এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Nabanita | 199.133.16.34 | ০৭ মে ২০১০ ১৯:৪২449085
  • তাই driving লাইসেন্স পাওয়ার পর মনে হোলো বিশ্ব জয় করে ফেলেছি। কি ঝামেলা রে বা বা।
  • SB | 114.31.249.105 | ০৭ মে ২০১০ ১৯:৫১449086
  • টিম বি এইচ পি থেকে: Top ten vehicles types to avoid are as follows:

    1: Water tankers – rash, always going the wrong way at night, look at the condition of them
    2: Autos – impulsive, if you get into trouble, they can gang up and turn a logical argument into an illogical one
    3: Ambassadors – especially taxi/ yellow plates – they have nothing to lose – exception – polished black Ambys driven by respectable old men
    4: Private Mofossil Buses – village anarchy comes to town
    5: Tempo’s – more decrepit, more to avoid, especially if carrying vegetables
    6: Indicar taxis – too much metal gives the driver a false sense of security
    7: Ford Ikon taxi’s on the way to the airport – drivers enjoy them too much
    8: Non owner driven Tata Sumo’s / Qualis – please see point 3
    9: Old lorries carrying construction material – could not care less, cheaper to abandon ship in a crisis
    10: Anything with a non standard spoiler in the back - ineffective appendage compensation, Anything with strips wider than my fist - unless it is a Ferrari, Mini Cooper etc – or with a Greddy sticker trying to break the sound barrier at 50km/h

    Top Ten signs of a dangerous driver

    1: All external mirrors folded – visually impaired
    2: Driver wedged against the door pillar at an obtuse angle to the wheel in order to fit 4 people in front even when car is empty
    3: More than one lamp / tail light/ headlight non operational - total neglect
    4: Wheels - Tirupati tyre treads (bald for those up north) – one for a rainy day, wobbly wheels – driver has the sensitivity of a concrete block
    5: People driving with kids on their lap or kids standing on the front seat – creating fatalities starts at home
    6: Smoking when driving – getting that fix with one hand of the wheel, imagine the fun when the cigarette drops on the family jewels
    7: Animated conversation with passenger whilst maintaining eye contact with the passenger
    8: Lane creators – people who create a third lane on the extreme rights at the traffic lights - direct in the path of on coming traffic and expect you to let them in- fat chance! I drive past and thump the door with my fist – harmless, shocks them and the Vtec gets me away before they can catch up
    9: Any car with a high no of side scrapes, frontal panel damage - pure neglect – possibly no insurance to repair the car - rear damage normally due to negligence of driver behind also cars with the directional alignment of a crab
    10: People following too closely – I touch my brakes and accelerate and watch the fun as they panic

  • Nina | 64.56.33.254 | ০৭ মে ২০১০ ২১:১০449087
  • শ্রাবণী, তোমার পরামর্শ যে কি দামী। বরেদের গাড়ী যে তাদের নারীর চেয়েও প্রিয়!
    এদেশে প্রথম লঝঝর ক্যাপ্রিশ ক্ল্যাসিক চালিয়ে ট্রাই স্টেট এ-ফোঁড় ও-ফোঁড় করতাম ---তারপর এল ঝকঝকে নতুন হন্ডা একর্ড ---জীবনে কোনওদিন অ্যাকসিডেন্ট করিনি, ১৮ বছর বয়েস থেকে গাড়ী চালাই--কিন্তু নতুন হন্ডা, বরের প্রাণ , দুমাস হয়েছে সবে--বিকেলে ছেলেকে নিয়ে যাচ্ছি পিয়ানো ক্লাসে, বাড়ীর কাছে বাঁ দিকে ঘুরব--রেসিডেনি্‌শয়াল এরিয়া, স্পীড লিমিট 35 mph ঘুরছি--আমার পেছনের গাড়ীও ঘুরছে---হঠাৎ তীরের মতন উল্টো দিক থেকে লাল ক্যামারো, চালাচ্ছে একটি ২০ বছরের ছেলে, সামনে---কিচ্ছু করার নেই--বিশাল ধাক্কা!! ভয়ে চোখ বন্ধ করে আছি পাশে ছোট ছেলে সে কেমন আছে চোখ খুলে দেখতে ভয় করছে--thank God আমার বা তার লাগেনি কিন্তু গাড়ী টোটাল! বরকে প্রচন্ড কাঁপা কাঁপা গলায় ফোনে বল্লাম খুব বাজে অ্যাকসিডেন্ট করেছি----তার প্রথম কথা---

    গাড়ীর কি অবস্থা? গাড়ীর কিছু হয়নি তো?

    কোনওদিন ক্ষমা করবনা এই বিটকেল গাড়ীপ্রীতি!

  • Sourav | 117.194.197.142 | ০৭ মে ২০১০ ২১:৩২449088
  • শ্রাবনী ও নিনাকে জানাই লেখাগুলো তে conjugalelement নিয়ে এসে ভালই করেছেন | পোস্ট গুলো পড়তে ভালো লাগছে | এবং বর (বর্বর ?) হিসাবে সতর্ক থাকতে পারছি | পারতপক্ষে স্ত্রী কে গাড়ি চালানো শেখাবো না, আর যদিও বা শেখাই গাড়ির অবস্থা সম্পর্কে উদাসীন থাকবার চেষ্টা করব | ভাগ্যিস সে গুরুচন্ডালি পড়ে না ! পড়লে এখন থেকেই শুরু করে দিত |
  • tatin | 130.39.149.191 | ০৭ মে ২০১০ ২২:০২449089
  • আরে প্রথম গাড়িটা থাকেই ভাঙচুর করার জন্যে
  • rabaahuta | 117.194.235.20 | ০৭ মে ২০১০ ২২:১৪449090
  • আমি কক্ষনো গাড়িকে বেশী ভালোবাসিনা। সে যার গাড়িই হোক।
    :-P
  • Nina | 64.56.33.254 | ০৮ মে ২০১০ ০১:২৮449091
  • :-)) হুতো বড় লক্ষীছেলে।
    সৌরভ, বর ও তো কয়েক প্রকার। আমার এক বন্ধুর বর গাড়ি পার্ক করার আগেও বৌকে জিজ্ঞেস করে
    এখানে পার্ক করি?
    আমারটি ও খারাপ নয়--শুধু বরিশেলে :-))

  • aka | 168.26.215.13 | ০৮ মে ২০১০ ০১:৩২449092
  • আমি তো জিগ্যেস করার সুযোগই পাই না। বউই বলে দেয় কোথায় পার্ক করব। আমিও জো হুজুর বলে পার্ক করি।
  • Nina | 64.56.33.254 | ০৮ মে ২০১০ ০১:৪১449093
  • আহা এমন বর অনেক ভাগ্যে মেলে-- :-))
  • Sourav | 117.194.200.137 | ০৮ মে ২০১০ ২২:০৬449095
  • অদ্ভুত ব্যাপার, সকলেই পার্ক করার সময়ই বউ এর অনুমতি নেয়, স্টার্ট করার সময় নয় | এর কি কোনো psychological কারণ থাকতে পারে?
    নিনা, Driving থেকে একটু digress করে যদি বর কত রকম হয় তার একটা উদাহরণ সমেত তালিকা পেশ করেন, নিজের category টা বুঝে যাই |
  • SC | 67.186.56.191 | ০৮ মে ২০১০ ২২:১২449096
  • ওটা মনেহয় এইজন্য জিগেস করে যে পরে পার্কিং টিকিট পেলে বৌ এর নামে দোষটা চাপিয়ে দেওয়া যায়। :)
  • Nina | 76.124.208.64 | ০৮ মে ২০১০ ২২:৩৯449097
  • হা হা হা হা সৌরভ, আমার এক বন্ধু বলে, জামাই করবি ঘটি আর বৌমা বাঙাল! ঘটি জামাই বৌএর আঁচল ধরা হবে, শাশুড়িকে মা মা করবে----বাঙাল বৌ খাটিয়ে হবে!
    আর বর----কিছু বর বিয়ের আগে সিংহ রাশি , পরে মুষিক, এবং কিছু যত তেজ সব বৌর ঘাড়ে--বাইরে তারা অতি অমায়িক। যাকে বলে ঘর জ্বালানে পর ভোলানে!
    তা আমারটি বাড়ীতে সিংহ, বাইরে অতি ভদ্র --তাবৎ দুনিয়া --আহা অমুকের মতন লোক হয়না---তাই আমার এই গুরু ছাড়া কাঁদার জায়গা নেই। তবে আমার এই ভাল --আরামে জীবন কাটাই--সে বস , আমি আহ্লাদী --করগে যা সবকিছু নিজের মতে --ভাল হলে সে আর খারাপ হলেও তার--কি মজা।
    আমার দিদা বলে দিয়েছিলেন বাপের আদুরী আর বরের আহ্লাদী হয়ে জীবন কাটাবি---আরে ফের তো সেই সব পুরুষের জন্মই মেয়ের পেটে--যতই লাফাক-ঝাঁপাক বাইরে বেরিয়ে :-))

    আমরা একসঙ্গে কোথাও গেলে সে আমায় কক্ষনো গাড়ি চালাতে দেয়না---বলে " উঁহু ওটি হচ্ছেনা, তুমি আমাকে চালিয়ে নিয়ে বেড়াতে পারবেনা" আমিও খুব কাঁচুমাচু করে বলি "দাও না একটু , আমিও চালাই, তোমায় ক্লান্ত দেখাচ্ছে---তাসে সিংহনাদে নাকচ করে আর আমি মনের আনন্দে গান শুনি আর সোফার ড্রিভন কারে ঘুরে বেড়াই :-))
    মর‌্যালটা হল
    ছেলেরা ছেলেমানুষ!
  • rimi | 24.42.203.194 | ০৯ মে ২০১০ ০৭:০৬449098
  • ইস্‌স এইরকম একজন দিদা আমার থাকলে আমার জীবনটাই অন্যরকম হত!! :-(((
  • sana | 58.106.143.110 | ০৯ মে ২০১০ ০৮:১৭449099
  • সেটা মনে হয় যে পার্কিং স্পট থেকে স্টার্ট করছে,সেখানে-ও আগে জেনেই পার্ক করা ছিলো তাই!!
    আহা! রিমির কথা কি সত্যি,কি সত্যি!
  • SC | 67.186.56.191 | ০৯ মে ২০১০ ০৯:২৮449100
  • নীনাদেবী ভাগ্যিস এই আপনার দিদার কোটটা এটা একটা এরকম নিরামিষ টইতে ছাড়লেন।
    সেরাম সেরাম সোশালি কন্সাস লোকজন এপথে বেশী আসে কিনা জানি না। নইলে এক্কেরে শর্টপিচ বল,তুলে ছয় চালিয়ে দিতো।

    তবে একবিংশের পোস্ট মোহনবাগান-ইস্টবেংল যুগে বড় হওয়া ঘটি পুরুষ হিসেবে আপনার স্টিরিওটাইপ গুলো দেখে একটি স্মিত হাসির স্মাইলি দিলুম।

  • Nina | 76.124.208.64 | ০৯ মে ২০১০ ১১:১৮449101
  • SC নীনাদেবী?! রেগে গেছেন খুউউব? oops! সরি স্যার । আর বলবনা কক্ষনো এই সব বাজে বাজে কথা---প্রমিস! ভীতু স্মাইলি!
    রিমি সানা :-))
  • Sourav | 117.194.197.101 | ০৯ মে ২০১০ ১৪:২৩449102
  • SC র আপত্তিটা কথায় তা বোঝা যাচ্ছে | কোন জামাই ই সাসুরির ন্যাওটা হতে চায় না | তবে নিনা, আমি ঘটি | প্রথমদিকে সাসুরিকে মা বলতে একটু অস্বস্তি বোধ করতাম | পরে নিজের মা 'ই একদিন বলল কোনো মাতৃসমা মহিলা কে মা বলতে অসুবিধা হবার কথা নয় | এবং আমার স্ত্রী অনায়াসে মা বাবা বলতে শুরু করলে আমিও আস্তে আস্তে অস্বস্তিটা কাটিয়ে উঠলাম |

    তবে বাঙাল বউ সম্বন্ধে আপনার বন্ধুর observation টা অধিকাংশ ক্ষেত্রে সঠিক | দিদা বয়স্ক এবং experienced মানুষ, ওনার কমেন্ট সম্পর্কে কোনো কমেন্ট মানায় না | আপনার শেষ কমেন্ট টা সম্পর্কে একটা কথা বলতে পারি, আমরা ছেলেমানুষ বলেই কিন্তু আমাদের এত দাম |))

  • sana | 58.106.143.110 | ০৯ মে ২০১০ ১৫:২৭449103
  • sourav, শর্ট পিচ দেছেন-------কিন্তু,' এতো দাম'----- শুনে এ---------তো রেগে গেছি,শুধু ছয় না বারো মারতে ইচ্ছে করছে।
  • Sourav | 117.194.197.101 | ০৯ মে ২০১০ ১৫:৫৪449104
  • যতই রাগ দেখান, সবই কপট রাগ | দামের ব্যাপারটা আপনিও জানেন ও গোপনে মানেন |
  • Nina | 76.124.208.64 | ১০ মে ২০১০ ০০:১৩449106
  • আরে সৌরভ, ঘটি তো আমিও, মানে ৭৫%---মা পিওর ঘটি, বাবা ৫০% ঠাকুমা বরিশাল, দাদারা (জ্যাঠতুতো) মোহনবাগানে হকি খেলেতেন--আর শ্বশুর বরিশাল শাশুড়ি হুগলী! আমি বোধহ্য বাঙালের বা, ঘটির টি=বাটি :-))তবে বেসিক্যালি আমি খোট্টা কারণ born and brought up in Patna কলকাতায় দাদা দিদিরা খট্যাঁশ বলে আর নয়ত হচ্ছে-বাঙালী :-)) তো ক্যা হুয়া তাতেও হাসি
    ছেলেমানুষ/ছেলে দামী তো বটেই , তাই তো পাশে পাশে রাখি আমরা :-)) ইস! নইলে তো দুনিয়া কি বোরিং ! থেমে যাই বাবা আবার শর্টপীচ বল দেব আর পিটবে জনতা --কলকাতার পীচে গাঙ্গুলির বল একটু রেহাই পেলেও পেতে পারে ;-)
    পলাইলাম --গাড়ির টই ঘেঁটে গেল, অ্যাল! স্যরি! কাঁচুমাঁচু স্মাইলি!
  • SC | 67.186.56.191 | ১০ মে ২০১০ ০০:৩৬449107
  • নিনা,রাগেন ক্যান। আমি তো শর্টপিচ বলটা ছেড়ে দিলাম ব্যাট তুলে, উইকেটকিপারের হাতে জমা পড়েছে।
    আমি অবশ্য চিরকালই গুডি গুডি বয়, বাড়িতে,পাড়ায়,মামার বাড়িতে, তাই বিয়ে হলে অই ঘটি জামাইয়ের রোলটা একদম মানিয়ে যাবে।
    ইদিকে আজকে প্রথম ডেরাইভিং ক্লাসে গেলুম। যা বুঝলুম দেখে, আম্রিকার গাড়িগুলিতে ঝক্কি কম অনেক, বুইলেন। ক্লাচ না কি, সেটা নেই দেখলুম। তাপ্পরে গিয়ারটাও বদলানো অনেক সোজা, সেই পুরোনো যে এম্বাস্যাডারটায় শিখেছিলাম ইন্ডিয়াতে, তার থেকে।

    ভাগ্যক্রমে খুব একটা বোকার মতো কিছু ছড়াইনি,নতুন কোনো মেশিনে হাত দিলে যেরকম ছড়ানোর নামযশ আছে। তবে আমার আবার বাঁ ডান চিনতে সমস্যা হয়, এ নিয়ে বিস্তর ভুগতে হবে মনে হচ্ছে।
  • Nina | 76.124.208.64 | ১০ মে ২০১০ ০১:৪৫449108
  • অ্যাই দেকো! রাগলুম কই? আমি রাগিনা, রাগলে আমাকে বড় বাজে দেখতে লাগে :-))
    এক্কেরে ঠিক--এখানে গাড়ি চালানো খুব সোজা--প্রায় পুরোটাই তো গাড়ি নিজেই করে, লোকজনও নিয়ম মেনে চলে রাস্তায়--তবে মুস্কিল হল গিয়ে ঐ চৌকন্না পুলিশগুলো--একটু জোরে চালালেই কোথথেকে যে হুঁই হুঁই করে চলে আসে !
    বড্ড টিকিট দেয় ব্যাটারা --ঐ স্পিড টা আমার কখন যে বেড়ে যয় বুঝতেই পারিনা--বড় জ্বালা।
    happy driving :-))
  • Arijit | 61.95.144.122 | ১০ মে ২০১০ ১০:৩৬449109
  • ভারতের যে কোনো শহরে (কলকাতা, লুরু, দিল্লী, বম্বে - যা খুশি নাম হোক) গাড়ি চালানোর টিপ্‌স:

    (১) শেখার সময় অবস্ট্যাকল রেস প্র্যাকটিস করুন
    (২) কব্জির ব্যায়াম করুন - ফেডারারের মতন কব্জি চাই
    (৩) একই সাথে স্টিয়ারিং ঘোরানো, ইন্ডিকেটর দেওয়া এবং হর্ন বাজানো প্র্যাকটিস করুন - একই হাতে, একই সাথে। অন্য হাতটা গিয়ার থেকে তোলা যাবে না। সম্ভবত: এই প্র্যাক্টিক্যাল ইস্যুর জন্যেই মারুতির ইন্ডিকেটর স্টিয়ারিং-এর ডানদিকে থাকে (বাইরে যে সব গাড়ি চালিয়েছি সবার বাঁদিকে থাকে)
    (৪) ৯৯% লোক এদিক ওদিক দেখে চলে না বা চালায় না, কাজেই দেখার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
    (৫) পারলে সুইচ টিপে কাঁটা বের করার মতন কিছু গ্যাজেট লাগান। অন্য অপশন হল রাবার কোটিং দিয়ে গাড়ি মুড়ে দেওয়া।

    এই টিপ্‌সগুলো দিয়ে অন্য অনেক কিছু জায়গা - যেমন প্যারিস বা ইতালির বড় শহরগুলোতেও কাজ চালাতে পারবেন;-)
  • SB | 114.31.249.105 | ১০ মে ২০১০ ১১:১৯449110
  • সুইচ টিপে কাঁটা বের করার ব্যাপারটা নিয়ে বিশদে জানতে চাই ;-)
  • Arpan | 216.52.215.232 | ১০ মে ২০১০ ১১:২৫449111
  • (৬) যেখানে সেখানে হ্যান্ডব্রেক ইউজ করা/ছাড়ার কায়দাটাও জানতে হবে।

    (পান নট ইন্টেন্ডেড)
  • de | 59.163.30.2 | ১০ মে ২০১০ ১২:০০449112
  • আমার প্রথম গাড়ী চালাতে শেখা ---

    বছর বারো আগে, এক সর্দারজী ট্রেনার। প্রথম দিন মোটর ট্রেনিং স্কুলে -- ক্ল্যাচ, ব্রেক, অ্যাক্সিলারেটর, গিয়ার চেনানো হলো, তারপরে বলা হলো স্টীয়ারিং হাতে নেওয়ার আগে আল্লা-গড-ইত্যাদী যাকে মানো স্মরণ কত্তে। তারপর সেই ক্ষণ -- দুরুদুরু বক্ষে স্টীয়ারিংয়ে হাত, স্টার্ট নিয়েই প্রথমে এনে ফেল্লো হাইওয়েতে, চারিদিকে হুশ-হুশ করে গাড়িগুলো বেরিয়ে যাচ্ছে, আর আমি তার মধ্যে শম্বুকগতিতে চলেছি। এক্কেবারে প্রথম চালানোর সঙ্গে কেমন একটা স্বপ্ন দেখার মিল আছে, চারপাশের অনেক কিছুই ঘটে চলেছে, দেখছি কিন্তু যেন ঠিক ভিতর অব্দি পৌঁছাচ্ছে না! এরপরে একটা ছোট বাইলেনে গাড়ি ঢোকাতে বল্লেন সর্দারজী -- সেখানে একটা পাঁচিল ঘেঁষে বাঁদিকে ব্লাইন্ড টার্ন -- ডানদিকে একটা ডোবা, তাতে একটুখানি জল রয়েছে, কিন্তু ডোবাটার পাড়গুলো ভাগ্যক্রমে বহুদিনের জঞ্জাল ফেলা হতে হতে আর ছোট গাছপালা গজিয়ে খুব একটা খাড়া নেই। আমি আরামসে লোয়েস্ট কার্ভেচারে লেফ্‌ট টার্ন নিয়েই দেখি এক লরি -- তারপরে যা করলাম পুরোটাই রিফ্লেক্স, কিছু ভেবে করিনি, সোজা ডানদিকে স্টীয়ারিং ঘুরিয়ে পুরো ডোবার মধ্যে, জল ছোঁয়ার আগের মোমেন্টে ব্রেক মারতে পেরেছিলাম, এটাই শুধু মনে আছে! তারপরে অবশ্য বেশ দম ছুটে গেছিলো, তখনো ব্যাক-গিয়ার ভালো করে শিখিনি, ডোবার ভিতর থেকে গাড়ি তুলে আনতে গিয়ে বেশ অসুবিধায় পড়েছিলাম। প্রথম দিনেই ঘটনার এতো ঘনঘটায় আমার তো বেশ টেন্সড অবস্থা -- পাশের সর্দারজী দেখি মিটিমিটি হেসে চলেছেন, কোন হেলদোল নেই। শুধু ক্লাসের শেষে পিঠ চাপড়ে বল্লেন -- "ইতনা জোশিলা ডেরাইভার বহত দিন বাদ দেখা!" সেটা প্রশংসা না নিন্দা সেটা আজও বুঝিনি! তারপর থেকে আজ বারো বচ্ছরে বহু জায়গায় গাড়ি চালিয়েছি, গন্ডগোলের এক্সপিরিয়েন্স প্রায় নেই বল্লেই চলে।

    আমাদের গাড়ির কস্ট আর চালানোর রেসপনসিবিলিটি দুটোই ৫০% শেয়ার্ড!
  • a | 208.240.243.170 | ১০ মে ২০১০ ১৩:১০449113
  • শোনা গপ্প, এইতালে ঝেড়ে দি

    এক বঙ্গসন্তান ক্যালিতে এসেছে, এক বছরের জন্যে, গাড়ি শিখেছে পার্কিং লটে। এবার পরীক্ষা দিতে গেছে।

    যা হয়, লেফট টার্ণ আর করতে পারে না, গাড়ি আসছে, চলে যাছে, সন্তানটি লেফট ইন্ডিকেটর দিয়ে বসে আছে, কিছুতেই যাবার ভরসা পাচ্ছে না।

    পাশে পরীক্ষক, অনেকক্ষণ অপেক্ষা করে করে অবশেষে জিগ্গেস করলেন "How long you will be here?"

    বঙ্গসন্তান, এমনিতে বাঘের বাচ্ছা, এসব কোচ্চেন বহুবার উত্তর দিয়ে এসেছে ভিসা আপিসে আর ইমিগ্রেশনের সময়, নির্ভয়ে বলে দিল at least one year

    তাপ্পর কি হয়েছিল জানে শ্যামলাল
  • Arijit | 61.95.144.122 | ১০ মে ২০১০ ১৫:৫৯449114
  • সুইচ টিপে কাঁটা বের করার ব্যাপাট্টা জানতে হলে জেম্‌স বন্ড দ্যাখো। বা বেন হুর - রথের দৌড়ের সীনটা।

    (৭) দুই জানলার পাশে দুই খান রোবোটিক হাত লাগান। আলোর সিগন্যাল কেউ দেয় না, দ্যাখেও না। আর এসি চলে বলে জানলাও বন্ধ থাকে - হাত দেখানোর উপায় নাই। তার ওপর ডানদিক থেকে হাত বের করে সিগন্যাল দিলে পিছনে বাঁদিকের গাড়ি সেটা দেখতে পাবে না। কাজেই এই রোবোটিক হাত। উইং মিরর কনট্রোলের পাশে এরও কনট্রোল থাকবে - সেটা নেড়ে নেড়ে সিগন্যাল দেওয়া যাবে। পেটেন্টেবল্‌ আইডিয়া।
  • SC | 128.237.249.10 | ১০ মে ২০১০ ২০:২০449115
  • অভিজ্ঞদের জন্য আমার একটা সহজ কোচ্চেন আছে।

    শিখতে কতোগুলো ক্লাস লাগে। কেউ বলছেন চারটে কি পাঁচটা (দেড় ঘন্টা করে এক একটা ক্লাস), কেউ আবার বলছেন তিরিশ ঘন্টা সব মিলিয়ে (মানে কুড়িটা ক্লাস)।

    আমি তো পুরো ঘেঁটে ঘ।

    শেখা মানে এখানে শুধুই পরীক্ষা পাশ করার কথা কইছি, আর ছাত্র হিসেবে আমি মনেহয় মাঝারি মানের, আর আগে আম্রিকাতে কোনোদিন চালাইনি।
  • aka | 168.26.215.13 | ১০ মে ২০১০ ২০:২৬449117
  • এর কোনো ঠিক ভুল উত্তর নাই। আমার তিনটে লেগেছিল আমার জানাশোনা একজনের সাতটা। একটা অ্যালগো বলতে পারি। তিনটে ক্লাস নিয়ে পরীক্ষায় বসে দেখতে পারেন, না হলে আউটকাম বুঝে আর কয়েকটা ক্লাস নিয়ে নিন। মূলত রিফ্লেক্সটা যার যত তাড়াতাড়ি তৈরি হয় তার তত কম ক্লাস লাগে। আর পরীক্ষাও এক এক স্টেটে এক এক রকম কঠিন হয়। আমাকে যেমন প্যারালাল পার্কিং করাতে হয় নি। করতে হলেও পাশ করতাম যদিও। [কালো চশমা]
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন