এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • চুনসুরকি অলিগলি

    Sayantan
    বইপত্তর | ২৮ ডিসেম্বর ২০০৫ | ১৪৪৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sayantan | 115.108.25.26 | ১৯ আগস্ট ২০০৯ ০০:৪৬451377
  • কোনওদিনও আসবে না তুমি, অন্ধকারে
    এরকমই বসে থাকব, শুধু এক পাখী
    ছোট, নীল, ঘুমোবে না নদীর ওপারে

    তোমার মাথায় কেউ হাত রেখেছিল
    ভোররাতে, জ্বর ছেড়ে এসেচে তখন
    পাখী ডাকছে একটা কি দুটো, এসেছিল
    এসেছিল ছোট্ট একটা ছেলের মতন

    জানতেও পারোনি তুমি, কাঁঠালচাঁপার
    আবছা গন্ধ শুধু চুলের ভিতর
    পেয়েছিলে পরদিন, এর বেশী আর
    কিছু নেই, শেষ এই গল্প তারপর

    আমিই শুধু বৃষ্টি ধোয়া তোমার মুখের
    সামনে বসে এইটুকু চেয়েছি শোনাতে
    তারপর কত ঢেউ তোমার বুকের
    বাধা পার হয়ে যেন তোমারই দু'হাতে
    ফিরে এল অন্ধকারে, তুমি কি তাদের
    কখনও গল্পের ফাঁকে বুঝতে পেরেছিলে
  • Sayantan | 115.108.25.26 | ১৯ আগস্ট ২০০৯ ০১:০৪451378
  • এভাবে দাঁড়ালেই ঘুরে দাঁড়ানো হয়
    ধু ধু পথ ধরে জলচিহ্নহীন শুকনো জলাশয়
    খামখেয়ালি ফিরে আসে প্রগাঢ় জন্মের কৌতুক, কলাবতী রাগ
    ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে
    আঁচলের পাখী উড়ে গিয়ে খেলা করে তারপর
    আকাশের ভগ্ন তটরেখা, বৃষ্টি ছোঁড়ে ভাসানের ডাক
    গোপনে কাছে আসে আরও এক পা, দু'পা
    অবাক মেয়ে - এভাবে সন্ধ্যে হয়
    প্লাবনের সুরে ভাসিয়ে ভূকম্পন, ভাঙচুর
    মনের মাপে বিশাল
    দু'দিকে ডানার হাতে সূর্যক্ষুধা আকাশপাখী নীল নয়ছয়
  • Tim | 198.82.16.158 | ১৯ আগস্ট ২০০৯ ০১:০৮451379
  • অসাধারণ একটা ক্লিশে হয়ে যাওয়া শব্দ। সায়ন্দার জন্য যথেষ্ট নয়। চালাও পানসি........... :)
  • Sayantan | 115.108.25.26 | ১৯ আগস্ট ২০০৯ ০১:২২451380
  • ভাবি, কেটে পড়ি
    পরক্ষণেই থেমে যাই, কুশল জিজ্ঞাসা করি
    দু'চার শব্দে নম্র আদিখ্যেতা
    - কবে এলে, ক'দিন রয়েছো
    - আমি? একইরকম। চলে যাচ্ছে বলতে পারো

    কষ্ট? অভিমান? আরে না
    সেসবই তো ছেড়ে চলে গেছে
    অন্যরকম বসন্ত পেরিয়ে এলাম তারপর
    আমাদের গেছে সেসবদিন একেবারে গেছে, আর
    তুমি তাছাড়াও ডাকামাত্র তেপান্তরে ছুটে যেতে পারবে কি
    ততটা জোর হয়ত আমি
    আজ আর নাও পেতে পারি
    কৈশোরে মানাত যেটা
    যৌবন পুড়িয়ে সব জ্বালা ধুয়ে মুছে সাফ

    - এই চলি, তাড়া আছে
    - এসো একদিন
    - ভালো থেকো
    প্যাডেলে সদর্প চাপ, পালিয়ে বাঁচতে চায় ধাবমান চাকা
  • Du | 72.64.99.47 | ১৯ আগস্ট ২০০৯ ০২:৫৭451381
  • কিচ্ছু বলার নেই , জাস্ট ---
  • kallol | 122.167.8.111 | ১৯ আগস্ট ২০০৯ ০৯:২৮451382
  • সায়ন রে ! তুই পাগল করে দিবি।
  • Samik | 122.162.236.242 | ১৯ আগস্ট ২০০৯ ০৯:৫৯451383
  • প্যাডেলে সদর্প চাপ, পালিয়ে বাঁচতে চায় ধাবমান চাকা ...

    এর পর আর কিছু না বলাই ভালো। বহুযুগের ওপার থেকে যেন কিছু আবছা স্মৃতি ফিরে এসেও এল না। আবার হারিয়ে গেল।
  • Somnath | 220.226.186.71 | ১৯ আগস্ট ২০০৯ ১০:৩৮451384
  • এই মাইরি, সায়নের কবিতার বই টা কে প্রোডিউস করছে? কেউ দায়িত্ব নিয়ে বের করো। ছাপা হার্ড কভার। ই-বুক নয়। বেশ কিছু ভুলভাল অ্যাওয়ার্ড হোল্ডারদের চাপ পড়ে যাবে।

    গুরুচন্ডা৯ প্রকাশভবন কি সিরিয়াসলি সাহিত্য ছাপতে উৎসাহী? মানে এক্ষুনি সেই মোটা বই ছাপিয়ে বিনি পয়সায় বিলি করার মতো না, অন্তত সচলায়তন যেভাবে শুরু করেছে। সামনের বইমেলার জন্যে?
  • pragati | 121.246.71.76 | ১৯ আগস্ট ২০০৯ ১১:০৫451385
  • সায়ন্তন,
    চমৎকার পরিশ্রুত কবিতা। সকালেই একটা কবিতার বই নেড়েচেড়ে দেখছিলাম, অক্তাভিও পাস এর কবিতাগুচ্ছ...
    তোমার কবিতার সঙ্গেই এই লাইনগুলি দেখছিলাম....

    En Los Jardines De Los Lodi

    En el azul unánime
    los domos de los mausoleos
    negros, reconcentrados, pensativos –
    emitieron de pronto
    Pájaros

    In The Lodi Garden

    The black, pensive, dense
    domes of the masauleoms
    suddenly shot birds
    into the unanimous blue


  • intellidiot | 220.225.245.130 | ১৯ আগস্ট ২০০৯ ১১:৪৫451387
  • সান্দা বহুদিন ধরেই অসাধারন। কিন্তু শেষ কবিতাটার তুলনা বহু ব্যবহার করা উপমা গুলির বাইরে (ক:সু:-র সাহায্য নিলাম)। ফেলে আসা দিন কবিতার হাত ধরে এভাবেও ফিরে আসে, কঠোর ভাবে।

    আচ্ছা "বসন্তের' আগে "অন্যরকম' শব্দটা কি সুচিন্তিত ভাবে ব্যবহার করেছ? আমার মতে, কবিতাটাকে অসাধারনত্বের উপরে নিয়ে যাওয়ায় এই শব্দবন্ধটার বড় অবদান আছে। "বসন্তের' আগে সাধারনত: "বহু'/"অনেকগুলি' কিম্বা এই জাতীয় গণনা মূলক বিশেষণ পড়ার/শোনার অভ্যাসটা নতুন করে ভাবতে শুরু করে এই গুণবাচক তুলনা পড়ে।

    শেষ লাইনের "প্যাডেল' আর "চাপ'-এর মাঝখানে "সদর্প' শব্দটা ভাবায়। অসহায় করে দেয়। "তেমন কিছুই পরিবর্তন হয়নি জীবনে, হবেওনা', বারবার আউড়ে আগুন রোদে একবারও পিছন না ফিরে সদর্পে পা চালিয়ে আসলে কোথাও পৌঁছানো হয়নি। মনে করিয়ে দেয়।
  • Sayantan | 125.22.97.34 | ১৯ আগস্ট ২০০৯ ১১:৫৯451388
  • সব্বাইকে থ্যাঙ্কু।

    প্রগতিদি, অক্তাভিও পাস এর একটা অনুবাদ সংকলন অনেক আগে হাতে এসেছিল। যিনি শব্দ দিয়ে এমন ছবি আঁকেন তাঁর কবিতা সম্পর্কে যে কোনও শব্দই অনুপযুক্ত। খুব ভালো লাগল।

    ইন্টেলি, "অন্যরকম'এর অনন্যতা, তাই না?
    সদর্পে কারা পালায়? সবাই।
  • pi | 72.83.79.85 | ১৯ আগস্ট ২০০৯ ১২:০২451389
  • ছুঁয়ে যায়।
  • Samik | 219.64.11.35 | ১৯ আগস্ট ২০০৯ ১৩:৪২451390
  • ঐ সদর্প শব্দটাই ভেতরের অসহায়তাকে ঢেকে ফেলার অক্ষম প্রচেষ্টাটা পরিস্ফুট করে দেয়, অন্তত আমার চোখে সেই রকমই মনে হল।
  • vikram | 193.120.76.238 | ১৯ আগস্ট ২০০৯ ১৬:০৩451391
  • কিন্তু সেই অক্ষমতার ওপারেই লুকিয়ে আছে আলোর অঝোর উৎস। তাই তো কবি পুরন্দর ভাট, সায়ন্তনের বিষয়টি নিয়েই আরেকটু পজিটিভ কবিতা লিখেছেন :

    সবাই বাগায়
    সবাই লাগায়
    সকলেরই হবে অন্ত
    আজ এই শিশু
    করিতেছে হিসু
    কালই ক্যালাবে দন্ত

    (শেষ দিকটায় কবি কিন্তু আমাদের আশার বাণী শোনালেন)
  • Arpan | 122.252.231.12 | ১৯ আগস্ট ২০০৯ ২১:১৩451392
  • কাল লিখে সান্দার ফ্লো নষ্ট করতে চাইনি। এই পাতায় তোর বেস্ট কাজ। এখনো পর্যন্ত।
  • san | 123.201.53.133 | ১৯ আগস্ট ২০০৯ ২২:১১451393
  • অসাধারণ কথাটা খুবই ক্লিশে লাগছে, কিন্তু কী যে বলি !
  • Blank | 59.93.242.28 | ২০ আগস্ট ২০০৯ ০১:৫০451394
  • সান্দা আর ভিকি মিলে একটা রেফারেন্স ফ্রেম বানাতে পারে
  • Samik | 122.162.236.204 | ২০ আগস্ট ২০০৯ ০৯:২৬451395
  • হয় তো ঠিক জায়গা নয়, তবু আজ অনেক দিন বাদে ইচ্ছে হল পুরনো কবিতার খাতা খুলে বসতে। সায়ন্তনের কবিতার লাইনগুলোকে মাথা থেকে তাড়াবার হয় তো এটাই সেরা উপায় লাগল আমার।

    একেকদিন
    মৃণাল বসু চৌধুরী

    একেকদিন ঘুম থেকে উঠেই খুব
    মনখারাপ হয়ে যাবে তোমার রান্নাঘরে
    এক চিলতে রোদ দেখে একেকদিন
    কেন যেন কষ্ট পবে তুমি
    গ্যাস থেকে চা নামাতে গিয়ে
    একেকদিন তোমার হাত পুড়ে যাবে হঠাৎ
    একেকদিন ফেলে রাখা সাদা শাড়িটা
    পরার ইচ্ছে হবে খুব
    নির্জন রাস্তায়
    কোনও উদাসী যুবককে দেখে
    একেকদিন খুব চেনা মনে হবে
    দুই শালিখের খুনসুটিতে
    অকারণেই জল ভরে আসবে চোখে
    ভাঙা গ্রামাফোন রেকর্ডের কথা ভাবতে ভাবতে
    একেকদিন প্রিয় গানের লাইনগুলি
    মনে আসবে না কিছুতেই একেকদিন
    অতীত এসে কয়েক মুহুর্ত সামনে দাঁড়িয়ে
    ভবিষ্যতের দিকে
    দুহাত ধরে এগিয়ে নিয়ে যাবে তোমায়

    সানন্দা, ১১ সেপ্টেম্বর ১৯৯৮

    -------------------------------------

  • Tim | 71.62.121.158 | ২৪ আগস্ট ২০০৯ ১২:৫৪451396
  • ইমারত নুয়ে আসে-
    ভাঙা, খয়ে যাওয়া জলছাদে
    শিকড়েরা খেলা করে, হাওয়া দেয়-
    সন্ধের সুবাতাস।

    সেই পথে বর্ষা নেমেছে
    আলোছায়া খেলা, অশরীরী
    শ্বাস ওঠে পড়ে, রঙিন কাচেরা
    আজ ঝকঝকে হবে।

    বাগানে পাথর সরে, আলোরঙা পরি
    ঘুরে ঘুরে ছায়া ছুঁতে চায়
    ঝিঁঝিঁ ডাকে, ধুলোপড়া এস্রাজে
    শিশির জমবে আজ, তার ঝলকানি লেগে
    ধুয়ে যাবে রাত।

    তখনও বাগানে কোনো একা স্বার্থপর
    একমনে বুভুক্ষু আকাশের দিকে
    আগুনের স্বাক্ষরে তারা চিনে চিনে
    লিখে যাবে প্রেম আর পেয়ালার কথা।
  • Tim | 71.62.121.158 | ২৪ আগস্ট ২০০৯ ১৩:১০451398
  • দেরাজ গোছানো ছিলো, সিন্দুকে
    ভরা ছিলো আইনি কাগজ
    মতলবে ভরা ছিলো মাথা, আর
    আলমারি ঠাসা ছিলো গোপনীয়তায়।

    চক্রাকারে ঘুরেফিরে আসে, মন
    কাজের টেবিলে চলে খেলা, ঘূর্ণ্যমান
    কাগজচাপার রং কালচে সবুজ,
    তবু কাজ হয়ে চলে, অনায়াসে।

    কলমের ফলা যত ভারি,
    হাত কাটে, মাথা কাটে, বহু ফরিয়াদী,
    অলস শপথে কত প্রাণ বাঁচে,
    দিন যায়, দিন যেন অবশ্যম্ভাবী।
  • Sayantan | 125.22.97.34 | ২৪ আগস্ট ২০০৯ ১৪:৩৭451399
  • "অলস শপথে কত প্রাণ বাঁচে' - অসাধারণ!
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:১৮451400
  • কে তোমার মুখ সযত্নে চিত্রিত করে গেছে কস্তুরীতিলকে
    তুমি প্রশ্ন করতে জানো, কিন্তু উত্তর যদি সহজে খুঁজে পাও
    ঘটনা ঘটেছে, কিন্তু কতদিন আগে কবে, বা কোথায়
    মনে নেই, শুধু একটি মূক দৃশ্য জীবন্ত এখনও
    মনে আছে, তোমার পিছনে সূর্য এখনও অস্ত যায়
    গাছের বাসনাময় ফুলফল লীন হয়ে আছে একটি তুচ্ছ বীজে
    আমার নৌকার তলে প্রকান্ড বড় ঢেউ হাল বেয়ে
    বহু কষ্টে পার হয়ে এসেছি মোহনা
    জোয়ারের ঘরমুখো জল সুস্পষ্ট ভাটার টানে ছুটে যায় সমুদ্রের দিকে
    দুদিকের দীর্ঘব্যাপ্ত সবুজ রেখায় সমান দূরত্ব অস্পষ্টতা
    কে জানে কেন যে তুমি নিজেকে নিজেই বদ্ধ কর
    তোমার দুচোখ জলে ভরে যায় দ্রুত
    আমি হতভম্ব হয়ে দেখি দুচোখের জল দ্রুত মুছে ফেলে
    করুণ বন্ধনদশা থেকে তুমি নিজেই নিজেকে মুক্ত করে আনো।

    তুমি কি আকাশগর্ভে আকাশরূপেই চিরকাল আছো? থাকো।
    আমাকে তো বারবার স্বর্গে ও নরকে যাতায়াত করতে হয়। করি।
    আমাকে নির্বিঘ্ন রাখে অন্ধকারে জন্মান্ধ প্রহরী।
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:৪১451401
  • একদিন পড়ন্ত বিকেলে নিজের সম্পূর্ণ
    অগোচরে যেদিন তুমি
    ঝাপসা বৃষ্টির মত প্রথম ফুটে উঠেছিলে
    এই নীরক্ত কাগজে সেদিন বোঝোনি
    এরপর থেকে প্রতিটা অক্ষর তার কালিমা নিয়ে
    নিয়মিত তোমাকেই ছুঁয়ে যাবে
    সেই বুক-কাঁপা নীলচে বিকেলে সব অচরিতার্থতা
    যখন তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল
    তাকে তুমি উপহার দিয়েছিলে সবটুকু হাসি
    তখনই বাঁধন খুলে যায়
    শুরু হয়েছিল লেখা ও লিখিতের সব ভুলবোঝাবুঝি
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫২451402
  • তোকে ভাবি রোজ তীব্র তৃষ্ণার গা-ছুঁয়ে
    ভূবন-জোড়া আলোর বৃত্ত থেকে
    অহরহ গুছিয়ে তুলি সোনালী উষ্ণতা
    বিশ্বাসের স্রোতে ভাসতে ভাসতে ছিঁড়ে যায় জামা
    বর্ণহীন সেলাইয়ের শব্দ
    এই অরণ্য ঘিরে মধ্যবর্তী আলো মূল্যবোধের মত
    দিন প্রতিদিন
    শিরায় শিরায় মোক্ষম কৌশল
    প্রীতিবন্ধনের চৌহদ্দি পেরিয়ে
    কখনও সমাজ ভেঙে চলে যাওয়া ... যাওয়া
    ফেলে যাওয়া অনিশ্চয়তায় শেষবার দুহাতে জঙ্গল-জল সরাই
  • tkn | 122.163.79.185 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৪451403
  • বাহ্‌হ্‌হ্‌হ্‌হ
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০১:৫৭451404
  • এত দু:খ ভরা চিঠি আমার খোলা হাতে রেখেছ বনভোজনের স্মৃতি
    বোতাম খোলার মত খুলে রাখো
    তুলে রাখো কৈশোরের চুপিছোঁয়া, জলখেলা, আঙুলে আঙুলে স্তাবকতা
    কাটা না-কাটার দিন চানঘরে কান্না পুড়ে যায়
    ঠোঁটে চুলে প্রত্যয় স্বচ্ছ্বতা নিয়ে কবিতার মতন
    কেন ছিলে অক্ষরের বিষণ্ন ঘুমে
    এত দীর্ঘকাল আমার কাঁধে মাথা রেখে
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:০৭451405
  • কোলাহল স্তব্ধ হয়
    তেতলা ছাদের চেয়ে উঁচু আমাদের সুখকথাগুলি
    ডানা মুড়ে কাছে এসে বসে
    গোপন ক্ষত সংহত করে শিহরণ
    কি যেন স্মৃতির মধ্যে চুপিসাড়ে দূর থেকে আসে
    অকারণ মৃত অবকাশে
    সকাল সন্ধ্যায়
    যাকে ফিরে এসো বলে বলে দিন কেটে যায়
    ক্লাসঘরের গোপনতা তোমাকেই দিয়েছি
    ক্ষত সংক্রমণের ভয় শুনিয়েছি তোমাকেই
    বোকা সরল প্রেমপত্র
    নানা বইয়ের ভাঁজে এখনও
    ওসব বই ছোঁব না কোনওদিনও
    যদি না হারাই
    অথচ হারালে তুমি অচেনা পাতার আড়ালেই
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:১০451406
  • লুকনো জীবন আর লুকনো প্রেম
    মুখোমুখি দেখা হয়েছিল
    যে গর্তে সাপ নেই, শুধুই খোলস পড়ে থাকে
    মাঝেমধ্যে বাচ্চারা পাখীদের ডিম রাখে ছুটির দুপুরে
    শেয়ালের ছায়া পড়ে
    লুকনো জীবন আর লুকনো প্রেম জড়াজড়ি করে আছে একরত্তি ঘরে
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৮451407
  • কতকাল পরে দেখা ... দেখলেই বোঝা যায় সুখে আছ, ভালো আছ
    শুধু বুক থেকে নেমে গেছে প্রেমের কঙ্কাল

    সখের দোপাট্টা গায়ে, ঝুরি কানকলি, অভ্র টিপ, অনভ্র চাহনি
    অপর্ণা, মনে আছে তোমার আঁচলে ছিল সহস্র ওষধি?
    গ্রাম থেকে গঞ্জ থেকে শহর-নগর থেকে স্টেশন-গলিপথ থেকে
    রাজপথ পাড়াপথ থেকে ফুলের দোকান থেকে
    চুড়ি ও বরফের দোকান থেকে ঝুলবারান্দা ও
    ন্যাশনাল লাইব্রেরী থেকে ...
    পুরাণ মহাকাব্য ও গন্দ্য-উপন্যাস থেকে কবিতা থেকে - অপর্ণা,
    মনে আছে, গভীর অসুখ হলে ওরা ছুঁয়ে যেত তোমার আঁচল?
    অভ্র টিপ, এই গোধূলির, এতদিন পর মধু-সাক্ষাৎ, এই হাওয়া ...
    এই অনভ্র চাহনি আমি তো চাইনি।

    সুখে আছ, ভাল, অপর্ণা, কবিতা লেখার কথা বোলো না একবারও
    কবি - তোমার প্রেমিক - নষ্ট আর বাতিলের অতল উপমা ...
    ফিরে আসবো ফের
    ফের দেখা হবে, কথা হবে
    পরিচয় ভেঙে গাওয়া হবে রাতকুঠারের গান
  • Sayantan | 115.108.25.26 | ০৫ সেপ্টেম্বর ২০০৯ ০২:২৯451409
  • "পুরাণ মহাকাব্য ও গদ্য-উপন্যাস থেকে .....'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন