এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৯৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • নেতাই | 131.241.98.225 | ০৬ মে ২০১৪ ১০:৫৬639998
  • যাষ্ট তথ্য হিসাবে বললাম।
  • s | 182.0.249.87 | ০৬ মে ২০১৪ ১২:২৫639999
  • সোমনাথ ওনার পোস্টে একাধিকবার রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলেছেন। কৌতুহল, সত্যই কি রাজনৈতিক প্রেক্ষাপটের উল্লেখযোগ্য ভুমিকা আছে এই বাওয়ালে?
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৪:২১640000
  • আছে। ব্রতীন যদি কোনো রাজনৈতিক পার্টির লোক হতো - এসে যেত বৈকি! ঐ টই তখন ওড়ানো হোতো।
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৪:৩৫640001
  • সেদি, তাহলে পিটিদার টইটা উড়লো না কেন ?
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৪:৪৩640002
  • facebook এর message সেখানে copy paste হয়েছিলো কি?
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৪:৪৯640003
  • না, টই ডিলিট হবার দাবি তো তার আগে থেকেই। সেজন্যেই তো ব্রতীন্দা বেরিয়ে যাবে বললো। এবং তখনই এই অভিযোগটা ওঠে, বিশেষ কিছু লোকজন, ঐ কোর গ্রুপ ইঃ তাদের জন্য আলাদা নিয়ম।
    সেই অভিযোগ যে দাঁড়ায় না, সেটা তো মানবে ?
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৪:৫৪640004
  • পাই
    উল্লিখিত থ্রেডের প্রথম কয়েকটি পোস্ট দেখে নিও। কল্লোল প্রথম ব্যক্তি যিনি বলেন টই ওড়ানোর বিপক্ষে।
  • de | 69.185.236.53 | ০৬ মে ২০১৪ ১৪:৫৭640005
  • ওমনাথের পোস্ট পড়লাম এতোক্ষণে। একটা বড় ধন্যযোগ ওর প্রাপ্য। ভাসা ভাসা কিছু জানতাম এর মধ্যে। এতো ডিটেল্স ডেস্ক্রিপশনে অ্যাডমিনের স্ট্র্যাটেজি নিয়ে লেখা পোস্ট সাম্প্রতিককালে চোখে পড়েনি।

    আইপিমাস্কিং প্রসঙ্গে -- আর একটু নন-ট্রিভিয়াল করা যায় না মাস্কিংটা? এখানে লেখা এবং আলোচনায় অংশগ্রহণ যেন কারো ব্যক্তিগত ক্ষতির কারণ না হয় সেটা দেখলে আরো মেম্বার বাড়বে গুরুর। তাছাড়া ওমনাথ বলার পরেই ভেবে দেখলাম - অনেক সময়েই ব্যক্তিগত অনেক কিছুই ক্যজুয়ালি আড্ডা মারার মতো করেই বলে/লিখে ফেলি। এটাও বোধহয় করা উচিত নয়!

    রাজনৈতিক পক্ষাবলম্বন করে গুরুর ফোরামে কিছু লিখে ফেলা এবং তার সূত্র ধরে ব্যক্তিগত অসুবিধার শিকার হওয়া - এটা বোতীন ছাড়া আর কারো সাথে কি হয়েছে? আমি জানতে উৎসাহী। তাহলে অনেক বেশী সতর্ক হয়ে মতপ্রকাশ করতেন অনেকে, যেটা কিন্তু হতে দেখি না!

    আর পরিশেষে - ওমনাথের আইপি কোন মন্ত্রে দেখা যায় না, রিদ্ধির মতো আমিও সেই মন্ত্র জানতে চাই!
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৫:০১640009
  • এমেমদি, তার সাথে বিশেষ কোন রাজনৈতিক দল বা গ্রুপের সদস্যদের প্রেফারেন্শিয়াল ট্রিটমেন্ট দেবার ইনিশিয়াল অভিযোগের সম্পর্ক নেই বোধহয়। আমি সেদির সাথে সেটা নিয়ে কথা বলছিলাম।
  • de | 69.185.236.53 | ০৬ মে ২০১৪ ১৫:০১640008
  • ওমনাথের প্রত্যেকটা পয়েন্ট আমার ভ্যালিড বলে মনে হয়েছে। পারস্পরিক আলোচনার ভিত্তিতে যদি মামু বা পাই এই নিয়ে সামগ্রিক না হলেও সংখ্যাগুরুর সহমতে পৌঁছতে পারে তাহলে সেটাও একটা কাজের কাজ হবে।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৫:০১640006
  • সেটা একটা পয়েন্ট। কিন্তু ক্ষমতা ব্যাপারটা বড়ো রোল প্লে করে। আমি নিজেও কিছু লোকের কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছি - কোনো প্রতিবাদ তেমন হয় নি। ঐ একই কাজ ক্ষমতাবান কারুকে করা যেত কি? যেত না।
    তাছাড়া একটা ভ্যালিড পয়েন্ট দেখলাম আলোচিত হয়েছে। আইপি অ্যাড্রেস ধরে ধরে লোকের ব্যক্তিগত তথ্য জেনে নেবার উপায়, বাঁদিকেরটা থেকে দশ বিয়োগ করে আসল আইপি চিনে নেয়া। তারপরে তার লোকেশান ট্র্যাক করা, তার এম্‌প্লয়ার জেনে ফেলা, তারপরে "অপছন্দের" মন্তব্য হলেই, ভয় দেখানো। এই করব, ঐ করব। তাহলে এখন যারা ব্রতীনের বিরুদ্ধে লিখেছে, কই তাদের তো এরকম ভয় দেখানো বা কি মশাই আপনি বুঝি অমুক কোম্পানীতে চাকরি করেন? "মায়না" কেমন দেয়? এসব তো কেউ বলছে না।
  • de | 69.185.236.53 | ০৬ মে ২০১৪ ১৫:০৫640010
  • আরেকটা ব্যাপার, বোতীনের ফেবু পেজ থেকে গুরুর লোকেদের অনুপস্থিতিতে তাদের সম্পর্কে করা কুমন্তব্য পোস্ট করা হয়েছিল। আগের ওড়া টইতেও কি ফেবুপেজের পোস্টিং-কনটেন্ট একই ছিলো?
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৫:১৪640011
  • ওকে পাই।
  • hu | 188.91.253.21 | ০৬ মে ২০১৪ ১৫:১৯640012
  • "তারপরে তার লোকেশান ট্র্যাক করা, তার এম্‌প্লয়ার জেনে ফেলা, তারপরে "অপছন্দের" মন্তব্য হলেই, ভয় দেখানো। এই করব, ঐ করব।"

    এম্প্লয়ার জেনে ভয় দেখানো হয়েছে নাকি গুরুতে?
  • de | 69.185.236.53 | ০৬ মে ২০১৪ ১৫:২০640013
  • এটা শুনে আমিও ভয় পেয়ে গেলাম তো!
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৫:২২640015
  • হয়েছে তো। "মায়না" কেমন দেয়, জিগানো হয়েছে।
  • kumu | 52.104.24.11 | ০৬ মে ২০১৪ ১৫:২২640014
  • এমপ্লয়ার জেনে ভয় দেখানো,মায়্না জিগানো ইত্যাদি হয়েছে নাকি গুরুতে?
  • cb | 127.194.75.15 | ০৬ মে ২০১৪ ১৫:২৩640016
  • এনিওয়ে , অস্বস্তি বোধ করছি, আশাকরি এই রকম কিছু হয় নি এখনো
  • cb | 127.194.75.15 | ০৬ মে ২০১৪ ১৫:২৫640017
  • হুমম, হলে অনুচিত।
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৫:২৭640019
  • এটা একেবারেই আমার ব্যক্তিগত বক্তব্য, আইপি প্রকাশ পাওয়া নিয়ে। আমি গুরুরও আগে অর্কুটে রাজনৈতিক তর্কবিতর্ক করে অভ্যস্ত। সেখানে নিজের প্রোফাইল থেকেই লিখতাম, মানে কোন ফেক প্রোফাইল ব্যবহার করে নয়। ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়েই বলি। আমার ব্যক্তিগত অনেক কিছু নিয়েই টানাটানি হয়েছে, বিশেষ দলের সমর্থক দ্বারা, তবে সে প্র্যাকটিস নিয়ে অন্যেরা, এমনকি সেই দলের সমর্থকেরাই আপত্তি তুলেছেন। একটা পাব্লিক ফোরামে এভাবেই একটা প্র্যাকটিস গড়ে ওঠে, ব্যক্তি আক্রমণ, কুৎসা, গালিগালাজ না করার। সেগুলো সেখানে খুব সফল হয়েছিল বলব না, কিন্তু গুরুর সাইটের ক্ষেত্রে অনেকটাই সফল বলে মনে হয়। একটা সেল্ফ মডারেশন, অটোকারেকশনের ফ্যাক্টর কাজ করে বলে মনে হয়েছে। এবারে এখানে প্রোফাইল নেই বলে ব্যক্তি পরিচয় কম জানা যায়, নাকি আইপি ডিস্প্লে হয় বলে ব্যক্তি পরিচয় বেশি জানা যায়, আর তার জন্য এখানে ব্যক্তি আক্রমণ তুলনায় কম বা বেশি হয় কিনা, তা নিয়ে আমি কিছুটা ধন্দে।আমার ধারণা কম হয়। আর সেটা প্রোফাইল গত পরিচয় প্রকাশ না পাবার জন্য যতটা, তার চেয়েও বেশি লোকজননের এবিষয়ে সচেতনতা, সংযম, প্রাপ্তবয়স্কসুলভ আচরণ, সদিচ্ছা, এগুলোই বেশি কাজ করে বলে মনে হয়। ব্যতিক্রম মাঝে মাঝেই হয়, কিন্তু সেটা নিয়ে আপত্তিই তোলা উচিত ( তোলা হয়ও ), সেই 'জুজু'র ভয়ে আমাদের পরিচয় প্রকাশ করবো না, ব্যক্তিগত ইনফো দেব না , বা না দেবার একটা গ্রাউণ্ড তৈরি হবে, এটা ঠিক লাগেনা।

    আমার ব্যক্তিগতভাবে কোন বক্তব্যই স্বনামে বলতে অসুবিধে নেই। বাস্তব জগতে মুখোমুখি তর্ক করলে , আলোচনা করলেও তো আর মুখোশ পরে করতাম না। সেটা রাজনৈতিক বক্তব্য হলেও। যেটা বলবো, সেটার দায়িত্ব নিতেই পছন্দ করবো। বাস্তব জগতেও রাজনৈতিক কোন বক্তব্য রাখতে গেলে, সভা সমিতি কি মিটিং মিছিলে গেলে লোকজন তো মুখোশ পরে যায়না ! আমি নেট জগতটাকে তার থেকে খুব আলাদা হিসেবে কেন দেখবো, সেটা নিয়েও ধন্দে। এমনকি অর্কুট , ফেসউক থেকেও তো প্রচুর লোকজন রাজনৈতিক ফোরামগুলিতে স্বনামে, স্ব প্রোফাইল থেকেই বক্তব্য রাখছেন! তবে এ সবই আমার ব্যক্তিগত অভিমত। অন্য অনেকেরই অন্য অভিমত থাকতে পারে। ফেসবুক গ্রুপে প্রচুর লোকের সাথে ইন্টার‌্যাকশন বাবদ এটাও জানি যে অনেক লোকেরি আইপি প্রকাশের ভয়ে সাইটে লিখতে চান না। আর কোন কারণ নেই।
    যাই হোক, এই নিয়ে নানামুনির নানা মত হবে। বিতর্ক চলুক।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৫:৩৩640020
  • ব্রতীন কি কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে লিখেছে? কই দেখিনি তো!
    ও বরং সিপিয়েম বিরোধী মন্তব্য করেছে। তার মানেই কী করে ধরে নেয়া হচ্ছে যে ও কোনো রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন করে লিখেছে? দুটো কি এক জিনিস? একেবারেই নয়।
    ওকে বরং জোর করে তৃণমূল তকমা লাগানোর চেষ্টা দেখেছি।
  • de | 69.185.236.53 | ০৬ মে ২০১৪ ১৫:৩৭640022
  • "রাজনৈতিক পক্ষাবলম্বন" ইস নট ইকুইভ্যালেন্ট টু "রাজনৈতিক দলের পক্ষ অবলম্বন" -- এটুকুই!
  • hu | 188.91.253.21 | ০৬ মে ২০১৪ ১৫:৩৭640021
  • আবার জানতে চাইছি, এম্প্লয়ার জেনে ভয় দেখানো হয়েছে?

    ইন জেনারেল কোন ইন্ডাস্ট্রিতে কেমন মাইনে তা নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে। সেটা কোন পার্সোনাল ইনফর্মেশন নয়।
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৫:৪৪640024
  • সে দি, আমার প্রশ্নের উত্তর ? ঐ কপি পেস্টের আগে টইটা ডিলিট না করাটা কি কোন কোর গ্রুপের বা কোন রাজনৈতিক দলের না হওয়ার কারণে হওয়া মনে করো ? আমার তো মনে হয়নি। কেন হয়নি, কারণ দিয়েছি।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৫:৪৪640023
  • হ্যাঁরে বাবা। লোকেশান জেনে, এম্‌প্ল্যয়ার কেমন "মায়না" দেয়। আসলে তো মাইনে জানতে চাওয়া নয়- লোকটাকে ভয় দেখানো , যে তুমি বাবা এখানে আলফাল লিখছো, কিন্তু আমি তোমার আইপি থেকে অনেক কিছুই জেনে ফেলেছি।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৫:৪৬640025
  • ওমা পাই, লিখেছি তো। এই দ্যাখো।

    Name: সে

    IP Address : 188.83.87.102 (*) Date:06 May 2014 -- 03:01 PM

    সেটা একটা পয়েন্ট। কিন্তু ক্ষমতা ব্যাপারটা বড়ো রোল প্লে করে। আমি নিজেও কিছু লোকের কাছ থেকে দুর্ব্যবহার পেয়েছি - কোনো প্রতিবাদ তেমন হয় নি। ঐ একই কাজ ক্ষমতাবান কারুকে করা যেত কি? যেত না।
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৫:৫১640026
  • ওহ, মিস করে গেছিলাম। আমি তোমার ব্যাপারটা জানিনা সেভাবে। তবে আগে যদি না হয়ে থাকে, তবে পরেও হবে না, এমন তো নয়। আর একটা কথা, ব্রতীনদাকে নিয়ে ঐ টই বা অন্য টইয়ে কিছু পোস্টের প্রতিবাদ কিন্তু এখানে অনেকেই করেছিলেন। আমিও করেছিলাম। সেটাও দেখো।
  • hu | 188.91.253.21 | ০৬ মে ২০১৪ ১৫:৫৫640027
  • ওহ! এখানে এভাবে ভয় দেখানো হয় আগে বুঝিনি। এখন বুঝলাম। কিন্তু ভয় পেলাম না।
  • de | 190.149.51.69 | ০৬ মে ২০১৪ ১৫:৫৬640028
  • ওমনাথ বলার আজ একটু এন্কোয়ারি করে দেখলাম -- আমাদের আপিসের সমস্ত ইন্টারনেট এবং ইন্ট্রানেট মেশিনের আইপি অলরেডি মাস্কড -- আপিস থেকে পোস্ট করলে তাই নাকি আইপি ট্রাকিং করা যায় না। অবশ্য কেউ চেষ্টা করলে (আসল আইপি দিয়ে) তবেই বুইতে পারবো এই ডিম্যান্ড সত্তি কিনা! ঃ))

    পাইকে একটাই কথা বলার -- পেশাগত কারণে পরিচয় প্রকাশের এবং ওপেনলি মতামত প্রকাশের লিমিটেশান্স অনেকেরই থাকতে পারে। একই মাপকাঠিতে তাই সকলকে মাপা ঠিক হবে না। অবশ্য তুমি "ব্যক্তিগতভাবে" লিখেছো!
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৫:৫৮640030
  • হ্যাঁ, বললাম তো, ফেসবুক গ্রুপের অনেকেই শুধু এই কারণেই এখানে লেখেন না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন