এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sourav | 117.194.193.51 | ০৭ মে ২০১০ ১০:৫২449052
  • বাহ, সুতো তো জমে গেছে| সকলের গাড়ি চালানো শেখার কিস্‌সা শুনে সত্যিই মজা পাচ্ছি| চালিয়ে যান|

    আমার গাড়ি চালানো শেখা শুধু দেশে নয়, একেবারে দেশজ পদ্ধতিতে| একটা লজঝরে মারুতি ৮০০, এবং ততোধিক প্রাগৈতিহাসিক trainer| লোকে বলে পুরনো আর ভাঙ্গা গাড়িতেই নাকি সবথেকে ভালো শেখা যায়| সপ্তাহে একটা করে প্রাক্টিকাল ক্লাস, theoretical বলতে কিছু নেই| তবে SC র মত আমিও লক্ষ করলাম যে সকলেই মোটামুটি চালানোটা শিখেই তবে স্কুলে ভর্তি হয়| প্রথম দুদিন অত্যন্ত অস্বস্তিকর ভাবে প্রায় trainer এর কোলে বসে শুধু steering ঘোরানো শিখতে হলো| তাতে কতটুকু কি শিখলাম অবশ্য বুঝলাম না| বাকিটা পরের পোস্ট এ বলব|

  • shrabani | 124.124.86.102 | ০৭ মে ২০১০ ১২:৩০449053
  • আমার গাড়ী শেখা প্রথম চালানো লাইসেন্স পাওয়া সবই এখনকার ছত্তিশগড়, সেদিনের এম পির এক নগরীতে। টাউনশিপের মধ্যে ফাঁকা সুন্দর রাস্তা, অনেক রাস্তা তো এমন যে রাতে ছেড়ে দিনেও লোক দেখা যায়না, আরাম সে যা খুশী চালাও। সমস্যা শুধু একটাই, গাড়ি যার সে পাশে বসে। দু মাইল দুরে লোক/গাড়ী থাকলেও চেঁচায় "ব্রেক ব্রেক ঠিক করে" অথবা "ঐ ঐ গাড়ী আসছে, ডানদিক, বাঁদিক"। এইরকম কেউ পাশে বসলে হয় কি সারাজীবন শেখাই হয়, চালানো আর হয়না। তাই গাড়ীতে হাত ফাত দিতাম না বেশী, স্কুটারেই কাজ চালাতাম।

    নয়ডায় এসে গাড়ী চালানো জরুরী হয়ে পড়লো। কিন্তু রোজই সে আমাকে নিয়ে নয়ডার রাস্তায় প্র্যাকটিস করাতে বেরোয়, "ভালো করে শেখো আর অনেক প্র্যাকটিস করো তবে এসব রাস্তায় চালাতে পারবে। এখানে লোকজন কিচ্ছু রুল মানেনা" ইত্যাদি জ্ঞান চলতে লাগল সাথে সাথে। আমি পুরো মরিয়া, এভাবে চলতে থাকলে আমি কোনোকালে একা গাড়ী নিয়ে রাস্তায় বেরোতে পারবনা। তখন ছোট গাড়ীটা নতুন কেনা হয়েছে, তাতেই প্র্যাকটিস চলে মাঝে মাঝে। মক্কেল তখন ট্যুরে, এক সকালে উঠে "জয় মা কালী" বলে গাড়ী নিয়ে সোজা অফিসে, একা। তিন চারদিন এরকম করে সুখবরটি দিই ফোনে। খবর শুনে কি রিয়্যাকশন হয়েছিল সে দেখার সৌভাগ্য হয়নি!
    প্রথম মাসে ছোটখাটো স্ক্র্যাচ ইত্যাদি। পরে আর কিছুই হয়নি (কাষ্ঠস্পর্শ!) এতবছর হয়ে গেল।

    ছোটদের পরামর্শ দিয়ে থাকি গাড়ী শিখতে হলে মোটোর ড্রাইভিং স্কুল জয়েন করবে, চালাতে হলে গাড়ী কিনে নিয়ে বিনদাস চালাবে। বরের গাড়ীতে বরের কাছে কখনো গাড়ী চালানো শেখা, মরে গেলেও না!
  • Rajdeep | 202.79.203.59 | ০৭ মে ২০১০ ১২:৪৯449054
  • জাষ্ট দু লাইনে

    আলিপুরে গেলুম গাড়ীর পেছনের সিটে দশ মিনিট জিরোলুম , কেউ একটা চালালো , ফোটো তুললুম দিন পনেরো পরে ডেরাইভিং ইসকুলে গিয়ে লাইসেন পেলুম

    ডি: গাড়ি কিন্তু আমি ভালই চালাই , নিজে বলছি না সহযাত্রীরা বলে ;-)
  • Lama | 203.99.212.54 | ০৭ মে ২০১০ ১৬:৪৪449055
  • আলিপুরে গেলুম গাড়ীর পেছনের সিটে দশ মিনিট জিরোলুম ...............লাইসেন পেলুম

    ভেউ ভেউ: গাড়ি কিন্তু আমি জঘন্য চালাই, নিজেও বলছি সহযাত্রীরও বলে ;-)
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৬:৫২449056
  • যারা তিনটের কম আয়না দেখে গাড়ি চালায় তারা ভালো গাড়ি চালাতেই পারে না। পিরিয়ড।

    ;-)
  • san | 203.91.201.56 | ০৭ মে ২০১০ ১৬:৫৫449057
  • অ্যাত অ্যাত আয়নাই যদি দেখব তো সামনের দিকটা দেখব কখন এবং কিকরে? এই ধাঁধার সমাধান আমার এখনও হয় নি ;-)
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৭:০০449058
  • সেটাই তো ট্রিক অব দ্য ট্রেড।
  • san | 203.91.201.56 | ০৭ মে ২০১০ ১৭:০১449059
  • ও: লামাদা। লুরুতে কোলকাতার মতন কেস নয়। লেফট রিভার্স, রাইট রিভার্স, স্লোপের রাস্তায় ওঠা, নামা , তাবৎ জিনিস দেখিয়ে তবে লাইসেন পেতে হয়।

    এতদ্‌সঙ্কেÄও আমি জঘন্য গাড়ি চালাই। সবাই জানে।

    প্রথম বারে লেফট রিভার্স দেখাতে গিয়ে রাস্তায় ধারে দাঁড় করিয়ে রাখা গোটাপাঁচ সাইকেলকে হুড়মুড়িয়ে নর্দমায় ফেলে দিয়েছিলাম। আমার ধারণা রেগুলার এইধরণের ড্রামাটিক সিনের পুনরাবৃত্তির আশংকাতেই আমাকে পরেরবার বাবা-বাছা করে লাইসেন দিয়ে দেওয়া হয় :-)
  • Arpan | 216.52.215.232 | ০৭ মে ২০১০ ১৭:০৬449060
  • আরে আয়না দেখতে কে বলেছে? বিন্দাস চালাও। ধাঁধা-টাধা গাড়ি চালাবার সময় একদম ভাবা উচিত নয়! ;-)
  • SB | 114.31.249.105 | ০৭ মে ২০১০ ১৭:১০449062
  • তিনটে আয়না আর সামনের দিকটা দেখাটা কোন ব্যাপারই নয়, সিম্পল। যারা ফুটবল বাস্কেট্‌বল টল খেলেছে তাদের কাছে ব্যাপারটা সহজাত হওয়া উচিত। যেমন, যদি সামনে গোলপোস্ট থাকে, পায়ে বল থাকে, গোল পোস্টের নিচে গোলকীপার দাঁড়িয়ে থাকে, এবং গোল দিতে হয়, শুধু তাই নয় পিছন থেকে কয়েকজন ডিফেন্ডার ধেয়ে আসার শব্দও পাওয়া যায়, তখন গোল দেওয়র জন্যে কোন দিকে তাকাতে হবে? গোলের দিকে? বলের দিকে? নাকি গোলকিপারের দিকে? নাকি পিছনে ধেয়ে আসা পাবলিকের দিকে? ড্রাইভিং এর ক্ষেত্রেও এক ব্যাপার।

    আরিজিত বল্ল ট্রিক অফ দা ট্রেড, তাই উত্তর টা আর বল্লাম না ;-)
  • rabaahuta | 203.99.212.54 | ০৭ মে ২০১০ ১৭:১১449063
  • সহযাত্রী, ইনস্ট্রাক্টর, পরীক্ষক, পথচারী- এদের কথায় কি আসে যায়? কবি বলেছেন জমানা জালিম- কবি বলেছেন সংকোচেরো বিহ্বলতা নিজেরো অপমান- কবি বলেছেন লোক না পোক।
    আমি অসাধারন গাড়ি চালাই।
  • Arpan | 216.52.215.232 | ০৭ মে ২০১০ ১৭:১৫449064
  • বাহ, শৈবাল ভালো বুঝিয়েছে। একেবারে জলের মতো। :)

    খালি একটা জিনিস বাদ গেছে। মাঝে মাঝে রেফারির দিকেও তাকাতেও হয়। ছায়ায় দাঁড়িয়ে থেকে কখন এসে নাম্বার টুকে নেবে যদিও তুমি তখন অফসাইডে (পড়ুন রেড লাইটে) গোল টোল করে জাল ছিঁড়ে হাওয়া!
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৭:২৬449065
  • একটা টিপ্‌স দিই - যারা লঙ ড্রাইভে যেতে চাইবে তাদের কাজে আসবে। সেটা হল রওনা দেওয়ার আগে ম্যাপটা ভালো করে দেখে নেওয়া - অন্তত: মেজর রোডগুলো, আর রওনা দেওয়ার পর রোড-সাইন। জিন্দগীতে বহু লম্বা ড্রাইভ মেরেছি, বিভিন্ন রকম রাস্তায় - কখনো প্রবলেম হয়নি।
  • Abhyu | 97.81.97.8 | ০৭ মে ২০১০ ১৭:৩৩449066
  • না: এখানে প্রবলেমটা অন্য। কিছু কিছু ভদ্রমহিলা তিনটের জায়গায় চারটে আয়না দেখতে থাকেন গাড়ি চালানোর সময়। ইনশিওরেন্স কোম্পানীর ব্যবসা বাড়ে।
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৭:৩৬449067
  • আমি আজ অবধি যতগুলো গাড়ি চালিয়েছি (মারুতি, নিসান, হন্ডা, ফোর্ড, ভক্সহল, পুজো, ক্যাডিল্যাক...) কোনোটাতেই ভদ্রমহিলাদের গাড়ি চালাতে চালাতে ওই চতুর্থ আয়নাটা দেখার সুযোগ বাই ডিফল্ট ছিলো না;-)
  • Abhyu | 97.81.97.8 | ০৭ মে ২০১০ ১৭:৩৭449069
  • খুব ভালো করে ম্যাপ ট্যাপ দেখে তবে বেরোবে। তারপরে জিপিএস অন করতে ভুলো না।
  • Abhyu | 97.81.97.8 | ০৭ মে ২০১০ ১৭:৩৭449068
  • খুব ভালো করে ম্যাপ ট্যাপ দেখে তবে বেরোবে। তারপরে জিপিএস অন করতে ভুলে না।
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৭:৩৮449070
  • জিপিএসে খুব ভরসা নাই। বিলেতে একবার কোথায় ছবি বেরিয়েছিলো - জিপিএসের দৌলতে বড় লরি ক্ষেতের মধ্য ঢুকে বসে আছে:-)
  • san | 203.91.201.56 | ০৭ মে ২০১০ ১৭:৩৯449071
  • আচ্ছা, আম্মো ম্যাপ দেখে সেক্টর ফাইভের রাস্তায় লং লং ড্রাইভে বেরোব তাহলে একদিন ..... দেখা যাক ধাক্কা লাগা কিছু কমানো যায় কিনা ;-)
  • Abhyu | 97.81.97.8 | ০৭ মে ২০১০ ১৭:৪০449073
  • কি কেলো বল দেখি নি? ভাবো তুমি রিয়ার আয়নাতে দেখতে পাচ্ছো তোমার পিছনের ভদ্রমহিলা খুব মন দিয়ে চার নম্বর আয়নাটাই দেখছেন আর তোমার সামনে রেড লাইট :)

    বাই দ্য ওয়ে, পুজো আবার কি গাড়ি?
  • Abhyu | 97.81.97.8 | ০৭ মে ২০১০ ১৭:৪৩449074
  • তোরা সব এখানে ভাট কোচ্ছিস। ওদিকে আমার অঙ্কটা কেমং শুকিয়ে মরছে। একা আজ্জো টেক কেয়ার করলে কি করে হবে?
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৭:৪৬449075
  • লঙ ড্রাইভে মেজর রোড বলেছি। সেক্টর ফাইভ নয়। তবে জেনারেল রুল হল রাস্তাটা জেনে রাখা।

    অভ্যু - মেরিল্যান্ডে ওই ঠোকাটা আমি খেয়েছি একবার। তবে ভদ্রমহিলা খুব ভালো ছিলেন, ইনস্যুরেন্সের নম্বর টম্বর দিয়ে দিয়েছিলেন।

    পুজো - peugeot - পুজো-ই তো বলে, নাকি?
  • Abhyu | 97.81.97.8 | ০৭ মে ২০১০ ১৭:৫০449076
  • তা হবে। আমার গাড়ি নিয়ে ফাণ্ডা কিছুই নাই। যাহা উইন্ডোজ তাহাই ম্যাক।
  • dipu | 61.12.12.83 | ০৭ মে ২০১০ ১৭:৫১449077
  • লরির ড্রাইভার পাঞ্জাবী ছিল। গল্পটা আমি জানি।
  • rabaahuta | 203.99.212.54 | ০৭ মে ২০১০ ১৭:৫৭449078
  • স্বনামে দীপু এসেচে।
    আস্তাজ্ঞে হোক বস্তাজ্ঞে হোক পূরনারীরা হুলুদ্ধ্বনি করুক।
  • aka | 168.26.215.13 | ০৭ মে ২০১০ ১৮:০২449080
  • আমার একটা কনজেকচার আছে। পৃথিবীর টেমপ্লেট সম্প্রদায়ের মানুষেরা গাড়ি চালাতে পারে না। প্রুভটা করতে পারলেই বিখ্যাত হয়ে যাব। আপাতত ডেটা কালেকশন চলছে।
  • Arijit | 61.95.144.122 | ০৭ মে ২০১০ ১৮:০৪449081
  • পোচ্চুর পোচ্চুর ডেটা।
  • Abhyu | 97.81.97.8 | ০৭ মে ২০১০ ১৮:০৫449082
  • ডেটা কালেক্ট না করে থিওরি করো। অমন সুন্দর একটা ধাঁধা ঝুলছে। আমাকে আবার ব্লাড টেস্ট করাতে হবে। উপোসী আছি।
  • Nabanita | 199.133.16.34 | ০৭ মে ২০১০ ১৯:৩৯449084
  • Marylanddriving লাইসেন্স পাওয়া ভালো এ শক্ত। মানে নতুন driver দের জন্য। প্রথমে একটা written পরীক্ষা দিতে হয়, যেটা computer এ দিতে হয়,সেটা pass করলে লার্নার্স পারমিট পাওয়া যাবে। তারপর ৬ ঘন্টা behind the wheel আর কিছু theory class নিতে হয় (৩ দিন ২ ঘন্টা করে)। যেকোনো driving school এ এই class গুলো নেওয়া যায়। এই class এর certificatepractical exam এর সময় জমা দিতে হয়, লার্নার্স পারমিট পাওয়ার ৬ মাস পরে driving test দিতে হবে, তার আগে নয়। এরপর practical exam এ পাস করলে প্রভিশনাল লাইসেন্স পাওয়া যায় যেটা ১৮ মাস valid। এরপর ১৮ মাস পরে পাকা লাইসেন্স পাওয়া যায়। কিন্তু যদি কেউ এই ১৮ মাস এর মধ্যে কোনো traffic violation ticket পায় তাহলে সেই দিন থেকে আবার ১৮ মাস শুরু হয়। আমি ১৪ মাস এ speeding ticket পেয়েছিলাম,অতএব আবার ১৮ মাস শুরু। তবে এই সব নিয়ম এ নতুন driver দের জন্য, যাদের আগে লাইসেন্স আছে তাদের জন্য নিয়ম অনেক সোজা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন