এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭২০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Blank | 170.153.65.102 | ২৭ অক্টোবর ২০০৯ ১৯:২১420478
  • আমি সন্দেহ ভাজনের কথা বলছি, সন্দেহাতীত ভাবে প্রমান বা অপ্রমানের কথা বলছি না।
    এই সন্দেহ ভাজন বলার পেছনে কিছু তথ্য আছে, যেটা আমাকে আয়েসাই বলে সন্দেহ করার ক্ষেত্রে নেই। এই হলো মোদ্দা কথা।
  • r | 125.18.104.1 | ২৭ অক্টোবর ২০০৯ ১৯:২৫420479
  • (১) ".....ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে কিন্তু মাওবাদীদের কোনও অ্যাটাক নেই, অপহরণ নেই।....."

    "Induwar, 37, who is survived by his wife and three sons, was kidnapped on September 30 from Hembrom Bazaar in Khunti district, about 70 km from here. He was working in the intelligence wing of the State police. Maoists later demanded the release of three rebels — Ghandy, Chhatradhar Mahato and Bhushan Yadav — in exchange for the officer."

    http://www.thehindu.com/2009/10/07/stories/2009100757800100.htm
  • Update | 12.163.39.254 | ২৭ অক্টোবর ২০০৯ ২৩:৪৩420481
  • Name:DuMail:Country:

    IPAddress:65.124.26.7Date:27Oct2009 -- 10:19PM

    শুধুই অতীন্দ্র অপহরণ হননি সেদিন, দুজন পুলিশ অফিসার - সেকেন্ড অফিসার দিবাকর ভট্টাচার্য্য(৫৬) এবং এ এস আই স্বপন রায়(৩৮) - খুন হয়েছিলেন।

    সাম্যবাদীদের চোখে এতই কমদামী ছিল এদের দুজনের জীবন - একজন টেবিলে বসে কাজ করছিলেন - অন্যজন পাশের ঘরে পালিয়ে যান - কোন রিস্ক না থাকা সঙ্কেÄও যোদ্ধারা এদের ছেড়ে যায় নি।

    --------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:117.194.227.165Date:27Oct2009 -- 10:45PM

    সত্যি - তোলা-টোলা তুলে এসে শান্তিতে থানায় একটু ঝিমোনোরও জো নেই - পুলিশের চাকরিতে লোক পাওয়াই মুশকিল হবে এবার!

    --------------------------------------------------

    Name:dukheMail:Country:

    IPAddress:117.194.227.165Date:27Oct2009 -- 10:46PM

    সত্যি বাপু - তোলা-টোলা তুলে এসে শান্তিতে থানায় একটু ঝিমোনোরও জো নেই - পুলিশের চাকরিতে লোক পাওয়াই মুশকিল হবে এবার!

    --------------------------------------------------

    Name:DuMail:Country:

    IPAddress:65.124.26.7Date:27Oct2009 -- 11:19PM

    দুখে , মজা করতে পারেন খুব ভালো, কিন্তু দুজন মানুষ মরে যাওয়ার পরেও আপনার এই সুন্দর চুটকীটা ঠিক অ্যাপ্রিশিয়েট করতে পারলাম না, সরি।

    --------------------------------------------------

    Name:axMail:Country:

    IPAddress:143.111.22.23Date:27Oct2009 -- 11:24PM

    অর্পণ, এই NDTV র লিংকটা দেখলে, প্রতিবার কিষাণ যা বলছে, সেটাকে ঘুরিয়ে সাংবাদিক নিজের কথাটাই বলে যাচ্ছে। প্রায় বার পাঁচেক। "sothedriveriswithyou"? - "nothedriveriswiththeagitators." "So, youaresayingyouhavethedriverwithyou." -"NomadamIsaidthedriveriswiththepeople" । NDTV র প্রতিটা ক্লিপ যদি দেখ, এরকম বহু কিছু পাবে।
    অতীন্দ্র কে গলাকাটা হবে এটাও ঠিক এরকম ছিল, সেটার ফুটেজও আছে। ভাগ্যিস আছে।

    yousaidyouaregoingtobeheadtheofficerifyourdemandsarenotmet.

    - Ineversaidthat, Isaidwecannotguaranteethesafekeep..

    এই লুপে।
  • Arpan | 122.252.231.12 | ২৭ অক্টোবর ২০০৯ ২৩:৪৭420482
  • অক্ষ, দেখেছি। নতুন আর কী? বাংলা ইংরেজি সব মিডিয়া এক গোত্রের। সুমন দে কে তো দেখ নাই। :-)
  • pi | 128.231.22.89 | ২৮ অক্টোবর ২০০৯ ০০:০১420483
  • আচ্ছা, ইস্যুভিত্তিক সমর্থন বলেও তো কিছু হয়, নাকি ?

    অসংগঠিত শিল্পে মজুরি , স্থায়িত্ব সিপিএম নিয়ে সিটু র ডাকা কোন বন্ধ যদি আমি সমর্থন করি তো আমি কি সিপিএম হয়ে গেলাম ? :)
    এ:, এরকম হলে কিন্তু মোটেও ভাল হবেনা।
  • pi | 128.231.22.89 | ২৮ অক্টোবর ২০০৯ ০০:০৫420484
  • কিম্বা, এই মাহাতোকে মুক্তি দেবার দাবী কে আমি সমর্থন জানালুম। মাওবাদীরাও জানিয়েছে। দাবীটা যেহেতু পিসিপিএ তুলেছে, সেহেতু তারা তো মাওবাদী বটেই, তার ন্যাজ ধরে আমিও তাইলে মাওবাদী। তাই তো ?
  • Arpan | 122.252.231.12 | ২৮ অক্টোবর ২০০৯ ০০:০৭420485
  • চিদুবাবু তাই বলেন।
  • pi | 128.231.22.89 | ২৮ অক্টোবর ২০০৯ ০০:১০420486
  • হুঁ। এখেনেও অনেকে তাই বলছেন।
    তারমানে ওনারা চিদুপন্থী, অর্থাৎ কিনা কংগ্রেসী। ;-)
    কি, ঠিক আছে তো ? :-)
  • Arpan | 122.252.231.12 | ২৮ অক্টোবর ২০০৯ ০০:১৩420488
  • খাপে খাপে। :-))
  • dukher bhaai sukhe | 117.200.81.75 | ২৮ অক্টোবর ২০০৯ ০৮:৪৮420489
  • এই রাজধানী এক্সপ্রেসকে পণবন্দী করাটায় মাও মাও গন্ধ নেই? জনসাধারণ কমিটি মাওবাদীদের ফ্রন্টাল অর্গানাইজেশন এটা তো এখন সুর্যের আলোর চেয়েও পরিস্কার। এখনো এতো দোনামনা কেন সমিকভাই? হত্যাকারীদের গ্লোরিফাই করাটা এতই জরুরি?
    রাজধানী কান্ডের পর মমতার বক্তব্য-
    ১। ওয়েস্টবেঙ্গলে মাও বলে কিছু নেই। এই রাজধানীর চালক আটক সিপিএমের কাজ।
    ২। ট্রেন চলতে শুরু হোক, আমি মাওদের সঙ্গে কথা বলব।
    ৩। রাজনীতি আসবে যাবে, কিন্তু সাধারণ লোকের সুরক্ষা চাই।

    শিশির অধিকারীর বক্তব্য-
    আমি কাল রাতেই খবর পেয়েছিলাম, এই কান্ড হবে।

    সুমন দে তেনার 'দিদি' কে আড়াল করার জন্যে লম্বা বক্তব্য রেখেছেন। অত লেখার সময় নাই।
    তৃনমুল বুদ্ধিজীবি বিদ্‌দ্‌বজনদের কোনো বক্তব্য নাই । তবে মহাশ্বেতা দেবীই তো জনসাধারণ কমিটির আন্দোলনকে সু-পরামর্শ দিয়ে চালনা করেন । তাই তেনারা সব এক মাস আগে থেকেই জানতেন বোধায় ।

    রাজধানী কান্ডের আগের দিন চিদাম্বরমের বক্তব্য-
    যারা মাওবাদীদের প্রতি সহানুভূতিশীল, তাদের বলছি ।এই সব কাজের কড়া ভাষায় প্রতিবাদ করুন।

    মোটের ওপর খেলা বা নাটক জমেছে । তবে সব ব্যাপারেই সাধারণ মানুষ মরছে এই যা । এতগুলো ট্রেন কান্ড সব সিপিএমের ওপরে দিয়ে দিলে মমতা এর পর করবেন কি?
  • dukhe | 122.160.114.84 | ২৮ অক্টোবর ২০০৯ ১০:০৩420490
  • মহাশ্বেতা দেবী থানায় হামলার ছক কষেছেন ।
    ছত্রধর মাহাতো আসলে জয় গোস্বামী (দাড়ি কামিয়ে) ।
    কিষেণজি = ব্রাত্য বসু (গলা পালটে অভিনয় করছেন) ।
    যে তরুণী থানায় হামলার নেতৃত্বে ছিলেন, তিনিই শাঁওলী মিত্র ।
    শুভাপ্রসন্ন, সুজাত আর মেধার রোলগুলো ক্রমশ: প্রকাশ্য ।

  • dipu | 207.179.11.216 | ২৮ অক্টোবর ২০০৯ ১০:০৬420491
  • :-P
  • Arijit | 61.95.144.122 | ২৮ অক্টোবর ২০০৯ ১০:১১420492
  • বাজে তু তু ম্যাঁয় ম্যাঁয় না করে এই খবরগুলো ভেরিফাই করলেই তো মিটে যায়। এগুলো যদি সত্যি হয় তাহলে অনেক প্রশ্ন উঠে আসে - সেগুলোরও উত্তর দরকার। যেমন শিশির অধিকারি যদি এটা বলে থাকেন (ভেরিফাই করুন) তাহলে তাঁকে প্রশ্ন করা হোক - যে জানার পর আপনি কি করেছিলেন।
  • dukhe | 122.160.114.84 | ২৮ অক্টোবর ২০০৯ ১০:২৬420493
  • ধুর ধুর, যে কোন ইভেন্টের পরেই "আগেই জানতাম" বলার মত জ্যোতিষীর অভাব হয় না । যত্ত বাজে ভাট ।
  • Arijit | 61.95.144.122 | ২৮ অক্টোবর ২০০৯ ১০:২৮420494
  • বাজে ভাট বলে উড়িয়ে দিয়েই পলিটিক্যাল সিস্টেম এই জায়গায় পৌঁছেছে যেখানে অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা নেই। আমাদের জন্যে ওই কথাটাই সত্যি - এভরি কাϾট্র গেটস দ্য গভর্নমেন্ট ইত্যাদি।
  • a | 115.117.155.196 | ২৮ অক্টোবর ২০০৯ ১০:২৯420495
  • আমার একটা ছোট্ট প্রশ্ন, মমতা যে বলছেন উনি মাওবাদীদের সথে কথা বলবেন সেটা তো সরাসরি চিদুবিরোধী। মানে, সরকারের ঠিক উল্টো। তো, এর পর উনি সরকারে থাকবেন কেন?

    আর সত্যি তো, বিদ্বজনরা গেলেন কোথায়? কি তাদের স্ট্যান্ড? আজকের ঘটনার পরে? মূল উদ্দেশ্যটাকে (মাওবাদীদের) কি আদতে dilute করা হচ্ছেনা এই সব public stunt(stand of GOI) এর মাধ্যমে?

  • LiNa | 114.31.249.105 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৪৬420497
  • কি চাপ কি চাপ, এই Yahooর খবর টা আবার কি সব আলতুফালতু বলে রে বাবা For the record, Banerjee and other Trinamool leaders have tried to differentiate between the Maoists and the "tribal movement." They have argued that their support to the PCAPA was driven by their abject poverty and claimed.

    তাহলে এখানেও যারা বলছেন, মাও টাও কিছু না, সব CPM, আর ওখানে মাওবাদি টাদি কিছু নেইকো, গরিব আদিবসী দের লড়াই, তারাও কি তাহলে নিরপেক্ষ নয়? তারও তৃনমূলি!!
  • dukhe | 122.160.114.84 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৫১420499
  • বুদ্ধবাবু বললেন কাঞ্চন গড়াই মরে গেছে । চেপে ধরতেই "ভুল হয়ে গেছে" । আগে বলত - "কই বলিনি তো"। ইলেকট্রনিক মিডিয়া এসে সেটা থেমেছে ।
    রাজনীতির লোকেদের কাছে খামোখা ক্রেডিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি আশা করতে যাব কেন ?
  • Arpan | 216.52.215.232 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৫৪420500
  • লিনা,

    এইখানে আমি আমি ধরে নিলাম আপনি গুরুর কথা বলছেন। কে কবে ওই কথাটি বলেছিল একটু উদাহরণ দেবেন প্লিজ।
  • Arijit | 61.95.144.122 | ২৮ অক্টোবর ২০০৯ ১১:৫৫420501
  • আশা এবং একটা সময় দাবি না করলে "যস্মিন দেশে...' আউড়ে কিল খেয়ে পড়ে থাকা আর সময়ে সময়ে এই রকম ফোরামে নিজের হতাশা ভেন্ট আউট করা ছাড়া আর কিছু করার থাকবে না।

    এগজ্যাক্টলি কি ভাবে কি করা যায় তার কোনো উত্তর আমার কাছে এই মুহুর্তে নেই।
  • kallol | 220.226.209.2 | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪২420502
  • মাওবাদীরা বা জনগনের কমিটি রাজধানী আটকে দিয়েছে, তাতে এতো হৈ-চৈ-এর কি হলো বুঝলাম না। যেন দেশে এই প্রথম ট্রেন অবরোধ হলো। কথায় কথায় সিপিএম, ফ:ব:, আরএসপি, কং, তৃ:মু: সকলেই তো ট্রেন অবরোধ করে। এটা নতুন কি?
    বলা হচ্ছে ট্রেন হাইজ্যাক / পণবন্দী- কোথায়!! হাইজ্যাক মানে তো ট্রেনটা নিয়ে চলে যাওয়া (কি একটা রাশিয়ান না ইংরেজী সিনেমায় দেখেছিলাম)।
    একটা ট্রেন (ঘটনাচক্রে বা পরিকল্পনা মাফিক সেটা রাজধানী), সেটা একটা হল্টে আটকে দেওয়া হয়েছিলো, কিছু দাবী দাওয়া আদায় করতে(চত্রধরের মুক্তি বা ধরাই যাক বুদ্ধদেবের ফাঁসী এরকম একটা কিছু)।
    সত্যি মাথাখারাপ করে দিতে পারে মিডিয়া।
    রোজ তো কত দাবীতে (বিদ্যুত নেই/গরু মরেছে/রাস্তা খারাপ.....) ""রেলরোকো"" হয়। কই এতো হৈচৈ তো হয় না!!!!
  • Samik | 12.191.136.3 | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪৭420503
  • সেইগুলা যে মেইনস্ট্রীম! নিষিদ্ধ তো নয়। নিষিদ্ধ যে কোনও কিছুতেই উত্তেজনা বেশি। :-)
  • Arpan | 216.52.215.232 | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৪৮420504
  • ড্রাইভার গুলিবিদ্ধ এবং পণবন্দী এইটা তো জোর খবর ছিল সন্ধে অবধি। সবই প্রচারের খেলা।
  • r | 125.18.104.1 | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৫২420505
  • যাক্কলা! আর পি এফের লোকটার পায়ে গুলি লেগেছে দেখলাম যে! ওটা চোরকাঁটা, না? অ্যাল্‌, বুঝতেই পারি নি।
  • r | 125.18.104.1 | ২৮ অক্টোবর ২০০৯ ১২:৫৯420506
  • ইন ফ্যাক্ট, মাওবাদী নিয়ে হৈচৈ করারই কিছু নেই। মাওবাদীরা যা করে, মেইনস্ট্রিম রাজনৈতিক দলও তাই করে। অতএব, মাওবাদী=মেইনস্ট্রিম রাজনৈতিক দল।

    এটা বললে আবার অরুন্ধতী রায়রা খেপে যাবেন। মাওবাদীকে "কাগুজে বাঘ" বলা? এইচ্চোপ্‌!

    তার মধ্যে আমরা গুচবাসী, আপন আপন নিভৃত কোটরে বসিয়া খুনসুটি খিমচাখিমচি করব। আলতোভাবে, যাতে জীবনের ওঠাপড়া গায়ে না লাগে।

    কি ঘাঁটা কেস মাইরি!

    প্রথমবার যাহা বিয়োগান্ত, দ্বিতীয়বার তাহাই তামাশা। :-)))
  • Arpan | 216.52.215.232 | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:০০420507
  • গুলি তো এঁর লেগেছে।

    http://www.anandabazar.com/28med1.htm

    তো, এই ভদ্রলোকও ড্রাইভার। অবশ্য ট্রেনের নন।
  • Blank | 170.153.65.102 | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:১০420508
  • এছারাও ট্রেনের সম্পত্তি লুট পাটের অভিযোগ আছে
  • kallol | 220.226.209.2 | ২৮ অক্টোবর ২০০৯ ১৩:২৭420510
  • খাবার আর কম্বল লুট হয়েছে। রাজধানীতে থাকে এগুলো। ঠান্ডাও পরেছে। খাওয়া ! তাই নিয়েই তো এতো!!
    তবে ঘাটশিলা বা ঝাড়গ্রাম প্যাসেঞ্জার হলে কি হতো?
    নইলে যাত্রীদের সাথে ভালো ব্যবহার করেছে, যা অন্য ""মেইন স্ট্রিম"" দলগুলের অবরোধকরীরা কখনই করে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন