এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বামপন্থীরা ও বিজেপি বিরোধী জোট

    souvik
    অন্যান্য | ০২ জানুয়ারি ২০১৮ | ৩৫১৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 113.205.215.40 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৬372463
  • বৃহৎ পুঁজি লেখার সময়ই আশঙ্কা করেছিলাম ডিডিদা ঐ রকম কিছু একটা বলবেন। ক্স্দিন আগে মধুশ্রী মুখার্জির ফেবুপাতায় একটা কনস্পিরেসি তত্ত্ব দেখলাম যার বক্তব্য ছিল বৃহৎপুঁজির কিছু কাজ করাবার ছিল যা কংগ্রেসকে দিয়ে হতনা, মোদীকে তাই ওরাই এনেছিল এবং আরেসেসের বাড়বাড়ন্তের কারণে ওরাই আবার কংগ্রেসকে আনবে। আমি সেখানে সামান্য মডিফিকেশন করেছি মাত্র।

    আর ছাগলতত্ত্ব নিয়ে হীরাভতে লিং দিয়েছিলাম এখানেও দি, https://www.scientificamerican.com/article/cognitive-ability-and-vulnerability-to-fake-news/
  • lcm | 109.0.80.158 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:০১372464
  • ছাগলতত্ত্ব...

    "The more stupid one is, the closer one is to reality. The more stupid one is, the clearer one is. Stupidity is brief and artless, while intelligence squirms and hides itself. Intelligence is unprincipled, but stupidity is honest and straightforward."
    - Fyodor Dostoyevsky
  • T | 129.74.180.59 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:২৫372465
  • কি কল্লোলদা, আপনার রাণীমার পুলিশ তো ছাত্রদের আজ ভালোই পিটিয়েছে, এদিকে গতকাল তো তপনবাবুর সাম্যের ভাষণের সামনে দাঁত ক্যালাচ্ছিল। যে আসে আসুক, আপনি কিছু বাণী দিন প্রভু।
  • ms | 181.25.193.20 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৪৮372466
  • বাওয়া,যেন সিপিএম রাজ ফিরে এল। এপিডিয়ারকে পেটাচ্ছে ছাত্রদের পেটাচ্ছে। এবার একটা মরিচঝাঁপি আর নন্দীগ্রাম হলেই ষোলকলা পূর্ণ হয়। কল্লোল কি বলে?
  • কল্লোল | 116.203.164.188 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২১:৫০372467
  • ক্ষমতা এমনি বস্তু। গতকাল শিপুয়েম যা করতো আজ তিনোরা তাই করবে।
    ক্ষমতার বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে।
    বাণী ভালো লাগলে জানাবেন।
  • T | 129.74.180.59 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:০১372468
  • শুধু ক্ষমতাই দেখলেন বুঝি। কাল যখন তপনবাবু যে আসে আসুক, মুসলিম ক্যালাও বলছিলেন তখন আপনার রাণীমার পেয়াদারা যে খৈনি ডলছিল, সেইটে যে দেখলেন না। হে হে, এ যে নির্লজ্জ সেটিং। এ প্যাঁচা যে অন্ধকার হওয়া অবদি ওয়েট করছে না।
  • dd | 193.82.16.35 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৫372469
  • "বৃহৎ পুঁজি লেখার সময়ই আশঙ্কা করেছিলাম ডিডিদা ঐ রকম কিছু একটা বলবেন।"cm উবাচ।

    আচ্ছা, এই গল্পোটা শুনুন। মানে আমরা গল্পো বলি, আপনেরা বলেন ন্যারেটিভ।

    ১৯৭৬, ইমার্জেন্সী শেষ । সিপিএমের নেতৃত্বে গড়ে উঠেছে বাম ফ্রন্ট। লড়াকু জনতা একসাথে। ফুটপাথে ফোটে কৃষ্ণচূড়ার লাল।

    বৃহৎ পুঁজির তখন কংরেসে অরুচি। "ইন্দিরা গাঁধী কি সোবিয়েত ভারত বানিয়ে দেবে? ন্যাশনালাইজ ট্যাশনালাইজ করে একাক্কার?" তাদের অনুপম ভ্রু ভংগিমায় খেটে খাওয়া মানুষ ব্যা ব্যা করে রণ হুংকার দিয়ে পচ্চিম বংগের মসনদে বসালো জ্যোতি বাবুকে। বাম ফ্রন্ট তখন বৃহৎ পুঁজির পোষ্য। মানুষ তো মানুষ নয়। নিজেদের ভালোমন্দের ইজারা দিয়ে দিয়েছে বৃহৎ পুঁজিকে। ব্যাস। কারুরই বুদ্ধিসুদ্ধি নেই। শান্তি কল্যান।

    ব্যাস। বছর ত্রিশেক বৃহৎ পুঁজি ও বাম ফ্রন্টের রোম্যান্স চল্লো। আর ব্যাবাক জনগনের পাঁটামি।এর পর তক্তে তাউসে বুদ্ধদেব ভসচাজ। ২০০৪ থেকে ২০০৮, কংরেসের সমর্থনে দিল্লীতেও বকলমে বামফ্রন্ট। মেহনতি ছগোলের স্বর্গরাজ্য। এও ও বৃহৎ পুঁজির আশীর্বাদ। তাদের নির্দেশ ছাড়া পাতাও নড়ে না। সে তো জানেনই।

    রাজ্যে তখন আবাপের কথায় ব্র্যান্ড বুদ্ধ। তিনি চাইলেন হিন্দ মোটোরে রেসিডেন্সিয়াল কম্প্লেক্ষ হোক আর সিংগুরে রাজ করুন টাটা। ব্যাস। টাটা বিরলা আদি বৃহৎ পুঁজি খচে লাল। মানে ঠিক লাল নয়, বেগনী গোছের। "এতো আস্পদ্দা? আমাদের সুবিদে করে দিতে চায়? লোকে চাগরী করবে? তবেরে?দে এদের দুর করে"।

    তাদের সাথে যোগ দিলো কল্লোল। আর অতি পাজী অতি বামেরা। পিছনে ব্যাক গ্রাউন্ড বাজছে পোনোব মুখুজ্জের গান। আর কিছু চাই? নির্বোধের দল জ্যানগ্যান কাঁঠাল পাতা চিবুতে চিবুতে বাম ফ্রন্টকে ডান পটকান দিয়ে মাটীতে আছাড়। এবং অদ্যাবধি আরো বেশী বেশী করে মাটীতে পুঁতে দিচ্ছে লেফ' ফ্রন্টকে।

    আবাপ এবং মেহনতি মানুষেরা আপ্রাণ লড়ে যাচ্ছে। কিন্তু বৃহৎ পুঁজির বিরুদ্ধে লড়াই ? সে কি আর সম্ভব রে দাদা ?

    এই ন্যারেটিভে ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন।
  • কল্লোল | 116.203.131.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৭372470
  • উপমাটা ঠিক হলো না। প্যাঁচা দিনের ব্যালা দেখতে পায় না। বলুন হায়নারা যে অন্ধকার হওয়া অবদি ওয়েট করছে না। (উত্তেজিত হয়ে প্রাণীবিদ্যার ভুষ্টিনাশ কল্লে হব্বে?)

    ঠিক ঠিক।

    তসলিমা হাঠাও জিগির তুলে যখন মৌলবাদীরা হাঙ্গামা করছিলো, তখন রাজাবাবুর পেয়াদারাও খৈনি ডলছিল।

    ঐ যে বল্লুম ক্ষমতা বড় দায় হে।
  • T | 129.74.180.59 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:২৯372471
  • অন্যদিকের ন্যারেটিভটা কি? মানুষ মহান?
  • dd | 193.82.16.35 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৪372473
  • "অন্যদিকের ন্যারেটিভটা কি?"

    যা খুসী। আমার কোনো পছন্দের বা ধরাবাঁধা গল্পো নেই।

    আপনেদের পছন্দের যা সেটাই তো এক্ষ্প্যান্ড করলাম।

    ভোটে জিতলে মানুষের জয়, হারলে "ওরা আমাদের বোকা বানালো", এই থিউরী নিয়ে একটি ছোটো গল্পো। গদ্য কবিতাও কইতে পারেন।
  • T | 129.74.180.59 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৩৯372474
  • তাই বুঝি! প্যাঁচা দেখতে পায় না দিনের বেলা? :)
    রাজাবাবু তো মিলিটারী নামিয়েছিলেন, নাকি সবই ধোঁকা ছিল। এখুনি আবার বলবেন, দ্বিখন্ডিত ক্যানো নিষিদ্ধ করল?
    আসলে চমতকার আড়াল খুঁজে পেয়েছেন। রুটিনমাফিক ক্ষমতার বিরুদ্ধে লড়াই জারি আছে হেঁকে দিয়ে দায় সারা হ'ল। এছাড়া ক্ষমতা সম্পর্কে আপনার ধারণা দেখে বোঝা যাচ্ছে যে বামফ্রন্টের অত্যাচারে বোর হয়ে গিয়ে স্বাদ বদলাবার জন্য বুঝি রাবণ বদলাবার বায়না করেছিলেন। আশা করি এই থিয়োরীর কিছু তাত্ত্বিক ঠেকনা আপনার সাপোটারদের কিছু পাওয়া যাবে।
  • T | 129.74.180.59 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪১372475
  • গ্রেট। অন্যদিকের ন্যারেটিভটা 'যা খুসী'। এইরকমই আসবে কিছু আন্দাজ করেছিলাম। ঠাকুর আর পোদোর গল্পগাছা ইত্যাদি।
  • কল্লোল | 116.203.131.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৪372476
  • এঃ ডিডি তুমি এ ক্ষী বল্লে????????
    পবতে বৃহঃ, শুক্র, শনি, রবি আদি পুঁজি কোদ্দিয়ে আসবে? অ্যাঁ??
    বাংলার মাটি দুজ্জয় ঘঁটি। এক্কেরে পেতলের। অ্যাক্খান মাথায় খেলে পুঁজির ইয়ে বেরিয়ে যাবে।
    ত্যাকুন বলে, পবতে হোমো স্যাপিয়েনে ছেয়ে গেস্লো। ছাগল তো দূরস্থান পাগলও ছিলো না।
    ঐ স্লা কি যেন বলে - আবাপ, ম্যাও, বৃহঃ, শুক্র, শনি, রবি আদি পুঁজিরা আর ক না খ কে যেন কোদ্দিয়ে লাখে লাখে বিবিজি আমদানী কল্লে। ব্যাস কোথা হাইতে ক্ষী হইয়া গেলো।
    এর আগে ওসব পুঁজি ফুঁজি মোট্টেও ছ্যালো না।
  • কল্লোল | 116.203.131.231 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২২:৪৭372477
  • কিন্তু আমি এসবে ভুলছি না। কংএর সাথে জোট না করা শিপুয়েম, যে বিজেপির সুবিধা করে দিচ্ছে, তারা কতটা ছাগল - সেটা তো পিটি কিছুতেই বলছে না।
    কি হব্বে?????????
  • modi | 183.254.216.66 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:১৯372478
  • এই বিজেপি ব্যাপারটা কি সাম্রাজ্যবাদের মত কিছু? প্রত্যেকেই সাম্রাজ্যবাদের হাত গুঁড়িয়ে দিচ্ছে, আর অন্যরা সবাই সাম্রজ্যবাদের দালাল!!
  • T | 129.74.180.59 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২১372479
  • ছি ছি, তাইতো সিএম। বৃহৎ পুঁজি আবার কী কথা। মুকেশ বাবু চেহারায় একটু বৃহৎ। তা বলে তাঁর পুঁজিও...যাক গে, দেশের মানুষের দু শতাংশের হাতে ছিয়াত্তর না কত শতাংশ সম্পদ। তা হোক, এ আর কতটুকু বৃহৎ। সম্বিত পাত্রকে দুম করে ওনজিসির ডিরেক্টর বানিয়ে দেওয়া হ'ল, ওএনজিসির তেল, গ্যাসের খনি না হয় ট্রান্সফার হচ্ছে, কী আর এমন বৃহৎ। সামান্য কিছু পুঁজি নিয়ে শিক্ষাক্ষেত্র কব্জা বই তো আর কিছু করছে না। কী আর এমন বৃহৎ পুঁজির অবদান। পেটিএম দিব্যি ডিমানিটাইজেশনের সময় সুবিধে পেয়ে গ্যালো, তা অইটুকু বৃহতে এমন কিছু বৃহৎ হয় না। এইরম ভাবেই ডিফেন্স ডিলে ঢুকে গ্যালো নাম না জানা ভুঁইফোঁড় কোং। এখানে অবশ্য মালিক একজন বৃহৎ-এর ভাই ক্ষুদ্র। কতটুকুই বা তার বিশালত্ব। এইরকম সবই। ফুটপাথের এককোণে সলজ্জ মুখে যেন দাঁড়িয়ে। ভারতবর্ষের ভুরিভোজ শেষ হলে সামান্য খুঁদকুঁড়োতেই তাদের দিন কোনোরকমে চলে যায়। একান্তই না গেলে টাকা পয়সা নিয়ে ওঁরা সুবিধে মতন বিদেশে যান। মনের দুঃখে তাঁদের বৃহৎ শাসকরা বৃহৎ সায়োনারা জানায়। এইরকমই। কী আর এমন বৃহৎ।
    এই ন্যারেটিভে ত্রুটি থাগলে অবশ্যই ধরিয়ে দেবেন।

    ইতি কামাখ্যার গুহাচিত্র সম্পন্ন।
  • PT | 24.139.196.10 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৪372480
  • কল্লোলদা একটা ভুলভাল তত্ব খাড়া করার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছ। তাই মুর্গী বা ছাগল কোনটাই খোঁজার কোন মানে হয়না। এই সিপিএম যখন দিল্লীতে কং-কে সমর্থন দিচ্ছিল তখনও কারাত দলেই ছিল।
    তবে তুমি আমার অস্ত্য লিখেছ। ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলাও রুজু করেছিল বাম সরকার। তখন বুজীরা আর মাওব্যথীরা খইনি ডলছিল।
  • PT | 24.139.196.10 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৬372481
  • **আবার অসত্য
  • dd | 193.82.16.35 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:২৯372482
  • ঐ গল্পোই তো চলছে। ত্রুটি কিছু নেই তো। একেবারেই নেই। ১০০% করেক্ট গল্প। কিছু আশ্চর্য্যেরও নেই।

    এ তো আবহমান কালের ভারতবর্ষীয় মেগা সিরিরিয়াল। লাল নীল হলুদ সবুজ, সবেতেই এক। একই যাত্রা পালা। চলছে চলবে।

    কিন্তু ধাঁধা তো একটাই - এদের নির্দেশে পছন্দের দল হেরে গেলে মানুষ কেনো ছাগোল, আর পছন্দের দল জিতলে ছাগোলেরা আবার কি করে মানুষ হয়ে যায়? এভলিউশনের কি অদ্ভুত লীলা।

    ভুত খুঁজুন মশাই, ভুত খুঁজুন। সর্ষের ক্ষেতেই তো বসে আছেন। (কবিতা)
  • sm | 52.110.148.151 | ১৫ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:৫৭372484
  • সালিম এর সঙ্গে হেলিকপ্টারে বঙ্গ দর্শন আর রতনের সঙ্গে বুদ্ধ বাবুর কলগেট হাসি কি ভোলা যায়!
    নিরুপম শুধু মুচকি হাসি দিতো। গালাগাল খেতো খালি কমরেড সুভাষ! সেতো খালি পাড়ার প্রোমোটার দের সঙ্গে দু চারটে হেসে কথা বলতো তাই।
    জ্যোতি বাবুর তো আলাদা স্টাইল! ওঁর মারোয়ারি, গুজু বন্ধুরা ;বিড়লা, গোয়েনকা , বাজোরিয়া,এরা ছিল চিত্ত শুদ্ধ বামপন্থী শিল্পপতি।
    তখন মুকেশ , গৌতম এরা সব স্কুল বালক মাত্র।
    ভারী চমৎকার ছিলো সেই সব দিন!
  • PT | 24.139.196.10 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:১৪372485
  • "পছন্দের দল হেরে গেলে মানুষ কেনো ছাগোল, আর পছন্দের দল জিতলে ছাগোলেরা আবার কি করে মানুষ হয়ে যায়?"
    একটা সহজ সাদাকালো কোশ্নো করি ডিডিদাঃ
    মনে করুন অক্ষশক্তি আর মিত্রশক্তি ভোটে লড়ছে। অক্ষশক্তি ভোটে জিতে হিটলারকে প্রধানমন্ত্রী বানালো। তখনো কি দ্বিধা থাকবে ভোটারদের ছাগল বলতে?
    ইউরোপের প্রায় সর্বত্র নাৎসি শব্দটি ঘৃণার সঙ্গে উচ্চারিত হয় এখনো। আর নাৎসির সমর্থকদের ছাগল বলে গণ্য করা হয়।
    ইতিহাসে কোন কোন সময় আসে যখন পাঁচিলে পা ঝুলিয়ে বসে নিরপেক্ষতা দেখানি যায়্না। আপনি কেতাবি মানুষ। আপনাকে আর কি বোঝাই?
  • lcm | 60.242.87.11 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৪372486
  • লোকে অমন বলে।

    বলত স্বাধীনতার পরে কংগ্রেস মানুষকে গাধা বানিয়ে রেখেছে। সিপিএম আমলে মানুষকে ভেড়া বানিয়ে রেখেছে।
    তৃণমূলে আমলে ছাগল, বিজেপির হনুমান।

    ভেড়া,গাধা,ছাগল,হনুমান... - ভোটারদের বেশি অবতার অপশন নেই। ওরই মধ্যে..
  • cm | 113.205.215.40 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:২৭372487
  • ডিডিদারটা গল্পই হচ্ছে ন্যারেটিভ নয়। ন্যারেটিভ হবে যখন দেখাবেন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এসেই বৃহৎপুঁজির স্বার্থে কি করেছিল। আপনি নয় তবে বাজারে শিশুর অভাব নেই, তাই আগেই বলে রাখি বুদ্ধবাবু বহু পরের গল্প।
  • amit | 149.218.22.224 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৩১372488
  • বাম আমলের কথা এলেই বিশেষ কারো কারো আবার ভূমি সংস্কারের পুরোনো ব্যথা কলিক পেন এর মতো চাগিয়ে ওঠে। তখন পদি পিসির মতো ডাক্তারকে গালাগাল দিলে যদি একটু ব্যথা কমে আর কি।
  • Du | 218.54.86.252 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০০:৪৯372489
  • দুহাজার টাকার চাকরি দিয়ে পরিবারকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। ঔদ্ধত্য নয়, শয়তানি নয় শুধুই গান্ডুমি। বাগুইহাটীর গলিতে দৌড়ে বাঁচতে চাওয়া মেয়ে ভয় কেন পাস?
  • lcm | 60.242.87.11 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০১:০৪372490
  • CSO আর MoRD --- এর তথ্য --- পশ্চিমবঙ্গ

  • modi | 195.220.101.41 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৭372492
  • এই চার্টটা তো সরাসরি MoRD বা CSO র সাইট থেকে না।

    কিছুদিন আগে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার নিয়ে কেন্দ্রের সাথে রাজ্য সরকারের মতবিরোধের খবর আবাপ ছাপিয়েছিল। খবরটা এরকম ছিল যে রাজ্য দাবী করছে রাজ্যের বৃদ্ধির হার দেশের হারের আড়াই কি তিনগুন কিছু একটা। কেন্দ্র সেটা মানতে রাজী না। তাই গত কয়েক বছর ধরেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জিডিপি নিয়ে কোন পরিসংখ্যান প্রকাশ করছে না।
  • modi | 209.87.154.255 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৭372491
  • এই চার্টটা তো সরাসরি MoRD বা CSO র সাইট থেকে না।

    কিছুদিন আগে পশ্চিমবঙ্গের জিডিপি বৃদ্ধির হার নিয়ে কেন্দ্রের সাথে রাজ্য সরকারের মতবিরোধের খবর আবাপ ছাপিয়েছিল। খবরটা এরকম ছিল যে রাজ্য দাবী করছে রাজ্যের বৃদ্ধির হার দেশের হারের আড়াই কি তিনগুন কিছু একটা। কেন্দ্র সেটা মানতে রাজী না। তাই গত কয়েক বছর ধরেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জিডিপি নিয়ে কোন পরিসংখ্যান প্রকাশ করছে না।
  • lcm | 109.0.80.158 | ১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৭372493
  • ঠিক, এই ছবিটা টাইম্‌স্‌ অফ্‌ ইন্ডিয়া- থেকে, একটি ব্লগে ছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন