এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬৮৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | 86.31.217.192 | ০৫ মে ২০১৪ ০৪:০২639931
  • এলসিএমকে অনেকগুলো ক দিলাম পরপর। আকাকে আধখানা ক। অভ্যুকে সিকি ক। সিকিকে একেবারে অনুস্বর এবং দুটো ব্র্যাকেটও দিলাম। পিনাকীকে চ অবধি দেওয়া যায় বড়জোর। আপাতত এই।
  • Ranjan Roy | ০৫ মে ২০১৪ ০৪:০৮639932
  • একক,
    না, না। ঈশান পোমো, আমি এলজিবিটি-- এটা আমার অনেক দিনের শখ। জেবনে কিছুই হল না-- এখন আমার এই অন্ধের যষ্টিটি কেড়ে নিও না ভাইটি!
  • Ranjan Roy | ০৫ মে ২০১৪ ০৪:০৯639933
  • এলসিএম ও অভ্যুকে বড় হাতের ক।
  • Ranjan Roy | ০৫ মে ২০১৪ ০৪:১০639935
  • হনুকেও ক।
  • Ranjan Roy | ০৫ মে ২০১৪ ০৪:১০639934
  • সিধু,
    ঃ)))))
  • kumu | 52.104.27.90 | ০৫ মে ২০১৪ ০৮:১৫639936
  • আমি যা বুঝলাম তা হল,এই টই আমাহেন অত্যল্পবুদ্ধি মানুষের জন্য নয়।মূল ইস্যু (আমি যা বুঝেছি)-ব্রতীনের ১২ ৩৯-তার ১,২ গুরুর সাথে কী ভাবে সম্পর্কিত বা হ যা লিখেছে কেন তার এত গুরুত্ব-তাই এখনো বুঝলাম না।
    যাগ্গে,কাটান দিলাম।
  • pi | 24.139.209.3 | ০৫ মে ২০১৪ ০৮:৩২639937
  • আমার অত্যল্পবুদ্ধিতেও এটা বুঝিনি, কোন টই নিয়ে আপত্তি থাকছে, কিন্তু সে টইতে করা বা তার থেকেও বেশি ব্যক্তিআক্রমণ করা পোস্টই অন্য কোন টইয়ে থাকলে তা নিয়ে আপত্তি নেই কেন ? দ্বিতীয়টি ডিলিটের কোন দাবি না থাকলে প্রথমটি নিয়ে কেন ?
  • sosen | 127.194.197.49 | ০৫ মে ২০১৪ ০৮:৩৫639938
  • শেষ অব্দি টই বাংলা বর্ণমালা হয়ে গেল? হায়।
  • bratin | 122.79.39.28 | ০৫ মে ২০১৪ ০৮:৪১639939
  • এত বার বলেপ যখন বোঝানো যায় নি এবং তুমি স্বীকার করে নিয়েছো তোমার বুদ্ধি অল্প ( অন্ততঃ এই বিষয়ে)।তখন আর না বোঝা চেষ্টা করাই ভালো পাই
  • bratin | 122.79.39.28 | ০৫ মে ২০১৪ ০৮:৪২639941
  • / বলে ও
  • kumu | 52.104.27.90 | ০৫ মে ২০১৪ ০৮:৪৩639942
  • রঞ্জনদাকে কেউ কিছু দ্যায় নাই?তাই আমি তেনারে ৯ (মানে ক্যাপ্স ক্ক) দিলাম।
  • pi | 24.139.209.3 | ০৫ মে ২০১৪ ০৮:৫০639943
  • ব্রতীন্দা, ঃ((
  • সিকি | 135.19.34.86 | ০৫ মে ২০১৪ ১০:০৩639944
  • কিন্তুং আমারং ওপরং অক্ষদাং এতং নির্দয়ং হয়েং গেলং কেং?

    (অনেকগুলো ং (অনুস্বর) আর কিছু ব্র্যাকেট দিয়েছে আমায় অক্ষদা (রেগে কিনা জানি না) ... তারই কিছুকিঞ্চিত সদ্ব্যবহার করলাম। )
  • সিকি | 131.241.127.1 | ০৫ মে ২০১৪ ১০:১৯639945
  • ওহো, লোডশেডিংয়ের চোটে টই এত পাতা এগিয়ে গেছে সেটাও খেয়াল করি নি। আমার কালকের পোস্ট নিয়ে কিছু আলোচনা হয়েছে দেখলাম, একটু ক্লিয়ার করে দিই।

    ১। ইশান, অন্তত আমার কথায় টই ডিলিট করে নি। মানে, আমি টই ডিলিট করতেও বলি নি বলেই মনে পড়ছে। ইশান যা করেছে সম্পূর্ণ নিজের মতেই করেছে (কিংবা অন্য কারুর সঙ্গে আলোচনা করে থাকলে আমি জানি না)। গোটা এপিসোডটা আমি সুপারফিশিয়ালি দেখছিলাম বলে আমার মনে হয়েছিল, বড় ধরণের ভুল বোঝাবুঝি মেটাবার বা এড়াবার জন্য ঐ টই ডিলিট হয়েছে, আমি সেটাই লিখেছি। ক্লিয়ারলি মেনশন করা উচিত ছিল, এই পুরোটাই আমার মনে হওয়া - টই থাকা বা ডিলিট হবার পেছনে অ্যাক্কেবারে আমার হাত নেই। গুরুতে আজ পজ্জন্ত ডিলিট হওয়া কোনও পোস্ট বা টইয়ের ব্যাপারে আমি কখনও কোনও সিদ্ধান্ত নিই নি।

    ২। সোমনাথ খুব অপমানিত হয়েছে, হার্মাদ টইটা সোমনাথ শুরু করেছিল লেখায়। ব্যক্তিগতভাবে সোমনাথের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে, অনেস্টলি, আমার আইপি দেখে দেখে পোস্ট মেলানোর অভ্যেস নেই। বেশ কিছু লোকজন সেই সময়ে লিখেছিল ঐ পোস্টটা সোমনাথ করেছে, তাই লুজলিই আমি সোমনাথের নাম নিয়েছি। সোমনাথ যদি না করে থাকে, তা হলে আমি বক্তব্য উইথড্র করে নিচ্ছি।

    আসলে সোমনাথ এত ফ্রিকোয়েন্টলি বিভিন্ন নিক নিয়ে লেখে, এবং বিভিন্ন নিকে লেখার স্টাইলের মধ্যে কনসিস্টেন্সির এতই অভাব যে যে কোনও নিককেই সোমনাথ বলে ভাবার একটা বদভ্যেস তৈরি হয়ে গেছে। বদভ্যেসটা একান্তই আমার, কিন্তু বোধ হয় আরও অনেকেরই এই অভ্যেসটা আছে। সোমনাথ একটু এই ব্যাপারটা নিয়ে ভেবে দেখলে পারে।
  • - | 109.133.152.163 | ০৫ মে ২০১৪ ১০:৪২639946
  • ১টা চব্বিশের পিনাকী আর ১টা ছাব্বিশের হঃ হাসির কথা নয় মোটেই! সত্যিই এই টইটা পড়তে পড়তে ধারনা হওয়া অস্বাভাবিক নয় যে, এখানে অংশগ্রহণকারীরা বেশী ভাগই কলেজ মলেজ কোথাও একটা পাট্টাইম করে, ফুলটাইম গুরু করে। আর কে জানে, সেইজন্যই লোকে ভেবেছিলো কি না, গুরু করলে পয়সা পাওয়া যায়? নইলে এত এফর্ট দেওয়া...? বাবা গো!!
  • h | 213.99.211.131 | ০৫ মে ২০১৪ ১১:৫৮639947
  • প্যাসন প্যাসন..., আমি বাপু হাপাঁতেল। পরের বউ আর পরের পত্রিকা এই দুইয়ের প্রতি হাপাঁতেল মাত্রেই টান অসীম।
  • sm | 122.79.39.111 | ০৫ মে ২০১৪ ১২:১৮639948
  • না চালালেই বা কার কি বাল। তুই নিজে র লাইফ নিজে চালাবি বাল, এই সব ছাড়।
    -------
    সবার পোস্টে ক দিলেও হনুর পোস্ট এ ক দেওয়া যাবেনা। এতবার বাল লিখে বালের এত ওয়েস্ট একটা বালের মতন কাজ।
    আর বালের পরে ক দিলে সেটাও বালের মত কাজ হবে।
  • cb | 127.194.67.197 | ০৫ মে ২০১৪ ১২:২৯639949
  • বালক?
  • sm | 122.79.39.111 | ০৫ মে ২০১৪ ১২:৩৬639950
  • হ্যা, উনি গুরুর সবচেয়ে প্রাজ্ঞ ব্যক্তি। ওনার ব্যক্তব্য আদ্ধেক বুঝতে পারিনা।
    ওনাকে কি বালক বলা যায় নাকি? ওনার কাছে আমরাই চপল বালক।
  • de | 69.185.236.52 | ০৫ মে ২০১৪ ১২:৪২639952
  • আমার একটাই বক্তব্য - আগের টইটা কেন ওড়ানো হয়েছিলো, কি বিত্তান্তো তার কিছুই জানিনা। ইন ফ্যাক্ট, সে টই দেখিওনি - খালি উড়েছে শুনেছি। পরিষ্কার করে বলে দিলুম - পাছে অপরাধী বলে লোকে!
  • সিদ্ধার্থ | 23.17.125.9 | ০৫ মে ২০১৪ ১২:৪৫639953
  • এটা খুব নোংরা ব্যাপার হল যে ব্রতীনদা শুধুমাত্র মাণিক বন্দ্যোপাধ্যায় নিয়ে একটা অ্যালিগেশন দেওয়ার জন্যে তার বাড়িতে সিপিএম চিঠি পাঠাচ্ছে!!! এবং যেহেতু মানিক বেশ আঁতেল ব্যাপার, তাই গুরুও কোনো স্টেপ নিচ্ছে না!

    এইসব স্তালিনিস্ট বেনোজলদের জন্যই আজ পার্টির এই হাল।
  • sm | 122.79.39.111 | ০৫ মে ২০১৪ ১২:৪৬639954
  • টই উড়ানো হয়েছে, উড়েছে মানে? টই কি ঘুড়ি নাকি?
  • bratin | 122.79.38.27 | ০৫ মে ২০১৪ ১৩:০৪639955
  • সিড পুরোটা না জেনে আলপট্কা কমেন্ট করা থেকে বিরত থাকল ভালো লাগবে ।বিশেষ করে যেখানে কোন ঘটন টা কবে ঘটেছে অম্পর্কে তোমার কোন ধারণা নেই।
  • de | 69.185.236.52 | ০৫ মে ২০১৪ ১৩:০৫639956
  • সিদ্ধার্থ, বাড়ি গেছিলে?

    টই ঘুড়ি না, পরী!
  • quark | 24.139.199.12 | ০৫ মে ২০১৪ ১৩:২৮639958
  • বাহ্‌! এইটা ভালো জিনিস তো!
  • | ০৫ মে ২০১৪ ১৩:৪২639959
  • বাবা smকে যতটা রাগী রাগী মনে হয়েছিল ততটা রাগী নন তো!
    sm বলছিলাম কি, 'ব্যক্তব্য' ঠিক নয় 'বক্তব্য' । মানে প্রথম ব'য় য-ফলা দরকার নেই।
  • Somnath | 69.160.210.2 | ০৫ মে ২০১৪ ১৩:৫৫639960
  • Name: সিকি

    IP Address : 131.241.127.1 (*) Date:05 May 2014 -- 10:19 AM
    ....
    বেশ কিছু লোকজন সেই সময়ে লিখেছিল ঐ পোস্টটা সোমনাথ করেছে, তাই লুজলিই আমি সোমনাথের নাম নিয়েছি।
    ....
    ======================

    শমীককে ৫০% মতো ক্ষমা করে দিয়েছিলাম। বাকিটাও করে ফেলতাম, যদি না আবার এই বাক্যটা দেখতাম। শমীক যদি, বেশ কিছু লোকজন যে সেই সময় লিখেছিল ঐ পোস্টটা (অর্থাৎ ওয়ান্স আ হার্মাদ টইটার প্রথম পোস্ট যাতে অরিজিৎ মুখার্জির ফেসবুক অ্যাকাউন্টের মন্তব্য কপিপেস্ট করা ছিল) সোমনাথ করেছে - এটা প্রমাণ করতে পারে, তাহলে বাকিটা ক্ষমা করার কথা ভাবা যায়। অন্তত আমি সেইসময় যতটা সিরিয়াসলি টই বা ভাট ফলো করেছিলাম, তাতে এই ধরণের কোনো পোস্টই দেখিনি। দেখলে তৎক্ষণাৎ সেখানেই প্রতিবাদ করতাম।

    সুতরাং শমীকের এই বাক্যটাও সর্বেব মিথ্যে কথা বলে গ্রহণ করতে বাধ্য হচ্ছি। শমীক কোন্‌ কারণে কোনো আরবিট পোস্ট - কে করেছে বলে মগজে রেজিস্টার করে রাখে এবং দীর্ঘ সময় পরে অচেতন বা অবচেতন থেকে সেটা সোমনাথ করেছে বলে ডিফিনিটিভ সাবলীলতায় লিখে দেয়- এ নিয়ে চর্চা করতে চাইছি না। কিন্তু উপোরোক্ত বাক্যের প্রমাণ বা অভাবে ক্ষমাস্বীকার করতে না দেখলে এই ব্লেমগেম টা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করতে বাধ্য হবো।

    কাল দেখলাম সোমনাথ বাসে একজনকে কনুই মারছিল বা বেশ কিছু লোকের কাছে শুনলাম সোমনাথ কাল বাসে এক্জনকে কনুই মারছিল - দুটোই আমি একই রকম সিরিয়াসনেস সহ ডিফেমেশন বলে মনে করি। আশা করব শমীক বেশ কিছু লোকজনের পোস্টের রেফারেন্স দেবে বা ক্ষমা চাইবে।
  • :-? | 69.160.210.2 | ০৫ মে ২০১৪ ১৩:৫৭639961
  • হনু কে বাল্ক না বলে বালক কে বলে? সে নিশ্চয়ই হনুর কোনো ছবি কখনো দেখেনি, এমনকি গুগুলেও না।
  • দেব | 135.22.193.146 | ০৫ মে ২০১৪ ১৪:০৭639964
  • ইশানদা যে ব্যাখ্যা দিয়েছিল আগের টইটা ওড়ানোর সপক্ষে সেটা কোথায় পাওয়া যাবে? চোখ এড়িয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন