এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.79.36.139 | ০৮ মে ২০১৪ ০৯:৫৬640231
  • কেনো কেনো ?বিসিবেলেবাথ ঈশান খাবে না কেন শুনি? সাইবারকয়েদিদের অত প্রিভিলেজটাই বা কীসের? যে তারা মেনুকার্ড দেখে টিপিন অর্ডার করবে?
  • Arpan | 125.118.151.78 | ০৮ মে ২০১৪ ০৯:৫৯640232
  • এবং একই সাথে ব্রতীনকে খোলা পাতায় অনুরোধ জানাচ্ছি ব্যপারটা সরাসরি/মধ্যস্থতাকারীর সাহায্য নিয়ে আলোচনার মাধ্যমে মতান্তরটি মিটিয়ে নিতে। অবশ্যই শেষ পর্যন্ত ব্রতীন কী করবে, তা ব্রতীনেরই নিজস্ব সিদ্ধান্ত।
  • Tim | 105.59.87.251 | ০৮ মে ২০১৪ ১০:০৪640233
  • Name: DS

    IP Address : 106.47.226.22 (*) Date:08 May 2014 -- 08:45 AM
    "আর যে ডিলিটের নিদর্শন সাইটে রয়ে গেল, তা বেসিকালি কেউ নিজের সম্পর্কে বেশি পার্সোনাল তথ্য লিখে ফেলে ভুল স্বীকার করে নিজেরই পোস্ট বা টই মুছে দিতে রিকোয়েস্ট করেছেন।"
    -----------------------------------------------------
    এই ব্যাপারটা ঠিক সত্যি নয়। হাইড করার প্রেক্ষিত ইত্যাদি আলাদা হলেও, আলোচ্য মিশরের টইতে কোন সেন্সিটিভ বা মোর দ্যান ইউজুয়াল ইনফর্মেশন দেওয়া ছিলোনা। আর পাঁচটা টইয়ের মতই ছিলো। ওটা আসলে আমাদের তরফ থেকে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছিলো অপ্রীতিকর পরিস্থিতি আটকানোর জন্য, যার মূল কারণ রিয়েল এবং ভার্চিয়াল জগতের ওভারল্যাপ, বিশেষত একটি ইভেন্টফুল সময়ে।
    এই আইডিয়াটা আমার একার ছিলো, এবং এতে বাকি এতগুলো লোকের সম্পর্কে (আলোচ্য টইয়ের লেখক এবং গুরুচন্ডালীর সম্পাদকমন্ডলী) এত ভুলভাল এবং কনফিউজিং ধারণা তৈরী হচ্ছে দেখে আমার আপশোষের সীমা নেই। তাই হার্মাদের মত ঐ টইটাও যদি ফিরে আসে, এই বারম্বার স্পেকুলেশনের (হয়্ত এই কারণে হাইড করা হয়েছিলো, হয়ত সেই ছিলো ইত্যাদি প্রভৃতি) হাত থেকে মুক্তি পাব। সম্পাদককে ভেবে দেখতে অনুরোধ করি। এর ফলে সত্যিই কোন টই হাইড করার নিদর্শন আর থাকবেনা, আমার মাথা থেকেও এই বোঝাটা নেমে যাবে। আমি নিশ্চিত সেই টইতে বা কোন টইতেই কেউ কিছু লিখলে আমাদের কিছু যাবে আসবে না। দূর্ভাগ্যের বিষয়, এই সাহস সেদিন দেখাতে পারিনি।
  • Arpan | 125.118.151.78 | ০৮ মে ২০১৪ ১০:০৫640234
  • অনড্বান আবার কী জিনিস? অড়হর ডাল শুনেছি। বিসিবেলেবাত বানাতে লাগেও।
  • | ০৮ মে ২০১৪ ১০:০৮640235
  • কিন্তু অর্পন কি আগে খ্যাল করে নাই, টই ফেরানো নিয়ে তাত্ত্বিক সিদ্ধান্ত তো ঈশান পোশশুদিনই ঘোষণা করে দিয়েছিল।
  • | ০৮ মে ২০১৪ ১০:১১640236
  • টিমি কথিত ঐ টই-এর কনটেন্ট আমার দিব্বি মনে আছে। ওটা হুচির মিশর বেড়ানোর টই। কেউ মিশর বেড়াতে গেলে ইনফো'র জন্য রেফার করতে পারবে।

    আর হুচির ঐ লেখাটা কোনও একটা লিটল ম্যাগে কেউ বোধহয় ঝেড়ে দিয়েছিল। ন্যাড়াদা বলেছিলেন।
    সেই ঘটনাটার কোনও আপডেট আছে টিমি? হুচি কিছু করেছিল, চিঠি দেওয়া ইত্যাদি?
  • Tim | 105.59.87.251 | ০৮ মে ২০১৪ ১০:১৩640238
  • হ্যাঁ দমদি। তবে কিছু করা হয়নি সে বিষয়ে।
  • cm | 127.247.112.25 | ০৮ মে ২০১৪ ১০:১৩640237
  • জানিনা, বলা ঠিক হচ্ছে কিনা, তবে যদি কেউ গুরুর সাথে একাত্ম হতে চায় আর তাকে বলা হয় তুমি গুরুর বাকি লোকের মতন নও সে আহত হতে পারে। তবে একই সাথে কথায় কথায় অচেনা নাম হলেই তাকে অমেরুদন্ডী ইত্যাদি বলাও গভীর ভাবে নিন্দনীয়।
  • Arpan | 125.118.151.78 | ০৮ মে ২০১৪ ১০:১৬640239
  • @দমঃ সিদ্ধান্ত ঘোষণা যথেষ্ট ছিল না, কারণ তাতে সময়সীমা বলে দেওয়া ছিল না (থাকলেও হয়ত চোখ এড়িয়ে গেছে), সেইজন্য তাকে কার্যকর করা অব্দি আমি চাপ সৃষ্টি করে যেতে চাইছিলাম। ঃ)
  • cm | 127.247.112.25 | ০৮ মে ২০১৪ ১০:১৯640241
  • উরিত্তারা, এত প্রথম পাতার খবর, চাপের মুখে কতৃপক্ষের নতিস্বীকার।
  • তাপস | 233.29.202.83 | ০৮ মে ২০১৪ ১০:৫৪640242
  • আমি প্রথমে ভেবেছিলাম, যাঁরা সব রেখে দেওয়ার পক্ষে তাঁরা কী ভাবে সহযোগিতা করতে পারবেন, সে কথা ভাবা হচ্ছে । ফলে কাল রাতে উত্তর করিনি । কলকাতায় থাকার সুবাদে কলকাতায় মামলা মোকদ্দমা হলে সে ব্যাপারে, কোর্টে যাতায়াত করার লোকজন রেগুলার লাগবে । কিছু পরিচিত উকিলও লাগবে । যাঁরা কেস লড়া ছাড়াও অন্য সময়েও পরামর্শ দেবেন । ফ্রিতে । সেই ধরনের লোকজন যোগার করা এবং ফ্রি পরামর্শ শোনার চাপ নিয়ে, সেখান থেকে দুধটুকু ছেঁকে নেওয়ার কাজ করতে পারব । আপাতত এই । এরপর কনসিকোয়েন্স অনুযায়ী । আইনি সেলের ব্যাপারে এই উদ্যোগ প্রাথমিকভাবে জানিয়ে রাখলাম ।
  • quark | 127.194.241.0 | ০৮ মে ২০১৪ ১১:০৫640243
  • ইয়ে, মানে, সেই ফিরে পাওয়া হারিয়ে যাওয়া টই কোথায় গেলে পাওয়া যায়?
  • blank | 122.79.39.93 | ০৮ মে ২০১৪ ১১:২২640244
  • এই কোর্টে হাজিরা বা উকিলের সাথে বসা এগুলো কল্লোল দা বা অন্য কেউ কেন করতে চাইছে? তারা কি গুরুর কোর কমিটির মেম্বার?
    সাইট ওনারের কাছে আদালতে হাজিরার চিঠি যাবেই বা কি করে !! ঠিকানা তো ভারতের নয়। চিঠি রিসিভ না হওয়া অব্দি কি আদৌ মামলা শুরু হবে ( যদিও মামলাটি আমার মতে ইনভ্যালিড)?
  • blank | 122.79.39.93 | ০৮ মে ২০১৪ ১১:২৩640246
  • এখানে কোর কথাটা খিল্লি নয়। সাইট ওনার কে রিপ্রেসেন্ট করার কোনো আইনগত ডকি আছে?
  • তাপস | 233.29.202.83 | ০৮ মে ২০১৪ ১১:২৮640248
  • রিপ্রেজেন্ট করব বলিনি । সাহায্য করব বলেছি ।
  • তাপস | 233.29.202.83 | ০৮ মে ২০১৪ ১১:২৮640247
  • আমি ব্যক্তিগত কারণে করতে চাইছি ।
    গুরুচন্ডালির সঙ্গে এসোসিয়েটেড ফিল করি বলে আর ঈশান ব্যক্তিগত বন্ধু বলে ।
  • blank | 122.79.39.93 | ০৮ মে ২০১৪ ১১:৩২640249
  • কল্লোল দা লিখেছে আদালতে হাজিরা নিয়ে। আমি সেটার প্রেক্ষিত দিচ্ছি। আর তার ও আগে আমি প্রশ্ন রেখেচি যে বিদেশী একটি সাইট নিয়ে এমনি মামলা আদৌ চলবে কিনা
  • lcm | 118.91.116.131 | ০৮ মে ২০১৪ ১১:৩৬640250
  • অন্য টই আনহাইড হইসে - গেরেট!
    হার্মাদ টই পড়লাম, যথারীতি কিস্যু নাই, বোরিং - উইকিলিক্স, আসাঞ্জ বা স্নোডেন তো দূরের কথা, মমতা বা মোদির সেল ফোন নাম্বারও নাই, এমনকি পোসেন্জিত লুকাইয়া কয়ডা সিগারেট খায় তাও নাই। এক্কেবারে ইয়ে...
  • Ekak | 24.99.77.223 | ০৮ মে ২০১৪ ১১:৩৯640252
  • বিদেশী সাইট হলেও মামলা চলে তবে প্রসেস জটিল । জটিলতা এড়াতে ইন্ডিয়ান আইএসপি থেকে সেই সাইট কে ব্লক করে দেওয়া হয় ।
  • তাপস | 233.29.202.83 | ০৮ মে ২০১৪ ১১:৪০640253
  • মামলা চলবে কিনা, সেটা ঠিক হবে মামলা কার বিরুদ্ধে করা হচ্ছে । এসোসিয়েটেড যে কারো বিরুদ্ধে আলাদা মামলা করা হতেই পারে । শুধু ইশানের নামে করা হতে পারে । একটা মামলাই হবে, এরকম গ্যারান্টি তো নেই । সাধারণভাবে দেখেছি, অনেকগুলো মামলা একই সঙ্গে করা হয়ে থাকে, হ্যারাস করার ইচ্ছে থাকলে ।
    আর আমিও আমার প্রেক্ষিত দিচ্ছি । কারণ আমি লিখতে মিস করেছি যে মামলার ডেট পিছিয়ে দেওয়ার ব্যাপারে দরকার মত কোর্ট ক্লার্কদের হাত করা এসবও করার চেষ্টা করব । হোয়েন ইন কোর্ট - ইটস আ ডিফারেন্ট বল গেম ।
  • Ekak | 24.99.77.223 | ০৮ মে ২০১৪ ১১:৪৩640254
  • হ্যা ব্যাপার টা যেন এগোয় দেখবেন । লোয়ার কোর্টের ফার্স্ট রীতেই জজসাহেব মেরিট নেই বলে বাতিল করে দিলে সে একটা ভারী দিসাপয়েন্তিং ব্যাপার হবে ।
  • তাপস | 233.29.202.83 | ০৮ মে ২০১৪ ১১:৪৫640255
  • ম্যাজিস্ট্রেট
  • blank | 122.79.39.93 | ০৮ মে ২০১৪ ১১:৪৮640256
  • আমি প্রক্সি খুজে দিতে পারবো। ব্লক করলে চাপ হবে না।
  • Ekak | 24.99.77.223 | ০৮ মে ২০১৪ ১১:৫১640257
  • হ্যা , ম্যাজিস্ট্রেট । তবে পুরো ব্যাপারটা যেন ভালো এক্স্পসার পায় । মানে সেকেন্ড শুনানি অবধি হবে কিনা ভাবলে চলবে না ।
  • T | 24.139.128.15 | ০৮ মে ২০১৪ ১১:৫৩640258
  • ক্যামন মনে হচ্ছে যে 'ব' ফাইনালি এই সব মামলা টামলা করলে, সেই সংক্রান্ত নানান ছলছুতো দেখিয়ে 'অম্বিকেশ করে দেবো' জাতীয় ব্যাপার না হয়ে যায়। মানে সাইট ব্লক ইত্যাদি।
  • PM | 233.223.153.214 | ০৮ মে ২০১৪ ১১:৫৪640259
  • ব্রতীন, তোমার অনেকগুলো পয়েন্ট জাস্টিফায়েড হয়েছে। অনেক ডিস্ক্রিমিনেসন ঠিক করা হয়েছে। তোমার জন্যেই এতোগুলো থ্রেডে আলোচনা চলছে। তাতে কাজও হচ্ছে।

    এবার ঘরের ছেলে ঘরে ফিরে এসো। তোমাকে ছাড়া হীরক রানীর টই তে লেখার উৎসাহ-ঈ পাচ্ছি না আমি। পিটিবাবুর-ও সে জোশ নেই আর।

    তোমার আসন শুণ্য আজিকে ----ইত্যদি ঃ)।
  • Ekak | 24.99.77.223 | ০৮ মে ২০১৪ ১১:৫৬640260
  • বতিন তো আগেই সোচ্চারে জানিয়ে দিয়েছে যে আঙ্গুল বেন্কাবে । মধ্যস্থ করতে পারেন তো দেখুন । আমি তো সেই ষাট জনের একজন কাজেই বলা না বলা সমান ।
  • তাপস | 233.29.202.83 | ০৮ মে ২০১৪ ১২:০৪640263
  • এপ্রসঙ্গত, উক্ত ৬০ জনের কেউ কেউ গুরুর পাতায় সেই সময় কী চলছে আদৌ জানতেন না - এমন কী কোনদিন এ পাতায় আসেননি । :-)
  • T | 24.139.128.15 | ০৮ মে ২০১৪ ১২:০৪640261
  • সাধাসাধি করবেন না, মধ্যস্থতাও নয়। নইলে আবার সেখানেও বায়াস আছে বলে ঝামেলা হ'বে। ওকে ডাকছে আমাকে ডাকছে না এই সব...ইচ্ছে হ'লে লোকে আসবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন