এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • টই বা মন্তব্য মুছে দেওয়া, মডারেশন, ইত্যাদি

    ঈশান লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ৩০ এপ্রিল ২০১৪ | ৬৬০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | 69.185.236.53 | ০৮ মে ২০১৪ ১২:১০640264
  • আমি দু/তিন ভাবে সাহায্য করতে পারি --

    ১) আর্থিক সাহায্য
    ২) টিপিনসাহায্য, এখেনে আর্থার রোড জেলে যদি কারোকে রাখা হয় ঃ)
    ৩) যখন কলকাতায় যাবো, তখন মামলা উঠলে কোর্টে যাওয়া, উকিলের বাড়ি যাওয়া এইসব

    তবে মামুর বিরুদ্ধে মামলা দাঁড়াবে না -

    ১) ব্ল্যাংকির স্টেটমেন্টের কারণে -- সার্ভার /ঠিকানা কোনটাই ভারতের নয় - এই মামলায় এফ আই আর করতে গেলে বোধহয় ইন্টার্পোলের হেল্প লাগবে!
    ২) আগের টই ফিরিয়ে আনা বর্তমান পরিস্থিতিতে, সিলেক্টিভ হাইডিংয়ের অভিযোগ খাটবে না, কারণ কোরকমিটি বলতেই পারেন, গুরু একটি আনমডারেটেড সাইট যেখানে মন্তব্যের দায়িত্ব সম্পূর্ণভাবে ইউজারদের।
    ৩) ডিফেমেশনের চার্জও খাটবে না - পিটিদার সম্বন্ধে খোলা টই উদাঃ হিসেবে দেখানো হবে। এছাড়াও ডিফেমেশনের সময় অন্য টইতে ফেবুর খোঁয়াড়ে ঘুরে বেরানো পালে পালে পিগলেটরাও ছেড়ে কতা কইবে না!

    এইবার ব্যক্তিগত বন্ধুত্বের খাতিরে মামু আর বোতীন কি পারে না একসাথে একটু কথা বলে ব্যাপারটা মিটিয়ে ফেলতে? দু পক্ষই একটা অনর্থক ইগো আঁকড়ে আছে। চন্ডালরা কেউ উদ্যোগ নিয়ে দুজনকে একটু কথা বলাক। এই সমস্যা এমন কিছু গুরুতর নয় যে কথা বললে মিটবে না। অভিমানী বেয়াইয়ের মতো মুখ ঘুরিয়ে না নিয়ে দুজনে আলোচনা করেন!
  • de | 69.185.236.53 | ০৮ মে ২০১৪ ১২:১৬640265
  • সবচেয়ে বড় কথা গুরুর লোকেরা বোতীনের জন্য কনসার্নড বলেই তো এখন খান দুয়েক টপ রানিং টই এই ইস্যু নিয়েই চলছে - মামলার ভয়ে নিশ্চয়ই এতোগুলো লোক সময় ব্যয় করছে না!
  • quark | 24.139.199.12 | ০৮ মে ২০১৪ ১২:৪৬640266
  • ধুস! হারিয়ে গিয়ে ফিরে পাওয়া টই পড়লাম। কিসুই বুসলাম না। যাগ্গে।
  • Arpan | 52.107.175.155 | ০৮ মে ২০১৪ ১২:৫৫640267
  • কিন্তু নেতাই লুকাইয়া লুকাইয়া কয়ডা সিগারেট খাও? খাইতাসো খাও, কিন্তু ল্যাদোশদারে কইলটা কেডায়?
  • s | 182.0.249.87 | ০৮ মে ২০১৪ ১৩:১৪640268
  • আবার গনতন্ত্রের জায়গায় দলতন্ত্রের পদক্ষেপ।
    ঈশানের জন্য চাঁদা, উকিল, দৌড়াদৌড়ি মায় একাধিক জেলে টিপিন পর্যন্ত যাচ্ছে অথচ বোতিনের জন্য কারও কিছু কন্ট্রিবুশন নেই!
    আমার পক্ষ থেকে আমি দুজনের জন্যই একটা করে টেবিল ফ্যান দেবার প্রতিশ্রুতি দিলাম।
  • Ekak | 24.99.77.223 | ০৮ মে ২০১৪ ১৩:২৫640269
  • একটা দিলেও দুজনের কাজে লেগে যাবার হাই চান্স আছে । ইন্ডিয়ান পুলুশ তো । খেপে গিয়ে তবে রে আমাদের কাজের সময় য়ারকি বলে হয়ত একই সেলে ভরে দিল !
  • সিকি | 135.19.34.86 | ০৮ মে ২০১৪ ১৩:৩১640270
  • :)
  • এমেম | 127.194.252.249 | ০৮ মে ২০১৪ ১৩:৫১640271
  • টই ফিরিয়ে আনার পর সম্পাদক নিজে থেকে জানালেই পারতেন যে আনহাইড করা হল।
  • এমেম | 127.194.252.249 | ০৮ মে ২০১৪ ১৪:০১640272
  • জানালে খুশি হতাম।
  • সিকি | 135.19.34.86 | ০৮ মে ২০১৪ ১৪:০৪640274
  • সম্পাদক একে তো হেবি বদ, চুপচাপ কোথায় যেন ছাপ দিয়ে আসে, তার ওপরে জেলে বিসিবেলেবাথ খেতে পাবে শুনে থেকে আরো চুপ করে গেছে।

    আমার মতে, নেতাই আনহাইড হওয়া টইয়ের লিংটা এখানে আবার ফ্লোট না করলেই পারত। আনহাইড হয়ে গেছে, খবরটাই এনাফ ছিল।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১৪:০৮640275
  • quark খুঁজছিল তাই দিয়েছি। আর কোনো উদ্দেশ্য ছিলনা।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১৪:০৯640277
  • অর্পনদা ঃ))
  • সিকি | 135.19.34.86 | ০৮ মে ২০১৪ ১৪:০৯640276
  • আর্ধুর। উদ্দেশ্য আছে বলেছি নাকি?

    যাগ্গে বাদ দে :)
  • sosen | 24.139.199.11 | ০৮ মে ২০১৪ ১৪:১২640278
  • সবাই এত মন্তব্য করছে দেখে আমার কেমং কিছু লিখতে ইচ্ছে করছিল, কিন্তু প্রেক্ষিত বেজায় ঐতিহাসিক।
  • নেতাই | 131.241.98.225 | ০৮ মে ২০১৪ ১৪:১৪640279
  • আহা, চেপেচুপে না রেখে ডিপ্লোম্যাটিকালি বার করে দেন।
  • kumu | 52.104.24.112 | ০৮ মে ২০১৪ ১৪:১৯640280
  • আমি আবার পিএমের পোস্টের প্রথম ও ২য়্লাইন বুঝলাম না।যাগ্গে।সমস্ত কে বুঝেছে কখন আর আমার অত্যল্পবুদ্ধির কথা তো নিজেই ঘোষণা করে রেখেছি।
  • | ০৮ মে ২০১৪ ১৪:৩৬640281
  • এই যে যারা গোটা ভারত জুড়ে জেলে টিপিন নিয়ে যেতে চাইছে, তারা খ্যাল করছে না যে 'গুরুর্লোক' হিসেবে তাদেরকেই জেলে ভরা হতে পারে। এবারে তাদের তখন নিজের নিজের টিপিনের বেবস্তা নিয়ে কোনও সাহায্য লাগে আমাকে বলবেন কিন্তু আ করতে হবে।

    আমি বাপু কারো টিপিন দিতে পারবু নি। আপনেদের কারো যদি সাইবার ল নিয়ে সাহায্য লাগে তো বলবেন আমাকে। হেল্পাব। এছাড়াও বিপক্ষের লাজিক্যাল ইনকনসিসটেন্সি ধরিয়ে দেওয়া ইত্যাদিতেও সাহায্য করব, হ্যাঁ।
  • এমেম | 127.194.252.249 | ০৮ মে ২০১৪ ১৪:৩৭640282
  • ঈশান ৬ তারিখ রাতে (৯- ৪৯) লিখেছিলেন

    'জনতাকে। টাইমলাইন নিয়ে কথা বলুন। মতামত না থাকলে আমি আমার ইচ্ছেমতো চলব। সম্ভবতঃ আমার আজ রাতেই টইটা ফিরিয়ে আনব। তখন বলবেন না মতামত নেওয়া হয়নি।'
    ---------------------------------------------------------
    হয়তো সেদিনই ফিরিয়ে এনেছিলেন। তো যাই হোক, খুশি হয়েছি।
  • kumu | 52.104.24.112 | ০৮ মে ২০১৪ ১৪:৪৪640283
  • দ ৯ ৪২ এ এম ব্ল্যাঙ্কের পোস্ট দেখেচি তো।এখন কেউ বল্লে পেত্যয় যাবে না কিন্তু ঐ ইস্যুটি আমিও ভেবেছিলাম।
  • byaang | 122.79.36.81 | ০৮ মে ২০১৪ ১৫:০০640285
  • এই ছোটোহাতের এস দেখি গোষ্ঠীদ্বন্দ্ব লাগাতে চায়।

    ব্রতীন, অ ব্রতীন শুনছিস? তুই বাপু লুরুতেই মামলা ঠুকে দে। লুরুতে মামলা ঠুকলে তোকে আমি কী কী দেব, এই নে তার লিস্টি।
    ১) তদন্তকারী এ এস আই ইয়াগ্নভাল্কিয়া
    (যাজ্ঞবল্ক্য উচ্চারণ করা সহজ না ইয়াগ্নভাল্কিয়া উচ্চারণ করা সহজ? ভেবে দেখ লুরুতে মাম্মলা ঠুকলে যুক্তাক্ষরের চাপ শুদ্ধু নাই)
    ২) দলিত মুসলিম জনমোর্চা নেতা
    আমেদভাইয়ের সাপোর্ট। (ইনি বেজায় ভালো লোক। রোজ সকালে আমাকে ব্রিগেড রোডের মুখ থেকে অটোয় করে বারো কিমি দূরে রেখে আসেন। ইনি হবেন তোর অফিশিয়াল ট্রান্সপোর্টার)
    ৩) অ্যাডভোকেট টি রমেশ ও অ্যাডভোকেট গজেন্দ্রাপ্পার কূট্পরামর্শ।
    ৪) লুরুর কোর্টের ঘরগুলো। খুব ঠান্ডা আরাম, জানলার বাইরের আমগাছ থেকে সুন্দর হাওয়া দেয়। শুনানির সময় ঘাম হয় না।
  • JAW | 213.217.63.100 | ০৮ মে ২০১৪ ১৫:৩২640286
  • আপনারা সব কিছুর মধ্যে ভাল জিনিষটা মিস করেন। আরে বন্ধুগণ, brighter side দেখুন। মামলা হলো, পুলুশ ঈশানকে কোর্টে হাজির হতে শমন পাঠালো, ঈশান বললো "যেতে পারি" কিন্তু ভাড়া কে দেবে? আদালত দেবে নাকি অভিযোগকারী? ঈশান ছাপোষা মানুষ, বউ বাচ্চাকে একা রেখে কি করে যায়। অতএব সকলের ভাড়া মঞ্জুর হলো (কে দেবে সেটা আপনারা বলুন)।
    ঈশান কোর্টে হাজির হলো, জজ সাহেব কেসে কিচ্ছু নেই বলে ডিসমিস করে দিলেন।
    মাঝখান থেকে ঈশান ফ্রীতে ভারত ভ্রমণ করে নিল। ওহ, ছোটাই ম্যাডাম মালপোয়া কোর্টেই দেবেন তো? আপনার ভাড়া কে দেবে?
  • pi | 24.139.209.3 | ০৮ মে ২০১৪ ১৫:৪২640287
  • তাইলে মামলাটা বইমেলা অব্দি ডেফার করালে আরো ভালো হয় ঃ)
  • PM | 233.223.153.214 | ০৮ মে ২০১৪ ১৫:৪৭640288
  • কুমুদি, আমি বলছিলাম যে ব্রতীন আগের কোনো টই কে উড়িয়ে দেবার রেফারেন্স দিয়ে বলেছিলো ওর নামের টই কে যে ওড়ানো হয় নি সেটা ডিস্ক্রিমিনেসান। এখন শুনলাম ব্রতীনের মেনসন করা "ওড়ানো" টই আবার স্বমহিমায় ফিরে এসেছে।

    তাই বলছিলাম ব্রতীনের মূল যে অভিযোগ ( ডিস্ক্রিমিনেসান। ) সেটা আর প্রসংগিক রইলো না।

    যদিও ব্রতীনের টই ওড়ানোর অনুরোধ মানা হয় নি তবু ব্রতীন এটাকে অর্ধেক জয় হিসেবে দেখতেই পরে।

    এইটা হলো আমার আগের পোস্টের প্রথম দুই লাইনের ভাব সম্প্রসারন ঃ)
  • JAW | 213.217.63.100 | ০৮ মে ২০১৪ ১৭:২৫640289
  • ধ্যুস, ঈশান মরতে কেন দিল্লী বা ব্যাঙ্গালোর চুজ করবেন, এদিকে আসুন। আপনি না এনারাই! ছোটভাই এর দেশে আসুন, ছোটাই ম্যাডামের ও সুবিস্তা হোবে, মালপোয়া ডেলিভারি দিতে। আর নেহি ডরনেকা, স্ট্রিপ সার্চ হোয়েগা লেকিন নো ক্যাভিটি, ইখ্খ্খ!!
    চানের গরম জল পাবেন, টিভি, হীটেড সেল, কয়েন অপারেটেড ইয়ে মেশিন। (কি করে জানলাম, আমার এক গৌরাঙ্গ বন্ধু তার হাফ বয়সের এক ফিলিপিনোকে বিয়ে করে আনে ম্যানিলা থেকে , মেয়েটি এক বছর হতে না হতেই পুলিশ ডাকে, ইঃ ইঃ। নো কোশ্চেন আস্কড সিধা গারদ। পরে আমায় পাবে নিয়ে গিয়ে ভেউ ভেউ করছিল।)
  • pinaki | 148.227.189.8 | ০৮ মে ২০১৪ ১৭:৪৪640290
  • স্ক্যান্ডিনেভিয়ার জেলগুলো খুব আরামের। আমার মেয়ে তো জানে এখানে বকলে মারলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। তাই আমাদের এই দুর্বলতাকে আমার বউ শক্তিতে পরিণত করেছে স্রেফ স্ক্যান্ডিনেভিয়ার জেলের ভালো কোয়ালিটির কারণে। এখন সে আমার মেয়েকে পাল্টা হুমকি দেয়, দেখ তোকে যদি আমি মারধোর করি তাহলে তো আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, তাহলে তোর কী হবে ভেবে দেখেছিস? আমার মেয়ে বলে তোমাকে তো পোড়া রুটি খেতে দেবে, তখন তুমি কী করবে? তখন আমার বউ ওকে ডিটেল এ গল্প দেয় এখানকার জেলে কত ভালো ভালো খেতে দেয়, কোনো মশা নেই, রাজার হালে থাকা, ইত্যাদি। এতে করে আমার মেয়ে সত্যি সত্যি একটু থমকে যায়, মাকে ছাড়া ওর সম্ভাব্য দুর্গতি আর অন্যদিকে মায়ের জেলে রাজার হালে থাকা - এদুটো পাশাপাশি ইমাজিন করে। কাজেই ঈশানের জন্য এটাও একটা অপশন।
  • এমেম | 127.194.252.249 | ০৮ মে ২০১৪ ১৭:৫১640291
  • সেই তো আবার খিল্লি হচ্ছে। যেমন হয়েছিল ভাটিয়ালিতে।
  • এমেম | 127.194.252.249 | ০৮ মে ২০১৪ ১৭:৫৩640292
  • 'খিল্লি' শব্দটি ব্যবহার করতে হল, অনিচ্ছাসত্বেও। কোনও প্রতিশব্দ দিয়ে বোঝানো যেত না।
  • | ০৮ মে ২০১৪ ১৮:০৬640293
  • এহে আমার আগের পোস্টে কেমন সব জুড়ে মুড়ে গেছে।

    বলছিলাম যে এই গুরুর্লোক বলে পৃথিবীজোড়া কাউকমের সব্বাইরে যার যার জায়গায় জেলে ভরলে নিজের নিজের টিপিনের বেব্স্তা আপনাদেরই করতে হবে। আর আপনাদের ধরবেই বা না কেন বলুন? আপনারা হয় চুউপ করে থাকবেন, নয়ত ইয়ার্কি মারবেন। অন্তত গম্ভীরমুখে একবাস্কো নাক চোখ মোছার টিস্যু নিয়েও তো বসতে পারেন
  • de | 69.185.236.53 | ০৮ মে ২০১৪ ১৮:১০640294
  • পিনাকী ঃ))

    মামুর নিজের দেশের জেলও কিছু খারাপ না বোধহয়! "মাই নেম ইস খান" এ তো বেশ পরিষ্কারই মনে হোলো! মিঠুও টিপিন দিয়ে আসতে পারবে গুরুর মহিলামহলের পক্ষ থেকে!
  • de | 69.185.236.53 | ০৮ মে ২০১৪ ১৮:১২640297
  • পোস্টের নীচে একটা খিল্লি ইন্ডিকেটর রাখা যায় না? মাঝে মাঝেই রেড দেখাবে আর আমরাও সামলে নেবো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন