এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | 172.136.192.1 | ০৬ মে ২০১৪ ২০:৪৯640098
  • উফ, 'এটা পড়ে বেশ হতবাক মত হয়ে গেলাম।' এটা হল আমার কমেন্ট।

    সত্যি তাই নাকি? এই মন্তব্যটা আমার খুব ডিস্টার্বিং লাগছে।
  • Ekak | 24.99.196.85 | ০৬ মে ২০১৪ ২০:৫৪640099
  • sc র অনুমতি নেই বলে ওনার পোস্ট টা অন্যত্র কপি করিনি । কিন্তু এই ভয় টা সত্যি ।
  • কল্লোল | 125.241.18.212 | ০৬ মে ২০১৪ ২১:২১640100
  • এই গোটা ব্যাপারটাই আমার কেমং যেন চিহ লাগছে।
    টই বা পোস্ট ওড়ানোর কি আছে?
    কেউ একটা কাউকে খুব খারাপ উদ্দেশ্যে কিছু বল্লো। তো বল্লো!!!!
    সেটা নথিবদ্ধ থাক না।
    বোতীনের টইতে কেউ কিছু না লিখলেই ওটা ডুবে যাবে। তো ডুবে যাক। আর কারুর যাদি চুলকানি থাকে তো সে লিখুক। তার চুলকানিও নথিবদ্ধ থাক। তাতে কেউ যদি গুরুচন্ড৯ ছেড়ে যায়, তো খুব দুঃখের হলেও সে যাক। কৈ পিটি তো ছেড়ে যায় নি। বোতীন তুই দুঃখ পাস না। বরং আর একটু উদাসীন হতে অনুশীলন কর।
    সমস্ত ওড়ানো টই ও পোস্ট ফিরে আসুক।
    আবার আসিবো ফিরে......................................
  • ঈশান | ০৬ মে ২০১৪ ২১:২৭640101
  • যাইহোক, পড়ে-টড়ে দেখলাম, জনতা মোটামুটি মোছার বিপক্ষে। অতএব হার্মাদ টইটা ফিরিয়েই আনা হবে।

    টাইমলাইন নিয়ে কোনো বক্তব্য নাই। ওই নিয়ে কিছু ভাবিইনি। সে নিয়েও কথা হতেই পারে।
  • তাপস | 122.79.38.62 | ০৬ মে ২০১৪ ২১:৩১640102
  • ভাই/স্যার,
    আমার বক্তব্য রেজিস্টার করবেন । মানে সর্বসম্মতিক্রমে ফেরানো নয় কিন্তু, সহমতের ভিত্তিতে - এরকম কিছু যেন দলিলে লেখা থাকে ।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ২১:৩৬640103
  • রবাহূত,
    'ছাপোষা নিরীহ মানুষ' কোট দিয়ে বলেছি। আমার বক্তব্য হল, যারা সব সময়ে প্রগতিশীল থাকতে পারে, এই সাইট তাদের জন্যেই উপযুক্ত।
  • rabaahuta | 172.136.192.1 | ০৬ মে ২০১৪ ২১:৩৯640104
  • এমেম, আমার আপত্তি কমলো না। আমি রীতিমত ধ্রুপদী ছাপোষা, প্রগতিশীলও বলা যায় কিনা জানি না, তবে মনে হয় না। আমার কি এই সাইটে আসা বন্ধ করে দেওয়া উচিত?
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ২১:৪১640105
  • কল্লোলদা লিখেছেন "সমস্ত ওড়ানো টই ও পোস্ট ফিরে আসুক", সমস্ত ওড়ানো পোস্ট কি সত্যিই আসিবে ফিরে?
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ২১:৪৬640106
  • গুরু সাইট বেশ এক্সক্লুসিভ. গুণিজনদের জায়গা। সেন্টার ফর একসেলেন্স। কবি ও রসিকজন হিসাবে you pass with flying colors.
  • ঈশান | ০৬ মে ২০১৪ ২১:৪৯640108
  • সে কে। না। সেগুলো নেই ই ও। থাকলেও, ওই পুরোনো সিদ্ধান্ত বদলানোর কোনো কারণ নেই।

    তাপসকে। যা দলিল, সবই তো এই টইয়ে। অসুবিধে কী?

    জনতাকে। টাইমলাইন নিয়ে কথা বলুন। মতামত না থাকলে আমি আমার ইচ্ছেমতো চলব। সম্ভবতঃ আমার আজ রাতেই টইটা ফিরিয়ে আনব। তখন বলবেন না মতামত নেওয়া হয়নি।
  • rabaahuta | 172.136.192.1 | ০৬ মে ২০১৪ ২১:৫০640109
  • আমি তো পাস করতে চাই না। কোনরকম পরীক্ষা দিতেই আমার চরম আপত্তি আছে। আমি তো জানতাম আড়ালবিহীন কম্যুনিটি ইত্যাদি, গুরু এবং চন্ডালের অবাধ বিচরণ ইত্যাদি, আসলে প্রগতিশীলতার জাতে উঠে আসতে হবে? আমার কাছে এটা ডিস্ক্রিমিনেটিং, সদর দপ্তরের যে ধারনার থেকে সরে আসার জন্যে গুরু, আজ যদি দেখা যায় গুরুই সেরকম আরেক সদর দপ্তর, তাহলে তো মহা মুশকিল।
  • aranya | 154.160.98.31 | ০৬ মে ২০১৪ ২১:৫৩640110
  • এমেম, আমি তো গুরু সবার জায়গা বলেই জানতাম - অ-কবি, বেরসিক বা কোন প্রকার গুণহীন অভাজন-দের জন্যেও।
    আর কে প্রগতিশীল, কে নয় তাই বা কে ঠিক করে
    'লেফট লিবারাল' টার্ম-টা বেশ সেক্সি শোনায় বলে, নিজেই নিজেকে একবার সেই আখ্যা দিয়েছিলাম - তো কেসি আপত্তি করল, তখন থেকে 'লেফট' বাদ দিয়ে শুধু 'লিবারাল' তকমাটিকে প্রাণপনে আঁকড়ে ধরে আছি, তাও কদ্দিন পারব কে জানে ..
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ২১:৫৮640111
  • টাইমলাইন নিয়ে আমার নিজের কোনও বক্তব্য নেই।
  • aranya | 154.160.98.31 | ০৬ মে ২০১৪ ২২:০০640112
  • মনে পড়ল, ভাটে লুঙ্গি আর হুস্কি নিয়ে গোটা দুই ছড়া লিখেছিলাম। সেগুলোকে যদি কবিতা হিসাবে চালানো যায়, তাইলে কবি হিসাবে গুরু-তে টিকে থাকার একটা স্কোপ অবিশ্যি আছে
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ২২:০৬640113
  • অরণ্য ও রবাহূত
    এই আলোচনা অন্য জায়গায় হোক না কেন?
  • cm | 127.247.112.139 | ০৬ মে ২০১৪ ২২:১৩640114
  • আমিও লিখবো। দেখুন মানুষে মানুষে ইন্ট্যার‌্যাকশন ওরকম লিনিয়ার ব্যাপার নয়। কোন কথায় কে আহত হবেন তার কোন ইউনিভার্সাল নিয়ম হতে পারেনা। আর কথা না বললে তা সব সময় বোঝাও যায় না। তাই পরবর্তীকালে শিক্ষা নেওয়ার জন্য হলেও সেই টই রেখে দেওয়া দরকার।
  • dd | 132.171.82.112 | ০৬ মে ২০১৪ ২২:২০640115
  • তাহোলে আমার বক্তব্যটাও ডকুমেন্ট করে রাখি, নইলে ইতিহাস আমায় ক্ষমা করবে না।

    টই উড়িয়ে দিলেই বা কি, রেখে দিলেই বা কি। একবার উড়িয়ে ফের নিয়ে আসলেই বা কি? অথবা......।

    সেনসশেনালাইজ করলেই বা কি? ট্রিভিয়ালাইজ করলেই বা ক্ষি?

    আল্টিমেটলি সবই মায়া,সবই মোজা।
  • Ranjan Roy | ০৬ মে ২০১৪ ২৩:১৮640116
  • সবই আনা হোক। তারপর আগের মত সবাই খিল্লি হোহো-হিহি তে ফিরে যাক।
    মোদি দিল্লিতে বসলে কি আর তেলাপিয়া খাবো না?
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০০:০৩640117
  • বেশ তাহলে তাইই ঠিক হল। এবার আইপি নিয়ে বলুন।

    আইপির একটি বিকল্প হল, লগিন এবং বাধ্যতামূলক লগিন। সে নিয়ে কার কী মত?
  • তাপস | 122.79.37.175 | ০৭ মে ২০১৪ ০০:০৫640119
  • লগইন বা আইপি নিয়ে আলাদা টই কেন খোলা হলো না বা হয়নি, এ নিয়ে প্রশ্ন উঠতে পারে
  • Arpan | 125.118.146.251 | ০৭ মে ২০১৪ ০০:১২640120
  • ব্ল্যাঙ্কির প্রস্তাবটা কি ভেবে দেখা যেতে পারে? মাস্কিঙের বিকল্প উন্নততর মাস্কিং।

    আইপি দেখাক এইরকমঃ .*.*.121

    ক্রেডিট কার্ড স্টেটমেন্টে যেমন কার্ডের ফার্স্ট বারোটা ডিজিট মাস্ক করে দেয়।
  • dd | 132.171.82.112 | ০৭ মে ২০১৪ ০০:১৭640121
  • আমি বোলবো আমি বোলবো।

    দ্যাখেন লগিন বা, বা লগ (সাবধান, বেশী এবরিভিয়েট কোরো না) তো ফেসবুক ইত্যাদি সব সাইটেই আছে। নতুন কিছু নয়। এটাই তো রীতি।

    তাও ও,ক্ষতির দিক দিয়ে দেখতে গ্যালে এরম ঃ

    কয়েক জন নিয়মিত ভাটুরের এলার্জী থাকতে পারে,ফোবিয়া, নীতিগত বা অন্য কোনো কারনে । ওয়ার্স্ট পসিবল সিনারিও কয়েক জন আসাই ছেড়ে দিতে পারে। সেটা লস।

    কিছু ফ্লোটিং পাব্লিক থাকে। হেথায় অনেক ভাটুরে সে ভাবেই এসেছে। তারা দেখতে পারবে তো? না দেখতে পারলে সেটা বিরাট লস।

    আর বেনেফিটের মধ্য কি? এই লগিনে/বা লগিনে কি উবগারটা হবে গেরোস্তোর? কি অমৃতটা লাভ হবে? ট্যান্জেবল কোনো বেনেফিট না থাকলে খামোখা এসব দিয়ে কি হইবে?

    আগে এ সব বুঝি।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০০:১৯640123
  • লগিন নিয়ে খেয়ে এসে লিখছি। এখানে, বা অন্য কেউ যদি অন্য কোনো টই খোলেন, সেখানে।
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০০:১৯640122
  • টই খোলা যেতেই পারে।

    তবে এই মাস্কিং এর কনসেপ্টটাতে আমার আপত্তি আছে। একজন মডারেটর সব জানবেন, আর বাকিরা কেউ কিছু না, এ ঠিক না। তারপর কারো আইপি ফাঁস করতে হলে সে আরেকদফা বাওয়াল। অমুকের আইপি কেন ফাঁস হল, তমুকের টা কেন হলনা। আইনী ব্যবস্থা, আদলতীয় যুক্তি, ইত্যাদি। এতো মূলতঃ বালখিল্যদের ঠেক, প্রাপ্তবয়স্কদের তো ঠিক না। :-) তাই ওসব কারবার ছাড়ুন।
  • I | 24.99.142.34 | ০৭ মে ২০১৪ ০০:২৭640124
  • না না, লগিন টগিন করবেন না, ও মহায় ! তাপ্পরে কোনদিন শুনবো রকে এসে বসতেও লগিন করতে হবে। গুরু একটা ভার্চুয়াল রক হয়েই থাকুক না! তেমনই তো ছিল।
  • Arpan | 125.118.146.251 | ০৭ মে ২০১৪ ০০:২৯640125
  • সে মডারেটার তো এখনো আছে। মাঝে সাঝে পোস্ট টোস্ট মোছে। পরেও হয়ত সে দরকার পড়বে কখনো। ঐকমত্যের ভিত্তিতে হবে অবশ্যই, কিন্তু মোছার অ্যাক্সেস তো অবশ্যই কারোর না কারোর থাকতে হবে।

    আর আইপি ফাঁস? সে আইনি শমন না এলে ফাঁস করার দরকারটাই কি? একটা ডিসক্লেমার ঝুলিয়ে দিলেই তো হয়।

    লগইনকে ঙ দিচ্ছি এই কারণেই যে এতে করে বিভিন্ন নিক ইউজ করে লেখার প্রবণতাকে ডিসকারেজ করা হচ্ছে।
  • তাপস | 122.79.37.175 | ০৭ মে ২০১৪ ০০:৩৫640126
  • ইশানের না- অসম্মতি পেয়ে টই খুলে দিলাম । আইপি/লগইন বিষয়ে ।
  • Atoz | 161.141.84.164 | ০৭ মে ২০১৪ ০০:৪৭640127
  • আইপি টাইপি বিষয়ক পোস্ট্গুলো ঐ থ্রেডে কাপিপেস্ট করে দিন না! ইনিশিয়েটার হিসাবে, মানে এই আরকি দই জমানোর সাঁচা হিসাবে কাজ করবে। ঃ-)
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০০:৫১640128
  • কপি-পেস্ট কি হচ্ছে? তাহলে তার পরেই লিখব।
  • তাপস | 122.79.37.175 | ০৭ মে ২০১৪ ০০:৫২640130
  • সে করে দিতে পারি । কিন্তু কারো পোস্ট যদি বে খেয়ালে বাদ পরে যায় তাহলে মুশকিল । একটু চেক করে নিই, তবে মিস করতে পারি, এটাও নথিভুক্ত রাখলাম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন