এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • এমেম | 127.194.252.249 | ০৮ মে ২০১৪ ১৮:১৬640298
  • কেন? জেল নিয়ে আলাদা টই খুললেই হয়।
  • JAW | 213.217.63.100 | ০৮ মে ২০১৪ ১৮:২১640299
  • নাহ, lateral thinking এর বড়ই অভাব!কেন লাল্লু কা মাফিক কেন না কোন গেষ্ট হাউস কে জেল designate করা হবে না। টিফিন পৌঁছানেকা নেহি, ওঁহিপে বানানা হ্যায়!
  • Abhyu | 82.21.225.66 | ০৮ মে ২০১৪ ১৯:১২640300
  • আমার এক আই এস আইয়ের সিনিয়র একটা ওয়েব্সাইট চালাতো। একদিন তাকে একজন ফোনে করে হুমকি দিল যে তার নামে উকিলের চিঠি পৌঁছবে, ফেডেক্স (ক্যুরিয়ার) করে। সে মিনমিন করে বলল - ফেডেক্সে তো আপনার খরচ বেশি পড়বে, এমনি রেগুলার পোস্টে পাঠালে হয় না?

    আরেকবার আরেকজন ভয় দেখিয়েছিল যে তাকে ডিপোর্ট করে দেওয়া হবে। সে কাঁচুমাচু মুখে বলল - আচ্ছা তাহলে কি হবে বলুন তো? আমি তো আবার সাঁতারটাও ভালো জানি না, যদি আটলান্টিকে নিয়ে ফেলে তাহলে কি বেঁচে ফিরতে পারব?

    জনতা এখনো বহাল তবিয়তে ওয়েস্ট কোস্টে বিরাজমান! তাকে নিয়েই আলাদা একটা টই খোলা উচিত।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ২০:২৮640301
  • যাগ্গে। লিং যখন দেওয়াই হয়ে গেছে, সক্কলে নিশ্চয়ই দেখে নিয়েছেন, গুরুর ইমেজ রক্ষার্থে কী গুরুতর তথ্য গোপন করে রাখা হচ্ছিল।

    আর ব্ল্যাংকিকে বলি। দুই ধরণের ব্যবহারকারী এমনিতেই আছেন।
    এক, যাঁরা "ওমুক চাই" বলে দাবী করেন। কিন্তু তার দায় সবসময়েই অন্য লোকে নেবে, আমরা হলাম শুধু ভোক্তা -- এই মোডে চলেন।
    দুই, যাঁরা "চাই" শুধু বলেন না, তার কনসিকোয়েন্স কিঞ্চিৎ হলেও নিতে প্রস্তুত। সে জন্য নিজের অসুবিধে করে হলেও একটু এফর্ট দিতে রাজি।

    কোনো অবস্থানেই দোষের কিছু নেই। তবে এই দ্বিতীয় শ্রেণীর ব্যবহারকারীর ফোরাম সম্পর্কিত মতামতের গুরুত্ব স্লাইট বেশি, কারণ এঁরা দায়িত্বও নেন। তথাকথিত 'কোর কমিটি' এইভাবেই তৈরি হয়। কোনো গোপন মিটিংএ না। এসেমেস বা ফোন চালাচালি করেও না।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ২০:৩২640302
  • ওহো, সক্কলকে ধইন্যবাদ। তবে এই প্রক্রিয়ায় 'কোর কমিটি'র নাম খানিক ফাঁস হয়ে যাওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত, একই সঙ্গে। :-)
  • robu | 122.79.37.154 | ০৮ মে ২০১৪ ২২:০৮640303
  • এদিকে কোর্ট কাছারিকে আমি খুব ভয় পাই। উদিকে কোর কমিটিতে ঢুকবার হাতছানি। শোভন যে কী করে!!
  • sm | 122.79.37.106 | ০৮ মে ২০১৪ ২৩:৪৫640304
  • 'খিল্লি' শব্দটি ব্যবহার করতে হল, অনিচ্ছাসত্বেও। কোনও প্রতিশব্দ দিয়ে বোঝানো যেত না।
    -------
    ইয়ার্কি , মশকরা, গুলতানি,পিয়াজি আরো বহু প্রতিশব্দ আছে। যেটা খুশি ব্যবহার করুন।কিন্তু চন্দ্রবিন্দু দেবার রহস্য টা কি বলবেন? গুগল বাংলায়।
  • ^ | 104.242.252.41 | ০৯ মে ২০১৪ ০০:০২640305
  • ক্যারেট নিচ্ছে না?
  • kk | 117.3.196.87 | ০৯ মে ২০১৪ ০০:২৪640306
  • মাত্র সাত না দশ দিন আসিনি, তার মধ্যেই কতসব কান্ড ঘটে গেছে !! এতদিন পরে কিছু বলতে গেলে হয়তো সেটা আর রেলেভ্যান্ট থাকবেনা, তবু 'চুপ করে থাকা' ব্যপারটা তো দেখছি অনেক সময়ে প্রচন্ড ভুলভাল মেসেজ পৌঁছচ্ছে। তাই আমার যে দু একটা কথা মনে হলো তা বলে যাওয়াই উচিত মনে করছি।

    প্রথমত ব্রতীনকে কটা কথা। আগের লাইন থেকে হয়তো বুঝতেই পারছো কী নিয়ে কথাগুলো বলবো। গুরুতে তোমায় কেউ বা কারা কী বলেছেন যাতে তুমি আহত হয়েছো, সেটা লাইট না করেই বলছি -- 'এই যাঁরা অন্যের কাছে ভালো হবার চেষ্টায় চুপ করে রয়েছেন তাঁরাই সবচেয়ে বড় অপরাধী' (প্যারাফ্রেজড) এই অ্যাকিউজেশনটা ভালো লাগলোনা। সবাই সব টই পড়েননা। যেমন আমি নিজে কোনো পলিটিক্যাল টই বা লেখা পড়িনা। কাজেই কোথায় কে কাকে কী বললেন তা জানা সবসময় সম্ভব নয়। কাজেই সেটার প্রতিবাদ করাও সম্ভব নয়। তোমার খুবই খারাপ লেগেছে যখন তখন এভাবে সরাসরি অপরাধী বলে মার্ক করার আগে একবার তাঁদের সাথে এর কারণটা নিয়ে কথা বলতেও পারতে।

    দ্বিতীয়ত, প্রতিবাদ না করা মানেই অন্যের কাছে ভালো থাকার চেষ্টা এটাও অতিসরলীকরণ হয়ে গেলনা? গুরুতে অনেক সময়েই অনেককেই খিল্লি করা হয়। সেটা কোনদিনই খুব সিরিয়াসলি নেওয়ার মত কিছু বলে আমার মনে হয়না। যে জিনিষটা সিরিয়াস লাগেনা তার প্রতিবাদ করা না করা নিয়েও তাই কিছু মনে হয়না। ওয়েল, তোমার কাছে সেটা খুব সিরিয়াস মনে হতেই পারে। কিন্তু সব্বার কাছেই তাই হবে এটা আশা করাটা কতটা ঠিক একটু ভেবে দেখো।

    তৃতীয়ত, নাম না করে, 'কেউ একজন' বা 'কোনো অমেরুদন্ডী প্রাণী' এই রকম ঠারেঠোরে কথা বললে অনেক সময়েই বোঝা মুশকিল হয়। অন্তত আমার মত অল্পবুদ্ধি লোকের তো হয়। এই সেদিন শুনলাম তোমার পাড়ার কোনো ছেলে তোমার আত্মীয়ের কাছে এই ইমেল করেছেন। আবার কখন যেন সেটাই গুরুর কোনো লোক করেছেন যেটা নাকি 'সবাই ' জানেন, এই রকম একটা ব্যপার হয়ে গেলো। 'সবাই' এর কথা জানিনা। আমি অন্তত আদৌ বুঝতে পারিনি (এখনো পারছিনা) যে ঘটনাটা কী ঘটছে। এমতাবস্থায় ঐ ঠার ডিকোড করে বা বিভিন্ন টই খুঁজে, বা বহুপাতা পিছিয়ে পড়ে মতামত দেওয়ার সময় বা ইচ্ছে কোনটাই জুটিয়ে ওঠা একটু মুশকিল হয়। এর সাথে অন্যদের কাছে ভালো থাকার সম্পর্কটা বুঝতে পারছিনা।

    চতুর্থত, একটা টই ওড়ানো হচ্ছেনা বলে মামলা ঠুকবো, এই টোনটাও আমার ভালো লাগলোনা। তোমার কাছে এটা খুব সিরিয়াস, কাজেই তুমি বলেছো। তেমনি আমার ভালো লাগেনি সেই আমিও বলছি। সবার রিঅ্যাকশন এক হবে তা আমি আশা করিনা। তবে সেটা জানাবার অধিকার সবারই আছে।

    তোমার সাথে ব্যক্তিগত ভাবে আমার কোনো খারাপ সম্পর্ক নেই। কিন্তু যখন একটা ফোরামের কিছু কথাবার্তা থেকে এত দূর গড়ায় তখন সেই ফোরামেরই একজন ফেলো মেম্বার হিসেবে আমার মনে হওয়াটুকু জানিয়ে গেলাম। প্লাস, 'চুপ করে থাকা'কে তুমি অন্য মানে করো, সেটাও এই পোস্টের পেছনে একটা কারণ।

    এবার ঈশানকে,
    দেখ,এই অ্যামেরিকায় বসে থেকে আমার পক্ষে কী কী করা সম্ভব তা বুঝতে পারছিনা (টেনেসীর কোনো জেলে এলে খাবার পৌঁছনো ছাড়া ঃ))। তবে যদি তোর মনে হয় কোনো ব্যপারে আমি কিছু করতে পারি তো জানাস। আমার যতদূর সাধ্য তা করবো।
  • pi | 24.139.209.3 | ০৯ মে ২০১৪ ০০:৩১640308
  • খাবার পৌঁছনোর ব্যাপারে, আমার অপশন কেবল দুটি। ম্যাগির শরবত আর ঢেঁকিশাক। সেটা জেনে বুঝে আমার কাছাকাছি জেল চুজ করবেন। তবে হ্যাঁ, বোতীন্দাকে নেমন্তন্ন করলে এগুলো ছাড়াও আরো কিছু আইটেম থাকবে। চিন্তা কোরোনা।
  • ? | 99.207.132.76 | ০৯ মে ২০১৪ ০০:৩৪640309
  • কী আইটেম?
  • kk | 117.3.196.87 | ০৯ মে ২০১৪ ০০:৩৫640310
  • কলার বড়া।
  • Blank | 69.93.197.34 | ০৯ মে ২০১৪ ০০:৪০640312
  • কিন্তু মামু আমার কোন প্রশ্নের উত্তর দিলো !!
  • pi | 24.139.209.3 | ০৯ মে ২০১৪ ০০:৪০640311
  • না না, চিলি চিকেনের ছোট ভাই। আপনিভ টা রাখবো কিনা এখনো ভেবে দেখিনাই।
  • SC | 160.212.78.162 | ০৯ মে ২০১৪ ০১:১৭640313
  • আমি কিছু রাজনৈতিক Toi ছাড়া বিশেষ লিখি না, কাউকে চিনিও না।
    তাই কিছু লিখতে চাইছিলাম না। কিন্তু এখানে না লিখলে আমার নাম মামলা হতে পারে (জেনেও চুপ করে ছিলাম বলে), তাই লিখে ফেলছি।
    ব্যাপারটা কি বুঝিনি এখনো।
    ব্রতীন বলে একজন ছিল, যা বুঝলাম। এমনিতে ভালই পোস্ট করত, দোষের মধ্যে একটু তিনোমুল ছিল, তো সে যাই হোক।
    হঠাত তার হলো কি? মামলা করবে গুরুর নামে না কি সব বলছে!

    দেখুন মশায়, পাবলিক ফোরাম এ এসেছেন, কিছুটা নিজ দায়িত্বে। কার সামনে কতখানি আপনি নিজের ব্যক্তিগত
    ডিটেল জানাচ্ছেন, নিজ দায়িত্বে।
    বাজারে চায়ের দোকানে কেউ আপনাকে বোকাচোদা বলল, তার দায়িত্ব চা ওলার নয়।
    এইটা আমার বক্তব্য।

    আমি এখানে খুব বেশি আসিনা, তাই ফোরাম এ কি হওয়া উচিত, সেই নিয়ে খুব বেশি বক্তব্য রাখা উচিত না।
    তবে আমি ইন জেনারেল কোনো রকম সেন্সরশিপ, মুছে দেওয়ার বিপক্ষে।
    বরং একটা ডি: ক্লে: ঝুলিয়ে রাখা যেতে পারে বড় করে সাইটে, ওকে ক্লিক করার অপসন ও রাখতে পারেন।
    যে মশায় এখানে কে কি লিখল, তার দায়িত্ব গুরুর কতৃপক্ষের নয়।
    তাহলে আর কেউ মামলা করতে পারবে না।
  • rabaahuta | 172.136.192.1 | ০৯ মে ২০১৪ ০১:৪০640314
  • ঈশানদার এই দস্যু রত্নাকরের মত আহ্বান শুনে ঘাপটি মেরে লুকিয়ে পড়েছিলাম। কিন্তু কিছুই বুঝতে পারছিনা, একদিকে মোকদ্দমার খাঁড়া অন্যদিকে কোর গ্রুপে ঢুকতে পারার ক্ষীণতম সম্ভাবনার ইতি।
    তো আমি আর কিই বা করতে পারি, টিফিন বাক্সের তলায় গোপনে বিড়িটা সিগারেটটা পাচারের চেষ্টা বড়জোর, বা ধরুন ছারপোকার কামড়ে আহত হলে গেট ওয়েল সুন কার্ড, এই সবে কি আর কিছু লাভ হবে? কি জানি।
  • pi | 24.139.209.3 | ০৯ মে ২০১৪ ০৭:২০640315
  • SC, টইপত্তরের পাতার তলায় এটা লেখা আছে।
  • pi | 24.139.209.3 | ০৯ মে ২০১৪ ০৭:২৪640316
  • ভাটিয়ালির তলাতেও।
  • kumu | 52.104.24.57 | ০৯ মে ২০১৪ ০৮:১৪640317
  • কলি থাংকু।ঠিক এই কথাগুলো আমিও লিখেছি আগে।
  • kumu | 52.104.24.57 | ০৯ মে ২০১৪ ০৮:২৮640319
  • কলিকে -৩ নং পাতায় ৭- ১৩ পোষ্ট।

    টিপিনে কি নন ভেজ অ্যালাও করে?এমনিতে পাটিসাপটা,নার্কোল নাড়ু ও ব্রেড পকোড়া ভেবে রেখেচি।
  • kk | 117.3.196.87 | ০৯ মে ২০১৪ ০৮:৩০640320
  • হ্যাঁ কুমুদি, আমি লেখার পরে দেখলাম যে তুমিও লিখেছো। এত এত পোস্ট হয়েছে যে পুরো টই পড়তে প্রচুর সময় লাগলো। তাও খুব খুঁটিয়ে পড়া হলনা। হয়ওনা সবসময়।
  • | ০৯ মে ২০১৪ ০৮:৩৮640321
  • আমি যা দেখলাম টেনেসি জেলটাই সবচে ভাল হবে। আমায় যদি 'গুরুর্লোক' বলে ধরে তাইলে আমি বলব আমায় টেনেসি জেলে পাঠাতে। কলি বেশ স্বাস্থ্যকর সুস্বাদু খাবার দেবে, মাঝেসাঝে লোভনীয় ডেসার্টও দেবে।

    অভ্যু, টিমি আর ব্ল্যাঙ্কি মিলে নাহয় আমাকে টেনেসী পাঠানোর খচ্চাটা দিয়ে দেবে। হাজারো হোক যদ্দিন জেলে থাকবো তদ্দিন তো আর ওদের কান মুলতে যাবো না।
  • kk | 117.3.196.87 | ০৯ মে ২০১৪ ০৮:৪০640322
  • দমুদি :-))
  • kumu | 52.104.24.57 | ০৯ মে ২০১৪ ০৯:০৩640323
  • কলি আমার পোষ্টের সাথে তোমার লেখার অদ্ভুত মিল দেখে ভারী আল্লাদ হোলো তাই তোমাকেও একটু ভাগ দিলাম।

    আর আমিও টেনেসি জেলে যেতে চাই।এমনকি এক পিঠের ভাড়াও নিজে দেব।
  • aka | 34.96.239.132 | ০৯ মে ২০১৪ ০৯:১৩640324
  • কেকে এবং কুমুদিকে সোমনাথের একটি পোস্ট পড়ে দেখতে অনুরোধ করব।

    ব্রতীনের এই আইন আদালতের থ্রেটের যেমন মানে হয় না তেমন সবাই মিলে এগুলোরও কোন মানে নেই। অল হোয়াট ওয়াজ নিডেড লিটল সেন্সিটিভিটি। তার বদলে এখন যেটা হচ্ছে লেঃ শালা দ্যাখ কেমন লাগে। তোমরা করেছ বলছি না। কিন্তু তাই হচ্ছে, আইন দেখিয়েছিস লেঃ ।

    এটা স্বগতোক্তিঃ যত ভাবি চুপ করে থাকব। ভগমান কপালে দেননি।
  • kk | 117.3.196.87 | ০৯ মে ২০১৪ ০৯:২৪640325
  • না, ব্রতীনের যে খারাপ লেগেছে তাকে কখনোই ছোট করে দেখছিনা, সেকথা বলেওছি। আগে ভাটেও বলেছিলাম, দু একবার।

    ঐ চুপ করে থাকা মানেই অন্যদের কাছে ভালো থাকতে চাওয়া আর সেটা অপরাধ এই জাতীয় কথা না উঠলে এখানে এত কথা লিখতামওনা। না লিখলে ব্রতীন আরোই ভুল বুঝছে বলেই লেখা।

    এনিওয়ে, নিজের পোস্ট জাস্টিফাই করে আরো লেখার কিছু নেই। আকা, আমার নাম নিয়ে বললে বলেই এই পোস্টটা লিখলাম।
  • dd | 132.171.105.224 | ০৯ মে ২০১৪ ০৯:৩১640326
  • নাঃ। আকার যুক্তি পেটে সইলো না।

    এই বিশাল ভাট সমুদ্র আর টইসাগোরে কার কখন কোন কথায় দুঃখো লাগলো,অমনি বাকী সবাইকেই তুল্যমুল্য বিচারে নিক্তি নিয়ে বসে রিঅ্যাক্ট কত্তে হবে না কি? আমি নেই।

    টাইম নেই, চোখ এড়িয়ে গ্যাচে.... ও সব নয়। যেটায় ইচ্ছে রিঅ্যাক্ট করবো,ইচ্ছে না হলে কোরবো না।সবাইকেই কি ২৪x৭ নিরপেক্ষ জ্যাঠার জামা পড়ে থাকতে হবে না কি? ডেমোনস্ট্রেটেব্লি অ্যান্ড অল দা টাইম ?
  • সিকি | 131.241.127.1 | ০৯ মে ২০১৪ ০৯:৩৪640327
  • খবদ্দার কেকের কথায় নেচে টেনেসী জেলে যাবেন্না। কেকে হেব্বি ক্যালোরি কনসাস, তেল ছাড়া পাটিসাপটা, ঘি ছাড়া আলুভাজা, আর মাখন ছাড়া ডেসার্ট খাওয়াবে। ক্যালোরিমিটারে ক্যালকুলেট কত্তে কত্তে রান্না করবে। কয়েদীর এম্নিই শরীর ভেঙে যাবে। দমুকে দেখে আর গুরগাঁওয়ের ষাঁড়েরা ভয় পাবে না। ইশানকে দেখতে আজিজুল হকের মতম হয়ে যাবে।
  • aka | 34.96.239.132 | ০৯ মে ২০১৪ ০৯:৩৫640328
  • কেকে সেটা বুঝেছি। ব্রতীন এই কোর্সেব্প্রচূর ভুল বকেছে। কিন্তু ইকুয়ালি ইন্সেন্টিভ বিহেভিয়ারও পেয়েছে। তোমাদের নাম করে বললাম সেফ বেট বলে। ঃ)))

    মোদ্দা কথা রেজিস্টার করি এই সবাই মিলে এই ইয়ার্কি ঠাট্টা গ্যাঙ্গিং আপ এগেইন্স্ট ওয়ান মনে হচ্ছে। এবারে বাকিটা সবাই অ্যাডাল্ট।
  • সিকি | 131.241.127.1 | ০৯ মে ২০১৪ ০৯:৩৭640330
  • আকার সঙ্গে স্লাইট ঙ হলাম। লেঃ শালা দ্যাখ কেমন লাগে অ্যাটিটিউড নয়। মূল ব্যাপারটা হচ্ছে খিল্লি, আগে এমেমও উল্লেখ করেছেন। খিল্লি আমাদের জীবনের অঙ্গ। চূড়ান্ত সিরিয়াস গুরুগম্ভীর বিষয় নিয়েও আমরা খিল্লি করে থাকি। এটাই গুরুচণ্ডালির ইউএসপি। তাই বলে খিল্লির মাধ্যমে কেউ কাউকে নিচু করার চেষ্টা করি না।

    অ্যান্ড আই অ্যাম প্রাউড অফ দিস খিল্লি কালচার। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন