এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • তৃ-প-বু-ভু ৯

    mamataa
    নাটক | ১৩ মে ২০১০ | ২৬৮৯০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • arindam | 59.93.213.135 | ১৬ মে ২০১০ ১১:০৮447543
  • সহজে রুচি শিক্ষা- সম্পাদনা
    বু ভ
    প্রকাশনা- এলোঝেলো
  • arindam | 59.93.213.135 | ১৬ মে ২০১০ ১১:১১447544
  • বু ভ র ছদ্মনাম- রুচিরাজ
  • ranjan roy | 122.168.226.46 | ১৬ মে ২০১০ ১১:৫০447545
  • অরিজিৎ বাচ্চা-ই-সকাও এর উদাহরণটা দারুণ দিয়েছে, একেবারে ""খাপে খাপ, পঞ্চার বাপ"" !
    কারণ এই উদাহরণে স্থিকাবুদর্শন এর যুক্তিটা একদম স্পষ্ট।
    --- আমরা জানি সিপিএম এর অনেক ত্রুটি আছে, বুদ্ধবাবুও অনেক ভুল করেছেন।
    সেগুলো আমরা সমালোচনা কোরবো, শুধরে নেব।
    কিন্তু তার জায়গায় মমতা! বাগাড়ম্বরসর্বস্ব-জালি পিএইচডি,জোটবদলানো দাম্ভিক ফ্যাসিস্ত কালচারের মহিলা!
    তারচেয়ে আমরা অপেক্ষা করব আরো ভালো বামফ্রন্টের জন্যে, দরকার হলে আরও কয়েক দশক! কিন্তু খাল কেটে কুমীর আনবো না। অপদার্থ সিরাজুদ্দৌলার বদলে মীরজাফর? নৈব নৈব চ!

    আবার টেবিলের ওপারে পকাবুদের যুক্তিটা( অনেস্টলি, আমিও তার মধ্যে পড়ি!)
    এই সিস্টেমে আজকে সব দলগুলো মূলত: একই রকম। উনিশ আর বিশ। এদের সবার উন্নয়নের মডেল একই। বন কেটে বসত, গাঁ থেকে শহর, শহর থেকে মেট্রো। গরীবদের জন্যে কিছু ওয়েলফেয়ার প্রোগ্রাম। Trickle Down effect!
    ক্ষমতায় থাকলে এরা সবাই সমান দাম্ভিক।
    [ এরা কেউই পায়খানা থেকে বেরিয়ে হাতে সাবান দেয় না, বরং আগে সাবান লাগিয়ে তারপর পায়খানায় যায়:)))]
    তফাৎ শুধু রেটোরিকে।ফলে ম্যাঙ্গো পাব্লিক মাঝে মাঝেই তাওয়া মে রোটি বদল দেগা। ফলে দুইপক্ষই কিঞ্চিৎ সমঝে চলবে কিছু দিন। যেই মনে হবে আমাদের কোন বিকল্প নেই, অমনি যাবে ব্যবহার পালটে।
    ফলে জনতার একটাই অপশন। কোন এক বাবুর কাছে বাঁধা না থাকা। এটা এক সিনিক দর্শন। অর্থাৎ পকাবুদর্শন মাত্র সিপিএম ভাগাও দর্শন নয়। বরং যে ক্ষমতায় থাকবে তার প্রতি ক্রিটিক্যাল অ্যাপ্রোচের সিনিক দর্শন। সে মমতা-সোনিয়া-মায়াবতী-ললিতা-বিশাখা যিনিই হোন না কেন!
    এবং আজকের সময়বিন্দুতে বঙ্গের কনটেস্টে এটি অবশ্যই সিপিএম ভাগাও দর্শন। যেমন কয়েকবার কংগ্রেস হটাতে সিপিএম বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, আবার বিজেপি হটাতে কংগ্রেসের সঙ্গে।
    দু'বছর অগে আমি স্থিকাবু ছিলাম, কাজেই ফিলিংটা বুঝতে পারি। সেটা হল পার্টির জন্যে আপনাপন। সেটা অর কারো জন্যে আসে না যে!
    "" এত শঠতা, এত যে ব্যথা, তবু যেন শ্যাম মধুতে মাখা""! কি আর করা যাবে?
  • bb | 117.195.180.142 | ১৬ মে ২০১০ ১২:২৩447546
  • @SC মুখে কথা বসাচ্ছেন কেন। মমতার রুচির সঙ্গে তার সামাজিক অবস্থানের কথা কেউ বলেন নি। বামেদের চেয়ে বরং দক্ষিণপন্থীরাই এই সব নিয়ে মাথা ঘামায়। সিপিএম যে 'ছোটলোক"দের মাথায় তুলেছে এই অভিযোগ মধ্যবিত্তরা অনেকদিন ধরেই করে থাকেন।
  • aka | 24.42.203.194 | ১৬ মে ২০১০ ১৬:৩৭447547
  • সিপিএম মতালম্বীদের প্রতি একটা প্রশ্ন আছে, ধরেন তৃণমূল নেতৃত্ব যদি মমতার হাতে না থেকে ধরেন জ্যোতিবাবুর মতন কারুর হাতে গেল। এই বিদেশে শিক্ষিত, হেব্বি কেত, কথায় কথায় ক্লাস ঝড়ে পড়ছে, পার্টির মধ্যে বেশ ডেমোক্রেসি টেসি রয়েছে তাইলে কি আপনারা তৃণমূল পরিবর্তন নিয়ে এত কথা কইতেন? এই ন খানা টই পড়ার পরেও কিলিয়ার নয় কেন তৃণমূলকে কেউ ভোট দেব না।
  • PT | 203.110.246.230 | ১৬ মে ২০১০ ১৮:৪৪447548
  • ইচ্ছে হলে মমতাকে ভোট দিন কিন্তু তাই নিয়ে এত বাগাড়ম্বরের কি আছে? রেলের কর্ম-দক্ষতা দেখে কি মনে হচ্ছে যে গত এক বছরে রেল নতুন মন্ত্রীর তত্বাবধানে আছে? মানে রেলের কার্যক্রমে ""পরিবর্তন"" জাতীয় কিছু এসেছে? এটা এই মুহূর্তের তাজা খবর:
    Two killed in stampede at New Delhi Railway Station
    http://in.news.yahoo.com/20/20100516/1416/tnl-two-killed-in-stampede-at-new-delhi.html


    এই অসাধারণ কর্মপটিয়সীই তো মুখ্যমন্ত্রী হয়ে ৭০-দশকের বানরসেনাদের (কং থেকে সব তৃ-তে লাফ মেরেছে) সঙ্গে নিয়ে প:বঙ্গের পরিবর্তন আনবেন?
  • PT | 203.110.246.230 | ১৬ মে ২০১০ ১৯:২৯447549
  • @RR

    লিখতে চেয়েছিলেন ভাল কিছু কিন্তু দ্বিতীয় প্যারায় যুক্তিটা ঠিক জমল না। ভারতে উন্নয়নের মূল মডেলটা নির্ধারিত হয় কেন্দ্রীয় সরকারের মাধ্যমেই। কাজেই প: বঙ্গে পরিবর্তন এনে যাদের ক্ষমতাতে বসাতে চাইছেন তারা কেন্দ্রের সরকারী কাজকর্মে অংশগ্রহণ করে সেই মডেলটিকেই টিকিয়ে রেখেছে। এখনও পর্যন্ত বামফ্রন্ট অন্তত: তাত্বিকভাবেও মাঝে মাঝে মডেলটিকে প্রশ্ন করত কিন্তু প: বঙ্গে তৃ-ক ক্ষমতাতে এলে সেই মডেলটিরই সর্বভারতীয় প্রয়োগে আরও সহায়তা করবে। বিজেপির রাজত্বকালেও তৃ-ক বিজেপির সব কাজকর্মকেই নিরবে সমর্থন করেছে। কাজেই আপনার প্রত্যাশা মত কিছুই বদলাবে না আর ""জনতা বাঁধা বাবুর"" হাত ছাড়িয়ে বারোয়ারী বেশ্যাতে ""পরিবর্তিত"" হবে।--কিছু বলার নেই, কেননা --"পসন্দ আপনা আপনা.....

    তবে নজর কাড়ার মত ঘটনাগুলি আরেকবার মনে করিয়ে দিই। অনেকদিন আগেই মাওবাদি নেতা পরিষ্কার ভাষাতে জানিয়েছিলেন যে তাঁরা মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান। সম্প্রতি তথাগত রায় তারানন্দতে জানিয়েছেন যে তাঁরা প: বঙ্গে বামফ্রন্টকে হটানোর জন্য কংগ্রেসকেও সমর্থন দিতে রাজি আছেন। Organiser-কাগজও উৎফুল্ল http://www.organiser.org/dynamic/modules.php?name=Content&pa=showpage&pid=344&page=8। সম্প্রতি যে সব বিজেপি নেতারা দল বদলে তৃ-কতে গিয়েছেন তাঁরা একনও তাঁদের RSS-এর সদস্য পদ ছাড়েননি। আর্থাৎ কিনা মাওবাদী, প্রাক্তন নকশাল, বিজেপি, কংগ্রেস, তৃণমুল সকলে একজোট হয়েছে বামফ্রন্টকে হঠাতে? এদের সকলের থেকে বামফ্রন্ট বুঝি আরও বেশী পাপকর্ম করেছে?

    এটা আগেও লিখেছিলাম। ১৯৭৭ থেকে আজ পর্যন্ত দিল্লীর তাওয়াতে তো রুটি অনেকবার বদলানো হল। আপনার কি মনে হচ্ছে যে কেন্দ্রের অর্থনীতির মডেল -- যা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন -- সেটা কি ক্রমশ: জনমুখী হচ্ছে?
  • a | 208.240.243.170 | ১৬ মে ২০১০ ২০:০৮447550
  • জালির থেকে মালের উদাহরণ খানা বেশি appropriate হল

    http://www.rabindra-rachanabali.nltr.org/search/apachesolr_search/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2

    @subhajit দ্বার্কা থেকে এট্টু সরে এসে গুরুগ্রামে এসে দেখুন, দিনে ৪-১০ ঘন্টা আলো না থাকা নর্মাল :)
  • arindam | 59.93.198.217 | ১৬ মে ২০১০ ২২:১৩447551
  • "ছোটোলোকদের মাথায় তুলেছে'- মধ্যবিত্তের উক্তি। বেশ মানলাম। কিন্তু bbজান- এই সি পি এম-এ মধ্যবিত্ত ছাড়া আর কে আছে? সিপিএম নেতৃত্বের লিস্টি দেখে বলুন তো?
    মমতা পারবেনা, বেশ সেটা বুঝলাম কিন্তু বু ভ কী করবেন, এতদিন কী করলেন, খাতায় কলমে শিল্পবন্ধু আর সকাল বিকেল ডিগবাজি দেওয়া ছাড়া বু ভ-র কাজ কী?
    কংগ্রেস, বিজেপি কোনকালেই বলেনি তারা ধর্ম মানেনা কিন্তু যাঁরা বলেছে তাঁরা কী করে একটু বলবেন।
  • Tim | 71.62.121.158 | ১৬ মে ২০১০ ২৩:০৯447553
  • আজ্জোদা,
    হয়ত তাহলে তিনোমুলকে ভোট দেওয়া নিয়ে অনেকেরই সন্দেহ থাকতোনা। বিদেশে শিক্ষা, ক্লাসটাস বাদ দাও, একজন জনপ্রতিনিধি প্রায় মেলোড্রামাটিক আর সম্পূর্ণ ইনকনসিসটেন্ট হলে তার ওপর ভরসা করা যায় কি? একটা রাজ্যের ভালোমন্দের সমস্ত সিদ্ধান্ত একজন নিচ্ছেন--এই সিচুয়েশনটা ভাবতেই ভয় করে। মমতাকে আদর্শ নেত্রী হিসেবে তর্কের খাতিরে মেনে নিলেও করে, কারণ দলে কোন ব্যাকাপ মাথা নেই। এর সাথে সিপিএম মতাবলম্বনের কোন সম্পর্ক আছে কিনা তুমিই ভেবে দ্যাখো।
  • aka | 24.42.203.194 | ১৬ মে ২০১০ ২৩:৩২447554
  • টিম, এই যুক্তিটা যদি কোন সাধারণ লোক দেয় কোন আপত্তি নেই।

    কিন্তু শুধু এই যুক্তিতে তৃণমূলের বিরোধীতা, রাজনীতির লাইনের বিরোধীতা নয়। রাজনৈতিক লাইনের বিরোধীতা হল সাম্রাজ্যবাদী, ফ্যাসিস্ট, শ্রেণীদৃষ্টিভঙ্গী ঘাঁটা কোন দলকে ভোট দিবেন না, সে তার নেতা মমতা হলেও নয়, জ্যোতিবাবু হলেও না। কিন্তু সেটা খুব একটা দেখতে পারছি না।

    যেটা দেখছি তাহল, সিপিএমকে ভোট দেবেন না, ভালো কথা দিনে ১০ ঘন্টা লোডশেডিং থাকবে, আমাদের রাজত্ব থাকলে সাড়ে নয় ঘন্টার বেশি অন্ধকার থাকবে না এই প্রতিশ্রুতি রইল, ত্রিপুরার কথা মনে আছে তো, ইত্যাদি ইত্যাদি। এইসব কে কত কম খারাপ তা প্রমাণ করার যুক্তি টুক্তি ইত্যাদি। এইটাই সিপিএমের ঘোষিত স্ট্যান্ড কিনা জানার ইচ্ছে।
  • pi | 72.83.210.50 | ১৬ মে ২০১০ ২৩:৪৯447555
  • স্থিতধী বুদ্ধের 'কনসিস্টেন্সি' ও রাজ্য সম্বন্ধে নেওয়া সিদ্ধান্ত গুলি নিয়ে অবশ্য কিছু না বলাই ভাল :)

  • Tim | 71.62.121.158 | ১৬ মে ২০১০ ২৩:৫৯447556
  • আমি তো সাধারণ লোক হিসেবেই কইলাম। সাধারণ লোক হলো শাঁখের করাত। সিপিএম তিনোমুল ঘেঁটুফুল যেই আসুক আমি ( বা আমার অনুপস্থিতিতে আমার পরিবার, বন্ধু ইত্যাদিরা, যারা "পরিবর্তন" এর মধ্যে আছে) মার খাবো।

    এই যেমন পাই সুন্দর একটা পোলারাইজেশন করতে চাইছে যে, মমতাকে ইনকনসিস্টেন্ট বলা মানেই বুদ্ধকে কনসিস্টেন্ট বলা, সেটা নিয়েই তিনোমুলপন্থীদের সাথে বিরোধীতা। ঘটনাটা আদৌ তা নয়।
  • lcm | 128.48.255.27 | ১৭ মে ২০১০ ০০:০০447557
  • পশ্চিমবঙ্গে আসন্ন নির্বাচন নিয়ে আজ একটি কাগজে দেখলাম -
    It is really a complex situation. When the question is to choose between bad and worse, one can well imagine that the situation is pretty bad. Because in the absence of ‘good’ nothing ‘better’ can take place.
  • Tim | 71.62.121.158 | ১৭ মে ২০১০ ০০:০৩447558
  • রাজনীতির লাইনে বিরোধীতা করে কি হবে? ম্যাঙ্গো মানুষ তো শুধু ভোট দেবে, নয়ত পতাকা বইবে আর বুলেট খাবে।
    এসব বিলাসিতা বরং আমাদেরই শোভা পায়, যারা অনেকেই লাল-সবুজ-গেরুয়ার নাগালের বাইরে।
  • Tim | 71.62.121.158 | ১৭ মে ২০১০ ০০:০৫447559
  • এক্কেরে ঠিক কথা। ক।
  • aka | 24.42.203.194 | ১৭ মে ২০১০ ০১:২১447560
  • টিম, সিপিএম একটি বামপন্থী দল (মার্ক্সবাদী)। একটি দল নিজেকে বামপন্থী বললে সেই দল ও তার কর্মী (প্রাক্তন ও বর্তমান)দের কাছে বামপন্থী যুক্তি এক্সপেকটেড। সেই জন্যই প্রশ্নটা সিপিএম মতালম্বীদের কাছে রেখেছি। কমন সেন্স যুক্তি দিলে আপত্তি নাই শুধু মার্ক্সবাদী তকমা ছেড়ে বেরলেই চলবে।
  • Tim | 71.62.121.158 | ১৭ মে ২০১০ ০২:০৯447561
  • সিপিএম মতাবলম্বী মানে যদি কর্মী-সমর্থক (বর্তমান) হয় তো তারাই যা বলার বলবে। প্রাক্তন কর্মী-সমর্থকদের (মানে যারা বীতশ্রুদ্ধ) কোনো দায় নেই। তাদেরও দায় নেই যারা মতটার সম্পূর্ণ সমর্থক না হয়েও ভোট দিয়ে জিতিয়েছিলো এদের। ভোটারদের কেউ ডিফেন্ড করেনা। সুতরাং দলকে তারা ডিফেন্ড করবে কেন? এমনিতেও এতদিনে এটা পরিষ্কার যে পকাবু, স্থিতাবু আর পলিটিকাল চাঁই ছাড়া অন্য সবাই দাবার ঘুঁটি।
  • Du | 173.57.186.114 | ১৭ মে ২০১০ ০৪:২৯447562
  • কালিঘাট, ছোটলোক, বিলেতফেরত এই কথাগুলো বলা প্রকৃত পরিস্থিতিকে একটু গুলিয়ে দেবার চেষ্টা নয় কি?

    তিনটে ঘটনা পরে ওনার তিনটে অবিস্মরনীয় উক্তি মনে করাই -

    এক বিধ্বংসী ঝড়ের লাখো মানুষ গৃহহারা, স্বজনহারা হবার পরে - 'আইলা, সিপিএমের নাইলা।"

    একটি ভয়ংকর আগুনে বহু লোক না চেনার মত পুড়ে মারা যাবার পর - "সিপিএমকে মানুষ এমনভাবে পুড়িয়ে মারবে , বডি চেনা যাবে না'

    এই কদিন আগে - ' কংগ্রেস সি পিএমকে খাইয়ে দিতে পারবে না, ওদের জিভে ঘা হয়ে গিয়েছে'

    হে পাঠক, এই বাক্য গুলোতে যদি সিপিএম ছাড়া কারও অপমান, সিপিএম ছাড়া আর কারও প্রতি আঘাত আপনাদের চোখে পড়েনি, বা যদি এটাকে শিক্ষা বা রুচির অভাবে নিম্নবিত্তসুলভ হাল্কা কথাবার্তা মনে হয়েছে, তা হলে আপনি তৃণমূল সমর্থক।
    সেক্ষেত্রে কোন তর্ক নেই যে আপনি কিভাবে তৃণমূলকে ভোট দেবেন। আপনার রাজনৈতিক পক্ষপাতকে সম্মান জানাই ।
  • kallol | 115.184.124.158 | ১৭ মে ২০১০ ০৭:২৯447564
  • সেদিন স্টারানন্দের অনুষ্ঠানে কৌশিক, ব্রাত্য, সুচিত্রা, তথাগত, নির্বেদ, সুজন আর অভিরুপের আলোচনা শুনছিলাম। খুব যে একটা উঁচুদরের আলোচনা হচ্ছিলো তা নয়। তবে জোট ভাঙ্গা-গড়া নিয়ে বা এ দল থেকে ওদল যে যুক্তির অবতারনা হচ্ছিলো সেটা বেশ মজার। কোন কিছুতেই কারোরই বিশ্বাসযোগ্যতা কমার ব্যাপার নেই। সত্যি, সাফল্যের মত সফল - এর ওপর কিচ্ছুটি নেই।

    কৌশিকের অবস্থান ভালো লাগছিলো।

    শেষের দিকে সুজনকে নির্বেদ খুব বুক ঠুকে বলছিলো, জরুরী অবস্থার মধ্যে কোন সিপিএম নেতা গ্রেপ্তার হননি। সুজন কেমন অস্পষ্টভাবে বলার চেষ্টা করলো - আমরা আত্মগোপন করেছিলাম। সঙ্গে সঙ্গে নির্বেদ আর তথাগত বলে উঠলো - জোতিবাবু আত্মগোপন করবেন এমন জায়গা আছে নাকি!! অথচ সুজন জবাব দিতেই পারতো - দুজনের নাম - রাজদেও গোয়ালা আর অবশ্যেই জ্যোতির্ময় বসু।
  • kallol | 115.184.124.158 | ১৭ মে ২০১০ ০৭:৩২447565
  • লালুর মাঠ-ঘাটের ভাষণ শুনুন। মমতাকে সাইডলইনে বসিয়ে দেবে। তার সাথেও তো জোট হয়।
  • Arpan | 122.252.231.10 | ১৭ মে ২০১০ ০৮:১৮447566
  • কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর ওপর এত রাগ কেন কমরেড?

    বু ভ তো কাল আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে আলাদা করে মধ্যবিত্ত শ্রেণীর নাম করে সমর্থক চেয়েছেন। :-)
  • Arpan | 122.252.231.10 | ১৭ মে ২০১০ ০৮:২০447567
  • অ্যাল, সমর্থন চেয়েছেন।
  • . | 115.117.225.119 | ১৭ মে ২০১০ ০৯:০৭447568
  • রঞ্জনদার এই সিনিক দর্শন মান্য করলে কতগুলো প্রশ্ন ওঠে: পরের লোকসভা নির্বাচনে কাকে ভোট দেওয়া উচিত- সিপিএম না বিজেপি? যে সমস্ত পৌরসভা, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি তৃণমূল বা কংগ্রেসের দখলে সেখানে কি এবার বা পরের বার সিপিএমকে ভোট দেওয়া উচিত?
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ০৯:২০447569
  • এবার লালুকে মাপকাঠি ধরে মমতাকে তোল্লাই এবং প্রকারান্তরে বামফ্রন্টকে গাল দেওয়ার নতুন পদ্ধতির সুত্রপাত হল।
  • kallol | 115.184.105.213 | ১৭ মে ২০১০ ১০:০৬447571
  • লালুকে মাপকাঠি ধরার কারন - তিনি তো সিপিএমএর স্বাভাবিক মিত্র, তাই। আর অন্য ব্যাপারে তো কম:, আপনারাই পথ প্রদর্শক। বিহারের থেকে আমাদের (প:ব:) অমুক ভালো, তমুক ভালো ইত্যাদি। সেসব এতো তাড়াতাড়ি ভুলে গেলে চলে কম:!!!
    যাত্তারা, লালুতে এতো অ্যালার্জি? একি কথা শুনি আজ মন্থরার মুখে? এরপর শুনবো, মায়াবতীতেও অ্যালার্জি, জয়ললিতাতেও। ও: এদের সাথে তৃতীয় জোট কারা যেন করেছিলো!!! মাওবাদীরা বোধহয়। নাকি তৃণমূল? কি জানি আইজকাল আর কিসু মনে থাহে না।

    আর, বামফ্রন্টকে প্রকারন্তরে গাল দেবো কেন? সোজাসুজিই তো দেওয়া যায়। এতো কাল তো তাই করে এলাম। এমন তো নয় যে বামফ্রন্টকে গাল দেবার বিষয়ের অভাব পড়িয়াছে।

    পরের লোকসভায় কাকে ভোট দেব, সেটা পরের লোকসভা ভোটের আগে ঠিক করতে হবে। মোদ্দা কথা ক্ষমতাশালী যখনই ক্ষমতার গর্বে উদ্ধত হয়ে উঠবে তখনই তার বিরোধীতা করতে হবে।

  • Sibu | 174.145.203.93 | ১৭ মে ২০১০ ১০:১০447572
  • ডেভিলস ডিকশনারী:

    ক্ষমতাশালী যখন ক্ষমতার গর্বে উদ্ধত হয়ে উঠবে - অর্থ, যখন আর আমাদের মঞ্চে ডাকবে না।
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ১০:১২447573
  • হাওড়ায় ১২-১৫ নম্বর স্টেশনে অপেক্ষমান যাত্রীদের প্রায়ই প্যাসেনজার ট্রেন ধরার জন্য ২২ নম্বর প্ল্যাটফর্মে দৌড় করায় রেল কর্তৃপক্ষ। এবং ঘটনাটি প্রায়ই ঘটে কাজের দিনে সন্ধ্যেবেলায় যখন কাজ সেরে ঘরে ফেরা মানুষের ভিড়ে গিজগিজ করে স্টেশন। ঘোষণাটি অবশ্যই শেষ মুহূর্তে হয়। স্টেশন বদলের সেই নারকীয় বিভৎসতার বধ্যে বার-দুয়েক অংশ নেওয়ার সৌভাগ্য হয়েছে আমার। এখনও কেন বড় কোন বিপদ ঘটেনি সেটাই আশ্চর্যের! শশী থারুরের কথামত মানুষকে তখন গরু-ছাগলেরও অধম বলে মনে হয়। মা-মাটি-মানুষের জন্য কেঁদে আকুল হওয়া মমতার আমলে এই অবস্থার কোনই ""পরিবর্তন"" হয়নি।
  • PT | 203.110.246.230 | ১৭ মে ২০১০ ১০:১৮447575
  • আর বিরোধীরা যখন ক্ষমতায় না গিয়েই হিংস্র বিভৎসতায় মেতে থাকবে বা সরাসরি প্রকাশ্য সমাবেশে দাঙ্গার উসকানি দেবে---যেমন দিদি দিলেন দুদিন আগে--- তখন কিভাবে তার বিরোধীতা হবে? তাদের কি সরকারে নিয়ে এসে ঔদ্ধত্য কমাতে হবে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন