এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৪৩ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 117.195.162.148 | ২০ অক্টোবর ২০০৯ ২১:১৮420278
  • বাজার ও শ্যামল অবিচ্ছেদ। সেই বহু পঠিত কাহিনীর 'গোরুর" রচনা লেখার মত, শ্যামল ঠিক বাজারের উপযোগীতা এনে ফেলবেনই :)
  • Mmu | 78.236.153.102 | ২০ অক্টোবর ২০০৯ ২১:৪৯420279
  • শ্যামলের এই চিন্তাটা constructive
  • Bratin | 117.194.97.66 | ২০ অক্টোবর ২০০৯ ২২:০৯420280
  • শ্যামল দা র এই ব্যক্তব্য ট ঠিক। কম্পিটিশ্যান ছাড়া কোনো পরিসেবা র মান উন্নয়ন আর কম দামে সেই পরিসেবা পাওয়া। আর বাজার কে আমরা কি অস্বীকার করতে পারি। বেশী দিনের কথা নয় । ২০০১-২০০২ র কথা। সেই সময় সেল এ ফোনে পেতে ২-২:৫০ টাকা/ min দিতে হত। অনেক দিন ই সেটা ফ্রি। USA কিন্তু এখন ও সেল এ incoming ফ্রি নয় ।এটা সিম্পলি সম্ভব ভারতের বিশাল বাজারের জন্যে।

    তবে আমাদের দেশে বেসরকারী-করন এর আগে অনেক কিছু বিষয় চিন্তা ভাবনা করার আছে।
  • a x | 143.111.22.23 | ২০ অক্টোবর ২০০৯ ২২:১৬420281
  • ইউএসএ তে ইনকামিং ফ্রী না?
  • Mmu | 78.236.153.102 | ২০ অক্টোবর ২০০৯ ২২:১৭420282
  • Mr Bratin এর সাথে আমি এ ব্যাপারে একমত
  • Mmu | 78.236.153.102 | ২০ অক্টোবর ২০০৯ ২২:২৩420283
  • usa তে incoming charge দিতে হয়।অবশ্য হয়্‌ত বেশি দামি rental এ দিতে হয় না।কিন্তু মোটামুটি দিতে হয় বোলেই জানি
  • shyamal | 24.117.233.39 | ২০ অক্টোবর ২০০৯ ২৩:২০420284
  • আমেরিকায় সাধারণত: সবাই পোস্ট-পেড ব্যবহার করে। ধরুন আপনি নিলেন মাসে সাতশো মিনিটের প্ল্যান। এবারে অপনি কল করলে বা কল রিসিভ করলে আপনার মিনিট কাটা যাবে। তবে মাসের শেষে কিছু বাঁচলে সেটা রোল ওভার হবে পরের মাসে। কিন্তু সাধারণত: রোজ রাত নটার পর ও শনি-রবি দেশের মধ্যে সব কল ফ্রি। অপরপক্ষে সেল ফোনে আপনি ৮০০ নাম্বার (টোল-ফ্রি) কল করলেও আপনার মিনিট একইভাবে কাটা যাবে।
  • a x | 143.111.22.23 | ২০ অক্টোবর ২০০৯ ২৩:২৯420285
  • আমার একেবারে বেসিক প্ল্যান। মাসে ৪০ ডলার দিই। কল রিসিভ করলে কোনো মিনিট কাটা যায়না। আনলিমিটেড রিসিভ করতে পারি, ৩৫০ মিনিট কল আমি পিক হাওয়ার্সে করতে পারি। রাত ৯টা থেকে সকাল ৭টা ফ্রি। উইকেন্ড ফ্রি। এটি ভেরাইজন ও এটি&ট দুটোতেই। আপনারা কোম্পানী বদলান তাহলে।
  • shyamal | 24.117.233.39 | ২০ অক্টোবর ২০০৯ ২৩:৫৩420286
  • অ ক্ষ
    আপনার বিলটা চেক করুন। এটিটি বা ভ্যারাইজন কারোরই প্ল্যানে আনলিমিটেড ইনকামিং ফ্রি নেই। তবে কোন কোন প্ল্যানে আপনি দশটা অবধি নাম্বার রাখতে পারেন। সেই নম্বরগুলোতে ফোন করলে বা সেখান থেকে ফোন এলে ফ্রি। কিন্তু AT&T তে সেটার জন্য আপনার মাসে ১৪০০ মিনিট বা তার বেশির প্ল্যানে যেতে হবে।

    ( আপনি চাইলে ওদের ওয়েবসাইটে গিয়ে আপনার কল ডিটেল চেক করতে পারেন)।
  • Tim | 198.82.25.241 | ২১ অক্টোবর ২০০৯ ০০:০১420288
  • ঠিক। ঐ ৩৫০ মিনিট ইনকামিং/আউটগোয়িং মিলিয়েই। যদি পিক আওয়ারে হয়। একমাত্র ভ্যারাইজন টু ভ্যারাইজন হলে সব সময় ফ্রি। অন্য প্রোভাইডারদেরো এরকম স্কিম আছে মনে হয়।
  • Arpan | 122.252.231.12 | ২১ অক্টোবর ২০০৯ ০০:১০420289
  • আমার মত "দেশজ' পাব্লিকও অক্ষদার এরূপ সারল্যে বিস্মিত হলাম।
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:১৮420290
  • সিরিয়াসলি? আমি এখন খুব কম কথা বলি ফোনে। কিন্তু এককালে তো প্রচুর বলতাম তখন তো কোনো একস্ট্রা পয়সা দিইনি!
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:১৯420291
  • হ্যাঁ দেখলাম। সরি, আমিই ভুল।
  • aka | 173.33.234.215 | ২১ অক্টোবর ২০০৯ ০০:৪৫420292
  • ইনফারেন্সে আমার রেকর্ড খুব খারাপ তাও বলা যায় অক্ষদার বাড়িতে ফাইনান্স মিনিস্ট্রিটা অক্ষদার হাতে নেই। ;)
  • a x | 143.111.22.23 | ২১ অক্টোবর ২০০৯ ০০:৫০420293
  • ও বাওয়া। এখন তো তাও দুবেলা ভাত জোটে। বাড়ি গেলে সুইচ টিপলে আলো জ্বলে। ইন্টার্নেট অ্যাক্সেস কেটে দেয় নি। হস্তান্তর হলে কি কি দেখতে হত কে জানে!
  • LiNa | 59.93.240.42 | ২১ অক্টোবর ২০০৯ ০১:০৮420294
  • তৃনমুলি দের বুদ্ধিজিবি স ম্প র্কে লেনিন হয় তো লিখে্‌তন the petty-bourgeois and philistine professors and publicists ... sing near-socialist phraseology আর বাকি দের সম্প র্কে হয়্‌ত MarxThe “dangerous class”, [lumpenproletariat] the social scum, that passively rotting mass thrown off by the lowest layers of the old society, may, here and there, be swept into the movement by a proletarian revolution; its conditions of life, however, prepare it far more for the part of a bribed tool of reactionary intrigue.

    আমি কিন্তু কিছু ব ল ছিনা :-)
  • LiNa | 59.93.240.42 | ২১ অক্টোবর ২০০৯ ০১:১৫420295
  • ওটা হবে usingtheirsocialistphraseology

    স্যরি
  • Binary | 198.169.6.50 | ২১ অক্টোবর ২০০৯ ০১:৪৮420296
  • বাপরে, ম্মু-র পরে লীণা। লিকুইড অক্সিজেন হলে তাও একটু কম ভয় পেতাম।

    অক্ষ কে খিল্লি কোরো না, সেল ফোনের ব্যাপারে অনেকেই ঠিকঠাক প্ল্যানটা জেনে রাখে না। এই যেমন আমি। হালার কোনো সেল ফোনের শোরুমে গেলেই, একগাদা ফিরিস্তি দেবে, এটা ৬০০ মি: , এটা ৩০০ মি: + ফ্রি এভিনিং, নর্থ অ্যামেরিকা ফ্রী, হ্যানাত্যানা। শেষে, যেটায় দেখি মাসে কম স্ট্যান্ডার্ড বিল হবে সেটাই নিয়েছিলাম। আর অন্য একটা প্রিপেইড। সেটায় মাইরি ৩০ দিনের মধ্যে রিচার্জ না করলে আগের ব্যালেন্স ঘচাং-ফু হয়ে যায়। আর মিনিমাম ৩০ ডলার ভরতে হয়। তাই ৩০ দিনের আগের দিন যাকে তাকে ফোন করে, ঘুম থেকে উঠেছে কিনা, কি দিয়ে ভাত খেয়েছে এসব গল্প করে ব্যালেন্সটাইম খরচ করতে হয়
  • shyamal | 24.117.233.39 | ২১ অক্টোবর ২০০৯ ০২:৩৫420297
  • এইমাত্র স্বপ্ন দেখলাম (মাক্কালির দিব্বি) লেলিন (বেশিরভাগ বাঙালি ওনাকে ঐ নামেই ডাকে) বলছেন, কার্ল দা, আমি হাওড়া টু দিল্লি দুরন্ত থেকে বলছি। মাইরি আমাকে সাইডের মিডল বার্থ দিয়েছে এই পেতি বুর্জোয়ারা। তুমি একটু মমতাদিকে কল করে ওপরের বার্থ দিতে বলবে?
    মার্ক্স বলছেন, শালা মাঝরাতে নক্সা হচ্ছে? জানিস আমার ইনকামিং ফ্রি নয়। এতগুলো মিনিট গেল। শালা প্রোলেতারিয়েত কোথাকার।
    যা ব্বাবা। এখন তো রাত। সব কল ফ্রি।
    ওরে গাধা, আমেরিকায় তো সকাল এখন।

    এমন সময়ে ঘুমটা ভেঙে গেল।
  • AB | 170.35.224.63 | ২১ অক্টোবর ২০০৯ ০৪:২০420300
  • এইটা শ্যামল অসাধারণ দিয়েছেন
  • a x | 75.53.200.70 | ২১ অক্টোবর ২০০৯ ০৬:৩৭420301
  • :-))
  • murkho nagorik | 117.200.80.134 | ২১ অক্টোবর ২০০৯ ০৮:২০420302
  • থানা আক্রমন করে পুলিশকে যুদ্ধবন্দী বানিয়ে আরো দুজন বুর্জোয়া (পড়ুন সিপিয়েম) পুলিশকে খুন করে মমতার মাওবাদী বন্ধুরা দুরন্ত এগোচ্ছেন। মানতে বাধ্য । পরিবর্তনকামী তৃনমুলি বুদ্ধিজীবিরা নীরব । ছত্রধরকে ধরে সিপিয়েম অন্যায় কাজ করেছে বেশ বুঝতে পারছি । ছত্রধরকে না ছাড়লে আর যৌথবাহিনী না তুলে নিলে এমন আগুন জ্বলবেই । এই তো মমতা । তাকে নিয়ে এতো গর্ব আপনাদের !! ভাগ্গিস রেলমন্ত্রী হয়েছিলেন। নইলে এগারোর ইলেকশন লড়তে আরো যে কত প্রান বলি হত কে জানে । আর এই মমতাই সিপিয়েমের সন্ত্রাস সিপিয়েমের হার্মাদ করে গলা ফাটাচ্ছেন । মাইরি। কালিঘাটের গলাখানা না থাকলে এ সব কিছুই হত না । ম্মুদিদি, লীনাদিদি ভাবনা করবেন না। আপনাদের দিদি মুখ্যমন্ত্রী হচ্ছেনই । তৃনমুলের সবাই গলা বাজানোয় ওস্তাদ। এ সময় ওদের বুদ্ধিজীবিদের গলা বাজানো বন্ধ কেন সেই নিয়ে মুক্‌খ্‌য়ু নাগরিক ধন্দে পড়েছি। খোলসা করবেন দাদা দিদিরা।
  • murkho | 117.200.80.134 | ২১ অক্টোবর ২০০৯ ০৮:২৬420303
  • @দুখেবাবুকে বলছি,
    দাদা, বুদ্ধবাবুর জন্যে মায়া করবেন না । সাত লক্ষ পুত্র আর সওয়া লক্ষ নাতির বেশিটাই বেনোজল। এখন বুঝছেন তো?সব হাওয়া (পড়ুন পরিবর্তনের হাওয়া) বুঝে মমতার দলে ঢুকেছে।যারা সিপিয়েমকে কামাওবাদী বলে নাটকে গাল দিচ্ছে, তারা কামাওবাদী খাওবাদী মাওবাদী হয়ে তার প্রমান দিচ্ছে। এখন থেকেই। এগারোর পর কি হবে সে দেখব বলে বসে আছি।
  • Pintu | 24.21.198.64 | ২১ অক্টোবর ২০০৯ ০৮:৫৩420304
  • একটু ভবিষ্যৎবাণী করি -

    বুদ্ধিবাবু-বিবি রা পথে নামবেন। দাবী - সমস্ত মাওবাদী ও তার সহযোগী হিসেবে যাদের ধরা হয়েছে তাদের ছেড়ে দিতে হবে। দাবী মানা হলে ঐ ওসি মুক্তি পাবেন এবং ২০১১ এ তৃণমূল এর প্রাথী হয়ে ভোটে লড়বেন।
  • Arijit | 61.95.144.122 | ২১ অক্টোবর ২০০৯ ০৯:৪৩420305
  • কিন্তু ম্মু নিজে মনে হয় তৃণমূলের নির্বাচনী লিফলেটগুলো পড়েননি। পড়লে শ্যামল এবং ব্রতীনের সাথে একমত হওয়া আর মমতাকে সাপোট করা - এই দুটো একসাথে করতে পারতেন না।
  • dukhe | 122.160.114.84 | ২১ অক্টোবর ২০০৯ ১০:১৯420306
  • http://www.anandabazar.com/21cal8.htm
    পুলিশকে তোলা না দিয়ে উল্টে তাকেই তুলে নিয়ে যাওয়া ? মাওবাদীরা নিপাত যাক । বুদ্ধিজীবীদের বুক ফেটে যাচ্ছে না কেন ?
  • Arijit | 61.95.144.122 | ২১ অক্টোবর ২০০৯ ১০:৪৪420307
  • সেলফোন আর ডেকান এয়ারের তুলনা মেনে নিতে হবে, অথচ বেসরকারি হাতে পড়েও ক্রমশ: রেলফেয়ার বাড়তে থাকা এবং সার্ভিস খারাপ হতে থাকা (এবং অবশেষে টোরিদের রেল বেসরকারীকরণের ভুল স্বীকার করা) বিলেতের রেলের তুলনা কেন গ্রাহ্য হবে না সেই প্রশ্ন অবশ্যই অবান্তর, কারণ বাজার হল "মিরাকিউরল'।
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১০:৫৮420308
  • পুলিশ যদি মাওবাদী মারে, তবে মাওবাদীও পুলিশ মারবে। পুলিশ যদি মাওবাদী ধরে, তাহলে মাওবাদীও পুলিশ ধরবে। দুটো কাজই অন্যায়। একটা প্রচলিত আইনে ""আইনী ব্যবস্থা"" - অন্যটা প্রচলিত আইনে ""বেআইনী""।
    কিছুদিন আগেও বুদ্ধ-বিমান মাওবাদীদের সাথে রাজনৈতিক মোকাবিলার কথা বলতেন। সে সব বুলি উড়ে গেলো।
    দেখলাম স্বরাষ্ট্র সচিব বলেছেন - এই যে পুলিশ মরছে - তাই নিয়ে তো হৈ চৈ হচ্ছে না! তারপর ব্যাঙ্গ করে বলেছেন - কারন পুলিশ তো বেওয়ারিশ।
    তা ওনারা পুলিশকে কেমন ভাবেন? একটা মাওবাদী এলাকার থানায় চাড্ডি থ্রি-নট-থ্রি? কেন? সরকারের কি আধুনিক অস্ত্রের আকাল পড়িয়াছে? ওনারা নিজেরাই নীচের তলার পুলিশদের কি ভাবেন - তা যেকোনো থানায় গেলেই টের পাওয়া যাবে। বড়-মেজ-সেজবাবুরা কনিষ্ঠবলেদের সাথে কি ব্যবহার করেন সেটা দেখলেই বোঝা যায় কার কতো দরদ।

    প্রশ্নটা মমতা ক্ষমতায় আসবে কি আসবে না এটা নিয়ে নয়। প্রশ্নটা সিপিএম-এর ঔদ্ধত্বের অবসান ঘটানো। তাতে সিপিএম-তৃণমূলের চেয়ে ভালো বিকল্প পাওয়া যাচ্ছে না। তৃণমূলও ক্ষমতায় এলে সিপিএম যা যা করেছে ঠিক তাই তাই করবে। প্রথমদিকে হয়তো একটু ""উদারতা"" দেখাবে। তারপর সিপিএম ঠ্যাঙ্গানো, পঞ্চায়েত দখল, বিশ্ববিদ্যালয়-কলেজ-স্কুল সব যায়গায় নিজের সমান অযোগ্য লোক বসানো - এসবই করবে - হয়তো আরও অপরিশীলিত উপায়ে করবে। তখন আবার পথে নামতে হবে। তবে এটা নিশ্চিত তখনও সিপিএম পথে নামবে না। যেমন ৭২ থেকে ৭৭ নামেনি, হঠকারীতা হয়ে যাবে এই অজুহাতে। আজ ২০শে জুলাই ১৯৭৪ এ শহীদ প্রবীর দত্তের মাকে নিয়ে বিমান চোখের জল ফেলে। সেদিন যখন ডিওয়াইএফ-এর অপিসে প্রতিবাদে রাস্তায় নামার আর্জি নিয়ে গেছিলাম, তখন বাঁ পায়ের কড়ে আঙ্গুলটিও হেলান নি - এই বিমান-সুভাস-দীনেশ বাবুরা।

  • Arijit | 61.95.144.122 | ২১ অক্টোবর ২০০৯ ১১:০৮420309
  • এখনো তো ক্ষমতায় আসেনি - পাড়ায় হালকা হুমকি টুমকি শোনা যাচ্ছে। আমরা পরিচিত মুখ কিনা:-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন