এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৭২০৫ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • nk | 151.141.84.194 | ২২ ডিসেম্বর ২০১১ ০৩:১১508024
  • তারপরে আর কই?
    হুতো টিম ফরিদা সায়ন আর বাকীরা গেল কই?
  • ranjan roy | 14.97.227.168 | ২২ ডিসেম্বর ২০১১ ০৪:৫৩508135
  • বহুদিন পর সব্‌গুলো লিংক আবার খুলে পড়লাম।
    মনে হয়, আজকাল ডিডি শুক্কুরবারে রাম খাওয়া ছেড়ে দিয়েছেন, ফলে পদ্যের স্রোত শুকিয়ে গিয়েছে। ভিকি, শিবু(অমিতাভ সেন) এর অনন্য কবিতাগুচ্ছ, পাল্লিনের কবিতায় ধরতাই বা চিমটি খুব মিস করি।
    রঙ্গন আজকাল এপাড়ায় আসেন না। প্রত্যুষা- তেকোনার কবিতাও নেই। আর শৌভ চট্টো, অর্পণের বিরল কবিতাগুলিও বন্ধ। টিম-ফরিদা এদের ছন্দের খুব ভাল হাত। শুধু ফরিদা, সায়ন ও হুতো মাঝে মধ্যে লিখছে।
    কবিতা নিয়ে ঝগড়া, সরস মন্তব্য সব শুকিয়ে গেছে।
    হায় গুচ'র কবিতার সাজানো বাগান!:(((
  • pharida | 182.68.240.83 | ২২ ডিসেম্বর ২০১১ ২০:২৬508246
  • সময় থাকতে না বলে দিলে হয়ত ফুলে ফেঁপে
    ছড়িয়ে যাবে তারা কুয়াশার মতো
    আর সেইসব অগোছাল নরম কথার ভিড়ে
    উড়ান ভুল করে ফিরে যাবে পাখি
    হয়ত রাস্তা হারানো নদী হবে, ভেবে রাখি।

    আর সেই অবকাশে জমে জমে ওঠা কথাগুলি
    সন্তর্পণে রেখে আসি পুরোন গাছের কোটরে।

    মা পাখি সেইসব বুলি শুনে শেখায় কি ছানাটিকে তার?
    হলদে পাতায় এইমাত্র জন্মান ছটফটে কীট
    মানে করে খাদ্য আকাঙ্খার ?

    ঠারে ঠারে দেখে নিই এই বুঝি দেখে ফেলে
    চেনাশোনা কেউ - গাছের কোটোরে মুখ গুঁজে
    থাকা অনেক অনেকক্ষণ কেটে গেলে
    সন্ধে সন্ধে হলে ফিরে আসি, অবসাদ পিছু পিছু
    আশ্রিত কুকুরের ন্যায় অনুগত, শুধু এই ভেবে
    জমা কথাগুলো দাগ হয়ে হয়ে লেগে থাকে গাছে।

    দেখে আসি মাঝে মাঝে বেড়ে ওঠে কিনা
    হামা টানে, আধো কথা শেখে বুঝি
    একদিন হেঁটে যাবে স্কুলে।

    বহুদিন বাদে বাদে ফিরি তাই গাছের কোটরে
    কথাটথা এলে নয়তো নিছক এক ভুলে।

  • dukhe | 117.194.239.237 | ২২ ডিসেম্বর ২০১১ ২৩:৩৯508357
  • উঠোনে পেয়ারাপাতা । কপিকলে ঝিকোচ্ছে অঘ্রাণ ।
    মোরগঝুঁটির ফুল লালে ছয়লাপ ।

    বাঁশ বেয়ে লাউমাচা । কাঠবিড়ালির দাপাদাপি ।

    একটি মোড়াও আছে । উলবোনা । ছোটো ছোটো মোজা ।
    খোলা দরজা দিয়ে যেন শালিক চড়ুই হাওয়া
    সহজেই ঢুকে আসতে পারে ।

    সাবেক তুলসীমঞ্চ । সেখানে খড়ম রেখে
    খালি পায়ে ঘুরে ঘুরে সংসার দেখেন দেবতা
  • I | 14.99.47.134 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:৪৯508468
  • অসাধারণ!
  • Tim | 198.82.18.235 | ২৩ ডিসেম্বর ২০১১ ০০:৫৪508579
  • দুটোই বড়ো ভালো হইছে। আগেরবার লিখতে গিয়ে কল বিগড়ালো। আরো হোক, আব্দার দুজনকেই।
  • pi | 128.231.22.133 | ২৩ ডিসেম্বর ২০১১ ০১:২৭508690
  • দুখেদা, অবশেষে :)

    আর ফরিদাদা, বহুদিন বাদে বাদে না, একটু ঘনঘন ফেরো :)
  • dd | 124.247.203.12 | ২৩ ডিসেম্বর ২০১১ ১০:২২508801
  • দুখে স্যারের সম্বন্ধে এরম একটা গুজব তো চালুই ছিলো। খুব হাতে গোনা কয়েকজন নাকি তেনার কবিতা দেখেছে। তবে আমার বরাবরই একটা সন্দেহ ছিলোই। দুখে একজন ক্লোসেট কবি।

    বা: বা:
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১১:০৫507239
  • ফরিদা, সুন্দর কবিতা।

    দুখে-র কবিতা - আর কি ভাল লেখা। এটা একটা প্রাপ্তি বটে। বছর কয় আগে, নন্দীগ্রাম-উত্তর টালমাটাল সময়ে, অন্য জায়গায় স্বনামে দুখের একটা বড় লেখা পড়েছিলাম। আর আজ এই কবিতাটা পেলাম। টই-য়ে ওয়ান লাইনারের বাদশা - বহুমুখী প্রতিভা আপনার, সেলাম।
  • kumu | 122.176.32.39 | ২৩ ডিসেম্বর ২০১১ ১১:২০507350
  • ফুরোলো আজ সেসব দিন,ফুরোলো চোরাটান,
    হাওয়ায় ভাসে,ভাসে হাওয়ায় ছেড়ে যাওয়ার গান।

    এর পর থেকেই আমি দুখের চিরন্তন পাখা।
  • ranjan roy | 14.97.135.183 | ২৩ ডিসেম্বর ২০১১ ১১:২৯507572
  • কুমুর সাথে গলা মেলালাম। রবাহূত কি আম্রিকা গিয়ে কবিতা লেখা ছেড়ে দিয়েছে? আর লামাও কি আমেরিকায়?
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১১:২৯507461
  • কুমু, সুন্দর তো লাইন দুটো। আপনার না আরেন্টি স্যারের ?
  • aranya | 144.160.98.31 | ২৩ ডিসেম্বর ২০১১ ১১:৩৪507683
  • রঞ্জন-দা, লামা কলকাতায়। হুতোর সাথে মাঝেমাঝেই কথা হয়। কাজে বড় ব্যস্ত, সময় পায় না লেখার।
  • kumu | 122.176.32.39 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৪:৩২507794
  • অরণ্য,ঐ লাইন দুটি দুখের।
    আমার?জিব কাটার ইমোটিকন।
  • siki | 122.177.189.106 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৫:০৫507905
  • আমি দুখের এসি হলাম।
  • Debashis | 159.0.4.220 | ২৩ ডিসেম্বর ২০১১ ১৯:৫৯507991
  • লিখেই ফেললাম! ক্লাস টুয়েলভে প্রথম চার লাইন লিখে আর এগোতে পারি নি। আজ তার বিশ বছর পর বাকী লাইনগুলি অবশেষে লিখেই ফেললাম :)।

    স্রষ্টা ও আমরা
    --------------------

    মনে কর কোন বিস্মৃতিকাল পূর্বে
    গভীর নিদ্রামগ্ন ছিলেন স্রষ্টা,
    মহাকাশ ছিল শব্দবিহীন শান্ত
    সুন্দর ছিল, ছিল না কেবল দ্রষ্টা ৷

    অখণ্ড ছিল মণ্ডলাকার সত্য
    বিশ্ববিন্দু হাতের মুঠোয় বন্দী,
    নিরব, নিথর চরাচর নিঃশব্দ
    সময়ের সাথে তখন হয়নি সন্ধি ৷

    আঁখিপল্লবে কাঁপন ধরল যবে
    স্রষ্টার মনে ইচ্ছের আলাপন
    বিশ্ববিন্দু অন্তরে আলোড়িত
    মহাবিশ্বের সৃষ্টির স্পন্দন ৷

    মহারব ওঠে অনন্ত মহাকাশে
    ওঙ্কার নাদে উদাত্ত আবাহন
    সময় বাঁধল বিশ্বকে নাগপাশে
    মহাসৃষ্টির ঘোষিত উদযাপন ৷

    তারপর কত কেটে গেছে শত কাল
    সৃষ্টি হয়েছে কত শত গ্রহ তারা
    সূর্য চন্দ্র আলো ও অন্ধকার
    সসাগরা এই সজল শ্যামল ধরা ৷

    তারপর মনে ভেবে দেখ একদিন
    জীবনবীণায় গাঁথা হয়েছিল তন্ত্রী
    মহাবিশ্বের আকুল আমন্ত্রণে
    প্রাণের মালায় বাঁধা হয়েছিল গ্রন্থী ৷

    স্রষ্টা সেদিন নিজেই আত্মহারা
    নব কিশলয় প্রথম অঙ্কুরিত
    বিশ্ব সুবাসে বিহ্বল দিশাহারা
    প্রথম কুসুম যেদিন প্রষ্ফুটিত ৷

    জগতসভায় আনন্দ ভাগ নিতে
    মানব প্রাণের যেদিন উদ্বোধন
    স্রষ্টা সেদিন মেতেছে কি উল্লাসে
    আপন ছায়ায় দেখে প্রাণ স্পন্দন ৷

    বিপুল বিশ্ব, কতটুকু তার জানি
    মহাজিজ্ঞাসা ফিরে আসে বার বার
    কেবা মহাকাল, কিবা তার সেই বাণী
    প্রণব নাদের কেমন সে ঝংকার ৷

    বিস্ময়ে তাই মুখ তুলে চাই যবে
    দেখি সে আকাশ, রত্নখচিত তার
    নীলাভ মেখলা, পরম যত্নে তায়
    কে বুনেছে গ্রহ তারার অলঙ্কার ৷

    চির জিজ্ঞাসা সদা জাগরূক তাই
    যুগ যুগ ধরে উত্তর খোঁজে নর
    জানি নিশ্চিত অনিশ্চিতের শেষে
    হবে একদিন পরাভূত ঈশ্বর ৷

  • tatin | 122.252.251.244 | ২৩ ডিসেম্বর ২০১১ ২০:০১508002
  • বাহ, ঠিক এইভাবে প্রেমের কবিত লিখুন, সুধীন দত্তের লেভেলে এসে যাবে
  • nk | 151.141.84.194 | ২৬ ডিসেম্বর ২০১১ ২৩:২৪508013
  • ও: দুখে! কী লিখলেন! কী লিখলেন! আপনি যে ছুপা রুস্তম সেই বিষয়ে সন্দেহ ছিলো প্রথম থেকেই। এমন কবিতা!
    আরো লিখুন, কলমের হীরকদীপ্তি ছুঁইয়ে দিন। :-)
  • tatin | 122.252.251.244 | ৩০ ডিসেম্বর ২০১১ ২০:৩১508025
  • শিকার শিকার খেলা
    বালির আড়ালে প্রহর গুণেছে শতকের অবহেলা
    তখন বছর ফুরিয়ে এসেছে, চূর্ন টিফিনবেলা
    শহরের বুকে ক্লান্ত বসেছে অনাহুত উপজেলা
    দিন নিভে যায়, শাঁখের আওয়াজে চাঁদের আকাশভেলা
    একলা ভেসেছে বয়সের জলে
    সকাল এমন-ই, এত ঝলমলে
    গাছের উঠোনে ঝরে পড়া ফলে
    খেলেছে সূর্য রৌদ্রের ছলে
    প্রত্যেক দিন, প্রত্যেক রাত
    ভাব আড়ি আর প্রতি সংঘাত
    হারিয়ে দেবার তুষারপ্রপাত
    অনাহুত হেলাফেলা
    শিকার একলা, বন্দুকও তাই
    শিকারি একলা, বন্ধুও চাই
    অত ক্রুর কোনও খেলা
    উৎসব জুড়ে নাচের আদলে শিকার-শিকারিমেলা
  • pharida | 182.68.195.110 | ০১ জানুয়ারি ২০১২ ০০:২৬508036
  • এইবার প্রেম হোক খুব তোমার আমার
    বেলপাতা আমডাল প্রতি বেস্পতিবার
    শনিবার বারের উপোস হোক খুব
    ডালে ডালকাঁটা পড়ুক মাঝে মাঝে হিং ফোড়ণ
    ভেসে যাক জলে পচা ফুলপাতা
    দিনক্ষণ মেপে দিক –
    ভাঁড়ে ভাঁড়ে ভবানী উপছে দিক আকন্ঠ বেদনা।

  • Tim | 173.163.204.9 | ০৩ জানুয়ারি ২০১২ ১৪:২২508047
  • ঘোর শীতে, বিষন্ন সন্ধ্যার ঝোঁকে
    বিরতিতে, দাবদাহে, বৃষ্টির ফোঁটা হয়ে তাই
    চুঁয়ে যায় হিসেবের আদমসুমারি
    রাত এলে মনে পড়ে,অবসর নেবার বালাই।

    উঠোনে শান্ত ফুল, আকাশের এলোমেলো মেঘ
    আগুনের হাতছানি, পোকার ডানায় চেনা ঘ্রাণ
    ক্লান্তিতে, ঘুঘুডাকা দুপুরের শেষে কিছু দিন
    রাতের ক্লান্তি আসে, মাটি পায় চোরাবালিটান।
  • pharida | 182.68.220.107 | ০৬ জানুয়ারি ২০১২ ২৩:৫২508058
  • দুলে দুলে পড়ছে শতকিয়া
    জোড়ানদী জড়াজড়ি করে
    শুয়ে বসে কোল ঘেঁসে
    হুটোপাটি করে বেশ থাকে।

    বাণীদের দোর ধরে
    মুদীখানা দোকানবাজার
    ধুলিখাল প্রাথমিক
    অবৈতনিক হয়ে
    একমাত্র সাইকেলখানি
    ব্‌ৎসরে তিনমাস পায়
    পথচলা জমি।

    ঝিঁঝি ডাকে ব্যাং ডাকে
    ঝোপেঝাড়ে অযুত ভয়
    ওঁত পাতে – কেউ যদি
    দেখে ফেলে চলাফেরা।

    শিখা তুলে যায় চমকিয়ে
    হাওয়া এলে দপদপে
    পাড়াখানি দুলে দুলে ওঠে
    শুতে গিয়ে নদীজোড়া নিয়ে
    খেলে যায় একা লালটেমি।

  • Nina | 12.149.39.84 | ০৭ জানুয়ারি ২০১২ ০০:০০508069
  • ফরিদা ক্যা বাৎ!
    টিম্ভাই কি দেশে?
  • pharida | 182.68.220.107 | ০৭ জানুয়ারি ২০১২ ০০:৩৫508080
  • চান সেরে চলে গেছে বুঝি কেউ খানিক্ষণ আগে
    ভেজা কুয়োতলা জুড়ে ছপছপে জল ইত:স্তত
    জল মাখা গাঁদাচারাগুলি হাতে চাঁদ পেল বুঝি
    সে কি স্বপ্নহীন এক দেখে এইসব চিলছাতে।

    কেন এসেছিল প্রেম? ফিরে সে অনন্ত মাঝরাতে
    জেগে থাকে যেন বা সদরের ভুলে যাওয়া আলো
    খামোখাই ছেড়ে ফেলে বাইরের পোষাকটি দ্রুত
    নেহাৎ ঘরোয়া কিছু বলে বসে অনায়াস অনুভবে।

    স্বপ্নহীন রাত জুড়ে অবিকল আগের সকালের
    ছেড়ে রাখা ডুরে শাড়ি কিশোরীকে আশ্চর্য করেছে
    রঙ কবে উঠে গেছে আগাছায় ভরেছে উঠোন
    ছিটের বেড়ার ফাঁকে উঁকি দিলে সরীসৃপ প্রেম
    এইভাবে চান সেরে যায় ফিরে যায় পরিত্যক্ত
    কুয়োতলায় – ছপছপে জল জমে থাকে ভাঙা সানে।

  • Nina | 12.149.39.84 | ০৭ জানুয়ারি ২০১২ ০০:৪০508091
  • জাস্ট টু গুড! ফরিদা টু উ উ উ গুড!
  • amit | 18.60.11.242 | ০৭ জানুয়ারি ২০১২ ০৫:৪৩508102
  • ফরিদার লেখা-----

    চান সেরে চলে গেছে--- এই কবিতা টি আমার ভীষণ ভালো লেগেছে,অনুষঙ্গ সুন্দর, এবং বিন্যাস।

    দুলে দুলে পড়ছে--- এই কবিতাটির দ্বিতীয় স্তবক খুব ভালো লেগেছে, মানে ভীষণই ভালো লেগেছে।

    অন্যত্র বিচরণ কথা----

    সাবেক তুলসীমঞ্চ---- এই স্তবকটির ভাব বা এই ধরণের চিত্ররূপ এর প্রয়োগ আমার পড়া, কোথায় পড়েছি মনে নেই, কিন্তু ভীষণ চেনা মনে হল। জয় কিনা নিশ্চিত নই। এইটুকুই।

    "স্রষ্টা ও আমরা" সত্যি সুধীন দত্তের পাড়া বেড়িয়ে এসেছে।

    এক ই লাইনে উৎসব, নাচ এবং শিকার--- এইসব শব্দ একসাথে শুনলে জীবনানন্দ মনে পড়ে। বিশেষত তর আগের লাইনে "ক্রুর" শব্দ শুনলে।

    লেখা চলুক, পড়তে দিব্যি লাগে।
  • Nishan Chatterjee | 72.89.196.19 | ১৫ জানুয়ারি ২০১২ ০৪:৪০508113
  • ভগ্ন দেশ ভগ্ন ব্যথা ভগ্ন নীরবতা...

    ভগ্ন কলসি জলের ধারা...

    ভগ্ন স্বাধীনতা...

    শুকনো তৃণ ধানের শীষ...

    বালকিষণের ভীষণ বিষ...

    ছোবল দিয়ে লুকায় কোথা...

    খুঁজে পাওয়াই ভার...

    ও কে করবে নদী পার...

    নদী গঙ্গা আমার পতিতপাবন হরি...

    তিনি ভাগ হলে পর সেই দোষেতেই মরি...

    নদীর এপার ওপার অকুল দুপার

    ছাড়ছে বড় শ্বাস....

    বিষের বারোমাস....

    দূর্গা দোলায় চেপে ঘুরতে আসেন

    বন্যাত্রাণে খরায়...

    আমি সকাল বেলা কাগজ চোখে...

    আঁতলামি পেয়ালায়...

    শুন্য দেশ...শুন্য কাল...শুকোনো স্তব্ধতা....

    গাধার পিঠে আসছে চড়ে আমার স্বাধীনতা...
  • tatin | 117.197.68.205 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২২:৫৬508124
  • আমার কবর
    আমার কবর আমি ঢেকে রাখি পথের বিরহে
    জেল-এর দরজা লেগে যায়
    ঐখানে পাখিরা গাইছিল? ঐখানে রোদ পড়েছিল নাকি
    ঐসব পাথরের গায়ে, রুপোর আলগা আভা ছিল?
    বন্ধ লোহার নিচে লুকিয়ে রয়েছি কফিনেই,
    আমার কবর আমি ঢেকে রাখি মৃত্যুর ছাঁচে
    তখন বিকেল আসবেনা?
    তখনও কি হাওয়া দেবে, চেনা গলি বেয়ে, ভাঙা কার্লাভার্টে?
    রিকশাওলার মুখে তখন কি রঙ ছুঁড়ে দোল?
    আমার কবর আমি ঢেকে রাখি, মৌনতা দিয়ে
    প্রেতের শরীর জ্বলে যায়
    আমি জানলার মত ভান করে ইন্টারনেটে ঘাঁটি
    উইকিপিডিয়া, আর ফেসবুক, আর যত সোশ্যাল ও ইমেল
    অক্ষরও ভেঙে যেতে থাকে –
    তখন মদের নেশা,
    তখনও কি রাত্তির, ভোর?
    স্কুলের ঘন্টা বাজে, ঐখানে? ছুটি?
    ছুটি, ঐখানে আমার কবর?

  • Sam | 117.192.232.3 | ০১ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৪৪508136
  • যতদিন বলেছিলে চলে যাবে সরে দূরে,
    বুকের ভেতরে উইপোকা-
    সন্ধ্যে হবার আগে কলজে টা খেয়েছিল কুরে কুরে.
    নগরসভ্যতায় দেখে নেব চায়ের পেয়ালা-
    মেখে নেব কাঁচের শিশির-
    পলকে পলকে পান করে যাব তোমার তিমির.
    ঢালু থেকে ঢালু হয়ে যখন সবুজ....
    তোমার উপত্যকা.. তাতে ও আগুন,
    লালচে পানীয় ধরে পেয়ালা মদির.
    একশ বছর পরে আবার জমতে থাকা হৃদয়ের ভিড়ে,
    আসবে কি ফিরে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন