এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • Multibrand FDI 2

    h
    অন্যান্য | ০৩ ডিসেম্বর ২০১১ | ৯৫৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 192.12.85.185 | ০৮ ডিসেম্বর ২০১১ ০৫:০০512605
  • If there is no way of improving the situation of one person, without making that of another person worse, the solution found is Pareto-efficient.
  • maximin | 59.93.247.30 | ০৮ ডিসেম্বর ২০১১ ০৫:০৬512606
  • সেল্ফ এমপ্লয়েড কেন? যারা আনরেজিস্টারড ফ্যাক্টরিতে কাজ করে তারাও আছে।
  • h | 117.194.232.36 | ০৮ ডিসেম্বর ২০১১ ০৭:৪১512607
  • অর্পণ, ওটা আকার জন্য পোস্ট ছিল:-) আলোচনা টা যেহেতু এখন ট্রিকল ডাউনের দিকে চলে গেছে, তাই যাতে অজান্তে কথাবার্তায় অসইব্য কিচু না আসে সেটা দেখার দায়িঙ্কÄ এখন থেকে তোর :-)
  • lcm | 69.236.164.132 | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:০২512608
  • ধরো - বর্ধমানের প্রত্যন্ত প্রান্তে চাষীদের ক্ষেত ভর্তি আলু - কিন্তু দাম পাচ্ছে না, জলের দরে ছেড়েও ক্রেতা নেই। ওদিকে রাজস্থানের বারমের-এ আলুর দাম বেড়ে যাচ্ছে কারণ স্টেডি সাপ্লাই নেই। কে পৌঁছে দেবে বর্ধমানের আলু বারমের-এ। বা, বর্ধমানের আলু গোরক্ষপুরে, গোরক্ষপুরের আলু আগ্রা, আগ্রার আলু বারমের-এ -- সাপ্লাই চেইনের হাব ধরে ধরে। বা, নদীয়ার শাড়ী ত্রিবান্দমে। বা কেরালার লুঙ্গি দিল্লীতে। কে দেবে? কে?
    সরকারের ডিস্ট্রিবিউশন চ্যানেল ভোগে, ওয়ালমার্ট বদের ধারি চুষে ছিবড়ে করে দেবে... তাহলে?

    ইকনমি বাড়লে তার সাথে সাথে এসব আসে। সম্পদের সমবন্টন না হলেও আসে। সম্পদ বাড়লেই আসে। রাস্তাঘাট ভাল হলে, কম্যুনিকেশন উন্নত হলে এসব আসে। কি আর করা যাবে....
  • aka | 75.76.118.96 | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:৩৪512609
  • তা পাই দেখাতে পারল না আমি কোথায় বলেছি ইকনমির দরজা খুলে দিলে হুহা এইচডিআই বাড়বে। পারার কথাও নয়, কারণ আমি বলি নি।

    এইচ ডি আই যা মাপে তাহল লাইফ এক্সেপেক্টেন্সি, শিক্ষা এবং পার ক্যাপিটা জিডিপি। এর কোনটাই সঠিক সরকারী নীতি ছাড়া বাড়া সম্ভব নয়।

    কিন্তু অন্যদিকে দেশের ইকনমি খোলার সাথে এর কোন নেগেটিভ কোরিলেশন নেই। সেটাই বক্তব্য ছিল এবং দেখা গেল এইচডিআই ডেটা তাই সাপোর্ট করে।

    যেমন ধরা যাক কারুর পা ভাঙা, তিনি রসগোল্লা খেলেন আর পায়ে ব্যথা বাড়ল, আপনি কনক্লুড করলেন রসগোল্লা খেলে ভাঙা পায়ে ব্যথা বেশি হয়। এই কজাল অ্যানালিসিসটা সেরকমই অনেকটা।

    আমি গ্রোথ বলতে স্মল স্কেল ইন্ড্রাস্ট্রীর গ্রোথের ডেটা দিয়েছিলাম, এফডিআই প্রসঙ্গে। ১৯৯০ সনেও এই নিয়ে কান্নাকাটি হয়েছিল যে বিদেশী পুঁজি এলে স্মল স্কেল ইন্ড্রাস্ট্রীর খুব ক্ষতি হবে। দেখা গেল আসলে হুহা গ্রোথ হয়েছে। বোঝা গেল নিশ্চয়ই। পড়তে হয় নইলে পিছিয়ে পড়তে হয়। :))

    এবারে মুশকিল হল লেবেলিং যা কিনা তক্কাতক্কি জেতার জন্য খুব সহজ। আপনি শাইনিং ইণ্ডিয়ার প্রশংসা করলেন মানেই আপনি ট্রিকল ডাউনবাদী। যার যা কাজ, সরকারের কাজ সরকার করুক, শিক্ষা, হেলথ, সুষম উন্নতি। ওদিকে বিজনেস হাউসের রমারমা হলে স্কিলড লেবারদের জন্য ভালো তো বটেই, ট্রিকল ডাউনও রইল। মধ্যপন্থা, অনেকে যাকে অবহেলা ভরে প্র্যাগম্যাটিজম বলেন। ;)

    ভারতের যে উন্নতি হয়েছে সেটা ডেটা দিয়ে দেখানোই যায়। আলোচনা সেদিকে ঘুরলে চেষ্টা করে দেখা যাবে। আপাতত অনেক রাত।
  • ppn | 112.133.206.18 | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:৩৫512610
  • হনুটা z-আ-তা! : P
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:৩৬512611
  • ২০০২-১০:
    ৮।৮৯।৫৯।২৮।৯৭।৮৭।২৬।৮১০।৭১০।৮

    আনএম্‌প্‌লয়মেন্ট রেট।

    এর আগে আরো কম ছিল।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:৪৩512612
  • ভারতের যে 'উন্নতি' হয়েচে, ডেটা দিয়েই দেখতে চাই।

    ঐ লেখাটার ডেটাগুলো নিয়ে কোন কমেন্ট করলেন না কমরেড, টইয়ের ডেটা নিয়েও :)

    HDI নেমেছে এমন কোন ক্লেইম কেউ করেইনি তো সেটা কমেছে প্রমাণ করতে যাওয়া হবে কেন !! HDI নামতে পারে না, সেটাই বরং বলা হয়েছিল, n তম বার বলিলাম :)

    ইকনমিক গ্রোথে যে দেশ প্রথম দশে , hdi তে তার র‌্যাঙ্ক ১৩৪। আর র‌্যাঙ্ক ক্রমে নামিতেছে।
  • aka | 75.76.118.96 | ০৮ ডিসেম্বর ২০১১ ১০:৪৫512613
  • দেখান, কোট করুন, নইলে এবার উইথড্র করতে বলব।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:০০512616
  • যার যা কাজ , শিক্ষা, স্বাস্থ্য সরকার দেখুক মানে ? ইকনমিক রিফর্মের সাথে শিক্ষা , স্বাস্থ্যে সরকারি বিনিয়োগ কি হয়েছে, তার সাথে ইকনমিক রিফর্মের সম্পর্ক নাই !
  • aka | 75.76.118.96 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:০৪512617
  • হানুর এই এক্সাম্পলের জন্য রইল শুধু রাশিয়া। আগামী আরও ২০টা এক্সাম্পলের জন্য শুধুই রাশিয়া রইল।

    একে একে আরও উদাহরণ এলে একে একে ইস্ট ইওরোপের এক একটা দেশের নাম করে দেব। সাইজ অনুযায়ী ঠিক করা যাবে প্রতি দেশের কটা উদাহরণ হবে। :)

    আবার বলি অন্য দেশের উদাহরণ রেফারেন্স হিসেবে ভালো। ব্যস। তার থেকে শিখুন। মার্ক্ষ সাহেব বলেছিলেন বলেই ক্যাপিটালিজম শুধু একটা থিওরি নয়। দেশ, কাল, স্থানের সাথে তার চরিত্র এবং ডায়নামিক্স বদলে যায়।

    যেমন প:ব:য়ে ধরুন, সরকারী কোষে টাকা নেই, এবার আপনি বড় ব্যবসায়ীদেরও ছার (আবার বুনান) দেবেন না। তাহলে উন্নতি হবে কিকরে? শুধু মাত্র খাদিম দিয়ে গ্রোথ করতে গেলে কারুর পায়েই ধুলো লাগবে না যে।

    পাই, আগে কোট করুক কোথায় বলেছি গ্রোথ বাড়লে এইচডিআই নামতেই পারে না, নয়ত নিজের বক্তব্য উইথড্র করুক তারপরে বাকি কথা।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:২২512619
  • আরে ধুর ! তুমি কোনটা কী পড়ছো ! :(
    HDI নামতে পারে না, এটা তো আমি ই বলছি, প্রথম থেকে , সেটাই জানালাম। সেটা বলার পরেও কই, HDI কমেনি তো , এটা বলার কী মানে, সেটাই জানতে চাইলাম।

    তুমি ১৯৪৭-৯০ আর ৯০ থেকে আজকের তুলনা করতে বলেছিলে। তোমরা দারিদ্রের সংখ্যার তুলনাঅ চেয়েছিলে।

    সে দেটা দিয়েছি। সেটা কী বলছে ?

    বলেছিলে , রিফর্মের ফলে এম্‌প্‌লয়মেন্টের উন্নতি হয়েচে।
    এখন দেশের ১০% আনএম্‌প্‌লয়মেন্ট ই বা কী খারাপ।

    সেটারও দেটা দিয়েছি।
    সেটা কী বলছে ?

    বলেছ, রিফর্মের পর ভারতের উন্নতি হয়েহে্‌চ, ডেটা দিয়ে দেখানো যায়।

    সেই ডেটা চাইছি। ডেটা দিয়ে বুঝতে চাইছি।

  • Ishan | 117.194.35.228 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:২২512618
  • আচ্ছা, আমি আমার দু পয়সা দিই।

    HDI ডেটা থেকে কি বোঝা গেল?
    ১। ইকনমির দরজা খোলার আগে এবং পরে বস্তুটি যে গতিতে বাড়ছিল তার বিশেষ পরিবর্তন হয়নি। অর্থাৎ অর্থনীতির "নাটকীয়' পরিবর্তন মানুষের জীবনযাত্রায় সব মিলিয়ে খুব "নাটকীয়' কিছু আনেনি। না বাড়তির দিকে না কমতির দিকে।

    HDI সাধারণভাবে বেড়েই চলে। গোটা বিশ্বজুড়ে সেই ট্রেন্ড। দু-একটা ব্যতিক্রম ছাড়া। যেমন ইথিওপিয়ায় এক সময় কমেছিল। কিউবায় আন্তর্জাতিক অবরোধের সময় কমেছিল। (আকা কিউবা নিয়ে জানতে চেয়েছিল তাই এটা আলাদা করে বললাম। ডেটা চাইলে দিয়ে দেব। :) ) তাছাড়া সবই বাড়তির দিকে। ভারতেও তাই।

    পাশাপাশি আরেকটা অবসার্ভেশন আমার ইন্টারেস্টিং লেগেছে। সেটা হল ভারত আর বাংলাদেশের ডেটার প্যাটার্নের মিল। গ্রাফে প্লট করলে দেখবেন একদম গায়ে গা লাগিয়ে চলে। যদিও ভারত অনেক শাইন টাইন করেছে, আর বাংলাদেশ করেনি। এটা থেকেও বোঝা যায় জীবন যাত্রার মানের উন্নয়ন সেই ঢিমে তে-তালা গতিতেই চলেছে। নাটকীয় কিছু হয়নি।

    ২। HDI অনেক কিছু কভার করেনা। অসাম্যকে কাউন্ট করেনা। ২০১১ থেকে ইন-ইকুয়ালিটি অ্যাডজাস্টেড HDI বলে নতুন পদ্ধতিতে একটা সূচক চালু হয়েছে, যেটা ইন-ইকুয়ালিটিকেও ধরবে বলে আশা করা হচ্ছে। কিন্তু তার প্রাচীন ডেটা নাই।

    ফলে, এই ডেটা থেকে বোঝা যাচ্ছেনা HDI এর উন্নতির কতটা কোন জনগোষ্ঠী খাচ্ছে বা পাচ্ছে। অ্যানেকডোটাল এভিডেন্স থেকে আমরা জানি (আকাও লিখেছে আমিও সেটাকে সাপোর্টাবো), যে ভারতের নাটকীয় জিডিপি গ্রোথের সঙ্গে একটি মধ্যবিত্ত শ্রেণীর জীবনযাত্রার নাটকীয় উন্নয়নের একটা সমাপতন আছে। যে মধ্যবিত্ত শ্রেণীতে আমরা অনেকেই বিলং করি।

    এই নবীন মধ্যবিত্ত শ্রেণীর জীবনের মানের উন্নয়নের গপ্পোটা যদি সত্যি বলে ধরে নিই, তাহলে একটা যৌক্তিক সিদ্ধান্ত নিতেই হয়, যে, সমাজের কোনো একটি স্তরে HDI এর বৃদ্ধির আনুপাতিক হার অনেক কম ছিল। নইলে গড় মানটা ধরে রাখা সম্ভব নয়।

    ফলে সব মিলিয়ে সেটা একটা বর্ধিত্য অসাম্যের দিকে অঙ্গুলীনির্দেশ করে। যদিও তার সূচক কি, কি বৃত্তান্ত আমরা জানিনা।

    ৩। একই নি:শ্বাসে আরও একটা কথা বলে নেওয়া দরকার, যে, HDI আরও অনেক জিনিস কভার করেনা। যেমন ধরুন, একটা পরিষেবা পেতে গেলে কতক্ষণ লাইনে দাঁড়াতে হচ্চে, সেটা ইন্ডিকেট করেনা। HDI এর সীমারেখার বাইরে সেসব জিনিসের কোনো উন্নতি হয়েছে কিনা, সেগুলো এই ইনডেক্স থেকে বলা যাবেনা। উন্নতিও হতে পারে, অবনতিও হতে পারে। সেটা অন্যভাবে ভাবতে বা বলতে হবে।

    আসুন, তক্কো ছেড়ে, বিষয়নিষ্ঠ হই। এই পয়েনগুলোতে এগ্রি করি। :)
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:৩০512620
  • HDI সব ধরে না বলেই , এমনকি অসাম্য ঢোকানোর পরেও, MPI চালু হয়েছে।
    এই দশটা ইন্ডেক্স নিয়ে :
    schooling, child enrolment, child mortality, nutrition, electricity, sanitation, drinking water, floor (housing), cooking fuel, and assets.

  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:৩৭512621
  • ২০১০, ২০১১ দুবছরেই ইনিক্যুয়ালিটি দিয়ে অ্যাডজাস্ট করায় HDI ৩০% দ্রপ করেছে।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:৪১512622
  • ইনিক্যুয়ালিটির কারণে শিক্ষায় HDI দ্রপ করেছে ৪৩%, যেখানে গ্লোবাল গড় ২৮% ।

    স্বাস্থ্যেও প্রচুর ইন্‌ক্‌য়ুয়ালিটি।

    ইনকামের ইনিক্যুয়ালিটির চেয়েও এই দুটো অনেক বেশি।
  • Bratin | 122.248.183.1 | ০৮ ডিসেম্বর ২০১১ ১১:৫২512623
  • মিনি দি মন দিয়ে পড়ছি। ডেটা দিয়ে লেখা জাস্টিফিকেশন বাড়ায়।
  • Bratin | 122.248.183.1 | ০৮ ডিসেম্বর ২০১১ ১২:০০512624
  • MSc পড়ার সময় আমর একটা index পড়েছিলাম। বেশ কিছু ফ্যাক্টরের ভিত্তি তে একট দেশ কতো টা সৎ সেটা মাপা। সেই index এ সে ই সময় ১৯৯৬ , আমরা বেশ পেছনের দিকে ছিলাম। এখন বোধহয় আরো পেছনের দিকে। একটা স্ট্যাট পড়ছিলাম ১০০ টাকা খরচ করলে যার জন্যে খরচ করা হচ্ছে তার কাছে পৌঁছায় ১২-১৩ টাকা। এভাবে কি উন্নতি করা সম্ভব? যেখানে আমাদের জনসংখ্যা এত বেশী? এই দিক টাতে নজর দিলে আমাদের গরীব জনগনের খানিক টা উন্নতি করতে পারি।
  • pi | 72.83.83.28 | ০৮ ডিসেম্বর ২০১১ ১২:২৪512626
  • ম্যাক্সিদি,আনরেজিস্টারে্‌ড্‌সক্টরের হিসেব কি আসবে না ? আনরগানাইজড সেক্টরে কাজ করা লোকের হিসেব কিন্তু আসে। সরকার ৫ বছর বাদে বাদে সে ডাটা ন্যায়।
    আর, আনএম্‌প্‌লয়মেন্ট কিন্তু বেড়েছে।

    আকাদা, আশা করি এবারে বোঝা গেছে।
    তোমরা বলেছ, গ্রোথ। আমার বক্তব্য, HDI তে সেটা কিছুই রিফ্লেক্টেড হয়নি। একনমিক গ্রোথের হিসেবে দেশের র‌্যাংক যেখানে চড়চড়িয়ে উঠেছে, এখন প্রথম দশে, HDI র‌্যাঙ্কে সেখানে নেমেছে্‌হ। এখন শেষ পঞ্চাশে।

    যাইহোক,এবার ডেটা দিয়ে 'উন্নতি' দেখতে চাই।

    আরেকটা কথা, সব দেশে HDI এ একি রকম বাড়বে এমন না। যাদের অলরেডি ভাল, তারা শিক্ষা আর স্বাস্থ্যতে তো একটা লেভেলের পর বাড়াতে পারবে না। লিটারেসি , স্কুলে এনরোলমেন্ট এগুলো তো প্রায় স্যাচুরেট করে যাবে,লাইফ এক্সপেক্টেন্সিও খুব উপরে থাকলে খুব বেশি বাড়ার সুযোগ নেই। ভারতের মত দেশে, জেখানে ব্যালুগুলো অনেক কম,বাড়ার সুযোগ অনেক বেশি।
  • h | 203.99.212.53 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৩:০৭512627
  • 1.IusedMPCEdataforIndiaagesagointhisthread.Irequestedthepressreleasetobereadatleast.Itwillbeniceifoneremembersthat.

    2.GenerallyIhavetalkedaboutthisbefore, ifonebotherstoremember, whengrowthmodels (andthereforethe 'convergence' rationale) arebeingborrowedfromtheWestthenthissudden 'nationalistic' apathytowardsanyreplyusingwesterneconomicexperience/news/dataisuntenable.
    3.TheexampleofRussiaisamusing , becauseiftheelectionresultsareanindicationofeconomicnews, theincumbent (Putinetal) hasbeengivensomemajorblowsonchargesof (ohsurprisesurprise) inequalityandcorruption, whichareincidentally, alwaysonrisewithderegulationanditsassociatedcronypractices.Boforslookslikegentlemanlywinkoverfewglassesofscotch, inviewoftheTelecomscandalpurelyintermsofscale.

    4.TheHumanDevelopmentIndexorearliertheHumanCapitalIndexesarewellestablishedmeasuresofthereachesofdevelopmentandhavebeeninuseforsometime, Iamnotsurewhywethinkweneedtorestablishthat.

    5.TheKhadimexampleusedbyAka, istypicallyconvenient, becausewhenhewantstocriticisetheIndianLeft'saversiontoforeigncapital, heusesexamplesofsmallandidentifiableandunmistakablymanufacturingunitsoflocalindustries, yetwhenhewantstoofferbackhandedpattothe 'pragmatic' sectionofsocialdemocratsinourcountryonwelcomingforeigncapitalhepraisestheservicescompaniesandtheirroleinwhitecollaremploymentgeneration.IfheacceptsIndia'scorporatescandowell, givenrightpolicyopportunity, thenbythesamelogic, whydoesn'thecallforlobbyingforsmalltradersandmanufacturersinIndiaandhelpthemfightbigcompetitionfromabroad;-) SurelyObamaisdoinghisbittosavehisbankers.

    6.TheimplicationsforpoliciesfavouredbyAkaareinteresting, forexample, wehavetoforgetthatinabsenceofsignificantopportunitiesofsocialmobility, whichispossiblethroughinvestmentsineducation, training, foodsecurity, health, hygineetc. (allthosexratedwords), whitecollarservicejobsdonotofferanyrealalternativetothoseontheperipheriesofGDPgrowth.Wealsohavetoforgethowthinoursocalledsuccessfulservicecompanieswilllookifrupeestartsdoingwellorifthehugetaxholidaysarerationalised.

    Ifwearebored , wecouldtalkabouttheothertrickles, thatmightinterestus:-)
  • h | 203.99.212.53 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৩:১৯512629
  • *consumeonlynationaldata
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৪:৫০512630
  • কালকে বলেছিলাম ২০০৭/৮ এ জিডিপি গ্রোথ রেটের ফিগার নিয়ে সন্দেহ হচ্ছে জেনে দেব। কনফার্ম করছি -- ফিগারটা নয় পয়েন্ট তিন। সাড়ে-নয় না লিখে সোয়া-নয় লেখা উচিত ছিল।

    অ্যানুয়াল পারসেন্টেজ গ্রোথ রেট অফ রিয়াল জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট
    -------------
    ২০০৩ / ৪ সাড়ে আট
    ২০০৪ / ৫ সাড়ে সাত
    ২০০৫ / ৬ সাড়ে নয়
    ২০০৬ / ৭ সাড়ে নয়
    ২০০৭ / ৮ নয় পয়েন্ট তিন
  • h | 203.99.212.53 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৫:২২512631
  • Thewrathofthepolicymakersandtheirsupportersontheshifty‘middleman’inretailchainisamusingtosaytheleast.
    Imaginethefollowingscenarioswithoutmiddlemen.

    1.TheArmy–Justprivatesi.e.lancenaiksanddafadars, nohavildarmajors, noquartermasters, nonaibsubedars, nosubedars, nolieutenantsormajorsorlieutenantgeneralsorgeneralsorfieldmarshalsororderlies.Surelyallthearmyneedsaresomehardwareandtheenemy.Sincewehavegotthehardwaresupplychaininperfectordereversincewedidcoupleofworldwars.Ifwedon’thaveenemies, wecanordermannequins, makesuretheordersareplacedtomannequinsthemselves, becauseotherwisetherewillbedodgymiddlemeninbetweendemandingcutforsupplyingenemies.
    2.TheSchool–Justaskacomputerprogramtowriteacomputerprogramtowriteatextbook.Thencallanotherprogramtokickstudentstocometoschoolandlistentobooksbeingreadonloudspeakersautomatically.ThisiscalledSOAGovernance.Getridofteachersandprincipals.Don’twritecomputerprogramsthough, theywillfallfromthesky, ifyouwaitlongenough.
    3.TheUniversity–Followthesameasschools, exceptthatkeeponeregistrarper10universities.Otherwisewhowillcallthepolice.Getthelecturerstojointhepolice, whenstudentsdon’tlistentoautomatedloud-speakers.Theyarebecomingleftylooniesanyway.Inanidealworld, theuniversitieswon'tneedstudents, theywilljustneedsomeconcernedwell-wisherswhoshouldbepaidregularhonorariums.brownenvelopesareoldfashioned, getaelectronictransferdone.itsallaboutstreamlining, aslongasthelineendsinrightareas.
    4.TheCourt–Getridofthejudgesandbloodylawyers.JustmakeabillioncopiesofPenalCodesandtheConstitution, inabilliontabletpcsandmakethemstandinlinefromdelhitoKohimatocollectwithpatience.employtheprivatestomaintaintheorderinthequeue.JustonequeuetoDelhiallowed, nosidetalkplease.
    5.TheCorporate–Justkeeptheboard.Everythingelsewillfollowautomatically.Thusthecorporatewillbeabletoofferlowestpricestothecustomers.
    6.TheConsultingIndustry–Getridofanalysts.Timetogobacktoempiricandscientificobservation.Don’tobservehumans.GetridofSoftwareConsultants, justkeeptheproductcompaniesandthe‘users’.Aftersometime, getridofcompanies, justkeeptheproducts, afterthatdownsizetheusers, sothattheboardcanusetheproductsandobserveandoverseeeverythingapartfromhumans.
    7.Themaidservants–don’tcookdon’teat.
    8.PublicTransport–Learntofly.
    9.TheBanks–Keepaautomatedmarket, getridofstockbrokers.Keeptheretailsbank, otherwisepublicwon’tdepositmoney, getridofinvestmentbankers, theyaremiddlemenofhighestlevelofsophistication.Justkeepaautomatedstockmarketandsomeretailbank.Onebankfortheworldisenough, otherwisetherewillbeafewinthe’middle’ofthisnowhere.
    10.Themedia–Justkeeponechannelwithonepresenter, onenewsagency, onetone, onespecialistresearcher, whospecialisesinspecialisation.
    11.Theinevitablebedscene–Don’tusecondoms, asyoudon’tneedintermediationinpleasure, andtherubberindustryneedsdownsizing, askthewifenottobecomepregnantwithoutpills, becauseifsheneedsthemthenpharmaceuticalmanufacturingwillgetaboost.IFshedisagrees, sendhertoapraanayaamcourse.Weneedservicesinstead.Phoneafriendtohavepleasureathisownhomeandathisownrisk.Don’tgetinvolved.Sleepwiththephone.Thereyouneedasmartphone, thedemandofsmartstuffneedstobesustained, unlikepleasure.
    12.Thehospitals, keeponedoctor, establishamandir.thedoctorwillregularlycleanthemandir.weneedsomerespectforgod.Heisbitoldandpublicsector.Photographsofnursesinprovocativeposesshouldbeenoughforalltheprofessionalservicestoberenderedautomatically.thepatientscandiewithoutunnecessaryintervention.
    13.Forrealpeace, justliedownandlettheurgesofanyexercisepass.

  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৫:৩৭512632
  • আজ থেকে কুড়ি বছর কেউ এই টইটা পড়লে মনে করতে পারে, ১৯৯১ এ আমাদের দেশের সরকার যে একগুছ রিফর্ম মেজার ঘোষণা করেছিল তার মূল উদ্দেশ্য ছিল যারা হতদরিদ্র তাদের শিক্ষা স্বাস্থ্যের উন্নতি করা।

    সরকার পক্ষের লোকেরা মাঠে মাঠে বক্তৃতা দিয়ে বেড়াচ্ছিল। তারা বলছিল "বন্ধুগণ, আমরা আয় ও সম্পদের সমবন্টন চাই। আমাদের সঙ্গে আছেন সাম্যবাদী আই এম এফ এবং শ্রদ্ধেয় ডাঙ্কেল সাহেব। আমাদের প্রথম পদক্ষেপ হবে বিদেশি মুদ্রার কনভার্টিবিলিটি। অবশ্য সেটা আপাতত কারেন্ট অ্যাকাউন্টে হবে। ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টিবিলিটি এক্ষুনি এক্ষুনি করা যাবে না। আশা করি আপনারা ধৈর্য রাখবেন। সাম্যবাদী আই-এম-এফ আমাদের ফিসকাল ডেফিসিট কমাতে বলেছে। আপ নারা সবাই জানেন যে ফিসকাল ডেফিসিট কমানো মানে শিক্ষা স্বাস্থ্যের ওপরে সরকারি বিনিয়োগ বাড়ানো।" শ্রোতারা চুপ করে শুনছিল মন্ত্রমুগ্‌ধ হয়ে।
  • h | 203.99.212.53 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৫:৪৪512633
  • takhanJaaraashudhushrotaachhilennaa, baktaahayechhilen, taadertoeiTaiteiaakaabokediyechhe, balechhepaaaaaaaap (retrospectively).
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:০২512634
  • আকা বকেছে বটে। কিন্তু পাল্টা বকা খেয়েছে।
  • maximin | 59.93.210.221 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:০৪512635
  • কথা হল সেদিনের রেজিম পরিবর্তন আমরা আটকাতে পারিনি। সে পরিস্থিতি ছিল না। আজ কিন্তু abeyance এ রাখতে পারছি।
  • siki | 122.177.158.47 | ০৮ ডিসেম্বর ২০১১ ১৬:০৮512637
  • h,

    বাংলা লিখতে ঠিক কী অসুবিধে হচ্ছে? আমি কি কোনওভাবে সাহায্য করতে পারি?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন