পারে না, এই বিমানসুলভ দম্ভ নিয়ে পার্টি অফিসে বসে থাকলে মমতাকেই ওয়াকওভার দেবেন।
  • PT | 203.110.247.221 | ১৫ মে ২০১০ ১১:৩৫447532
  • @SC
    কোন কালচারের কথা বলিনি। সবাই বভু-র অক্ষমতা নিয়ে পরেছেন তাই অন্যদিকটা মনে করিয়ে দিলাম। তবে একটা কথা নি:সন্দেহে দায়িত্ব নিয়ে বলতে পারি। সত্তর দশকের মাঝসময় থেকে শুরু করে এখনও পর্যন্ত বামফ্রন্টের নেতাদের যত প্রকাশ্য বক্তৃতা শুনেছি তাতে মনে পড়েনা যে কেউ কলকাতা-লন্ডণ, দীঘা-গোয়া বা সোনার বাংলা ফিরিয়ে আনার মত হাস্যকর প্রতিশ্রুতি দিয়েছিলেন। উল্টে ""সীমিত"" ক্ষমতাতে কি কি করা যাবেনা তার তালিকাটাই দীর্ঘতর থাকত।

    গুজরাটে মুসলমান-নিধনের পরে বা বাবরি মসজিদ ভাঙ্গার পরেও তো বিজেপিকে জণগণেশ সসম্মানে ভোট দিয়ে ক্ষমতাতে এনেছে.... তাতে কি সেইসব ভোটদাতাদের বিচারবুদ্ধির প্রতি আমরা কি খুব উচ্চধারণা পোষোণ করেছি?
  • PT | 203.110.247.221 | ১৫ মে ২০১০ ১১:৩৬447533
  • *বু-ভ
  • Suvajit | 59.177.201.197 | ১৫ মে ২০১০ ১২:২৪447534
  • এই আলোচনায় মাঝে মাঝেই শুনছি যে দিল্লির লোডশেডিংএর হাল কলকাতার থেকেও খারাপ ইত্যাদি। জানিনা এইসব মন্তব্যের পিছনে সামপ্রতিকতম তথ্য আছে কিনা।
    আমি দিল্লির দক্ষিন পশ্চিম প্রান্তে দ্বারকা নামক একটি জায়গায় থাকি। গত তিন সপ্তাহে এখানে ১ সেকেন্ডের জন্যও পাওয়ার কাট হয়নি। এপ্রিল মাসের প্রথম দিকে তিন চার দিন ৫-৬ ঘন্টা লোডশেডিং হয়েছিলো, মেজর লোডশেডিং বলতে সেই শেষ। অথচ দিল্লিতে এখন ৪৪ ডিগ্রি, দ্বারকাতে হয়ত ১-২ ডিগ্রি বেশী বই কম হবে না। ২৪ ঘন্টা এসি, কুলার, ফ্যান চলছে সবাজায়গায়। মায় পানের দোকানেও একটা ছোটো কুলার ফ্যাঁচ ফ্যাঁচ করে চলছে। কিন্তু, কাষ্ঠস্পর্শ এক সেকেন্ডের জন্যও বিদ্যুত ঘাটতি নেই।
  • til | 220.253.240.3 | ১৫ মে ২০১০ ১৪:০৭447535
  • @PT
    ১২-১৫ নম্বর প্ল্যাটফর্মে ডিজিটাল বোর্ড কাজ না করলে মমতা দায়ী? এরপর বলবেন কোষ্ঠকাঠিন্য হলে দায়ী বিকাশরঞ্জন- জলে ক্লোরিন ঠিকমত ছিল না বলে।
    মাইরি!
  • PT | 203.110.247.221 | ১৫ মে ২০১০ ১৪:১৮447536
  • এই দেশে ডিজিটাল বোর্ড কাজ না করাটাও যেমন ""স্বাভাবিক"", --- ""হাওড়া বিশ্বমানের প্লাটফর্ম হবে"" মন্ত্রীর এই প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ডিজিটাল বোর্ডের মত সামান্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিসটি কাজ না করলে, কেন কাজ করছে না সেই প্রশ্ন ওঠাটাও স্বাভাবিক। জলে ঠিকমত ক্লোরিন না মেশানোর ফলে যদি আন্ত্রিক হয় তাহলে কলকাতাতে বিকাশবাবুকে অবশ্যই জবাবদিহি করতে হবে।
  • bb | 117.195.182.222 | ১৫ মে ২০১০ ১৫:৩৭447537
  • @til তাহলে আর কোলকাতার রাস্তা খারাপ হলে বিকাশ বাবুকে গালি দেন কেন?
    এই ধরুন ঈশান যে আবাসনে থাকেন সেখানে যে কারণেই হোক জলের অবস্থা আর পাওয়ারের অবস্থা খারাপ, যদিও অন্তত: জলের ব্যাপারে কলকাতা যে অনেক ভাল আছে তার অনেক উদাহরণ দিলেও (দময়ন্তী সহ যিনি অন্তত: সিপিএম সমর্থক বলে ঘোষিত নন) ঈশান কিন্তু বুদ্ধ এবং সিপিএম খারাপ কারণ তারা জলও দিতে পারেনা বলে সুন্দর ভাবে কনক্লুড করলেন। তার কোন প্রতিবাদ কিন্তু হল না!!
    @Suvajit দিল্লী বলতে শমীক নয়ডা বলে লিখেছেন, আর অরিজিৎ ১০ বছর আগের অভিঞ্জতা লিখেছেন,
  • Arpan | 122.252.231.10 | ১৫ মে ২০১০ ১৬:২৯447538
  • মানুষ প্রতিবাদ করেনি কারণ মানুষকে বোঝানো যায়নি। সিম্পিল!
  • arindam | 59.93.213.135 | ১৬ মে ২০১০ ১০:৪২447539
  • ছেঁড়া কথা বললে সুদীপ ও মদনকে লেলিয়ে দেবে মমতা- হ্যাঁ তা দিতে পারে কিন্তু সংস্কৃতির পান্ডা বু ভ সেও তো কম যাবেনা - সুশান্ত আর বিনয় কী ছেড়ে দেবে? ফ্রিতে পেছন দেখা যাবে(বিপ্লবী পেছন বলে কথা!!!, রুচিবান বটে!!)
    কলকাতায় আন্ত্রিক হলে বিকাশবাবু জবাবদিহি কেন করবেন, ও সূর্যের থেকে যুক্তি নিয়ে বলে দেবে- এখানে সকলেই গড় অঙ্ক কষে মারা যাচ্ছে!!!
    ৭৭-৮৭ সালের বক্তৃতায় ব্যবহৃত তৎসম শব্দগুলো পাবলিক আর খাচ্ছেনা।
  • Sibu | 174.145.117.3 | ১৬ মে ২০১০ ১০:৪৮447540
  • হ্যা:,হ্যা:,হ্যা:,হ্যা:,হ্যা:,হ্যা:,হ্যা:,হ্যা:। মমতার রুচি ;)।
  • SC | 67.186.56.191 | ১৬ মে ২০১০ ১১:০৫447542
  • হ্যা: হ্যা:, কালীঘাটের ছোটলোক বাড়ির মেয়ের আবার রুচি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন