এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বঙ্গসম্মেলন ১

    সৈকত বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ০৪ জুলাই ২০২৪ | ১৬৩৩ বার পঠিত | রেটিং ৫ (২ জন)
  • | | |
    বঙ্গসম্মেলনে এলাম এই প্রথম। এসেই বাওয়াল। প্রচুর বঙ্গসন্তান চারদিকে কিচিরমিচির করছে। লাল ধুতি নীল জুতো। অদৃশ্য ব্লাউজ, হট প্যান্ট। পাশের দোকানে দোকানি বললেন, আজ কি ইন্ডিয়ানদের ফ্যাশান প্যারেড হচ্ছে কনভেনশন সেন্টারে? বুক ফুলিয়ে বললাম হ্যাঁ, বাঙালিদের। আমরা খুব কালচারাল। কালচারাল সেন্টারে ঢুকতেই একটি ছেলে বলল সৈকতদা। আমি অবাক হয়ে তাকাতে, বলল ফেসবুক (তারপর আর দেখা হয়নি, নজরে পড়লে একবার টুকি দিয়ে যাবেন)। আমি আরও খুশি হয়ে রিসেপশনে যেতেই সব ফুস। মহিলা বললেন আজ প্রিএনএবিসি, আপনার রেজিস্ট্রেশনে কভার করছেনা। আমি বললাম, এমন তো কথা ছিলনা। লেখাও ছিলনা। তিনি হেসে বললেন, ছিল দাদা। দেখেননি। 

    বুঝলাম সবই ফাইন প্রিন্টের কারবার। এইজন্যই সব পড়ে নিতে হয়। কিন্তু সে বোধহয় এ জীবনে হবেনা। দীর্ঘশ্বাস ফেলে চলে আসছি, হঠাৎ এক বন্ধু। সে আমাকে বুড়ো বলে ডাকত আগে। বলল, সে কী আমারও তো একই রেজিস্ট্রেশন। আমার তো হবে বলছে। 

    ব্যস। এইবার মহিলা ফাঁপরে। বারবার দুজনের জিনিস চেক করে দেখেন। একদম একই জিনিস। যেন যমজ অ্যালসেশিয়ান। টিকি থেকে লেজ অবধি। কী আর করেন, আমাকেও ছাড়পত্র দিতেই হল। এইসব ইনকমপিটেন্সি নিয়ে লম্বা লেকচার দিতে যাচ্ছিলাম, বৌ আর বান্ধবী টেনে নিয়ে এল। অনুষ্ঠান শুরু হয়ে যাবে। খেতে হবে তার আগে। 

    যাহোক, খেয়েদেয়ে হলে ঢোকা গেল। গান করবেন শংকর এহসান লয়। এঁরা কী করেন আমি ঠিক জানতাম না। পরে শুনলাম শঙ্কর মহাদেবন। তিনি কোন বঙ্গসংস্কৃতির অংশ কে জানে। হতেও পারেন। কত কিছুই জানিনা। স্ক্রিনে দেখলাম ফিউশন লেখা। ফিউশন ১০ ডলার। ভাবলাম গানের মূল্য। কিন্তু না ওটা অ্যাড। সেটা অবশ্য বুঝতে পারলাম অরিন্দম শীল মঞ্চে আসার পর। তিনি বিচ্ছিরি ইংরিজিতে বললেন, শংকর এহসান লয় সঙ্গীত জগতের রত্ন। বলিউডে কত যে গান করেছেন ইয়ত্ত্বা নেই। তারপর স্ক্রিনে অনেক সিনেমার নাম দেখানো হল। একটার নামই মনে আছে। দিল চাহতা হ্যায়। 

    এতেও বঙ্গসংস্কৃতির ব্যাপারটা ক্লিয়ার হলনা। ভাবলাম একটু শুনেই যাই। একেবারেই দেরি হলনা।  প্রচন্ড ড্রাম দিয়ে শঙ্করবাবু গান শুরু করে দিলেন। সেটা চেনা গান না। তবে গণেশ দিয়ে শুরু। আর শিব দিয়ে শেষ। নমঃ শিবায় বলে সে কী চিৎকার। 

    এরকম এইচ পপ এর আগে শুনিনি। খুবই নতুন ব্যাপার। ভাবলাম পরের টাও শুনি। এবার মঞ্চে এলেন বাঙালি শিল্পী ইমন। আরও কারা কারা। বললে বিশ্বাস করবেননা, শংকর চিৎকার করে বললেন, ক্রিকেট বিশ্বকাপ দেখেছেন? সবাই বলল হ্যাঁহ্যাঁ। শংকর বললেন, তবে একটা গান হয়ে যাক? সবাই বলল হ্যাঁঅ্যা। আর তারপরই শুরু হয়ে গেল সেই অবিস্মরণীয় গান। মঞ্চে শংকর ইমন আরও কারা যেন লাপাতে লাগলেন, হিন্দুস্তানি-হিন্দুস্তানি-হিন্দুস্তানি বলে। ধাঁইধপাধপ করে। 

    আমি হলের বাইরে বেরিয়ে চলে এলাম। মোবাইলে এইটা টাইপ করছি বসে। ভিতর থেকে ধাঁইধপাধপ শব্দ আসছে। হিন্দুস্তানি-হিন্দুস্তানি-হিন্দুস্তানি। সিঙ্গুর থেকে আমার কলকেতায় থুড়ি শিকাগোয় বঙ্গসম্মেলন দেখতে আসার স্বপ্ন সফল। আজ তার -১ তম দিন। 
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
    | | |
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • পাতা :
  • | 2607:fb90:bb08:cd91:dca1:c87d:7f08:dbe4 | ০৪ জুলাই ২০২৪ ০৮:৫৬534138
  • laughlaughlaugh
  • &/ | 151.141.85.8 | ০৪ জুলাই ২০২৪ ০৯:১৫534139
  • আহা, আহা, তারপর? ঃ-)
  • | ০৪ জুলাই ২০২৪ ০৯:২৯534140
  • laughlaugh
    রোজ আপডেট দেবে কিন্তু।
  • :|: | 174.251.163.213 | ০৪ জুলাই ২০২৪ ১১:২০534146
  • বিবস-এ গুরুর একপিস স্টল থাকলে মন্দ হতোনা। ;)
  • Kuntala | ০৪ জুলাই ২০২৪ ১৭:০৮534154
  • ঠিকই লিখেছেন। শুধুই আমেরিকা নয়, সব NRI দেরই যেন কালচার বস্তুটি জগাখিচুড়ি পাকিয়ে গেছে।
    এখন ক্যানবেরায় এসেছেন শিকাগোর অধ্যাপক  দীপেশ চক্রবর্তী, উনি বলছিলেন বটে যে একটা কোথাও লেখা দিতে হোল, আর একটা আলোচনা সভায় যেতে পারবেন না বলে ক্ষমা চাইতে হোল।
    আপনি ঠিকমত বন্ধু খুঁজে নিন, নয়তো বিপদ আছে। এনারা সব বাইরে জিন্স, ভেতরে চাড্ডি।
     
    কিছু মনে না করলে ওই শংকর বাবুর একটা গল্প বলি। দুহাজার তেইশ সালের জানুয়ারির শেষে কোলকাতা থেকে প্লেনে দিল্লি যাচ্ছি। একদম সামনের দিকের সিট, হ্যাঁ বিজনেস ক্লাসেই। প্রথমে উঠলেন জাভেদ আখতার, তার পরেই শংকর বাবু। জায়গা বদলে জাভেদ বাবুর পাশে বসলেন। কোলকাতার কোনো প্রোগ্রামে দুজনেই এসেছিলেন। 
    ওনার কি জোরে জোরে কথা, বাপরে বাপ! আমি তো নাম-টাম জানিনা, সবাই সেলফি তুলছে দেখে পাশের যাত্রীকে জিজ্ঞেস করে জানলাম উনি এক মহান গায়ক।
    কিন্ত ওনার কন্ঠনিনাদে তো আমার বই পড়া মাথায় উঠলো। শেষে 'এক্সকিউজ মি' বলে ওনাদের দৃষ্টি আকর্ষণ করে, ডান হাতের আঙুলগুলো ঘুরিয়ে একটু ভলিউম কমাতে বলতে হোল। একদম মূকাভিনয়।
    ছবি-ছাপা থেকে জাভেদ আখতারের মুখ চিনি, উনি নিপাট ভদ্রলোক, নিচু গলায় কথা বলেন। কিন্ত শংকর বাবুর বাজখাঁই গলা। আমি নিশ্চিত যে ভবিষ্যতে কখনোই ওনার পাশে বসার দুর্ভাগ্য হবে না, আর একথাও ঠিক যে আমার ওনাকে এক্কেবারে পাত্তা না দেওয়াটাও ওনার বহুদিন মনে থাকবে।
  • lcm | ০৫ জুলাই ২০২৪ ০০:২২534168
  • শংকর মহাদেবন এর ফিউশন ব্যান্ড "শক্তি" এ বছর গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছে (Best Global Music Album award at the Grammys 2024),  তার আগে এনপিআর-এ টাইনি ডেস্কে কভার করেছিল -
    https://www.npr.org/2023/10/30/1208837412/shakti-tiny-desk-concert



    কিন্তু বঙ্গসম্মে টাইপের অনুষ্ঠানে ভালো মিউজিক্যাল এক্সপেরিয়েন্স ভেরি ডিফিকাল্ট। সৈকত অদিতি মহসিন শুনতে পারো, এদিকে এলে আমার একবার অদিতির গান লাইভ শোনার ইচ্ছে আছে।
  • aranya | 2601:84:4600:5410:d10e:ee18:fd84:4078 | ০৫ জুলাই ২০২৪ ০০:৪৪534169
  • smiley, আশা করি সৈকত কিছু ভাল অনুষ্ঠানও দেখতে পাবে। ভাল বাংলা নাটক বা  সিনেমা থাকতে পারে।  
    বহু আগে, বঙ্গ সম্মেলনে সব অনুষ্ঠান-ই বাংলায় হত। কালের নিয়মে বলিউডের আর্টিস্ট, হিন্দী গান-বাজনা ইঃ যোগ হয়েছে, মানুষ চায়, অনেক বেশি টিকিট বিক্রি হয়, ইঃ যুক্তিতে 
  • aranya | 2601:84:4600:5410:d10e:ee18:fd84:4078 | ০৫ জুলাই ২০২৪ ০০:৪৯534170
  • গুরুর স্টল কখনো দেওয়া হয় ​​​​​​​নি, ​​​​​​​তবে ​​​​​​​অন্য ​​​​​​​স্টলে ​​​​​​​গুরুর ​​​​​​​বইপত্র ​​​​​​​রাখা ​​​​​​​হয়েছে। ​​​​​​​যেমন ​​​​​​​২০১০ এ আটলান্টিক ​​​​​​​সিটিতে, ​​​​​​​আর ​​​​​​​মেরীল্যান্ডেও ​​​​​​​বোধহয় ​​​​​​​একবার, ​​​​​​​পাই-ও ​​​​​​​ছিল, ​​​​​​​২০১২ ​​​​​​​হতে ​​​​​​​পারে। এছাড়া ​​​​​​​নিউ ​​​​​​​ইয়র্কে বই ​​​​​​​মেলায় , মূলত বাংলাদেশী ​​​​​​​প্রকাশকদের ​​​​​​​স্টল ​​​​​​​ছিল, ​​​​​​​সেখানেও 
    @:|:
  • lcm | ০৫ জুলাই ২০২৪ ০১:২১534171
  • আসলে সবই সময়... কাল... মহাকাল...

    দর্শক এবং আয়োজক - সবাই একটা গড্ডালিকার মধ্যে আটকে গেছে। হেব্বি জোর আওয়াজ হবে, হাই ডেসিবেল সাউন্ড, নাচানাচির সুযোগ হবে।

    ধরুন অবাঙালি শিল্পীদের নিয়েও কিছু করতে হয়, ওপরে এনপিআর এর প্রোগ্রামের ভিডিও দেখুন, বেশি না, জনা চার পাঁচেক আছেন (জাকির হোসেন ধরে), এদেরকে আমেরিকায় এক জায়গায় এনে এরকম একটা প্রোগ্রাম করা খুব কঠিন ব্যাপার নয়, যেমন বোস্টনের বার্কলি কলেজ অফ মিউজিক করে থাকে। বা, ধরুন নাটকের দল (মাঝারি সাইজের)।

    আর এই একগুচ্ছ - অরিন্দম শীল, মমতাশংকর, সৃজিত মুখার্জি, অনির্বান ভট্টাচার্য, সোহিনি সরকার, কৌশিক গাঙ্গুলি, ... এনারা, প্রায় ২৫-৩০ জন - এক গাদা সিনেমার লোকজন কেন নিয়ে আসা হয় বুঝি না। সিনেমা তো লাইভ পারফর্মিং আর্ট নয়, যে স্টেজে সিনেমা করে দেখাবে।

    শুধু তাই নয়, কলকাতা থেকে গৌতম ভট্টাচার্য এবং ওনার স্ত্রী আসেন ঘোষকের কাজ করার জন্য, ভাবতে অবাক লাগে সারা উত্তর আমেরিকায় একটু গুছিয়ে পরিষ্কার বাংলায় ঘোষনা করতে পারার কেউ নেই!!

    বা, হয়ত এগুলো প্যাকেজ ডিলের মতন, নিলে এক বান্ডিল ধরে সবাইকে আনতে হবে। সিন্ডিকেট টাইপের।

    দেখলাম, চন্দ্রিল ভট্টাচার্য এবং কুনাল সরকার এসেছেন। কিন্তু তারা ডিবেট করবেন কিনা জানি না। ডিবেটের আইডিয়া খারাপ না, যদি না আমেরিকান প্রেসিডেন্সিয়াল ডিবেট হয়।

    কিন্তু কিছু বললেই আপনি শুনবেন, আরে ভাই পাবলিক "এখন" এই চায়। পাঁঠার মাংস, আর, দরাদ্দম সংগীত।

    বেসিক্যালি, এই "এখন", এই সময়... সবই তার লীলা।
  • aranya | 2601:84:4600:5410:d10e:ee18:fd84:4078 | ০৫ জুলাই ২০২৪ ০১:৩২534173
  • একমত @লসাগু।  সিনেমার শিল্পী, ​​​​​​​পরিচালক ​​​​​​​দের আনার ​​​​​​​কোন ​​​​​​​যৌক্তিকতা ​​​​​​​দেখি ​​​​​​​না 
     
    দূর্গা পুজোর অনুষ্ঠান নিয়েও এই লড়াই টা চলতেই থাকে, দমাদ্দম সংগীত এবং উদ্দাম নাচ - এ নাকি পাবলিক চায়। 
     
    ভাল গান শুনতে চাই, নাচ অত জরুরী নয়, এ কথা বলে লাভ হচ্ছে না 
     
    btw, চন্দ্রিল বিতর্কে যোগ দিলে, সেটা ইন্টারেস্টিং হবে 
  • aranya | 2601:84:4600:5410:d10e:ee18:fd84:4078 | ০৫ জুলাই ২০২৪ ০১:৩৩534174
  • যদুবাবু-র ছবি মনোগ্রাহী :-) 
  • অরিন | 2404:4404:1732:e000:c055:5dec:84af:d54c | ০৫ জুলাই ২০২৪ ০১:৪২534175
  • এই সেলিব্রিটি গায়ক গায়িকাদের আমেরিকা ভ্রমণ এবং বঙ্গসম্মেলনে আসা নিয়ে আমার নিজের একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল, বহু বছর আগে লুইভিল নামে একটি শহরে। কী কুক্ষণে আমি সেবার বঙ্গ সম্মেলন বা ঐরকম জাতীয় কিছু একটি গ্রুপের অনুষ্ঠানে এক উদ্যোক্তার পাল্লায় পড়ে ওনাদের আমন্ত্রিত কলকাতা থেকে আগত গায়ক মশাইকে প্রোগ্রামের পর তাঁর হোটেলে পৌঁছে দেবার কথায় হ্যাঁ বলেছিলাম।
    তাঁর প্রোগ্রাম শেষ হল রাত ১১টায়। তিনি গাড়িতে উঠেই আবদার করলেন, তিনি ক্ষুধার্ত, তৎক্ষণাৎ খাবার চাই। এখন ১৯৯৮ সালে রাত এগারোটায় লুইভিল শহরে রাত এগারোটায় কিছুই খোলা থাকত, আর এরা ভদ্রলোককে একটি মোটেলে রেখেছিল, কাজেই সেখানেও ২৪ ঘণ্টার কফি শপ থাকার কথা নয়। সে কথা বেশ কিছু ক্ষণ গাড়ী করে ঘোরানর পর তিনি নিজেই উপলব্ধি করলেন। তো সে যাই হোক, মাঝরাতে একটি কেএফসি তে খাবার খেয়ে (বিল কে মিটিয়েছিল আন্দাজ করতে পারেন), ভদ্রলোক তাঁর মোটেলে ফিরে গেলেন, আমার ভূমিকা ট্যাকসি ড্রাইভারের। (আজকাল হলে মনে হয় উবের ড্রাইভারের)
    আমি সাধারণত এই জাতীয় "অনুষ্ঠান" থেকে শতহস্ত দূরে থাকা। ভাল সঙ্গীতানুষ্ঠান হলে শোনা যায়, যেমন গত সপ্তাহে এখানে জাকির হোসেনের ত্রিবেণী র বাজনা শুনে মন ভরে গেল।‌ ৭৩ বছরের মানুষটা যা অসাধারণ রেলা বাজালেন শেষের দিকে!
  • যদুবাবু | ০৫ জুলাই ২০২৪ ০২:০০534176
  • ভেবেছিলাম লিখে কাজ নেই, কিন্তু লিখেই রাখি। আকবা। 

    আমারও এই (নি)দারুণ অভিজ্ঞতা আছে। বোধহয় ২০১৬ সালের। সেই একবার-ই বেলতলায় গেছি। আমার মামী-ইন-ল'-এর নাচের অনুষ্ঠান ছিলো। তা এই অবক্ষয়ী পশ্চিম দিগন্তে ঐ একজনই আত্মীয়। তাই আমরাও পাঁজরের দুটো করে হাড় খুলে (তখন সদ্য-পোস্টডক এবং দেউলে) টিকিটফিকিট কেটে ব্রিগেড ভরাতে গেসলাম। 

    গিয়ে দেখি সেই কী এক কেওস, উরেব্বাবা! সেই আমার এক ওপার বাঙলার ছাত্র ইউনিভার্সিটির ক্যাম্পাসে নেমেই ঘোষণা করেছিল, "যেদিকেই তাকাই কেবলই ওয়াও লাগতেসে।" ... আমারও সে যে কী ওয়াও লেগেছিলো বলে বোঝানো শক্ত। 

    তার-ই বোধহয় প্রথম না দ্বিতীয় দিনের সন্ধ্যের গপ। সেইদিন অকুস্থলে পৌঁছে দেখি, একদিকে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের (নাকি অন্য কোথাও?) বিশাল অডিটরিয়ামে সুনিধি চৌহান চেঁচাচ্ছেন, আর এ পাশে হোটেলের টিমটিমে কনফারেন্স রুমে উলহাস কোশলকার। একটা ঠিকঠাক এ/ভি সিস্টেম দূরস্থান, পেছনে বসলে এসির আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না এমন খাজা ব্যবস্থা। ওদিকে শিডিউল-মত অডিটোরিয়ামে সুনিধির পরে উঠলেন আরেক কে যেন বলিউডি পারফর্মার। এদিকে পর পর আসবেন কৌশিকী, পূর্বায়ন, এট অল। হয়তো একটু অর্ডার এদিক-ওদিক হতে পারে, কিন্তু এইরকম-ই ব্যাপার। 

    আমরা এইদিকে, কৌশিকীর গান শুনবো বলে বসে আছি। শুরুর একটু আগে রুমের দরজা বন্ধ করে দেওয়া হ'ল কারণ ফায়ার মার্শালের নির্দেশ ৫০ জন ম্যাক্সিমাম ক্যাপাসিটি, আর স্ট্রিক্টলি এনফোর্সড। আর সেই দেখে এক গাদা জেঠিমা গানের মাঝেই ফোন করে "এই এই শেষ হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে!" বলে আবাহন ... ফল - একগুচ্ছ জেঠু চড়াও হয়ে দরজা ধাক্কিয়ে "তুই জানিস আমি কে?" করে সে কী বিষম চিলচিৎকার। 

    কৌশিকী এইসব গণ্ডগোলের মাঝে গান থামিয়ে বললেন, "আমার ধারণা ছিলো যাঁরা বিদেশে আসেন তাঁরা সবাই রত্ন, সবাই উচ্চশিক্ষিত, সমাজের ক্রিম ডে লা ক্রিম। তাঁরাই এরকম অভব্যতা করলে বাকিরা কী করবে?"

    আমি তখন অডিয়েন্সে বসে মানে পারলে লজ্জায় মাটিতে ঢুকে পড়ি। তারপর মনে হ'ল এ আর নতুন কি? 

    বলাই বাহুল্য, তারপর আর যাওয়ার দুর্ভাগ্য হয়নি। 
  • aranya | 2601:84:4600:5410:2dfa:21c6:256d:efe5 | ০৫ জুলাই ২০২৪ ০২:০৭534177
  • :- @ যদুবাবু 
    তবে গত বছরের বঙ্গ সম্মেলন, আটলান্টিক সিটিতে, সবচেয়ে ভয়াবহ ছিল, যা শুনেছি। চূড়ান্ত মিস ম্যানেজমেন্ট। 
     
    ২০০৫ এর বঙ্গ সম্মেলনে তসলিমার কবিতা পাঠ শুনেছিলাম। ভাল অভিজ্ঞতা। যদিও কবিতায় ছিল আমেরিকার সমালোচনা, এবং কিছু শ্রোতা চেঁচিয়ে প্রতিবাদ করে 
    জয়দেব বসু ও কবিতা পাঠ করেছিলেন। প্রতিভাবান কবি, অল্প বয়সে মারা যান।
  • &/ | 107.77.236.166 | ০৫ জুলাই ২০২৪ ০৩:১৪534179
  • ভাগ্যিস কোনোদিন  যাই নি . :)
  • যদুবাবু | ০৫ জুলাই ২০২৪ ০৩:৪২534180
  • হ্যাঁ হ্যাঁ আগেরবার তো খুব-ই বাওয়াল হ'ল। কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে ইমন এট অল বলেছিলেন আর কোনোদিন যাবেন না। সেই অভিমান বা রাগ যে ভুলে গেছেন এটা হয়তো ভালোই একটা ব্যাপার। 
     
    ওঃ, জয়দেব বসু আমার অন্যতম প্রিয় কবি। হিংসে করার মত ব্যাপার। 
  • :|: | 174.251.163.213 | ০৫ জুলাই ২০২৪ ০৩:৫৯534181
  • ০০:৪৯: বইপত্তর থেকেছে/থাকছে এইটে অবশ্যই ভালো। কিন্তু নিজেদের দোকানে জনতা যেমন আড্ডা দিতে পারেন এমনকি প্যাঁচাটাও যেমন নিশ্চিন্তে বসে চোখ মারতে পারে তেমনটি অন্যদের স্টলে হওয়ার সম্ভাবনা কম। এই আরকি! 
    তবে এবার খোদ সম্পাদক সম্যক অবস্থা দেখে এসেছেন। আসছে বছর ...
    ৩টে ১৪: লাক্কতার এক্কতা :)
  • Aranya | 2601:84:8581:74e0:2c2b:725:79bb:64bf | ০৫ জুলাই ২০২৪ ০৪:১৭534182
  • অভিমানের চেয়ে টাকার টান বেশি।
  • Aranya | 2601:84:8581:74e0:2c2b:725:79bb:64bf | ০৫ জুলাই ২০২৪ ০৪:১৮534183
  • জয়দেব বড় ভাল লিখতেন।
  • &/ | 107.77.236.166 | ০৫ জুলাই ২০২৪ ০৫:১৫534185
  • যদি জনা সত্তর আশি জন লোক নিয়ে বাংলা সাহিত্য সম্মেলন হয়, প্রধানত নিজেদের মধ্যে আড্ডা কবিতাপাঠ গল্পপাঠ খাওয়াদাওয়া ইত্যাদি, সে বরং অনেক ভালো। সন্ধেবেলা কিছু গানটান, কখনো নাটক ইত্যাদি, বইয়ের টেবিলও থাকতে পারে, যাদের প্রকাশিত বইপত্র আছে, ইচ্ছে হলে রাখবেন। একটা সংকলন ও বের হতে পারে, ইচ্ছুকরা লেখা দিলে। এরকম একটা সম্মেলন বছর কয়েক ধরে হচ্ছেও দুই বাংলার সাহিত্যপিপাসু লোকজন নিয়ে।
  • Aranya | 2600:1001:b050:dde9:e96e:43c4:da86:2f2e | ০৫ জুলাই ২০২৪ ০৬:১৩534186
  • ভাল খবর । এই সম্মেলন কোথায় হচ্ছে -কলকাতা / ঢাকা ? 
  • &/ | 107.77.236.166 | ০৫ জুলাই ২০২৪ ০৭:৪৪534187
  • একবার হল আটলান্টায় ,একবার হল লেক ফরেস্টে, এবারে শুনছি ডালাসে আয়োজন করছে 
  • অভিজিৎ | 103.240.99.176 | ০৮ জুলাই ২০২৪ ০০:৪৩534368
  • জানতে ইচ্ছে করে, সত্যি কি আয়োজকরা ভাল রুচিশীল গান বাজনা র অনুষ্ঠান শোনাতে আগ্রহী থাকেন? আর শিল্পী তালিকা কিভাবে তৈরি হয়। বাতুলতা বলে মনে হলে জানাবার প্রয়োজন নেই। 
  • NRO | 165.124.84.18 | ১১ জুলাই ২০২৪ ২১:৫৯534505
  • Problem is, the quality of today's Bengali literature as equally abysmal. This time I went for a poetry and book launch sessions and I found them worse than the Bollywoody programs that you all are criticizing. Same old anti imperialism 'Dukhiyari Kahaniyas'. Yes, pure classical stuff is still good but just as an army can not fight with only the generals so as a cultural fest can not thrive with only the high minded stuff. 
  • &/ | 151.141.84.146 | ১১ জুলাই ২০২৪ ২২:৩৩534506
  • তবু যে ভূত প্রেত তন্ত্র মন্ত্র ইত্যাদির থ্রিলার পড়ে শোনায় নি! সেই চতুর্মাত্রিক তান্ত্রিকের তালবাদ্য শুনলে মশাই ...
  • | ১১ জুলাই ২০২৪ ২২:৫৩534507
  • কিন্তু NRO মশাই বাংলা লিখতে ভুলে গেছেন দেখছি।  বাংলা পড়তেও কি পারেন ঠিকঠাক? দুখিয়ারি কাহানিয়াস আর যাই হোক বাংলা তো নয়। কী পড়েছেন বা শুনেচগেন জানি না কিন্তু সন্দেহ থাকলই। 
     
    ( কথা হল এরকম হাঁসজারুদের বাংলা বইপ্রকাশ অনুষ্ঠানে কি ডেকে আনে না এরা নিজেরাই আসে?) 
  • NRO | 165.124.84.18 | ১১ জুলাই ২০২৪ ২৩:৩৪534509
  • দ বাবু , actually the first book that was launched at this NABC was written in English by a Bengali. Because of time constraints I left even before my friend could launch his books which were written in Bengali. Most of these types of books are what is known is 'print to order', like 50 copies or so and these 'writers' are always trying to sell them to their friends & acquaintances because nobody else would buy them. 
    No, I am no cultural vulture and I believe English language is way better than Bengali. I live in West, dress and eat mostly Western so I see nothing wrong in communicating in English. Your post do not surprise me because it reflects typical Bong attitude of sanctimoniousness and hypocrisy wrapped in nonsensical criticism. You know what is 'Hansjaru' ? Wearing a punjabi together with a pant will be a good example. And yes, that was probably the most preferred dress of Bong men at this NABC 
  • agree | 185.120.77.104 | ১২ জুলাই ২০২৪ ০০:৫৮534510
  • বাংলা বেশ এঁদো টাইপের ভাষা এটা ঠিক কথা। আর সাহিত্যফাহিত্য বাংলা বা অন্যান্য ভারতীয় ভাষায় হয়না বলেই মনে করি। ইংরিজি, ফরাসি বা স্প্যানিশ ভাষার যে স্প্যান, তাতে খুব স্বাভাবিকভাবেই বিশ্বসাহিত্য এইসব ভাষাতে সমৃদ্ধ হবে। বাংলা জাস্ট চলে না। বাংলা ভাষায় আজ পর্যন্ত ডিকেন্স বা মেলভিলের মাপের ঔপন্যাসিক জন্মায়নি। ইটস আ ডেড এন্ড।
  • পাতা :
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন