এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • til | 210.193.178.129 | ৩১ আগস্ট ২০১০ ০৭:৪০448996
  • কার্তুজ,
    ওহ, কখনই বলবেন না যে হারিয়ে গেছে। তাহলে গেলেন, কচুকাটা করবে। বলবেন তিন জনই চালাই, একটা এক্‌স্‌ট্‌রা চাবি হলে ভাল হতো। অরিযিনাল চাবি বউ এর কাছে, বিদেশে বা দূরে কোথাও গেছে।ইলেকট্রনিক চাবি হলে কতো খরচ জানিনা, তবে মেকানিক্যাল তো তিন মিনিটের ব্যাপার, কোন কোম্পানীর গাড়ী, মডেল, জানাবেন। কী ব্ল্যাঙ্ক ওদের কাছে থাকে। (আমাদের ব্ল্যাঙ্ক দিয়ে চলবে না!)
  • Kartuj | 125.20.3.146 | ৩১ আগস্ট ২০১০ ১২:৩২448997
  • তিল, অনেক অনেক ধন্যযোগ।

    ইয়ে, আমার হচ্ছে অল্টো এলেক্সাই, ২০০৮ এর মে মাসে কেনা। যে কোনো ডিলারের কাছে গেলে ওরা কি বলে দিতে পারবে?

    ফেভি, আপনার সাজুটা হেবি, কিন্তু একটা আনকোরা যুবতী গাড়ি থাকতে আবার !! এত নরাধম কি করে হই বলুন তো? আমি বউ, গার্লফ্রেন্ড, গাড়ী সব কিছু একটা রাখাতেই বিশ্বাসী। ;-)
  • til | 210.193.178.129 | ৩১ আগস্ট ২০১০ ১২:৪০448998
  • আমি অল্টো সম্বন্ধে অবহিত নই, ওপেল (Opel এর সিবলিং ভেকট্রার(Vectra) কেস বলেছি, এক্সট্রাপোলেট করতে পারবেন কিনা জানি না।
    একেবার কোম্পানীকে (মারুতি তো) ইমেল করুন। দেখুন কি হয়, তারপর ডিলারকে ধরুন।
    চাবিটা কি mech?
  • Arpan | 204.138.240.254 | ৩১ আগস্ট ২০১০ ১২:৫৪448999
  • এইটা দেখুন।

    On the flip side, if the key gets lost, the owner has to go to a dealer’s workshop to electronically delink the key.

    The company-fitted security device has also increased the cost of the cars as the price of iCATS ranges from Rs 1,000 to Rs 4,300 (ex-showroom price, Delhi). And, of course, it can’t be retrofitted in old cars.


    http://www.indianexpress.com/news/icats-its-a-steal/211108/0
  • Kartuj | 125.20.3.146 | ৩১ আগস্ট ২০১০ ১৩:৩৫449000
  • চাবিটা electronic। আর গাড়িতে immobiliser system নেই।

    কিন্তু তিল, একটা প্রশ্ন। original চাবি আরেকজনের কাছে যে বিদেশে বা দূরে কোথাও গেছে, অথচ গাড়ি আমাদের কাছে, এটা কি করে বলব?

    আবার যদি সে গাড়ি নিয়েই সেখানে যায়, তো এখুনি আমার ৩য় চাবির দরকার কেন হচ্ছে? গাড়ি তো আমার কাছে নেই। তাহলে? মিথ্যে বললে ফেঁসে যাবো তো আরো।

    হারিয়ে গেছে বললে কি penalty দিতে হবে অনেক?

    অর্পণ,

    তাহলে প্রথমে আমার আগের চাবিটা electronically delink করালে তবে নতুন চাবি পাওয়া যাবে?
  • Arpan | 216.52.215.232 | ৩১ আগস্ট ২০১০ ১৩:৪২449001
  • লজিকালি তাই তো হওয়া উচিত। electronically delink তো যদ্দূর সম্ভব তাড়াতাড়ি করে ফেলা উচিত গাড়ি চুরি হওয়া আটকাতে।
  • Samik | 121.242.177.19 | ৩১ আগস্ট ২০১০ ১৩:৪৮449002
  • আমি একবার দিল্লি চলে এসেছিলাম তো, সুটকেস নিয়ে। চাবি রয়ে গেছিল ভুবনেশ্বরে। সেই রকম কেউ চাবি নিয়ে বিদেশ চলে যেতে পারে না? গাড়ি এখানে গ্যারাজে। না-বলতে পারার কী আছে?
  • Kartuj | 125.20.3.146 | ৩১ আগস্ট ২০১০ ১৩:৫৮449003
  • হ্যাঁ এটা তো হতেই পারে। মানে সব ফাঁকফোকরগুলো বুজিয়ে রাখছি আর কি। :-)

    থ্যাংকিউ শমীক।

    ডিলার এদিকে আবার workshop-এ গিয়ে দেখা করতে বলেছে। workshop-এ কি delink করে দেবে? নতুন চাবি পাওয়ার এসব ব্যাপারগুলো নাকি সব দিল্লী থেকে হয়।
  • til | 210.193.178.129 | ৩১ আগস্ট ২০১০ ১৩:৫৯449004
  • বাহ, একটা মেকানিক্যাল override চাবি তো থাকে, তাই না? ধরুন ব্যাটারী ফুরিয়ে গেল electronic চাবির, তখন গাড়ীর দরজা খুলবেন কি করে?
    আমি কীলেস এϾট্র চাবির কথা বলছি। এনিয়ে আপনাকে কনফিউজ করবো না আন্দাজে।
    হারিয়ে গেছে বললে ওরা অনেক চর্জ করবে। তাছড়া ডুপ্লিকেট নিয়ে গাড়ী চালাতেই পারেন! ডিলারকে উঋহো ফোন করে দেখুন না, আর কোম্পানীকে। অথবা ডিলারের কাছে গিয়ে ভান করুন নতুন গাড়ী কিনবেন, সুবিধে অসুবিধে জিজ্ঞেস করুন, চাবি হারিয়ে গেলে... কি হয়; আরও ভালো ডিলারের কোন এক মেকানিককে পাকড়াও করুন, লাঞ্চ আওয়ারে, জিগান।
  • Lama | 203.99.212.54 | ৩১ আগস্ট ২০১০ ১৪:০২449006
  • হাঁসের ডিমের মতো ঢপ
    ঘোড়ার ডিমের মতো ঢপ

    শিখাতেছে
  • kc | 194.126.37.76 | ৩১ আগস্ট ২০১০ ১৪:১৭449007
  • গাড়ির চাবি হারিয়ে গেলে ইমিডিয়েটলি থানায় ডায়েরি করুন। কোনও কারণে এখন যদি গাড়িটি চুরি যায়, ইন্সিওরেন্স থেকে এক নয়া পয়সাও পাবেননা।
    এফ আই আরের কপি নিয়ে সোজা ডিলার বা মারুতির ওয়ার্কশপে যান। কিছু কিছু ব্যাপারে চান্স না নেওয়াই ভাল।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ আগস্ট ২০১০ ১৪:১৮449008
  • ঢপ ঠিকঠাক দিলে যেখানে ৫০০/- এ মেটে (আন্দাজ) আর সত্যি বললে ২-২.৫ হাজারের ধাক্কা, সেখানে হাওয়ায় ঢপ না দিয়ে কিছু রিয়াল কেস জেনে নেয়াটা কি খুব অন্যায়? আমার কাছে মিথ্যে বলে ফেঁসে যাবার চেয়ে ভালো মত জেনে নেয়াটা অনেক better উপায়। সে যতই লোকে আমায় idiot ভাবুক। সবাই কি আর লামার মত সব ব্যাপারে intelligent হয়?
  • Arpan | 204.138.240.254 | ৩১ আগস্ট ২০১০ ১৪:১৮449009
  • ব্যাটারি ফুরানোর থেকেও চাপ আছে। ঘরের "অবোধ' শিশুটি সেটি নিয়ে একবাটি জলে ফেলে দিলে। একটি পছন্দের, খুব পছন্দের সেলফোনের একদা এইভাবে গঙ্গাযাত্রা হয়েছিল। অতএব তার পর থেকে ....

    তিল, মেকানিকাল ওভাররাইড চাবির কোন গল্প নাই। ওই প্যাঁক প্যাঁক খালি ভরসা।
  • Arpan | 204.138.240.254 | ৩১ আগস্ট ২০১০ ১৪:২০449010
  • গল্প নাই এই কারণেই যে তাহলে গাড়িটি চুরি হয়ে ছবি হয়ে যাবার একটা সম্ভাবনা থাকে। অবশ্য এই ICATS কদ্দূর ফুলপ্রুফ ভগাই জানে।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ আগস্ট ২০১০ ১৪:২৩449011
  • চাবির ভেতর নাকি electronic chip থাকে যাতে secret code থাকে। ফলে মল্লিকবাজারে গিয়ে duplicate চাবি বানিয়ে তা দিয়ে গাড়ির দরজা খুললেও engine স্টার্ট হয় না। electronic এই হিসেবে। ঠিক ঠাক জানা নেই। ভুল হলে কেউ শুধরে দেবেন।
  • Arpan | 204.138.240.254 | ৩১ আগস্ট ২০১০ ১৪:২৫449012
  • ঠিক। ওই যে লিং দিলাম ঐখানেই তো লিখেছে মনে হয়।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ আগস্ট ২০১০ ১৪:২৭449013
  • হ্যাঁ, আর তাছাড়া কেনার সময় অল্পবিস্তর শুনেও ছিলাম মনে হয়।
  • Arpan | 204.138.240.254 | ৩১ আগস্ট ২০১০ ১৪:৩১449014
  • কিন্তু ঢপ মারলে কেন কম খর্চা হবে সে তো বুঝলাম না। নাকি electronic delink কাটিয়ে দেবার তাল কচ্ছেন? ব্যপারটা তো রিস্কি হয়ে যাবে।
  • r.huto | 203.99.212.53 | ৩১ আগস্ট ২০১০ ১৪:৩২449015
  • এত চিন্তার কি আছে?
    মর্মপীড়ের থানে এক বোতল ভ্যাট উনসত্তর চড়ালেই তো স্পেশাল শকটতস্করনিধন কবচ (অব্যর্থ) বিনামূল্যে পাওয়া যায়।
  • Kartuj | 125.20.3.146 | ৩১ আগস্ট ২০১০ ১৪:৩৬449017
  • ওপরে তিল বললেন দেখলেন না, হারিয়ে গেছে শুনলে ওরা ইচ্ছে করে আরো বেশি ঘাড় ভাঙার তাল করে। ঢপে কম হলেও হতে পারে।
  • Arpan | 204.138.240.254 | ৩১ আগস্ট ২০১০ ১৪:৪৯449018
  • ভালো। শুভেচ্ছা রইল। :)
  • Arya | 125.16.82.195 | ৩১ আগস্ট ২০১০ ১৬:১১449019
  • কেন বেশি করে ঘাড় ভাঙবে? যা টাকা নেবে তার রিসিট দেবে।
  • til | 220.253.188.98 | ৩১ আগস্ট ২০১০ ১৬:৪৬449020
  • তাই নাকি? শুনে ভাল লাগলো। প্রিপেড ট্যাক্সি তাহলে এবার থেকে নেয়া যেতে পারে!
  • Kartuj | 59.93.221.78 | ৩১ আগস্ট ২০১০ ২১:৪৩449021
  • একটা উপায় হয়েছে।

    সবাইকে অনেক ধন্যযোগ। inputগুলো কাজে এসেছে। specially তিল আর অর্পণকে।
  • Arpan | 216.52.215.232 | ৩১ আগস্ট ২০১০ ২১:৪৯449022
  • কী উপায়? শুনি একটু।
  • til | 220.253.188.98 | ০১ সেপ্টেম্বর ২০১০ ০২:২৮449023
  • কার্তুজ,
    অন্যের ড্রাফটে কলম চালানো আর উড়ো উপদেশ দেয়া দুনিয়ায় সবচেয়ে সোজা ও লোভনীয় কাজ। তা ভাই, আমিও জানতে আগ্রহী, কি হলো শেষ অবধি।
  • a x | 99.54.68.27 | ০১ সেপ্টেম্বর ২০১০ ০২:৩৮449024
  • আমি একটা গাড়ি কিনলাম ডিলারের কাছ থেকে। পুরোনো গাড়ি আমারে চাবিও দিল পুরোন, মানে ডুপ্লি। অজ্জিনাল চাবি নাই। অমনই চালাচ্ছি। প্রবলেম কি?
  • a x | 99.54.68.27 | ০১ সেপ্টেম্বর ২০১০ ০২:৫০449025
  • চাবিটা আবার বেঁকা মত। আর একদিকেই খোলে। মানে এখানে তো গাড়ির চাবির সোজা পিঠ উল্টো পিঠ নাই। এটার আছে। তায় ট্রাংক আর প্যাসেঞ্জার সাইডের দরজা খুলতে মিনিট তিনেক ধস্তাধস্তি করতে হয়। কুছ পরোয়া নেই।

    একদিকের ভ্যানিটি মিররের ঢাকনা নাই, আরেক দিকের ভ্যানিটি মিররটাই কে বা কারা সযত্নে ধার দিয়ে কেটে খুলে নিয়ে গেছে ঢাকনা সমেত। তাতেই বা কি! গাড়ি তো চলে হু হা!

    ও আর গাড়িটা যেদিন টেস্ট ড্রাইভ নিয়ে বেরোলাম, একটা সাইড লেন, যেখানে স্টপ সাইন আছে, সেখান থেকে একটা ঢাউস গাড়ি হুস করে বেরিয়ে না কেনা গাড়ির পেছনটা একটু খিমচি কেটে বেরিয়ে গেল। থামলনা। পুলিশ ডেকে ঘন্টা দেড়েক দাঁড়িয়ে থেকে, তাপ্পর সেই গাড়িই কিনে বাড়ি ফিরলাম।

  • Tim | 173.163.204.9 | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৭:২৯449026
  • অক্ষ স্টিয়ারিঙে হাত দিলেই এরম চাদ্দিক থেকে সবাই তেড়ে এসে ধাক্কা মারে ক্যান? অক্ষ কি ম্যাগনেটিক গাড়ি চালায়?

    আমার কেন জানি ডিলারের থেকে গাড়ি কিনতে ইচ্ছা করেনা। প্রাইভেট পার্টি অনেক রিলায়েব্‌ল গাড়ি দেয় বেশিরভাগ ক্ষেত্রে।
  • a x | 99.54.69.60 | ০১ সেপ্টেম্বর ২০১০ ০৭:৩৬449028
  • টিম, আর কি বলব, আমার লাকটা মানে ব্যাডলাকটা খুবই খারাপ। পরিচিত মহলে আমার একটু নাম আছে এই ব্যাপারে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন