এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৪৮ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dipu | 207.179.11.216 | ২১ অক্টোবর ২০০৯ ১১:২৯420312
  • ডানদিকের ছবিটায় এসইউসি আর আরসিপিআইয়ের ফ্ল্যাগ দেখা যাচ্ছে। ঊনষাট সালে এসইউসি সিপিএমের সঙ্গে ঘেরাও করতে যেত?
  • dukhe | 122.160.114.84 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৩৯420313
  • পুলিশকে বাঁচানোর জন্য ফোর্স লাগবে, তাদের বাঁচাতে ইস্পেশাল ফোর্স, তাদের বাঁচাতে - জয় বাবা recursion
    এক নকু আবার লিখেছিল - "পুলিশ কখনো কোন অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ" । এগুলোকে ঘানিতে না জুতলে শিক্ষা হবে না ।
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৪৩420314
  • তৃণমূলীরা মূলত: কি, তা আমি অন্তত: জানি। হুমকি-টুমকি চলবে ২০১১ পর্যন্ত। তারপর যদি ক্ষমতায় আসে তবে বছরখানেক কলকাতা আর মফ:স্বলে একটু ভদ্র হয়ে থাকবে (ওঁরা যতটা ভদ্র হতে পারেন)। তারপর আবার যেকে সেই। তবুও ঔদ্ধত্বের অবসান হোক।
    খুব ভালো হতো যদি সিপিএম-সিপিআই বাদ দিয়ে অন্য বামেরা একটা বিকল্প গড়ে তুলতে পারতেন। তা বোধহয় হওয়ার নয়।
  • dipu | 207.179.11.216 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৪৫420315
  • আমার পোশ্নোর কেউ উত্তর দিলোনি। আমার মনে হচ্ছে এটা এসইউসির খাদ্য আন্দোলনের ছবি, সংবাদ প্রতিদিন ছড়িয়ে ফেলেছে :-)
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৫১420316
  • সাবাশ সুজাত।
    আমি করলে লীলা - তুমি করলে............?
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৫৪420317
  • সাতাত্তর সালেও এসইউসি অন্য সব বামেদের সাথে ছিলো। ১৯৬৯ তো ছিলই। ১৬৭-র যুক্তফ্রন্টে শ্রম মন্ত্রী ছিলেন এসিউসির সুবোধ ব্যানার্জি। ওঁর আমলেই ""ঘেরাও" চালু হয়।
  • Bratin | 122.248.161.91 | ২১ অক্টোবর ২০০৯ ১১:৫৮420318
  • কল্লোল দার সাথে অংশত একমত।
    একটা প্রবাদ আছে ' যে যায় লঙ্কায় সেই হয় রাবণ'। মানে বাংলা কথা হল সাধারন মানুষের তেমন লাভ হয় না।

    যখন সিদ্ধার্থ শংকরের কংগ্রেস কে হঠিয়ে বাম দল ক্ষমতায় আসে তখন ও তাদের দম্ভ প্রচন্ড হয়ে ছিল। জনগন অতি-সরলী-করন ভাবতে পারেন কিন্তু ঘটনা হল জ্যোতি বাবু র বিধান চন্দ্রের আমলে ১ পয়সা ট্রামের ভাড়া বাড়ানোর জন্যে ট্রাম পুড়িয়েছিলেন কারন তার ছিলেন সাধারন লোকের পক্ষে । তাদের দল কিন্তু ক্ষমতায় এসে ২-৪ টাকা/প্রতি লি প্রেট্রোল র দাম বাড়লে; ৫০ পয়সা-১ বাস টাকা ভাড়া বাড়ান।

    কেন জানে তৃণমুল হয়তো একি ব্যাপার
    করবে। :-))

    এ ই পোস্ট টি এক ই সঙ্গে আমার তৃণমুল কে অন্ধ সমর্থন র বিপক্ষে এবং বাম বিরোধীতার পক্ষে। আমি পরিবর্তন চাই এক জন সাধারন মানুষ হিসাবে।
  • dd | 122.167.33.10 | ২১ অক্টোবর ২০০৯ ১২:০০420319
  • মমতা আসিলে ক্ষমতায় কি হবে ভেবে শিউড়ে উঠি।
    রিটায়ারের পর কলকেতায় ফেরার কথা তাই চট করে ভাবি না।

    না,না। মমতা নিয়ে দুশ্চিন্তা নেই। সরকার একই রকম ভাবে চলবে গুড়গুড়িয়ে। বাম বা মাম। সবই এক। প: ব: সুইজারল্যান্ডও হবে না,উগান্ডাও না।

    আমার ভয় বিরোধী হিসাবে বাম ফ্রন্ট কি করবে? কোথায় থামবে? হাজরার মোড়ে রাস্তা খুঁড়ে অবরোধ করবে না? সপ্তাহে কদ্দিন বন্ধ ডাকবে?

    আবার সেই চাপান উতোর। তোমরা আর আমরা।
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১২:২৮420320
  • কোনো চিন্তা কোরো না দীপ্তেন। বিরোধী (যদি সিপিএম বুঝিয়ে থাকো) দলে ওসব করার লোক থাকবে না। তারা নিশ্চিন্তে তৃণমূলে ঢুকে যাবে।
    আর যারা থেকে যাবে - ওগুলো ভিতুর ডিম। ৭২-৭৭এ দেখা হয়ে গেছে।
    মনে পড়ে প্রমোদবাবুর রেডগার্ড? ১৯৬৭তে গলায় লাল রুমাল বেঁধে, তেল চকচকে লাঠি কাঁধে প্রমোদবাবুকে গার্ড অফ অনার দেওয়া? ৭২এ তারা কোথায়? মার খেয়ে কাঁদুনি গাওয়া ছাড়া (ক্ষমতায় না থাকলে) ৬৯-এর পর সিপিএম আর কি করেছে?
  • r | 125.18.104.1 | ২১ অক্টোবর ২০০৯ ১৩:১২420322
  • কল্লোলদার কথা শুনলে আমার গীতার কৃষ্ণের কথা মনে পড়ে। লোকে মরে মরুক, যা খুশি হোক, সব রসাতলে যাক, শুধু ঔদ্ধত্যের/ অধর্মের অবসান হোক। কর্পোরেট ভাষায় একে বলে ফোকাসড অ্যাপ্রোচ, আর নীতিবিদ্যার ভাষায় ডিঅন্টোলজি। :-)
  • dd | 122.167.0.17 | ২১ অক্টোবর ২০০৯ ১৩:৩৫420323
  • ডিওঅন্টোলজি মানে তাই ? তাই ই ?
    আরে ছি ছি ছি। আমি তো অ্যাদ্দিন ওটা ডেন্টিস্টদের কোনো কিছু ভেবে বসেছিলাম।

    ইস।
  • Blank | 203.99.212.224 | ২১ অক্টোবর ২০০৯ ১৩:৩৮420324
  • :) :)
    ঠিক এমনি কথাই কিন্তু বাইবেলে ভগবান বলেছিলেন, নহা প্রলয়ের আগে।
    ভাবছি নোয়ার মতন নৌকো বানাই
  • dukhe | 122.160.114.84 | ২১ অক্টোবর ২০০৯ ১৪:০২420325
  • আম্মো একটু ডিওণ্টোলজি ফলাই (নতুন শিখলাম কিনা) - ঠিক হচ্ছে কিনা দেখুন তো -
    লোকে মরে মরুক, যা খুশি হোক, সব রসাতলে যাক - শুধু সিপিয়েম গদিতে থাকুক ।
  • PT | 203.110.243.21 | ২১ অক্টোবর ২০০৯ ১৪:১৭420326
  • ১। লালবাড়ি দখল করাটা যদি একমাত্র উদ্দেশ্য না হয় তাহলে বিধান বাবুর সময় থেকে (বা তারো আগে থেকে) আন্দোলন শুরু করে ১৯৭৭-এ খমতা দখল করা যায়। সেই সময়ের অন্দোলন ঠিক না ভুল সেই প্রসঙ্গে যাচ্ছি না। দিদি কি মুখ্যমন্ত্রি হওয়ার জন্য একটু বেশি ব্যস্ত হয়ে পরেছেন-এবার নাহলে দলে লোক ধরে রাখা মুশকিল হবে?

    ২। বিধান বাবু থেকে ১৯৭৭-এই দীর্ঘ সময়ে সরকারি রাজনৈতিক দলের কতজনকে খুন হতে হয়েছিল? উল্টে খ্যদ্য আন্দলনের সময় লাঠি-গুলিতে অন্দোলনকারিদের ৭০-৮০ জন মারা গিয়েছিলেন। আর সত্তর দশকের cong-xal-দের শবসাধনার কথা নাহয় ছেড়েই দিলাম।

    ৩। এখন বিরোধীদের অন্দোলনের ইস্যু-টা কি? শুধু দম্ভ কমানো? এর-সঙ্গে ২০০ মিলিয়ন না-খেতে পাওয়া মানুষের সমস্যাও নয় কেন? শ্রেনীতত্বের তন্ত্রধারি SUCI-প্রাক্তন নকশাল সবাই তো সঙ্গে আছেন। তারা চুপ কেন?

    ৪। ১৯৭৭-এর পরিবর্তন কিন্তু সারা ভারতের পরিবর্তনের সঙ্গে সরাসরি যুক্ত। এখন দাদাকে সরিয়ে লালবাড়িতে দিদি আসবেন। উত্তম পরিবর্তন। কিন্তু দিদি সমর্থন করছেন (আগেও করেছেন) দিল্লি-র -দাদা/দিদিদের, যাদের ৬২ বছরের অর্থনীতির জন্য ২০০ মিলিয়ন লোক না-খেয়ে অছে, অপুষ্টিতে আমরা বিশ্বের সেরা, মানোবন্নোয়নে ১৩৪ নম্বর আর ট্রেনগুলো নতুন শতাব্দিতেও ছ্যক্‌ড়া গাড়ীর থেকে একটু বেশী গতিতে চলে! এই দিল্লি নির্দেশিত অর্থনীতির কারণেই দিদি হাজার চেষ্টা করলেও ক্যামেরার সামনে কালি-পুজোর প্রসাদ বিলনো আর হিজাব পরে নমাজ পড়া ছাড়া খুব একটা কিছু করতে পারবেন না। উপরি পাওনা হিশেবে ধরে নিন যে মাওবাদিরা তাদের হিস্যা বুঝে নেয়ার চেষ্টা করবে। এ বড় মজার পরিবর্তন আসছে তাহলে!!
  • Samik | 219.64.11.35 | ২১ অক্টোবর ২০০৯ ১৪:৪৪420327
  • আজ মথুরায় একটা বড়সড় ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। তেরোজন ডেড, আহত পঞ্চাশের কাছাকছি। গোয়া এক্সপ্রেসকে পেছন থেকে গুঁতিয়ে দিয়েছে মেওয়ার এক্সপ্রেসকে।
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১৫:৩৮420328
  • বিধানবাবু বা তারও আগে থেকে আন্দোলন করে ক্ষমতায় এসেছিলেন ১৯৬৭তে আবার ১৯৬৯এ। তারপর ১৯৭৭এ ক্ষমতায় আসতে আন্দোলন করেছিলো সিপিএম? কি রকম আন্দোলন জানতে পারলে বাধিত হই। আভ্যন্তরীণ জরুরী অবস্থা জারীর পর গোপালনের একটি পার্লামেন্টে বক্তৃতা, আর ইন্দিরার ব্যক্তিগত খার থেকে জ্যোতির্ময় বসুকে গ্রেফতার এগুলো যদি আন্দোলন হয়, তো চমচিকেও পক্ষী।
    ২০০ মিলিয়নের না খেতে পাওয়ার বিষয়টা কিভাবে বামফ্রন্টের ক্ষমতায় থাকা বা না থাকার উপর নির্ভরশীল? কোন ভাবেই নয়। তাই সিপিএম-এর ঔদ্ধত্বের জবাব ,উপায় নেই তাই, তৃণমূল দিয়েই দিতে হবে, মাওবাদী দিয়ে নয়।
    আবার তৃণমূলের ঔদ্ধত্বের বিরুদ্ধেও রাস্তায় নামতে হবে।
    সমস্ত রকমের ঔদ্ধত্ব নিপাত যাক।
  • Arijit | 61.95.144.122 | ২১ অক্টোবর ২০০৯ ১৫:৪৫420329
  • পোশশুরামের সেই তিন দেবতার কনফারেন্স নিয়ে গপ্পোটা কি যেন? ইয়া গজব, হারামজাদোঁ কে দুশমন হারামজাদেঁ। নিউক্লিয়ার ওয়ারহেডের কাউন্টার হল আরেকটা নিউক্লিয়ার ওয়ারহেড, প্রোলিফারেশন নয়। অথচ নিউক্লিয়ার ওয়ারহেড খারাপ - এগ্রীড। ইয়াল্লা...
  • Arijit | 61.95.144.122 | ২১ অক্টোবর ২০০৯ ১৫:৫১420330
  • * নন-প্রোলিফারেশন *
  • r | 125.18.104.1 | ২১ অক্টোবর ২০০৯ ১৫:৫৫420331
  • দেখো গিয়ে ট্রেনের ড্রাইভারটা নিশ্চয় সিটু করত। ;-))
  • shyamal | 24.117.233.39 | ২১ অক্টোবর ২০০৯ ১৬:০৪420333
  • সবই নিজের দৃষ্টিভঙ্গীর ওপর নির্ভর করে।
    ১৯৭৭ এই প্রথম ভোট দেওয়ার বয়স হয়। ভোটের রেজাল্ট বেরোনোর দিন রাতে ভবানীপুরে কোন একটি সিনেমা দেখতে গেছি। তার ইন্টারভ্যালেই শুনি নাকি ইন্দিরা হেরে গেছেন। প: বঙ্গেও ডিজাস্টার। সিপিএম ক্ষমতায় আসছে।

    তখন প্রথমেই মনে হয়েছিল আবার সেই দু:স্বপ্নের দিনগুলো ফিরে আসবে। ১৯৭২ পর্যন্ত সিপিএম আর নক্সাল ছিল দুই খুনে পার্টি। একদিকে মূলত: শ্রমিকরা অন্যদিকে ছাত্ররা। আগে সেসব নিয়ে লিখেছি। তারা সাধারণত: নিজেদের মধ্যেই খুনোখুনি করত। কিন্তু ক্রসফায়ারে যে ১৯৬৯-৭২ এ কত নিরীহ লোক মরেছে তার ঠিক নেই। কোল্যাটারাল ড্যামেজ। আর খুন হলেই বদলা। বদলার বদলা। বদলার বদলার বদলা। আর সেই বদলা নিতে গিয়ে ভুল লোককে খুন করা।

    ভেবেছিলাম সেই অরাজকতা আবার ফিরছে। কিন্তু বাস্তবে দেখা গেল পাওয়ারে এসে সিপিএম একেবারে বদলে গেল। তার পর তারা অনেক অন্যায় কাজ করেছে , কিন্তু কলকাতায় অন্তত: সেই অন্ধকারের যুগ আসেনি।

    তৃণমূলে সাধুরা বসে আছে এরকম কোন কল্পনা আমার নেই। হয়তো অর্ধেক সদস্য আজ এক্স-সিপিএম। কিন্তু পাওয়ারে এলে হয়তো তাদের নেতারা নিজের স্বার্থেই তাদের ওপর রাশ টানবে।

    দুদলেই যখন গুন্ডা আছে তখন সেটার এফেক্ট বাদ দেওয়া যায়। তখন থাকে পড়ে পলিসী। এই পলিসীর দিক দিয়ে আশা করছি তৃণমূল সিপিএমের বামপন্থী পলিসী বদলাবে। কিন্তু মমতা চরিত্রং দেবা না জানন্তি, কুতো মনুষ্য।
  • Partho | 202.177.144.3 | ২১ অক্টোবর ২০০৯ ১৬:১১420334
  • কল্লোলদা, জয়প্রকাশ নারায়নের এই প্রসঙ্গে CPM এর উদ্দেশ্যে কিছু মন্তব্য মনে পড়ছে?
  • bb | 125.16.17.152 | ২১ অক্টোবর ২০০৯ ১৬:৪৮420335
  • আস্তে আস্তে সকল বাম বিরোধীদের মুখোশ খুলচে। ৩২ বছর ধরে তারা সুযোগ পাননি। তবে কংশালদের যে দানবীয় অত্যাচার কলকাতা দেখেছে, নকুদের হত্যার রাজনীতি, তা যেন আর না ফিরে আসে। অন্তত: রাজনৈতিক বিরোধে যেন কোন নিরীহ মানুষ, উপাচার্য আর না মরেন এটাই আশা করবো।

  • Partho | 202.177.144.3 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:০০420336
  • রেল কলিশন - চট করে ২৪ঘন্টা খুলে ফেলুন, ওটা এখন রেলের চ্যানেল - কোন ট্রেন কোথায় লেটে পৌছল (সে দু মিনিট লেট করলেও ), কোন ট্রেন কোথায় লেটে ছাড়বে, কোথায় যাত্রী বিভ্রাট হয়েছে ইত্যাদি সকল খবর লাইভ পাবেন ২৪ ঘন্টা। দিদির কি মহীমা বাবা, সব চ্যানেলই এখন দিদি-ময়!

    শ্যামল, আপনার সঙ্গে আমি এক মত- যে কোন সরকারই ভোটের কথা মাথায় রেখে কাজ করে। কিন্তু আমাদের জড়ভরত - উন্নততর বামফ্রন্ট সরকর সবার থেকে আলাদা। ভেবেছিলাম লোকসভার ফলাফলের গুঁতো খেয়ে বুঝি তেড়েফুঁড়ে কিছু কাজ করে দেখাবে, ওমা - কোথায় কি! আগে তাও পূজোর আগে ভাঙাচোরা রাস্তার ওপর কিছু পিচের প্রলেপ টলেপ পড়ত- এবারে তারও দেখা পেলাম না।
  • shyamal | 24.117.233.39 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:০২420338
  • এই ১৯৭২-৭৭ এর অত্যাচার শুনে শুনে কান পচে গেল। মজার কথা হল, যারা তখন জন্মাননি বা নেহাতই শিশু, তারাও বলেন অন্যের মুখে ঝাল খেয়ে।
    ঐ পিরিয়ডটা আমার কলেজ লাইফ। সে সময়ে কখনো দেখিনি সাধারণ মানুষের ওপর কোন অত্যাচার হয়েছে। হয়তো বিশেষ বিশেষ রাজনৈতিক দলের সদস্যদের ওপর অত্যাচার হয়েছে। কিন্তু রাজনৈতিক দলের সদস্য কজন? সবই তো আমাদের মত অরাজনৈতিক পাবলিক যাদের একমাত্র রাজনৈতিক কাজ হল পাঁচ বছর অন্তর ভোট দেওয়া।

    কাজেই পাবলিকের ওপর দানবীয় অত্যাচারের উদাহরণ নেই। খুনোখুনি কি হয়নি? হয়েছে। কিন্তু ১৯৬৯-৭২ এর থেকে বদল এখানেই যে সাধারণ মানুষ মরেনি।
  • Bratin | 125.18.104.1 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:০২420337
  • যে যে দল কেই সমর্থন করুন না কেন, অন্ধ হয়ে গেলেই চাপ।আর বাম কেন আমার মতে x,y,z যে কোন দল এত দিন ক্ষমতায় থাকলে তাদের উদ্ধত্য আসতে বাধ্য। লোকে আমাকে মান্য করবে হয় ভক্তিতে না হয় ভয়ে ।

    এখন থেকে ই বাম দের এতো গান গাওয়ার কিছু নেই। নতুন দল আরো খারাপ করবে , আরো খারাপ করার বাকি কি সত্যি ই কিছু আছে??

    আর করলেও সেটা আমরা দেখতে চাই।
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:০৩420339
  • তাই তো!!! গত ৩২ বছরে রাজনৈতিক বিরোধে কোনো নিরীহ মানুষ মরেই নি। যারা মারা গেছে তারা কি? মানুষই না বোধ হয়। প্রচুর সিপিএমও মারা গেছে কিন্তু।
  • r | 198.96.180.245 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:১২420340
  • সরি, আমারই পড়ার ভুল। কল্লোলদা ঔদ্ধত্বের অবসান চাইছেন। আমি ভুল করে "ঔদ্ধত্য" পড়ছিলাম। :-P
  • Arpan | 216.52.215.232 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:১৫420341
  • আপাতত বৌদ্ধত্বের অবসান ঘটলেই খুশি হব। :-)
  • kallol | 220.226.209.2 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:১৭420342
  • শ্যামল - ৭৭ থেকে ২০০৯, সেদিনের নন্দীগ্রাম আর সিঙ্গুর ছাড়া কোথায় পাইকারী হারে সাধারন মানুষ মারা হয়েছে বলতে পারেন? যারা মারা গেছে তারা হয় তৃণমূল নয় সিপিএম নয় মাওবাদী। তারা তো আপনার মতে সাধারণ মানুষ নয়। তাহলে সিপিএমই বা খারাপ কি?
    ৭২ থেকে ৭৭ কলেজে পড়তেন যখন, তখন মনে আছে ছাত্র পরিষদ/শিক্ষা বাঁচাও আর যুব কংগ্রেসীদের ঔদ্ধত্ব? কোথাও কোন বিরোধী কন্ঠস্বর শোনা যেতো? কোনো কলেজে ছাত্র পরিষদ/শিক্ষা বাঁচাও ছাড়া কোন সংগঠন ছিলো? ঠিক আজকের সিপিএম এর মতো পাড়ায় যুব দাদারা কি পরিমান দাদাগিরি করতো, মনে আছে? তখনও প্রমোটার আসেনি। লোকে কষ্ট করে টাকা জমিয়ে জমি কিনে বাড়ী করতো। সেই ইঁট-বালি-সিমেন্ট সাপ্লাই চক্কর তখন যুব দদাদের হাতেই ছিলো। নেতাদের কাছে বললে ঠি সেই জবাবটাই আসতো - পাড়ার বেকার ছেলেকে আপনি না দেখলে কি করে চলবে কাকু!!!
    সিপিএমও সেটাই করছে আরও পরিশিলীত ভাবে।
  • r | 198.96.180.245 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:২১420344
  • অপ্পনের মগধ সাম্রাজ্যের উত্থানের জন্য আর তর সইছে না। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন