এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • আর জি কর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 14.139.196.230 | ০৮ আগস্ট ২০২৪ ১৯:৫৩527965
  • সিকান্দারি রান  মানে আলেকজান্ডারের রাং ?  হোটেলের ফ্রিজটা খুবই ভালো বলতে হবে । 
  • dc | 2402:e280:2141:1e8:ad77:498a:add2:891a | ০৮ আগস্ট ২০২৪ ১৯:৩০527964
  • দক্ষিণ ভারতীয় না, আপনাদের পছন্দমতো বিরিয়ানিই খাওয়াবো। আইটিসি পেশাওরি তে সিকান্দারি রান পাওয়া যায়, সাথে আফগানি মটন বিরিয়ানি বা লক্ষ্ণৌ স্টাইল বিরিয়ানি, যেমন চাই। আর দাল বুখারা :-)
     
    তবে অনুমতি দিলে দক্ষিন ভারতীয় বিরিয়ানিও একটা খাওয়াতে পারি, টেস্ট করে দেখতে পারেন :-)
  • অলিম্পিক হকি: ২০২৪ | 14.139.196.230 | ০৮ আগস্ট ২০২৪ ১৯:১০527963
  • থার্ড কোয়ার্টার অবদি ২-১ । 
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৮:৩০527962
  • হ্যাঁ absolute value কম, সেদিক থেকে কিছুটা উচিত হয় বৈকি। অনেক ক্ষেত্রে বেশি বা বেশি দামের consume করা যায় না। যেমন ধরুন টোল ট্যাক্স বা রোড ট্যাক্স বা গণপরিবহন যেমন মেট্রো ইত্যাদি একটা wide range এর income এর মানুষ পরিষেবা নিচ্ছে কিন্তু একই volume এর consumption। আরও যেমন ওষুধপত্র, এখানে বেশি খাওয়ার কোনো যুক্তি নেই। ইত্যাদি।
     
    না সাম্য বা ন্যায্যতার প্রশ্ন না থাকলে জিএসটি নিয়েই দিব্যি সরকার চালানো যায়। আমি তো আর কোনো অসুবিধের কথা এখন মনে করতে পারছি না। পড়লে বলব পরে।
     
    জিয়েসটি ডেটা ওয়েবসাইটে থাকবে কেন। ওয়েবসাইটে থাকবে ওনার ইয়া বড় ছবি, অন্যদিকে অশোকস্তম্ভ আর ট্রাইকালার। একপাশে কী কী নতুন টাস্ক দেওয়া হচ্ছে জনগণকে আর না করলে কী কী জরিমানা আর শাস্তি হবে সেগুলো স্ক্রল করবে আর মাঝখানে ইকনমিক রিপোর্টে জিএসটির nitty gritty ইত্যাদির বদলে বড় করে গেরুয়া টঙ্গে লেখা থাকবে "সব চাঙ্গা সি", এটা উনিনমিক্সের একেবারে বেসিক পলিসি রিকওয়ারমেন্ট।
     
    হ্যাঁ দক্ষিণী বিরিয়ানিতে জিয়েসটি দেওয়া নিয়ে আমারও আপত্তি আছে। angry​​​
  • সিএস  | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৭:৪৬527961
  • ডিসি বলে গেলেন বিরিয়ানি খেতে খেতে এ নিয়ে কথা বলবেন !

    কিন্তু দক্ষিণ ভারতের কোন বিরিয়ানি খেয়ে ট্যাক্স দিতে আমি রাজি নই।
  • সিএস  | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৭:৩৭527960
  • বেশী দামী - কম দামী জিনিসের রেট এক হতে পারে, কিন্তু absolute value তো কম। যে সার্ভিস নিচ্ছে, ধরা যাক, কাম দামের সে তো ট্যাক্স কম দিচ্ছে। যে কম দামী সার্ভিস দিচ্ছে তার আয়ও কম, ফলে তারও ট্যাক্স কম। অসুবিধেটা কোথায় ?

    সাম্যবাদ বা তৎসংক্রান্ত ন্যায্যতার ব্যাপারটি এড়িয়ে যাচ্ছি। ট্যাক্সের উদ্দেশ্য যদি হয় সরকারের আয় এবং দেশ গঠন, যদি মানুষের ওপর 'পেনাল্টি' না হয়, তাহলে শুধু জিএসটি রকমের ট্যাক্স থাকলে সরকারের আয়ের কী অসুবিধে সেটা বুঝতে চাইছি। তার আয় কী কমে যাবে ফলে সে সামাজিক ক্ষেত্রে খরচ করতে পারবে না ?
  • পাপাঙ্গুল | ০৮ আগস্ট ২০২৪ ১৭:৩২527959
  • বিরিয়ানির থেকে দামি অনেক জিনিসে জি এস টি নেই। যেমন বই। 
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৭:২৯527958
  • কম দামী রেস্তোরাঁ হোটেল আর বেশি দামী রেস্তোরাঁ হোটেলের জিএসটি এক হওয়ার উচিত নয় তো।
     
    শুধু জিএসটির ক্ষেত্রে: যার বেশি রোজগার সে যদি খরচ কম করে তাহলে সরকারের সাম্যের বা ন্যায্যতার নীতিটি — যার আছে বেশি সে দেবে বেশি — এটা মার খাবে। যে বেশি রোজগার করতে পারছে না তার ব্যর্থতার কিছুটা দায় সরকার তার ওপরের নীতির দ্বারা নিজের কাঁধে নিতে পারে (এবং কম ট্যাক্স নিতে পারে) এটা এক রকম ন্যায্যতা, আবার এই বড়লোকদের গরিবদের থেকে বেশি ট্যাক্স দিতে বাধ্য করে কোনো সরকার আর্থিক বৈষম্যকে কিছুটা সিধে করতে পারে, অর্থাৎ সাম্যবাদ। এইসব।
  • সিএস  | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৭:০৬527957
  • যে দামী রেস্তোরায় খায় না, সে একই হারে জিএসটি দিচ্ছে কিন্তু টাকার অংকে কম দিচ্ছে কারণ কম দামী রেস্তোরার দামও কম। যার আয় কম, সে কম দামী বিরিয়ানি খাচ্ছে (যদিও বেশী দামী বিরিয়ানির মূল্য বেশী নয়) অতএব ট্যাক্সও কম দিচ্ছে। অর্থাৎ তার আয় অনুযায়ী সে ট্যাক্স দিচ্ছে। প্রশ্নটা মনে হয় এটাই, তাকে আয়ের ওপর ট্যাক্স দিয়েও বিরিয়ানি খেয়ে ট্যাক্স দিতে হবে কেন।

    অন্যদিকটা, আয়কর নেই, শুধুই জিএসটি আছে, সেরকম করতে গেলে জিএসটি হার একই থাকলেও, ধরে নেওয়া হবে যে যার বেশী আয় সে বেশী দামের জিনিস কিনবে ফলে বেশী ট্যাক্স দেবে। সে যদি কম দামের জিনিস কেনে তাহলে তার আয় বেশী রইল, খরচ কম হল। এরকম হলে অসুবিধে কী ? হতে পারে, বেশী দামের জিনিসের ব্যবসা পড়ে গেল, সবাই কম দামী জিনিস তৈরী করল এবং তারই প্রসার হল। এতে সরকারের আয় কমবে কি বাড়বে জানা নেই।
     
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৬:৫৬527956
  • জিএসটিকে ব্যবহারের ওপর ট্যাক্স ধরতে পারেন। যেমন যে দামী রেস্তোরাঁয় খায় না সেই সেক্টরের ওপর থেকে আদায় করা ট্যাক্স সে কেন গুনবে, যে খায় সেই গুনবে এইরকম একটা যুক্তিও আছে।
     
    হ্যাঁ আমরা প্রচুর ট্যাক্স দিই, বদলে কী পাই, কিছুই না। তিরিশ শতাংশ হারে কর দেওয়ার পরেও শিক্ষা থেকে স্বাস্থ্য বা পরিকাঠামো (টোল ট্যাক্স) সবই যদি আলাদা করে খরচ করতে হয়, তাহলে ওই তিরিশ দিয়ে কী হচ্ছে সেই প্রশ্ন তো ওঠাই উচিত। বোধহয় চাঁদের রকেট আর বিশ্বব্যাংকের লোন শোধ হয়।
  • সিএস | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৬:৩৫527955
  • salaried class র সেই জন্যই দুঃখ যে তাকে সর্বত্র ট্যাক্স ছড়িয়ে বেড়াতে হচ্ছে।

    ভাজপা সরকার তো মাস এক - দুই হল, জিএসটি কালেকশনের ডেটা আর বার করে না, আগে প্রতি মাসে বার করত, যে কত কত আয় হল , লক্ষ কোটি ইত্যাদি। এত টাকার অংক জনগণের কাছে ভুল মেসেজ দিচ্ছে, লোকের পকেট কাটা হচ্ছে বলে তারা মনে করছে বা ট্যাক্সের টাকা সরকার হয়ে কিছু লোকের পকেটে চলে যাচ্ছে, ফলে ডেটা আপাততঃ চেপে যাচ্ছে।
  • সিএস  | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৬:২৮527954
  • হ্যাঁ, আমি কনজিউমার আর সরকারের মধ্যে জিএসটি ঘটিত যে সম্পর্ক সে নিয়ে বলছিলাম। আয়ের ওপর কর দিয়ে যা রইল সে দিয়ে জিনিস কিনে সরকারকে কেন ট্যাক্স দিতে হবে আবার।

    গভঃ মনে হয় বলবে ইনডাইরেক্ট ট্যাক্স (জিএসটি যেমন) রাখা দরকার কারণ সব রকমের আয় করের আওতায় ধরা যায় না বা লোকে আয়্কর ফাঁকি দেয় বা অল্প কিছু লোকে ট্যাক্স দেয় ইত্যাদি। ফলে অন্য পথে ট্যাক্সো আদায়।
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৬:২১527953
  • যে সার্ভিস দিচ্ছে সে জিএসটির পরেও ট্যাক্স দেয়, তার আয় হলে (লস না হলে)। জিএসটিটা তারা জাস্ট কালেক্ট করে সরকারের হয়ে, তার নিজের অবদান নয়। হয়তো জানেন তাও ক্ল্যারিটির জন্যে বললাম।
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৫১527952
  • ডিসি নেমন্তন্ন করবেন। smiley
     
    সিএস, হ্যাঁ শুধু আয়কর রাখা যায়। কিন্তু ডিসিরা এখনই খুশি নন, আরও রেগে যাবেন।
     
    ভারত সম্ভবত যুক্তি দেবে যে আয়কর দিয়ে সব হয় না, উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর পুরো বোঝা পরে যাবে। ইত্যাদি। তাই যেখানে হাই মার্জিন আছে, একটু সচ্ছলতা আছে সেখানে তারা ট্রান্স্যাকসন ট্যাক্স বা জিএসটি নেন। এই ধরনের ট্যাক্স এর সুবিধে দরকার বা অবস্থা অনুযায়ী কোনো সেক্টরকে এনকারেজ বা ডিস্কারেজ করতে পারেন জিএসটি বাড়িয়ে কমিয়ে। ইত্যাদি।
  • dc | 2402:e280:2141:1e8:c80e:1a7f:9697:c120 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৭527951
  • যাক তাহলে এবার কাটি :-) অরিত্র আর সিএস এর সাথে কখনো দেখা হলে বিরিয়ানি খেতে খেতে এসব নিয়ে আলোচনা করা যাবে। 
  • সিএস  | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৭527950
  • জিএসটিটা রাখতে হবে কেন, কনসিউমারের জন্য ? যে ঐ সার্ভিস দিচ্ছে, সে ট্যাক্স দিক, তার বেচার ওপর যে আয় তার ওপর। অর্থাত, উল্টোটা, শুধুই ইনকামট্যাক্স রাখলে ক্ষতি কী ?
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৫527949
  • হ্যাঁ ইয়েস মিনিস্টার খুবই প্রিয়। মনে হয় সবারই।
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৪527948
  • হ্যাঁ, সরকার দুই দিক থেকেই নেয়। যেমন বিরিয়ানিতে। এটা ট্যাক্স পলিসি হিসেবে আপত্তির হতে পারে, অন্তত কনফিউসিং। বিজেপি ও কর্পোরেট চায় শুধু জিএসটি ধরনের ট্যাক্স অন ট্রান্সজ্যাকসান রাখতে আর আয়কর তুলে দিতে।
  • সিএস  | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৪527947
  • জিএসটি ব্যাপারটা বুঝি না, যে G&S কিনছে তাকে কেন ট্যাক্স দিতে হয়। যে টাকা দিয়ে কিনছে তার ওপর অলরেডি সে ট্যাক্স দিয়েছে যখন।
  • dc | 2402:e280:2141:1e8:c80e:1a7f:9697:c120 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩৩527946
  • আচ্ছা এই দেখুন সরকার কেন ট্যাক্স নেয় :-)
     
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:৩১527945
  • আমি বলছি যখন ট্যাক্স কাটা হয় তখন আমরা অন্যের কথা ভাবছি না বা পরোপকার করছি না। ঠিক যেমন ট্যাক্সিতে চড়লে ট্যাক্সি ভাড়া নেওয়া হয় তেমনি সরকারের সার্ভিসের জন্যে প্রাপ্য ট্যাক্সো নেওয়া হয়।
  • সিএস  | 103.99.156.98 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:২৯527944
  • আয়কর দেওয়ার পরে এক প্লেট বিরিয়ানি খেলে আবার ট্যাক্স দিতে ভাল লাগে না।
  • dc | 2402:e280:2141:1e8:c80e:1a7f:9697:c120 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:২২527943
  • সে তো সবই বুঝলাম, কিন্তু আমি তো আমার কথা ভাবি, আমাদের কথা তো ভাবি না। অন্যরা ট্যাক্স দিক না, তাতে আমার কি। আমি বেশী ইনকাম করে কম ট্যাক্স দিতে পারলেই হলো। 
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:২২527942
  • চুরির টাকা একান্তই আপনার, একমত, সেখানে সরকারের কোনো অবদান নেই (অন্তত এমনিতে থাকে না, আদানির চুরিতে থাকে অবশ্য) ব্যর্থতা আছে বরং, তাই তার জন্যে প্রাপ্য কিছু হয় না। smiley
  • কারেকশন | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:১৬527941
  • যিনি বেশি আয় করেন তার থেকে বেশি আদায়ের
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:১৪527940
  • না। এই মডেলে তা নয়। তাহলে সরকারের সার্ভিসের টাকা কোত্থেকে আসবে? আমাদের এখনকার মডেলে দেশের প্রতিটি কর্মকাণ্ডে সরকারের প্রশাসনের ইমপ্লিসিট বা এক্সপ্লিসিট ভূমিকা আছে। নানান ডাইরেক্ট ও ইন্ডারিয়েক্ট ট্যাক্সের মধ্যে দিয়ে সেটা নেওয়া হয়। আমাদের সবার আয়ের মধ্যেই সরকারের প্রাপ্য কিছু টাকা থাকে বা টিডিএস করে আমাদের হাতে দেওয়া হয় নাহলে টিডিএস ইলিগ্যাল হত। ট্যাক্স কিন্তু চাঁদা নয়।
     
    আপনি যেমন ভাবছেন তেমন মডেলও হতে পারে, বস্তুত বিজেপি সেটা চায়, তাদের পরিকল্পনা আছে। সেখানে সরকারের সমস্ত কাজে পরিষেবায় এক্সপ্লিসিটলি সে টাকা নেবে (যেমন প্রশাসনিক পরিষেবায়, পরিকাঠামো ও অন্যান্য বিভিন্ন প্ল্যাটফর্ম চার্জ ইত্যাদি) কিন্তু ডাইরেক্ট ট্যাক্স বা আয়ের ওপর ট্যাক্স সে নিতে পারবে না। অর্থাৎ সেই মডেলে আপনার রোজগার একান্তই আপনার নিজের। এই মডেলে একটা অসুবিধে আছে, যিনি বেশি আয় করেন তার থেকে আদায়ের পলিসিটি রূপায়ণ করা সমস্যা। ফলে বৈষম্য বাড়বে। এই জন্যে কংগ্রেস বামেরা এতে আপত্তি করবে।
     
    ভারত এখন মিশ্র পদ্ধতিতে ট্যাক্স নেয়।
  • dc | 2402:e280:2141:1e8:d9d3:1f13:30c0:e265 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:০৬527939
  • আর যদি ইনকাম না করে চুরি করে পেয়েছি তো সেটাও আমার। মোট কথা আমার কাছে যা টাকা আছে সেটা পুরোটাই আমার। 
  • dc | 2402:e280:2141:1e8:d9d3:1f13:30c0:e265 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:০৫527938
  • যে টাকা আমি ইনকাম করেছি তার পুরোটাই আমার :-)
  • অরিত্র | 103.77.139.246 | ০৮ আগস্ট ২০২৪ ১৫:০০527937
  • নন ক্যাপিটালিস্ট কথা তো কিছু বলিনি। ক্যাপি হোক আর কমি যেকোনো সরকারেরই টাকা দরকার সেটা টুকু হোক আর অনেক। মিনিমাম গভর্ণেন্সের জন্যেই যে টাকা লাগে সেটা নিলে অসুবিধে কোথায়? যেকোনো সেক্টরে যেকোনো কাজে আপনার যেমন অবদান আছে সরকারেরও আছে (ন্যূনতম প্রশাসনটিই নাহয়), তাহলে তারও প্রাপ্য আছে সেটাই নিচ্ছে, সেটা আপনার কেন হবে? এটাই জানতে চাইছি।
  • lcm | ০৮ আগস্ট ২০২৪ ১৪:৫৩527936
  • আমার পয়েন্টটা ঠিক কোনো বিশেষ দেশ নিয়ে নয়... এত বেশি ট্যাক্সেশনের ফলে অনেক অনেক অনেক টাকা আসে, লেনদেন হয়... করাপশনের অপশনটা বেড়ে যায়...

    হাই ট্যাক্সেশনের সঙ্গে করাপশনের রিলেশন - এ নিয়ে অনেক লেখালেখি ​​​​​​​আছে 
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত