এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৭৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rabaahuta | 172.136.42.1 | ০৮ মে ২০১৪ ০১:২১640198
  • জ্ঞ = j`N
  • Arpan | 125.118.104.109 | ০৮ মে ২০১৪ ০১:২১640197
  • j`N = জ্ঞ
  • Rana | 131.241.218.132 | ০৮ মে ২০১৪ ০১:২৩640200
  • আমি কি না `Nj লিখছিলুম।

    ঈশানদা, আপনার বিরুদ্ধে মনে হয় কিছুই হবে না। যিনি টই খুলেছেন, তাঁর বিরুদ্ধে মানহানির মোকোদ্দমা হতে পারে।

    তবে এর প্রয়োজন হবে না বলেই আমার বিশ্বাস।
  • Rana | 131.241.218.132 | ০৮ মে ২০১৪ ০১:২৫640201
  • যথা, সাম্প্রতিক উদাহরনে অম্বিকেশই ফাঁসিয়াছেন, জুকেরবার্গ তো নয়। ঃ)
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০১:৩৫640202
  • বিশ্বাস অবিশ্বাসের গপ্পোই নেই। আমার ঝামেল আমি হ্যান্ডলও করতে পারি। জানার বিষয় একটাই। জনগণ মতামত দিয়েই খালাস, না তার কনসিকোয়েন্স নিতেও রাজি আছে। তার উপর অনেক কিছু নির্ভর করছে, যে, এই ফোরাম সম্পর্কে কী ধরণের অ্যাটিটিউড নেব।

    যেমন ধরা যাক, এই রানা, ফোরাম কী হবে এই নিয়ে অনেক তত্ত্বকথা লিখছে। ফোরাম তার পছন্দমতো করার ঝমেলায় সে কী অংশীদার হতে রাজি আছে? তার উপর নির্ভর করবে, আমি তার কথায় কতটা গুরুত্ব দেব। এই আর কি।
  • Arpan | 125.118.104.109 | ০৮ মে ২০১৪ ০১:৪৭640203
  • আমি নিজের কথাটা বলতে পারি। যেহেতু আমি কী ধরণের সাপোর্ট চাই সেটা জিগ্যেস করেছি, সেইজন্য আমার বর্তমান অবস্থানটা (মোটের ওপর) জানিয়ে দেওয়া উচিত।

    প্রথমত, স্বেচ্ছামূলক কাজকর্ম গুরুর জন্য করতে আমি সর্বদাই রাজি, ছিলাম এবং আছি। তবে এখানে সাধ্যের একটি ব্যপার আছে। সাধ্যের মধ্যে সময় এবং পারদর্শিতা (গোদা বাংলায় যাকে ব্যান্ডউইডথ এবং সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিজ বলে) এই দুটোরই সম্যক অভাব এই মুহূর্তে আছে বলে আমার মনে হয়। তাছাড়া আমি কলকাতাতেও থাকি না, থাকলে হয়ত আমার তরফে অংশগ্রহণ আরো ইতিবাচক হত। দুম করে হ্যাঁ বলে দেবার সময় এইটা মাথায় রাখতে হবে।

    কিন্তু এর সাথে আরো একটি ব্যপার আছে। ঈশান হয়ত লক্ষ করে থাকবে নীতিগতভাবে টই বা পোস্ট ডিলিট/হাইড করার বিরোধী হয়েও আমি বোতিনের টই ডিলিট/হাইড করার কথা প্রথম দিন থেকে বলে আসছি। কারণটা আর কিছুই না, আমি মনে করি জাস্ট কন্সিস্টেন্সির কারণেই হার্মাদ এবং বোতিন - এই দুটো টইয়েরই একই ট্রিটমেন্ট প্রাপ্য, গুরুর মডারেটরের তরফে। হ্যাঁ, দুটো টইয়ের মধ্যে বেশ কিছুটা সাযুজ্য আছে বলেই সেটা মনে করি (সেগুলো কী কী সে নিয়ে আমি আর বিশদ আলোচনায় গেলাম না, কারণ অনেকেই সেগুলো এখানে অনেকবার বলে দিয়েছে) এবং এও মনে করি গুরুর কাছে এইটুকু চাওয়া ফেয়ার এক্সপেক্টেশন। থাকলে দুটো টইই দৃশ্যমান থাকুক, না থাকলে কোনটাই নয়।

    ঈশান যেটা লিখেছে, সাবজেক্টিভ জাজমেন্টের কথা, সেটা অবশ্যই ভ্যালিড পয়েন্ট এবং তাকে সম্মান করিও। কিন্তু যেহেতু এটা দিনের শেষে মডারেটর ঈশানেরই সিদ্ধান্ত এবং আমার দাবি বা অবস্থানের সাথে মিলছে না, কাজেই এই মুহূর্তে আমিও এই পরিস্থিতিতে গুরু বা তার মডারেটরকে কোনরূপ সহায়তার আশ্বাস আমার তরফ থেকে দিতে পারছি না। এই ইস্যুতে।

    আশা করি ঈশান আমার অবস্থানটা বুঝতে পারবে। মূলত নীতিগত। কিন্তু এটাই আমার বর্তমান অবস্থান। যতদিন না মত পাল্টানোর মত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ততদিন আমার অবস্থান একই থাকবে।

    এর বেশি এই মুহূর্তে আমার কিছুই বলার নেই। তবে হ্যাঁ, আরো ডেটা পয়েন্ট সামনে এলে, পরিবর্তিত পরিস্থিতিতে আরো কিছু বা অন্য কিছু বলার থাকতেই পারে।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০১:৫৫640204
  • বেশ তো। তক্কে যাবনা। আর কেউ? :-)
  • riddhi | 117.217.133.50 | ০৮ মে ২০১৪ ০২:১১640205
  • আমি ঈশানদার সাথে আছি। যদ্দুর পারি সাহায্য করব।

    আমি ব্রতীনদার ক্ষোভ টা সাপোর্ট করি, খুব বাংলা করে বুঝিয়েছিলাম। এমনকি আমি আজকেই বলেছিলাম,যোগ্য রিটর্ট করতে। সেখানে ব্রতীন দা আইন দেখাল।
  • pinaki | 93.180.243.109 | ০৮ মে ২০১৪ ০২:২৩640206
  • ব্রতীনের সুবুদ্ধি ফিরিয়ে, ম্যাচুরিটি বাড়িয়ে, সেন্সিটিভিটি কমিয়ে এই মামলা হওয়া অব্দি না গড়ানোর জন্য উদ্যোগী হতে পারি। ;-)

    মামলা চালাতে টাকাপয়সা দিয়ে সাহায্য করতে পারি।
  • Blank | 69.93.245.212 | ০৮ মে ২০১৪ ০২:৩০640208
  • যা বুঝলাম গুরুচন্ডালী সাইট ভারতের সাইট নয়। এর ওনারের কনট্যাক্ট ও ভারতে নেই। ভারতের কোনো সার্ভারে হোস্টেড নয়।
    সেক্ষেত্রে আদৌ গুরু ওনার কি ভারতের কোর্টে নিজেকে ডিফেন্ড করতে আগ্রহী।
  • Ekak | 24.99.101.10 | ০৮ মে ২০১৪ ০৩:০১640209
  • "ফোরাম পছন্দ মত করার ঝামেলা " সংক্রান্ত

    আমি আগেও বলেছি যে আগের তই টা মোছা থেকেই "কন্সিস্তেন্সির অভাব " জনিত ইম্প্রেসনের সৃষ্টি । সেটা এড়াবার জন্যে এডমিন কোনো তই উড়াবে না এই সিদ্ধান্তেই অনড় থাকা এবং সেরকম যা যা একটিভিটি রিভাইস করা সম্ভব করতে হবে ,যেমন ইনভিসিবল বা উড়ে যাওয়া তই ফিরিয়ে আনা ।

    কিন্তু এটা বলার পর এবং আজকে কিছু অপ্রীতিকর তই এর আবার ভেসে ওঠা /ভাসিয়ে তোলা থেকে আমার মনে হয় একটা পাবলিক কনসেনসাস বেসড কন্ট্রোল থাকা দরকার । এরকম তো নয় যে ব্রতীন কে চাট্টি বাজে কথা কেও বলেছে সেটা আমি বা আমরা এনজয় করছিলুম ।খারাপ লেগেছে কিন্তু একশন ঠিক করা নিয়ে দ্বিমত আছি । ব্যাপারটা ভেবেই আমি থাম্বস আপ -ডাউন সংক্রান্ত আলোচনা টা উত্থাপন করি । আমার মনে হয় অতি একটা পথ যাতে পাবলিকের হাতে পাওয়ার তুলে দেওয়া যায় যাতে অপছন্দের তই তে পোস্টিং ব্লক হয়ে যাবে এবং সেটা নিজেই ডুবে যাবে । একটা গণতান্ত্রিক পদ্ধতি । এটা বলার আরেকটা কারন সম্পাদক কে ভবিষ্যতে আইন -আইনের ফাঁক -আইন পাল্টানো -তই হায়দ করা এসব নিয়ে ভাবতে হবেনা । সত্যি যদি বিশ্বাস কর কালেকটিভ শুভবুধ্ধি বলে কিছু হয় তবে কালেকটিভ হাতেই ছেড়ে দাও । আর এটা নতুন কিছুও নয় । প্রচুর ফোরাম এভাবে চলে ।

    এখন খেয়াল করে দেখলুম ঈশান কিছু জায়গায় বলেছে গুরুচন্ডালি কোনো পঞ্চায়েত নয় বা ভোটিং এখানে সম্ভব না । এটা কেন -কোন এংল থেকে বলেছে জানি না । তবে আমার কাছে বার্তা পৌছেছে যে ভোটিং রাইটস দিয়ে পুরোটাই পাবলিক এর হাতে তুলে দেওয়ার মডেল চাইছেনা । সেক্ষেত্রে এই মডেল বারংবার বলা বা কীভাবে সেটা সম্ভব ত়া টেকনিকালি ব্যাখ্যা করা অপ্রয়োজনীয় ।
    তবে যদি সেভাবে করতে চায় তাহলে যাবতীয় তথ্য ও ধারণা দিতে পারি । শুধু ধারণা নয় , EULA কীভাবে বানাতে হয় , রেজিস্ট্রেশন মডেলের আইনি ব্যাপার যতটুকু জানি বা জেনে জানাতে পারি । সাইবার ল্য তে যুক্ত যারা আছে তাদের সঙ্গে কথা বলে-বলিয়ে একটা ফুল প্রুফ জিনিস খাড়া করায় সাহায্য করতে পারি । সেইভাবে এগিয়ে তারপরেও ঝ্য়াম লাগলে পাশে তো আছি ই ।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০৩:২৫640210
  • কনসিস্টেন্সি সংক্রান্ত দাবীটি মেনে নেওয়া হয়েছে তো। একক, অর্পণ ও আরও অনেকের। আলোচনার পরে।
  • i | 147.157.8.253 | ০৮ মে ২০১৪ ০৩:২৭640211
  • সিরিয়াসলি মামলা মোকদ্দমা হচ্ছে নাকি?
    আমি কিছুই না মোছার পক্ষে বলেছিলাম। সেখানেই আছি। নানা অসংগতি আছে এইটা দেখতে পাচ্ছি। সেটা পীড়া দিচ্ছে না তাও নয়।তবু না মোছার পক্ষেই আছি।আগের সব মোছা টই,পোস্ট ফিরে এলে সংগতি রক্ষা হয়।

    সত্যি মামলা হলে ( ভাবতে হাসি পাচ্ছে, সরি), টাকাপয়সার ব্যাপারে কন্ট্রিবিউট অবশ্যই করব। আর কি করব জানি না। মানে কি করতে হয়? সাক্ষী টাক্ষী দিতে হয়? জেলে দেখা করতে যেতে হবে? টিপিন নিয়ে?

    ব কে বোঝানোর কথা আমিও ভেবেছি। কিন্তু সত্যি, অসঙ্গতি আছে। প্রেক্ষিত আলাদা। কিন্তু অত সূক্ষ্ম যুক্তি বহুসময় স্বাভাবিকভাবেই মানুষ মানতে চায় না।

    আর কিছু করার থাকলে বলবেন।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০৩:৩১640212
  • হচ্ছে কিনা আমি জানিনা। পাবলিক ফোরামে লোকে করবে বলছে, আমি সিরিয়াসলিই নিয়েছি, এবং হলে তৈরি আছি, এই অবধি। তবে টিপিন নিয়ে যাওয়াটা হেবি লাগল। গরাদের এদিক থেকে টিটিদিদি বলছে, ঈশান তোমার জন্য মালপোয়া এনেছি। :-)
  • Rana | 127.194.192.122 | ০৮ মে ২০১৪ ০৩:৩৩640213
  • ঈশানদা,

    ঠিক কি কি রকমের ঝামেলা ও কি কি সাহায্য দরকার তা না জেনে সত্যিই কিছু বলতে পারছিনা। আর আপনি যখন গত প্রায় দশ বছর ধরে সাইটটা টেনে নিয়ে যাচ্ছেন, তখন আমি একদম নিশ্চিত, আপনি অন্তত আমার সাহায্যের ভরসাতে নেই। এমনকি এটাও ভালো ভাবেই জানা যে আমার কথাতে আপনি কেন, এই ফোরামের শতকরা নব্বই জনই গুরুত্ব দেবে না।

    তবে গত আঠেরো পাতা ধরে তো জনগনের তত্ত্বকথাই চলছে। A mixed bag of opinions। যা থেকে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসা সম্ভব কি না জানি না।আমি আমার মতামত জানিয়েছি, আমার জানানো উচিত মনে করে।

    সেক্ষেত্রে এটা জনগনের মতামতের টই না করে, অ্যাডমিন নিজেই একটা সিদ্ধান্ত নিতে পারতেন, বা একটা টীম তৈরী করে (যাঁদের মতামত আপনি গুরুত্বপূর্ণ মনে করেন) তাদের সকলের মতামত নিয়ে একটা নির্দেশিকাবলী বানাতে পারতেন। গোটা ব্যাপারটাকে গনতান্ত্রিক রূপ দেওয়ার দরকারই ছিলোনা।

    আপনার মেল আইডি দেবেন, আমার নম্বর দিয়ে দেবো। কিছু প্রয়োজন হলে জানাবেন। যথাসাধ্য সাহায্যের চেষ্টা নিশ্চয়ই করবো।
  • | ০৮ মে ২০১৪ ০৮:১৩640214
  • টিপিন নিয়ে? :-)))

    ব্ল্যাঙ্কি একটা মোক্ষম কথা বলে গেছে।

    হ্যাঁ ঈশান আছি।

    এই যে সিদ্ধান্ত হল লুকানো টই ফিরিয়ে আনা হবে, আমার মতে সেটা ঝটপট করে ফেলাই ভাল, যাকে বলে ASAP।
    আর কিছু টইতে মন্তব্য করার অপশানও বন্ধ করা দরকার ঐ জরুরী ভিত্তিতে।
  • ঈশান | ০৮ মে ২০১৪ ০৮:১৫640215
  • টই ফিরিয়ে আনা আগেই হয়ে গেছে তো।
  • Ekak | 24.99.15.168 | ০৮ মে ২০১৪ ০৮:১৮640216
  • পোস্টিং অপশন ব্লক করে ?
  • | ০৮ মে ২০১৪ ০৮:২৪640217
  • গ্রেট। থ্যাঙ্কু।
  • JAW | 146.153.22.6 | ০৮ মে ২০১৪ ০৮:৩৬640219
  • আমার না আছে কোন গুণ, না দক্ষতা (skill), না কিছু। তবে গুরুর বিরূদ্ধে মামলা হলে গুরুর ফান্ডে অবশ্যই টাকা দেব। সেটাও তো এক ধরণের সাহায্য, নয় কি? এতদিন ফ্রীতে নুন খেয়েছি (পড়েছি), অবশ্যই গুরুর সাথে আছি।
    ইমেলে আগেই জানিয়েছি, পাবলিকলি মরাল সাপোর্ট জানাতে এখন।
    জয় গুরু!
  • DS | 106.47.226.22 | ০৮ মে ২০১৪ ০৮:৪৫640220
  • আমার মনে হয় ওয়ান্স এ হার্মাদ টই ফিরিয়ে আনার পর, (কোনো পোস্ট না মুছে) ব্রতীন দাসের নামে খোলা টই মোছার দাবি আর থাকে না। কারণ আর কোনো প্রিসিডেন্স থাকছে না যে কাউকে ব্যক্তি আক্রমণ করে খোলা টই ডিলিট হয়েছে, বা ফেসবুক মন্তব্য কপি করার জন্য কোনো টই ডিলিট হয়েছে।

    আর যে ডিলিটের নিদর্শন সাইটে রয়ে গেল, তা বেসিকালি কেউ নিজের সম্পর্কে বেশি পার্সোনাল তথ্য লিখে ফেলে ভুল স্বীকার করে নিজেরই পোস্ট বা টই মুছে দিতে রিকোয়েস্ট করেছেন। সেটা ব্রতীন দাসের নামে খোলা টই এর সাথে কম্পেয়ারেবল নয়। অথবা এমন এক্সপ্লিসীট খিস্তি দেওয়া মন্তব্য ওড়ানো হয়েছে যেগুলো একটা ওপেন ফোরামে থাকার শ্লীলতার পরিপন্থী।

    মনে হয় ব্যপারটা মিটে গেছে। হ্যান্ডশেক ও মশল্লা বিনিময়টুকু বাকি শুধু।
  • kumu | 52.104.26.86 | ০৮ মে ২০১৪ ০৯:০১640221
  • কী ধরণের সাহায্য চাই জানা নেই।যথাসাধ্য অবশ্যই করব গুরুর জন্য।আর তিহার জেল হলে টিপিনও নিয়ে যাব/পাঠিয়ে দেব।
  • kumu | 52.104.26.86 | ০৮ মে ২০১৪ ০৯:০৪640222
  • সিএম একটু বুঝিয়ে দিন প্লীজ।
    ডিএস,আমার মনে হয় না তা হবে।
  • byaang | 122.79.36.139 | ০৮ মে ২০১৪ ০৯:২৫640223
  • অম্নি দিল্লিকে টেনে খেলানোর চক্রান্ত শুরু হয়েছে। কেন? কেন? বলি আমাদের লুরুতে কি জেল নেই? নাকি তার কাছে মাভাল্লি টিপিন রুম নাই? সেখান থেকে বিসিবেলেবাথ নিয়ে যেতে কতক্ষণ? আসেন আসেন আমাদের লুরুর জেলে আসেন। খুব ঠান্ডা, আরাম। এসি লাগে না। পাথরের মেঝে, ইঁদুর নাই। গণেশচতুর্থীর সময় রোজ কয়েদীদের মাইসোরপাক খাওয়ায়। আইসেন আইসেন, আর দেরি কইরেন না। শুক্কুরবার শুক্কুরবার টিপিন নিয়ে দেখা করে একটা সিন্মা দেখে বাড়ি ফিরুম। মাক্কালি।
  • | ০৮ মে ২০১৪ ০৯:৪২640224
  • এই যে ব্যাঙ আর কুমু,
    অত নাপিয়ো নি। ব্ল্যাঙ্কির পোস্তোটা মন দিয়ে পড়ো এবং অনুধাবন কর।
    আর এই ব্যাঙটা যে কি পরিমাণ অনড্বান সে আর কি বলব!! বিসিবেলেবাথ নিয়ে যাবে ঈশানের জন্য!!
  • Abhyu | 86.164.62.98 | ০৮ মে ২০১৪ ০৯:৪৯640225
  • বুনুকে দুদুভাতু করে দাও, নইলে কুমুদি-ব্যাংদির প্ল্যান খাটবে না। আমার প্রশ্ন হল, লাইভ আপডেট পাওয়া যাবে? টিপিন কারি দেখে ঈশানদা কি বলল, খাবার পরে মুখশুদ্ধি চাইল কিনা ইত্যাদি?
  • Abhyu | 86.164.62.98 | ০৮ মে ২০১৪ ০৯:৫০640226
  • ঈশানদা নিজের জিমেল দ্যাখো।
  • dd | 132.171.73.140 | ০৮ মে ২০১৪ ০৯:৫৩640227
  • ও বাব্বা,ও বাব্বা। গুচ তাইলে একটি সাক্ষাত এম এন সি? লাইক ওয়ালমার্ট। এ ভাবেই একদিন আবাপ টাবাপ সুদ্দু সমস্ত দিশি পত্র পত্রিকাকে গিলে খাবার ষড়যন্ত্রো?

    ও আমার ঠাকুর।
  • Arpan | 125.118.151.78 | ০৮ মে ২০১৪ ০৯:৫৫640230
  • টই ফিরিয়ে আনার জন্য ঈশানকে লালে লাল লাল সেলাম। ঃ)

    তো, এই পরিবর্তিত প্রেক্ষিতে আইনি মোকদ্দমা ঘটিত পরিস্থিতিতে কীভাবে গুরুর পাশে থাকব সেই নিয়ে সুচিন্তিত মতামত আজকে রাতেই জানাচ্ছি। আপিসে গুরু ব্লকড, আর মোবাইল থেকে বড় পোস্ট করা মুশকিল হি নাহি, না মুমকিন হ্যায়।
  • b | 135.20.82.164 | ০৮ মে ২০১৪ ০৯:৫৫640228
  • তাহলে কি সম্পাদক-মশায় গান গাইবেন?
    (ডিঃ কঠিন হেঁয়ালী
    হিন্টঃ আগের একটি পোস্ট পড়ুন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন