এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৯৩২ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • achintyarup | 69.93.246.199 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:০৬508138
  • ডিডি এত সিরিয়াস কথাও ইয়ার্কি মেরে বলে দিতে পারেন কি করে?
  • dd | 132.167.36.110 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:১৩508139
  • অব্যেস।
  • sosen | 125.241.87.145 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪১508140
  • গাড়ির কাঁচে বেসামাল কান্না নামে
    শহরস্টপে দাঁড়িয়ে
    আজও
    উঁচু বাসগুলির দিকে তাকিয়ে
    আমার চোখ জ্বালা করে
    কালো কাঁচের ওপারের রাগ
    আমার ফুসফুসে ঢুকে পড়ে
    আর ফুলতে থাকে, ক্রমাগত

    যদিও গর্ভের ফুল
    ফেলে এসেছি ডাস্টবিনে, বাধ্যতামূলক;
    এখনো নাড়ির দাগ
    এখনো রক্তের গন্ধ শরীরে আমার
    কাগজ ভুলেছে তোকে
    কিংবা তুইই কাগজ হয়েছিস
    বেভুলে, শুকনো স্ট্যাম্পে,
    টেবিলে, ফাইলমধ্যে, কোর্টকাছারিতে

    রাগ, দমকা হাওয়ার মত অভিমান
    চাপ পড়ে টন টন করে ওঠে
    অদৃশ্য আম্বেলিকাল কর্ড
    কাছে আয়, ফিসফিসিয়ে বলি
    শহরজোড়া
    এই অসময়প্লাবনের মধ্যেও
    তোকে আমি ভুলিনি রে মা, সত্যিই ......
  • সায়ন | 59.249.123.146 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৭508141
  • এ অন্য ব্রীড! ক্ষুরধার।
  • dd | 132.167.36.110 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৪৯508142
  • ইয়েস। একেবারে।

    খোলা তরোয়াল। ব্রাভো।
  • achintyarup | 69.93.246.199 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০০:৫৩508143
  • হ্যাটস অফ
  • raatri | 24.99.31.10 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০১:১৪508144
  • ক্ষি সব লেখা রে ভাই!!
  • kumu | 132.161.228.79 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ০৯:৫২508145
  • !!!!!!!!!!!!!!
  • aranya | 79.113.15.170 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ১০:০৫508146
  • 'এই নে একমুঠো কবিতা,
    এই নে বেপরোয়া ছন্দ
    এই যে প্রসারিত দুটি হাত
    ছুঁয়ে দেখ জীবনের গন্ধ '

    -কবিতার উৎসব আজ।
  • T | 24.139.128.15 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২০:৫২508148
  • দারুণ সব কবিতা! কী ভালো। পড়লেই কবিতা পায়। কিন্তু কিস্যু লিখতে পারিনা।
  • pradip naskar | 24.99.236.149 | ২৪ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:০১508149
  • কবিতা

    কাগজ পুরুষ
    প্রদীপ নাস্কার

    আমি কাগজ পুরুষ
    আমাকে যে ভাবে গড়েছে
    আমি সেভাবেই আছি।

    ''হে নারী'' তোমার রূপ,রস,গন্ধ
    আমার পাগল করে না
    মাতাল ও না ।
    আমার পুরুষত্ব বলে কিছুই নেই
    দেহ মন একটা জোর বস্তু মাত্র
    তোমার স্পর্শে খান খান হয় না।

    শুনেছে ঝরনার ধারায়
    পাথর ক্ষয়ে যায়
    কিন্তু আমি?

    যদি অবিরাম ঝরনা ধারায়
    চূর্ণ বিচূর্ণ হয়ে যাই
    যদি অবিরাম বৃষ্টিপাতে
    আমি আমার মূল্যবোধ
    ক্ষয় করতে পারি
    'হে নারী'' সে দিন হব আমি
    তোমার সামনে ধর্ষিত পুরুষ,
    যা তুমি কোনো দিনও চাও না।

    আমি কাগজ পুরুষ হয়ে বাঁচতে চাই।
  • Tirtha | 132.172.9.67 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ০৪:০৬508150
  • আমরা দুজন

    আমরা দুজন একলা হলাম
    সেই কবে সেই সঙ্গে ছিলাম
    মনের মাঝে ভীষন রকম বোকা,

    আমরা দুজন হাটছি পথে
    হাত ধরে খুব একলা ভাবে
    চ্লছে শহর, মস্ত শহর
    বিশাল জনপদ।

    সেই কবে সেই দোকা ছিলাম
    তুই, আমি আর ব্রিষ্টি বিকেল
    উতাল হাওয়া খোলা চুলে
    দ্রিপ্ত চুমু ঠোটের কোলে।

    ব্রিষ্টি এখ্ন থামলো য্খন
    দু এক ফোটা ইলশেগুড়ি
    আমরা দুজন হাত ধরে আজ
    ভীষন রকম একলা চলি।
  • kumu | 132.176.32.39 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ১২:০৯508151
  • ডিডিদাকে পেয়ে,২৩ feb ভাল লাগল।
    আর সোসেনকে কিছু বলার নেই।
  • pharida | 192.68.196.51 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২২:৪৬508152
  • আগুন ছুঁয়ে ফেরার পথে শুধু
    এ ছিন্নমূল শহর বসত পরের
    ব্যাঙ আধুলির কুলুঙ্গিময় ধু ধু
    ঠাঁই মানে না একলা থাকা ঘরের।

    ফি গোধুলি তামুক চোরাটানের
    রূপ খুলেছেন সাবেক প্রতিবেশী
    আনন্দময় হৃদয় অভিমানের
    জলের কাছে জলের মেশামেশি –

    দেখাও যখন অসীম নিঃসহায়
    ওপাড় হল আমার কুমিরডাঙা
    হে পরবাস রাখলে কোথায় হায়
    কলার ফাটা ওই পুরনো জামা।
  • sosen | 125.241.8.50 | ২৫ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:৫৮508153
  • এহেন শব্দের মধ্যে শব্দ ছুঁড়ে ফেলা নিতিদিন
    পেয়ালা-তলানিটুকু অপছন্দে ঠেলে দেওয়া দূরে
    আনাচে কানাচে থেকে আরো একটু দূরত্ব বাড়ানো
    সুরে না বলুক, তবু অনর্থেই সিরিয়ালে মন।

    পুরনো ইঁটের মধ্যে অশ্বত্থপাঁজর দেখা যাবে
    কদিন পরেই আর, ঝুঁকে পড়ে থালাজলে পাতা
    শুকনো, শিরার মধ্যে জট পেকে উঠে আসে শিরা
    শরীর তো অনিবার্য, ঘাট জুড়ে ভাঙ্গনের কাল।

    দুলে দুলে খিন্ন জপ, ভয় পাই, গলার সামনে
    দলা হয়ে আটকে থাকে আলুসেদ্ধ, ঘি-ভাতের মায়া
    টেলিফোনে অনুযোগ, অর্ধেক শুনেও রেখে দিই
    প্রবৃদ্ধা, ক্লান্ত দেহ টেনে টেনে চলে যায় কাল

    ওই ফাটাফুটি হাতে ধরে আছ শৈশব আমার
    নবকল্লোলের পাতা, বিট -গাজরের ডাল, দেবী,
    তোমার মেয়েওতো বুড়ো হলো, ভুলে যায় নামতার ঘর
    হায় আমি , ক্লিন্ন দেহে আর কত শোকতাপ নেবো?

    বলো "বুড়া দিদানরে ভুল্যাই গ্যাছস, রানী-মা ? "
    ভুলি নাই, ভুলি নাই, শুধু বড় ভয় হয় , মাগো ,
    বেঁকে যাওয়া মুঠি মোর, সংসার গলে মিশে যায়
    আঙ্গুলের ফাঁক দিয়ে, গলিতপ্রকোষ্ঠ শিশুদিন

    হারাবার ভয়, আর রেশন কার্ডের মরে যাওয়া
    দূরে সরে গেলে যদিবা বাঁচানো যায় সেই কান্নাদিন
    কখানি হাড়ের ওই মৃদু খাঁচা, থানের আরাম
    তুমি থাকো, প্লিজ আম্মা, খুদে আর দুধে বেঁচে থাকো-
  • aranya | 154.160.226.53 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০১:২১508154
  • অসাধারণ, অদ্ভুত ভাল সব কবিতা সোসেনের কী-বোর্ড থেকে।
  • achintyarup | 103.186.31.84 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৪৩508155
  • হুম
  • সায়ন | 59.249.100.203 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ০১:৪৫508156
  • সেইসব অপসারিত খাঁজ থেকে খাঁজে ঢুকে বসা ভয়
    খাদের চেয়েও নীচে প্রবাহিত বালক মুঠিতে ভরা খনিজ
    স্নেহ-রঙা আকর, ধূ ধু অথবা কিছুটা নিম্নগতি স্লথ
    অবাধ্যতার সীমানায় দাগ কেটে যাওয়া স্তিমিত দ্যুতি

    এমনটা হলেই জানি আসবে তুমি শননুড়ি বৃদ্ধা আমার
    মনের ঠিক পিছুটান বাঁকখানিতে বসে বিলি কেটে যাবে
    অপার শান্তির মত লোলচর্ম ভালোবাসা ও ন্যুব্জতার
    শখের যতেক ধন গচ্ছিত রেখেছ অপসৃয়মান সীমানায়

    স্বস্তি চাইতে শুধু, দুঃখ দুর্দশা ঘুচে যাওয়া ক্রমাগত দিন
    জোরালো ক্ষয় ভাসিয়ে নিয়ে চলেছিল কোষবিমুক্ত প্রাণ
    উচ্চ আসনে অধিষ্ঠিত তিনি বিধান দিয়েছিলেন, চলো
    এইই সময়, আর কেমন ব্রীড়া ফুটেছিল তোমার মুখমন্ডল

    মনে না, অন্য কোনও গাছগাছালির ফাঁকে মিশে যাওয়া
    কৌতুক দুই চোখ, হাসলে ঝুরি নামত দাবদাহ সরোবর
    যেদিন তুমিও ছোটটি ছিলে অন্য কারো সযত্ন পালিত মেয়ে
    সেখানে স্বস্তি ছিল আর মুখচ্ছবিতে সোনালী রৌদ্রবিচ্ছুরণ

    স্তিমিত রাত্রির দ্যুতিভরা সীমানার ঐপারে অবস্থানকারী
    তুমি আমি আর এইসব, এদিকে স্বর ছিল না দীর্ণ দুর্দশার
    অন্তহীন নির্মম পরিত্রাণ কিছু বা নিঃস্বার্থ বলিদান, প্রসারিত
    বৃদ্ধা শান্তি খোঁজে, খুঁজেছিল শান্তি যখন তার অনেক প্রহার
  • sosen | 111.63.198.55 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১০:১০508157
  • আমার মাথায় কেবল ডিডিদার "কোথাও একটা , কোথাও একটা লাগছে ঘোর" ঘুরছে!
  • Tim | 188.91.253.11 | ২৬ ফেব্রুয়ারি ২০১৩ ১১:৫৬508159
  • হোসেন আর সায়ন দুটোই ভালো লাগলো।
  • kumu | 132.176.32.39 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫২508160
  • জানলা খুব সুদক্ষিণা,খোলাই ছিল?
    সেই সুযোগে অকালহাওয়া দমকা এল,
    থিরবিজুরি,বিকেলবেলা গৃহপ্রবেশ-
    ওলোটপালোট শুধুমুধু ত্রস্ত আঁচল।

    শুকনো নদীর ঝর্ণাভাসি উঠোন জুড়ে,
    ঝড়বোশেখী থামলো, তবু বন্য বাতাস,
    হলুদসবুজ জলছবিদের বাকসো খোঁজে,
    একটা দুটো নয়নতারা সন্ধ্যাসাজে

    ফুটবে কোথায়?আকাশ তখন শান্তি হয়ে
    বাড়িয়ে দু হাত এলো আমার হৃদকমলে
  • sosen | 24.139.199.1 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:০৫508161
  • জ্জিও- কুমুদির বসন্তের হাওয়া লেগেছে!
  • de | 190.149.51.69 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:১০508162
  • কুমুদি -- দারুণ!! ইন ফ্যাক্ট সব্বাই দারুণ!

    স্টেথোর গপ্পোটা আট্টু এগোক তাইলে কুমুদি!
  • achintyarup | 125.111.248.134 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৩৯508163
  • ও কুমুদি, অরো লেখো। পড়ে শন্তি পাই
  • i | 134.149.163.189 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৬:৪৭508164
  • খুব ভালো। সব লেখা। সবাই।কুমুদিদি বহুদিন পরে লিখলেন।
  • শিবাংশু | 127.201.150.199 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ১৭:৫৩508165
  • আলোপথ

    ছায়াকে ছুঁয়েছে হাত
    আখর ছুঁয়েছে তার
    ভোরবেলা আতুর আলোয়

    আকাশও কি ডানা মেলে
    কোথাও যাবার আছে তার

    তারও তো নিত্য ফিরে যাওয়া
    লুব্ধকের সেজবাতি জ্বেলে

    শ্যামলতৃণের মতো আলো
    ভরে দেয় আমাদের বিহানের দিন

    যদিও সে সব দিন গেরুয়া
    জলের মতো ক্রমাগত
    ঘুরে ঘুরে
    ফিরে গেছে

    মেঘ হয়ে ফিরে গেছে
    আকাশের কাছে...
  • pharida | 192.68.107.97 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ২২:১৫508166
  • সেলাম রাখলাম ।

    অনবদ্য লাগছে এই পাতাটা এখন।
  • pradip naskae | 24.96.95.236 | ২৭ ফেব্রুয়ারি ২০১৩ ২৩:২৬508167
  • কবিতা

    মৃত্যুর খোঁজ
    প্রদীপ নস্কর

    মৃত্যুর মুল্য দু'লাখ টাকা।
    চাই শুধু, মৃত্যু দাও শুধু মৃত্যু।
    মৃত্যুর খোঁজে রাজা প্রজা
    রাজ পথে।

    সহর থেকে মফস্সল
    মফসল থেকে গ্রাম,
    চাই শুধু মৃত্যু।
    তা যে কোনো মৃত্যু হোক
    সাধারণের জন্যে দুই
    একটু উপরে তিন
    তার বেশি নয়।

    দাও কে কোথায় আছে
    মৃত্যুর খোঁজ।

    মৃত্যুর মুল্য দু'লাখ টাকা।
  • kumu | 132.176.32.39 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৩:৪৩508168
  • কুমুদিদি না হয় বহুদিন পর "লিখলেন",ইন্দ্রাণীদিদি মোটেই লিখছেন না কেন?
    এমন সোনার কলম/কীবোর্ড যাঁর!!
  • Tim | 188.91.253.11 | ২৮ ফেব্রুয়ারি ২০১৩ ১৪:৫১508170
  • কত ভালো ভালো কবিতা। তীর্থ বলে যিনি লিখলেন, পড়ে বেশ লাগলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন