এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৮৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০০:৫৫640131
  • না না গাদা পোস্ট। অত কপি করতে হবেনা। আমি লিংক দিয়ে দিচ্ছি।
  • Somnath | 87.109.138.43 | ০৭ মে ২০১৪ ০০:৫৬640132
  • আই পি লগিন এসব কে "মডারেশন ইত্যাদি"-র অংশ হিসেবেই ভাবি। এসব নিয়ে আলাদা জায়গায় আলোচনা করতে হলেও এই টই থেকে পোস্টের রেফারেন্স নিয়ে কথা বলতে হবে। কি দরকার? এখানেই সব থাক না, এক জায়গায়। কেন আই পি, কেন লগিনের দরকার ভাবা হচ্ছে সেসবের ইতিহাস তো এখানেই থেকে যাচ্ছে।

    আমি এবিষয়ে এখনো অবধি ব্যক্তিগতভাবে অপ্পন ও ব্ল্যাঙ্কিপন্থী। লগিন অপশনাল এখন যেভাবে আছে ঠিক আছে। লগিন করলে একেবারেই আই পি আসবে না, যেহেতু পরিচয় টা অন্যভাবে ভ্যালিডেটেড হছে, আর লগিন না করলে পার্ট আই পি দেখাবে যা থেকে গুরু কর্তৃপক্ষ ছাড়া আর কেউ সেই আই পি নিয়ে কেরদানি দেখাতে পারবে না, এবং সেই আই পি র যেটুকু ছাপা হবে সেটা অরিজিনালটাই হবে - এভাবে ভাবা যেতে পারে। যাতে মন্তব্যকারী সতর্ক থাকেন যে তার আই পি সত্যই সাইটের অ্যাডমিনের কাছে থাকছে, সাইবার হ্যারাসমেন্ট জাতীয় সিরিয়াস অভিযোগে সেটা ডিস্ক্লোজ ও করা হতে পারে পুলুশের কাছে।
  • তাপস | 122.79.37.175 | ০৭ মে ২০১৪ ০১:১৮640133
  • শেষ পাতায় এসে দেখলাম আমার পুরো ভলান্টারি মাঠে মারা গেল । হা গুরু !!!!
  • ঈশান | ০৭ মে ২০১৪ ০১:২১640134
  • না না। থ্যাঙ্কু থ্যাঙ্কু। ওটা করে খুবই ভালো হয়েছে। :-)
  • তাপস | 122.79.37.175 | ০৭ মে ২০১৪ ০১:২২640135
  • এ পাতায় সোমনাথের লাস্ট পোস্ট অব্দি টইয়ে তুলে দিয়েছি, এখন আপনাদের যা ইচ্ছে । আমি আইপি ট্র্যাক করতেও পারি না, আর নিজের নামেই লিখি, আর এখনো কোরে ঢোকার চিঠি পাইনি ।
  • তাপস | 122.79.37.175 | ০৭ মে ২০১৪ ০১:২৬640136
  • আর একটা কথা । সম্ভবত দুটো পোস্টে, একটা সে আর একটা সিকির - একটু করে অংশ ডিলিট করে দিয়েছি, সেটা আইপি নিয়ে ছিল না বলে । আর কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চেয়েও রাখলাম । ডিসক্লেমার হিসেবে ।
  • সায়ন | 59.249.55.56 | ০৭ মে ২০১৪ ০১:৩২640137
  • আইপি/লগিন বিষয়ে আমার টু-ব্লেহুম, লগিন যেমন আছে থাক, অপশনাল। আইপি শুধু লাস্ট বাইট ছাড়া বাকিটা হাইড করে দেওয়া হোক। অ্যাস্টেরিস্ক দিয়ে। আর, আর যদি হোস্টনেম ক্যাপচার করা যায় তাহলে সেটাও, অবশ্যই আনপাবলিশড। পিএইচপি স্ক্রীপ্টের মত gethostbyaddr($_SERVER['REMOTE_ADDR']) জাতীয় কিছু দিয়ে। জাস্ট থিঙ্কিং আউট লাউড।
  • Somnath | 87.109.139.26 | ০৭ মে ২০১৪ ১০:১৪640138
  • আমি সামগ্রিক ভাবে দুঃখ প্রকাশ করছি। আমার তরফ থেকে। ওয়ান্স এ হার্মাদ টই হাইড করার পরে আমার মনে হয়েছিল গুরুর ইতিহাসে এই প্রথম কোনো টই ডিলিট (তখনো জানতাম না ওটা হাইড) করা হল। সেই মতো প্রথমে ভাটে স্বভাবতঃ নামচিহ্নে ও অনতিবিলম্বে স্বনামে সেই টই ডিলিট করার ঘটনা রেজিস্টার করি। খুবই ডিসটার্বড লাগছিল, কারণ গুরু ও তার পরিচালন সম্বন্ধে আমার নিজের ধারণা আঘাত পাচ্ছিল। প্রায় প্রথম থেকে গুরুর ইউজার হিসেবে এর সাথে থাকতে থাকতে মনে হয়েছিল আপত্তিকর পোস্ট ডিলিট করা ইতিপূর্বে হলেও টই ডিলিট করা এই প্রথম হল ও সেটা করার মতো আপাত বোধযোগ্য কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। এমনকি কোনো ঘোষনা ছাড়া, যে এই এই কারণে একটি টই হাইড করা হল, ইত্যাদি, প্রভৃতি। তো, সেই কারণেই ঐ টই নিয়ে বা তার কনটেন্ট নিয়ে এযাবৎ যথেষ্ট ভাটবাজি করেছি।
    এইমাত্র ভাট পড়ে সেই ধারণা ভেঙে গেল। যা বুঝলাম এর আগেও নানা সময়ে নানা টই হাইড করা হয়ে থাকতে পারে, পাবলিকলি তার কোনো কারণ অ্যানাউন্স না করেই। অর্থাৎ এটা একটা এস্ট্যাবলিশড প্র্যাকটিস। সুতরাং এই নিয়ে আমার আর বিন্দুমাত্র কোনো খারাপ লাগা বা ডিসটার্বড লাগার মতো ফিলিং নেই। এই জিনিস ঘোষনা ছাড়া আগেও হয়ে থাকলে এই ওয়ান্স আ হার্মাদ টই হাইড যথেষ্ট কনসিস্টেন্ট। ওটা ফিরিয়ে আনা সংক্রান্ত আমার যাবতীয় দাবি আমি এই মুহূর্তে প্রত্যাহার করলাম। কোনো টই বা পোস্ট হাইড বা ডিলিট করা নিয়ে আমার আর কোনো বক্তব্য নেই। আগের সমস্ত বক্তব্যই অজ্ঞতাবশত হওয়ায় সে সমস্তই নিঃশর্তে উইথড্র করলাম।
    এই চাপানউতোর চলাকালীন ব্যক্তিগতভাবে কাউকে আঘাত করে থাকলে আমি তাদের প্রত্যেকের কাছে ক্ষমাপ্রার্থী বিশেষতঃ শমীক ও ম্যামিদির কাছে।
  • সিকি | 135.19.34.86 | ০৭ মে ২০১৪ ১০:২০640139
  • সত্যি কথা বলতে, এর আগে কোনও টই হাইড করার ঘটনা সম্বন্ধে আমিও ওয়াকিবহাল নই। পোস্ট দু একটা ওড়াতে হয়েছে বটে, কিন্তু টই বোধ হয় ওড়ে নি এর আগে। ভাটের ক্লেমটা পড়ে আমিও একটু ঘেঁটে গেছি।
  • | ০৭ মে ২০১৪ ১০:২৯640141
  • অনুসন্ধানে গিয়ে খোঁজো সিকি। আমি এক্ষুণি সার্চিয়ে দেখলাম সে টই দিব্বি পাওয়া যাচ্ছে। টেনে তুললাম না, কারণ তোলার কোনও দরকার নেই।
  • | ০৭ মে ২০১৪ ১০:৩৫640142
  • ও না না সরি, একটা ক্যাশেড পাতা দেখিয়েই আর দেখাল না।

    না মিশর অ্যাভেলেবল নয়।
  • de | 190.149.51.67 | ০৭ মে ২০১৪ ১০:৪২640144
  • সবটা পড়িনি, মামুকে রিকোয়েস্ট --

    প্লীজ বাধ্যতামূলক লগইন করবেন না -- তাহলে আপিস থেকে দেখতে পাবো না বা লিখতে পারবো না -- আপিসেই বেশীর ভাগ সময় কাটে দিনের! আপিসে কোন সাইটে লগইন করে লেখা বারণ --
  • Tim and Shuchismita | 102.46.98.63 | ০৭ মে ২০১৪ ১০:৪২640143
  • ঘেঁটে যাওয়ার কিছু নেই। মানুষের স্বাভাবিক প্রবণতাই হলো অন্যদের ব্যক্তিগ্ত জীবন, সম্পর্ক, পেশাগত সাফল্য ও ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া করা। এসব হওয়ারই, আটকাও যায়না।
    এইরকম আশংকা থেকেই, এবং আজ বলতে খুব খারাপ লাগছে, এক ধরণের দুর্বলতা থেকে, নিজেদের কাটাছেঁড়ার এবং সার্চ ইঞ্জিনের বিষয় না করতে চেয়ে আলোচ্য মিশরের টইটি হাইড করার জন্য সম্পাদকের কাছে অনুরোধ করা হয়। ঐ টইতে যে টই খুলেছিলো সে বাদে আর কারো কোন কনট্রিবিউশন ছিলোনা, তাই অন্য কারো আপত্তি থাকবেনা ধরে নিয়ে। এই অনুচিত অনুরোধ সম্পাদক রাখেন, যদিও পরবর্তীকালে যেমনটি ভাবা হয়েছিলো ঠিক সেইভাবেই কেউ কেউ সেই টইটির কথা তোলে, যখন তুলবে বলে ভাবা হয়েছিলো তখনই।
    এখন আবার সেই কথা ফিরে এসেছে। সম্পাদকের কাছে এইজন্যে আমরা ক্ষমাপ্রার্থী, এবং অনুরোধ, গুরুচন্ডালীর আদর্শগত বিচ্যুতির উদাহরণ হিসেবে যে অপরাধবোধ আমরা বয়ে বেড়াচ্ছি অনেকদিন, সেটা এবার সরে যাক। সম্পাদক মনে করলে সেই টই ফিরে আসুক স্বচ্ছন্দে। আজ আমাদের অন্যায় অনুরোধ নিঃস্বার্থভাবে রাখার জন্য যে সমস্যার মধ্যে সম্পাদকমন্ডলী পড়েছেন তার জন্য নিঃশর্তে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুবই খুবই দুঃখিত।
  • kumu | 52.104.27.109 | ০৭ মে ২০১৪ ১২:০৮640145
  • মিশর টইএর বিষয়টি মনে পড়ছে না।তবে টিম ও হুচির এত দুঃখ পাওয়ার কারণ বুঝলাম না।টই সরানো/হাইড করার চূড়ান্ত সিদ্ধান্ত সম্পাদক নিয়েছিলেন,সুতরাং দায়িত্বও তাঁর।
    সকলের সব কথায় কান দিলে কানেরি ক্ষতি।তোমার মাপে হয়নি সবাই ইত্যাদি--
  • Ekak | 24.99.173.3 | ০৭ মে ২০১৪ ১২:৩৭640146
  • তই মোছার বিরোধিতা বারবার করছি । কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে কিছু লোকের অদম্য আগ্রহ আছে লোকের পারসনাল ব্যাপারে নাক গলানো বেনামী তই কে বারংবার ভাসিয়ে তোলা । নানান অজুহাতে এটা চলতেই থাকে ।কাজেই কিল না হলেও কয়ার্ন্তায়ন দরকার ।

    মানে সোজা কথায় ওই তই গুলো বেঁচে থাকলেও ওদের জেইলে পাঠানো হোক ।মানে পোস্টিং ব্লক করে দেওয়া হোক । কোনো পোস্ট করার জায়গা শো করবে না । গুরু জেইল । আপনি ডুবে যাবে ।
  • Ekak | 24.99.173.3 | ০৭ মে ২০১৪ ১২:৫৪640147
  • আর হ্যা , কোন তই জেইলে যাবে সেটা ঠিক হবে ইউসার দের মতে । এডমিন এর ভোটিং পাওয়ার থাকবে । ভেটো নয় । ধরা যাক আমার "আপনি খেতে কেমন " তই। ম্যাক্সিমাম ইউসার লগিং করে ওটাকে থাম্বস ডাউন করে দিলে জেইলে চলে যাবে । আবার চাইলে ইউসার রা থাম্বস আপ করে ফিরিয়ে আনতেও পারে । এর জন্যে লগইন করে ভোট দিয়ে আবার লগ আউট করলেই হলো । ভোটিং পাওয়ার এক্সর্সাইস করতে মিনিমাম কার্ড বানানোর কষ্ট টুকু তো করতেই হয় । আজ কেও আমাকে নিয়ে ব্যক্তিগত মিথ্যে কুত্সা করে তই খুললে বাকিরা থাম্বস ডাউন করে জেইলে পাঠালো আবার দেখলুম থাম্বস আপ হয়ে গেছে ।পরিস্কার ইঙ্গিত পাব যে আমার অপমানে এদের অধিকাংশের কিছু এসে যায়না ।আর আসবনা । ফালতু ঝগড়া ,এডমিন এর কাছে গিয়ে ঘ্যানঘ্যান এর কোনো দরকার নেই । এটা আমার প্রস্তাব । বিবেচনা এডমিনের ।
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ১২:৫৯640148
  • রিগিং হলে ? মানে , কেউ একাধিক অ্যাকাউণ্ট থেকে লগিন করে ভোট দিয়ে দিয়ে থাম্বস আপ বা ডাউন করিয়ে দিলে ? ঃ)
  • Ekak | 24.99.173.3 | ০৭ মে ২০১৪ ১৩:০৮640149
  • সেসব কন্ট্রোল করা কঠিন না । সেসন-লগইন-আইপি এসব ক্রসচেক করে ভালিদেত করলে হয় । নইলে একটা ভোটার কার্ডের মত গুরু লগিন্বানালেও হয় । এমনিতে তুই গুরু লগইন টা কখনই ইউস করবিনা । যখন ভোট দিতে হবে ইউস করবি এরকম । তারপরেও বট ইউস করে ঝামেলা পাকানো যায় কিন্তু রিগিং এর সম্ভাবনা আছে বলে পাবলিক পোলিং তো বন্ধ হচ্ছেনা কোথাও । আমি দেদিকেতেদ গুরু লগইন বানানোর পক্ষপাতি । যা কেও এমনি ইউস করবেনা আবার করতেও পারে কিন্তু ভোট দেওয়ার জন্যে মাস্ট । জাস্ট লাইক ভোটার কার্ড । যাদের এই প্রিভিলেজ এক্সর্সাইস করার ইচ্ছে থাকবে তারা নিজের দেদিকেতেদ গুরু লগইন রেজিস্টার করিয়ে রাখবে । যাদের এসব চাপ নেওয়ার ইচ্ছে নেই ,পাতি কাটিয়ে দেবে ।
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ১৩:১০640150
  • এতসব কন্ট্রোল করার হ্যাপা নেই ? কে পোহাবে ?
  • Ekak | 24.99.173.3 | ০৭ মে ২০১৪ ১৩:১৫640152
  • ঠিক কথা ।
    সেইকারণেই আমি কোনো রুলস-রেগুলেশনের বিরোধী । রুলস মানেই রুলার । মামুর সম্পাদকের কাজ মাথায় উঠবে । আজ লেজিস্লেষণ কাল রুল পাল্টাও এই করে বেড়াতে হবে :))
    রেজিস্ট্রেশন টা করে থাম্বস আপ -ডাউন টা করে দিলে কিন্তু পুরো মেকানিকাল প্রসেস । এডমিনের কোনো চাপ নেই ।ইউসার রা গেন্দুয়া খেলুক নিজেদের মধ্যে ।
  • pi | 24.139.209.3 | ০৭ মে ২০১৪ ১৩:২২640153
  • 'সেসন-লগইন-আইপি এসব ক্রসচেক করে ভালিদেত' করার হ্যাপার কথা বলছিলাম।
  • সিকি | 135.19.34.86 | ০৭ মে ২০১৪ ১৩:৪০640154
  • এইবারে ম্যাক্সিমাম ভোটিংয়ের ম্যাক্সিমামটা কীসের বিচারে নির্ধারিত হবে? কীভাবে বোঝা যাবে ম্যাক্সিমাম লোক থাম্বস ডাউন দিচ্ছে টাইটাকে জেলে পাঠানোর জন্য?
  • সিকি | 135.19.34.86 | ০৭ মে ২০১৪ ১৩:৪১640155
  • ঠিক হার্মফুল নয়, অনেক সময়ে বোকাবোকা মাথামুণ্ডুবিহীন টই খোলা হয় (অল্ল য টাইপের), সেটাকেও থাম্বস ডাউন করে জেলে পাঠানো কি ঠিক্কাজ হবে?
  • Ekak | 24.99.173.3 | ০৭ মে ২০১৪ ১৩:৪৪640157
  • ১) ম্যাক্সিমাম যেভাবে হয় । হেড কাউন্ট ।
    ২) সেসব ভালোমন্দ ইউসার্কেই বিচার করতে দাও :)
  • JAW | 213.217.63.100 | ০৭ মে ২০১৪ ১৩:৪৪640156
  • আমি লগ-ইনের পক্ষে। ইমেল, জিমেল হ্যানা ত্যানা সাইটে তো লগ ইন করেই ঢুকছি, গুরুই বা কেন খুল্লম খুল্লা হবে। এমনিতে পড়তে গেলে ওপেন থাক কিন্তু কিছু লিখতে গেলে তার দায়িত্ব তো নিতেই হবে। তাছাড়া সারা পৃথিবীকে আমার আইপি জানানোর চাইতে শুধুমাত্র গুরুর অ্যাডমিন জানুক এইটা শ্রেয়।
    যিনি এত বড় একটা সাইট খুলে দিয়েছেন তাঁর তো কিছু প্রিভিলেজ থাকবেই। তাছাড়া কিছু এক্সপার্ট জানার চাইতে এক্ষেত্রে শুধুই অ্যাডমিনই নাহয় জানলেন।
  • | ০৭ মে ২০১৪ ১৩:৪৫640158
  • ধুসস এই একক যত্ত বিদঘুটে আইডিয়া আনে। এরপরে আবার ক্যাপচা লাগাতে হবে ফ্লাডিং ঠ্যাকানোর জন্য।

    তবে হ্যাঁ কিছু টইতে কমেন্ট অপশান বন্ধ করার কথা আমিও আগেই বলেছিলাম। ঐটে মনে হয় কিছু ক্ষেত্রে দরকার।
  • bratin | 122.79.37.166 | ০৭ মে ২০১৪ ১৩:৫৫640159
  • তো টিম ও হুচি দুঃখ পেতে পারে।কিন্তু ব্রতীন দাস নয়। কেমন?

    একে আর যাই হোক ইউনিফর্মটি কি বলা যাবে হে ইশেন? ঃ))
  • bratin | 122.79.37.166 | ০৭ মে ২০১৪ ১৩:৫৬640160
  • তো টিম ও হুচি দুঃখ পেতে পারে।কিন্তু ব্রতীন দাস নয়। কেমন?

    একে আর যাই হোক ইউনিফর্মটি কি বলা যাবে হে ইশেন? ঃ))
  • এমেম | 127.248.136.122 | ০৭ মে ২০১৪ ১৪:১৪640161
  • সোমনাথকে
    ম্যামিদি আঘাত পায় নি। ম্যামিদি তোমার পক্ষে ছিল বরাবর।
  • এমেম | 127.248.136.122 | ০৭ মে ২০১৪ ১৫:০৪640163
  • পক্ষে থাকার একটাই কারণ, সোমনাথ 'দুম করে' কপি পেস্ট করে দিল, এই বাক্য।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন