এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বিপদে মোরে রক্ষা কর ....... মানে 'আত্মরক্ষা'

    কেলো
    অন্যান্য | ১২ আগস্ট ২০১২ | ১২০৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • গান্ধী | 213.110.246.230 | ২৪ আগস্ট ২০১২ ১৮:১১570961
  • পাইদি

    I AM বলে আগেরবছর একটা সিনেমা হয়েছিল ওনিরের । ৪টে গল্প মিলিয়ে। সেখানে এই বিষয়টা নিয়ে একটা গল্প ছিল
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৮:১৬570962
  • বাচ্চারা প্রতিবাদ করলে ?
  • ব্যাং | 132.167.111.88 | ২৪ আগস্ট ২০১২ ১৮:১৭570963
  • তাতিনের পোস্ট পড়ে চমকে উঠলাম। বাচ্চারা এটাকে খেলা হিসেবে নেয়!!!!!!!!!!!!! ঃ-O
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৮:১৮570964
  • গান্ধী, থ্যাংকু। দেখবো দেখবো করেও ওনির এখনো দেখা হয়ে ওঠেনি। ইউটিউব লিং পেলে দিস তো। এক দু'বার খুঁজে পাইনি।
  • 4z | 84.115.197.226 | ২৪ আগস্ট ২০১২ ১৮:২৪570965
  • তাতিন,

    মানতে পারলাম না। আমার পরিচিত যে কটা বাচ্ছা দেখেছি তাদের কাউকে কিন্তু খেলা হিসেবে নিতে দেখিনি বরং নিজেদের মত করে বাধা দিতে, প্রতিবাদ করতে দেখেছি।
  • তাতিন | 132.252.251.244 | ২৪ আগস্ট ২০১২ ১৮:২৬570966
  • প্যান্ট টা টেনে নামিয়ে দিল- এটা তো বেশ মজারই লাগত ছোটবেলায়, ভাই-ভাইপোদেরও দেখেছি এটা করলে মজাই পায়
  • tatin | 132.252.251.244 | ২৪ আগস্ট ২০১২ ১৮:২৭570967
  • প্রতিবাদ করা, বাধা দেওয়ার মধ্যে তো খেলার পার্টটাই আছে।
  • cb | 127.194.72.149 | ২৪ আগস্ট ২০১২ ১৮:৩২570968
  • মেয়ে বাচ্ছাদের ক্ষেত্রে এরকম হতে দেখি নি, আর ছেলে বাচ্ছাদের কেও দেখেছি প্রতিবাদ গোছের করতে

    আবার কিছু বাচ্ছাকেও দেখেছি খেলা হিসেবে নিতে,

    ডি ক্লেঃ সব ই অবসার্ভেশন
  • ekak | 69.97.40.117 | ২৪ আগস্ট ২০১২ ১৮:৪০570969
  • "কই কই পাখি দেখি " -এটা কাকিমা,মাসিমা , তুতো দিদি এদের খুব পছন্দের খেলা । অনেক পরিবারেই দেখেছি । মুশকিল হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজে পুরুষরা পরিনত বয়স্ক হলেই টুক করে একট মুখোস পরে নেই ,সেটা হলো যত যৌন পীড়ন মেয়েদের সঙ্গেই হয় সুধু । ছেলেদের সঙ্গে ওসব কিছু হয়না । এটা করে পুরুষ সাজাও হয় আবার মেয়েদের কে ঘুরিয়ে "নীপিড়িত" ট্যাগ দিতেও সুবিধে হয় ।
  • 4z | 84.115.197.226 | ২৪ আগস্ট ২০১২ ১৮:৪৬570971
  • প্রতিবাদ করা, বাধা দেওয়ার মধ্যে খেলার পার্ট!!!!

    নাঃ যাই, নইলে অডিটর এবারে আমার প্যান্ট খুলবে ঃ(
  • চণ্ডাল | 116.209.125.108 | ২৪ আগস্ট ২০১২ ১৮:৫৭570972
  • একক​,
    দেখবেন, গুরুমা গুরুদিদি রা রেগে যেতে পারেন। আসলে মলস্টেড মানেই নারী(শিশু) আর মলেস্টার মানেই পুরুষ, এটাও পুরুষতান্ত্রিক চিন্তাভাবনার ফসল। নারীতো মায়ের জাত, তারা আদর করেন!
    আর কোনো একটা টৈ তে কেউ বলেছেন ছেলেদের কাঁদতে নেই, হ্যাঁ ছেলেদের কাঁদতে নেই(এমন টাই শেখানো হ​য় অনেক কে) তাই এসব প্রকাশ করতেও নেই, পুরুষত্বের অপমান।
    কিন্তু আমি কাঁদতে দেখেছি, সে গল্পটাই বলব এখানে
  • tatin | 132.252.251.244 | ২৪ আগস্ট ২০১২ ১৮:৫৮570973
  • আমেরিকান ফুটবল দ্যাখেনি, কি আমাদের ফুটবলেও বাধা দেওয়া খেলারই পার্ট তো, কিম্বা কবাডীতে অপনেন্টকে কোর্টে ফিরে যেতে বাধা দেওয়া ইত্যাদি। একটা বাচ্চাকে করা হচ্ছিল, তার নুনুতে ওন্য কেউ আঙুল ছোঁয়ালে আঙুল বেঁকে যায়, আবার সেই বাচ্চাটা ফুঁ দিলে সোজা হয়ে যায় -এরকম।
    এরপর দেখি এসে এসে নিজের থেকে ঠেকিয়ে যায় দ্যাখে আঙুল বাঁকে কিনা। খেলা না?

    আরেকজনকে শিখিয়ে দেওয়া হল, বলতে 'আমার নাম এন্টনি। প্যান্টের ভেতর টুনটুনি' সে নিজের থেকে যন্তরটি নাচিয়ে নাচিয়ে বলে বেড়ালো।
    (সেদিন আবার বাচ্চাটার ঠাকুমার শ্রাদ্ধ ছিল, ফলে এটা করায় ম্যাসিভ চেচামিচি হয়)
  • rimi | 178.26.205.19 | ২৪ আগস্ট ২০১২ ১৯:০৪570974
  • বাচ্চারা খেলা হিসেবে নিক বা না নিক, বড়রা এই ধরনের কান্ড করলে সেটা নিঃসন্দেহে অন্যায়।

    এই প্রসঙ্গে একটা আর্টিকল পড়েছিলাম, যাতে সাইকোলজিস্টরা বলেছেন যে শুধুমাত্র রেপই যে যৌন অত্যাচার তা মোটেও নয়। শিশুর প্রতি বড়দের যেকোনো রকমের "inappropriate" যৌন ব্যবহারই যৌন অত্যাচারের নামান্তর। তার মধ্যে টাচ, প্যান্ট নামিয়ে দেওয়া ইত্যাদি সব ইনক্লুডেড।

    প্যান্ট নামিয়ে দেবার ঘটনা আমার ছেলের স্কুলে গত বছর ঘটেছিল। ৬ বছরের দুটি ছেলে ক্লাসের অন্য একটি ছেলের প্যান্ট নামিয়ে দিয়েছিল, হয়ত মজা করেই। ঐ ছেলে দুটির গার্জিয়ান কল হয়, এবং তারা দশদিনের জন্যে স্কুল থেকে সাস্পেন্ডেড হয়।

    এই আচরণ বড়রা করলে তা আরো বেশি করে শাস্তিযোগ্য।
  • rimi | 178.26.205.19 | ২৪ আগস্ট ২০১২ ১৯:১১570975
  • চন্ডাল একদম ঠিক বলেছেন। বহু মাসিমা জেঠিমা কাকিমা আছেন আমাদের বাংলাদেশেই যারা ছোটো ছেলেদের সঙ্গে এই ধরণের অন্যায় আচরণ করে থাকেন "স্নেহবশত"।
    ছোটো বাচ্চারা বুঝুক না বুঝুক, এগুলোর সাইকোলজিক্যাল ড্যামেজ মারাত্মক।

    আমার এক মামাতো ভাইএর সঙ্গে তার জ্যেঠিমা রেগুলার এই কান্ড করত। আর তার বাবা, জ্যেঠারা দুজন বাধা দেবার বদলে এই নিয়ে হাসাহাসি করত। ছেলেটাকে ওর মা তাই হোস্টেলে পাঠিয়ে দিয়েছে আর কোনো উপায় না দেখে। ছেলেটা অবভিয়াসলি একদম পছন্দ করে না এইসব আচরণ। ওফ্ফ, মনে হলেই অসম্ভব রাগ হয়ে যাচ্ছে।
  • pi | 82.83.82.13 | ২৪ আগস্ট ২০১২ ১৯:১৮570976
  • চণ্ডালের গল্পটা হোক।
  • 4z | 84.115.197.226 | ২৪ আগস্ট ২০১২ ১৯:২৩570977
  • যে বা যারা একটা ছোট বাচ্ছাকে এগুলো শেখায় তারা সেটা বিক্রৃত মানসিকতা থেকেই শেখায়। আর যারা ফুটবলে বল নিয়ে এগিয়ে যেতে বাধা দেওয়া আর একতা বাচ্ছার ইচ্ছের বিরুদ্ধে প্যান্ট খুলতে বাধা দেওয়াকে এক করে দেখে তাদের আর কী বলব!
  • চণ্ডাল | 116.198.191.195 | ২৪ আগস্ট ২০১২ ১৯:২৭570978
  • কোনো একটা বিয়ে বাড়ী তে গেছি, অনেক চেনা অচেনা তুতো ভাইবোন এসেছে, ছোটো ছোটো ছেলে মেয়ে, আর অনেকেরি মায়েরা ব্যস্ত, তাই না ব্যস্ত মাসি-পিসিরা সানন্দে বাচ্চাদের চান করানোর দায়িত্ব নিয়েছে। এক তুতো ভাই কারো কাছে চান করত না মা ছাড়া, কিছুতেই মাসির কাছে চান করবে না, কিন্তু মাসিটি তাকে জোর করে নিয়ে গেল বুঝিয়ে সুজিয়ে(তোকে আমি ন্যা...... দেখব না তো) আর তার মাকে বলে গেল "দিদি তোর ছেলেকে চান করিয়ে দিচ্ছি"। বাচ্চাটি চান সেরে বেরিয়ে এল ফোঁপাতে ফোঁপাতে,.......
    পরে মাসি-পিসিদের বাক্যালাপ "দিদি কি লজ্জা রে তোর ছেলের, কিছুতেই প্যাণ্ট খুলবে না আমি জোর করে খুলে সাবান মাখিয়ে দিয়েছি", (সমবেত হাসি)
    বাচ্চাটা অনেকখন মাথা গোঁজ করে ছিল......
    সে তুতো-ভাইয়ের কোনো খবর জানি না, সে যদি মহিলাদের সম্বন্ধে বিকৃত ধারনা পোষণ করতে শুরু করে অবাক হব না।
  • ব্যাং | 132.167.111.88 | ২৪ আগস্ট ২০১২ ১৯:৩৬570979
  • ফোজ্জির ৭ঃ২৩য়ে ক্ক।
  • kk | 117.3.243.18 | ২৪ আগস্ট ২০১২ ১৯:৪৪570980
  • প্রতিবাদ করা, বাধা দেওয়া যে সমস্ত খেলার পার্ট সেই সব "খেলা"গুলো যে বাচ্চাদের মনে কত গভীর ক্ষত তৈরী করে তা লিখে শেষ করা যায়না। বড়রা এ নিয়ে একধরণের বিকৃত আনন্দ পান হয়তো, কিন্তু সেই ক্ষতর দাগ বাচ্চাগুলোকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। আমারও ভাবলেই অসহ্য লাগছে !
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ১৯:৪৯570982
  • আমিও ফোর্জির সঙ্গে একমত।
  • tatin | 132.252.251.244 | ২৪ আগস্ট ২০১২ ১৯:৫৯570983
  • বাচ্চারা প্যান্ট নামানোর ক্ষত সারাজীবন বয়ে বেড়ায় এসব কথা পাতি ঢপ-
  • ekak | 69.97.40.117 | ২৪ আগস্ট ২০১২ ২০:০৩570984
  • তাতিন

    অপরিণত ভাবে কারো মধ্যে কোনো চেতনা ইনজেক্ট করতে যাওয়াটা উত্পীরনের পর্যায় এই পরে । সেটা যৌনতা বিশেষ করে টাচ করে ফিলিং তৈরী করা হলে আরও মারাত্মক । এর ফলে বাচ্চা যদি মজাও পায় ( মজা পাওয়া অস্বাভাবিক নয় , ৪৫ দিন বয়েস থেকে বাচ্চাদের শরীরে যৌন অনুভূতি চলে আসে , যৌনাঙ্গে পালক ঠেকালে সেটা অন্য ফিলিং এর চে আলাদা বুঝতে পারে ) তবুও কোনো বড় মানুষের এটা করা উচিত নয় । আমি একটি বাচ্চা ছেলে কে জানি যাকে আমাদের বান্ধবীরা ভয়ে কলে নিত না । কলে উঠেই নিপাট মুখ করে বলত :" তোমার গা তা কি নরম , ময়্দাআর মত" । ময়দা মাখার চেষ্টাও করত । রাত্রদিন ঠাকুমার সঙ্গে থাকার ফলাফল ।
    এখন বড় রা সবাই যে নিজে যৌন সুখ পাওয়ার জন্যে বাচ্চাদের এসব সেখায় তা নয় সবসময় । সেক্স ইস ফান । কিন্তু সেটা পরিনত বয়েসে ।
    অপরিণত বয়েসে সেক্সুয়াল ইনুএন্দ সেখান , ফিলিং তৈরী করা টা আমি বাচ্চাদের ধর্ম মানতে শেখানো বা জোর করে দাবা খেলতে বসিয়ে দেওয়ার মতই অপরাধ মনে করি । সব কিছুর একটা বয়েস আছে ।
  • ekak | 69.97.40.117 | ২৪ আগস্ট ২০১২ ২০:০৪570985
  • *কোলে
  • ব্যাং | 132.167.111.88 | ২৪ আগস্ট ২০১২ ২০:০৮570986
  • নাঃ এই টইয়ে আর নয়। তাতিনের পোস্টগুলো পড়লেই চড়চড় করে ব্লাডপ্রেশার বেড়ে যাচ্ছে।
  • san | 24.99.52.195 | ২৪ আগস্ট ২০১২ ২০:১২570987
  • আমার মনে হয় তাতিন লোককে এনগেজ করার জন্য এসব আলটপকা কমেন্ট করে ঃ-) পাতি মজা দেখার জন্য
  • aka | 178.26.215.13 | ২৪ আগস্ট ২০১২ ২০:২৩570988
  • নাঃ তাতিন এতই কনসিসটেন্ট যে আমার মনে হয় লোককে এনগেজ করে রাখার ভানটাই আসল নয়। এটা কি আমি তাতিনকে এনগেজ করার জন্য বললাম। হতেও পারে। ঃ)
  • rimi | 178.26.205.19 | ২৪ আগস্ট ২০১২ ২০:৩৫570989
  • সবই হল অবদমিত যৌনতার ফলাফল। ছোটোরা, ছেলে মেয়ে নির্বিশেষে সহজ টার্গেট। ছোটো মেয়েরা তবু মায়েদের সঙ্গে এগুলো নিয়ে কথা বলতে পারলেও পারতে পারে (যেমন আমিই বলতে পারতাম)।
    কিন্তু ছোটো ছেলেদের এই কথাগুলো বলার জাস্ট কোনো জায়গা নেই অধিকাংশ ফ্যামিলিতে। কারণ মা মাসিরা তো "স্নেহবশত" এসব করে থাকেন। প্যাথেটিক।
  • | 24.99.158.83 | ২৪ আগস্ট ২০১২ ২০:৪৬570990
  • আকার প্রথম বাক্যটার সাথে একমত।

    সত্যমেব জয়তে'র দ্বিতীয় এপিসোডের পরে আমার বেশ ভাল এক বন্ধু আমাকে ফোনে বলেছিল ও ছোটবেলায় ওর মামার বাড়ীর দিকের একজনের দ্বারা নিয়মিত নির্যাতীত হত। ও-ও ওর মাকে বা বাবাকে বলতে পারে নি, নিজেই নিজের ভেতরে কুঁকড়ে থাকত, নিজেকে ঘেন্না করত। শেষে বেশ অনেকটা বড় হয়ে যাওয়ার পর ব্যপারটা থামাতে পরে। পরে ও জেনেছে ওর সব মাসতুতো ভাই বোনরাই ওনার দ্বারা আক্রান্ত। অথচ ওর মা মাসিরা জানেন না, মানে ওরা বলতে পারে নি। এখনও ঐ লোকটি ওদের বাড়ী আসে, ফোন করে। আমার বন্ধুটি কোনও কথা বলে না। স্রেফ উপেক্ষা করে। সবচেয়ে দুঃখের কথা, ওর নিজের মাই ভাবেন যে এই আত্মীয়টির অবস্থা ভাল নয় বলে ও কথা বলতে চায় না। ছেলেটি আমাকে বলছিল 'কি অপমান তুই ভাব! ছোটবেলায়ও, এখনও --- এই যে মা এরকম ভাবছে, আমার কিরকম লাগে বল, এটা তো সত্যি নয়'

    এই ছেলেটি অসম্ভব স্পষ্টবাদী, দুর্মুখও বটে। কিন্তু ও-ও ছোটবেলায় কিচ্ছু বলতে পারে নি।

    মনে আছে শুনে অবধি আমার বেশ ২-৩ দিন মন খারাপ হয়েছিল।
  • তাতিন | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২১:০৬570991
  • বন্ধুরা বন্ধুদের মধ্যে একটু লিটারালি কাঠি করার চেষ্টা করল, টুংকু নাড়িয়ে দিল কিম্বা একটা সময়ে খুব উঠেছিল ছক্কা বলে বিচি টিপে দেওয়া, সেগুলোও উৎপীড়ন নাকি?
    কিম্বা বাচ্চারা নিজেদের মধ্যে ঘষাঘষি করলে যৌন অবদমন থেকে?

    আর ব্যাংদির তো মনে হয় রাস্তাঘাটে বেরোলেও প্রেসার বাড়ে
  • tatin | 127.197.68.74 | ২৪ আগস্ট ২০১২ ২১:০৯570993
  • একক,
    "অপরিণত বয়েসে সেক্সুয়াল ইনুএন্দ সেখান , ফিলিং তৈরী করা টা আমি বাচ্চাদের ধর্ম মানতে শেখানো বা জোর করে দাবা খেলতে বসিয়ে দেওয়ার মতই অপরাধ মনে করি ।"

    হ্যাঁ, ওই লেভেলের 'অপরাধ' ভাবলে, বা ওগুলোকেও অপরাধ ভাবলে এটাও অপরাধ।

    প্রসঙ্গতঃ আমার এক এক্স-মাও বন্ধু তার বড় মেয়েকে কোনও ধর্ম মানতে শেখায় নি। বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন শেখাতে এলে বুঝিয়েছে যে সব ভাট। তাতে নাকি মেয়েটার সামাজিক ব্যবহারে অনেক সমস্যা দ্যাখা গ্যাছে। ফলে ছোট মেয়েকে তার বউ চার্চে নিয়ে গ্যাছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে মতামত দিন