এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • চুনসুরকি অলিগলি

    Sayantan
    বইপত্তর | ২৮ ডিসেম্বর ২০০৫ | ১৪৪৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ০৩:৪১451410
  • ধারক
    ===

    স্বর        নৈ:শব্দ
    মুখচ্ছবি    আঁধার
            শুনেছি        নীরবতা
            দেখেছি        অন্ধকার
        নি:স্তব্ধ চারপাশে
        নাকের রন্ধ্রে
        জাপটে ধরে
        পাশবিক ঘ্রাণ
    শ্বাস        শব্দ নয়
        ভিতর ও বাহির
            ভিতর এবং বাহির
    ভ্রান্তি        বোধের অগম্য
            পশু
        আলতো হাত ছুঁয়ে যায় ছবি
        আর অস্পষ্ট বর্ণহীন আয়না
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ০৩:৫২451411
  • লুকোচুরি
    ====

    পার্কের চারপাশ ঘিরে
    উঁচু কালো রেলিং
    তার ভিতরে, বাইরে
        আত্মীয়স্বজন
    সেইমুহূর্ত্তে
    অন্ধকার ছুঁয়ে ফেলার সময়
    বাইরের সব আলোকস্তম্ভ
        প্রঙ্কÄলিত
        নানাবিধ
        দ্যুতি
        উদগ্রীব এবং উৎসুক
        দুশ্চরিত্র
    অন্যপ্রান্তে দিনের শেষ আলোয়
    সূর্যছোঁয়া ঘাস    (...যা এখনও সবুজ)
    সেখানে এসে বসো    (...যদি যোগ্যতা থাকে)
    তাকিয়ে দেখো সারিবদ্ধ চেনা ওক গাছগুলি
    কোনও অহংকারীর ভরাডুব আকস্মিকতায়
    ... ...সুনিশ্চিত কেউ নয় তার অবস্থান নিয়ে
    ... ...ভিতর এবং বাহিরের দহন নিয়ত পরিবর্ত্তনশীল
                আত্মকথনদুষ্ট
    ভাঙা হীরের মত তীক্ষ্ম কালো রেলিঙের কোণ
    কার নির্লিপ্ত দৃষ্টি দেখি সেই কৌণিকতায়
        কোথা থেকে দেখে সে -
    কী দেখে সে এমন উদাসীনতায়
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ০৩:৫৯451412
  • দৈনন্দিন আঁকিবুঁকি
    =========

    একরাশ এলোচুল মেলে যখন তুমি ঝড় আঁকতে গিয়েছিলে ক্যানভাসে
    এক দমকা হাওয়া রঙের প্যালেট উড়িয়ে নিয়ে ফেলে তোমার হাত থেকে
        নানা মৌলিক রঙ ঝড়ের অবদান নিয়ে
        কিছু বুনো জন্তুর পায়ের ছাপ অবিকল ফুটিয়ে তুলেছিল ক্যানভাসময়

    ঝড় শান্ত হলে তুমি বাড়ি বয়ে এনেছিলে কিছু ঊন্মার্গগামী মেঘ
    জলের বুকে ঝড়ের অভিঘাতে ব্রিস্টল মন্টিকার্লোর পরিপ্রেক্ষিতে
        তোমারই পুরনো কিছু পেইন্টিং নিজের সংগ্রহে ভরে রেখেছিল
        মমার্তের নিম্নবর্তী প্রস্তরীভূত কিছু ম্যুরালের দল
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ০৪:১০451413
  • নতরদাম
    =====

    আজ আমি সেই পুরনো গীর্জায় ফিরে যাই
    হয়ত সেই মোমগুলি পুড়ছে এখনও
    ফাদার নিকোলাস দীর্ঘ আলখাল্লার জানুতে ভর করে
    দু'হাতের বেষ্টনীতে সুরক্ষিত রেখেছেন মোমের জ্বলন
        - সামুদ্রিক কোনও ঝিনুকের ফসিলের মত একাকীত্বময় ভঙ্গুর কঙ্কাল
        - নৈ:শব্দের মর্মরধ্বনি আমার বয়স কিছুটা বাড়িয়ে দেয় একধাক্কায়
                 চিন্তাহীন, ভারমুক্ত
        - সেন্ট পিটার আমার নাম না-ধরে ডাকলেও কী এসে যায়
    আমার স্বরযন্ত্রে স্বার্থপর প্রার্থনার মত কিছু বেনামী পকেটমার
    লুন্ঠনকারীর মত উদ্বেগপূর্ণ ভাষা বিড়বিড় করে
            শত সহস্র তাদের সংখ্যা
            প্রতিটা কনফেশনুন্মুখ গভীর কালো চোখ
            ক্যাথিড্রালের প্রবেশপথের মত স্পষ্ট এবং উৎসে মুক্ত
                কোথায় পবিত্র ইউফ্রেটিসের বরফ জল -
                ফাদার, আপনি তৃষ্ণার্ত
    জানলার কাচে সারিবদ্ধ দৃষ্টি ঝনঝন শব্দে মাটিতে লুটোয়
    নিভন্ত মোম আর জীবন পাশাপাশি চলে হাত-ধরাধরি
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ০৪:১৭451414
  • প্রার্থনা
    ===

    শব্দমুখর বৃষ্টি ঝরে পড়ে অন্ধ পাখীর বুকে
    খরতাপ উষ্ণ গ্রীষ্ণের দোরগোড়ায়
        ধীর, অন্তর্বর্ত্তী একটা ভোরবেলায়
        ইস্পাত-কঠিন, ধূসর
        অন্তহীন ধারালো তলোয়ারের মত

        ঘুমোও, তন্দ্রাচ্ছন্ন শিশু
        কোনও ক্ষয় ছুঁতে পারবে না কখনও তোমাকে
    যতক্ষণ বর্ণময় আলো তাড়িয়ে বেড়ায়
    দোলগতি বাতাসের পরতে লুকিয়ে থাকা পিশাচ
  • sana | 58.108.232.36 | ২১ মার্চ ২০১০ ১১:২০451415
  • sayantan,please, কবিতা গুলোর নাম দিন।খুব ভালো লাগে্‌চ।
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ১৪:১৩451416
  • পরিযায়ী
    ====

    চলে যাওয়া এক ধীর অবতরণ
    কথা হারানো কিছু বেসুরো গান

    পৃথিবীর অন্য সব প্রান্তের মত সকাল নামে এখানেও
    ঘরোয়ালি দৈনন্দিন টুকিটাকি, ভিজে শার্শি
    সোনালি ক্ষেত খামার আলোয় ভাসিয়ে
    সূর্যকোষ রেটিনার বিচ্ছুরণ
    তৃণভূমির জেগে ওঠা লাল আভায়
    বিগতরাত্রির জ্বলে পুড়ে খাক ভস্মের আস্তরণ সরিয়ে
    ফুটে ওঠে ক্যালাইডোস্কোপের মত অক্ষরবিন্যাস
    কৃষ্ণতুষারের চাদরে লিখিত মৌহর্তিক গান
    যেমন রাত প্রহর গুনেছিল সুখী দম্পতীর মত
    সেখানে এখন রোদ-ছায়ার জাফরী, যাতায়াত -
    সেসব সুখের লম্বা ছায়া দেখে ভয় পায় পরিযায়ী পাখিটি
    আর উড়ে যায় সূর্যের গতিপথে
       আমি ছায়ার অস্পষ্টতায় পথ চলতে চাই কিন্তু চোখে তখন যন্ত্রনা নামে
  • tkn | 122.173.184.111 | ২১ মার্চ ২০১০ ১৭:২২451417
  • প্রতিটি ভুল বোঝাবুঝি তোমাকে
    আরো কাছে এনেছে, আর
    আমাকে ঠেলে দিয়েছে তোমার বুকের কাছে

    হয়ত চিনতে চেয়েছি তোমাকে
    আমার ছিটেবেড়ায় ঘেরা ঝিঁঝিডাকা পেয়ারাতলায়
    অথচ পাহাড়িয়া বাঁশি ডেকে নিয়ে গেছে তার আগেই
    অথবা নতুন নামে চেনা পুরোনো কোনো ফুলঝোপ.....
    এক হাতে দেওদারের রোদজড়ানো পাতার গন্ধ
    আর হাতে অচেনার আলোর ডাকে অমোঘ ছেনালি
    তোমাকে নিয়ে ফেরে ইতি উতি

    আমি ঝুমকোজবার গাছের গোড়ায় জল ঢালি
    ছিঁড়ে নিই বিকেলের গন্ধরাজটি
    এলোখোঁপা মুচকি হাসে.... জানে
    'সাজনা হ্যায় মুঝে, সজনা কে লিয়ে'

    জানি, জটিল ঐ অচেনা তারাপথের বাঁকদন্ডী থেকে
    তোমাকে ফিরিয়ে আনবে আমারই ভ্রুপল্লবের সরলরেখা
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ১৭:৪০451418
  • প্রেম
    ==

    এক গ্রীষ্মের দুপুরে চলে যায় সে

    তার গমনপথে সম্ভ্রম ছিল, শোক
    কৃত্রিম ও ক্লিশে, দক্ষ অভিনেতার মত
    অপাপবোধ, তার অন্তীম অতি সাধারণ
    চলে যাওয়াকে অভিবাদন জানাতে -
    এর বেশি কেউ একবারও ভাবেনি

    সেলাই কারখানার মেয়েরা সেই সন্ধ্যায়
    গুনগুনিয়ে ফিরছিলো যে যার গন্তব্যে
    যেমন প্রতিদিন ফিরত প্রতিদিন
    আজ পথপাশে নিথর চলে যাচ্ছিল সে

    গ্রীষ্মের সূর্য তুলোট কাপড়ের মত
    পূতিগন্ধ ধরে রেখেছিল কসাইখানার বাতাসে
    কিন্তু মৃত তাকে নিয়ে অপ্রিয় কথা বলেনি কেউ

    তার প্রেমিকা তখন অনেক দূরে
    অন্য শহরে নিজের সংসার ও সন্তানের সঙ্গে ব্যস্ত
    কি গান গাইছিল ওরা -

    জানালার নীল কাচে তোলপাড় লুকোনো প্রেম
  • sayan | 59.164.227.42 | ২১ মার্চ ২০১০ ২২:১৮451225
  • নৈশাহার অথবা নিছক দু'পয়সার লাইন
    =====================

    পূর্বনির্ধারিত একটা সময়ে তারা সকলে আসত -
    তখন কেউ জানত না কোথায় তাদের বাসাবাড়ি
    শহর থেকে দূরে প্রত্যন্ত খনি অঞ্চল তার লাগোয়া গ্রাম থেকে -
    পার্কের বেঞ্চ থেকে, হলদেমাটি নদীর বাঁধ থেকে -
    নিষিদ্ধ পল্লী থেকে, সময় কালের গন্ডীর বাইরে থেকে
    তারা আসত - যেমন পরে জানাজানি হয়েছিল

    আমার স্মৃতি বিশ্বাসঘাতক, উল্লেখযোগ্য কিছু মনে নেই
    শুধু একসারি তেলচিটে মানুষ রেলিঙের ধার ঘেঁষে
    ধীর, শ্লথগতি, স্খলিত পদক্ষেপে আগুয়ান
    দেবোত্তর জমির উপর, অন্ধত্বের প্রাসাদে
    মন্দিরের ঘন্টাধ্বনি আমাকে এই সব মনে করিয়ে দেয়

    কিছু সবুজ উদ্ভিদভুক কীটের দঙ্গল, ক্ষুধার্ত ঝোপে ঝাড়ে -
    পাত্রভরা অন্ন - পচনের ঠিক আগের মূহুর্ত্তে -
    গলিত সব্জি যা সব আসলে কারখানার বর্জ্য জঞ্জাল
    তবু, ক্ষিধে কী ভীষণ প্রবল

    আমার জমিনে গ্রীষ্মের স্মৃতি গলন্ত রাজপথের মত লেলিহান আগুন
    সময়ের খামখেয়ালি কাঁটা কবেই ভেঙে হারিয়েছে
    সাময়িক ঘটনাবলি খনিজ সাইরেনের তীক্ষ্ম কন্ঠস্বর হয়ে
    নির্বাসিত শ্রমিকদের পায়ে হেঁটে চলা পথের ধারে
    ক্রন্দনরত, বাতাসহীন অশান্ত সন্ধ্যায় এক বুক ভরা চাপ অন্ধকার
  • Du | 65.124.26.7 | ২২ মার্চ ২০১০ ২৩:৪১451226
  • অপূর্ব! ভীষণ ভালো লাগছে পড়তে। লাগে সবসময়ই।
  • Samik | 122.162.75.73 | ০২ জুলাই ২০১০ ০৯:৫০451227
  • সায়ংকবি কই? কই?? কই???
  • sayan | 115.242.157.60 | ৩১ অক্টোবর ২০১১ ২৩:৫৩451228
  • আজ রাত্রে আমি লিখতেই পারি আমার চরম অসুখ

    লিখতে পারি ভঙ্গুরতম রাত্রির কথা
    যার দ্যুতিময় যন্ত্রনায় ক্ষণস্থায়ী নক্ষত্রেরা কাঁপছিল কোথাও

    আর অন্ধ বাতাস দাপিয়ে বেড়াচ্ছিল মৈথুনরত কুক্কুরীর মত

    আজ রাত্রে আমার কলমে উঠে আসতেই পারে অসুখ
    তাকে ভালোবাসা, আর বিনিময়ে পাওয়া অনুগ্রহ একছটাক

    এমন রাত্রে বুকে রেখেছিলাম তার ওম
    যখন ধূর্ত শৃগালের মত পায়ে পায়ে ছিনতাই হয় সব

    আজ রাত্রের লেখায় জানা যায় যাক আমার গভীর অসুখ
    তাকে না পাবার কথা, কথা উড়ুক তাকে হারাবার বেপাড়ায়

    বিলয়গামী নৈশারোহী শোনাও আমায় তার যথাযথ উপাখ্যান
    নিক্তিতে মাপা পরিপূর্ণতা আর অমোঘ ছেনালি

    এমনটা তো কতই হয় ভালোবেসে ফেলে চলে যাওয়া, এইসব
    ভঙ্গুরতম রাত্রি বুকে হাত রেখে হাসে, বলে, আমিও ভেঙে গেছি

    যখন কথা সরে না, দূরত্ব ঠোঁটে কম্পন আনে থিরথির
    এই শেষ, আমি তোমার মত কারুর কথা মনেও আনবো না আর

    মন পাচার হয় বর্শার ফলার মত সূচীমুখ গদ্যের দিশায়
    আজ রাত্রে অসুখ মূহূর্তে কুশপুত্তলিকায় বিঁধে আমার প্রাণ যায়

    একই ছায়াপথের আলো যা ছিল তোমার যাতায়াতের রাস্তায়
    ঝিলিক হাসি হেসে ভাগাভাগি করে নেয় সীমিত রাত্রির স্মৃতি

    নিশ্চিত তবে, বেহায়া ভালোবাসার শাণিত এই পরিণতি
    রাত্রির ভঙ্গুর বাতাস কথা চালাচালি করে পৌঁছে দিক বেপাড়ায়

    এমন রাত্রে বুকে নিয়ে পিষে মারতে চেয়েছি স্তব্ধবাক্য, স্তোক
    আজ রাত্রে আমি লিখবো ক্ষুরধার, খরশান ভঙ্গুরকথা বারবার
  • ppn | 122.252.231.10 | ০১ নভেম্বর ২০১১ ০০:৩১451229
  • বাহ্‌ ওস্তাদ, বাহ্‌।
  • aranya | 144.160.226.53 | ০১ নভেম্বর ২০১১ ০০:৩২451230
  • দূর্দান্ত
  • pipi | 129.74.191.152 | ০১ নভেম্বর ২০১১ ০০:৫৬451231
  • অসা!
  • ranjan roy | 115.118.155.73 | ০১ নভেম্বর ২০১১ ০০:৫৭451232
  • এই রাত্রে এমন কবিতা পড়ে মনটা ভালো হয়ে গেল।
  • dhrubo | 118.102.176.26 | ০১ নভেম্বর ২০১১ ০১:০৭451233
  • তোমায় আমি বৃষ্টি দেব,
    চোখে তোমার জল ছল্‌ছল, মুখখানি পদ্মপাতা;

    আমি একা তেপান্তর ডিঙিয়ে যাব,
    আত্মমগ্ন, রোদ পায়ে নিয়ে..

    বুকের মধ্যে সৈন্ধব ক্কারখানায় জমবে প্রবাল দ্বীপ,
    তাতে অসংখ্য ক্ষত;
    তারা ঘুমোবে ঝিঁঝিঁর কোরাস নৈ:শব্দে, হাহকার নদীর চরে..

    দুর হতে যদি ছুঁয়ে যাও তর্জনী-মধ্যমা
    আরো দুর অভিপ্রায়ে,
    আমি নবজাতক,
    বিনা প্রশ্নে ভালোবাসবো আরো..

    আপাতত এক রাজপূরীর এক গর্ত অন্ধকারে আমি থাকব,

    পারলে চিঠি দিও..
  • kumu | 122.160.159.184 | ০১ নভেম্বর ২০১১ ১১:৩২451234
  • সায়ন,কবিতার জন্য তাচ্ছিল্য করো অন্য সব-
  • siki | 123.242.248.130 | ০১ নভেম্বর ২০১১ ১২:০০451236
  • সান্দাকে আমি দশ ভরি বিরিয়ানি ইনাম দিলাম।
  • maximin | 59.93.198.42 | ০১ নভেম্বর ২০১১ ১৬:১৩451237
  • আহা কী ভালো। থ্রেডের নামটাও কী ভালো, চুনসুরকি অলিগলি।
  • sayan | 115.241.56.190 | ০১ নভেম্বর ২০১১ ১৮:০৪451238
  • আরিব্বাস! সব্বাইকে থাংকু।
    (এতো পোসোংশায় ছাতি ফুলে চল্লিশ ইঞ্চি হয়ে গেল) :-))
  • Tim | 173.163.204.9 | ০১ নভেম্বর ২০১১ ১৮:২৩451239
  • কেয়াবাৎ! নাজুক!
  • Nina | 69.141.168.183 | ০২ নভেম্বর ২০১১ ০৪:৫৩451240
  • সান্দারে
    টুপি খুললাম! মারহাব্বা!
  • sayan | 115.184.118.20 | ০৫ নভেম্বর ২০১১ ০০:২৮451241
  • এই জমিতে জলের রেশ স্পষ্ট
    সমুদ্র, যেখানে জলের উথালপাথাল
    এখানে আমি আছি
    সঙ্গে নিয়ে নাব্য ঢেউ
    আর অমৃতমন্থন

    এখানে বিপুল শোকভান্ডার
    উথলানো সফেন প্রলেপ
    পরিপাটি সুশ্রুষা মেলে
    কখনও হ্যাঁ অথবা
    যথাকিঞ্চিত না-এর ভীড়ে

    এই জমিতে খরা নেই
    চাইলেই বৃষ্টি নামাতে পারে এই দেশ
    লোনা বাষ্প ঠোঁটে মেখে
    অস্থির সমুদ্র তবু
    বেওয়ারিশ ভাবে নিজেকে

    নিজের বলতে কিছু ডুবোপাহাড়
    কালো পাথরের লাশ
    সপাটে আঘাত হানে
    জলের ঝাপটায়
    কখনও তাদের ভালোবেসে স্নান করিয়ে দিয়ে যায়

    বেনামী শেষমেষ ভাবে
    নিজের শরীরে যদি লিখি নাম
    অহোরাত্র ডুবোজাহাজের দল
    আর আসুক সমুদ্রঘোটক
    গোপন কন্দরে নিজেকে লুকাবো এবার

    দিক্‌রেখায় কার ছবি ফুটে ওঠে
    কে লুটায়
    আমার জলের সীমানায়
    যদি আঁকড়ে ধরো আমার শরীর
    পথ দেখাবে দূরের ওই বালুকাবিস্তার

    যারা শীতার্ত, ক্ষুধা
    চিন্তা যাদের দিক্‌ভ্রান্ত করিয়েছে
    নিজের শরীর থেকে ওম দেবো তাদের
    দিশা দেখাবো আমার অতলে
    নিহীত সীমাহীন শস্যভান্ডার

    তোমাদের আলোকিত উঙ্কÄল
    দুনিয়ার আলোকতম ঠিকানায়
    পৌঁছে দেবো কুচি কুচি হীরের মত জলবিন্দু
    দুর্মূল্য সময়সীমায়
    জেনো, ওরাও কেউ শত্রু নয়

    আমার গভীরে যদি আসো এক পা
    শান্ত স্রোত পাবে
    চোরাটানহীন
    সাগর সোহাগী গান
    নিবিড় ছোঁয়া বিস্মৃত ঝিনুকবেলায়

    যখন ঝড় ওঠে বেহিসাবী মাতালের মত
    যেইদিন জোটে নির্মম প্রহার
    আমি পথ ভুলে পাড়ি দিই
    পোর্তোপ্লাতা, আটলান্টিস
    আর দোলে প্রাণ

    আমার টালমাটাল সুড়ঙ্গের অলিতে গলিতে
    নানা মোড়ে দিকচিহ্ন
    দেখে চিনে নিই এই পথ আমার
    তাও জোছনা এসে চুমে যায়
    ঢেউয়ের শিখর

    যা কিছু নিয়ে মনে করো তোমরা সম্পূর্ণ
    তার তিনভাগে আমার অধিকার
    যদি মুষ্টিবদ্ধ হাত ছোঁড়ো ওপরে
    আমি জলের ঝাপটায়
    নিয়ে যাবো তোমাদের অঙ্গীকার

    ইচ্ছে আছে একদিন উলটে দেবো ওই আকাশ
    তোমরা জানবে আকাশেরও ওইপিঠে
    জল অতল, তার গলন্ত নীলে
    নতুন পত্রমোচন
    লেখা হবে সমুদ্রের উদ্ভিদ হয়ে ওঠার গান
  • siki | 122.177.237.71 | ০৫ নভেম্বর ২০১১ ০০:৩২451242
  • আমি জানতাম সান্দা আজ এই খাতাটা খুলবে।
  • pharida | 182.68.210.119 | ০৫ নভেম্বর ২০১১ ০৮:১৯451243
  • সান্দার শানদার !!
  • sayan | 115.242.212.246 | ০৫ নভেম্বর ২০১১ ১৮:৪০451244
  • সিকি মন পড়ে ফেলছে! নাহ্‌, একটা অ্যান্টি-রেডিয়েশন হেলমেট অর্ডার করি।

    ফরিদা :-))
    লেখালিখি সব গেল কই?
  • sayan | 115.242.152.66 | ০৫ নভেম্বর ২০১১ ২৩:৪৬451245
  • আমার অধোগতি তন্দ্রায় বিষ মিশিয়েছি অনাবিল
    আজ চাই হাতে তুলে দাও পানপাত্র
    দানসত্রের ভূমি, চরাচর
    থমকে যদি যাও
    বেরোখ সময় ঘুরে চলবে
    রাতভোর
    শান্তি দাও, ঘুম যাও নিহত সুর
    বেভুল ঠোঁটে নাম এনো না
    যান্ত্রিক গোলযোগ ভরা প্রেমের দুয়ার
    যদি স্মৃতি চাও
    যদি ফিরে পেতে চাও "নিহত অশ্বের দিনলিপি'
    করজোড়ে ভিক্ষাই চেয়ো
    সোনালী বোতলবন্দী
    প্রাণহীন জাহাজ ভাসাবো
    কালকের হাতছানিভরা কুহক দুনিয়ায়
  • sayan | 115.242.152.66 | ০৫ নভেম্বর ২০১১ ২৩:৫৮451247
  • যেরকম চিনেছ এতদিন বাজার দর
    সেলুনের ভীড় অথবা প্রেমে পড়ার রেট
    সেসব পাল্টে নতুন আইন এনেছে প্রেমিকযুগল
    এসেমেসে হৃদয় ভাসান
    সস্তায় নাম কিনুন চক্রবৃদ্ধি মূল
    নামমাত্র দাম
    পরোখ করে কী দেখলে
    অবশ্যই সুপার ডুপার হিট

    দোলে প্রাণ
    দোলে কেতকীর ঝাড়
    বাজে রম্যবীণার ঝংকার
    আর ভরে ওঠে সুপ্রাচীন হ্রদ

    আজকাল জামার বোতামে লেখা থাকে
    পোক্ত প্রেমের ঠিকানা
    অথবা
    আর দেখা বহে কিনা'র সাকিন
    চক্ষু বহে নিরন্তর
    বহে যায় সাগরেরও জল
    সর্বনেশে আইন এনেছে প্রেমিকযুগল
    যদি আরও দঢ় হও এই ভাসানমেলায়
    পিছপা হোয়ো না যদি দেখ
    সমে ভাসমান তোমার মহীয়ান সম্বল
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন