এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 52.104.24.11 | ০৬ মে ২০১৪ ১৬:০৭640031
  • সে ৩-০১ পড়ে যা বুঝলাম ব্রতীন বা ব্রতীনের "পক্ষের" কাউকে আইপি থেকে এমপ্লয়ার আইডেন্টিফাই করে মায়না জানতে চাওয়া বা ভয় দেখানো হয়েছে।
    কিন্তু ব্রতীনের বিপক্ষের লোকজনের ক্ষেত্রে এমন কিছু হয় নি।
    ঠিক বুঝেছি কি??
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৬:০৯640032
  • ওড়ানো টই প্রসঙ্গে (এই টইতে সেটাও প্রাসঙ্গিক)

    কেন ওড়ানো হয়েছিল? ফেবু পোস্ট কাট পেস্ট করা প্রাইভেট স্পেসে হস্তক্ষেপ? নাকি সম্পাদকের ডিস্ক্রিশন? মনে রাখতে হবে, কাট পেস্টের আগেই প্রাইভেট স্পেসে হস্তক্ষেপ হয়েছিল ভাটিয়ালীতে দীর্ঘ আলোচনা। যে আলোচনায় সম্পাদক নিজেও অংশ নিয়েছিলেন।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৬:১০640033
  • *প্রাইভেট স্পেসে হস্তক্ষেপ করা হয়েছিল ভাটিয়ালীতে দীর্ঘ আলোচনায়। যে আলোচনায় সম্পাদক নিজেও অংশ নিয়েছিলেন।
  • তাপস | 233.29.202.234 | ০৬ মে ২০১৪ ১৬:১১640034
  • আইপি ট্র্যাক করে সেই ইনফো খোলা পাতায় শেয়ার করার ব্যাপারটা আমার অপছন্দের । কিন্তু আন বা লিস্ট মডারেটেড সাইটে ব্যক্তিগত খারাপ লাগা গুলোকে একটু পিছিয়ে দিতে হয়, নানা সময়ে । এটা অভিজ্ঞতাপ্রসূত বাণী।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৬:১৪640035
  • "kumu IP Address : 52.104.24.11 (*) Date:06 May 2014 -- 04:07 PM" এই পোস্টের প্রেক্ষিতে বলছি । না, আপনি ভুল বুঝেছেন।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৬:১৬640037
  • তাপসের সঙ্গে সহমত হলাম।
  • sosen | 24.139.199.11 | ০৬ মে ২০১৪ ১৬:১৬640036
  • মায়নার ব্যাপারটা কোথায় জিগানো হয়েছে? আমি একটু দেখতে আগ্রহী। টাইমস্ট্যাম্প শুদ্ধু।
    আমি নিজে ভার্চুয়াল ও রিয়াল আইডেনটিটি , ব্যক্তিগত ব্যাপারস্যাপার আলাদা রাখার চেষ্টা করব। কারণ সব সময় এই দুটো মানুষ এক হয়না। সেই স্পেস না থাকলে নেট জগতে লেখালিখি কথাবার্তা সবই অত্যন্ত গায়ে পড়া হয়ে ওঠে। "অফলাইন " যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রেও কিছু মানুষ সিলেক্টিভ থাকতে পছন্দ করেন এবং সেটাকে অযৌক্তিক বলে রাব-ইন করার চেষ্টা একেবারেই ভালো লাগে না। অন্যদিকে, সভা-সমিতি-আন্দোলনের ক্ষেত্রে অবশ্যই স্বনামে না থাকলে অসুবিধা। কিন্তু সকলে সভা সমিতি আন্দোলন করেন না। গুরুতে এসে একটু অন্যদের সাথে আড্ডা মেরে চলে যান। আমি যেমন। সেক্ষেত্রে, সকাল থেকে বিকেল অবধি সোচ্চার রাজনৈতিক আলোচনাও কেউ করতে পারেন। কিংবা সকালে উঠিলাম, দাঁত মাজিলাম, বাজার চলিলাম, মিনিটে মিনিটে এরকম পোস্ট-ও হতে পারে। এক্ষেত্রে আমার রাজনৈতিক মত ওপেন ফোরামে প্রকাশ করা, দৈনন্দিন কার্যাবলী ওপেন ফোরামে লেখা এসবের সর্বদাই কিছু এসোসিয়েটেড রিস্ক থাকে। ধরে নেওয়া যেতে পারে সকলেই সেই রিস্ক এসেস করেই কাজগুলো করছেন। যেমন বাইকের ব্যাপারে শোভনা জেনে ফেলতে পারেন ;-)। এক্ষেত্রে ব্যাকফায়ার করলে গুরুচন্ডালির কোনো দায় আছে বলে আমার মনে হয়না। এই বিশাল গুরু গোত্রের মধ্যে থেকে বেছে নিয়ে কাউকে যদি বন্ধু এটসেট্রা মনে করি, সেক্ষেত্রে তার সঙ্গে কোনো কারণে সম্পর্কচ্যুতির দায় ফোরামের হওয়া উচিত নয়। সুতরাং , দিনের শেষে কৃতকর্মের দায় যার যার তার তার।
    শুধু এই ফোরামের ক্ষেত্রে নয়, সমস্ত সোশ্যাল ফোরাম জুড়ে ফেলার একটা চেষ্টা এখন সর্বত্রই চলছে। লিংকডইন থেকে ফেসবুক থেকে গ্লাসডোর। এইরকম অসুবিধা গুরুর শুধু নয়, অনেক ভালোভাবে পরিচালিত আন্তর্জাতিক ব্লগসাইট গুলির ক্ষেত্রেও । কাজেই আমার ব্যক্তিগতভাবে ( বোল্ড এন্ড আন্ডার লাইন) মনে হয়, এই ব্যাপারটাকে প্রয়োজনের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং অত্যন্ত ছেলেমানুষী হচ্ছে।
  • kumu | 52.104.24.11 | ০৬ মে ২০১৪ ১৬:২৩640038
  • আচ্ছা।সেক্ষেত্রে আমিও সোসেনের মতই মায়নার ব্যপারতা জানতে চাই ,সাবধান হব বলে।

    সোসেন ৪ ১৬ পি এম একদম ঠিক।একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের দায় তার নিজের।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৬:৩৩640039
  • আমার বক্তব্য হচ্ছে যে আইপি অ্যাড্রেস দেখানো হলে (মাস্কিং, ইঃ যাই থাকুক না কেন), শাসানোর চান্স পেয়ে যাচ্ছে লোকে। অথচ ব্রতীনকে যারা খারাপ কথা লিখেছিলো, তাদের ব্যাপারে কবি নীরব। কবি কি তাদের শাসাবেন?
  • Blank | 180.153.65.102 | ০৬ মে ২০১৪ ১৬:৩৫640041
  • কিন্তু ব্রতীন্দা যে নিরপেক্ষ তা জানতুম না। ভাগ্যিস !!
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৬:৩৬640042
  • 'ব্রতীনকে যারা খারাপ কথা লিখেছিলো, তাদের ব্যাপারে কবি নীরব। কবি কি তাদের শাসাবেন?'

    বুঝলাম না, এই নিয়ে তো প্রতিবাদ হয়েছে ! কার শাসানোর কথা হচ্ছে ? আর কাউকেই তো শাসানো ভাল না।

    মায়নার ব্যাপারটা আমিও একটু বিস্তারিত জানতে চাই। কবে কে জানতে চেয়েছিল।
  • de | 190.149.51.69 | ০৬ মে ২০১৪ ১৬:৩৮640043
  • কবিদের কি চাপের জীবন! সবাইকে কি কবিরাই শাসিয়ে থাকেন?ঃ))

    কবিদের এই শাসানির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে গেলাম -- অকবির এই পোতিবাদটুকু য্যান রেজিস্টার্ড থাকে!
  • | ০৬ মে ২০১৪ ১৬:৪০640044
  • গুরুতে আই পি ট্র্যাকিং ছিল না যদ্দুর মনে পড়ছে প্রথম তিন কি সাড়ে তিনমাস। আমরা ভাটে আড্ডা মারতে শুরু করি ২০০৫ এর মে মাস থেকে। এটা পরিষ্কার মনে আছে কারণ উজানের প্রথম জন্মদিনে আমরা ভাটে হইচই করেছিলাম।

    যাই হোক এরপরে খুব সম্ভবত অগাস্ট মাসে (এর ঠিক সময়টা মনে পড়ছে না, সম্ভবত অগাস্ট) সেই অসম্ভব নোংরা তিনটে পোস্ট পড়ে, কোনও এক সপ্তাহান্তের সকালবেলা যখন আম্রিকার লোকেরা ঘুমোতে চলে গেছে আর ভারতের লোকেরা তখনও আসে নি। তাতে সবচেয়ে খারাপ কথা লেখা ছিল দীপ্তেনদা সম্পর্কে। এরপরে যথাক্রমে রঙ্গন, আমি এবং শমীক। ভার্বিয়েজও আমার এখনও মনে আছে খানিকটা। কিন্তু সে আমি লিখতে অপারগ।

    এরপরে ঈশান বোধহয় একদিনে, র‌্যাদার কয়েক ঘন্টায় আই পি ট্র্যাকিঙের কোড লিখে চালিয়ে দেয়।

    ওপরের অংশটুকু নিছকই FYI টাইপ।
    আরো কয়েকটা কথা লেখার ছিল, দেখি রাত্রের দিকে হয়ত লিখে দেব।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৬:৪৩640045
  • কুমুকে
    প্রাপ্তবয়ষ্ক কথাটার মানে একটু বুঝিয়ে বলবে? উদাহরন ছাড়া বোঝা যাবে না। কেউ যদি impulse এ একটা কথা বলে ফেলে -- যেমন ব্রতীন মানিক বন্দ্যোপাধ্যায় নিয়ে বলেছিল -- প্রাপ্তবয়ষ্ক হলে তার দায়ও নিতে হবে কি?
  • hu | 188.91.253.21 | ০৬ মে ২০১৪ ১৬:৪৪640047
  • আমার যদ্দুর মনে পড়ে কোন ফিল্ডে এন্ট্রি লেভেলে কেমন মাইনে ইত্যাদি নিয়ে আলোচনা ভাটে হয়েছে। তবে তার জন্য যে ভয় পেতে হবে সেটা সে শিখিয়ে না দিলে জানতাম না। অবশ্য সে বলছেন মাইনে জানাটা আসল হয়, আইপি প্রকাশ করাই বিপজ্জনক। সেটা উনি এমনিই লিখতে পারতেন। কেন মাইনের কথা তুললেন কে জানে! আর ভয় দেখানোর ব্যাপারটাও বুঝিনি।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৬:৪৪640046
  • *বয়স্ক।
  • সিকি | 135.19.34.86 | ০৬ মে ২০১৪ ১৬:৪৫640048
  • এমপ্লয়ার জেনে ফেলা, মাইনে জানা, এই নিয়ে আমিও একটু বিস্তারিত জানতে চাই। সম্ভব হলে টাইমস্ট্যাম্প সহ। লোকেশন জানা তো যে কোনও সময়েই যায়, তবে তাই দিয়ে ভয় দেখানো যায় কিনা জানা নেই।
  • Arpan | 52.107.175.152 | ০৬ মে ২০১৪ ১৬:৪৭640049
  • আচ্ছা দেদিকে একটা কথা বলার ছিল। তোমার অ্যাজাম্পশন সম্পূর্ণ ভুল, ভুল, ভুল। সবই জানা যাচ্ছে।
  • Abhyu | 107.81.103.243 | ০৬ মে ২০১৪ ১৬:৪৭640050
  • দমদি, মায়না কেমন দেয়-এর প্রসঙ্গটাও লিখো। বা লিঙ্কটা দিও। আজ আমার সময় নেই, খুঁজেও পাচ্ছি না। এই আই পি ট্রাকিংটা থাকা উচিত বলেই আমি মনে করি।
  • সিকি | 135.19.34.86 | ০৬ মে ২০১৪ ১৬:৪৯640052
  • দ, 4:40-এর লেখা - একদম এটাই হয়েছিল। তখন সরাসরি আসল আইপি দেওয়া হত।

    এর পর যখন গুরু পুরোপুরি ইউনিকোড হয়ে যায়, ২০১২ সালের এপ্রিল মাস নাগাদ, তখন একটা জোর ডিবেট হয়েছিল, আইপি হাইড করা নিয়ে। আমি ইশানকে বলেছিলাম, আইপি খোলা পাতায় দেখিও না, হিডেন থাক, চাইলে সার্ভার ওনার হিসেবে তুমি বা কোনও অ্যাডমিন কোনও পোস্টকারীর আইপি দেখতে পারবে, সবাই দেখতে পারবে না।

    যাই হোক, বিস্তর আলোচনার পরে ইশান মাস্কিং চালু করে, যদিও মাস্কিংটা খুবই পাতি মাস্কিং হয়েছে। ইশান এটা নিয়ে আরেকবার ভেবে দেখতে পারে, বা নিজের মত জানাতে পারে।
  • Blank | 180.153.65.102 | ০৬ মে ২০১৪ ১৬:৪৯640053
  • দেদির আইপি দিয়ে দেদির আপিস জানা যায়। কিন্তু সেই আপিসের কোন লোক দে দি, বা কোন টার্মিনাল টা দে দি সেটা জানা যায় না।
  • kumu | 52.104.24.11 | ০৬ মে ২০১৪ ১৬:৫০640055
  • এমেম ,ব্রতীন মানিক বন্দ্যো নিয়ে কী বলেছিল তা জানি না।
    তবে আমার ধারণা একজন প্রাপ্তবয়ষ্ক মানুষের প্রতিটি কথা ও কাজের দায়িত্ব (যুক্তিসঙ্গত) তার নিজের।impulseএ বলা হলেও।
  • Blank | 180.153.65.102 | ০৬ মে ২০১৪ ১৬:৫০640054
  • মাস্কিং টা ***.***.***.102 করা যায় তো। মানে লাস্ট ৩ বাইট শুধু ওপেন। ssn মাস্কিং এর মতন
  • de | 190.149.51.69 | ০৬ মে ২০১৪ ১৬:৫১640056
  • উঃ! তিনবার কওনের কি আছে? এই ডিম্যান্ড তো আমার নয় - আমাগো আইটির গোয়ালের! ঃ)

    প্পনও তাইলে কোর কমিটি!! জানা গেলো! ঃ))
  • সিকি | 135.19.34.86 | ০৬ মে ২০১৪ ১৬:৫২640058
  • তবে মাস্কিং বা নো মাস্কিং, আলাদা কিছুই যে করা যায় না এই আইপি জেনে, তার ক্লাসিক উদাহরণ ব্রতীনের টইয়ে ঐ FB। আমরা টই খুললাম, গুচ্ছ নিন্দেমন্দ করলাম, কিন্তু FB কে সেটা জানতে পারলাম না। আইপি দেখে বোঝা গেল একটা লোকেশন থেকে লিখছে, কিন্তু সেটাও আসল লোকেশন না-ও হতে পারে। কোম্পানির সার্ভারের আইপি, গেটওয়ের আইপি বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, এইবারে সার্ভার বা গেটওয়ে যদি হনুলুলু বা নিকারাগুয়াতে থাকে, তা হলে সেই লোকেশনই দেখাবে।

    বহুবার লেখা এসব কথা। আবার লিখে দিলাম।
  • de | 190.149.51.69 | ০৬ মে ২০১৪ ১৬:৫২640057
  • এই ত্তো! ব্ল্যাংকি লিখেচে - যাক! লিশ্চিন্ত!
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৬:৫৩640059
  • সেই যার কোলে পড়েছিলে, যাবার সময় বলেছিলেন 'উত্তম আর সৌমিত্রর তুলনা?' সেই মুহুর্তে তিনি 'অপ্রাপ্তবয়স্ক'। এই ছেলেমানুষীগুলো মানুষকে বাঁচিয়ে রাখে।
  • Arpan | 52.107.175.152 | ০৬ মে ২০১৪ ১৬:৫৪640060
  • নাহ, আমি নেহাতই আইটি ভাই, সোমনাথের পোস্টে যাদের রেফ আছে। ঃ)
  • Blank | 180.153.65.102 | ০৬ মে ২০১৪ ১৬:৫৫640063
  • আইপি দেখে স্পেসিফিক কাউকে ট্রেস করতে হলে পুলিশের হেল্প চাই। পুলিশ বললে তবেই সার্ভিস প্রোভাইডার লগ দেবে, তার থেকে একটা মেশিনের ফিজিকাল লোকেশান বা মেশিন টা কে আইডেনটিফাই করার মতন ডেটা পাওয়া যাবে।
    এর বাইরে যারা সিরিয়াস হ্যাকার, এই সব লগ বাইরে থেকে বার করে নিত পারে - তারা মনে হয় না গুরুর ব্যপারে ইন্টারেস্ট দেখাবে। যদি না গুরু র 'কোর' গ্রুপ টাই সিকাডা ৩৩০১ হয়।
    আজকাল আমার সেটাই সন্দ হচ্ছে।
  • সিকি | 135.19.34.86 | ০৬ মে ২০১৪ ১৬:৫৫640061
  • অবশ্যই লিশ্চিন্ত। আমি সিকি নামে লিখছি। দ্যাখো আমার আইপি কী আসছে। তুমি লোকেশন বের করতে পারবে, সার্ভিস প্রোভাইডার বের করতে পারবে, কিন্তু কোম্পানি বের করতে পারবে না। যদি পারোও, কোম্পানির কোন লোকেশনের অফিস থেকে (এখানে বারোটা বিল্ডিং আছে বিভিন্ন এলাকায়) কোন কিউবিকল থেকে অ্যাকচুয়েলি কোন এমপ্লয়ি পোস্টগুলো করছে, সে তুমি কিছুতেই বের করতে পারবে না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন