এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 208.127.183.209 | ০৭ আগস্ট ২০২৪ ১৮:২৩527874
  • বিনেশ ফোগটের খবরটা পড়ে অত্যন্ত খারাপ লাগলো। আমি খেলাধুলো বিশেষ ফলো করি না, কিন্তু এইটা নানা কারনে খুব বড় ব্যাপার ছিল।
    কিন্তু এতে কি বিনেশ কোন পদকই পাবেন না? তা কী করে হয়, ফাইনালে ওঠার সময় তো ওজন নিয়ে সমস্যা ছিল না...
    খুবই খারাপ হলো ব্যাপারটা।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:542c:8801:d6f6:4601 | ০৭ আগস্ট ২০২৪ ১৮:০৫527873
  • সহিষ্ণুতা শুধু তাদেরই জন্য যারা নিজেরা সহিষ্ণু। না হলে সহিষ্ণুতা আর আত্মহত্যা সমার্থক হয়ে যায়।
  • দেবাশীষ সাহা | 2409:4060:108:5992:e782:dd1e:83ea:2bbc | ০৭ আগস্ট ২০২৪ ১৬:৪৬527872
  • বাংলাদেশের ঘটনায় এক প্রযোজক সেলিম খান ও তার নায়ক পুত্র শান্ত খানকে জনগণ পিটিয়ে মেরে ফেলেছে। কি সাংঘাতিক। তাদের মৃতদেহের ছবি কোন সোস্যাল মিডিয়াতে দেখলাম না। বাংলাদেশ থেকে একজন পাঠালেন। ছেলে শান্তর শরীরে নূন্যতম পোশাক ছিল।  জনগণ এতটাই ক্ষিপ্ত তাত পরনেরে পোশাক খুলে নিয়েছে।
    কাল বাংলাদেশ বহু মুসলিম বন্ধুদের মেসেজে পেয়েছি। তারা হিন্দু ও মন্দিরের উপর হামলা সমর্থন করছে না। তারা মন্দির রক্ষা করছে। এগুলো কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা করতে পারে না, সেটা যে দেশেই হোক। ওখানকার বন্ধু হাসান তার নম্বর দিয়ে দিতে বললেন হিন্দু ভাইদের। হিন্দুদের রক্ষা করা তাদের কর্তব্য।
  • পাপাঙ্গুল | ০৭ আগস্ট ২০২৪ ১৬:৪১527871
  • @ডিসি , এই দেখুন -
     
    “We’ve seen a lot more of a focus on entertainment,” said Al Corbi, who has been at the forefront of secure luxury for 50 years as the president and founder of SAFE (Strategically Armored & Fortified Environments), based in Virginia, in the US. “If you’re going to be able to survive underground, we want you to be having fun.”
     
  • dc | 2a02:26f7:d6cc:6805:0:1eb6:3c35:1e55 | ০৭ আগস্ট ২০২৪ ১৫:৫৭527870
  • বাপরে এই গন্ডগোলের বাজারে তো দীপচাড্ডি বাম্পার কামাচ্ছে! 
  • অরিত্র | 103.77.139.144 | ০৭ আগস্ট ২০২৪ ১৩:৩৫527867
  • অরিন-এঁর বারোটা একুশের উল্লেখটা ভালো।
     
    বারোটা পনেরো, তাহলে মুজিব মূর্তি ভাঙ্গাটার ভূরাজনৈতিক বা রাজনৈতিক পরিবর্তনগত তাৎপর্য নেই, একটা অযোগ্য লোক ইতিহাসে জায়গা করে ফেলেছিল সেটা সুযোগ পেয়ে ঠিক করে নেওয়া হচ্ছে, তাই তো?
     
    আর in general বলছি মুজিব প্রসঙ্গ নয় — কোনো দেশে গণতন্ত্র কাজ করবে কি না সেটা নির্ভর করে সেই দেশের কত শতাংশ মানুষ ও কয়টি রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক মনোভাবাপন্ন বা সেই ব্যবস্থায় চলার জন্যে প্রস্তুত বা সম্মত। যদি একটি মাত্র রাজনৈতিক শক্তি গণতান্ত্রিক হয় আর সে যদি ক্ষমতায় থাকেও তাহলেও সে গণতন্ত্র প্রয়োগ করতে পারবে না। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়াতেই একটি অগণতান্ত্রিক শক্তি ক্ষমতায় এসে গণতন্ত্রের অবলুপ্তি ঘটাতে পারে। যদি দুটি গণতান্ত্রিক শক্তিও থেকে থাকে তাহলেও দেখতে হবে দেশের কত শতাংশ মানুষ তাদের সমর্থন করছে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বহন করছে (অর্থাৎ সহনশীলতা, অর্থাৎ সবার অধিকার স্বীকার করা এবং সবাই মিলে যা স্থির হবে সেটা ব্যক্তিগত ভাবে পছন্দ না করলেও তাকে মানতে প্রস্তুত থাকা), সেটার যথেষ্ট সংখ্যা গরিষ্ঠতা থাকতে হবে। স্বাধীন ভারতে ভাগ্যক্রমে মোটের ওপর বেশিরভাগ দলই গণতান্ত্রিক মূল্যবোধ বহন করত। কিন্তু মানুষের মধ্যে একটা শতাংশ সেই মূল্যবোধ বহন করতে অপারগ ছিল, এবং সেটা শুরুতে কম হয়ে থাকলেও আজকে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ভারতে গণতন্ত্র প্রশ্নের মুখে পড়েছে/ছিল, সেটা সম্পূর্ণ কেটে গেছে কিনা বলার সময় আসে নি। অর্থাৎ তাত্ত্বিক কিছু মানুষ যেমন মনে করেন যে যেকোনো অবস্থায় কোনো দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা স্থাপন করতে পারলেই এবার ব্যবস্থাই নিজেকে নিজের শক্তিতে চালিয়ে টিকিয়ে এগিয়ে নিয়ে যাবে সেটা আমি ঠিক মনে করছি না। গণতন্ত্র ততটা স্বনির্ভর রেসিলিয়েন্ট রোবাস্ট ব্যবস্থা বলে আমার মনে হয় না। গণতন্ত্রের মধ্যেই তার ধ্বংসের সম্ভাবনা অন্তর্নিহিত থাকে।
     
    স্বাধীন বাংলাদেশে সেটা সম্ভব ছিল না এরকম বলার চেষ্টা আমি করছি না তেমন ধারণাও নেই। ভারতের ছিল, তাই নেহেরু সফল হয়েছিলেন। তবে নেহেরু ও মুজিবের ব্যাপারটা তুল্যমূল্য নয় দুটি কারণে, ভারতের স্বাধীনতা পাওয়া নেহেরুর ওপর নির্ভরশীল ছিল না, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পাওয়ার ব্যাপারে মুজিবের ওপর নির্ভরশীলতা অনেকটাই ছিল বলে আমার ধারণা। আর দুই, বাংলাদেশে মুজিবের কতৃত্বকে চ্যালেঞ্জ করার মত শক্তি ছিল, নেহেরুর ক্ষেত্রে (অন্তত বল্লভ প্যাটেলকে পকেটস্থ করা ও পরে প্রয়াণ) ছিল না, হলে তিনি স্বৈরতান্ত্রিক হতেন কিনা বলা যায়না। তার মেয়ে হয়েছিলেন যদিও কিন্তু তার প্রয়াণের পরে তার ছেলে বউ মেয়েরা আর হননি এটাই ভাগ্যের। 
  • | ০৭ আগস্ট ২০২৪ ১২:৩৩527866
  • ওজন ১০০ গ্রাম বেশি থাকায় বিনেশ ডিসকোয়ালিফায়েড হয়েছেন। crying
  • অরিন | 119.224.61.73 | ০৭ আগস্ট ২০২৪ ১২:৩২527865
  • কারা কারা এখানে অকিউলাস কোয়েস্ট ২ বা অকিউলাস কোয়েস্ট ৩ ব্যবহার করেন? বা অন্য কোন HMD যেমন পিকো নিও বা HTC VIVE জাতীয় কিছু? (গুগল কার্ডবোর্ড বা ঐজাতীয় কিছু নয়)। 
  • অরিন | 119.224.61.73 | ০৭ আগস্ট ২০২৪ ১২:২১527864
  • এটা থাক।
    গণ অভ্যুত্থান?
     
    "These are not social movements or revolutions. These are eruptions. The former require collective organising, identifiable leaders, and long-term objectives; eruptions lack such organised structures. They lack a clear agenda beyond expressing discontent. But they serve as wake-up calls that force rulers to come face-to-face with raw discontent that goes beyond the simple template of poverty and joblessness.
     
    The problem here is that Washington DC, Colombo, Lahore, and Dhaka may be part of a worrying wave of copycat protests. If these turn into a fad, they will ultimately erode democratic institutions. What they are saying is that the traditional checks and balances of democracy are not enough"
     
    Rama Lakshmi, Editor, Opinion and Ground Reports at
     
    https://www.lankaweb.com/news/items/2024/08/06/what-bangladesh-lanka-jan-6-riots-say-democracy-dior-suitcases-are-both-public-property/
  • hmm | 2001:67c:2628:647:13::399 | ০৭ আগস্ট ২০২৪ ১২:১৫527863
  • তিনিই স্বাধীন করলেন? তেনার ভূমিকা ঠিক কি ছিল সুযোগসন্ধানী ডিপ্লোম্যাটের রোল প্লে করা ছাড়া ? নেহেরু ও মুজিবুর দুজনেই ফাঁকতালে প্রধানমন্ত্রী। কিন্তু নেহেরু যেমন নিজেকে প্রথম সেবক বলেছিলেন এবং শুরু থেকেই গণতন্ত্রে বিরোধী স্বরের গুরুত্ব সম্পর্কে অবহিত ছিলেন, সেটা মুজিবুর আদৌ করেননি। ওনার সেই সুযোগটা ছিল। বিপ্লবের পর একটা উইন্ডো পিরিয়ড থাকে, যার মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ফেলতে হয়। নইলে দেশ একটা সাইকেল অফ ভায়োলেন্সে ঢুকে যায়। এই ভূমিকাটা পালন করা হিটের মাথায় লোক চাগিয়ে বিপ্লব করার চেয়ে অনেক শক্ত। একইকারণে গান্ধী ও সুভাষকে নেহেরুর চেয়ে অনেক বড় বিপ্লবী নেতা মনে হয়, কিন্তু স্বাধীনতার পরে ওরা প্রথম প্রধানমন্ত্রী হলে ধ্যাড়াতেন। বিপ্লবী নেতার মধ্যে একটা আইডিয়ালিস্টিক গোয়ারপনা থাকে, যেটা লোক টানার জন্য হয়তো দরকার। কিন্তু যেদিন বিপ্লব হয়, তার পরের দিন থেকে ওই এটিচুডটা বুমেরাং হয়ে যায়। সম্ভবত নেহেরু ব্রিটিশচাটা ছিলেন বলেই গণতন্ত্রের স্টেপগুলো খুব ভাল বুঝেছিলেন। বেনজির ভুট্টো বা মুজিবুর রহমান বোঝেননি। ইন্দিরা বোঝেননি কিন্তু সনিয়া বুঝেছিলেন।
  • অরিন | 119.224.61.73 | ০৭ আগস্ট ২০২৪ ১২:০২527862
  • আমি অন্তত ভারত যদি স্পেনকে উড়িয়ে ব্রোঞ্জ না পায়, খুব আশ্চর্য হব। টিমটা ভাল পিক করেছিল। অলিম্পিকের আগে জার্মানীকে অ্যাওয়ে ম্যাচে বহুবার হারিয়েছে। আমি ভাবতে পারিনি ২-৩ হারবে। যাকগে। কী করা যাবে।
  • অলিম্পিক হকি ঃ ২০২৪ | 14.139.196.230 | ০৭ আগস্ট ২০২৪ ১১:০৩527861
  • @ অরিন, হ্যাঁ তা তো বটেই। গতবারই জার্মানীকে হারিয়ে ব্রোঞ্জ এসেছিলো ঠিক এই ভাবেই।
     
    তবে ঐ আর কি। সোনা চাঁদির স্বপ্ন দেখাচ্ছিলো দলটা।
  • অরিন | 119.224.61.73 | ০৭ আগস্ট ২০২৪ ১০:৩৩527860
  • "দেশে ফিরলে হ্যাঙলা গদগদ মুখে ছবি তুলতে যাবে উনিজি।'
    সেটা বিনেশ ফোগতকে সম্মান করে বলে নয় মনে হয়, সবেতে ঐ মুখশ্রী দেখানোর লোভে। আগের বার খুব সম্ভবত নীরজের বর্শা নিয়েছিল। 
  • | ০৭ আগস্ট ২০২৪ ১০:২৮527859
  • বিনেশ ফোগত বিনেশ ফোগত যাকে ৭-৮ জন পুলিশ দিয়ে টেনে হিঁচড়ে পার্লামেন্ট স্ট্রীটের ধারে ছুঁড়ে ফেলে ব্রিজভুষণ নামক সেকশ্যুয়াল হ্যারাসার / অফেন্ডার মন্তব্য করেছিল কান্ধো পর জোর কম পড় গ্যয়ি কেয়া সেই বিনেশ স্বর্ণপদক জয়ের দোরগোড়ায়। রূপো তো পাচ্ছেই।
    দেশে ফিরলে হ্যাঙলা গদগদ মুখে ছবি তুলতে যাবে উনিজি।
  • NRO | 165.124.84.35 | ০৭ আগস্ট ২০২৪ ১০:২৩527858
  • @গুরু ,  শ্রীকান্ত উপন্যাসের সেই মন্তব্য, “‘লাও’ তো বটে, কিন্তু আনে কে?”  West Asia এবং গ্লোবাল সাউথে মুক্ত অবাধে নির্বাচন , মুক্ত ও unbiased আদালত ও মুক্ত মিডিয়া এসব আনা আমেরিকার responsibility নয়। 'His his whose whose' - মানে যার দেশ তার দায়িত্ব। Lazy bum third-world public সারাদিন বসে বসে Cricket match দেখবে আর expect  করবে America এসে ওদের রাজভোগ খাওয়াবে  ওদের সব problem solve করবে এসব কোনোদিনই হবে না। Get real.
  • অরিত্র | 103.77.139.144 | ০৭ আগস্ট ২০২৪ ১০:২০527857
  • আরও। সাতচল্লিশে স্বাধীনতার পর ঠাণ্ডা যুদ্ধের সময়, সবাই জানি, ভারত রাশিয়া পক্ষ এবং পাকিস্তান (পূর্ব সমেত) মার্কিন পক্ষে অবস্থান করে। একাত্তরের স্বাধীনতা ও তাতে ভারত তথা রাশিয়ার ভূমিকা পূর্বের অংশটিকে রাশিয়া পক্ষে এনে ফেলে। বঙ্গবন্ধু এই ভুরাজনীতিতে এই শিফটকে প্রতিনিধিত্ব করেন। তাঁর ইতিহাস মোছার মধ্যে দিয়ে সেই একাত্তরের ঘটনার (ভুরাজনীতিগত তাৎপর্যের দিক থেকে; অভ্যন্তরীণ তাৎপর্য তো আছেই) রিভারসাল হচ্ছে কি? সেটাই প্রশ্ন। আজ সোভিয়েত তো নেই, কিন্তু তার বদলে চীন-রাশিয়া নামের একটি অক্ষ তৈরি হয়েছে। ইত্যাদি।
  • অরিত্র | 103.77.139.144 | ০৭ আগস্ট ২০২৪ ১০:০৯527856
  • দুটো আটচল্লিশ। আপনিই বোধহয় মুজিব নিয়ে আগের মন্তব্যটিও করেছিলেন, যখন তাঁর মূর্তি ভাঙ্গা নিয়ে আমি পোস্ট করলাম সোমবার।
     
    দেখুন মুজিব পূর্বের (সোহরাওয়ার্দীর সময়ের) ভূমিকা খুব উজ্জ্বল কিছু নয়, দাঙ্গা বাধাতেন কিনা জানি না, তবে স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণের কথা আমি তো শুনিনি। ফলে তাঁকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে আলাদা আবেগ আমার কিছু নেই। কিন্তু ৭১-এ তিনি যে দেশকে অবর্ণনীয় অত্যাচার বঞ্চনার মধ্যে থেকে তুলে এনে স্বাধীন করলেন সেই দেশের তো তাঁর প্রতি একটা কৃতজ্ঞতা থাকা খুব স্বাভাবিক, আমিও তাই আশা করি। আর আমিও সেই অবদানের জন্যেই একটা সম্মান তাকে করি। আমি বাকশাল ইত্যাদিও শুনলাম। কিন্তু হলেও তাঁর মূল অবদানটি সেটার দ্বারা মুছে যায় না, হয়তো মানুষ হিসেবে উচ্চতার জায়গাটা কমে।
     
    তাই যিনি সেই দেশের প্রায় জন্মদাতা বলা যায়, জাতির পিতা বলাই হয়, তাঁর মূর্তি ভাঙ্গা এই সময় একটা বিরাট সিগনিফিক্যান্স বহন করে। আর একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা দেশ জুড়ে এই ভাঙ্গা ভাঙ্গি চলছে, মূল বড় মূর্তিটি ভাঙ্গা হল, সেনা নির্বিকার। এগুলো অনেক কিছু ইঙ্গিত করে। সেইটাই হাইলাইট করা, মুজিবকে মহাত্মা মনে করার ব্যাপার ছিল না, সেটা ব্যক্তিগতভাবে যে যেমন দেখবেন।
  • অরিন | 119.224.61.73 | ০৭ আগস্ট ২০২৪ ০৯:৫৭527855
  • "ভারতের খেলা দেখে মনে হল, দলটা ডিফেন্স নির্ভর । দাঁতে দাঁত চেপে ডিফেন্স করো। পারলে কাউন্টার অ্যাটাকে গিয়ে ফিল্ড গোল দাও বা পেনাল্টি করণার আদায় করো"
     
    আমি খেলাটা দেখিনি বলে লিখছি, আপনি পড়ে মনে হচ্ছে দেখেছেন। ইউরোপীয় দলগুলোর সঙ্গে এই ছকে খেলে ভারত তো জার্মানি কে আগেও বেশ কয়েকবার হারিয়েছে, তাই না? 
    খেলায় হারজিত থাকেই। 
    তবে এ ভারতীয় হকি দল নিয়ে আমি আশাবাদী। ভারতীয় হকির দারুণ উথ্থান হয়েছে। 
  • রমিত চট্টোপাধ্যায় | ০৭ আগস্ট ২০২৪ ০৯:৫১527854
  • কাল বড় দুঃখ লাগল, ভারত প্রায় টেনে দিয়েছিল। লাস্ট 6-7 মিনিট বাকি থাকতে গোলটা খেয়ে গেল। নইলে শুট আউটে গেলে হয়তো ভারত এগিয়ে থাকত।
     
    তবে জার্মানদের খেলা খুব টেকনিক্যালি সাউন্ড মনে হল।
  • অলিম্পিক হকি ঃ ২০২৪ | 14.139.196.230 | ০৭ আগস্ট ২০২৪ ০৯:৩৭527853
  • ভাবছিলাম কালকেই পোস্ট করবো। কিন্তু বুড়ো বয়সে রাত জেগে খেলা দেখা আর পোষায় না। আর বাংলাদেশের খবর নিয়ে কিছুটা বিপর্যস্ত, ভেবেছিলাম  দল যদি ফাইনালে যায়, কিছুটা বোরোলিন হবে। কিন্তু হল না। ১৯৮০ সালের ভাঙা অলিম্পিক্স বাদ দিলে, শেষ ইন্ডিয়া ফাইনালে গেছে ১৯৬৪ টোকিওতে । 
     
    ভারতের খেলা দেখে মনে হল, দলটা ডিফেন্স নির্ভর। দাঁতে দাঁত চেপে ডিফেন্স করো। পারলে কাউন্টার অ্যাটাকে গিয়ে ফিল্ড গোল দাও বা পেনাল্টি করণার আদায় করো। সে ঠিকই আছে, কিন্তু দিনের পর দিন ডিফেন্স একেবারে চাইনিজ ওয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে এমন আশা করা অন্যায়। জার্মানির তৃতীয়  গোলটা, ফিল্ড গোল, ডিফেন্সের এরকম একটা ভুলের জন্যেই এলো। আর, খেলার রাশটা পুরোপুরি প্রতিপক্ষের হাতে চলে যায়ঃ কাল শেষ কোয়ার্টারে একটাও পেনাল্টি করণার পায় নি। সম্ভবতঃ ভাবছিলো যে আবার শুট আউটের দিকে খেলাটা নিয়ে যাওয়া যায় কি না।
     
    আবার চার বছরের অপেক্ষা। অতদিন  বাঁচবো তো? 
  • Guru | 2409:4060:eb8:55d4:a396:3eda:42c:b214 | ০৭ আগস্ট ২০২৪ ০৯:১৬527852
  • @NRO,  west Asia এবং গ্লোবাল সাউথের সব কটা failed state এর মূল দায় আম্রিকার। এখানে আম্রিকার যুদ্ধবাজির জন্যই সব হয়েছে।
  • Guru | 2401:4900:735a:d74c:948f:2d00:e602:51b2 | ০৭ আগস্ট ২০২৪ ০৯:১১527851
  • আম্রিকা চায়না পশ্চিম এশিয়া তথা বাংলাদেশে ba গ্লোবাল সাউথে মুক্তো গণতন্ত্র আসুক l তাই তো এতো যুদ্ধবাজি আর ডিকটেটরদের পশ্চিম এশিয়া তে বসিয়ে রাখা l
  • Guru | 2409:4060:eb8:55d4:a396:3eda:42c:b214 | ০৭ আগস্ট ২০২৪ ০৮:৩৯527850
  • @পলিটিশিয়ান, মোটামুটি দুটো জিনিস গ্লোবাল সাউথে ও দক্ষিন এশিয়াতে দরকার গণতন্ত্রের জন্যে। মুক্ত অবাধে নির্বাচন, মুক্ত ও unbiased আদালত ও মুক্ত মিডিয়া। বাংলাদেশে গত ১৫ বছরে এগুলোই প্ল্যান করে খতম করা হয়েছিলো মৌলবাদ ও রাজাকারদের নিকেশ করবার বাহানা দেখিয়ে। তার ফলেই আজকের এই আনারকি।
  • dc | 2402:e280:2141:1e8:317f:43fc:8a3f:54bc | ০৭ আগস্ট ২০২৪ ০৭:৪৩527849
  • ডেমোক্রেসি 
     
  • NRO | 165.124.84.35 | ০৭ আগস্ট ২০২৪ ০৭:২৭527848
  • একটা common thread প্রায় সব failed 3rd world state এ দেখা যায় - তা হলো এরা সর্বদা বিপ্লবের নামে নিজেদের নাগরিকদের সঙ্গেই খেয়োখেয়ি গৃহযুদ্ধ করে থাকে| এই দেশগুলো কখনোই ভালো স্কুল কলেজ বানানোর, আইন শৃঙ্খলা মেনে চলার কথা ভাবে না। Instead of making the pie bigger so that everybody may get a bigger slice এরা ভাবে একদলকে মেরে তাড়ালেই দেশের সমস্যা মিটবে যা কখনোই মেটে না উল্টে বেড়ে যায়। 

    এই সব ছোট third world দেশগুলো হল hopeless cases. Globalization এর কল্যানে গত তিরিশ বছর এরা মোটামুটি খেয়ে পরে চালাচ্ছিল now that globalization is on its way out, 3rd world এর অবস্থা দিনকে দিন আরো খারাপ হতে থাকবে। Af, Pak, Lanka, Nepal, BD - except for Bhutan all our smaller neighbors are on downward spiral.
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:2853:45ad:eaa3:9dd | ০৭ আগস্ট ২০২৪ ০৭:১৯527847
  • কাকে গণতন্ত্র বলবেন সেটা তো আগে স্থির করুন।
  • Avi Sarkar | 2001:67c:2628:647:13::399 | ০৭ আগস্ট ২০২৪ ০৭:১১527845
  • ইসলাম আর গণতন্ত্র কী কম্প্যাটিবল মনে হয় আপনাদের? রিসেন্ট বাংলাদেশের অবস্থা দেখে প্রশ্নটা জাগল। 
     
    খ্রিশ্চান আর ইসলাম দুটোরই সোসিও-পলিটিক্যাল সিস্টেম, নিছক ধর্ম নয়। পশ্চিমে চার্চ ভার্সেস স্টেট অনেক শতাব্দী চলেছে। ইসলামিক দেশগুলোতে সেটা আমাদের চোখের সামনে ঘটছে। আপাতত স্টেট হারছে।
     
    ইসলাম তো তুলনামূলকভাবে নবীন ধর্ম। আরও তিন-চারশ বছর লাগবে বোধয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত