এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬৮৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.223.152.147 | ০৫ মে ২০১৪ ০০:১৯639898
  • দেখুন দাদা, পাতি ভাবে আমি যা বুঝি যে একটা সংস্থা চালাতে গেলে একটা কোর গ্রুপ লাগে। শুধু ছড়ি ঘোড়াতে নয়, কাজ করতেও। যেহেতু গুরুতে আমি বাতেলা ছাড়া আর কোনো শ্রম দান করি না তাই কোর গ্রুপ নিয়ে আমার সত্যি কোনো বক্তব্য-ই নেই। লেখার জন্য ধুতি ধরে টানাটানি না হলেই যথেষ্ঠ
  • Somnath | 106.44.189.102 | ০৫ মে ২০১৪ ০০:২০639900
  • Name: সিকি

    IP Address : 132.177.48.117 (*) Date:04 May 2014 -- 09:15 PM

    গুরুর ইমেজ নিয়ে কনসার্নড হয়ে ঐ টই ডিলিট করা হয় নি। এটা সম্পূর্ণ ভুল ধারণা। ডিলিট হয়েছিল কমপ্লিটলি অন্য কারণে, কারণ একটা বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল অফলাইনে, সেটাকে মেটাবার একটা ফাইনাল চেষ্টা করা হচ্ছিল অফলাইনে, মাঝখান থেকে দুম করে সোমনাথ ঐ থ্রেড পুরো তুলে এনে দিয়েছিল এখানে। সেটা ভুল বোঝামুঝি মেটাবার পথে একটা বড়সড় বাধা তৈরি করছিল। সেইজন্য সঙ্গে সঙ্গে ঐ টই ডিলিট করা হয়, কারণ ভুল বোঝাবুঝি মেটানোটা গুরুর পক্ষে খুব দরকারি ছিল।
    =====================
    শমীক খুব অপমানজনকভাবে একটা মিথ্যে কথা সাবলীলভাবে বলে দিলেন। "সোমনাথ ঐ থ্রেড পুরো তুলে এনে দিয়েছিল এখানে।" "ওয়ান্স এ হার্মাদ" টই সম্পর্কে বলা এই বাক্যটা আশা করি শমীক প্রমাণ করবেন নয় ক্ষমা চাইবেন। এটা একটা সিরিয়াস ফলস অ্যালিগেশন। শমীকের জিজ্ঞাসা অদম্য হয়ে উঠলে তিনি সোমনাথকে সরাসরি জিজ্ঞেস করতে পারতেন সোমনাথ ঐ থ্রেড পুরো তুলে এনে দিয়েছিল কী না এখানে। বদলে সোমনাথের রিয়্যাকশন প্রত্যাশায় করা অ্যালিগেশনটি অসহ্য।

    টই ডিলিট করার যে কারণ শমীক বললেন, একেবারে ডেফিনিটিভ ওয়েতে, সৈকত বন্দ্যোপাধ্যায় সেই কারণটিকে যদি সেকেন্ড না করেন, তা হলেও আশা করি শমীক - কিজন্য "সঙ্গে সঙ্গে ঐ টই ডিলিট করা হয়" সেটা যে ওনার নিজের ইন্টারপ্রিটেশন, ওনার নিজের মনে হওয়া, সেটা লিখে দিয়ে যাবেন এবং ভবিষ্যতে নিজের মনে হওয়া ব্যপারগুলো 'আমার মনে হয়" এই বাক্যবন্ধটি সহযোগে লেখা প্র্যাকটিস করবেন।
  • h | 127.194.229.91 | ০৫ মে ২০১৪ ০০:২০639899
  • ব্রতীন আমি বুঝলাম না, আমি যদি একটা টই খুলে তোকে গাল দি, তাতে তোর কি উৎপাটন হবে? আর একটা সাইটে কোন অংশ থাকবে আর কোন অংশ থাকবে না, তাতে ইউজার হিসেবে তুই পুরো কন্ট্রোল সারা পৃথিবীর কোনো সাইটে কন্ট্রোল করতে পার বি না। কেন বাজে দাবী করছিস এদ্দিন ধরে এটাই বুঝছি না। না পোসালে এই ওয়েব সাইট ব্যবহার করবি না। না পোসালে ফ্রেন্ড করবি না লোক কে , তার সংগে টই ডিলিটের দাবী টা জাস্ট ছেলেমানুষী লাগছে।
  • lcm | 118.91.116.131 | ০৫ মে ২০১৪ ০০:২৭639901
  • এটা আর একটা কোশ্চেন - লোকজন কিরকম ফটাফট বলে দেয়, কোনটা সোমনাথের পোস্ট। ক্যামনে, কে জানে।
  • s | 182.0.249.87 | ০৫ মে ২০১৪ ০০:২৮639902
  • এই টইটা পড়ে কিনা জানি না, কাল রাতে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখলাম।
    কোর্টে ব্রতীনের উকিল আর ঈশানের উকিলের ভীষণ কথা কাটাকাটি চলছে। খুব চেঁচামেচি চারিদিকে। কি কথা হচ্ছে বোঝা যাচ্ছে না, শুধু 'টই', 'ভাট', 'হীরকরানী', 'ফেবু', 'বুজী' এরকম কিছু শব্দ বোঝা যাচ্ছে। কোর্টে লোক গিজগিজ করছে। আর একজন চাইনিজ জাজ মাঝেমধ্যে হাতুড়ি মেরে বলছেন 'অল্দাল অল্দাল। মিস্তার অ্যাদভোকেদ হোয়াত ইস তই? হোয়াত ইস ভাত?' আর মুহুরিবাবু সুর করে ডাকছেন 'পাই, দ, সিকি, পিনাকি, রঞ্জন আপনারা যেখানেই থাকুন খুব সত্বর আমাদের উইটনেস বক্সে এসে যোগাযোগ করুন।'

    ডিঃ এইটা দেখলাম বলে লিখলাম। সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক। স্বচ্ছন্দে ডিলিটযোগ্য।
  • lcm | 118.91.116.131 | ০৫ মে ২০১৪ ০০:৩২639903
  • আমিও স্বপ্ন দেখলাম, কোর্টে। একদিকে ঈশান, অন্যদিকে বোতিন। হাফপ্যান্ট পরে, দুজনেই মাথায় ফেট্টি বেঁধেছে। পরস্পরের দিকে তাকিয়ে নেক্স্‌ট মুভ কি হবে ভাবছে। তবে, টেনিস কোর্টে। গ্যালারিতে পাই আর পিনাকি অরিজিত-এর একটা বিশাল ফ্লেক্স ইমেজ হাতে দাঁড়িয়ে চিৎকার করছে।
  • Abhyu | 107.81.103.243 | ০৫ মে ২০১৪ ০০:৩৩639905
  • ফ্লেক্সে কি ছিল?
  • ঈশান | ০৫ মে ২০১৪ ০০:৩৩639904
  • অভ্যুকে। টই মুছেছি আমি। কারো সঙ্গে কোনো আলোচনা হয়নি। কেন মুছেছি তার কারণও বলেছি। নতুন কিছু বলার নেই।

    আকাকে। কোর্টে যাব বলিনি তো। তবে কোর্ট টোর্ট তুললে অন্যদিকের কথাও একটু শোনার অভ্যাস থাকা ভালো।

    ব্রতীনকে। এত কথার কি আছে ভাই। আইনী ব্যবস্থা নাও না। সহযোগিতা করব বললাম তো। কী কারণে এখানে এসে তক্কো করছ বুঝছি না।
  • Abhyu | 107.81.103.243 | ০৫ মে ২০১৪ ০০:৩৫639906
  • ঈশানদা, হ্যাঁ আমি জানি। মাঝে সিকির পোস্টটা আমার কাছে কনফিউজিং লেগেছিল।
  • h | 127.194.229.91 | ০৫ মে ২০১৪ ০০:৩৬639908
  • যাক কাটাই, এত রিডিকিউলাস বিষয়ে কোনোদিন মাথা ঘামাবে ব্রতীন এটা ভাবি নি।
  • | 24.96.34.184 | ০৫ মে ২০১৪ ০০:৩৯639909
  • বোধি দা বাংলায় একে স্নো বলিং এফেক্ট বলে।

    ১। আমার নামে ভুলভাল একটি মেল পাঠানো হল আমার সব আত্মীয় স্বজন দের।

    ২। আমার পাড়ার কিছু লোক বাবা মা বুঝিয়ে গেল ইন্টারনেট তথা সোশ্যাল মিডিয়া র সময় কাটানোর ক্ষতিকর দিক।

    ৩। তারপরে এই রকম একটা টই খোলা হল।

    বোঝাতে পারলাম?
  • Arpan | 125.118.21.139 | ০৫ মে ২০১৪ ০০:৪০639910
  • কোর গ্রুপ!

  • h | 127.194.229.91 | ০৫ মে ২০১৪ ০০:৪১639913
  • আরে বাবা যে সব মানুষ তোর ভালো চায় তারা কেন এই সব বালে চিন্তা করবে? এবং তুই সোশাল মিডিয়ায় দিনে আঠাশ ঘন্টা কাটিয়ে যদি সংসার চালাস তাতে কার বাপের কি? একটা ভালো ছেলে ফাল্তু মাথা ঘামাচ্ছিস।
  • aka | 34.96.239.132 | ০৫ মে ২০১৪ ০০:৪১639912
  • আমি আবার কবে কোর্টে যাব বললাম? তবে ঈশান অন্যদিক দেখাতে যা ভয় পেয়েছি।ঃ))))))
  • | 24.96.34.184 | ০৫ মে ২০১৪ ০০:৪১639911
  • ইশান রেগে গিয়ে আমাকে ভাই বলছে অথচ বললে বিশ্বাস করবেন ন আপনারা আমাদের দু জনের ই উমা এক সালে । ঃ)))
  • Tim | 12.133.38.160 | ০৫ মে ২০১৪ ০০:৪৩639915
  • কোর গ্রুপ তো ৮ । মামু অনেকদিন আগেই ইঙ্গিত দিয়েছিলো কেউ মনে রাখেনি।
  • h | 127.194.229.91 | ০৫ মে ২০১৪ ০০:৪৩639914
  • না চালালেই বা কার কি বাল। তুই নিজে র লাইফ নিজে চালাবি বাল, এই সব ছাড়।
  • ঈশান | ০৫ মে ২০১৪ ০০:৫১639916
  • আকা। কোর্টে যাবে বলনি। কোর্ট তুলেছ বলেছি।

    "আর নিউবি, অফকোর্স গুরু কি করবে সেটা অ্যাডমিন, কোর গ্রুপ/কমিটি ইত্যাদির ওপর নির্ভর করবে। এই নিয়ে কোর্টে গেলে কি হবে জানি না। তবে ঐ বিড়বিড় করে বলা ডিসক্লেমারের আড়ালে লুকোলে মাঝে মাঝে ফেসবুকের মতন গাল খেতে হবে। তাতে সম্পাদক/অ্যাড্মিন, কোর গ্রুপ/কমিটির কি মনে হবে তাঁরাই জানেন।"

    আমিও কোর্টে যাব বলিনি। প্লিজ একটু নিজের এবং অন্যের লেখা পড়া অভ্যেস কর। অনুরোধ রইল।

    ব্রতীন। আমি কিছু রেগে লিখছিনা। যা লিখছ একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবেই লিখছ। আশা করি সেটা মনে রেখেই করছ।
  • aka | 34.96.239.132 | ০৫ মে ২০১৪ ০০:৫৩639917
  • কোথায় কোর্ট তুলেছি? যাস্ট কিউরিয়াস।
  • aka | 34.96.239.132 | ০৫ মে ২০১৪ ০০:৫৪639919
  • ও তুলে দিয়েছ। কিন্তু এই কোর্ট তোলার মানেটা কি?
  • | 24.96.34.184 | ০৫ মে ২০১৪ ০০:৫৫639920
  • দেখো ইশেন, একটা ভুলভাল টই কে না মোছা থেকে এত বিতর্কের শুরু।

    টই টা যে সাঙ্ঘাতিক ভ্যালু অ্যাড করছিল এমন নয়। তাই তো?

    তবে তোমার সম্পাদকীয় স্ট্যান্ড তোমাকে ও টা মুঝতে আটকে দিল। আমার আবার মনে হচ্ছে ও টা না মোঝালেই নয়।

    এখান থেকে ই ঝামেলার শুরু।
  • pinaki | 93.180.243.109 | ০৫ মে ২০১৪ ০১:০২639921
  • আরে সিরিয়াসলি। ভাটে অজ্জিতদার নাম ওপেন করে আলোচনা তো অজ্জিতদা পছন্দ করছিল না। এমব্যারাসড হচ্ছিল। ফেবুর যেসব অংশ কোট হয়েছে তাতে একথা ছিল। পষ্ট মনে আছে। ওদিকে কেশীদাও সমানে ত্যানা প্যাঁচাতে বারণ করছিল। আমাকে বলল এখানে না লিখে ফেবুতে লেখ অজ্জিতকে সরাসরি। ওদিকে তখন ফেবুতে আমাকে ব্লক করা। কমঃ সিকি তখন একটা উদ্যোগ নিল ফেবুতে। একটা সুতো খুলে আমাকে বলল এরপর আমরা ভাটে বা গুরুর অন্য কোথাও অজ্জিতদার নামে আর কিছু লিখব না, যা লেখার এখানে লিখব। অজ্জিতকেও বলল। ঝামেলা যা মেটানোর ফেবুতেই মেটানোর জন্য। তো আমরা দু-একজন দু-একবার ওখানেই লিখলাম। যদিও অজ্জিতদা লেখেনি। কিন্তু সিকির কথামত আমরা আর কেউ অজ্জিতদার নামে আর কিছু গুরুতে লিখি নি। কাজেই আমার মনে হয়েছিল ঐ টই টা এই ক্যাচাল যাতে আর না গড়ায়, অজ্জিতদাকে যাতে আর এমব্যারাসড না হতে হয় তার জন্যেই একটা পজিটিভ ইন্ডিকেশন বা গুড জেশ্চার হিসেবে ওড়ানো হল। তবে সেটা একান্তই আমার মনে হওয়া। ঈশান বা অন্য কারুর সাথে টই ওড়ানো নিয়ে কোনো আলোচনা হয় নি।

    তবে আমি দেখছি ঈশানের শাঁখের করাত হয়ে গেছে। ওটা না ওড়ালেও খিস্তি খেতে হত। এখন উড়িয়েও খিস্তি খেতে হচ্ছে। ঃ-)

    তবে ইনকনসিস্টেন্সির ব্যাপারটা ঠিক। আমি সেইজন্য আগেরটাও না ওড়ানোর পক্ষে ছিলাম। কিছু ওড়ালেই এই সমস্যার মধ্যে পড়তে হবে। এ বলবে ওর বেলায় ওড়ালেন আমার বেলায় কেন নয়? তখন ওর 'প্রেক্ষিত' আর আপনার 'প্রেক্ষিত' এ কি তফাৎ সেই বোঝাতে বোঝাতে প্রাণ যাবে।
  • h | 127.194.229.91 | ০৫ মে ২০১৪ ০১:১৭639922
  • ফ্র্যাংকলি আমি ইশানের অ্যাবসোলিউটলি কোনো দোষ দেখতে পাচ্ছি না। এই গোটা এপিসোডে। বোথ অ্যাজ আ পার্সন অ্যান্ড আ ওয়েব সাইট অ্যাডমিন।
  • h | 127.194.229.91 | ০৫ মে ২০১৪ ০১:১৯639923
  • আর পিনাকি কে, অজ্জিত দার নামে হাজার বাজে কথা সর্বত্র বলে বেড়ালেও অরিজিত এর কোনো ক্ষতি হবে না। ইট ইজ নাইস, যে সেটা ভাটে কিসু লোক সেল্ফ রেস্ট্রেন্ট দেখিয়েছে, বিটার কোনো কমেন্ট করে নি, অরিজিত এর শুধু না, কারো র কি কিসু আসবে যাবে না। অতএব এটা কে অ্যাজ অয়ন অ্যাক্ট অফ জেশ্চার দেখার কোন অর্থ হয় না। এই উপকারের জন্য বসে থাকা ছাড়াও আশা করি সকলেরি অনেক কাজ আছে।
  • pinaki | 93.180.243.109 | ০৫ মে ২০১৪ ০১:২৪639925
  • কে জানে? আমি খুব সিওর নই কার কী কাজ আছে না আছে সে ব্যাপারে।
  • Abhyu | 107.81.103.243 | ০৫ মে ২০১৪ ০১:২৪639924
  • যেহেতু আমি ফেসবুকে নেই আমি এতো কিছু জানতাম না। ব্যক্তিগতভাবে আমি অনুরোধ করব ঐ টইটা ফিরিয়ে আনার জন্যে। তাহলে কনসিসটেন্সি সংক্রান্ত বিতর্কের অবসান হবে। এই শাঁখের করার জিনিসটা আমারও বাজে লাগছে। তাতেও অবশ্য ঈশানদার গাল খাওয়ার কিছু হেরফের হবে বলে মনে হয় না :)

    একটা পলিসি বা আরেকটু লুসলি বললে একটা গাইডলাইন তৈরী করার সময় এসেছে মনে হয়। সেটা ডায়নামিক-ই হোক, কিন্তু গুরুতে পোস্টেড থাক। সময় সময় আপডেট করলেই হবে।
  • h | 127.194.229.91 | ০৫ মে ২০১৪ ০১:২৬639926
  • পিনাঅকি ঃ-)))))))))))) এইটা হেবি দিল ঃ-))))))))))) সত্যি এতো ভাটালে কাজ সম্পর্কে সন্দেহ জাগবেই ঃ-))))))))) নিজেকে ব্যস্ত প্রমাণ করার জন্য ফাইনালি ঘুমোতে গেলাম;-)
  • pinaki | 93.180.243.109 | ০৫ মে ২০১৪ ০১:২৯639927
  • ঃ-) গুন্নাইট।
  • lcm | 74.134.223.119 | ০৫ মে ২০১৪ ০২:০৫639928
  • দোষ কারো নয় গো মা। বোতিনের নয়, অরিজিতের নয়, ঈশানেরও নয়, গুরুর নয়।

    দুটো টই-এর কোথাও আপত্তিকর কিস্যু নেই, সামান্যতমও কিস্যু নাই। অন্য কোনো টইতেও নেই। এই যে একটু কাট-এন্ড-পেস্ট হল আর লোকজন হাঁ হাঁ করে ঝাঁপিয়ে পড়ল, কি না কি সাংঘাতিক জঘন্য কিছু হয়েছে - এই হাস্যকর ওয়েস্ট। কিন্তু পুরো ওয়েস্ট নয়, অন্তত এসব কেন্দ্র করে এক টই, এক প্রস্থ ক্যালোরব্যালোর তো হল। আর ক্যালোরব্যালোর ছাড়া কেউ কিছু দেখে না, কেউ দেখে না cspan।

    আর অমন হয়, আমি একটি ওয়েব সাইটের সাথে বেশ কিছুদিন যুক্ত ছিলাম যেখানে ইলেক্ট্রনিক ট্রানস্যাক্শান হত। অনেকে কোর্ট, আইন, এমনকি অ্যাটর্নি জেনারেল অ্যাসক্রফ্ট ও দেখিয়েছে, লোকে রেগে গেলে অমন বলে - ওসব সিরিয়াসলি নিতে নাই। আর গালি/সমালোচনাও তো হয়ই, পয়সা বোলতা হ্যায়, শুয়ার - এসেট্রা তো কিছুই না -- আমি তো চোর, ফ্রড - এসব শুনেছি। অমন হয়, মানুষ রেগে গেলে অমন বলে। বেশী গুরুত্ব না দিলেই হল।
  • Ekak | 24.96.126.222 | ০৫ মে ২০১৪ ০২:২৫639930
  • সেসব ঠিকাচে কিন্তু পোমো হলে এলজিবিটি হতে হবে এটা খুব চাপের । সেই হার্টের রোগে মাত্র এক প্যাকেট সিগারেট খেতে বলার মত :/
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন