এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৯৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sc | 132.164.81.111 | ০৬ মে ২০১৪ ১৬:৫৬640064
  • এই টইতে বেশ কিছু পোস্ট পড়ে বেশ অস্বস্তি হচ্ছে। আমার কথা বলতে পারি, নিতান্তই ছাপোষা নিরীহ মানুষ। আজোবধি কোন মিটিনমিছিলে যাইনি, কোন পার্টির কারুর সাথে চেনা নেই। অম্বিকেশ মহাপাত্র ইত্যাদি কেসে যা হয়েছে সেরকম কিছু আমার ক্ষেত্রে হলে যে কি হবে, কল্পনাও করতে পারিনা। অথচ বর্তমান মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেশকিছু পোষ্ট করেছি। আগে ভাবতাম আইপি দিয়ে হদিশ করা যাবেনা, এখন দেখছি ব্যাপারটা খুবই সহজ। এই সাইটে কিছু লেখার জন্য যদি বাড়ীতে কখনো ফোন আসে, তো বাড়ীর লোকজন কেমন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে থাকবে, সেই ভেবেই সবচেয়ে বেশী ভয় আর লজ্জা পাচ্ছি। এখানে এটাই আমার শেষ পোষ্ট।
  • নেতাই | 131.241.98.225 | ০৬ মে ২০১৪ ১৭:০৮640065
  • আইপি দেখে লোকেশান এবং কোং বলে দিয়ে হালকা কড়কানো হয়েছে পিটিদার নামে খোলা টইতে। কোং এর নাম টই তে বলা হয়নি। তবে হিন্টস দেওয়া হয়েছিল। কোং এর নাম পরে প্রকাশ করা হয়েছিল ভাটে।

    এছাড়া সে দির আইপি নিয়ে ভাটে ঠারেঠোরে কিছু কথা চালাচালি হয়েছিল যেগুলো খুব সহজভাবে নেওয়ার মত না। খুব বেশীদিন আগের কথা নয়।

    এ সবই পিওর ইনফরমেশান।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৭:১৫640066
  • sc কে

    এই সাইট 'ছাপোষা নিরীহ মানুষের' জন্যে নয়।
  • Arpan | 52.107.175.146 | ০৬ মে ২০১৪ ১৭:২২640067
  • না না, আইপি দেখে লোকের নাম, কিউবিকল কোড এসব বলে দেওয়া যায় না। জাস্ট দোকানের নাম অব্দি বলা যায়।
  • kumu | 52.104.24.11 | ০৬ মে ২০১৪ ১৭:৩০640068
  • আইপি থেকে মোবাইল নং ট্রেস করা যায় কোনভাবে?
  • সিকি | 135.19.34.86 | ০৬ মে ২০১৪ ১৭:৩২640069
  • আইপি দেখে লোকেশান এবং কোং বলে দিয়ে হালকা কড়কানো হয়েছে পিটিদার নামে খোলা টইতে। কোং এর নাম টই তে বলা হয়নি। তবে হিন্টস দেওয়া হয়েছিল। কোং এর নাম পরে প্রকাশ করা হয়েছিল ভাটে।

    -- এটা করা হয় মাঝে মাঝে। এই কাজটা করা হয়েছিল বলেই সেই লোকটি ক্ষমা চেয়ে আরেকটি টই খোলে। খচরামি করলে ওষুধ হিসেবে এইটুকু ইউজ করা হয়।

    এছাড়া সে দির আইপি নিয়ে ভাটে ঠারেঠোরে কিছু কথা চালাচালি হয়েছিল যেগুলো খুব সহজভাবে নেওয়ার মত না। খুব বেশীদিন আগের কথা নয়।

    -- অনেকদিন আগের কথা, নেতাই। এর রেফারেন্স অনেএএক পুরনো। তোর জানার কথা নয়। ঠারেঠোরে কথা সেইজন্যেই হয়েছিল।
  • সিকি | 135.19.34.86 | ০৬ মে ২০১৪ ১৭:৩৪640070
  • পটাশম্যাম,

    এমনকি আইপি দেখে আপনার কান কটকট করে কিনা, জুতোর মাপ কী, সঅব বলে দেওয়া যায় :-)
  • নেতাই | 131.241.98.225 | ০৬ মে ২০১৪ ১৭:৩৫640071
  • আমি জানি যে আমি অনেক কিছুই জানিনা। তাই আমার মত বা প্রতিবাদ বা দাবী হিসেবে কিছু লিখিনি। তথ্য হিসেবে উল্লেখ করেছি।
  • kumu | 52.104.24.11 | ০৬ মে ২০১৪ ১৭:৩৯640072
  • হেঃ কয় কি।আমার জুতোর মাপ আমিই জানি না।আইপি কোদ্দিয়ে জানবে?
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৭:৪১640075
  • সেক্ষেত্রে সিকি, ওড়ানো টইতে কপিপেস্ট সোমনাথ করেছে কিনা এটাও ভেরিফাই করা উচিত ছিল।
  • Ekak | 24.96.44.182 | ০৬ মে ২০১৪ ১৭:৫১640076
  • যেকোনো সিকীয়রিটি মেসার ই ইন্ভেসিভ বাই নেচার । সে আপনি আপনি যে পথেই যান । এদিকে ভৌতিক লোকজন খিস্তি করে গেলে কান্নাকাটি করবেন ওদিকে সরকার পেছনে লাগবে বলে ভয় .........একসঙ্গে দুটো দরজা তো বন্ধ হয়না । যে কোনো একটা রাস্তা বাছুন । আমি বলছিনা যে ভয়ের কিছু নেই তা সেই বিপদ যখন বেশি তখন কে মেঘের আড়াল থেকে দুটো গাল দিল সেটা ইগনোর করতে শিখতে হবে ।
  • Ekak | 24.96.44.182 | ০৬ মে ২০১৪ ১৭:৫৭640077
  • আর নৈলে টর ইউস করুন ।
    তবে প্রতিবাদ করলে ঝামেলার মুখে পরতে হতে পারে কোনদিন এটা জেনে রাখা ভালো । কথার দাম বলে একটা ব্যাপার আছে তো । ওই লায়াবিলিটি টাই দাম । আমাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বাড়ির লোক মহানন্দে মেনে নেবে এমন নয় কিন্তু তাই বলে বাপু সেলোটেপ এঁটে থাকা সম্ভব নয় । এই সিদ্ধান্ত যার যার নিজের ।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৮:০১640078
  • পার্টির লোকেরাও ইনফর্মার হয় একক।
  • pi | 24.139.209.3 | ০৬ মে ২০১৪ ১৮:০৩640079
  • তবে প্রতিবাদ করলে ঝামেলার মুখে পরতে হতে পারে কোনদিন এটা জেনে রাখা ভালো । কথার দাম বলে একটা ব্যাপার আছে তো । ওই লায়াবিলিটি টাই দাম । আমাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে বাড়ির লোক মহানন্দে মেনে নেবে এমন নয় কিন্তু তাই বলে বাপু সেলোটেপ এঁটে থাকা সম্ভব নয় । এই সিদ্ধান্ত যার যার নিজের ।

    ---

    একমত। আর এই প্রশ্নগুলো ওঠার পর থেকেই একটু ধাঁধায় আছি, এই ভার্চুয়ালিটি ও তার সুযোগে পেয়ে যাওয়া আড়াল ব্যাপারটা ভাল না খারাপ? মানে, একদিকে যিনি রিয়েল লাইফে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না, তিনি প্রতিবাদ করতে পারছেন, এটা যেমন হচ্ছে, তেমনি সেটার বাস্তব জীবনে কোন অস্তিত্ব নেই, এটাও তো হচ্ছে। সেটা ভাল না খারাপ ?
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ১৮:১৭640081
  • ভালো প্রশ্ন পাই। আমার ধারণা সত্যিকার প্রতিবাদ করা শিখতে হয় পরিবারে। আবার এও জানি যে সেটা একটা বিপুল অপচয়।
  • Ekak | 24.96.44.182 | ০৬ মে ২০১৪ ১৮:১৭640080
  • যাঁরা নানাবিধ পেট গুর্গুরে ভুগছেন তাঁদের জন্যে একটা আলাদা তই খুলে দিলুম ।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ১৮:২০640082
  • এককের জন্যে হাজমোলা।
  • Ranjan Roy | ০৬ মে ২০১৪ ১৯:১৮640083
  • একক কে বড় ক।
  • robu | 122.79.37.57 | ০৬ মে ২০১৪ ১৯:৩০640084
  • আবার পরিবার কেন?
  • shobhonda | 117.217.133.50 | ০৬ মে ২০১৪ ১৯:৫৪640086
  • এনোনিমিটি কেন দরকার? কেউ গুরুর জনতার সাথে ৩ড কামাসুট্রা নিয়ে আড্ডা মারতে চাই। স্বনামেই। কিন্তু গুরু ক্লোস্ড না, আর আইপি জেনে গেল বাবা মা, মাস্টারমশাই। এখন পানু, খিস্তি, এগুলো কেউই বাবা মা র সামনে বলে কি? ঠিক যেমন যৌনক্রিয়া বা হস্তমৈথুন রাস্তায় করি না। সে যত বড়ই বীর আর সত্যবাদী হইনা কেন। চে রসের কথা বলতে গেলে ফিডেলের বাড়ি আড্ডা মারতে যেত। তারো একটা প্রাইভেট পার্সোনা দরকার ছিল। কিন্তু আজকের চে, বিচ্ছিন্ন একা।ফিডেল কছে নেই। চে তাহলে যাবে কোথায়? গুরু কি তাকে একটা মাস্কড আই-পি দেবে?
  • ঈশান | ০৬ মে ২০১৪ ২০:০০640087
  • এটা এবার আইপি তে চলে এল?

    যাগ্গে, দুটো পয়েন্ট নোটেড।
    ১। থাকলে দুটো টইই থাকা উচিত, কিংবা কোনোটাই না।
    ২। উল্টোদিকের যুক্তি হল, কোনোকিচু ওড়াতে গেলে সেটার একটা মাত্রা অতিক্রম করা দরকার। "মাত্রা" ব্যাপারটা অবশ্যই সাবজেক্টিভ।

    এই নিয়ে অন্য কিছু বক্তব্য আছে? থাকলে শেষ করে ফেলুন।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ২০:০৮640088
  • ১ নম্বর নিয়ে মোটামুটি কনসেনসাস হয়েছিল বলেই মনে করি।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ২০:১০640089
  • অন্য আরো কেউ কিছু লিখতে পারেন। একটু অপেক্ষা করি। তাপ্পর আইপি।
  • এমেম | 127.194.226.1 | ০৬ মে ২০১৪ ২০:১৫640090
  • as far as these two toi's are concerned. one hidden, the other open till now.

    উল্টোদিকের যুক্তি (২) ভবিষ্যতের পলিসি হিসেবে বলা হয়েছে সম্ভবত। সব কটা পোস্ট মিলিয়ে দেখতে পারছি না।
  • | ০৬ মে ২০১৪ ২০:১৮640091
  • হ্যাঁ হ্যাঁ আমার অল্প একটু লেখার আছে।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ২০:২০640092
  • ব্রতীনের টই ওড়ানো হবে কি হবে না এই নিয়ে ঈশান কী সিদ্ধান্ত নেবেন সেটাই এখন দেখবার।
    এটা তো অনেকক্ষণ থেকেই আইপিতে ছিলো, এখন আসে নি।
  • ঈশান | ০৬ মে ২০১৪ ২০:২২640093
  • সে ঠিক। কিন্তু আমি তো ঘুমোচ্ছিলাম। এই দেখলাম। আইপি নিয়ে কথা একেবারেই ডিসকারেজ করছিনা। কিন্তু এইটা আগে শেষ হোক।
  • | ০৬ মে ২০১৪ ২০:৩২640094
  • ঈশান ৪ঠা মে 2:36 AM এ ৩ নং পয়েন্টে জানিয়ে দিয়েছে যে ব্রতীনবাবুর টই সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ঐটা উড়বে না।

    সিদ্ধান্ত বাকী রয়েছে ওয়ান্স এ হার্মাদ টইটা ফেরানো হবে কিনা সেই নিয়ে। তো, সেটা আমি যা দেখছি বেশীরভাগই ওটাকেও আনহাইড করে দেবার পক্ষে।

    এইবার ঈশানের কাছে প্রশ্ন হল, ঐ টইটা ফেরাবে কিনা সেই সিদ্ধান্ত নেবার কোনও টাইমলাইন রেখেছ কী?

    এটা জিগ্যেস করার কারণ হল, আমি এইটা পুরোটাই অরিজিতকে বললাম। তো, অজ্জিত বলল সেক্ষেত্রে ও ওর থ্রেডটা আবার পাবলিক করে দেবার কথা চিন্তা ভাবনা করবে। ও নিজে ঐ টইটা দেখে নি। আমি যতদূর দেখেছিলাম তাতে অজ্জিতের স্ট্যাটাস আর তার পরে সামান্য কিছু মন্তব্যই পোস্ট হয়েছিল। টইতে এরপরে আর পোস্ট হয়েছে কিনা আমি জানি না (পরেরদিন সকালে উঠে উড়ে গেছে দেখেছি)
    তো, অজ্জিতের মতে ঐ আর্ধেক মন্তব্য প্রচন্ড মিসলিডীং। সেক্ষেত্রে সইত্যের খাতিরে ও পুরোটা পাবলিক করে রাখবে কিনা ভেবে দেখবে। (যাতে কেউ গিয়ে শমীকের সাথে পরের উত্তর-প্রত্যুত্তরগুলূ পড়ে আসতে পারে)।

    তো, অজ্জিত যেহেতু ১৬ নাকি ১৭ ১৭ অবধি মারাত্মক মারাত্মক ব্যস্ত, তাই আমিই জিগালাম।
  • সে | 188.83.87.102 | ০৬ মে ২০১৪ ২০:৪৭640095
  • "Name: ঈশান
    IP Address : 60.82.180.165 (*) Date:04 May 2014 -- 02:36 AM
    ...

    ৩। ব্রতীন বিষয়ক টইটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। টইটি বা তার কোনো পোস্ট উড়ছে না। অন্য মুছে দেওয়া টইটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হলে জানিয়ে দেব।

    ৪। আপাততঃ কিছু মোছা না হলেও, এর পরে অন্য কোনোরকম পলিসি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হতেও পারে। কোনোকিছুই তো আর পাথরে লিখে দেওয়া নেই। ফলে আলোচনা চলতে কোনো অসুবিধে নেই। চালিয়ে যান। অবশ্যই যুক্তি-প্রতিযুক্তিগুলি পড়ছি ও জানছি।"

    ৩ অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে কিন্তু ৪ অনুসারে মোছা হলেও হতে পারে কারণ কোনো কিছুই পাথরে লেখা নেই।
    মুছে দেওয়া টইটি যেহেতু দেখিনি, তাই সেটা নিয়ে মন্তব্য করতে পারলাম না।
    এখন শুধু অপেক্ষা।
  • rabaahuta | 172.136.192.1 | ০৬ মে ২০১৪ ২০:৪৮640097
  • Name: এমেম

    IP Address : 127.194.226.1 (*) Date:06 May 2014 -- 05:15 PM

    sc কে

    এই সাইট 'ছাপোষা নিরীহ মানুষের' জন্যে নয়।

    এটা পড়ে বেশ হতবাক মত হয়ে গেলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন