এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.23.194 | ১০ মে ২০১০ ২১:১৩449118
  • অজ্জিতদা, টিকিট খেয়েচো? খেলে কটা? :-)
  • Arpan | 122.252.231.10 | ১০ মে ২০১০ ২১:৪১449119
  • আমি একটাই খেয়েছি। পার্কিঙের।

    না:, বউ কিছু বলেনি। :)
  • Abhyu | 128.192.7.51 | ১০ মে ২০১০ ২১:৫৫449120
  • স্পীডিং টিকিট খায়নি। রেড বীট করে নি। হিট অ্যান্ড রান করে নি। এর কি হবে???

  • Tim | 198.82.23.194 | ১০ মে ২০১০ ২২:০৬449121
  • হাত মেলাও। :-)
    স্পিডিং টিকিট না খেলে তবেই না এক্ষপার্ট। আম্মো খাইনি।
    ডি: টিকিট খাওয়ার সাথে স্পিডিং করার সম্পক্কো নাই। ;-)
  • Abhyu | 128.192.7.51 | ১০ মে ২০১০ ২২:০৯449122
  • এখানে একজনকে ধরেছিল। সে বলল আমার সামনের গাড়িটাও তো একই স্পীডে যাচ্ছিল। আমি তো ওকে ফলো করছিলাম মাত্র। ব্যাটা পুলিশ বলে কি, তোমার ব্যাড লাক।
  • aka | 168.26.215.13 | ১০ মে ২০১০ ২২:১১449123
  • টিকিট নং এক - স্থান বোস্টন: নিজের কেনা প্রথম গাড়ি, প্রথমি দিন আপিসে নিয়ে গেছি। ফেরার সময় বাকি কলিগদের রাইড দিচ্ছি। আপিস থেকে বেরিয়ে প্রথম আন প্রোটেকটেড লেফট টার্ণে মামুর গাড়িকে রাইট অফ ওয়ে দিই নাই। তারপর মামুর সাথে অন্য জিনিষপত্তর নিয়ে প্রচূর বাকবিতন্ডা ও মামুর কনফিউজড হয়ে ত্রিশ ডলারের টিকিট ধরানো।

    টিকিট নং দুই - স্থান অ্যারিজোনার মরুভূমি: ৯০ মাইল স্পিডে গাড়ি চলছে। সামনে একটা চড়াই, চড়েই দেখি গাছের আড়ালে ঘাপটি মেরে মামু, আয়নায় দেখলাম আমার পিছনে অন্তত সাতটা গাড়ির লাইন। সবাই ঐ ৯০ এর আশেপাশে। স্পিড কমিয়ে দিলাম। দেখি মামু রাস্তায় নামল, সবাইকে কাটিয়ে আমার পেছনে এসে আলো জ্বালিয়ে দিল। ঘুমন্ত পুত্র ও অর্ধ ঘুমন্ত স্ত্রী ও শ্বাশুড়ীকে দেখে ওয়ার্ণিং দিয়ে ছেড়ে দিলে।

    টিকিট নং তিন - অ্যাটলান্টা। ৮৫ র ওপর তেল নিতে একটা অজানা একি্‌জট দিয়ে বেরলাম। খানিক যেতে না যেতেই মামু ধরলে। খুব অবাক হয়ে তাকিয়ে আছি দেখে বললে স্টপ সাইনে নাকি দাঁড়াই নি। আমি আরও অবাক। তখন বললে পেছনে তাকাও। দেখি মিটার কুড়ি দুড়ে একটা লাইট পোস্টের আড়ালে একটা স্টপ সাইন আর তার পাশে ঝোপে বেশ কিছু পুলিশের গাড়ি। বুঝলাম ফাঁদ পাতা রয়েছে। একশ ডলার খসল।

    টিকিট নং চার ও পাঁচ - কলম্বাস: গতবছর মে মাসে বুঝলাম যে আমার লাইসেন্স মার্চে ফুরিয়ে গেছে। ঠিক করলাম সেদিন লাঞ্চের সময়েই যাব। বেরলাম পাঁচ মিনিটের মধ্যে মামু ধরলে। আমার নাকি ট্যাগটা এক্সপায়ার করে গেছে। খানিক বাদে লাইসেন্স নিয়ে বললে ও সেটাও এক্সপায়ার করে গেছে। এটা অবশ্য কোর্টে গিয়ে স্মার্টলি ডিফেন্ড করেছিলুম। সে যাত্রায় কোর্টে গিয়ে দুশ কত টাকায় একটা রফা হয়েছিল। ও হ্যাঁ ট্যাগটাও বদলে এনেছিলাম, কিন্তু মাত্র সেপ্টেম্বর অবধি দিয়েছিল। আমার ধারণা ছিল সেপ্টেম্বরের শেষ অবধি ছিল।

    টিকিট নং ছয় ও সাত - ১৮৫ (প্রায় কলম্বাস): ৭০ স্পীড লিমিট, রাতের বেলা, আমি ৮০ তে চলছিলাম। আর কি ঘাপটি মেরে বসে থাকা মামু ধরলে। স্পীডিংয়ের জন্য তো দিলেই তার ওপর স্বগর্বে জানালে আমার সেই বর্ধিত ট্যাগও নাকি ফুরিয়ে গিয়েছে। সেটা ছিল সেপ্টেম্বরের ২২ বা ২৩ তারিখ। সব মিলিয়ে শ দেড়েক খসল।

    সেই থেকে আর টিকিট খাই নি।
  • Abhyu | 128.192.7.51 | ১০ মে ২০১০ ২২:১২449124
  • আরেকজনকে ধরেছিল। পঁয়ত্রিশের রাস্তায় ষাটে চালাচ্ছিল। পুলিশ ধরতে বলে কি, আমার পুরোনো গাড়ি। তোমাকে আমার গাড়িটা দিচ্ছি, চালিয়ে দ্যাখো তুমি নিজে ষাট তুলতে পারো কি না। পুলিশ বলল, থাক। এই বলে চলে গেল।
  • Abhyu | 128.192.7.51 | ১০ মে ২০১০ ২২:১৫449125
  • আটলান্টা থেকে এথেন্স আসার পথে ও রকম একটা ফাঁদ আছে। আজ্জো সময় মতো জিগ্গেশ করে নিও।
  • Nina | 64.56.33.254 | ১০ মে ২০১০ ২২:২৯449126
  • আহা, আজ আমার দিল বাগ বাগ হয়ে গেল। বর কে বাড়ী ফিরেই এই টই পড়াব--বলে কিনা মেয়ে ড্রাইভাররা টিকিট খায়!
    তবে আমি এখন প্রো-- পুলিশ থামালেই কত গল্প ফেঁদে ফেলতে পারি --সত্যি মাইরি বলছি--আজকাল বছরে চারবার থামালে একবার টিকিট বাকি ছেড়ে দেয়-- তবে ২০০৯ এ একটাও খাইনি তাই বর একটা ঘ্যামা সানগ্লাস কিনে দিয়েছে :-))
    আমার অফিসের রাস্তায় God knows কেন লেখা আছে 50 mph সবাই 60 চালায় মিনিমাম---আম্মো তো go with the flow করি তবু আমাকে বলে 65/70 নির্ঘাত রেসিস্ট এই ফুলিশগুলো!

  • aka | 168.26.215.13 | ১০ মে ২০১০ ২২:৩৩448973
  • এই গল্পের এই মরাল!!! ছেলেরা টিকিট খায় ভুলভাল কারণে, আর মেয়েরা ঠিক ঠাক কারণেও টিকিট খায় না। আমার বউয়ের গাড়িরও ট্যাগ ফুরিয়ে গিয়েছিল। অফিসার মৃদু হেসে বলেছে তাড়াতাড়ি ফিক্স করে নেবেন প্লিজ।
  • nyara | 122.167.249.57 | ১০ মে ২০১০ ২২:৩৭448974
  • ট্যাগ এক্সপায়ার করে গেলে আমাদের পাড়ায় ফিক্স-ইট টিকিট দেয় সাধারণত:। মানে "ট্যাগ সঙ্গে আছ কিন্তু লাগাওনি" যদি হয়। থানায় গিয়ে ট্যাগ লাগানো দেখিয়ে টিকিটে সই করিয়ে আনতে হয়। আমি দুবার করেছি। আর একবার রাস্তায় দাঁড় করিয়ে নিজের সামনে নতুন ট্যাগ লাগানো করিয়েছিল।
  • Tim | 198.82.23.194 | ১০ মে ২০১০ ২২:৪১448975
  • হ্যাঁ এটা সত্যি মেয়েরা পোচ্চুর ছড়িয়েও টিকিট খায়না। আম্মো অনেক দেখেছি। শেষবার এই গত মাসে। এক বেচারা নতুন গাড়ি কিনে, ইনি্‌শওরেন্স কিনে, বাড়ি ফিরছিলো। উল্টোদিক থেকে আসা এক ক্যাটখুকি ফোনে কথা কইতে কইতে দিলেন টোটাল করে। পঁয়ত্রিশের রাস্তায় মাত্র পঞ্চন্নয় চালাচ্ছিলেন। তো, পুলিশ এসে, সব দেখেশুনে খোকাকে বল্লো, তুমি যথেষ্ট কেয়ারফুলি গাড়ি চালাচ্ছিলে না। ও চল্লিশে আসছিলো, তোমায় দেখতে পায়নি।
    মেয়েটা আবার পরে ট্রমা সংক্রান্ত কেস করার থ্রেট কচ্ছিলো। শিবঠাকুরের দেশ।
  • Arpan | 122.252.231.10 | ১০ মে ২০১০ ২২:৪৬448976
  • এইখানেও ষাট লিমিট আউটার রিং রোডে (ই এম বাইপাসের মত), আবার নাকি ক্যামেরা বসিয়েছে! এখন অব্দি আশিতেই যাতায়াত করছি। কে জানে কবে পালে বাঘ পড়বে।

    কাল সন্ধেবেলা কাছাকাছি একটা বারে গিয়ে গোটা দুই বিয়ার মেরে ফিরলাম। বাড়ির কাছের অতি রদ্দি বার। ভালোটায় যেতে মন চাচ্ছিল। কিন্তু শনি রবি সন্ধে হলেই গাড়ি থামিয়ে ঐ রাস্তায় খুব কাছে মুখ এনে "হাউ আর ইউ ডুয়িং সার?"।
  • Abhyu | 128.192.7.51 | ১০ মে ২০১০ ২৩:৪০448977
  • একটা পার্টিতে খাদ্য পানীয় ছিল অঢেল। ফেরার সময় বন্ধু বলল - ভালো করে সীট বেল্ট বেঁধে বোস। অনেক রাত হয়ে গেছে। সোজা বাড়ি যব। মাঝে কোথায় থামব না।
  • Nina | 64.56.33.254 | ১১ মে ২০১০ ০০:৪৭448978
  • ক্যাট-খুকি নামটা হেব্বি :-))
  • Sibu | 173.153.174.46 | ১১ মে ২০১০ ০১:৩৯448979
  • টিমের এই উল্টোদিক থেকে আসা ক্যাটখুকির ব্যাপারটা বুইলাম না। ক্যাটখুকি কি খোকার লেনে ঢুকে এসেছিল।

    টিকিটের ব্যাপারে আমার ভাগ্য অবিশ্যি খুবই ভাল। পুলিশেরা আমাকে দেখতেই পায় না, আর গিন্নিকে পটাপট টিকিট দেয়। এই সেদিন কলোরাডোতে একটা গাড়ি টোটাল করলুম, কিন্তু মোটে দু পয়েন।
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ০৯:৪৬448980
  • টিকিট ১: সিলভার স্প্রিং-এ, আমি হলুদ আলোতে সিগন্যাল ক্রস করেছিলুম - পুলিশ ব্যাটা বল্ল আমি নাকি লাল ভেঙেছি। ১২০ ডলার। ১৯৯৮ থেকে ২০০৮ অবধি বাইরে কিছু না হলেও হাজার আশি মাইল গাড়ি চালিয়ে এই একটাই টিকিট।

    টিকিট ২: চিংড়িঘাটার ঠিক পরেই যে সিগন্যালটা আছে, সেটার মাথামুন্ডু বুঝতে না পেরে পেরিয়ে গিয়েই দাঁড়িয়ে পড়েছিলুম। ১০০ টাকা ফাইন।

    টিকিট ৩: বালিগঞ্জ সার্কুলার রোড থেকে রিচি রোডের দিকে দিব্যি গাড়ি ঢোকে। সিগন্যাল আছে। কিন্তু ম্যাডক্স স্কোয়্যার পেরিয়ে হাজরা রোডের দিকে যাওয়া যায় না। অথচ ওয়ান ওয়ে বোর্ডটা কোথাও দেখা যায় না। টিকিট দিলো, কিন্তু বছরখানেক হয়ে গেছে বাড়িতে কিছুই আসেনি।

    ওয়ার্নিং ১: ভার্জিনিয়া বীচ থেকে ফিরছিলুম, রাত্তির দুটো বাজে, তখনো সিলভার স্প্রিং ১০০ মাইল। ৫৫ মাইল স্পীড লিমিটে ৮০ মাইলে যাচ্ছিলুম, ঝোপের আড়াল থেকে পুলিশ বেরিয়ে এসে ধরলো। কিন্তু টিকিট দেয়নি।
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১০:১৮448981
  • (৮) রিফ্লেক্স, রিফ্লেক্স অ্যান্ড রিফ্লেক্স। গোলকিপার বা উইকেটকিপার বা টেনিস/ব্যাডমিন্টন/টেব্‌ল টেনিস জাতীয় খেলোয়ার হলে অ্যাডভান্টেজ।

    কাল নিক্কো পার্কের উল্টোদিকে যাদবপুর সেকেন্ড ক্যাম্পাসের পাশের রাস্তা দিয়ে চিংড়িঘাটার দিকে যাচ্ছি - প্রায় ৭০ কিমি স্পীডে। হঠাৎ একটা ব্রীজ থেকে একটা বাইক রাস্তায় নেমে এলো এদিক ওদিক না তাকিয়ে - তখন বিশ ফুটও বাকি নেই। গাড়িটা দেখে সে রাস্তার ওপর পুরো ছবি...

    শেষ অবধি ঠোকেনি। রিফ্লেক্স।
  • Arijit | 61.95.144.122 | ১১ মে ২০১০ ১০:১৮448982
  • ব্রেক কষে দাঁড়ানোর সময় ছিলো না।
  • de | 59.163.30.4 | ১১ মে ২০১০ ১১:০৪448984
  • ক'। ভারতবর্ষের যেকোন মেট্রোতে গাড়ী চালাতে গেলে রিফ্লেক্স হলো আল্টিমেট অপ্‌শন!
  • til | 220.253.240.3 | ১১ মে ২০১০ ১৩:২৬448985
  • aka,
    জানেন অবশ্যই যে গাড়ীর ট্যাগ বা নিজের লাইসেন্স এক্সপায়ার করে গেলে কিন্তু ইন্স্যুরেন্স ও ভ্যালিড নয়। যদি (God forbid) অ্যাকসিডেন্ট হয়, তো আপনার কোম্পানী দায়িত্ব নাও নিতে পারে। ধরুন এক BMW বা Merc এর সঙ্গে ঠোকাঠুকি, বিল দিতে তো ঘটি বাটি চাঁটি! এরকম একটা কেস জানি।
    পরে কখনও...
  • Tim | 198.82.20.89 | ১১ মে ২০১০ ২১:৫১448986
  • শিবুদা,
    একটা বাজে স্টিপ লেফ্‌ট টার্ন ছিলো। ছেলেটি এদিক ওদিক দেখে (সবুজে ইল্ড করার কথা) তারপর যেই না ঘোরাতে গেছে, ক্যাটখুকি হেব্বি স্পিডে এসে ঠুকে দিলো। ইনিশিয়ালি গাড়িটা বেশ দূরে থাকায় আর স্পিড লিমিট বেশ কম হওয়ায় ছেলেটি ভাবতেই পারেনি যে দূর্ঘটনা ঘটতে পারে।
    পুলিশ এসে বললো একতরফা ছেলেটার দোষ। একগাদা টাকার টিকিট ইত্যাদি দেছে, এদিকে গাড়িটাও গ্যালো।
  • Du | 65.124.26.7 | ১১ মে ২০১০ ২২:১৪448987
  • খুকির রাইট অফ ওয়ে, টিম। কিচ্ছু করার নেই।
  • Tim | 198.82.20.89 | ১১ মে ২০১০ ২২:২২448988
  • আরে সেটা তো সত্যি। কিন্তু স্পিডিং? স্পিডিং এর জন্য টিকিট হয়না? নিদেন একখানা ওয়ার্নিং?
    আরেকজন, মাস তিনেক আগে, সটান পার্কিং লটের আউটলেট দিয়ে গাড়ি ঢুকিয়ে দিলো। উল্টোমুখ থেকে আসছিলো হন্ডা সিভিক। সজোরে ধাক্কা। সেবার পুলিশ এসে দুপয়েন দিলো। পরে একটু বলতেই ছেড়ে দেয়। সামান্য কোর্ট ফি না কি একটা নিয়ে।

    মোদ্দা কথা, গোটা ব্যাপারটাই খুব ফ্রাস্টেটিং আর ইনকনসিস্টেন্ট। হয় আইনকানুন শিথিল করে দাও, নইলে পান থেকে চুন খসলেই ফাইন করো। মধ্যপন্থায় অনেক গোঁজামিল হয়।
  • Nina | 64.56.33.254 | ১২ মে ২০১০ ০০:২১448989
  • টিম, তা কি করে হয়--নানারকম ফাঁক-ফোকর না থাকলে কি চলে? :-))
    এই যেমন বেশ ফুটফুটে বচ্চা ছেলে-পুলিশ--তাকে খুব ভয় পেয়ে গেছি, হাত-টাত কাঁপিয়ে চোখ পিটপিট করে (যেন জল এসে যাচ্ছে) অস্থির অস্থির ভাব--ক্কে-ক্কেন্নো ক্কি ভুল্ল করে ফেলেছি টইপের ধুবলি দিলে সে ঠিক ছেড়ে দেয়--অবশ্য স্পিডিং র কথা বলছি আমি--আর এই যদি একটি শুকনো খিটখিটে মার্কা মেয়ে পুলিশ হয়--তাহলে আবার অন্য গল্প---দেশ থেকে মাদার ইন ল আসছেন---বুড়ো মানুষ, দেরি হয়ে গেছে অফিস থেকে বেরোতে --একলাটি দাঁড়িয়ে থাকবেন--ইংলিশ বলতে পারেননা গোছের গপ্পে একবার ছাড় পেয়েছিলুম, লিমিটের ২০ মাইল বেশি তে চালাচ্ছিলাম :-))
    না বাবা বেশি বলব না আজকেই হয়ত একটি ধাঁই করে খাইয়ে দেবে !
  • Dipti Dalai | 192.100.112.210 | ১৪ মে ২০১০ ১৬:০০448990
  • দিপ্তি
  • d | 115.117.206.223 | ১৫ মে ২০১০ ১১:৩৪448991
  • :-I
  • Kartuj | 59.93.218.65 | ৩০ আগস্ট ২০১০ ২১:০৯448992
  • গাড়ির ওরিজিনাল চাবি হারিয়ে গেছে ড্রাইভারের বদান্যতায়, ডুপ্লিকেট দিয়ে কাজ চলছে। এটার ডুপ্লিকেট পেতে শুনছি ওরিজিনাল চাবির অ্যালুমিনিয়াম প্লেটে যে কোডটা লেখা ছিল তা জানানো দরকার। দুর্ভাগ্য এবং নির্বুদ্ধিতাবশত: খেয়াল করিনি তা কোনো সময়। (এটাকে কি কোড বলা হয়, তাও জানতে চাই। key Identification Number বলে, অন্য কোনো নাম আছে কি? warranty form-এ তো ঐ নামে কিছু পেলাম না। )

    তো, কোম্পানি কি তাদের ডেটাবেস থেকে কোডটা উদ্ধার করে নতুন চাবি আমাকে দিতে পারবে? কত খরচা হবার সম্ভাবনা?

    যাঁর আইডিয়া আছে, যত শীঘ্র সম্ভব জানিয়ে অধমকে ঋণী করুন।
  • Fevi | 217.162.211.123 | ৩১ আগস্ট ২০১০ ০০:১৭448993
  • অজ্জিনাল চাবি পাওয়ার সবচেয়ে সহজ উপায় হল একটা লাল টুকটুকে যুবতী গাড়ী কিনে ফেলা।
    আর ঐ key Identification Number কাগজ এ লিখে মাদুলি বানিয়ে গলায় ঝুলিয়ে দিন। কার গলা, সেটা আপনার পছন্দ।
  • til | 210.193.178.129 | ৩১ আগস্ট ২০১০ ০৭:৩১448995
  • কার্তুজ,
    যদি ণতুন গাড়ী কিনে থাকেন তো ডিলারের কাছে জান। আঅর সেকন্ড হ্যান্ড হলেও কোন চেনা ডিলারের কাছে গেলে Database থেকে বের করে দেবে। হয়তো কোম্পানীকে ফোন করবে। গাড়ীর VIN নম্বর দেবেন।
    আমার রেডিয়োর পিন নিয়ে হয়েছিল। চাবি নিয়ে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন