এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৬৩৯৬ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শিবাংশু | 127.201.163.63 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:১৬508071
  • দূর সবুজের দিকে ডাক দিয়ে গিয়েছিল
    ঝকঝকে তোমার ট্রাম্পেট

    মুরলিসংকাশ রাগ দেশ
    প্রতিধ্বনি হয়ে ফিরে এসেছিলো
    পান্নালাল ঘোষের শ্বাস বায়ু

    তখনও একাই ভেঙে গেছি
    চিনেবাদামের মতো
    সময় মুহুর্তগুলি লঞ্চঘাটে
    সিঁড়ি ভাঙা
    জলছলনায় ......
  • pharida | 192.68.133.197 | ০৪ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪৩508072
  • দারুণ লাগছে...।
  • nina | 79.141.168.137 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:৫৮508073
  • উফ! দুরন্ত সব কবিতারা----ঝাঁকে ঝাঁকে ভাল লাগা!
  • swati | 194.64.38.52 | ০৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:১৯508074
  • ট্রেনটা এসে চলে গেল-
    সে ট্রেন ধরা হল না।
    কত্ত ব্যাগেজ, হেই সামহালো-
    ট্রেনটা এসে চলে গেল!
    জানলা ঘেঁষে সীট তো ছিল
    প্ল্যাটফর্মটাই ছিল না।
    ট্রেনটা এসে চলে গেল
    সে ট্রেন ধরা হল না।

    যতই তুমি চেষ্টা কর
    সে ট্রেন তো আর ফিরবে না।
    আফশোসে আজ যতই মর,
    যতই তুমি চেষ্টা কর,
    হিসেব নিকেশ যতই কর
    সে যোগবিয়োগ মিলবে না।
    যতই তুমি চেষ্টা কর
    সে ট্রেন তো আর ফিরবে না।
  • শিবাংশু | 127.197.238.77 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৮508075
  • আজ শঙ্খ ঘোষের জন্মদিন.....

    সরস্বতী

    সকরিগলির ঘাটে সাঁঝবেলা, ঝুঁঝকো গোধূলিছায় যেন পিলু
    সুঁদরি শিকড়ের মতো ঘন বিজড়িত ভারাবাঁধা মাচা
    শানবাঁধা জেটি সারি সারি লঞ্চ আর হুটার কার্নিভাল
    ঈশ্বর তাপস সেন হওয়ার আবেগে
    এদিকওদিক অলৌকিক স্ট্রোভ জ্বেলে রেডি

    আমি এক মনিহারিঘাটের সওয়ারি
    এই সব আলোহীনতায় গঙ্গার শীৎকারধ্বনি শঙ্খিনী আশ্লেষ
    কপালকুন্ডলার মতো বিছানায় ডেকে নেয় যে পথিক হারিয়েছে ম্যাপ
    দেশি নৌকোর ঝাঁক ঢালুতটে, লন্ঠনজোনাকির ভীতু বিবাহ উৎসব
    চরাচর মত্ত আজ শচীনকত্তার স্বর যেন মোহাব্বতের গ্রামোফোন
    '...অ্যায় মা-আ-আ-ঝি.. মেরে সাজন হ্যাঁয় উস পার' ,

    বসন্তপঞ্চমীর দেবী নূতনের দুই চোখে দলছুট হরিণীর
    আতুরকাজল আর চলনবিলের গভীরতা

    মদির মূহুর্তগুলি গৌরীবালিকার মতো ভেঙে যায়
    ফেরিঘাটে ভেজা র‌্যাম্পার্টে

    প্রতিধ্বনি ফিরিবে কি, হে রাজন...

    কতোকাল প্রতীক্ষায় গেলো.....
  • i | 147.157.8.253 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ০২:১৬508076
  • ৫ই ফেব্রুয়ারি, না? আপনার তবে ২৮ মিনিট দেরি হয়েছে শিবাংশুদা।
  • শিবাংশু | 127.201.165.11 | ০৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:১৩508077
  • ইন্দ্রাণী,

    ৫ না ৬ এই নিয়ে কাল ওপাড়ায় বেশ গোলমাল। নেট উৎস নিতে গেলে গণতান্ত্রিক মতে তারিখটা ৬, কারন অধিক জনতার পক্ষপাত সেইদিকেই। তাই ৬য়ের মধ্যরাতে একটা অক্ষম পদ্যপ্রচেষ্টা প্রিয় কবির জন্মদিনে। ঃ-)
  • i | 134.168.17.10 | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:৫২508078
  • আসলে, ২২শে মাঘ, শিবাংশুদা। সূর্যঢেউ, দূর্বাদলে জয় গোস্বামী লিখেছেন না-
    " ...শঙ্খ ঘোষ - গোপন সেই উপাসনার ২২শে মাঘ
    বেড়ি পরার মস্ত ভুল
    বেড়ি খোলার
    বেড়ি ভাঙার
    চির আগুন
    'ধূম লাগার হৃৎকমল...'"

    আর বাইশে মাঘ শিরোনামে তো কবিতাই আছে জয় গোস্বামীর।

    আজ বৃহস্পতিবার, ২৪শে মাঘ, ৭ই ফেব্রুয়ারি।
  • শিবাংশু | 127.197.234.62 | ০৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫৫508079
  • থ্যাংকু, ইন্দ্রাণী... ঃ-)
  • dd | 125.187.50.199 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৫২508081
  • তিথিও ছিলো সঠিক আর দুপুর রোদভাসি
    একেকটা দিন অযাচিতেই নরম থাকে খুব
    কি সহজেই আজও আমার মুঠোয় তার হাত
    আমার মুঠোয় কি সহজেই তার আঙুলের ছোঁয়া

    বয়স বুঝি আলগা করে পাথর কুচি গুলি
    সময় বুঝি সড়িয়ে দেয় খড়কুটো আর ধুলো
    তাই কি তোমাকে ছুঁতেও পারি শতেক চোখের মাঝে?
    তোমার চোখে কি স্বছন্দে দিলাম গভীর ডুব।

    কোথাও একটা ম্যাজিক ছিলো, তিথিও ছিলো ঠিক
    নিভৃত প্রানের কন্যা ছিলো আমার মুঠোর মাঝে।।
  • I | 24.96.91.173 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৯508082
  • আহা ! অন্যরকম ডিডি!
  • rabaahuta | 208.175.62.19 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৩508083
  • আহা...
  • sosen | 111.63.217.21 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:১৫508084
  • নস্টালজিক ডিডিদা-
  • I | 24.96.91.173 | ১৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৩৫508085
  • পড়ে থেকে বিক্রমের গান শুনছি-নিভৃত প্রাণের দেবতা।
  • kumu | 132.176.32.39 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৩508086
  • হিয়া টুপটাপ,জিয়া নষ্টাল-
    ইনি ডিডিদাই তো?
  • nina | 79.141.168.137 | ১৬ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৩৩508087
  • আহা! বাহা বাহা-- ( ডিডি রে) এবং
    হগ্গলেরে---বাহা বাহা----
  • সায়ন | 59.249.123.172 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৩৪508088
  • এমন আলগা বাঁধন হতে পারি
    যদি তুমি প্রশ্রয় দাও
    সব বিপত্তির ওপার, নিভৃতে
    ক্ষণিকের অবলম্বন মেনে
    আর কিছু গয়ংগচ্ছ জীবনের
    মূল সূত্রাধার

    এমন সময় দ্বিধা থরথর
    প্রকৃত প্রস্তাবে সম্বল শুধু সমন্বয়
    কারক বিভক্তির প্রথা মেনে
    সম্মিলিত ক্ষোভ অকারণ
    তবু তুমি হতে চেয়েছিলে
    মূলাধার, সর্পসম

    এসব দেখি, যখন অযাচিত
    পরাণে ধেয়ে আসে
    রৌদ্রকরোজ্জ্বল স্বপ্নের নাচ
    বিভঙ্গ যাদের রোজদিনকার
    সেই সব, সেরকম ধূলিযাপন দিন
    নিয়ত প্রতিশ্রুতি

    ছলনায় রচিত প্রতিশ্রুতি
    "অ ক্লেয়ার দ্য লা লুন"
    সময় ধেয়ে গেছে ছলনায়
    রচিত স্মৃতির ওপার
    - শুধু দলছুট, আঙরাখা
    মন সুখবিরহিত নিস্তার
  • pharida | 192.68.209.153 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ০৭:৫২508089
  • আমার কথার বেশিরভাগের
    দায় নেই কাল জবাবদিহির
    অস্থিরমতি শূন্য কলসী
    মজা দিঘীর জন্মতিথির খোঁজে বেরোয়।
    ত্রিসীমানায় কেউ কোত্থাও
    থাকতে পারতো, যার চাহনি
    সকাল সকাল চা বানাতো
    আদার কুঁচি থেঁতো করে।
    এই প্রসঙ্গে কোন গানটি
    গাওয়া যাবে? ঠিক করতেই দেরি হল,
    রোদ চড়েছে, ভুল ধরেছে
    ততক্ষণে হাজির হওয়া ব্যক্তিসত্ত্বা।
    আতান্তরে থমকে গিয়েও
    চেনা হাতের লাগাম শাসন
    ছন্নছাড়া রুখুচুলের কথাগুলোর
    কান পাকড়ে বাড়ি পাঠায় ধর্মপালন
    স্নান করাতে গরম জলে।

    দিঘীর বুকে সারাদিনমান
    পাপড়ি ভাসে হৃৎকমলের।
  • apu | 24.139.211.2 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:০৭508090
  • আজ জীবনানন্দের জন্মদিন কেউ কিছু লিখবে না তোমরা
  • Tim | 12.133.34.116 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:২৭508092
  • আমার কথার বেশিরভাগের
    দায় নেই, কোন দায়িত্ব ও
    বোঝার মত, কুঁজের মত চাপাইনি
    আর। এইতো জীবন, কাটছে কাটুক
    নিজের মত।
    পাশের ঘরে সিঁদ পড়েছে, কেমন যেন
    বোবায় ধরা, বসেই আছি। কালকে জ্বরে
    ঘোর লেগেছে, মাথার মধ্যে কালোরঙের
    ছোপ ধরেছে, এইতো আমি, সত্যি জানি
    এটাই জীবন, টাকার খেলা।
    অন্য পাড়ে আরোই আজব, একটি মানুষ
    সবই আছে, কিন্তু ফাঁকা চাউনিটা তার
    ফুটছে গায়ে এখন আমার। বোধবুদ্ধির
    ধরতাইটাও ছিন্ন এখন, এ সংসারে।
    হাত পেতেছি পাতায় পাতায়,
    এটাই জীবন, মূর্খ কিছু
    শব্দে ঘেরা।
  • Tim | 12.133.34.116 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৫:২৫508093
  • বিকাশকে দেখতে পাচ্ছি-
    তার ধোপদুরস্ত জামা, চপ্পলের গায়ে
    এক ফোঁটাও কাদা লেগে নেই। সন্ধ্যের ঝোঁকে
    বিকাশ বসেছে তার পরিবার নিয়ে- সেখানে সুখের হাট হ্যাজাক আলোয় সেজে বসে আছে।
    বিকাশের দায়ভার কম। বই পড়া, থ্রিলারের শেষে আর মাঝে যদি একটু রোমান্স- সামান্য ছোঁয়াছুঁয়ি
    জেমস বন্ডের মত চুমু খেয়ে নিলে তার রাগ হয়।
    বিকাশের পড়াশুনো, ভালো। কত কথা, কত লাইন চেক চেক জামার মতন তার মগজে পাক খেয়ে ঘুমিয়ে আছে। কিশোর অমনিবাসে খেয়ে উঠে হলুদ হাতের নখ বোলায় বিকাশ, ছবিতে ছড়ায় তার সোনা বাঁধানো ক্ষয়া দাঁত ঝিকিয়ে ওঠে।
    বিকাশের প্রজনন, তেজি। লাখো লাখো বিকাশের শুক্রাণু জন্মায়, স্কুলে পড়ে, কলেজেও
    প্রেম করে নিয়ে তারা সব প্রতিযোগিতায়
    জিতে উঠে আবারো বহু বিকাশ প্রসব করে - পরোক্ষে।
    বিকাশেরা ভাবেনা, শান্তিতে থাকে। রাষ্ট্র তাদের বহু
    উপহারে তোয়াজেই রাখে- বিকাশের মুখ কান
    চোখে দেখা ঘটনাও পাল্টে পাল্টে নানাবিধ অনুবাদে
    বিকাশের কানে আসে। অন্য মানুষ মরে, ক্ষতবিক্ষত হয়, কোন বেয়নেটই কখনও বিকাশের গায়ে দাগ কাটেনা- বিকাশ অমর।
    তাই বিকাশ এগোয়, বাঁচে, বুড়ো হয় মরে আর ক্রমশই বেড়ে উঠে নিয়মের গান গায়। বিকাশকে দেখতে পাচ্ছি, তার সাদা জামা, সাদা প্যান্ট, চপ্পলে একটুও কাদা লেগে নেই, শুধু নখগুলো বড় করে ফেলেছে বিকাশ।
  • sosen | 125.242.181.77 | ১৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৩৪508094
  • তাই বলে কি চিরকালই
    অমর ছিল বিকাশদাদা?
    চিরকালই খড়িমাটি-
    জ্যাবরা সস্তা কাঁচের ফ্রেমে
    ঝুলত খুকির বুকের মাঝে
    শুকনো ক্ষতর পেরেক থেকে?
    কিম্বা নতুন ক্লাচের মাঝে
    ছোট্ট মত পকেট থেকে
    রাজকুমারের হাসি দিয়ে
    ঝিকিয়ে দিত ঈর্ষার চোখ
    পাশের বেঞ্চে মিতার ঠোঁটে?
    বিকাশদাদা খবর কাগজ?
    বিকাশবাবু রাজ্যনীতি -?
    বিকাশখুড়ো গ্যাসের বুকিং?
    এই রাষ্ট্র থোড়াই চেনে
    বিকাশদাদা সত্যি যে কে

    বিকাশ খুকির ছোট্টবেলা
    বিকাশ খুকির প্রথম আদর
    তারাচেনার গভীর রাতে
    কুঁচিমুচি সন্ধ্যে চাদর
    রাগতে পারে, রাগ করে না,
    হঠাত খেলা পন্ড হলে
    মাঠের কোনায় দাঁড়িয়ে থাকা
    আপনমনে আঙুল চোষা
    ছোট্ট খুকি কোলে তুলে
    গঙ্গাতীরে হাঁটতে বেরোয়
    পাড়ার শিল্ডে খেলা ছেড়ে-

    ব্যথার রাতে কান্না এলে
    ফিসফিসানি গলায় খুকির
    ঘুম জুড়িয়ে গান গেয়ে দ্যায়
    ভীষণ নরম, শক্ত দারুণ
    ওই আঙুলে আগুন থাকে
    দায়িত্বও ঘুমিয়ে থাকে
    চুপ-চুপটি , অতন্দ্রদিন
    হঠাত জ্বলে উঠতে পারে

    বিকাশ লকেটভর্তি সিগার
    যখন তখন পুড়িয়ে ফ্যালে
    খুকির বুকের নরম ছাল বা
    রাষ্ট্রগুরুর হৃদয়কবচ
    পক্ষপাতের ধার ধারে না
    বিকাশ বড়ই স্বল্পভাষী
    স্মৃতির চেয়েও পুরনো তার
    বুড়োটে সব মনসিলেবল
    কিন্তু যেদিন বন্যা আসে
    বিকাশ সেদিন ফেস্টুন আর
    কিবোর্ড জুড়ে রক্তপ্লাবন

    ময়দান আর রাস্তা জুড়ে
    অন্তর্জাল বেভুল ভিড়ে
    বিকাশ শুধুই ইস্তিরিময়
    নতুন জামার গন্ধই নয়
    বিকাশ আরো অনেক কিছু
    এক পৃথিবী নিয়ম মানা
    চুপটি করে বাঁচার পরে
    হঠাত সেদিন চমকে দিয়ে
    টুপুস করে মরতে পারার
    কলার তোলা বিশাল রেলা
    বিকাশ খুকির টনসিলভয়
    বিকাশ খুকির কথার শুরু
    মরিয়া সেই ব্লগের শেষে
    বিকাশ খুকির শেষ প্রতিবাদ।
  • dd | 125.187.48.28 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৩৭508095
  • সবাই আসে সিংহদুয়ার দিয়ে,খিড়কি দিয়ে তোমার যাওয়া আসা
    শীতের নরম রোদের একটি ফালি,ভীতুর মতন দাঁড়িয়ে থাকো দুরে
    আর সকলে আট প্রহরের স্বজন, তোমার জন্য নির্জনতা চাই
    সবার জন্য গাঢ় আলিংগন, তোমায় শুধু চোখের কোনে দেখা।

    মেঘেরা খুব থমকে থাকে এখন। ঝিম ধরে যায় পুরানো মৌতাতে
  • hu | 12.133.45.183 | ১৮ ফেব্রুয়ারি ২০১৩ ২১:৪০508096
  • বাহ!
  • rabaahuta | 208.175.62.19 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৯508097
  • ' ঝিম ধরে যায় পুরানো মৌতাতে'
    -অসাধারন
  • Yan | 161.141.84.239 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ০০:২৬508098
  • আহা ডিডি, এ যে রীতিমতন প্রাবীন্দ্রিক!!! "সবাই আসে সিংহদুয়ার দিয়ে, খিড়কি দিয়ে তোমার যাওয়া আসা--" বড় সুন্দর!
  • Tim | 188.91.253.11 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১০:৫১508099
  • তিন নম্বর লাইন। "তোমার জন্য নির্জনতা চাই"।
    ব্র্যাডম্যান পাটা উইকেটে দিলে এমনই খেলতেন। ব্র্যাডম্যানেরা স্বেচ্ছায় সবুজ বাউন্সি উইকেটে খ্যালেন বলে রেলাটা সব্সময় বোঝা যায়না।
  • kumu | 132.176.32.39 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১২:৩৪508100
  • কলকাতার কী মহিমা!
    ডিডির কবিতা পর্যন্ত অন্যরকম সুন্দর-
  • হুম্‌ | 69.160.210.2 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:২৬508101
  • ডিডির তুমিই তাইলে প্রবৈচ। হুম্‌।
  • Tim | 12.133.34.140 | ১৯ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০৮508103
  • অংশবিশেষ আগেই বলা ছিলো
    ভগ্নাবশেষ তুঙ্গ উচাটনে
    দাঁড়িয়ে আছে মাঠের শেষে, প্রাচীন
    এই সীমানা ঘুমের অবসরে।
    জঙ্গী যত হামলে পড়া, সময়
    পায়ের ভিড়ে যেমন কাগজভাঁজ
    একটু করে অন্য পায়ের টোকায়
    সরছে যেন বৃষ্টিছাঁটের মাস।
    মাঠের শেষে কেল্লা, ভাঙা পাঁচিল
    অন্য দেশের নিশান- অঙ্গরাখা
    আজকে দুপুর ঘাপটি মেরে, চুপ-
    ঘুমিয়ে আছে হাতের পাশে পাখা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন