এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬৯৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 132.161.137.184 | ০৪ মে ২০১৪ ১৬:০৫639831
  • আমাকে বলা
  • PM | 233.223.152.147 | ০৪ মে ২০১৪ ১৬:১০639832
  • আচ্ছা। একজন প্রাপ্ত বয়স্ক ম্যচিওর্ড লোককে লোকজন বিনি পয়্সায় জ্ঞান দিচ্ছিলো দেখে খারাপ লাগছিলো। আমার কথায় কারুর খারাপ লাগলে দুঃথিত
  • সিদ্ধার্থ | 116.51.160.128 | ০৪ মে ২০১৪ ১৬:৩৬639833
  • প্রতিটি রিঅ্যাকশনের আলাদা প্রেক্ষিত আছে????? এ কি শুনি আজ! :(

    অর্পিতা ঘোষ!
    তোর বাণী চোতা মারে
    বেপাড়ার মোষ!!!
  • এমেম | 127.194.252.49 | ০৪ মে ২০১৪ ১৬:৪২639834
  • এ বাবা কুমু না না হ্যাঁ বলেছিলাম লসাগুকে। তোমার প্রশ্ন দেখতে পাইনি। উত্তর হবে 'না", জানা যায় নি। আমার মনে হয়না সে গুরুর কেউ।

    তবু কেন লিখলাম? কারণ ঘটনাটা ঘটেছিল, এবং অভিযোগ ছিল নেটে আসা নিয়ে। এফেক্টেড ব্যক্তি গুরুতে রিপোর্ট করেছিলেন তাঁর মনে আশা জেগেছিল এই বিশেষ সার্কল (গুরুর বন্ধুরা) তাঁর কথা মেনে পরের টই ডিলিট করবেন। আশা সঙ্গত কিনা বলতে পারব না। ডিলিট করলে সে শান্তি পেত।
  • Ranjan Roy | ০৪ মে ২০১৪ ১৬:৪৭639835
  • আমার মনে হয়ঃ
    ব্রতীনের সাইবার পুলিশের কাছে আইনানুগ পথে যাওয়াই ভালো।
    অন্ততঃ মনের জ্বালা মিটবে, কিছু কনফিউশন দূর হবে।
    আগের কেসটায় বাড়ির লোক করতে দেয় নি। এটায় আটকাবার কেউ নেই।

    আমি ব্রতীনের বক্তব্য পড়ে ভাটের পাতায় গিয়ে ২৮/৪, ২৯/৪ ও ৩০/৪ এর পোস্টগুলো চেক করলাম-- কী খিল্লি বা ব্যক্তি আক্রমণ হয়েছে যা অসহ্য সেটা বোঝার জন্যে। এমন কিছু দেখলাম না। হী রা টইয়ে এর চেয়ে অনেক বেশি খিল্লি আমি ও পিটি পরস্পরকে করে থাকি ও উপভোগ করি। তাতে আমাদের ব্যক্তিগত বন্ধুত্ব একটুও টোল খায় নি।
    তাই পিটিকে ( এবং ব্রতীন বা অন্য কোন গুরু/চন্ডালকে) নোংরা ব্যক্তি আক্রমণ করলে কড়া ভাষায় প্রতিবাদ করি, এবং ,vice versa।
    এটাই গুরুর মজা। অবশ্য সবার মাইন্ড সেট একরকম হবে কেন?
    যেটা ব্রতীনের খারাপ লেগেছে তা নিয়ে প্রতিবাদ করতেই পারে, একশ'বার।
    সোজা আঙুল/ বাঁকা আঙুল অনুষঙ্গ বাচ্চাদের মত লেগেছে, grow up Bratin!
    সোজা উকিলের কাছে যান। পরামর্শ নিয়ে যেটা উচিত করুন।

    শুধু একটা কথাঃ
    আইনে ক্যানন অফ ইক্যুইটিবলে একটা কথা আছে। তাই এখানে যখন আপনি টই ওড়ানোর দাবি না মানায় আইনের সাহায্য নিচ্ছেন , তখন ফেবুতে আপনার সঙ্গে কথোপকথনে আপনার একজন বন্ধু গুরুর সবাইকে at large " শু-বা" সম্বোধনে আপ্যায়িত করেছেন।
    আশা করি, নীতিগত অবস্থান থেকে আপনি এটার প্রতিবাদ করেছেন ও সেই কমেন্টটি ডিলিট করানোর বন্দোবস্ত করেছেন।
    আর ওই পোস্টটি দেখিয়ে আপনার উকিলের কাছ থেকে জেনে নিন যে সাইবার ক্রাইম অ্যাক্টে কোনটা বেশি ডিফেমেটরি?
    আপনি বলা সত্ত্বেও গুরুতে পোস্টটি ডিলিট না করা? নাকি আপনার পরিচিতদের সাইবার পোস্টে "শু-বা" বলা?

    আপনি উকিলের কাছে গেলে এসব স্পষ্ট হবে তাই আমি তো বলব এখানে না বলে আপনি শীঘ্র উকিলের কাছে যান!
  • Ranjan Roy | ০৪ মে ২০১৪ ১৬:৫১639836
  • সিদ্ধার্থ,
    কাইন্ডলি আপনার সার্ত্রের থেকে অনুবাদ করা সেই নাটকটি ( যার অন্তর্বস্তু বিপ্লব ও হিংসার অনিবার্যতা ) আমাকে পিডিএফ করে পাঠাবেন? আমি কয়েকজনকে পড়াতে চাই, বলে রেখেছি।

    আমার আইডিঃ ranjanr52@ gmail.com,
  • Ekak | 24.99.101.224 | ০৪ মে ২০১৪ ১৬:৫২639837
  • ফেসবুকের প্রাইভেট এরিয়ার লেখা নিয়ে প্রথমত কোনো স্ট্রিক্ট সাইবার ল্য নেই । আসলে ওই সব ছেলেমানুষী "প্রাইভেট -পাবলিক " কে কেও সিরিয়াসলি নেয় না । সত্যিকারের প্রাইভেট হলে মেসেজ করে ।
    আর যদি ল্য তৈরী -ও হয়
    সেখানেও , ব্রতিনের যে "প্রাইভেট " বন্ধু সমস্ত কিছু এখানে "পাবলিক " করেছে সেই দোষী সাব্যস্ত হবে । লিক্দ আউট ইনফরমেশন ছাপলে যদি আইন ধরতে পারত তাহলে উইকিলিক্স এর লিংক দেয়ার জন্যে হাজার হাজার সাইট কে এনেসে কবে জেইলে পুরে দিত :)))) একা অসান্জে র পেছনে না লেগে । ওভাবে হয়না ।ফার্স্ট পার্টি লায়েব্ল । তবে আমিও চাই ব্রতীন আইনি ব্যবস্থা নিক । অর শুভাকাঙ্খী দের মুখ গুলো একটু চিনুক ।
  • এমেম | 127.194.252.49 | ০৪ মে ২০১৪ ১৬:৫৫639838
  • রঞ্জন পোস্ট ডিলিট না করা বেআইনি নয় জেনেও উকিলের কাছে যেতে বলছেন কেন? উকিল তো টাকা নেবে।
  • | ০৪ মে ২০১৪ ১৭:১৬639839
  • উফ!!! আবার উকীল কেন??
    আর ভারতের কতজন উকীল সাইবার ল নিয়ে ওয়াকিবহাল সেই নিয়েও বেশ বড়সড় সন্দেহ আছে।

    যিনি অভিযোগ করবেন অমুক টই বা তমুক থ্রেড তাঁর পক্ষে সম্মানহানিকর, তাঁকেই প্রমাণ করতে হবে ওখানকার কোন অংশ তাঁর পক্ষে সম্মানহানিকর। সাইবার ক্রাইম এন্ড হ্যারাসমেন্ট সেল খতিয়ে দেখবে সেই অংশটুকু যদি তারাও একমত হয় যে হ্যাঁ সম্মানহানিকর তাহলে কে কোথা থেকে খুলেছে। পুলিশ চাইলে সার্বিস প্রোভাইডার ডিটেইলস দেয়।

    এই তো ব্যপার। এর মধ্যে উকীল তো অন্তত শুরুতে একেবারেই আসছে না।
  • | ০৪ মে ২০১৪ ১৭:১৮639841
  • **
    ইবার ক্রাইম এন্ড হ্যারাসমেন্ট সেল খতিয়ে দেখবে সেই অংশটুকু যদি তারাও একমত হয় যে হ্যাঁ সম্মানহানিকর তাহলে তারা খোঁজ শুরু করবে কে কোথা থেকে খুলেছে।

    *সার্ভিস
  • | ০৪ মে ২০১৪ ১৭:২০639842
  • এককের 4:52 শেষ অংশ সম্পূর্ণ ঠিক।
  • Ranjan Roy | ০৪ মে ২০১৪ ১৭:৩১639843
  • এককের শেষ , দমু ও এমেম এর গোটাটাই ঠিক। কিন্তু ব্রতীনের একটা পারসেপশন আছে। তাই বাঁকা আঙুল দেখাচ্ছে। সেজন্যেই বল্লাম যে উকিলের সঙ্গে পরামর্শ করে গ্রাউন্ড রুল জেনে নিতে। তবে তো উষ্মা দূর হবে।
    ম্যামি,
    ডাক্তারকে পয়সা দেন না? এখানে উকিলও ওর মনের ডাক্তার হিসেবে কাজ করবে। আর ফ্রি-তে ফল পাওয়া যায় না। গুরুর কাছেও গুরুদক্ষিণা দিতে হয়।

    আর শু-বা নিয়ে চুপ থাকলে ওর স্ট্যান্ডটা কি খুব এথিক্যাল হয়?
  • kumu | 132.161.137.184 | ০৪ মে ২০১৪ ১৭:৫৪639844
  • দ ও একককে ক দিলাম।
    এমেম ,মাপ কোরো,আমি ১- ২৭ বুঝতে পারিনি।একজন প্রাপ্তবয়ষ্ক মানুষ নেটে আসে এটাতো কোন অভিযোগ হতে পারে না।এ ধরণের অভিযোগ এলে সেটি ইগনোর করলেই চুকে গেল।কোন বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করা নিয়ে "অভিযোগ" হলেও একই কথা।(ব্যক্তিগত স্তরে মানহানিকর কোন চিঠি/মেল হলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।)
    আর এখানে বারবার সে প্রসঙ্গ এলে প্রথমে প্রমাণ করা দরকার সেটি গুরুর নিয়মিত লেখকদেরি কারো পাঠানো।
    পাইকেও ক।
  • bratin | 122.79.37.73 | ০৪ মে ২০১৪ ১৮:০৪639845
  • রঞ্জন দা আমি যা করার করবো। আমাকে `জ্ঞান দেবার দরকার নেই।

    একটা কথা আপনাকে বলি যখন যেদিকে হাওয়া সেই দেখি ঝুঁকে পড়ার মানসিকতা আমার নয়। ঃ))))
  • bratin | 122.79.37.101 | ০৪ মে ২০১৪ ১৮:১৩639846
  • কুমু দি কি চাপ নিয়ে চিঠি টা পড়েছো?
  • kumu | 132.161.137.184 | ০৪ মে ২০১৪ ১৮:১৬639848
  • এফাইআর টইএর চিঠি পড়েছি।অন্য কোন চিঠির রেফ?
  • এমেম | 127.194.252.49 | ০৪ মে ২০১৪ ১৮:১৬639847
  • কুমু

    "If one can bring a little joy and peace even for a day into the heart of a single person, that much alone is true; this I have learnt after suffering all my life; all else is mere moonshine” Swami Vivekananda.
  • a x | 86.31.217.192 | ০৪ মে ২০১৪ ১৮:২০639849
  • ঈশান, তাহলে, অরিজিতের ফেসবুক থেকে তুলে আনা পোস্ট সম্বলিত টই ডিলিট হল। একই সময় সোমনাথের করা পোস্ট গুলো ভাটে ডিলিট হল না। ব্রতীনের ফেসবুক থেকে তুলে আনা পোস্ট ডিলিট হলনা।

    আমি দেখলাম ও মনে মনে ভাবলাম, অরিজিতের পোস্টের টই ডিলিট এবং একদম প্রায় সঙ্গে সঙ্গে ডিলিটের পেছনে একটাই কারণ - গুরুকে করা ঐ পয়সা/ক্ষমতার অভিযোগ। অর্থাৎ গুরুর ইমেজের পক্ষে ক্ষতিকারক। কোনো নীতিগত স্ট্যান্ড থেকে ডিলিট একেবারেই দেখলাম না। আমার দেখাটা কেন ভুল যদি বোঝান, শুনতে অবশ্যই রাজি।

    ব্রতীনকে - নিজেই লিখেছিলে সেই চিঠি পাড়ার লোকে করেছে। তার আগে যদিও গুরুর্লোক কেউ করেছে বলেই শুনেছিলাম কোনো প্রমাণাদি ছাড়াই। এখনও এই দুটো জিনিসের মধ্যে কানেকশন কীভাবে হচ্ছে তার কোনো যুক্তি পরম্পরা নেই। ফেবু ওয়াল সেমি প্রাইভেট - ইভেন সেটিংস ঠিক করার পরেও। ইনফ্যাক্ট ঐ আলোচনাতে যারা অংশ নিয়েছেন - bb, শিবু ইত্যাদি তাদেরও কেউ হয়ত এই কপি পেস্ট করতে পারেন এটাও মনে রেখ। এই কার্পেট বম্বিংএর মত ফ্রেন্ড রিকোয়েস্ট মাঝে মাঝে ব্যাক-ফায়ার করতে পারে। যাদের বন্ধু ভাবছ, তারাই ক্ষতি করার চেষ্টা করছে আর যাদের শত্রু ভেবে ঘচাং ফু করছ, তারা হয়ত নির্ভেজাল খিল্লির বাইরে কোনোরকম ভিন্ডিক্টিভ কিছু ভাবতেই পারেনা। এই সম্ভাবনাটাও মাথায় রেখ।
  • bratin | 122.79.37.101 | ০৪ মে ২০১৪ ১৮:২১639850
  • হ্যাঁ ওটাই বলছি।

    থ্যাঙ্কু।
  • Arpan | 125.118.147.232 | ০৪ মে ২০১৪ ১৮:৪০639854
  • অক্ষদার 6:20 PM-এর পোস্টের প্রথম দুই প্যারাকে বড় হাতের ক দিয়ে গেলাম।
  • Ekak | 24.99.101.224 | ০৪ মে ২০১৪ ১৮:৫৭639855
  • হ্যা , ওই তই টা ডিলিট করেই ব্যালান্স ঘেঁটেছে । টাকা পয়সা নিয়ে মন্তব্য ইশানের কতটা খারাপ লেগেছে এটা একশভাগ মেনে নিতে রাজি । কোনো সন্দেহই করছিনা । কিন্তু ভাটুরে ঈশান গুটি গুটি গিয়ে সম্পা ঈশান কে বলল তই টা ডেল (বা ইনভিসিবল যাই হোক ) করো ...ঐখান থেকেই যাবতীয় বজরায় ক্যাচ্রা :/
  • sosen | 127.194.209.200 | ০৪ মে ২০১৪ ১৮:৫৮639856
  • অক্ষদাকে বড়সড় ক'
  • bratin | 122.79.37.26 | ০৪ মে ২০১৪ ১৯:০৭639857
  • না অক্ষদা চিঠি পাড়ার লোকে করেছে বলি নি। বলেছিলাম আকার অনুপস্থিতেতে পাড়ার কিছু লোক এসে বাবা মা কে বুঝিয়েছে যে আমি ফেসবুক এবং অন্যান্য কমিউনিটিই তে কটা সময় কাটাচ্ছি। এবং তার সম্ভাব্য ক্ষতিকর দিক গুলো।
  • bratin | 122.79.37.26 | ০৪ মে ২০১৪ ১৯:০৯639859
  • /আমার
  • Ranjan Roy | ০৪ মে ২০১৪ ১৯:০৯639858
  • ব্রতীন ভীষণ রেগে গেছে।ঃ)))।

    "ক্রোধে পাপ ক্রোধে তাপ, ক্রোধে কুলক্ষয়,
    ক্রোধে সর্বনাশ হয় ক্রোধে অপচয়।
    ক্রোধ সম পাপ দেবি, নাহিক সংসারে,
    অবক্তব্য কথা লোকে ক্রোধ হইলে বলে।"
    ( যুধিষ্ঠির দ্রৌপদীকে, ব্নপর্ব, কাশীরাম দাস।)

    " কিৎ কিৎ খেলা মাঝে কেনারাম কুন্ডু,
    খচ্‌ করি খসাইল ক্যাবলার মুন্ডু"।
    ( নারায়ণ গঙ্গোপাধ্যায়)
  • সিদ্ধার্থ | 116.51.160.128 | ০৪ মে ২০১৪ ২০:৫১639860
  • রঞ্জনদা, পাঠিয়ে দেব। আমায় আপনি আজ্ঞে আবার কেন? :( দুদিন আগেও তো তুমি বলছিলেন!

    অন টপিক, যারা চুপ করে বসে বসে মজা দেখছে, ব্রতীনদা তাদের চিনে রাখুক। এরাই হল আসল গদ্দার। দুর্দিনে সুবোধ-অরিন্দমের মতন পিঠে ছুরি মারে।
  • bratin | 122.79.37.39 | ০৪ মে ২০১৪ ২০:৫৫639861
  • সিড বলার পরে তাদের কেউ কেউ কিন্তু এখানে লিখেছে। খেয়াল করে দেখো। ঃ))
  • pi | 24.139.209.3 | ০৪ মে ২০১৪ ২১:০৪639862
  • আমার মনে হয়নি, গুরুর ইমেজ খারাপ হচ্ছে বলে বা কিছু লোকজনের ব্যক্তিগতভাবে খারাপ লাগছে বলে ঐ টই ডিলিট হয়েছিল। সেরকম হলে ওধরণের অনেক পোস্টই এখানে আছে, হরবখতই পড়ে, সেসব তো কখনো ডিলিট হয়নি !
    আর এই নিয়ে বোধ্হয় আগেও আলোচনা হয়েছিল, কেন ডিলিট ইঃ। এবং সেই সূত্র ধরেই সেটা ফিরিয়ে আনার প্রস্তাব। ঐ টইটা ডিলিট হবার সময় বা তার আগে কি সেরকম আরো টই ছিল, যা ডিলিট হয়নি ? তার পরে এরকম ব্যাপার আরো হতে শুরু করেছে, আমার তো মনে হয় , কিছুটা ইচ্ছে করেই লোকজন করছেন, যে এবার কী করবি কর, দেখি।
    আমার এখনো মনে হয়, ঐ টইটা ফিরিয়ে আনা হলে এই ইন্কন্সিস্টেন্সির ব্যাপার আর থাকবে না।
  • Ekak | 24.99.234.208 | ০৪ মে ২০১৪ ২১:১০639864
  • ব্রতীন যথারীতি সিধুর টোপ এ পা দিল । এবার জনতা চ্যালেঞ্জ করবে .......নাম বলো ! করা পেছন থেকে ছুরি মেরে এই তই তে লিখছে । ম্যাও ম্যাও না করে ঝুলি থেকে বেড়াল বেরোক ।

    হায় রে ...........
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন