এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৭৬৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 118.91.116.131 | ৩০ এপ্রিল ২০১৪ ২২:৩২639985
  • লজিস্টিক্যালি দ ঠিক লিখেছে। তবে এত কিছু করার এখন বোধহয় দরকার নেই। এখনও এসব উপসর্গ দেখা দেয় নাই।
  • ektara | 127.194.226.40 | ৩০ এপ্রিল ২০১৪ ২২:৩২639974
  • একটু এক্টু লেজিস্লেশন ভালো তবে গালিভারের গল্পের ডিমের সরুদিক ভেঙ্গে খাওয়া উচিত না মোটা দিক ভেঙ্গে তেমন না হোলেই হোলো
  • Arpan | 125.118.13.61 | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:০২640007
  • এককের ৯ঃ২৬ পিএমের পোস্ট পুরোপুরি ক।
  • xx | 69.160.210.2 | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:০২639996
  • উফ, এতক্ষণে কাজিয়ে উঠলাম। বড়ি যাই। তবে গুরু যেহেতু ১৮+ রেটেড নয়, তাই যেকোনোরকম পর্ন পোস্টে ও আপত্তি জানিয়ে গেলাম।
  • তাপস দাশ | ৩০ এপ্রিল ২০১৪ ২৩:২৮640018
  • আমি আগের টই ওড়ানোর পক্ষে ছিলাম । কারণ - একজন গুরুকে ফিস্তি করার জন্যে একটা অভয়ারণ্য বেছে নিয়েছেন - যেখানে অধিকাংশ গুরুর লোকজনকে দর্শক হিসেবে রাখার সাহস পাননি - এই তাঁর যথেষ্ট পরাজয় ।
    সেই আশ্রম থেকে তাঁর সম্ভ্রম লুটে আনা হল - এরকম কোনো ন্যূনতম ফিলিংও তিনি পান - এমন চাই না, চাইনি । গুরু টাকা খোর কিম্বা অন্য ইন্টারেস্ট প্রসূত হয়ে কিছু লোকের সব্বোনাশ করে দিচ্ছে - এ কথাটা এখানে যিনি বলতে পারেননি - তিনি যেখানে খুশি যা খুশি বলুন । ওই পোস্ট এখানে নিয়ে এসে - তিনি খারাপ এ কথা প্রতিপন্ন করার দায় নিতে চাই না । এ ধরনের ব্যক্তিদের অবজ্ঞা করতে চাই । অবজ্ঞা করতে চাই বলেই স্পষ্টত এখানে ওই ফেবু পোস্ট দিয়ে খোলা টই উড়িয়ে দেওয়ার পক্ষে ছিলাম।

    ব্রতীনের ক্ষেত্রেও তাই । ব্রতীন চলে গেছে বলে কারও খারাপ লাগতে পারে, কারোর না-লাগতে পারে । ব্রতীন বহু গুরু সঙ্গকারীকে নিজের ফেবু থেকে বাদ দিয়েছে । বাদ দিয়ে ফেবুতে গুরুর ব্যক্তিবর্গের সম্পর্কে খারাপ কথা বলছে । সেগুলো এখানে আনব কেন ? অবজ্ঞা করব না? যারা এগুলো নিয়ে এখানে চর্চা করতে চাইছেন - তাঁদের একটা মেসেজ দেব না - যে আমাদের সম্পর্কে বাইরে যিনি খারাপ কথা বলছেন - তাঁর বলা খারাপ কথাগুলো বা অপছন্দের কথাগুলো নিয়ে টই চর্চা , এসব এখানে অনাকাঙ্ক্ষিত?
    ফেসবুকের পোস্ট আনা হলে ডিলিট এরকম কিছু সরল সমাধান বা নিয়মাবলী নয় - নিয়ম তো চলতে চলতে তৈরী হবে, সে নিয়ম অবান্তর হবে - নতুন নিয়ম হবে - কিম্বা অনিয়ম - এই তো চেয়েছিলেন গুরুগণ?
  • cm | 127.247.112.194 | ০১ মে ২০১৪ ০২:১৬640029
  • তাপস ইগনোর বলতে অবজ্ঞা বললেন কি? অগ্রাহ্য ভাল হত না?
  • s | 182.0.249.87 | ০১ মে ২০১৪ ০৩:০৪640040
  • সইত্যের খাতিরে,
    "ব্রতীন বহু গুরু সঙ্গকারীকে নিজের ফেবু থেকে বাদ দিয়েছে । বাদ দিয়ে ফেবুতে গুরুর ব্যক্তিবর্গের সম্পর্কে খারাপ কথা বলছে ।"
    তাপসবাবু যদি ফেসবুক থেকে কপি পেস্ট অংশটার পরিপ্রেক্ষিতে ২য় বাক্যটি লেখেন, তাহলে বলব আর একবার পড়ুন। ব্রতীন গুরুর কারও সম্পর্কে কোন খারাপ মন্তব্য করেনি।

    অন্য কোনো সোর্স থেকে যদি শুনে থাকেন ব্রতীন খারাপ মন্ত্যব্য করেছে তাহলে আলাদা কথা।
  • s | 182.0.249.87 | ০১ মে ২০১৪ ০৩:০৭640051
  • আর তাছাড়া সইত্যের খাতিতে এও বলতে হয় ব্রতীন গুরুতেও অভিযোগ জানিয়েছিল। এখন যেমন ব্রতীনকে উদ্দেশ্য করে দু একটা উপদেশ/ অনুরোধ মুলক পোস্ট পড়ছে, তখন কিন্তু মুলত খিল্লিই করা হয়েছিল।
  • pi | 192.66.58.206 | ০১ মে ২০১৪ ০৮:০৪640062
  • এখানে ব্রতীনদা অভিযোগ জানিয়েছিল। তখন কোথায় মূলতঃ খিল্লি করা হয়েছিল ? আর এখানে FB র পোস্ট আসার আগেও, বা এই 'এখন' এর আগে অনেকেই ব্রতীনদাকে এখানে লিখতে আসার কথাও বলেছে।
  • s | 182.0.249.87 | ০১ মে ২০১৪ ০৮:৩৪640074
  • পাই তুই আর একবার হীরকরানীর টইতে ব্রতীনের অভিযোগ আর তার পরের পোস্টগুলো পড়িস।
    তখন কিন্তু আমারা কেউই বলিনি যে 'ঠিক আছে ব্রতীন, চল তোমার অভিযোগ নিয়ে আলোচনা করা যাক।' বা এই যে টই ডিলিট নিয়ে আলোচনা হচ্ছে।
    হয়ত অভিযোগগুলো বিশ্বাস করা শক্ত, ওয়াইল্ড অ্যালিগেশন। কিন্তু আলোচনার স্পেস দেওয়া হয়নি। তার সঙ্গে খিল্লি তো ছিলই।
    তারপর যখন ব্রতীন ঘোষনা করল যে ও আর লিখবে না তখন থেকে লিখতে আসার অনুরোধ ইত্যাদি।
    এখন সবাই ব্যস্ত, কারও সময় নেই, ধৈর্য ধরে এসব অভিযোগ শোনার, মতামত দেওয়ার এ হতেই পারে।
  • aranya | 154.160.226.53 | ০১ মে ২০১৪ ০৯:১৬640096
  • কিছুই ডিলিট না করার পক্ষে ভোটালাম
  • মত | 105.130.9.190 | ০১ মে ২০১৪ ০৯:৩২640107
  • টই থাকতেও প্রচুর বক্তব্য ভাটেই জমেছে। স্বাভাবিক। ট্রেন্ড। কেউ নিশ্চয়ই এগুলো টই তে কপি করার বেদনা নেবেন না। হয়তো যারা ভাটে লিখেছেন তারাও চান না তাদের বক্তব্য টইতে ভবিষ্যতে রেফার করার জন্য রাখা থাক, বা অন্যদের সাথে একত্রে তাদের বক্তব্যের পক্ষে বিপক্ষে তর্ক হোক। যেটুকু বলার সেটুকু সন্তর্পনে বলে ফেলেই, বা অন্তত এক দুজন টার্গেট পাঠককে মত জানানো হয়ে গেলেই তারা লেখার উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছে মনে করছেন। কত লোকেই তো ডায়রি লেখেন।
  • কল্লোল | 125.242.205.51 | ০১ মে ২০১৪ ১০:০০640118
  • আমার মতামত আমি আগেও জানিয়েছি, কিন্তু এই টইটা যেহেতু বিশেষভাবে ওড়ানোর আলোচনার জন্য, তাই এখানে আবার আমার মত রাখলাম।
    আমি কোন কিছুই ওড়ানোর পক্ষে নই। যেটুকু গুরুতে সম্পাদকদের আওতায় সেটুকুই যথেষ্ট। অবশ্য এখন তো হরিদাস পালে যে কেউ যে কোন বিষয় নিয়ে লিখতে পারেন।
    "আপত্তিকর" টই নিজে থেকেই ডুবে যায়। সেটাই গুরুর গর্বের জায়গা। যে টইটা ওড়নো হলো, সেটাও ফিরিয়ে দেওয়া উচিৎ। সেটা না ওড়লে আজ বোতীন অভিযোগ করতে পারতো না।
    সব "আপত্তিকর" টই সবার কাছে আপত্তিকর নাও লাগতে পারে (এসব নিয়ে জ্ঞান দেবার কিছু নেই)। তাও কোন "আপত্তিকর" টই যদি চালকলা পায় তো সেটা অন্য চিন্তা বলে মেনে নিতে হবে। কেউ তার বিরুদ্ধে প্রতিবাদ ও লড়াই করতে চাইলে সেই টইতে বা অন্য কোন টই খুলে তা করতেই পরে।
    নেকুপুষু ভদ্দরলোকেদের কাছে গুরু বাকস্বাধীনতার, স্বাধীন চিন্তার মেফিস্টোবাগান হয়ে থাকুক।
  • kumu | 52.104.26.206 | ০১ মে ২০১৪ ১১:৫৩640129
  • দ ও কল্লোলদার বক্তব্যে একমত।কোন টই বা পোস্ট ইনভিজিবল না করার / না ওড়ানোর পক্ষে ভোট/ মত দিলাম।
  • শিবাংশু | ০১ মে ২০১৪ ১২:২০640140
  • সব কিছুই থাকনা ।
    এখানে যাঁরা আসেন, সবাই প্রাপ্তমনস্ক । শুধু দ যেমন কয়েকটি বিশেষ বিষয় নিয়ে সতর্ক থাকতে বলেছেন, সেটাই যথেষ্ট । এই মূহুর্তের মধ্যবিত্ত বাঙালি মননের একটা ডকুমেন্টেশন গুরু'তে থাকে । সম্পাদনা, পরিমার্জন ইত্যাদি তার স্বত:স্ফূর্ততাকে আঘাত করবে । সেটা না হওয়াই ভালো ।
  • তাপস দাশ | ০১ মে ২০১৪ ১২:২৪640151
  • ব্রতীন গুরু কারো সম্পর্কে কোনো খারাপ মন্তব্য সরাসরি করেনি বটে ! আমি আমার প্রাথমিক বক্তব্য থেকে সরে এলাম ।
    ব্রতীন গুরুর পাতায় পষ্ট প্রশ্ন তুলেছিল যে এই টই ডিলিট করা হবে না কেন ! আমি কোথাও এমন বলিনি যে ব্রতীন গুরুর পাতায় এ কথা না-বলে শুধু ফেবুর পাতায় বলেছে ।
    আমি দুটো আলাদা ঘটনার উল্লেখ করেছি কেবল আমার পজিশন কহেরেন্ট হচ্ছে কিনা সেইটা বুঝতে । নিজের কাছেই ।

    আর অবজ্ঞাকেই অবজ্ঞা বলেছি । অগ্রাহ্য নয় । টই তলিয়ে দিতে যাওয়া হল ইগনোর । আর এই চর্চাকে বিন্দুমাত্র প্রশ্রয় না-দেওয়া হল অবজ্ঞা ।
  • de | 69.185.236.51 | ০১ মে ২০১৪ ১২:২৬640162
  • কোন (বোল্ড অ্যান্ড আন্ডার্লাইন্ড) টই বা পোস্ট না ওড়ানোর পক্ষে আমি, খারাপ জিনিসকে পাত্তা না দেওয়াই উচিত। খারাপ টই এমনিই ডুবে যাবে। তবে এই নীতিটা সবার ক্ষেত্রে একই থাকা উচিত! যাতে পরে তুলনামূলক রেফারেন্স না টানা যায়। প্রাপ্তবয়স্ক এবং মনস্ক কিছু মানুষ এক ফোরামে আড্ডা দিতে এলে একটা মিনিমাম ম্যাচিওরিটি এক্সপেক্ট করাই যায়। কোন জায়গায় সেটার ভায়োলেশন হলে আজ যেভাবে টই খুলে মেজরিটির ডিসিশন নিচ্ছেন সম্পাদকমন্ডলী - সেভাবেই নাহয় আরেকবার করা যাবে। তাতে ক্ষতি নাই!

    ব্যক্তিগতভাবে গুরু থেকে অভিমান করে চলে যাওয়া সবাই ফিরে এলেই ভালো লাগবে!
  • তাপস দাশ | ০১ মে ২০১৪ ১২:২৮640173
  • তবে এসব সত্ত্বেও আমি আন্তরিক ভাবে চাই ব্রতীন এখানে ফিরে আসুক, ব্যক্তিগতভাবেও - যেমন ব্যক্তিগতভাবে আমি আহত হয়েছি, এই ঘটনার সঙ্গে বিন্দুমাত্র যুক্ত না-হওয়া সত্ত্বেও আমায় ফেবু তালিকা থেকে বাদ দেওয়ায় ।
  • kumu | 52.104.26.206 | ০১ মে ২০১৪ ১২:৪৫640185
  • একটু অন্য কথা
    আলোচনায় গেলে সর্বদাই দেখা যায় বেশ কয়েকটি টই আছে যাতে ৫ টি বা তার কম পোস্ট পড়েছে বা একেবারেই পড়ে নি।প্রতিমাসের শেষে এইসব টই ও তার পোস্টগুলো একত্র করে রাখলে কেমন হয়?মানে এতগুলো আলাদা তইএর বদলে?
  • | 24.99.16.71 | ০১ মে ২০১৪ ১৩:৩৫640196
  • এখানে আর লেখার কোন ইচ্ছা ছিল না। এখন ও নেই। কিন্তু এক ধক্কায় গুরু এত জন কে আন-ফ্রেন্ড করে দেওয়াতে অনেকেই আমাকে একটু ম্যাচিওর হবার পরামর্শ দিয়েছেন।

    তাদের কে আমাকে খিল্লি করা এই পেজ গুলো পড়তে অনুরোধ জানাই।

    http://www.guruchandali.com/guruchandali.Controller?portletId=4&porletPage=1&porletSubPage=22945#.U2H7ofmSxPY

    এখানে মোট তিন ধরনের লোক আছেনঃ

    ১। যারা খিল্লি করেছেন ( তাদের নাম নিচ্ছি না) পোস্ট গুলো পড়লেই বোঝা যাবে।
    ২। যারা খিল্লি র মজা নিয়েছেন
    ৩। চুপ করে থেকে কোন প্রতিবাদ জানান নি গুরু র "বাকি" দের কাছে খারপ হয়ে যাবার ভয়েঃ
    বাংলায় যাকে বলে "পলেটিক্যালি কারেক্ট" থাকা

    আমার মতে এরা সব থেকে অপরাধী ঃ))

    যাদের আন-ফ্রেন্ড করেছি ২০০৭ থেকে তাদের অনেকের সাথে যোগাযোগ। বিভিন্ন ভাট( এক সময় আমি এই ব্যাপারে উদ্যোগী ছিলাম),বইমেলা,কাবলি দা দের বাড়ি ,ব্যাঙ্গালোরে ,দিল্লী,ভুবনেশ্বর তে এদের অনেকের সাথে দেখা ,আড্ডা এবং অনেক ভালো সময় কাটানো। ফোনে অনেকের সাথে যোগাযোগ।

    কাজেই এই টুকু লেখা আমার দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছি। এবং তাই লিখলাম।

    এই ব্যাপারে আলোচনা কাটান। ভার্চুয়াল" ফ্রেন্ড" যে সত্যি ভার্চুয়াল এই শিক্ষা দেবার জন্যে সবাই কে আন্তরিক ধন্যবাদ।সবাই ভালো থাকুন ।
  • সিকি | 131.241.127.1 | ০১ মে ২০১৪ ১৩:৪৬640207
  • ব কি আলোচনায় আগ্রহী? তাইলে কথা বাড়াবো। নইলে নয়।

    তবে এটুকু বলি, তোমার দেওয়া লিঙ্কে কোনও "খিল্লি" পেলাম না। একটু পোস্টের টাইমস্ট্যাম্প দেবে? তাইলে সুবিধে হয় স্পট করতে। সেই মত না হয় আলোচনা করা যেত।
  • PM | 233.223.159.253 | ০১ মে ২০১৪ ১৩:৪৯640218
  • আগেও বলেছি আরেকবার আমি আমার মত জানিয়ে যাই।
    তক্কের সময় গরম হয়ে ২-৪ টি গালালি দিলে আমি কিছু মনে করবো না।

    কিন্তু কেউ যদি টই খুলে X নামক ব্যক্তি সম্পর্কে বলে -
    ১। X কোম্পানীর তহবীল তছ্রুপ করেছে
    ২। X তার বান্ধবীকে ডিচ করেছে
    ৩। X একটি ছোটো মেয়েকে মলেস্ট-ও করেছে।

    এখন X গুরুতে নিয়মিত আসে , সময় কাটায়। এক্ষেত্রে তার অবস্থা কি হবে। বেশীর্ভাগ লোক X কে পছন্দ করে, তারা টই কি অগ্রাহ্য করলো। ১০-১২ খিল্লির পোস্ট পড়ে টইটি ডুবে গেলো।

    কিন্তু টইটি পাব্লিক ডোমেনে রয়েই গেলো। বহু লোক সেটা যে কোনো সময় পড়তে পারে আর সেটা ভুল ভাবে ব্যবহার করতে পরে। তার কোনো প্রতিকার হলো না।

    গুরুতে যারা লেখেন তাদের বেশির্ভাগ-ই স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ কেউ ছাত্র। এখনো গুরুতে ওপোরের বলা ঘটনার মতো কেস প্রায় হয় না বললেই চলে। কিন্তু হলে কজন নিজেদের সামাজিক প্রতিষ্ঠা/সন্মান কে জলান্জলি দেবার রিস্ক নিয়েও গুরুতে আসার অভ্যেস রেখে যাবেন?

    উল্টো দিক থেকে এখানে যারা লিখবেন তাদের ব্যক্তিগত/সামাজিক সন্মান ( যা তৈরীতে গুরুর কোনো ভুমিকা নেই) রক্ষার দায়িত্ব কি গুরুর নয়? মনে আমি বলতে চাইছি গুরুকে কোনো ব্যক্তির চরিত্রহননের টুল হিসেবে ব্যবহার করতে দেওয়াটা কি উচিত হবে?
  • Arpan | 125.118.78.243 | ০১ মে ২০১৪ ১৩:৫১640229
  • বোতিনকে একটাই কথা বলার ছিল। ভার্চুয়াল বন্ধু ভার্চুয়ালই ভালো। আর অফলাইন বন্ধুরা অফলাইনে।

    যে যেখানে সুন্দর। দুটোকে মেশাতে গেলেই চাপ নামে।
  • pi | 24.139.209.3 | ০১ মে ২০১৪ ১৩:৫৫640240
  • ব্রতীনদাকে আমারো একটাই কথা বলার। ভুল বুঝছো।
  • byaang | 122.79.39.37 | ০১ মে ২০১৪ ১৪:০৮640251
  • আ গেল যা, কাটিয়েছিস, বেশ করেছিস, কথায় কথায় অত বন্ধু না গজানো ই ভালো, সেটুকু শিক্ষে যদি এবার হয়! ইউটিউব চালিয়ে ড্যানির গান শোন এবার "কারুর কেউ ............. "
  • byaang | 122.79.39.37 | ০১ মে ২০১৪ ১৪:১১640262
  • দোস্ত দোস্ত না রহাটাও শুনতে পারিস।
  • সিকি | 135.19.34.86 | ০১ মে ২০১৪ ১৪:১৬640273
  • উত্তমকুমারও চলতে পারে - কী আশায় বাঁধি খেলাঘর ইত্যাদি।
  • de | 69.185.236.52 | ০১ মে ২০১৪ ১৪:২২640284
  • কতায় কতায় খিল্লী!
  • byaang | 122.79.39.37 | ০১ মে ২০১৪ ১৪:২৬640296
  • বাবুজি ধীরে চলনা টাও শুনে দেখয়ে পারিস।

    হাঁ বড়ে ধোঁকে হ্যায়, বড়ে ধোঁকে হ্যায় ইস রাহ মেঁ
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন