এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তৃণমুলী পরিবর্তনকামী বুদ্ধিজীবিদের ভূমিকা

    mousumi mukherjee
    অন্যান্য | ০৬ অক্টোবর ২০০৯ | ১২৫৭৫০ বার পঠিত | রেটিং ৪ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.21 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:২৪420345
  • পলিসী আর দিদি এই শব্দদুটো বোধহয় একসঙ্গে যায় না। এবারের ইস্তেহারটা পড়েছিলেন Shyamal Babu? কোন একটা বামপন্থি পার্টির দশ বছর আগের ইস্তেহার থেকে টুকে দেওয়া! এই নিয়ে বিস্তর লেখালিখি হয়েছে অবাম কাগজেও। আর তার সঙ্গে ভোটের আগে একেবারে ডানপন্থি expert-দের দিয়ে লেখান Transforming WestBengal বলে একটা article দিদির সাইটে ছিল। (এখন এখানে পাবেন (http://www.indicus.net/media/index.php/2009/1324-transforming-west-bengal-changing-the-agenda-for-an-agenda-for-change। এই নিয়ে অসীমবাবু (কাকা) আ:বা: পত্রিকাতে একটু বকাঝকাও করেছেন। অবশ্য যিনি মা(ও)-মাটি-মানুষ মেলাতে পারেন তিনি সবই মেলাতে পারেন বোধহয়।
  • Arpan | 216.52.215.232 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:৩৮420346
  • মগধে কিন্তু বৌদ্ধরাও রাজত্ব করে গেছে। :-)
  • Partho | 202.177.144.3 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:৩৯420347
  • PT - দয়া করে পলিসি মারাবেন না। 'কথা কম কাজ বেশী' নয় একটা বাসের পেছনে লেখা দেখলাম 'পলিসি কম কাজ বেশী'।
  • kd | 59.93.200.243 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:৪৩420349
  • আমি ঐসময় দেশে থাকতুম না, তাই ডিরেক্ট এক্সপিরিয়েন্স নেই। তবে দু'বছর অন্তর বেড়াতে এসে একটা গ্লিম্‌প্‌স পেয়েছি। তাই থেকে বলতে পারি, দেশ ছাড়ার আগে পাড়ায় পাড়ায় চায়ের দোকানে যেমন পলিটিক্স নিয়ে তক্কাতক্কি হ'ত, সত্তরের দশকে একদম চুপ - আমি ও'সব তুললে বন্ধুরা কথা ঘুরিয়ে দিতো (পরে আড়ালে সাবধানও করে দিয়েছে) সাধারণ মানুষ খুব ভয়ে থাকতো মনে হয়েছে। আশীর দশকে আবার পুরোনো সিস্টেম ফিরে এসেছিলো - ভাগ্গিস্‌, বাঙালি পলিটিক্‌স নিয়ে তক্কো না করলে আর কী নিয়ে করবে, শুধু ফুটবল নিয়ে আর কতোক্ষণ লড়া যায়। তখন তো জানলা/লিনাক্স ও ছিলো না। নব্বই দশকে সব সমস্যার সমাধান, চায়ের দোকানগুলোই উঠে গেলো।

    কে দোষী, কে না, জানি না, কিন্তু সত্তরে যে লোকে টেরিফায়েড ছিলো, তা নিয়ে কোন সন্দেহ নেই আমার মনে। সিপিএম জমানায় লোকে আবার নর্ম্যাল লাইফে ফিরে গিয়েছিলো।
  • r | 125.18.104.1 | ২১ অক্টোবর ২০০৯ ১৭:৪৩420348
  • ওয়াইটুইলেভেন বা, ভাষা ক্রমে আসিতেছে। :-))
  • dukhe | 122.160.114.84 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:০১420350
  • কপি পেস্টে জগ্‌ৎ চলছে দাদা - মমতা আর কী দোষ করল ?
    ডকুমেন্ট ডকুমেন্টের জন্য - তার সঙ্গে কাজের কী সম্পর্ক ?
    রাজনৈতিক দলের ইস্তাহারকে সিরিয়াসলি নিতে নেই । কারাতবাবু যে পোবন্ধ লিখে বন্ধ কারখানার জমিতে শিল্প করতে বললেন, বুদ্ধবাবু কি সেই লেখা ধুয়ে জল খাবেন ? অমৃতং বালভাষিতং ।
  • Partho | 202.177.144.3 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:০৮420351
  • KD - আপনি বোধহয় পশ্চিম বাঙলার শহর অঞ্চলের (মফস্বল শহর নিয়ে) কথা বলছেন। তবে গ্রামে কিন্তু এখনকার মত অশান্ত পরিবেশ তখন ছিল না। গ্রাম বাঙলায় এখন মানুষকে যে কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে থাকতেই হবে,বিশেষ করে গরীব মানুষকে। তখন কিন্তু এমনটা ছিল না।আমার নিজের গ্রামের অভিজ্ঞতা থেকে বলছি।
  • shyamal | 24.117.233.39 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৩৪420352
  • PT,
    তাইতো বলেছি, কি পলিসি হবে জানিনা। মমতার ইস্তেহারের কথা টেলিগ্রাফে পড়েছিলাম। তাতে অনেক কিছু ছিল যা সিপিএমের সঙ্গে মিলে যায়। গত ভোটের আগে উনি প্রনববাবুর সঙ্গে টিভিতে এসেছিলেন। সে সময়ে মমতার মুখে অজস্র তথ্য শুনে বুঝেছি তিনি অজ্ঞ নন। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা মমতার উন্নয়নের পলিসি নিয়ে পড়াশোনা করা নেই তেমন। হয়তো পার্সোনাল বায়াস আছে কর্পোরেট ফার্মিং বা ফার্ম-টু-ফোর্ক প্রসেসের বিরুদ্ধে। কিন্তু যেহেতু বাম-ডান কোন দিকের প্রতি অন্ধ আনুগত্য নেই তাই উনি খুব সম্ভব দেং শিয়াও পিং এর সেই পলিসি অনুসরন করবেন ""যে বেড়াল ইঁদুর ধরতে পারে তার যে রংই হোক না কেন তাকে ব্যবহার করব""।
  • Arijit | 61.95.144.122 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৪৯420353
  • উন্নয়ন ইত্যাদি সবকিছু বলতে মমতা একটি জিনিস বোঝেন - সেটা হল সিপিএম-বিরোধিতা - যাহা কিছু সিপিএম দ্বারা "টাচড' তাহাই খারাপ। সিপিএমের একসময়ের মুদ্রাদোষ ছিলো কেন্দ্রের চক্রান্ত বলা (প্র: মেয়রমশাই আপনার প্যান্টের বোতাম খোলা কেন? উ: কেন্দ্র টাকা দেয়নি বলে) - মমতার একই দোষ আছে।

    চোখ-কান খুলে গত দশ পনেরো বছরের কাগজ পড়লে এটা নিয়ে আর তর্ক করার দরকার পড়ে না।

    এবং আমার ধারণা আজ যে যে প্রকল্পগুলোর বিরোধিতা করছেন, সেগুলোই উনি ক্ষমতায় এলে করবেন - আজকের বিরোধিতার কথা ভুলে গিয়ে। এমনও হতে পারে বিরোধিতাগুলো অনেকটাই সেই জন্যেই করা। টালিগঞ্জ-গড়িয়া মেট্রোর বিরোধিতা করেছিলেন, আজ সম্প্রসারণের ক্রেডিট পুরো নিজে নিচ্ছেন। এবং পাবলিকের মেমরি ওই আমীর খানের মতন - কাজেই কেউ কিস্যু বলে না। ক্ষমতায় এলে চালিয়ে নিয়ে যাওয়া ওঁর পক্ষে প্রবলেম হতে পারে - কারণ কেউ ওঁর মতের বিরুদ্ধে যেতে পারবে না - সবকিছুই উনি ঠিক করবেন। ওঁর দলও সেভাবেই চলে।
  • aka | 173.33.234.215 | ২১ অক্টোবর ২০০৯ ১৮:৫৫420355
  • কথা হচ্ছে সেন্সিবল লোকজন এসব বুঝেও সিপিএমের বিপক্ষে ভোট দিচ্ছে। সিপিএম শেষ অবধি মমতার কাছে হারছে সেটাই সিপিএমের পক্ষে সবথেকে লজ্জার কারণ হওয়া উচিত। সাধারণ লোকের হতাশা কোন লেভেলে গেলে এরকম রেজাল্ট হতে পারে সিপিএমের উচিত বসে ভাবা। কিছু করার মতন উদ্যোগী এবং এফিশিয়েন্ট আর কেউ নেই। তাই শুধু ভাবলেই হবে। বাকিটা জনগণের আদালতে ঠিক হবে।
  • PT | 203.110.243.21 | ২১ অক্টোবর ২০০৯ ১৯:১৩420356
  • শ্যামলবাবু:
    কি করে করবেন? লাগাম তো দিল্লির অর্থনীতিবিদদের হাতে। এইটাই তো বলার বা বোঝার চেষ্টা করছি। তিনি ট্রেনের গতি 10km/hr বাড়ানো ছাড়া কি এমন করতে পারেন যা অন্য রাজ্যে হয়নি? তিনি প্রধানমন্ত্রি হলে (এটা ঠাট্টা করছি না) এই কথাগুলো বলতাম না। ভুলে গেলে চলবে না যে দিদির পার্টি congress-এর গর্ভজাত আর BJP-র সঙ্গে থাকার সময় দিব্যি ডানপন্থি অর্থনীতি সমর্থন করেছেন। Bengal Package বলে কিছু এসেছিল? সমস্ত Central Govt. organisation-এ প্রতিবছর লোক কমানো হচ্ছে। শুনেছেন কোন কথা দিদির মুখে? SUCI বা প্রাক্তন নক্‌শাল নেতারা কিছু বলছেন?

    একটা passenger train-এর মধ্যে এমথা থেকে ওমাথা খুব ছোটাছুটি করলে কি ট্রেনের আগে destination-এ যাওয়া যায়? শেষ বিচারে তো সেই Tata-র কাছেই যেতে হবে-পছন্দ না হলে Ambani বা Bajaj। নাহলে অন্য ট্রেনে চড়তে হবে!
  • Mmu | 78.236.153.102 | ২১ অক্টোবর ২০০৯ ২০:১৪420357
  • PT। আপ্নার- শেষ বিচারে তো সেই Tata র কাছেই................কথার মানে কি এই দারায় যে Tata , Bajaj বা Ambani দের কাছে জেতে হলে জোর করে জমি দখল কোরতে হবে। shyamal দা আপ্নার কি মনে হয়।আসলে আমি ঠিক প্রশ্ন টা করতে পার্লাম না বোধ হয়। আপনি ই করুন
  • shyamal | 24.117.233.39 | ২১ অক্টোবর ২০০৯ ২০:২৫420358
  • PT
    central govtstate govt এ বর্তমানের তুলনায় কর্মচারী অর্ধেক করে দেওয়া উচিৎ। ট্যাক্সদাতারা তাদের পুষবে কেন? কেন্দ্রের দোষ দিয়ে কি হবে? প্রথমত: কেন্দ্রের সীমিত অর্থ। বার্ষিক রেভিনিউ হয় $160 Billion বোধ হয়। সে তো শুধু প: বঙ্গ খাবেনা। কিন্তু কেন্দ্র যা টাকা দেয় তাও বাম ফ্রন্ট খরচ করতে পারেনা, ফেরৎ যায়। টাকা খরচ করার জন্যও তো কাজ করতে হয়! তবেই তো গায়ে ব্যাথা।

    উন্নয়নের জন্য অর্থের প্রয়োজন আছে। সেজন্য শুধু Tata, Ambani, Bajaj, Mittal কেন Buffet, Gates, GE, Wal Mart, Pepsi আরো হাজারটা দেশী বিদেশী লগ্নিকারি আছে।

    এ প্রসঙ্গে মনে করিয়ে দিতে চাই যে টাটাদের ৬০০ একর দেওয়া নিয়ে মমতার কোনই আপত্তি ছিলনা। উনি বলেছিলেন, ancillary industry গুলোর ৪০০ একর যেন সিঙ্গুরে না দিয়ে অন্যত্র দেওয়া হয়। কাজেই ন্যানো সিঙ্গুরে হোক, এর বিরোধীতা করেননি। এও বলব যে সে জন্য হাইওয়ে বন্ধ করে ট্রাকের মাল পচানো আমি কোনদিনই সমর্থন করবনা।
  • Mmu | 78.236.153.102 | ২১ অক্টোবর ২০০৯ ২০:৩২420359
  • ধন্যবাদ Shyamal দা
  • bb | 117.195.178.217 | ২১ অক্টোবর ২০০৯ ২২:০৫420360
  • নব ইতিহাস রচিত হচ্ছে এখনই? "টাটাদের ৬০০ একর দেওয়া নিয়ে মমতার কোন আপত্তি ছিলো না" !!!!!
  • dukhe | 117.194.232.92 | ২১ অক্টোবর ২০০৯ ২২:৩৬420361
  • তিন-চার ফসলী জমি ছাড়া গাড়ির কারখানা হয় কি না এই তর্কে আবার ঢুকে লাভ নেই । যা ল্যাজেগোবরে অবস্থা - বুদ্ধবাবু ও সাঙ্গোপাঙ্গরা নির্ঘাত ভাবছেন কবে ২০১১ এসে ওঁদের মুক্তি দেবে । চয়েস এখন মমতা আর কিষেণজির মধ্যে ।
  • dukhe | 117.194.232.92 | ২১ অক্টোবর ২০০৯ ২২:৪৭420362
  • সব কিছু দিল্লির কোর্টে ঠেলে দিলে নিজেরা গায়ে হাওয়া লাগিয়ে ঘোরা যায় - কী বলেন? অন্য রাজ্যে হয়নি এমন কিছু করার দরকার নেই, অন্য রাজ্যে যা হয়েছে তাই হোক না হয় ।
    আর কংগ্রেস বা ভাজপা - সিপিয়েম তো কাউকে সমর্থন দিতে পেছোয়নি । হায় রে পলিসি ।
  • shyamal | 24.117.233.39 | ২২ অক্টোবর ২০০৯ ০০:০৫420363
  • বিবি,
    আপনি কিন্তু না দেখেই এ কথাটা বললেন। নব ইতিহাস ইত্যাদি। ২০ আগস্ট ২০০৮ এর টেলিগ্রাফ দেখতে অনুরোধ করব।
    “Let the Tatas build their factory on 600-650 acres and let ancillary units be relocated somewhere nearby,” she told industry leaders at the Bengal Chamber of Commerce and Industry.
  • Mmu | 88.162.116.162 | ২২ অক্টোবর ২০০৯ ০০:২৩420364
  • রাজ্য চালানো বা রাইটাসের খমতা দখল করাটা কি কোনো মোনোপোলি ব্যপার নাকি।যে cpm ছারা আর কেউই জোগ্য নয়?একবার দেখাই যাক না মমতা কি করে।ভালো না হোলে 20016 তো আসবেই।তখন না হয় change করা যাবে Shyamalda,Dukheda,Shamikda আপনাদের কি মত
  • aka | 173.33.234.215 | ২২ অক্টোবর ২০০৯ ০০:৩২420366
  • ২০০১৬!!! অদ্দিন তো বাঁচবই না, চেঞ্জ করব কি করে?
  • Mmu | 88.162.116.162 | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫০420367
  • sorry2016 হবে। মি:আকা এত ছোটো খাটো ভুল ধর্লে হবে? আসল কথাটা যেটা বলেছি সেটা ঠিক কি না
  • Arpan | 122.252.231.12 | ২২ অক্টোবর ২০০৯ ০০:৫৪420368
  • আজকাল আর stack overflow দেয় না?? ;-)
  • kd | 59.93.255.174 | ২২ অক্টোবর ২০০৯ ০২:২৭420369
  • পার্থ, সেটা ঠিক। একেবারেই আনসাইন্টিফিক স্যাম্পল। জাস্ট কলকাতার ভবানীপুর, বালিগঞ্জ, টালিগঞ্জের কিছু জায়গা।
  • bb | 117.195.174.130 | ২২ অক্টোবর ২০০৯ ০৬:৪৫420370
  • শ্যামল এইটা হচ্ছে কথা আর কাজের তফাত। আপনি মমতাকে পছন্দ করেন বলে ঐ উদ্ধৃতির উল্লেখ করছেন। আমিও হাজার link দিতে পারি যেখানে মমতা টাটা কি করে বাংলায় ব্যবসা করে দেখে নেব বলেছেন।
    সিপিএম এর শীর্ষ নেতারাও বার বার বলেছেন যে দলের লোকেদের পারিবারিক ব্যাপারে নাক না গলাতে, কিন্তু বাস্তবে তা কি সত্যি?
  • Binary | 70.64.19.80 | ২২ অক্টোবর ২০০৯ ০৭:০৭420371
  • ম্মু 'ছারা' আর সত্যি কেউ 'জোগ্য' নয়।
  • biddojon | 117.200.80.45 | ২২ অক্টোবর ২০০৯ ০৮:০৩420372
  • খবর ১, পার্থ চাটুজ্জে উবাচ, "সিপিএম আর মাওবাদী এক,সিপিএমই মাওবাদী সেজে লালগড়ে মানুষ খুন করছে"
    খবর ২, শিশির অধিকারী উবাচ, "সান্‌করাইলের ঘটনা পুর্বপরিকল্পিত, বুদ্ধদেব ভট্টাচার্যের কাজ"
    খবর ৩, মা মমতা উবাচ, "সিপিএমই যত ট্রেন দুর্ঘটনার মুল পান্ডা, (পড়ুন বুদ্ধদেবের চক্রান্ত)সিবিআই তদন্তের দাবী"

    তৃনোমুলী সমর্থকরা মমতাকে গদিতে বসান আর যাই করুন, সিপিএম ভুত থেকে মমতার রক্ষা নেই । তখন বলবেন, "আমাকে গদিতে বসানো সিপিএমের চক্রান্ত, বুদ্ধদেব দিল্লী গেলেই একটা গেম প্ল্যান করে, সেই চক্রান্তে আমাকে গদিতে বসতে বাধ্য করা হয়েছে"। এই বলে রাজ্যে ৩৫৬ দাবী করবেন। আর সিবিআই তদন্তের দাবী তুলবেন।
    ২০১৬ নাকি ২০০১৬ । সিপিএমও তাহলে ততদিন থাকছে!!?? মমতা তো সিপিএম ছাড়া থাকতে পারবেন না । বুদ্ধবাবুকে গালমন্দ না করে তৃনোমুল থাকতে পারবে না । যাক বাবা । বাঁচা গেল।
    সিপিএম সমর্থকের প্রান জুড়োলো।নইলে এখানে এসে মমতা-কীর্তন শুনে শুনে ভয় ধরে যাচ্ছিল । এত 'ঔদ্ধত্ব'হীন 'মমতা'ভক্ত রামচন্দ্রের সেনাদলেও ছিল না।
  • Arijit | 61.95.144.122 | ২২ অক্টোবর ২০০৯ ০৯:৪৪420373
  • ওহে শমীকদা - এসে উত্তর দিয়ে যাও গো;-)
  • Samik | 122.162.75.12 | ২২ অক্টোবর ২০০৯ ০৯:৫৮420374
  • আমি বাংলা বুঝি না। :-)
  • Arijit | 61.95.144.122 | ২২ অক্টোবর ২০০৯ ১০:০৪420375
  • যো হুকুম মেরে আকা;-) এটা সঠিক কয়েছ। সিপিএম এর পরেও আরো গড়বড় করছে প্যানিকড হয়ে গিয়ে। প্যানিক - ভুলভাল স্টেটমেন্ট - আরো গোলমাল...
  • dukhe | 122.160.114.84 | ২২ অক্টোবর ২০০৯ ১০:১৯420377
  • প্যানিকের কিছু নেই। জার্সি পালটে নিলেই হবে । কঠিন আর কী - লাল পতাকার বদলে সবুজ পতাকা লাগানো । কত অটোতে দেখলাম ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন