এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • কাগুজে গুরু (৩)

    kd
    বইপত্তর | ২৫ মার্চ ২০১০ | ১১৮৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kd | 59.93.192.199 | ২৫ মার্চ ২০১০ ১৯:২২442441
  • ভাটে আমার jan 25 7:09PMএর পোস্টটা একটু দেখো।

    দময়ন্তী, সুদীপ্ত - ঠিকানা দাও, বই পাঠাতে পারছি না।
  • kd | 59.93.255.32 | ২৭ মার্চ ২০১০ ২২:৩৪442552
  • সোমবারের টেলিগ্রাফে কাগুজে গুরু নিয়ে কিছু একটা বেরোতে পারে - আজ ওদের একজন রাইটার আমায় ফোনে গুরু সম্বন্ধে জিগ্গেস করছিলো।
  • dd | 122.167.2.189 | ২৭ মার্চ ২০১০ ২৩:১৫442613
  • এই সবে গতো হপ্তায় গু চ পাঁচ প্যালাম, সেটাও পার্মিতার বদান্যতায়।

    এ তো হুল্লাট মশাই। ফাস ক্লাস হয়েছে ইস্যুটা।

    আমি ডি: দেই না, কদাপি না। হেথায় দ্যালাম - আমি মোটেই বিনয়ের বটগাছ নই। এক্কেবারে না।
    অপিচ, ছন্দপতন যা কিছু ঘটেছে সেটি আমার ল্যাখায়। বাকী ল্যাখার স্ট্যান্ডার্ড যেরম, তেমতি হয় নি। ইশপেশালি "দশকুমারচরিত"। তখোন ই গুরুতে আলোচোনার দুর্ভিক্ষ চলছিলো তো আম্মো ঠুকে দিয়ে ছ্যালাম এক পাতার অ্যাগটা রিভিউ। খুব কাঁচা হাতের ল্যখা।"ছাবা"ও হোলো, মানে ই পত্রিকায়।

    কিন্তু সত্তি সত্তি ছাবার অক্ষরে দেবার মতম নয়। ঐ ল্যাখা। আরো, যখন অত্ত গুলান ভালো ল্যাখা ছাপা হয়েছে। পাশে পাশেই।

    আরে না ন্না, আমারে জানিয়ে টানিয়েই ছাবানো হয়ে ছ্যালো।

    তাও ও।

    আর গু চ চতুর্থ অদ্যাবধি চোখেই দ্যাখলাম না।
  • samik | 122.162.75.178 | ২৮ মার্চ ২০১০ ০০:১১442624
  • গু চ চতুর্থ দিকে দিকে একেবারে হটকেক হয়ে গেছে। পড়ামাত্র উবে গেছে।
  • Nina | 76.124.208.223 | ২৮ মার্চ ২০১০ ০০:২৫442635
  • কাবলিদা,
    পেয়েছি পেয়েছি। আজ এইমাত্র হাতে পেলাম চকচকে গুরুচন্ডা৯ :)) এখন হাত বোলাচ্ছি--আস্তে আস্তে রসিয়ে রসিয়ে পড়ব। আমার বর যে কিনা এখনও এ রসে (গুরু) বঞ্চিত সে দেখে আঁতকে উঠল বল্ল এ কি! গু ! এটা কি? আসলে সাদা হরফে গু ডার্ক ব্যাকগ্রাউন্ডে ঝকঝক করছে আর তারপর লাল উল্টো রু ---তাই না জানা পাব্লিক দেখি প্রথমে গুয়ে পা ফেল্ল! অ্যাল!
  • kd | 59.93.255.32 | ২৮ মার্চ ২০১০ ০২:০৩442646
  • সরি, ওটা টেলিগ্রাফ না, ইন্ডিয়ান এক্সপ্রেস হবে।
  • indrani | 124.168.172.169 | ৩১ মার্চ ২০১০ ১৩:৫৫442657
  • সম্ভবত: গতকাল ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত:

    A NEW BENGALI E-ZINE INTENDS TO CAPTURE 'BANGALIANA' IN ALL ITS GLORY
    Adda, in a Bengali's dictionary, has never been just a flurry of random words forgotten with the day's cup of tea.It had always been occasion for serious debates,discussions and of course,a hot bed of ideas. Guruchandali,when it started off 5 years back,intended to replicate the essence of a real life Bengali adda in the virtual space.
    ''It was an open forum,where Bengalis from across the world would talk about things close to their hearts'', says Subrata Mukherjee of Guruchandali.The retired management professional, who had been inthe US for 40 years,was drawn to Guruchandali, the brainchild of US based Saikat Banerjee and Ipsita PalBhowmik simply because how it captures the argumentative Bengali in all his colours.Eventually.the open forum started throwing up serious arguments and articles on issues relevant to life today,and the makers of Guruchandali decided to turn it into an e-zine.And a few months back,they also came out with the magazine version.
    Guruchandali.com, the e-zine,still maintains a public forum which has now turned into a platform for aspiring writers to voice their ideas and exercise their talents.''There are people from different walks of life.Like there's a Bank manager posted in Bilaspur in Madhya Pradesh which has been bearing the brunt of Maoist insurgency.There was no other way he could voice his experiences and opinions.Guruchandali gave him that platform,'' says Mukherjee.
    The e-zine was conceived with the motive to break the boundaries between the writer and the reader.''We wanted our readers to be contributors too.That way we would turn Guruchandali into a uncensored ,un-moderated forum to voice public opinion.''says Mukherjee.
    ''The magazine is priced at just Rs 10 and made in the funky format of chap books.And not all the contents of the e-zine and the magazine overlap.''says Mukherjee.However the makers of Guruchandali will make the magazine available in an e-version too.''We will upload the magazine in PDF format on to the website.''


    লিঙ্ক দিতে পারলাম না, নিজেই দেখি নি। একজন টাইপ করে পাঠিয়েছেন। আমি কপি পেস্ট করে দিলাম। টাইপো থাকতে পারে।
  • Samik | 219.64.11.35 | ৩১ মার্চ ২০১০ ১৬:১৪442668
  • ৩০শে মার্চের ই-পেপারে ঠিক খুঁজে পেলাম না। অবশ্য অনেক বড় পেপার। সব পাতা ভালো করে দেখা হয় নি।

    তবে বিলাসপুরটা মধ্যপ্রদেশে চলে গেল, এটাই যা দুস্কু :-)
  • Manish | 117.241.228.245 | ৩১ মার্চ ২০১০ ১৯:২৬442331
  • সৈকত ও ঈপ্সিতা টা বুঝলাম কিন্তু Subrata Mukherjee মানে কি আমাদের kd
    আর Bank Manager নিশ্চয় Ranjan Roy
  • pi | 72.83.210.50 | ৩১ মার্চ ২০১০ ২০:৫৪442342
  • ঈপ্সিতার ব্যাপারটা আমি বুঝলাম না ! একটা পাঁচ বছর ধরে চলে আসা জিনিসকে ঈপ্সিতার ব্রেইনচাইল্ড বলার মানে কি ! পাঁচ বছর আগে সেতো এই সাইটের নাম ই জানতো না!!
    এরা কিসব ঘেঁটেঘুঁটে লিখেছে মাইরি।
    ম্যাগাজিন পিডিএফ করে আপলোড করার কথাই বা কি লিখেছে কে জানে !
    এরকম কোনো কথা তো এখনো হয় নি।

  • vikram | 193.120.76.238 | ৩১ মার্চ ২০১০ ২১:০১442353
  • আহা, একেই বলে "সেকেন্ড অথার"
  • Shuchismita | 71.201.25.54 | ০১ এপ্রিল ২০১০ ০৫:০৬442364
  • আজ হাতে এলো। কাগুজে গুরু এক থেকে চার। আর এক ব্যাগ চটি। কোনটা দিয়ে শুরু করবো তা নিয়ে ভীষন কনফিউসড। একহাতে আলোচাল, অন্যহাতে আমার সত্তর। এই প্রথম কোন বই পড়ছি যার লেখকদের আমি চিনি। হোক না সে ভার্চুয়াল চেনা :)
  • tatin | 130.39.149.5 | ০১ এপ্রিল ২০১০ ০৫:৪৭442375
  • কবীর সুমনের হাতে শুনলাম গত রোববার কাগজে গুরু পৌঁছেছিল- সেইটা পড়েই মাথা বিগড়ে গ্যাছে।
  • pinaki | 67.43.241.179 | ০১ এপ্রিল ২০১০ ০৯:০৫442386
  • :-D
  • kd | 74.72.161.90 | ০১ এপ্রিল ২০১০ ০৯:২১442397
  • অদ্ভুত তো! কেন, মাথা বিগড়োবার আবার কি হোলো? (প্রশ্নটা করার কারণ আর কিছু না - আমিই ওকে পাঠিয়েছি)।

    পাই, আমায় মেয়েটি ফোন করেছিলো আমি যখন হুতো-সুতোর বাড়ির পথে। আমি বলেছিলুম কাগুজে গুরুর ছাপা আর ডিস্টিবিউশন ছাড়া আর সমস্ত কাজ ভলান্টারি এফর্ট। আর প্রকাশক হিসেবে সৈকত আর মূল সম্পাদক হিসেবে তোমার নাম বলেছিলুম আর কভার ডিজাইনে সায়ন। আর ইতিহাস হিসেবে ডটকমের গপ্পো। উনি উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে করে ফেলেছেন। তবে স্বীকার করছি, আমিই বলেছিলুম কাগুজে গুরুর পুরোনো এডিশন পিডিফ ভার্সানে রাখার প্ল্যান আছে (এখনও মনে হচ্ছে, এমন কথা শুনেছিলুম তোমাদের কারুর কাছ থেকে, তবে আইসোলেট করতে পারছি না ওটা জাস্ট কথার পিঠে কথা কিনা)।

    বুঝতে পারছি, প্রেসের কাছে বলার আগে প্রিসেট নোট কতো জরুরি।
  • Abhyu | 128.192.7.51 | ০২ এপ্রিল ২০১০ ০৩:০৯442408
  • আমাদের বাড়িও ঐ ছাপা বই পৌঁছেছে। প্রথমবার বাবা সেটা খুলে দেখেছে। কাল আমাকে ফোনে বলল - বেশ ভালো বই। (গুরুর সত্তরোর্ধ পাঠক হল/বাড়ল একজন।)

    আরো বলল যে বইয়ের দাম দশ টাকা আর খামের উপর স্ট্যাম্প লাগানো আছে দশ টাকার।
  • Samran | 117.194.98.194 | ২৩ এপ্রিল ২০১০ ১৪:৫৫442419
  • ঢাকায় কাগুজে গুরু ও চটি বই পাওয়া যাচ্ছে মোল্লা সাগরের কাছে। আপাতত।
    আজিজ সুপার মার্কেটে বই রাখার ব্যবস্থা করা হচ্ছে খুব তাড়াতাড়ি। সেই ব্যবস্থা হয়ে গেলে এখানে নাম-ঠিকানা-ফোন্নং জানিয়ে দেব।

    তার আগে কেউ যদি সেখানে চটি বা কাগুজে গুরু পেতে আগ্রহী হন তবে প্লিজ যোগাযোগ করুন সাগরের সাথে এই ফোন নম্বরে- +88 01715012284

  • aranya | 98.221.52.119 | ২৬ এপ্রিল ২০১০ ০৮:৩৮442430
  • কাগুজে গুরু-র পাঁচ-টা সংখ্যা বেরোল - অর্কুট, বইমেলা এসবের পরে বেশ কিছু পাঠক তৈরী হয়েছে, কিছুটা জনপ্রিয়তা পেয়েছে - এটা কি ধরে নেওয়া যায় ? যদি একটু সাবালক হয়ে থাকে তবে দামটা বাড়িয়ে অন্তত কুড়ি য্‌টাকা করা উচিত - যাতে আর্থিক ক্ষতি না হয়। ৬০-৭০ পাতার বই হলে কুড়ি, ১০০ পাতার বেশী হলে (ষষ্ঠ সংখ্যা শুনছি ১০০+ পাতা হবে) তিরিশ। জিনিসের দাম এমন বেড়েছে, দশ টাকায় একটা এগরোল-ও পাওয়া যায় না,তো কাগু-র মত উচ্চমানের পত্রিকা !
    এই দাম-টা আমি সাজেস্ট করছি দোকানে বিক্রী আর নতুন গ্রাহকদের জন্যে। পুরনো গ্রাহকদের subscription renew করার সময় দাম বাড়ান যেতে পারে।
    আর একট খুব দরকারী জিনিস হল বিজ্ঞাপন যোগাড় করা - কঠিন কিন্তু আবশ্যিক। কলকাতার IT (এবং অন্যান্য ) কম্পানিগুলোর পাবলিসিটি বিভাগে বাঙালী উচ্চপদস্থ লোকজন আছে নিশ্চয়ই, তাদের যদি কোনভাবে কন্টাক্ট করা যায়, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও বিজ্ঞাপন পাওয়া যেতে পারে।
  • kallol | 124.124.93.202 | ২৬ এপ্রিল ২০১০ ১০:০৪442442
  • অরন্যকে দুহাত তুলে।
    প:ব: সরকারের তথ্য সংষ্কৃতি থেকে বিজ্ঞাপন পেতে গেলে পত্রিকা রেজিস্টারড হতে হয়। তারপর কি করতে হয় যেনে নিচ্ছি। যারা কলকাতায় আছো, টেমার লেনে লিটল ম্যাগ লাইব্রেরীতে সন্দীপের কাছে খোঁজ নিতে পারো। ওখানে ছপা গুরু পাঠানো হয় কি? না পাঠানো হলে পাঠিও।
  • sumeru | 117.194.96.172 | ২৬ এপ্রিল ২০১০ ১১:০৫442453
  • সন্দীপ দত্ত ২-৫ প্রতিটা ইস্যুই কিনে নিয়ে গেছেন, ৪ নং কপি একাধিক।
  • Samik | 122.162.75.187 | ০৪ জুন ২০১০ ১২:২৭442475
  • প্রপার দিল্লি বলতে জওহরলাল নেহরু ইউনিভার্সিটি ছাড়া আর কোথাওই আমরা কাগুজে গুরুর বিক্রির ব্যবস্থা করে উঠতে পারি নি। দিল্লি এনসিআর বলতে, গুরুচন্ডালি পাওয়া যায় এখন কেবল নয়ডার একটা দোকানে। এইবার থেকে হয় তো পাওয়া যাবে ইন্দিরাপুরমের আরেকটা দোকানেও।

    এর বাইরে পড়ে আছে সমস্ত দিল্লি, মূলত চিত্তরঁজন পর্ক (দক্ষিণ দিল্লি), গোল মার্কেট-মন্দির মার্গ (সে¾ট্রাল দিল্লি), দ্বারকা (পশ্চিম দিল্লি), দিল্লি ইউনিভার্সিটি-মুখার্জি নগর (উত্তর দিল্লি)। মূলত এইগুলোই দিল্লিতে বাঙালিদের ঠেক। এমনিতেই দিল্লিতে বইয়ের দোকান কম।

    এর বাইরে আছে গুরগাঁও, এবং ফরিদাবাদ।

    গুরুতে দিল্লি-এনসিআর বাসী সমস্ত সরব এবং নীরব পাঠক পাঠিকাদের কাছে আবেদন, আপনারা কি কোনওভাবে দিল্লি এনসিআরে এই কাগুজে গুরুর ডিস্ট্রিবিউশনের ব্যাপারে আমাকে সাহায্য করতে পারবেন? ইচ্ছুক দোকান খুঁজে দিলেই হবে, বাকি কাজটা আমি করে নিতে পারব।

    যদি কেউ সাহায্য করতে উৎসাহী হন, আমাকে যোগাযোগ করুন mukherjee.samik জিমেলে, অথবা 0120-4117492 এই নম্বরে।
  • Samik | 121.242.177.19 | ০৪ জুন ২০১০ ১৪:৩৩442486
  • প্রসঙ্গত, নয়ডায় কাগুজে গুরু হটকেকের মত বিকিয়েছে ও বিকোচ্ছে।
  • rabaahuta | 203.99.212.54 | ১৫ জুন ২০১০ ১৬:২৭442497
  • সে কি এলো?
  • Bratin | 125.18.17.16 | ১৫ জুন ২০১০ ১৭:০৬442508
  • "আসছে সে আসছে " :-))
  • ut | 61.12.12.83 | ১৫ জুন ২০১০ ১৭:১১442519
  • হা: হা: হা:
  • rabaahuta | 203.99.212.54 | ১৫ জুন ২০১০ ১৭:১৪442530
  • পীড়ের দয়ায় এবে
    আসে গুরু ছেপে
    ফের যদি হাসো তবে
    দেবো গলা টিপে
  • Kartuj | 125.20.3.146 | ১৫ জুন ২০১০ ১৭:৩১442541
  • পীড় মানে গভীর পীড়াদায়ক সেই মর্মপীড়? হুতো যার একমাত্র উপাসক?
  • rabaahuta | 203.99.212.54 | ১৫ জুন ২০১০ ১৮:১২442553
  • পীড় এক ও অদ্বিতীয়।
    তিনি মর্মপীড়।
    তার ভক্ত উপাসক দিকে দিকে ছড়িয়ে আছে।

    তাঁর কৃপাতেই ছাপাই গুরু
    ফর্মা বাঁধাই কড়কড়ে
    তাঁর কৃপাতেই পিজ্জাহাটে
    রসুনরুটির দাম বাড়ে
    তাঁর আশিসে গজাচ্ছে চুল
    ইন্দ্রলুপ্ত শির পরে
    তার দয়াতে ভদকা দিয়ে
    লেবুর রসে রাত চড়ে।

    মর্মপীড়ের ভজন করে
    মর্মপীড়া দুর হটে
    পীড়াহারি পীড়ের থানে
    খুব আচানক চিজ ঘটে

    মর্মপীড়ের করিশ্মা গাও
    করিনাম্যাডাম আসবে স্মুদ
    অবিশ্বাসীর শির ফুড়ে দাও
    আর কেড়ে নাও চুন হলুদ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন