এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৮৬৪ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | 192.64.57.198 | ২৯ মার্চ ২০১৩ ১৯:৫৬508237
  • রাস্তা থেকে রাস্তা নামে রাস্তা চলে রাস্তা ঘুরে
    রাস্তা দিয়ে রাস্তা হাঁটে রাস্তা কাছের রাস্তা দুরের
    রাস্তা হাতে হাতটি ধরে, রাস্তা বুকে বইটি চেপে
    রাস্তা শান্ত সুবোধ সকাল - কী যে হল - যাচ্ছে ক্ষেপে।
    রাস্তা জুড়ে রাস্তা চলে রাস্তা দখল দোকান বেড়ে
    রাস্তা বুঝি মেঘলা দিনে পড়ছে আটকা বৃষ্টি ঝড়ে।
    রাস্তা শাসন রাস্তা বাধ্য, বায়না ছোটে রাস্তা ধরে
    রাস্তা ব্যাগের বইখাতারা ছড়িয়ে গেল রাস্তা জুড়ে।
    বেঁকে যাচ্ছে সিধে রাস্তা স্কুলের থেকে কলেজ হল
    এই রাস্তা বইমুখো তো ওই রাস্তার ল্যাজ গজালো।
    রাস্তা বুঝি অধিকারবোধ সচেতনতা কাগজ ফুলে
    রাস্তা ভালো আড্ডা পেল চায়ের কাপে তুফান তুলে
    রাস্তা ভালো, রাস্তা নতুন, খাজা রাস্তা ব্যস্তমতন
    খিটখিটে এক বুড়ো রাস্তা রাস্তা পেরোয় যাবজ্জীবন।
    গলি রাস্তা ঐ হারালো চওড়া রাস্তা সাজল ফুলে
    অনেক দুরের কোনো রাস্তা একলা হাঁটে রাস্তা ভুলে।
  • pharida | 192.64.57.198 | ২৯ মার্চ ২০১৩ ২৩:১৩508238
  • এইত ছিল বসতবাড়ি
    চেনা গন্ধ বারান্দাময়
    নিমের ডালটিএকটু নুয়ে
    ছায়াও দিল-

    ফের গালে হাত ডাল পুড়ছে
    কোত্থাও আর যাওয়া হয় না
    ফি শনিবার টাটকা ছবি
    বাইরে খাওয়া, জিনিসপত্র
    খোলস ছাড়া সাপের মতো
    ব্যর্থ আকাশ ছবি আঁকলো
    মৃত্যু গভীর জলের মধ্যে
    ঢিল পড়লে মাত্র কদিন
    ঢেউ উঠবে ফিরেও যাবে
    অনেকদিনের পরেও শুধু
    একলা হল -

    ডাল পুড়ে যায় অন্যমনে।
  • pharida | 192.64.57.198 | ২৯ মার্চ ২০১৩ ২৩:৩৩508239
  • আনকথা বাতাসেই ভাসে
    কানাকানি আগুনের মতো
    ওইখানে ফেলে গেছে নীল
    ওই বুঝি জল আনা ছুঁতো।

    নীল বিষে রাধিকা মরেছে
    জল বিষে ডুবেছে আঙিনা
    তার দিশে খুঁজে সে পাগলে
    হারিয়েছে সাবেক ঠিকানা।

    কথা ফের হল চেনাজানা
    জের টানা দেহাতী মানুষে
    মাঝে মাঝে বাড়ি ফিরে যেতে
    একা একা দেরি করে আসে।
  • শ্ব | 125.118.22.230 | ২৯ মার্চ ২০১৩ ২৩:৪৫508240
  • ৫ #

    মনে হয় ছেড়ে যাই
    খুব ধীরে নখে টেনে ঘষে তুলি
    নুনছাল ,

    কার্পেট গুটিয়ে রেখে ধীরে
    পেশী খুলে মাংশ খুলে
    হাড় মজ্জা দরজা খুলে চলে যাই

    টের ও পাবেনা , সে তো ঘুমে ।

    এইবেলা । দূরে যাই উড়ে যাই ।

    দুপুর রোদ্দুরে
    ফুটপাথে ঘুরে ঘুরে আসন্ন এপ্রিলে
    এইসব মনে হয় ,

    মনে হওয়া, তার বেশি নয় ।।
  • pharida | 192.64.43.153 | ৩০ মার্চ ২০১৩ ১০:১৪508241
  • একটা ছবির মানে খুঁজতে গিয়ে এটা পেলাম, সিকি বা পাই কি ছবিটা এখানে তুলে দেবে?

    এই বুঝি অলীক জোছনা
    মানুষ নিকটে এলে প্রায়
    উড়ে যায় কালের প্রদাহে?

    এই বুঝি সাবেক গোলাপী
    কিছু রঙ সাদাকালো যুগে
    ভালো লাগা সারারাত জাগে?

    এই বুঝি ভুল হয়েছিল
    বলে মনে থাকে একা
    মাঝখানে কাটা দাগ থাকে?
  • dd | 132.167.13.72 | ৩০ মার্চ ২০১৩ ১০:৩২508242
  • শ্বএর পাঁচ নম্বোরটা ভালো লাগলো তো।
  • pi | 78.48.231.217 | ৩০ মার্চ ২০১৩ ১৮:৩৮508243
  • ফরিদাদা, ছবিটা পাঠাও।
  • pharida | 192.64.42.150 | ৩১ মার্চ ২০১৩ ০৭:০৬508244
  • পাই, ছবি তো তোমার দেওয়ালে টাঙানো - আমি কোথা থেকে পাই...।
    তার বদলে অন্য লেখা এখানেই লিখে যাই :))
    --------------------------------------------------------------------
    কীসের তাড়স ওই অতলে ঝুঁকলে এমন
    গড়িয়ে গেল বুকের থেকে পাথর-খণ্ড
    খানিক দুরেই দৃষ্টি হারায় হা অন্ধকার
    পিছল সোঁদা গন্ধ ছিল তৃষ্ণা কাতর।

    অনাসৃষ্টি শিরদাঁড়াময় স্রোত পেল টের
    পিছল মেঝের চাপ শ্যাওলা ঈষৎ কালো
    পাড়ের ইঁটের জোর নেই আর তেমন ধারা
    তাতেই কেন ওই গভীরে দেখতে হল?

    ভাত বেড়ে কেউ বসেও ছিল অন্য ঘরে
    অন্য কোথাও যাওয়ার ছিল রাস্তা ধরে
    শিথিল হল জমাট বাঁধা বুকের পাথর
    ঝুঁকে পড়লে ঘুণ কাঠামো ভেঙেও পড়ে।
  • pharida | 192.64.36.17 | ০১ এপ্রিল ২০১৩ ২১:৫৯508245
  • নাচার

    এখন তোমার ডাক এলে তো নাচার...

    সমস্ত দিন খাটনি গেল
    উড়ো কথার ঝুরো ঝুরো
    জুড়ে কেটে বসত গড়ে
    দিনের শেষে ভাতের গন্ধে
    আয়েস এল -
    ভাবছি যখন, সবে একটু সময় পেলাম বাঁচার।

    যাই বলো আর ভয় করিনা
    তাকিয়ে থাকো, চেঁচিয়ে ডাকো
    এখন ভরা পেটের পাশে, বাঁচতে থাকা ঘুমটি আসে
    এতক্ষণে সময় হল বাঁচার।

    যতই ডাকো, এখন আমি নাচার।
  • dukhe | 212.54.74.119 | ০২ এপ্রিল ২০১৩ ১১:১৬508248
  • গুহালিপি

    কেউ জানবে না । শুধু রাত্রি ধরে রাখবে জলছাপ ।
    ভোর এসে দেখবে তার একটি দুটি রূপোলী পালক
    উড়ে যাচ্ছে শূন্যপথে ।

    আলোহাওয়া জানবে না । জানবে না ইতিহাস বই ।
    দড়ির ওপর দিয়ে দমবন্ধ হেঁটে যেতে যেতে
    দেওয়ালঘড়ির শব্দে নির্জন দুপুর
    অন্ধকার সুড়ঙ্গের কালো রেলগাড়ি
    কেঁপে উঠবে থরথর –
    সেও জানবে না ।

    শুধু রাত্রি ধরে রাখবে জলছাপ ।

    অন্ধকারে লিখে রাখব তোমাকে যা কখনো বলিনি ।
  • sosen | 24.139.199.1 | ০২ এপ্রিল ২০১৩ ১১:৪২508249
  • দুখে দা, অসাধারণ।
  • Tim | 188.91.253.11 | ০২ এপ্রিল ২০১৩ ১২:০৫508250
  • আহা, দুখেদার এটা বড়ো ভালো হয়েছে।
  • kumu | 132.176.32.39 | ০২ এপ্রিল ২০১৩ ১২:১৮508251
  • ফরিদা,দুখেদা-সুন্দর,হৃদমাঝারে রাখার মত।
  • sosen | 24.139.199.1 | ০৩ এপ্রিল ২০১৩ ১৬:৫৩508252
  • শরীর ঘুমিয়ে পড়লে জেগে ওঠে আরেক শরীর
    পোশাকের অন্তরালে চেনা স্বেদ ঢলে পড়ে, সম্বিত্কথন
    বিনুনির মত সব গুছিগুলি মিলে যায়, জট পাকে শিরার নীলেতে
    কিন্তু একবার
    তুই ছুঁয়ে দিলেই, রাংতার রাত্তির কালো, কাজলা দিঘিতে নেমে
    চুপি চুপি ডুব দিয়ে নেয় বার কয়
    ধুয়ে নেয় শাঁখারং ম্লান ক্যানভাস
    রঙের গল্প কত, রং কত, ঘন চেনা, পাশাপাশি , মেশামিশি, তেষ্টার মতন
    ব্যাকুল আয়তি নামে স্ক্রিন জুড়ে,অনতিরোদ্দুর
    যেন আমলার মুক্তারং ছাল, ঘষা খেয়ে একটু ছিন্ন, একটু লাল দাগ

    গুটিসুটি হয়ে শোয়, মুড়ি টানে, পুরনো কাঁথার গন্ধ ওঠে
    চামড়া থেকে বাঁকে বাঁকে ঝরে পড়ছে অসহ্য নরম পাপড়িরা,
    কাগজের থেকে একটু জিভে তুলে নিলে স্বাদময়
    এই দুধ-স্নেহে
    দু চোখের পাতা জুড়ে আসে আর,
    চামচে চামচে
    জুড়ে থাকতে লোভ হয়, পিঠে বুকে, ঠোঁটেঘাড়ে, হৃদয়কুঁচিতে----
  • শ্ব | 69.99.230.125 | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:১৯508253
  • ৩#

    আর কেন চিনেপাড়া আর কেন দাঁতের দোকান
    ফুটন্ত জলে দেখো ধোয়া হচ্ছে সার্জিকাল স্টিল ,
    অতয়েব গজদন্তী শাপান্ত করে নে প্রানভরে
    আগে শুধু হাসি ছিল , এবার তো খেলা শুরু হবে ।।
  • শ্ব | 69.99.230.125 | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:৩৬508254
  • মুকুর
    --------

    কবিকে জিজ্ঞেস করো
    ও মেয়েটি কে ?
    ঐযে বারে বারে লেখার অলিন্দ জুড়ে
    লং স্কার্ট , পায়ে তে ঘুঙুর

    ওই যে পুরুষ
    প্রতিটি লেখায় যার পশমের
    ঘ্রাণ থাকে

    পুরনো প্রেমিক ?
    কলেজের ? আপিসের ?

    হে পাঠক
    হে সন্দিগ্ধ কপোত
    মুকুর ভগ্ন হলে ,মুখে কি
    জোয়ার খেলা মানা ?
  • শ্ব | 69.99.230.125 | ০৩ এপ্রিল ২০১৩ ১৭:৩৮508255
  • অদ্ভুত সন্ধ্যে নিয়ে বসে আছি
    মাথার ভেতরে ।

    এখনো পার্কের বেঞ্চে কুতুহলি শালিখসমাজ
    ফেলে যাওয়া ঠোঙ্গা নিয়ে কাকেদের প্রবল তল্লাসী
    ভয়ে ভয়ে বাঁশি দিয়ে দ্রুততায় চলে গ্যালো
    একাকী পুলুশ ।

    কেও ই জানেনা তবু , চুপি চুপি বলে রাখা এই
    ইশত সন্ধ্যার ঝোঁকে আমরা মধুগঞ্জিকা টেনেছি ।

    চোখ খুললেই আজ আলো আর টার্মিনাল
    ধরে কেও নাম ডেকে ফর্দ মেলাবে
    পাশাপাশি বেল্ট টেনে ঘুমু যাবো
    মাল ও খালাসী -

    তবুও যাওয়ার আগে চুপি চুপি বলে যাওয়া ভালো
    অদ্ভুত সন্ধ্যে জুড়ে সেই কবে গঞ্জিকা টেনেছি ।।
  • Kaju | 131.242.160.180 | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:০৫508256
  • একুবাউ এবার কেমন ঠিকঠাক বানান লিখেচে। ঃ)
  • hu | 12.133.63.201 | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:৩৭508257
  • শ্ব-র লেখা ভালো লাগছে
  • dd | 132.167.7.88 | ০৩ এপ্রিল ২০১৩ ১৮:৫৩508259
  • পুলিশকে শ্ব বাবু পুলুশ কইলেন? টাইপো না কি এমনি এমনি?
  • শ্ব | 69.99.230.125 | ০৩ এপ্রিল ২০১৩ ১৯:১৭508260
  • ঘুমু ,পুলুশ ; এইমতে :)
  • pharida | 192.64.8.116 | ০৩ এপ্রিল ২০১৩ ২৩:০৯508261
  • এইত আমি, আমায় ধরুন

    এই এতকাল খেয়ে পড়ে
    দেঁড়ে মুষে আমোদগেঁড়ে
    দামড়া হয়ে করছি আমড়াগাছি

    পাস দিয়েছি চাকরি করি
    সকাল সন্ধে গলায় দড়ি
    বুক ফুলিয়ে ন’টা সাতটা বাঁচি।

    এতেই বড় পাপ হল যে
    সত্যি কিছুই করি নি যে
    সময় গেছে বড্ড মিছিমিছি

    এই মৃত্যু সমন পাঠায়
    দাঁড় করিয়ে এ কাঠগড়ায়
    জেরায় দু-কান বন্ধ করে আছি -

    এইত আমি আমায় ধরুন
    অকর্মা কাঠ জ্বলুক উনুন
    একটা মরণ আটকালে আজ বাঁচি।
  • sosen | 125.241.35.181 | ০৩ এপ্রিল ২০১৩ ২৩:২২508262
  • তুখোড়!
  • pi | 78.48.231.217 | ০৩ এপ্রিল ২০১৩ ২৩:২৫508263
  • বারবার পড়ছি।
  • sosen | 111.63.203.63 | ০৬ এপ্রিল ২০১৩ ১১:০৪508264
  • মন ছোট হয় মন ছোট হয় মন ছোট হয়
    দলিল কাগজ হিসেব নিকেশ দস্তাবেজের
    ছায়ায় কেমন গুটিয়ে যায় হৃদয় কুঁড়ি
    অস্ত্র তোলে, ছোট্ট নিঁখুত সেয়ানা তীর
    মশার মত বর্ম এড়ায়, নিশান টানে

    এইত সেদিন দরজা ছিল সিং দরোজা
    এখন আমার লুকোচুরি, কঠিন বাঁচা
    উত্সবের এই উলুক ঝুলুক রঙিন আলোয়
    সবাই ক্যামন ছবির ফ্রেমে দাঁড়াতে পায়
    এই আমারই গল্পে কেবল নিষেধকাঠি

    মিশছে শরীর, মিশছে আকুল কথার সাথে
    কিন্তু কেমন থৈ পাইনে, বহুরূপীর
    কথাও যদি কাঁটা ফলায়, আইন ভাঙ্গে
    কিডনি ছিঁড়ে, চামড়া ছিঁড়ে মুখটি তোলে
    অচেনা এক তলোয়ারের গোপন ধারে

    ভয় পাই, আর দেরাজ খুলি, খাম রেখে দিই
    মন ছোট হয় ড্রয়ার -গুহায় , মুখবৈতে
    জলের ধারে ঝুঁকে পড়লে অতল টানে
    রহস্য নয়, গোপন নয় আর, বিবাহদিন
    ছোট্ট তীর আর ছোট্ট হুকের ফারাক জানে।
  • aranya | 78.38.243.161 | ০৬ এপ্রিল ২০১৩ ১১:১২508265
  • বাঃ।
  • প্রসূন বন্দ্যোপাধ্যায় | 130.60.38.190 | ০৬ এপ্রিল ২০১৩ ১৮:৫৬508266
  • "পালাতে দিও না"
    ------------------
    ধুসসালা বলে ঐ একটা লোক পালাচ্ছে
    ওকে ধরো... জানতে চাও
    ধুস মানে কী... সসালারই বা কী অর্থ
    ধুসসালা ফ্রেজটির সামাজিক তাৎপর্য কী দাঁড়ায়

    ধুসসালা বলে ঐ একটা লোক পালাচ্ছে
    পালাতে দিও না... ধরো... জানতে চাও ও কি
    প্রগতি না প্রতিক্রিয়া... সরকারি না বিরোধী ও
    পরিবেশ না উল্লয়োল... মডার্ন না পো.ম. পো.ক.
    প্রান্ত না কেন্দ্রাভিমুখী... স্টেটিস্ট না অ্যানার্কিস্ট
    জেনে নাও... পালাতে দিও না

    ধুসসালা বলে ঐ একটা লোক পালাচ্ছে
    পালাতে দিও না... ধরো... জানতে চাও ও কি
    বাংলা না আন্তর্জাতিক... যুক্তি না অলৌকিক
    চাকলা না কচুয়া ও... ধর্মনিরপেক্ষ নাকি সাম্প্রদায়িক
    সাকার না নিরাকার... শাক্ত না বৈষ্ণব
    ভক্তি না জ্ঞানমার্গ... দ্বৈত না অদ্বৈতবাদে ঝোঁক
    জেনে নাও... পালাতে দিও না

    প্রত্যেকটা সীমান্ত সীল করো... খবর পাঠাও
    আমাদের কোনোকিচ্ছু না হয়ে হঠাৎ যেন
    ধুসসালা বলে কেউ পালাতে না পারে
  • শ্ব | 125.118.169.175 | ০৮ এপ্রিল ২০১৩ ০৯:২০508267
  • আমার কি নেশা হয়েছে ? #৩
    ~~~~~~~~~~~~~~~~~~

    আচ্ছা ,
    হমমম ।

    পুলিশ কে ভেঙচাবো ?

    ভেঙচাতেই পারো কিন্তু
    পুলিশ যদি ..
    কী ?
    পুলিশ যদি ...
    আরে কী যদি ? মারে ?
    পুলিশ যদি ....
    আরররে পুলিশ যদি কী ? মেরে ফেলে ?
    পুলিশ যদি .....
    আরে ধত্তেরিকা ,আর কী করবে ?

    পুলিশ যদি ভেঙচায় !
  • শ্ব | 125.118.169.175 | ০৮ এপ্রিল ২০১৩ ০৯:২৬508268
  • আমার কি নেশা হয়েছে ?# ৫
    ~~~~~~~~~~~~~~~~~~

    আমার মাথা টা যেন ফটফট করে ফেটেফুটে
    চার পাশে শিমুলের তুলো হয়ে ছড়িয়ে পড়ছে পেঁজা পেঁজা আগুনের মত ।

    অনন্তরাত্রির পাগল আমাকে ডেকে বলছে : পাগল তুই শেষে পাগল কে পাগল বললি ?

    এই গুলো আমাদের কথা । এইযে কালো আর হলুদ প্লাস্টিক কেটে কেটে ধানজমি আখজমি
    ঘাসের খেত সব এক করে ফেললে ! তাক করে ছুঁড়ে মারলে প্লাস্টিক পলাশ কে নিবি' বলে

    এখন কে আর তাকে রং কিনে দেবে ? এখন কে ডেকে বলবে : দাঁড়াও , বাঘ হতে পারে !

    কালো গরাদের দুদিক বেয়ে নেবে আসছে পাকা হলুদ । এর দাম আছে ।
    ছড়িয়ে পড়ছে মাথার ভিতর কালো পিতলের আলো
  • Kaju | 131.242.160.180 | ০৮ এপ্রিল ২০১৩ ১২:৫৪508270
  • হেব্বি নেজা হয়েজে, হেব্বি মাওঁয়া...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন