এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরুর বইমেলা অভিযান

    Samran
    বইপত্তর | ২৯ জানুয়ারি ২০১০ | ৩৩৭১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Samran | 117.99.47.91 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:০৬435040
  • কাগুজে গুরুর বইমেলা অভিযান-

    প্রথম ও দ্বিতীয় দিন
    ------------------

    এদিকে গুরুগণ বইমেলা- বইপত্তর নিয়ে নানারকম প্ল্যান প্রোগ্রাম, সেগুলোর বাস্তবায়ন নিয়ে চরম ব্যস্ত। আমার বাড়িতেও তুমুল ব্যস্ততা। রাত-দিন ফোনাফুনি, মেলা-মেলি, টাইপা-টাইপি। ওফফ্‌ফ ... গুরু পাঁচ নামি নামি করছে, প্রেসে যাবে কে? আমার ভদ্রলোকটি দৌড়ুলেন বইয়ের খোঁজে, হাতে নিয়ে এক্কেবারে মেলায় যাবেন! ততক্ষণ হাতে যা আছে সম্বল তাই নিয়ে আমি গুটি গুটি পায়ে মেলার পথে। সেখানে আবার এক ডাগদারবাবু আসিবেন বলিয়া জানাইয়াছিলেন। আসবে স্যান বালিকা, টিম্ভাই। মেলার গেটে দাঁড়িয়ে বইয়ের ব্যাগ হাতে বাবাই।

    প্রেসিডেন্সি আর নন্দন দু জায়গাতেই বেশ সহজেই কা গু জাঁকিয়ে বসেছিল প্রথম দিন থেকেই। চেনা জানা সব লোকজন এসেছেন, পত্রিকা নিয়ে গেছেন, চন্ডালেরা এসেছেন, জোর আড্ডা হয়েছে ক'দিন। কেডি দশ হাতে সব সামলেছেন। রং বেরঙা জামা পরে মেলা ঘুরে, বুকের পরে কাগুজে গুরুর পোস্টার সাঁটিয়ে লোক পর্যন্ত ডেকে এনে বই বিক্রি করেছেন। এতসব কান্ড করতে গিয়ে খানিকটা কাবু হয়ে পড়েছেন শরীরের হাতে। প্রেসিডেন্সি-নন্দনের মেলা শেষ হতে না হতেই আবার অসুস্থ শরীর নিয়ে জুটে গেছেন নিখিল বিশ্ব বঙ্গ ভাট সম্মেলনের আয়োজনে। সেটাকেও সম্পন্ন করেছেন সফলভাবে। কিন্তু শরীর বলে, বাবাজী। মেলা হয়েছে, এবার একটু আরাম দাও আমাকে। ব্যস। কাবলিবাবু কাবু! ফলে যা হল, কলকাতা বইমেলায় গুরুচন্ডা৯ যাত্রা শুরু করল কাবু কাবলি মুখার্জীকে ছাড়াই।

    কোথায় মমার্ত কোথায় কী। মেলায় শুধু ধুলো আর ধুলো। দু মাস লাল রঙের চোখ রাঙানি সহ্য করে সদ্য সেরে ওঠা চোখে আমার তুমুল জ্বালা ধুলোর ঝাপটা খাওয়ামাত্রই। উবুদশ খুঁজে পাবো না আমি জেনেও ডান-বাঁ কিছুই না বুঝে শুধু ঘুরে বেড়াই বেদিশার মতো। সাথে ঘোরে বেচারা বাবাই, যে কিনা আমার থেকেও বড় বেদিশা:-( না পাওয়া যায় মমার্ত, না উবুদশ। সামনে দিয়ে কে বেরিয়ে যায়? সেও কি যেন খুঁজছে। মমার্ত কি? ঠিক! স্যানও মমার্ত খুঁজে বেড়াচ্ছে। সেখানেই ডাগদার্বাবু আমাদের সঙ্গীতাকে নিয়ে অপেক্ষা করছেন যে! এগলি ওগলি সেগলি কোথাও নেই কাঙ্খিত মমার্ত। অগত্যা ডাগদারবাবুই এগিয়ে আসেন মেক্সিকোর পতপত করে উড়তে থাকা রঙীন কাপড়ের বিশাল ঘেরের প্যাভিলিয়ন পেরিয়ে।

    বহুদিন বাদে দেখা সঙ্গীতার সাথে। ছোট্ট করে খানিক আড্ডা। আবার খোঁজ। উবুদশ। ভর্সা আছে মনে, পেয়েই যাব। তবে আমার ভাগ্য খুব ভাল কিনা তাই তখনও মেলায় পৌঁছননি অসিতদা। একমাত্র ভর্সা যাঁর পরে, মেলায় খানিকটা জায়গা তাঁর হাত ধরেই করে নেবে গুরুচন্ডা৯। ভাটুরেগণ ঢুকে যায় বইয়ের দেশে, বইয়ের ব্যাগ নিয়ে আমি উবুদশে, অসিতদা কখন আসবেন। আমার বেজার মুখ দেখেই হয়ত উবুদশের জাঁদরেল সম্পাদকের খানিকটা মায়া হয়, তিনি সঙ্গে করে নিয়ে যান লিটল ম্যাগ কর্নারে, যেখানে পরবর্তী ১২দিন অধিষ্ঠান করবে কাগুজে গুরু। অসিতদার ব্যবস্থামত গুরুচন্ডা০ খানিকটা জায়গা পেয়ে যায় কণিকার টেবিলে। সহদৃয় অরিজিত বলেন, আপনি বসুন এই টেবিলেই, যতক্ষণ-যদ্দিন আপনাদের টেবিলের ব্যবস্থা না হয়। মনে প্রচন্ড ভয় তখন, যদি আদৌ টেবিল না পাওয়া যায়? অরিজিত বলেন, না পেলে এখানেই বসবেন আর কি। খানিক নিশ্চিন্ত হয়ে আবার সন্ধান, এবার ডাগদারবাবুগো। তাদের যদিবা পাওয়া যায় পাওয়া যায় না চায়ের কোনো দোকান। আবার খোঁজ। এদিক সেদিক। আসলে কোনো দিকেই নয়। প্রায় একই জায়গায় ঘুরপাক। অগত্যা চায়ের আশা বাদ। আমি ৬৭নম্বর টেবিলে এবং জনতা আবার বইয়ের দেশে।
  • I | 59.93.170.214 | ২৯ জানুয়ারি ২০১০ ১২:৪৫435151
  • এইটা আর বাড়ছে না কেন?
  • Rajdeep | 202.79.203.59 | ২৯ জানুয়ারি ২০১০ ১৪:৪১435262
  • কাল যাচ্ছি

    দেখব-ঘুরব-কিনবো রে

    আর অবশ্যই পেটপুরে খাবো , লোকে কি এম্নি এম্নি ল্যালা বলে :)

    আর অতি অবশ্যই গুচর ষ্টলেও বসবো ;-)
  • P | 109.78.106.53 | ২৯ জানুয়ারি ২০১০ ১৬:২৮435373
  • চটী চাই , চটী চাই !
    টীম বইমেলা , শুনতে কি পাচ্ছো ??
  • Manish | 117.241.229.113 | ২৯ জানুয়ারি ২০১০ ১৭:১৯435484
  • Samran
    চটি বইগুলো কী গুচর স্টলে পাওয়া যাচ্ছে?
  • pi | 72.83.210.50 | ২৯ জানুয়ারি ২০১০ ১৯:৪০435595
  • রোব্বার থেকে পাওয়া যাবে।
  • rabaahuta | 117.194.226.228 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০০:০২435608
  • চটিচতুষ্টয় চলছে চটপট
    হু:হা হুল্লাট হুবহু হটকেক
    কিনছে কচিকাঁচা কিনছে কাকিমা
    চমকে চব্বিশ চণ্ডালিয়ঠেক
  • samran | 117.99.45.75 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০২:৫৯435630
  • ইশ্‌শ্‌শ্‌শ.. এখানটায় কিছু লেখাই হচ্ছে না, টইটা খুললাম লিখব বলে। শুধুমুদু জয়গা নষ্ট:-(

    অন্য কেউ ও কিছু লিখলে পারেন..
  • kallol | 115.184.0.39 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:১৫435041
  • ১। গুচ'র সলমন
    ২। গুচ তে সবুজের আগমন
    ৩, ৪। সুমেরু ইন অ্যাকশন
    ৫। ঐ দ্যাখো - এ তো শমিত! বছরখানেক আগেও ব্যাঙ্গালোরে থাকতো। এখন কলকাতায়। খুব ভালো প্রচ্ছদশিল্পী।
    ৬। সিরিয়াস সামরান। অন্যজন কিনি?
    ৭। হালকা সামরান এবং অন্যজন।
    ৮। মিঞা-বিবি ও অন্যেরা
    ৯। আবার শমিত। আরে: স্যান যে!
    ১০। এয়ারে বইমেলা কয়।
    ১১। সুমেরু কি খাটছে!! - রোগা না হয়ে যায়!!!
    ১২। ইক্কিরে, আবার!
    ১৩। যত্তারা, আবার শমিত!
  • pinaki | 131.151.102.250 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:২৭435052
  • বাবা শমিতটা কিছু মুটিয়েছে!!!
  • M | 59.93.198.33 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৪১435063
  • আমি ফটোক দেখতে পাচ্চিনা,গুরুর অক্কুটে, কেন ও ও ও ও
  • aka | 24.42.203.194 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫০435074
  • বিগেমকে জোর করে বাদ দিয়ে দেওয়া হয়েছে। দুধুভাতু আর কি। :D
  • Lama | 117.194.227.66 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৫৫435085
  • কাব্লিদা এখন ভাল আছেন আশা করি।
  • M | 59.93.198.33 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:০৩435096
  • গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌র
  • a x | 75.53.204.181 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:২৪435107
  • রোববারের বইমেলা গুরুর অর্কুটে আমিও দেখতে পাচ্ছিনা। যদিও ঐ নিজের হোম পেজে যেখানে নোটিফিকেশন আসে, সেখানে অ্যালবামের নাম দেখছি, আর ছবি গুলোতে লাল ঢ্যাঁড়া।
  • shrabani | 124.124.86.102 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ০৯:৫১435118
  • ইচ্ছে থাকলেও ঐ একদিনের পরে আর যেতে পারিনি। তবে ঐটুকু সময়, স্যান আর সামরানের সাথে হাল্কা আড্ডা, দারুন লাগল। টেবিলে সাজানো গুরুর সংখ্যা গুলো দেখে কেমন একটা অদ্ভুত অনুভূতি।

    পরের বছর শুধু বইমেলার জন্যই যাব!
  • M | 59.93.218.218 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১০435129
  • কাল বইমেলায় যাবো বলে আবার বাসে চড়েছি,কি কেস রে ভাই,বাস প্রথমে বললো সাইন্স সিটি নামলে সুবিধা, তারপর পিছনপাকা কন্ডাকটর বলে কিনা পরেরটায় নামুন, বিরাট দল আগেরটায় নেমে ধাঁ, আমরা গুটি কয় ভালো মানিষ পরেরটায় নামবো।

    আরে আরে দেখো গেট চলে গেলো,ও ভাই ও দাদা থামাও, শেষে অত্যন্ত ক্ষেপে ওরে! হতচ্ছাড়া! নামা।

    আগেরটায় নামলেননা কেন? নেহাত লাইনের কথা ভেবে সবাই দৌড়ালো নইলে ব্যাটা ঠিক ছবি হয়ে যেত।

    এদিক খুঁজি ওদিক খুঁজি, শেষে গিল্ডের অফিস ঘরের সামনে খুব কেতা নিয়ে ম্যাপ দেখলুম, তার আগে ব্রতীন গেট নাম্বার ভুল করে এক অদ্ভুত ডিরেকশন দেছে, ইচ্ছে কচ্ছিলো ব্যাটার মুন্ডু চিবাই। যাকগে শেষে এক বুড়ো দাদু রাস্তা দেখালো,গিয়ে দেখি কাবলিদা একা একা ঘামছেন, আর ওনার সাথে আসা লাজুক ছেলেটাকে দিয়ে ম্যাগের দলবল কি খাটানোই না খাটাচ্ছে।

    আমি আর কাবলিদা মিলে বই সাজিয়ে এদিক সেদিক চাইছি, হঠাৎ দেখি একজন কমলা শার্ট আর কমলা চুল নিয়ে দাঁড়িয়ে আছেন।
  • Rajdeep | 202.79.203.59 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:১৬435140
  • কলকাতায় থেকেও উইকএন্ড ছাড়া যেতে পারছি না :(( তায় আবার উইকেণ্ডেই গুচ্চের বিয়েবাড়ী
  • Bratin | 125.18.17.16 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:২০435152
  • দেখেছো কান্ড!!! নিজে ছড়িয়ে এখন আমায় দোষ দিচ্ছে :-))
  • M | 59.93.218.218 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৩435163
  • আমরা অত্যুৎসাহী দুজন গেলাম সরেজমিনে তদন্ত কত্তে, ইস শ্রাবনীরে কি মিসাচ্ছিলুম,ও থাকলে নিগ্‌ঘাত আরেকপিস গোয়েন্দা গপ্প নেমে যেত।কাবলিদা খুব হাসি হাসি মুখ করে চুলের রাজ জানতে চাইলেন। আর এও বললেন আমরা অবিভূত (ই: বানাম নিয়ে আমায় বোকোনি) ওনার অমন ম্যাচিং চুল দেখে, এও বললেন মেয়ে যেমন জামার সাথে জুতো ম্যাচ করে, মানে ক্যামন মেয়েদের জুতো=ছেলেদের চুল এমন সিদ্ধান্তে এলুম এদ্দিন পর।লোকটি কি খিউট! এট্টুও রাগ না করে কি বলছিলেন যেন, এরমধ্যে আমাদের ঝপাং পোশ্ন, চুলটা অজ্জিনাল কিনা?

    আমি আবার কাবলিদা যাতে টেনে না দেখেন এমন কিছু বলছিলুম,আর লোকটি কেমন সন্দ নিয়ে তাকালেন আর আমি পালালাম। পিছে দেখি কাবলিদাও চলে এলেন।

    আর এমন অবাধ্য মানুষকে কড়া শাসনে রাখা খুব জরুরী, আমি বেশ দেখলাম উনি ঘামছেন, বাঁশ ধরে দাঁড়িয়ে আছেন, বার দুই বলে বলা ছেড়ে দিলাম, আর পরে শুনি অসুস্থ হয়েছেন, কোনো মানে হয়?এরমধ্যে কাবলিদা, স্যান এরা আবার বই হাতে ফেরি কত্তে বেরিয়ে পড়লো, ভাগ্যি স্যান ও গেলো।

    অ! সামু এলো, আর সুমেরু, উ:কি গ্রেসি চ্যায়রা গো সামু আর সইয়ের,দেখলেই গলা নামিয়ে কথা বলতে বাধ্য হবে।আমি এট্টুস ছোট্ট চেহারা নিয়ে লজ্জা পাচ্ছিলুম। কিন্তু সবাই এত হই চই টাইপের যে দিব্যি ভুলে আড্ডা আর বিক্কিরি বাটা সবাই মিলে কত্তে লাগলাম।

    আর যারা এসেছিলেন আমি থাকতে থাকতে,

    ল্যামী উইদ বউ,এসে বলে সে নাকি হুতোর দাদা,মানে সুতোর ভাসুর, কি কান্ড ! আর অমন নামকরনের ব্যাখ্যা দিয়ে পই পই করে পালিয়ে গেলো।সম্বিত বলে কে একজন চুলে পনিটেল করে এসেছিলেন, তিনি আবার রাত্রে মানে মাঝরাত্রে ল্যান্ডিয়েছেন কলকাতায়।ফরিদার আত্মীয়রা, সুতো হুতোর মা কাকীমার সাথে এলেন। কাকীমা কি ভালো, আমরা সবাই হুতো কেস ফাঁস কল্লুম তাও এট্টুও রাগ করেন নি।

    ব্যাস, আর কি? আমার সময় ফুরালো আর আমিও কেটে গেলুম।

    আর বই প্রায় কিনিনি।যা কিনলাম

    G-5
    চটি চারটেই
    দুটো এমব্রয়ডারির বই মার জন্য।
    ছেলের জন্য:
    রবিনসন ক্রুসো
    গোল্ডেন টাচ না কি যেন
    হাইডি

  • M | 59.93.218.218 | ০১ ফেব্রুয়ারি ২০১০ ১৫:৩৪435174
  • ইকি: তুমি তো গেট চার দিয়ে ঢোকার ডিরেকশন টা ঠিক ঠাক দিয়ে কেবল গেট তিন বলে দিলে।
  • til | 220.253.71.161 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০১:৩২435185
  • সামসুমের* বইমেলা অভিযান - টাইটেল টা এরকম হলেও মন্দ হতো না। পারেও বটে দেবাদেবী।

    * বাকী চরিত্রদের খাটো করছি না।
  • pi | 128.231.22.89 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৭:৪২435196
  • সামসুমের গতকল্যের অভিযানের সচিত্র বর্ণনের অপেক্ষায়।
  • Nina | 76.124.208.223 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ০৮:৩৪435207
  • তিল, সামসুম বাহ! বাহ! ব্রেশ ব্রেশ! নমখানা জব্বর হয়েছে কিন্তু--
  • Samran | 117.99.18.250 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৬435218
  • কিছু কিছু জিনিস আছে যা অনেক বলেও যখন কাউকে বোঝানো যায় না তখন নিজেই নিজেকে বোঝাতে হয়, কেউ বুঝবে না বলে। তখন নিজেকে সরিয়ে নিতে হয়, হেথায়, হোথায়। ভেতরকার দায়িত্ববোধ, ভালবাসা যখন কিছুতেই স্বস্তি দেয় না তখন আবার আপোস। ফিরে চল মন মিছে হাসি, মন না চাওয়া সব কথার জগতে।

    বইমেলা নিয়ে রোজ লিখব বলে ভেবেও লেখা যাচ্ছে না। ব্যস্ত আছি বলাটা খুব একটা সত্যি নয়। অনেকে সারাদিন কাজ করেন, বাড়ি-অফিস-ছেলে-মেয়ে আর আরও সব আনুষঙ্গিক কাজ কম্মো করেও ঠিক সময় বের করে লেখেন। আমি একজন বেকার মানুষ। চাকরি-বাকরি কস্মিনকালেও করিনি, বাড়ি ছানা-পোনা আর অলস গুলতাপ্পি। এই আমার জীবন। মাঝে মাঝে কম্প্যুটারে টাইপ করতে বসি, সক্কলকে বলি, লেখালেখি করছি আর নিজেও বেশ আত্মপ্রসাদ অনুভব করি। আসলে কোনোকিছু করি না বলে কেউ যেন খুব ফ্যালনা না ভেবে বসে তাই এই টাইপে যাওয়া। আমার ছেলেমেয়েরাও আমাকে এভাবেই দেখে অভ্যস্ত, মা সারাদিন অলস সময় কাটায় আর মাঝে মাঝে বসে টাইপায়। হঠাৎ করে পরপর এই মেলা নিয়ে আমার দৌড়ুনো দেখে ওরাও তাই বেশ খানিকটা ভ্যাবাচ্যাকা। কারণ রোজকার নিয়ম-কানুন সব ঘেঁটে ঘন্ট। ছেলের উচ্চমাধ্যমিকের টেষ্ট পরীক্ষা চলছে রোজ, আর মা ভালো মায়েদের মত ছেলেকে সঙ্গ দেওয়া ছেলের দেখাশোনা না করে প্রবল ব্যস্ততা দেখিয়ে যাচ্ছে।

    কিন্তু ছেলে আমার সত্যি বুঝদার। মা কিছু একটা কাজ করছে জেনে নিয়ে কোনো বায়না তো করছেই না বরং রোজ রাতে ফিরে এলে খোঁজ খবর নিচ্ছে, কত বিক্রি হলো, আমার দিন কেমন কাটলো, আমি খেয়েছি তো দুপুরে? যেখানে নেটওয়ার্ক সমস্যার জন্যে আমি সারা বিকেল-সন্ধ্যা একবার ফোন করেও খোঁজ নিতে পারছি না সে কখন ফিরলো, পরীক্ষা কেমন হলো। এই যেমন ঠিক এক্ষুণি সে এসে জানতে চাইল, মা নো মেলা টুডে?
  • M | 59.93.169.64 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২২435229
  • যাচ্চোলে, যে যেখানে পাচ্চে, রাগ দু:খু লিখে দে চলে যাচ্ছে,
    এই যো সামু, তুমি আমার দিকে কটাক্ষ কল্লে নাতো, আমি তো তাল পেলেই ছেলে দেখাই কিনা। কি জ্বালাতন।
    কোনদিক সামলাই?
  • M | 59.93.169.64 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৩435240
  • এইরে আবার কটাক্ষ বলে ফললাম আর তার মানে ভুলে গেছি আবার।
  • de | 59.163.30.4 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৬435251
  • এই রে! আমার আবার সামসুম শুনে ডিমসুম-ডিমসুম মনে হচ্ছে :)
  • Samran | 117.99.18.250 | ০২ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩০435263
  • গতকালকের মেলার ছবি, ওর্কুটে-
    http://www.orkut.co.in/Main#Album?uid=4008094221259273457&aid=1265066896

    এত ভ্যানতারা করলাম কিন্তু আসল কথাই বলা হয়নি। গতকাল সোমবারের মন্দার বাজারেও গুরু বেশ ভাল জায়গায়। চটি-কাগুজে গুরু দুইয়েরই বেশ ভালো চাহিদা এবং বিক্রি। ৩৩কপি কাগুজে গুরু, ৪৭কপি চটি। খুব একটা খারাপ পারফর্মেন্স নয়, তাই না?

    এক চটির লেখক, যিনি এখানে বর্তমান, তাঁর কাছ থেকে বেশ কয়েকজন সইও চেয়ে নিলেন। লেখক বেহ্‌স গম্ভিরমত মুখ করে স্কেচ এঁকে সই করে দিলেন। বইয়ে সই করা দেখে পাশ থেকে কাগুজে গুরু বাড়ি দিলেন একজন, আমাকেও সই করে দিন, আর অমন স্কেচও এঁকে দিন! তাঁকে বলা হলো, বই কিনুন সই-স্কেচ সব করে দিচ্ছি:-))

    চা খেতে গিয়ে সেখানে দেখানে হলো এক জাষ্ট মুখচেনা ভদ্রমহিলার সাথে, আসবে না আমাদের টেবিলে? চলো চলো! হাতে ধরিয়ে দেওয়া হলো চটির ব্যাগ:-)

    এক ব্যাগ চটি এত কম দামে পেয়ে অনেকেই বেশ অবাক! আরেকজন বললেন, এত খচ্চাই যখন করলেন, তখন একটা ব্যাগও তো রাখতে পারতেন, এই যে মুখে বলছেন, একব্যাগ চটি, সত্যিই যদি ব্যাগে দিতেন, কত ভালো হতো!

    কাল আমি স্মার্টলি গুরুচন্ডালি হয়ে গেলাম। মানে ওই ওর্কুটের প্রোফাইল যিনি মেইন্টেন করেন আর কি:-) এতদিন ধরে সমানে বলে যাচ্ছিলাম, অমই তো নইই, কোনো মহিলাও নেই ওই প্রোফাইলের পেছনে। এবং মাত্র একজন লোক নয়, অনেকেই আছেন, যার যখন সময় হয়, সে তখন বসে পড়ে:-) কিন্তু গুরুর নাছোড়বান্দা ওর্কুটবন্ধুরা কিছুতেই সেটা বিশ্বাস করবে না। তো কাল আর সেই চেষ্টাও করিনি, হেসে মাথা নেড়েছি, তিনি বুঝে গেছেন, আর হাসিমুখে এক ব্যাগ চটি, এক সেট কাগুজে গুরু নিয়ে গেছেন:-)

    কাল ভুতোবাবু মেলায় এসেছিলেন। তিনি নাকি ১০বছর পর বইমেলায় এলেন! প্রচুর বই কিনলেন, যেগুলোর অর্ডার তিনি লুরু থেকে নিয়ে এসেছিলেন।

    আমরা ফেরার সময় খুঁজে বেড়াচ্ছিলাম কে সি পালকে, তার থিয়োরি লেখ অকাগজ নেবো বলে। দীপুর একপিস চাই। না পেয়ে ভাবলাম, কাল দেখব। ওমা! রাস্তাতেই তো কতো পড়ে আছে! লোকজন হাতে নিয়ে যেগুলো মুচড়ে ফেলে দিয়ে গেছে! তো সেই দোমড়ানো কাগজ দু পিস তুলে বড় ভালবেসে সেগুলোকে সোজা করে ভুতোর ব্যাগে ভরে দেওয়া হলো দীপুর জন্যে:-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন