এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭১৯ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.84 | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৫৫420546
  • র-বাবু, রাজনীতিকদের কাজই হল সব কিছুকে বিরোধীদের চক্রান্ত বলে বিবৃতি দেওয়া । ও নিয়ে মুখ খুলতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে । এই যে অনিলবাবু মমতার চুলের মুঠি ধরে কালীঘাটে নিয়ে যেতে আগ্রহী, এ নিয়েও কি টই খুলতে হবে নাকি ? শুধুমুধু ডিস্ক ফুরিয়ে যাবে, ইন্টিজার ওভারফ্লো খাবেন ।
  • LiNa | 114.31.249.105 | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৫৫420545
  • ও আপনি যখন যানেন ই কেন হেডলাইন, তাহলে আর জিগ্যেস করলেন কেন? কিন্তু আপনার কেন মনে হল না যে এইটা sameside বলে হেডলাইন হল?
  • kallol | 220.226.209.2 | ২৮ অক্টোবর ২০০৯ ১৬:৫৯420547
  • হ্যাঁ হ্যাঁ - লিণ এই পয়েন্টা জব্বর - ""সেমসাইড""। আহা দিদির রেল, তাই তো! এটা আবার দিদি-ভাইদের গট-আপ নয় তো!
  • r | 198.96.180.245 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০০420548
  • মমতাবাবু ও অনিলবাবুতে পার্থক্য নেই বলছেন? আমিও তো তাই বলি। কিন্তু অনেকে আবার মমতাবাবুকেই পশ্চিমবঙ্গের মুক্তিসূর্য ভাবেন। আমি তখন বলি- অনিলবাবুই বা নন কেন? তবে যদি বলেন, পুরোনো জিনিষে মুখ রোচে না, সে অন্য বেত্তান্ত।;-)
  • T | 203.101.108.91 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৩420549
  • কিন্তু তা বলে কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এত বড় মিথ্যে কথা?
    এই জন্যই তো সি পি এম নেতারা কখোনো কেন্দ্রীয় মন্ত্রী হন না। :)
  • Arijit | 61.95.144.122 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৪420550
  • কেন্দ্রীয় রেলমন্ত্রী আর প্রাক্তন সাংসদের মধ্যে তফাত নেই? পার্টির সুপ্রীমো আর অন্য একজন নেতার মধ্যে তফাত নেই? ডেলিবারেট মিথ্যে কথা আর ফাউল ল্যাঙ্গুয়েজ (বিশেষত: যেটা মোটামুটি এখন ট্র্যাডিশন) এই দুটোর মধ্যে তফাত নেই?

    এই চুলের মুঠি নিয়ে স্টারানন্দের এত হইচই শুধু কেন্দ্রীয় মন্ত্রীর নামে বলা হয়েছে বলেই তো? সেক্টর ফাইভের চার পাঁচ জনের গ্রুপটাকে (একটা মেয়েও ছিলো) সিঙ্গুরে যখন মদন মিত্র মারতে বাকি রেখেছিলো (অন দ্য রেকর্ড) তখন ভাষাজ্ঞান কি বিশ্রাম নিচ্ছিলো? বা এই রিপোর্টার মেয়েটার ঘটনায়? কারণ ওরা কেন্দ্রীয় মন্ত্রী নয় - তাই না? তফাত তো আছেই!
  • dukhe | 122.160.114.84 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:০৬420551
  • না না, অনিলবাবু তো মিথ্যে বলেন নি । মানে বললেও আমি জানি না । উনি মনের কথা বলেছেন । মিথ্যে বলেন বুদ্ধবাবু । শেষ কবে সত্যি কথা বলেছেন তা নিয়ে গবেষণা হতে পারে ।
  • r | 125.18.104.1 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১০420552
  • আগের পোস্টে তাহলে অনিলবাবুর জায়গায় বুদ্ধবাবু বসিয়ে নিন। আপনি যা বলবেন।
  • LiNa | 114.31.249.105 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৫420555
  • আরে না না, দিদি কালকে সাংবাদিক সম্মেলনে দিদি বলেছেন পুরোটাই CPMএর নাটক, আর শিশির অধিকারি বাবু তো নাকি পুরোটাই আগের দিন থেকেই জানতেন। তাই উহাকে ধ্রুব সত্য বলে মানা হোক।

    কিন্তু কেন এই নাটক টা CPM করল বলুন তো? ঐ আগের OC নাটকের উত্তর দিতে? :-)
  • dukhe | 122.160.114.84 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:১৫420553
  • দেখুন, বুদ্ধবাবুর চাকরিটা টালমাটাল হয়েছে গুলিফুলি চালাতে গিয়ে । আর কারাতবাবুর অবদানও আছে । মমতা এখনো গুলিফুলি চালান নি । সুযোগও পাননি । পেলে কী করবেন সেটা আগে থেকে বলতে পারব না । কুষ্ঠিটা একবার না দেখে এসব বলা কঠিন ।
  • nabakallol | 117.200.80.140 | ২৮ অক্টোবর ২০০৯ ১৭:৪৯420556
  • দুখেভায়া, কল্লোলদা, দুজনকেই বলছি। ঐ মমতার চুলের মুঠি নিয়ে। যিনি যে ভাষাটা বোঝেন তাকে সেই ভাষাতেই বোঝাতে হয় কিনা । মমতা বন্দো, পার্থ চট্টো, কল্যাণ বন্দো, মদন মিত্র, মুকুল রায়, শুভাপ্রসন্নো সবার যে ভাষা ব্যবহার দেখছি, তাতে সিপিএমের অনিল বসু এক্কেরে মাপে মাপ । ঐ ভাষাটা না বললে ওরা বুঝবেন কি করে? বুদ্ধ-নিরুপম-অসীম-মানব চাইলেও ঐ ভাষায় বোঝাতে পারবেন না তো । বিমানবাবু শ্যামলবাবু মাঝে মাঝে চেষ্টা করে দেখছেন, কিন্তু পেরে উঠছেন না । কি করা যাবে বলুন ? নিউটনের ল' । সব রিয়াকশনের একটা প্রতি-রিয়াকশন হবেই । বেচারা বুদ্ধ সরল মনে সেই কবেই এই কথাটা - paid back in same coin - বলে ফেলেছিলেন । সে নিয়ে তো ভদ্রলোকের কম হেনস্থা হয় নি । রক্তখেকো খুনী কত বিশেষণ জুটেছে । লাগে কোথায় জানেন? সেদিন যারা গলা ফাটাচ্ছিলেন ফোরামে ফোরামে, আজ তারা সব চুপ ।কারণ এ নাকি 'ঔদ্ধত্যের অবসান' হচ্ছে । ভাইরা, ঔদ্ধত্য কাকে বলে? মমতাদেবী ও তাঁর দলবলের কোনো ঔদ্ধত্য এখনো দেখা দিচ্ছে না? নাকি তাদের সবই শিশুসুলভ দুষ্টুমি? মানুষ খুন করাও দুষ্টুমি, সমানে মিথ্যে কথা বলে যাওয়াও দুষ্টুমি। এখনো ক্ষমতায় আসে নি, এখনই দুষ্টুমিতে প্রানান্ত, এর পর যে কি দশা হবে তাই ভাবছি।
  • dukhe | 122.160.114.84 | ২৮ অক্টোবর ২০০৯ ১৮:০৩420557
  • আরে না না - অনিলবাবু তো বুদ্ধি করেই বলেছেন - চুলের মুঠি ধরব । নিজের তো টাক, কাজেই কেউ কয়েন ফেরত দিতে পারবে না । বুদ্ধিমান লোক । বিনয়বাবু হলে বলতেন বুদ্ধিজীবী । তবে লিস্টে উনি নেই দেখলাম ।
  • saikat | 202.54.74.119 | ২৮ অক্টোবর ২০০৯ ১৯:০৫420558
  • শুধু দুখের পোস্টগুলো পড়ব বলেই সিপিএম-তৃণমূল নিয়ে টইগুলো পড়ি :-)) খিল্লির চূড়ান্ত।
  • PT | 203.110.243.21 | ২৮ অক্টোবর ২০০৯ ১৯:১৬420559
  • দুখেবাবু দেখছি এখন statewise comparison-বাদ দিয়ে চুলোচুলি নিয়ে পড়েছেন!!
  • Ishan | 12.163.39.254 | ২৮ অক্টোবর ২০০৯ ১৯:৫৫420560
  • একটা রেল অবরোধ নিয়ে মাক্কালী একটু বেশিই হট্টগোল হল। :)

    আরেকটা ব্যাপার ইন্টারেস্টিং। ঐ ওসি মাওবাদীদের হাত থেকে বেঁচে ফিরে এসে প্রবল অপরাধ করে ফেলেছেন, এ ব্যাপারে সমস্ত গণমাধ্যমের ঐক্যমত্য দেখা যাচ্ছে। :)
  • Samik | 122.162.75.58 | ২৮ অক্টোবর ২০০৯ ২০:৫১420561
  • অ্যা:। ঐকমত্য।

    অতীন্দ্রকে এখন ভওয়ানী ভবনে মিষ্টি করে গ্রিল করা হচ্ছে।
  • bb | 117.195.166.83 | ২৮ অক্টোবর ২০০৯ ২১:৪০420562
  • @pinaki আমিও খুবসম্প্রতি পুরী বেড়াতে গিয়ে সাধারন মানুষের সঙ্গে (ড্রাইভার, রিক্সাওয়ালা) কথা বলে দেখেছি তাঁরা নবীন পট্টনায়েকের রাজত্বে ভালো আছেন।
  • Du | 65.124.26.7 | ২৮ অক্টোবর ২০০৯ ২২:০৫420563
  • রিপোর্টারদের থেকে এফ আই আরও নেয়নি পুলিশ উল্টে তাদেরকেই ধরে থানায় রেখেছে পাঁচঘন্টা সাংসদের/কেন্দ্রীয় মন্ত্রী/সর্বময় নেত্রীর মিথ্যে অভিযোগের ভিত্তিতে। এই পার্শিয়াল রাজত্বেই - যেখানে নাকি সব সিপিএমের লোক রিক্রুট হয়।

  • Du | 65.124.26.7 | ২৮ অক্টোবর ২০০৯ ২২:০৮420564
  • তবুও ভালো। মরে গেলে তো তোলাতোলা, ঝিমোনো নয় অত্যাচারীর খেতাব পেতেন।
  • Arpan | 122.252.231.12 | ২৮ অক্টোবর ২০০৯ ২৩:১৮420566
  • ঈশানের পোস্টের পরিপ্রেক্ষিতে আরো একটি কথা অ্যাড করার আছে। চেঁচামেচি হট্টগোল সবচেয়ে বলতে নেই সবচেয়ে বেশি করেছেন তৃণমূলনেত্রী তথা কেন্দ্রীয় রেলমন্ত্রী। রেল অবরোধ = স্থানীয় আইনশৃঙ্খলার সমস্যা = ৩৫৬ প্রয়োগের আরো একবার দাবি জানানো - এমন সুযোগ কি হাতছাড়া করা যায়?

    কথা হল কন্সিস্টেন্সি মেনে প:বঙ্গের সব রেল অবরোধে উনি "ওয়ার রুমে' বসে একই দাবি তুলবেন কি না। :-)
  • kallol | 115.184.117.178 | ২৯ অক্টোবর ২০০৯ ০৭:২৬420567
  • নবকল্লোল,
    এ নিয়ে আগেও বলেছি। তৃণমূলের লোকজন সব বশিষ্ঠ মুনি আর সিপিএম এর লোকজন সব মাথায় শিং আর পায়ে খুরওয়ালা শয়তান - এমনটা মোটেও নয়।
    ক্ষমতায় এলে তৃণমূল হয়তো বছরখানেক ""ভদ্র"" থাকবে। তারপর সিপিএম যা যা করেছে ঠিক তাই তাই করবে। বিরোধী পেটানো, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি জায়গায় নিজেদের অযোগ্য লোক বসানো, সব ব্যাপারেই ""দল"" টেনে চলা, পঞ্চায়েতে দুর্ণীতি......। আর, সেগুলো করবে সিপিএম এর চেয়ে অনেক অপরিশীলিত ভাবে।
    তখন এই সুশীল, এই মানবাধিকার, এরাই তৃণমূলের ঔদ্ধত্যের বিরুদ্ধে পথে নামবে। ৭২-৭৭এর ,মতই, সিপিএমকে তখন প্রতিবদের রাস্তায় খুঁজে পাওয়া যাবে না।
    কিন্তু আগে সিপিএম এর ঔদ্ধত্যের অবসান হোক। ঘটনাচক্রে এবং দু:খজনকভাবে, সিপিএম এর বদলী হিসাবে বাস্তবে তৃণমূল ছাড়া আপাতত: কিছু নেই।
  • poribortonkaamee kallol | 117.200.81.74 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:০৩420568
  • আচ্ছা, আমি এক্টা ব্যপার কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই যে এত অপশাসন, ঔদ্ধ্যত্য, খুনী মুখ্যমন্ত্রীর তকমা, সুশীল বুদ্ধিজীবীএদের মঝে মাঝেই ব্যনার নিয়ে মোমবাতি নিয়ে মিছিল, বিমান-শ্যামল-বিনয়-অনিল বসু নিয়ে খিল্লি, তবু এখনো এতো লোক সিপিএমকে সাপোর্ট করে কেন? মাক্কালি বলছি, আমি দিদির সাপোর্টে। যতই চাপ হোক, আমি দিদিকে আনবই। জদিও এক বছর দিদি ভদ্দরনোক হয়ে থাকবে বলে মনে হচ্ছে না। এখনও তো লোকসভা নির্বাচনের এক বছর হয় নি। যা খেল দেখাচ্ছেন দিদি। তবে ওদিকে জয়ললিতাদিদি, সেদিকে মায়াদিদি, আরেকদিকে বসুন্ধরাদিদির সঙ্গে ব্যালেন্সে আমাদের এদিকে মমতাদিদি। নইলে মাইরি বলছি, সত্যি মানাচ্ছিল না। ঐ বুদ্ধবাবুর মিনমিনে ভদ্রতা, এই মিনমিনেপনার জন্যেই দুর্বল প্রশাসন, পুলিশও বুদ্ধবাবুকে পাত্তা দিচ্ছে না। দোহাত্তা পার্থবাবু মহাকরণে ঢুকে চেল্লামিল্লি করে তা প্রমাণ করে দিয়েছে। হুঁ হুঁ বাবা, বললেই হবেক! আমাদের লিস্টিতে অনেক নাম। পার্থবাবু, মদনবাবু,শিশিরবাবু, এতদিন এক ছেলে ছিল শুভেন্দু, এখন আরেক ছেলে দীপ্তেন্দুও মাঠে নেমে পড়েছে, তারপর ওদিকে কল্যান বন্দ্যো, মুকুল রায়, শুভাপোসোন্নোবাবু, ব্রাত্যোবাবু, তাপসদা(ইনি মাইরি বাবু নন,পালসাহেব)। হা হা হা। সবার ওপর আমাদের দিদি। অগ্নিকন্যা নাম দিয়েছিলাম আমরা সাধে!
    দিকে দিকে আগুন জ্বলবে, দিকে দিকে সাধারণ মানুষ মরবে, সেই আগুন জ্বলবার সময় সম্রাট নিরোর মত দিদি বেহালা বাজাবেন। ওহো না। ছবি আঁকবেন আর দেশ পত্রিকায় গপ্পো লিখবেন । সেই গপ্পো নিয়ে শাঁওলি ম্যডাম নতুন নাটক করবেন, 'মমতাখামার'।
  • p k | 117.200.81.74 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:১১420569
  • আর এক্টা কথা বলতে ভুলে গেলাম। এই 'সুশীল, মানবাধিকার পথে নামবে' এটা কি কল্লোলবাবুর ইচ্ছা? নাকি স্বপ্ন? মানবাধিকারের সুজাত তো 'ভদ্র', সে তো জানিই। সুশীলের সবাইও যে সত্যি ভদ্রলোক তাও নাহয় মেনেই নিলাম । আমার প্রশ্ন, মানুষের ভদ্রতা কি সিজনাল? মানে, বিশেষ বিশেষ সিজনে ফুটে বেরোয়? কল্লোলবাবুর দাবি, 'তৃণমুলের ঔদ্ধ্যত্যের বিরুদ্ধে পথে নামবে'। এখনো তৃণমুলের ঔদ্ধ্যত্য দেখা যাচ্ছে না? নাকি, এখন তাঁরা চোখে মাওবাদী গামছা বেঁধে রেখেছেন? কবে সেই ঔধ্যত্য চোখে পড়বে, তাঁরা পথে নামবেন, সেই দিকে তাকিয়ে বসে থাকি তাহলে।
  • a x | 143.111.22.23 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:১৮420570
  • এই কল্লোলদার নামকে এইভাবে না নিয়েও লেখা যায় বোধহয়, লেখার ধার ও ভার একই থাকবে।
  • pinaki | 131.151.102.250 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:২৫420571
  • এই পরিবর্তনকামী কল্লোল আর নবকল্লোলকে বলি, দাদারা, নাম গোপনের সুযোগ নিয়ে আনফেয়ার খেলছেন। একজনের নামকে ব্যাঙ্গ করার উদ্দেশ্যে ব্যবহার করাটা কিন্তু একধরণের ব্যক্তি আক্রমণ। ভেবে দেখবেন।
  • Ishan | 173.26.17.106 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:২৮420572
  • ঠিক কথা। কল্লোলদার নাম নিয়ে টানাটানি করার কি দরকার? না করলেও তো লেখা যায়।
  • Arijit | 61.95.144.122 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৪৭420573
  • "ঔদ্ধত্য/ঔদ্ধত্ব'-এর (কোনটে ঠিক সেটা গুলায়ে গেসে গিয়া) অবসানের জন্যে কন্টিনিউয়াস ডেলিবারেট মিথ্যে কথা, গুণ্ডামি, নোংরামি সব অ্যাকসেপ্টেবল তাহলে।

    শ্‌শ্‌শ্‌শ্‌শ্‌ - আগে তো ঔদ্ধত্ব/ঔদ্ধত্বের অবসান হোক।

    মাইরি।
  • dukhe | 122.160.114.84 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৭420574
  • চুপিচুপি বলে রাখি - কিষেণজি নাকি অতীন্দ্রকে অফার দিয়েছেন । উনি এখন ভাবছেন পুলিশের চাকরি করবেন কি না । রিসেশনের বাজার । কেউ আগ্রহী থাকলে স্টারানন্দের সুমন থেকে চিদুবাবুর সঙ্গে যোগাযোগ করুন । কিষেণজির নম্বর সবার কাছেই আছে ।
  • shrabani | 124.30.233.102 | ২৯ অক্টোবর ২০০৯ ০৯:৫৮420575
  • সবাই সবার বক্তব্য রাখছে তার মাঝে মতে মিলল না বলে কারোর নাম নিয়ে এভাবে লেখা............. ভাল লাগল না।
  • Probir | 171.161.160.10 | ২৯ অক্টোবর ২০০৯ ২০:০০420577
  • @ PT : আপনি কি আপনার দিদিমা র জন্য কিছু করছেন ? না কি শুধু computer এই কান্নাকাটি করছেন ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন